চট্টগ্রামের দুই রত্ন। গর্বিত আজ চট্টগ্রামে জন্ম হয়ে আমার। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আজীবন চট্টগ্রামের শিল্পীরায় রাজ করে যাবে ইনসাল্লাহ। খ্যাতনামা দুই অসাধারন শিল্পীদের নিয়ে কিছু বলবার যোগ্যতা আমার নেই। ভালোবাসা অবিরাম। শুভ কামনা।
“এই মানুষটা আমারে গিটার শিখাইছে।আমারে যখন বললো আসতে আমারে আসতেই হবে”এই কথা গুলো শুনলেই বুঝা যায় শিক্ষার কি দাম!বাচ্চু ভাই ছিলেন আছেন থাকবেন আমাদের হৃদয়ে।আর পার্থদা ও নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়
0.30 এই মানুষটা আমার গীটার শিখাইছে,উনি যখন আসতে বলেছেন আমায় তখন আসতেই হবে।আহা!!!গুরু শিষ্যের কি মধুর সম্পর্ক। এখনকার দিনে এসব নাই।আর তাই এখনকার শিল্পিরা টিকেওনা বেশিদিন।কিন্তু দিনের শেষে এরাই রাজত্ব করছে আমাদের মনে।
এরা হলো শিল্পী,মানুষ,লেজেন্ড, বাংলাদেশ আর পাবে না এদের,পাবেনা এদের masterpiece,, পারবেনা এমন ঝংকারের সাথে অনুভূতিকে জাগিয়ে তোলা গান।আহারেএ যদি আর একবার ফিরতে পারতাম পুরনো সেই দিনে,অনুভূতিতে।জানি পারবো না, তবে এদের গান বারবার নিয়ে যাবে সেই কল্পজগতে।ভালবাসা থাকবে তাদের জন্য সব সময়।।❤️❤️❤️
এরাই প্রকৃত শিল্পী। একে অন্যের প্রতি সম্মান এবং স্নেহ দেখে সত্যিই অবাক হই, কথাগুলো শুনলে এদের প্রতি সম্মানবোধ আরো বেড়ে যায়। গানটি যতই শুনি ততই আবার সোনার আকাংখা তৈরি হয়।।
এমন একটা ভিডিও যেটা হাজারবার দেখার পরও এতটুকুন বিরক্ত লাগেনি। যতবারই দেখি মন ভরে যায় একে অপরের প্রতি সন্মান আর শ্রদ্ধা দেখে, নম্রতা আর ভদ্রতা দেখে। দুজন শিল্পীই পছন্দের অত্যন্ত, বর্তমান যুগের শিল্পীদের এসব ভিডিও দেখে এটলিস্ট অনুপ্রেরণাটা নেয়া উচিত যারা অল্পতে খ্যাতি পায় আর অল্পতে হারিয়ে যায়।
পার্থ'দার এই 'বৃষ্টি' গানটা শুনতে ইচ্ছে করলে আমি সবসময়ই এখান থেকেই শুনি শুধুমাত্র #AB বসের জন্য...! 😍 দুই লিজেন্ড কে একসাথে পাওয়ার সাথে সাথে দারুণ এক সৌভাগ্যের ও নস্টালজিক অনুভূতি..!! ❤❤ প্রিয় আইউব বাচ্চু #AB অসময়ে সবাই কে ছেড়ে চলে গেলেও প্রার্থনা রইলো না-ফেরার দেশে ভালো থাকুন, সশ্রদ্ধ ভালোবাসা ও দোয়া নিরন্তর ❤🤲
উফ,,,কি অসাধারণ এ মুহুর্তটা,,,,উস্তাদ আর ছাএ একসাথে,,,,,আমরা সাক্ষী আছি,,,বাহিরে কার যেনো বিয়ের রাত,,,বিল্ডিং এর লাইটিং এ আলোকিত ঝলমলে লাইট,,রুমে অন্ধকার,,,আর হেড ফোনে গান শুনছি।এ এক অসাধারণ মুহুর্ত ্।মিস ইউ বস।
বাংলাদেশ আপনাদের জন্য গর্বিত, আজ ও আগামী প্রজন্ম কখনোই ভুলবে না এই মূহূতত, একের প্রতি অন্যের সম্মান ৷৷ AB ~ আমাদের সম্মান ও শ্রদ্ধা রইল ৷ 🌻🌸🌺 তুমি বেঁচে থাক সুরের সাথে সবখানে ৷ ৷🌸🌺🌻
when they are two rocker in a same stage, this situation is really amazing, tnk u so much both of them for creating such a great rock music in our country, nd miss u boss AB hopufully u are always be happy in the other side
কি ভাবে উস্তাদ কে সম্মান দিতে হয় তা পার্থ বড়ুয়ার কাছ থেকে আমাদের শিখা উচিত। অথচ তারা বাংলাদেশের প্রথম সারির প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু উস্তাদ কে কি রকম সমীহ করে কথ বলে তারা।আর এখন কার দুইটাকার শিল্পী হবেনা।কিছু শিল্পী আছে যে নিজে কে কি মনে করে।
"এই মানুষটা আমারে গিটার শিখাইছে। এ মানুষটা যখন বলছে আসতে, আমাকে আসতেই হবে 🥺🥺😭" এখনকার জেনারেশন, শিল্পী আরটিস্ট কি বুঝবে এই কথাগুলোর মাঝেই শুধু রয়েছে শ্রদ্ধা আর ভক্তি ভরা সম্মান।
Rumel bhai!!!! Artcell er Shaju bhai er pore shobtheke energetic kuno drummer hoile oita tini!🤧❤️ Ar AB toh guitar GOD shathe Partho! Ahahahaha, that was a pure historical moment!❣️
barbar chokhe pani ashe, amader icon ra ek ek kore amader chere chole jacchen, amader koishor er din gulo o hariye jacche.... ato shundor kichu manush er jonne amra ajibon gorbo korte parbo. AB bhaia jekhanei thaken Allah jeno apnake onek bhalo rakhe. love you always
Chokhe pani eshe jay joto bar gaan ta dekhi.. partho da bole jokhon ai manush ta amake guitar shikhaise... uni dakle amar ashte hobe. Bhalobasha emon howa uchit. Pure. Bacchu bhai joto manush er bhalobasha paisen uni omor hoye thakben. May Allah grant you jannatul ferdous
আমি আজ রাতেই ঘুমোতে যাওয়ার আগেই চিন্তা করলাম পার্থ দা'র নাটক দেখে তারপর ঘুমাবো। কিন্তু এমন একটা কপাল আইয়ুব বাচ্চু (ভাই), জুয়েল ভাই, পার্থ বড়ুয়া দাদা সবাইকে একসাথে পেলাম। গুরু ভক্তি কি জিনিস তা শিখলাম। আজ যে যেখানে বসে এই গান উপভোগ করছেন তাদেরকে বলি তারা এসব Legend দের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। যদিও এটা ৫ বছর পুরনো গান। আজ বাচ্চু ভাই আমাদের মাঝে নেই। কিন্তু তার গানের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকুক চিরকাল। আমরা ছোটবেলা থেকেই এই গানগুলো ক্যাসেট বাঁজিয়ে শুনেছি। এখনও মন ভালো করতে পার্থ বড়ুয়া,আইয়ুব বাচ্চু,জেমস্,শাফিন আহমেদ আরও অনেকের গান শুনি। ভালোবাসা অবিরাম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 ২৯/১২/২০২১ সময় রাত ১২ঃ০১ মিনিট।
বাচ্চু ভাইয়ের কাছ থেকে একটা অটোগ্রাফ নিয়েছিলাম আমার গীটারে। চাকরিতে ঢোকার পর আর গীটার বাজানো হয়না এখন।তারপরও মাঝেমধ্যে গীটারটা বের করে দেখি,আর বাচ্চু ভাইকে মনে করি,,, লোকটা যুগ যুগ ধরে বেচে থাক গানপাগল মানুষের হৃদয়ে❤️
পার্থ দা কি সম্মান টা দেখালো। চোখে জল চলে আসলো।বাচ্চু ভাই শিখালেন কিভাবে ছোটদেরও সম্মান করতে হয়।
পার্থ দা বুঝালো ওস্তাদ অলওয়েজ বসসস। কথা গুলো মন দিয়ে শোনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়।
"এই মানুষটা আমায় গিটার শিখাইছে। এই মানুষটা যখন বলছে আমায় আসতে, আমার আসতেই হবে।"
আমরা এমন লিজেন্ডদের গান শুনে বড় হয়েছি ❤️
আমরা সৌভাগ্যবান'।
বাংলাদেশের ব্যান্ড কি জিনিস আমরা যারা ৯০ এর দশকের তারা উপভোগ করতে পেরেছি।
এজন্য সেইও লিজেন্ড, গুরু কে কিভাবে সন্মান দিতে হয় বড় একটা উদাহরণ ❤️❤️❤️
True legend❤️
গুরুকে সম্মান ❤❤❤❤
চট্টগ্রামের দুই রত্ন। গর্বিত আজ চট্টগ্রামে জন্ম হয়ে আমার। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আজীবন চট্টগ্রামের শিল্পীরায় রাজ করে যাবে ইনসাল্লাহ। খ্যাতনামা দুই অসাধারন শিল্পীদের নিয়ে কিছু বলবার যোগ্যতা আমার নেই। ভালোবাসা অবিরাম।
শুভ কামনা।
নুনুবেলের শিখে নেওয়া উচিৎ সিনিয়রদের কীভাবে সম্মান দিতে হয়।
পার্থ-দার জন্য অসংখ্য ভালবাসা রইলো।
😆😆😆😆😆
“এই মানুষটা আমারে গিটার শিখাইছে।আমারে যখন বললো আসতে আমারে আসতেই হবে”এই কথা গুলো শুনলেই বুঝা যায় শিক্ষার কি দাম!বাচ্চু ভাই ছিলেন আছেন থাকবেন আমাদের হৃদয়ে।আর পার্থদা ও নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়
একদম সঠিক কথা বলেছেন ধন্যবাদ।
❤
জানি না কেন যেন প্রায় ঘুরে ফিরে এই ভিডিওটা দেখি আর চোখ ভিজায়। কি সন্মান, কি শ্রদ্ধা, কি ভালোবাসা!!! উই মিস ইউ বাচ্চু ভাই।
কেন ভাইয়া
Barbar dekha jay erokom video re bhai. Prottekbar chokhe pani eshe pore
হে ইয়াং জেনারেশন,, দেখো,বড় ভাইদের কিভাবে সম্মান করতে হয়,,,আর হে বড় ভাইয়েরা দেখেন কিভাবে ছোটদের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে হয়।❤
পার্থদাকে এমন চঞ্চল ভাবে কখনও গান গাইতে দেখিনি। বাচ্চু ভাই ছিলেন, আছেন, থাকবেন। ❤️❤️❤️
Hmm যেনো কোনো কিশোর স্কুলের অনুষ্ঠানে উত্তেজিত হয়ে বক্তব্য দিচ্ছে।
This is truth
বাংলাদেশ আর কখনো এমন লিজেন্ডদের পাবেনা । সম্মান ও স্নেহ একসাথে দেখলাম ।।
আমরা গর্বিত উনাদের গান শুনে বড় হয়েছি।।
স্যালুট ।। ❤️❤️❤️
0.30 এই মানুষটা আমার গীটার শিখাইছে,উনি যখন আসতে বলেছেন আমায় তখন আসতেই হবে।আহা!!!গুরু শিষ্যের কি মধুর সম্পর্ক। এখনকার দিনে এসব নাই।আর তাই এখনকার শিল্পিরা টিকেওনা বেশিদিন।কিন্তু দিনের শেষে এরাই রাজত্ব করছে আমাদের মনে।
এখনকার যুগে তাহসান-মিনার
0.30
0:30
এরাও শিল্পী,আহ!এখনকার সোস্যাল মিডিয়ার তারকাদের(নোবেল) এদের কাছ থেকে শ্রদ্ধা ভক্তি শেখা উচিত গান শেখার আগে।যতবার দেখি মন জুড়িয়ে যায়।❤️
নোবেল আবার কোনো শিল্পীর কাতারে পড়ে না কি? 🧐😫🤮
ঐটাতো পুরোপুরি ই একটা কমপ্লিট ফাউল... 😡👿
Ekdom
কিন্তু ভাই দেখেন পার্থ বড়ুয়াও কিন্তু কম নয়।
কিংবদন্তী বলা যেতে পারে, মিউজিক কি দেয় নাই।
রাইট ব্রাদার
নোবেল এর বিষয়টা আসলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আরকি
আপনার সামনে গিটার বাজানোটা ঠিক হবে না....
This is called respect, this is called class.
শ্রদ্ধা দেখে চোখে পানি চলে আসলো ।
I just love partha and the master
আপনাদের এতো সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ে বেশি ভালো লাগছে আমার।
কমেন্ট পড়তে আসছি
গুণীজনেরাই জানেন গুণীর কদর দিতে।
এরা হলো শিল্পী,মানুষ,লেজেন্ড, বাংলাদেশ আর পাবে না এদের,পাবেনা এদের masterpiece,, পারবেনা এমন ঝংকারের সাথে অনুভূতিকে জাগিয়ে তোলা গান।আহারেএ যদি আর একবার ফিরতে পারতাম পুরনো সেই দিনে,অনুভূতিতে।জানি পারবো না, তবে এদের গান বারবার নিয়ে যাবে সেই কল্পজগতে।ভালবাসা থাকবে তাদের জন্য সব সময়।।❤️❤️❤️
পার্থ দাদাকে এমন এনার্জি নিয়ে এই গানটি কখনও গাইতে শুনিনি!♥♥♥
বাচ্চু ভাই♥♥♥
একজন শিল্পীকে কিভাবে শ্রোদ্ধা/ভালবাসতে হয় তার একটা জলন্ত প্রমান। সত্যি ভাল লাগে।
এরাই প্রকৃত শিল্পী।
একে অন্যের প্রতি সম্মান এবং স্নেহ দেখে সত্যিই অবাক হই,
কথাগুলো শুনলে এদের প্রতি সম্মানবোধ আরো বেড়ে যায়।
গানটি যতই শুনি ততই আবার সোনার আকাংখা তৈরি হয়।।
আজকের দিনের ওভার স্মার্ট শিল্পী ভাইদের এটা দেখে কিছু শিখা উচিত ……♥♥
রেস্পেক্ট নিজের সম্মান আরো বাড়িয়ে দেয় …"!"
সালাম নিবেন ।খুব খুবই ভালো বলেছেন ।আল-জামিল।খুলনা
O
Ob
Nice
এই হচ্ছে ওস্তাদ শীর্ষের মিলন মেলা, অনেক ভালো লাগলো বাচ্চু ভাই, পার্থ দা সাথে জুয়েল ভাই, সবাই মিলে সোনালি রত্ন।
এমন একটা ভিডিও যেটা হাজারবার দেখার পরও এতটুকুন বিরক্ত লাগেনি। যতবারই দেখি মন ভরে যায় একে অপরের প্রতি সন্মান আর শ্রদ্ধা দেখে, নম্রতা আর ভদ্রতা দেখে। দুজন শিল্পীই পছন্দের অত্যন্ত, বর্তমান যুগের শিল্পীদের এসব ভিডিও দেখে এটলিস্ট অনুপ্রেরণাটা নেয়া উচিত যারা অল্পতে খ্যাতি পায় আর অল্পতে হারিয়ে যায়।
Correctly said
পার্থ'দার এই 'বৃষ্টি' গানটা শুনতে ইচ্ছে করলে আমি সবসময়ই এখান থেকেই শুনি শুধুমাত্র #AB বসের জন্য...! 😍 দুই লিজেন্ড কে একসাথে পাওয়ার সাথে সাথে দারুণ এক সৌভাগ্যের ও নস্টালজিক অনুভূতি..!! ❤❤
প্রিয় আইউব বাচ্চু #AB অসময়ে সবাই কে ছেড়ে চলে গেলেও প্রার্থনা রইলো না-ফেরার দেশে ভালো থাকুন, সশ্রদ্ধ ভালোবাসা ও দোয়া নিরন্তর ❤🤲
আমাদের একজন বাচ্চু ভাই ছিলো। প্রজন্মের কাছে এই কমেন্টি রেখে গেলাম।
আমাদের একজন বাচ্চু ভাই আছেন ,বেচে থাকবেন ভক্তদের অন্তরে অনন্তকাল ধরে
Darun bolechen Bhai
Bacchus boss er Moto manus r pabona amra
কতটা নমনীয় হয়ে উৎসর্গ করলো পার্থ দাদার জন্য❤️❤
এবি এজন্যই একটু আলাদা সকলের থেকে। ভালো থাকুক ওপারে❤️
পার্থদার জন্য শ্রদ্ধা বেড়ে গেল..সিনিয়রদের প্রতি এরকম শ্রদ্ধা দেখে অনেক কিছু শেখা উচিত
ওস্তাদ সাগরেদ শ্রদ্ধা ভালোবাসা দেখে
আমি অশ্রুসিক্ত
এই গানটা আমি সবসময় এখান থেকেই শুনতে আসি একি সাথে ভালোবাসা এবং সম্মানের মেলবন্ধন ♥ বাচ্চু ভাই আমাদের অহংকার। #গর্বিত_চাঁটগাইয়া ♥
বাংলাদেশীরা নয়! বাংলা ভাষাভাষীরা নয়! শুধু চাটগাইয়ারা ! আপনি আপনাকে ছোট করছেন? না AB কে ছোট করছেন ?
ভাই রে ভাই প্রতি সেকেন্ডে শরীর এর পশম দাড়াইছে ভাই❤️🔥🔥🔥
প্বার্থ ভাই গুরু বাচ্চু সেলুট জানাই আপনাদের।
আপনারা জেখানেই থাকুন ভালো থাকুন ❤️
উফ,,,কি অসাধারণ এ মুহুর্তটা,,,,উস্তাদ আর ছাএ একসাথে,,,,,আমরা সাক্ষী আছি,,,বাহিরে কার যেনো বিয়ের রাত,,,বিল্ডিং এর লাইটিং এ আলোকিত ঝলমলে লাইট,,রুমে অন্ধকার,,,আর হেড ফোনে গান শুনছি।এ এক অসাধারণ মুহুর্ত ্।মিস ইউ বস।
এখনো বার বার গানটা শুনি,,, আর সব সময় খুব মিস করি বাচ্চু ভাইকে😭
গুরু-শিষ্যের কি দারুণ সম্পর্ক! হৃদয় ছুয়ে গেল... ♥♥♥
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
উস্তাদ কে সম্মান করলেই মানুষ তাকে আরও সম্নান করে,পার্থ দার কাছে থেকেই বর্তমান প্রজন্মের অনেক কিছু শিখার আছে...
বন্ডিংটা দেখে চোখে কান্না চলে আসলো।। Hats off
Partho was never shaky. When you are performing with your GURU, you always have an assignment! Partho pulled of very well. Kings!!
এই মানুষটা আমাকে গিটার শিখিয়েছে.. আহা কি ভক্তি ও শ্রদ্ধা ❤️
এক কথায় অসাধারণ।
যেমন শ্রদ্ধা তেমন স্নেহ।
The respect between these two is amazing.
Ai program ti live dekhar shoubhaggo hoyesilo amar.....raat jege ai live concert gulo shopner moton lagto...love AB and Partho da\\m//
বাংলাদেশ আপনাদের জন্য গর্বিত, আজ ও আগামী প্রজন্ম কখনোই ভুলবে না এই মূহূতত, একের প্রতি অন্যের সম্মান ৷৷
AB ~ আমাদের সম্মান ও শ্রদ্ধা রইল ৷ 🌻🌸🌺
তুমি বেঁচে থাক সুরের সাথে সবখানে ৷ ৷🌸🌺🌻
when they are two rocker in a same stage, this situation is really amazing, tnk u so much both of them for creating such a great rock music in our country, nd miss u boss AB hopufully u are always be happy in the other side
মিউজিক হলো গুরু বিদ্যা।গুরুরপ্রতি শ্রদ্ধা দেখে চোখে পানি চলে আসলো ।
গুরু যদি বিদ্যা দান করে তাহলে আরো বিদ্যা গুরুর দান বারে।
এই গান টি কতবার শুনেছি হিসেব নেই।
আমার পছন্দের আরেক নাম বাচ্চু ভাই।
বাংলার ব্যান্ড সংগীতের জাতীয় সংগীত যার কন্ঠে প্রকাশ পেয়েছে
পার্থ ভাই যেটা দেখাল সত্যিই কল্পনাতীত...!! বাচ্চু ভাই মিস ইউ.....
কি ভাবে উস্তাদ কে সম্মান দিতে হয় তা পার্থ বড়ুয়ার কাছ থেকে আমাদের শিখা উচিত। অথচ তারা বাংলাদেশের প্রথম সারির প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু উস্তাদ কে কি রকম সমীহ করে কথ বলে তারা।আর এখন কার দুইটাকার শিল্পী হবেনা।কিছু শিল্পী আছে যে নিজে কে কি মনে করে।
Ahh!! Swopon bhai, so tight bass. Highlight of this song. ♥️
একেই বলে সম্মান একেই বলে ভালবাসা... যা এখনকার যুগে অনুপস্থিত
রাইট
😭😭😭 I wish abar jodi dekhte partam, live 1ta show ab plying his guitar!!! Hats of partho da
জুয়েলভাইকে ও হারালাম। অনুষ্ঠানটি যখনই দেখি অনেক ভালো লাগে। শ্রদ্ধাভাজনদের আত্মার শান্তি কামনা করি।
আইয়ুব বাচ্চুর গিটার বাজনাকে অনন্য উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছে। অন্য কারো গিটার বাজানো শুনলে এতোটা তৃপ্তি পাই না। সত্যিই গিটারের জাদুকর।
"এই মানুষটা আমারে গিটার শিখাইছে। এ মানুষটা যখন বলছে আসতে, আমাকে আসতেই হবে 🥺🥺😭" এখনকার জেনারেশন, শিল্পী আরটিস্ট কি বুঝবে এই কথাগুলোর মাঝেই শুধু রয়েছে শ্রদ্ধা আর ভক্তি ভরা সম্মান।
Akhn toh kheje ke vul note bajailo...
Probably this is the best version of "Bristi Dhekhe Onek Kedechi".
Surely, no doubts whatsoever, hats off to you both legendary AB & Parthoda!
সত্যিই শ্রদ্ধার জায়গাটা অন্যরকম। পার্থ দা কে অনেক অনেক শুভেচ্ছা।
Rumel bhai!!!! Artcell er Shaju bhai er pore shobtheke energetic kuno drummer hoile oita tini!🤧❤️ Ar AB toh guitar GOD shathe Partho! Ahahahaha, that was a pure historical moment!❣️
আমার মনে হয় এই অসাধারণ অতুলনীয় ভিডিও টা আমার চাইতে এত বেশি কেউ দেখছে! 😞 Missing those nostalgic times
বাচ্চু ভাইয়ের সলো-টা 🖤💙
কি সম্মান আর ভালোবাসা! এজন্যেই এদেরকে এত ভালোবাসি
barbar chokhe pani ashe, amader icon ra ek ek kore amader chere chole jacchen, amader koishor er din gulo o hariye jacche.... ato shundor kichu manush er jonne amra ajibon gorbo korte parbo. AB bhaia jekhanei thaken Allah jeno apnake onek bhalo rakhe. love you always
ক্ষনিকের জন্য ফিরে পেলাম ৯২/৯৩ এর দিনগুলি। আহারে কৌশর , ক্যসেট প্লেয়ারের দিনগুলি, কোথায় হা রিয়ে গেলো।
৯০ দশকের সনালি দিন গুলো,,,প্রত্যকেটা এ্যালবাম প্রায় ঈদের আগে রিলিজ হতো দেশের প্রতিটা মানুষ মুখিয়ে থাকতো
আমি মোটরের সাথে কলম আটকে নিছিলাম৷ ফিটা টানার জন্যে হিহিহি
Haray nai bhai amader moddhe beche ase, thakbe
গুরু শিষ্যের প্রতি চ্যানেল ওনারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই
No one talks aboout Drummer. 😍 AB & PARTHO sir undoubtedly ammazzing. Drums uffs.
True. Romel is a power house
Salute Bacchu bhai and Parthada.Love from India.
Amazing bengali rock 👍👍👍 u all are unik n wish to hear again n again 👍👍👍 Long live bengali rock
এরাই শিল্পী। খুব মিস করি এদের! গান গুলো পুরনো স্মৃতি মনে করিয়ে দে! অসিম ভালাবাসা রইল
যুগের পর যুগ অনেক তারকা আসবে😌
কিন্তু এনাদের মতো কিংবদন্তি কেউ আসবে না😇🥀
অনেক শ্রদ্ধা এল আরবি😇
এটাকেই বলে সম্মান ❤️❤️ পার্থ দার প্রতি ও ভালোবাসা
Chokhe pani eshe jay joto bar gaan ta dekhi.. partho da bole jokhon ai manush ta amake guitar shikhaise... uni dakle amar ashte hobe. Bhalobasha emon howa uchit. Pure. Bacchu bhai joto manush er bhalobasha paisen uni omor hoye thakben. May Allah grant you jannatul ferdous
জানিনা কেনো এই ভিডিও টা baar baar দেখতে শুনতে ইচ্ছে করে.. দিস ইজ ওয়ান অফ দ্যা বেস্ট ভিডিও সঙ্ঘ eber
দুই গুণী শিল্পীর অনবদ্য সৃষ্টি,অসাধারণ❤️❤️
যতো দেখি ততই ভালো লাগে।। LOVE U বাচ্চু স্যার।।। ওপারে ভালো থেকো।।দোয়া রইল আপনার জন্য ❤️❤️❤️❤️❤️
Our Music and our musicians,, made us proud Bangladeshi.... ❤❤🇧🇩❤❤
And our Tik tok celebrities are our burden....
We want 90's back... ❤🇧🇩❤
7.03 না এখন বাচ্চু ভাই, গিটার বাজানো টা অসাধারন ছিল। Miss you AB.
মনে হচ্ছিল মুহূর্তটা এক নিশ্বাসে কেটে গেল। ভালোবাসা রইলো
Legend never dies❤Guitar never lies❤ Love Runs Blind (LRB)❤❤
Hats of both of you, I’m feeling really nostalgic right now!
Legend created legend! Legacy continues! Rest in peace Bacchu Bhai. Now you will never have to die again.
such a world class solo by bachhu bhai, breathtaking. rip legend
আমি আজ রাতেই ঘুমোতে যাওয়ার আগেই চিন্তা করলাম পার্থ দা'র নাটক দেখে তারপর ঘুমাবো। কিন্তু এমন একটা কপাল আইয়ুব বাচ্চু (ভাই), জুয়েল ভাই, পার্থ বড়ুয়া দাদা সবাইকে একসাথে পেলাম। গুরু ভক্তি কি জিনিস তা শিখলাম।
আজ যে যেখানে বসে এই গান উপভোগ করছেন তাদেরকে বলি তারা এসব Legend দের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
যদিও এটা ৫ বছর পুরনো গান।
আজ বাচ্চু ভাই আমাদের মাঝে নেই। কিন্তু তার গানের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকুক চিরকাল।
আমরা ছোটবেলা থেকেই এই গানগুলো ক্যাসেট বাঁজিয়ে শুনেছি।
এখনও মন ভালো করতে পার্থ বড়ুয়া,আইয়ুব বাচ্চু,জেমস্,শাফিন আহমেদ আরও অনেকের গান শুনি।
ভালোবাসা অবিরাম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
২৯/১২/২০২১
সময় রাত ১২ঃ০১ মিনিট।
That was awesome! ♥ and Yes that is called Music that is called love & respect. that is called pure legacy ♥♥♥♥
"আপনার সামনে গিটার বাজানো ঠিক হবেনা" মানে গুরুর প্রতি শিষ্যের সম্মান দেখে আসলেই আমাদের শিখা উচিৎ পার্থদার থেকে।🥰
Program টা আমি live দেখেছিলাম , , , , সত্যি অসাধারণ একটি মুহুর্ত ছিল , , , আমার দেখা সেরা জ্যামিং , , , , ,
কত সালের ছিল প্রোগ্রামটা?
@@ishfaquekhan1191 2016
Still we miss you the Magician of Guitar. Rest in peace dear Ayub Bacchu
"উনি যখন আসতে বলেছেন আমায় তখন আসতেই হবে" ভিডিওটা চোখ ভিজায়।
ওরা গানকেই ভালোবাসতো, ওরা গানকে কতোটা ভালোবাসতো এটাই তার প্রমান। সালাম আইয়ুব বাচ্চু, সালাম পার্থ দা।
আসলেই লিজেন্ড তো।এরাই।এরাই আমাদের সম্পদ। হে লিজেন্ড ওপারে তুমি ভালো থেকো।।
Just osam... mindblowing boss.....
যারা অন্যকে সম্মান দিতে জানে তারাও অন্যের সম্মান পায়।৩ জন লিজেন্ড এক সাথে।বেচে থাকুক গুরুর প্রতি সম্মান।❤️🖤🤍🧡💜💙💚💛🤎
this is called honour, this is called respect, this is called manner🖤
Legends on same screen...we should learn how to respect our elders from here..love u both..Rest in peace Our Legend our Ayub Bacchu ❤️
আমার দেখা সেরা গান....... লাভ ইউ বাচ্চু উপারে ভালো থেকো।
Darun monta varey gelo. Amra bangali atai amader society. Thanks
কি অসাধারণ কন্ঠ আ হা
যতই শুনি ততোই ভালোলাগে।
Really speechless & overwhelmed their respect & love❤️
সেলুট জানায় পার্থ দা কে বাচ্চুভাইকে সম্মান দেওয়ার জন্য ৷বসকে আল্লাহ বেহেস্ত দান করুন ৷
সরাসরি লাইভে দেখার সৌভাগ্য হয়েছিল সেদিন, সন্মানিত ব্যাক্তি কে সন্মান দিলে তা আরো বারে।
দুইজনই চিটাগং এর ছেলে। চিটাগং এর ছেলে হিসাবে উনাদের নিয়ে গৌরববোধ করি। ভালো থাকুন দুজনেই।
বাচ্চু ভাইয়ের কাছ থেকে একটা অটোগ্রাফ নিয়েছিলাম আমার গীটারে। চাকরিতে ঢোকার পর আর গীটার বাজানো হয়না এখন।তারপরও মাঝেমধ্যে গীটারটা বের করে দেখি,আর বাচ্চু ভাইকে মনে করি,,,
লোকটা যুগ যুগ ধরে বেচে থাক গানপাগল মানুষের হৃদয়ে❤️
গিটারটা সযত্নে রাখবেন ভাই , অসাধারণ
One of the best BD Band Show…
শ্রদ্ধা কি জিনিস এটা দেখলেই বুঝা যায়।
গানটি অনেক বার দেখেছি তবুও বার বার দেখি।
ভালো লাগে। ❤❤❤
Asole ki bolbou bujtechi na....
Osadaron 1 ta somoy...
"বৃষ্টি দেখে অনেক কেঁদেছি" গানটির মূল ভার্সনসহ অনেক লাইভ শো দেখলাম তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে।
We got few wholesome Legends 🔥 Love from Chittagong ❤️