রামায়ণ ইতিহাস নাকি কল্পনা? I Ramayana: History or Myth

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @samprit5620
    @samprit5620 3 месяца назад +5

    প্রথমত ভিডিওটা খুব ভালো লাগলো।
    দ্বিতীয়ত,রামায়ণ ও মহাভারত এর থেকে যে নীতিগত শিক্ষা আমরা পাই, সেটাকে আমরা কম গুরুত্ব দিই ।তার existance নিয়ে চর্চা বেশি করে থাকি। যদি আমরা শ্রী রামচন্দ্র ও শ্রী কৃষ্ণের নীতিগত শিক্ষা আমরা অনুসরন করতে থাকি, তবে আমার বিশ্বাস দেশে অবশ্যই রামরাজ্য স্থাপন হবে।

  • @k13biswas
    @k13biswas 20 дней назад +1

    প্রতিটা video খুব ভালো, বিস্তারিত ভাবে বর্নিত। গবেষণা বেশ ভালো বলে মনে হয়। একটাই অনুরোধ, গবেষণার উৎস বা reference যদি video এর শেষে দেওয়া যায় তাহলে অনেক উপকার হয় আর একই সাথে কারুর কোনও সন্দেহ থাকলে বিতর্কের প্রতিকার হয়।

  • @lostinlife23
    @lostinlife23 3 месяца назад +9

    আপনার চ্যানেলটি খুঁজে পেয়েছি গত ২, আড়াই মাস হলো। এর মধ্যেই আপনার প্রায় সমস্ত উপস্থাপন দেখা হয়ে গিয়েছে। খুবই গবেষণামূলক উপস্থাপনা করেন আপনারা। বলার ভঙ্গিমাও দারুন। বাংলা ও বাঙালির ইতিহাস, সংস্কৃতি নিয়ে খুবই কম এমন চ্যানেল রয়েছে যা দর্শককে আরো জানতে আগ্রহী করে। অনেক ধন্যবাদ আপনার এই প্রচেষ্টার জন্য। আশা করি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক আপনাদের ভিডিওগুলি। এবং হ্যাঁ, মহাকাব্য গুলি নিয়ে এমন আরো তথ্য জানতে পারলে মন্দ হয়না।

  • @SanjuMondal897
    @SanjuMondal897 3 месяца назад +39

    খুব ভালো লাগলো দাদা।
    মহাভারত নিয়ে এরকম একটা পর্ব দেওয়ার request থাকলো।

  • @auricle4798
    @auricle4798 3 месяца назад +9

    ভগবান শ্রী রাম চন্দ্র ও মাতা সীতার চরণে কোটি কোটি প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @osmanthebirdlover4135
      @osmanthebirdlover4135 2 месяца назад

      ভগবান অওরংজেব ভারতের সবচেয়ে বড ভগবান।রামের খানা নাই

  • @adityaphotography681
    @adityaphotography681 3 месяца назад +4

    দারুন। জয় শ্রী রাম🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🙏🙏🙏

  • @debashisdatta1604
    @debashisdatta1604 3 месяца назад +9

    অনেক অর্থপূর্ণ বাস্তবিক বিশ্লেষণ করেছেন। যা থেকে অনেক সুন্দর তথ্য জানতে পারলাম।ধন্যবাদ🙏🏻

  • @mrgamerpal9052
    @mrgamerpal9052 3 месяца назад +3

    ওহে কলি যুগের মানব রামায়ণে ঘোড়ার উল্লেখ শেষে থাকতেই পারে কিন্তু পুষ্পক বিমানের উল্লেখ প্রথম দিকেই আছে। সেটা কি লক্ষ্য করেছেন 🙏🙏🕉️🕉️

  • @puskarhazra6081
    @puskarhazra6081 3 месяца назад +28

    জয় জয় শ্রী রাম 🚩🚩🕉🕉❤❤🇮🇳🇮🇳

    • @nilanjandutta935
      @nilanjandutta935 3 месяца назад +2

      Jai jai shree ram

    • @BongChakraborty
      @BongChakraborty 3 месяца назад +3

      @@puskarhazra6081 জয় শ্রী রাম 🙏🏼🧡

    • @osmanthebirdlover4135
      @osmanthebirdlover4135 2 месяца назад

      কে এই রাম😂

    • @BongChakraborty
      @BongChakraborty 2 месяца назад +2

      @@osmanthebirdlover4135 তোর পূর্বপুরুষ..

    • @Hvfghfryi-ot6cj
      @Hvfghfryi-ot6cj Месяц назад

      Ram uttor varoter lok, amader jonno sri krishno achen

  • @lailascreations9932
    @lailascreations9932 3 месяца назад +4

    আপনার কথা গুলো যুক্তিসঙ্গত। ভালো লাগলো আপনার ব্যাখ্যা

  • @Phazra10
    @Phazra10 3 месяца назад +63

    শ্রী রাম এর জয় হোক ✅🙏

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад +3

      ❤️

    • @Learn-v3d
      @Learn-v3d 3 месяца назад +4

      ​@@surajitmondal8626Ram shiv ke puja kare , shiv ram nam jap kare , ar kichu anugami ake apore birudhe , bha vai

    • @power_of..youth738
      @power_of..youth738 3 месяца назад +2

      ​@@Anirban_dasঅন্ধ ভক্ত

    • @AlexanderTheGreat871
      @AlexanderTheGreat871 3 месяца назад +1

      ​@@Learn-v3dExactly

    • @SubrataSarkaar5076
      @SubrataSarkaar5076 3 месяца назад +1

      ​@@surajitmondal8626আর্য আবার কি জিনিস? 😂🤡🤡

  • @SohamSamaddar-nr5uu
    @SohamSamaddar-nr5uu 3 месяца назад +13

    রামায়ণের ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক থাকলেও মহাভারত সম্পূর্ণ ইতিহাস।

    • @mangoking4323
      @mangoking4323 3 месяца назад

      Ramayan niye kono bitorkko nei ramayan 100% itihas ja Ghoteche tar kichu jinis extra add kora hoyche matro ,
      Tobe mohavarot sompurnno Mitcham ar proman pawa gache ,
      Sri Krishnar Kongo bodh o sotto tobe seta seivabe na jevabe amra tv te dekhi ...
      Kichu mote ram r ravan aki dole soho Joddha chilen

    • @theguy4084
      @theguy4084 3 месяца назад +10

      ইতিহাসের কোন যুগে আকাশে যাদু দিয়ে যুদ্ধ হত যেমন টা টিভি সিরিয়ালে দেখি?

    • @michaelangelo2980
      @michaelangelo2980 3 месяца назад +1

      ​@@theguy4084😂😂 ঠিক

    • @CalmBeachYoga-qf9me
      @CalmBeachYoga-qf9me 3 месяца назад +1

      Ki reply dilen just wow

    • @donjoonne9303
      @donjoonne9303 3 месяца назад +1

      @@theguy4084😂😂😂 destroyed in second 😂😂

  • @haranmajhi4282
    @haranmajhi4282 3 месяца назад +2

    বাংলাদেশ থেকে আপনাকে দেখছি। আপনার উপস্থাপনা বাচনভঙ্গি আমার ভালো লাগে। আর এমন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সত্য বিষায়ক ভিডিও চাই।

  • @simonbhatt4013
    @simonbhatt4013 3 месяца назад +4

    Jai Shri Ram … Raja Ram. Onek Dhonnobad ei Ramayan episode tar jonno

  • @dipakcontractingco.5331
    @dipakcontractingco.5331 3 месяца назад +13

    True or not true does not make a difference any more.Ramayan is spinal cord of culture and quest of self journey. Great job keep it up👏

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      🙏🏻

    • @janami-dharmam
      @janami-dharmam 3 месяца назад

      Our knowledge of astrology and astronomy is relatively recent. Dasarath lived a happy 64000 years; obviously a counting error. Perhaps Valmiki just meant very old.

    • @souvikm100
      @souvikm100 3 месяца назад +3

      ​@@janami-dharmamNeolithic age timeline is about 10000 years ago and before Neolithic age, there was no evidence of agriculture. So your statement can't be true.

  • @ashok755
    @ashok755 3 месяца назад +8

    Good discussion laying bare the contradictions in those fantastical claims about the antiquity of the epic. And that Lanka may not have been the modern day Sri Lanka. Thank you

  • @mandiradey192
    @mandiradey192 2 месяца назад

    পর্বটি খুব ভালো লাগলো এবং চাই রামায়ণ এবং মহাভারত নিয়ে আরো অনেক পর্ব আসুক। এমন অনেক কিছু রামায়ণ এবং মহাভারতের ঘটনা আছে যেগুলো কখনো মনে হয় বাস্তব কখনো কবির কল্পনা। সেগুলো নিয়ে আলোচনার শোনার আশা রাখলাম। আপনার গবেষণামূলক ভাবনাগুলি আমার খুব ভালো লাগে। আশা করবো আরো অনেক অনেক তথ্য আপনার কাছ থেকে পাবো।

  • @beautyqueen4731
    @beautyqueen4731 3 месяца назад +3

    এক কথায় খুবই সুন্দর স্যার 😊❤

  • @santanibharat3180
    @santanibharat3180 3 месяца назад +29

    আল্লা ছিলো কিনা, আর মোহাম্মদ বলে কিছু ছিল কিনা। এই নিয়ে একদিন একটা প্রতিবেদন হয়ে যাক। বিতর্কিত হলেও খুব প্রাসঙ্গিক হবে এই প্রতিবেদন।

    • @GaneshShee-d5q
      @GaneshShee-d5q 3 месяца назад

      ওইসব নিয়ে কোনো গবেষণা হবে না যত গবেষণা হিন্দু দের নিয়ে মোহাম্মদ যীশু এই সব ছিল সত্য কিনতু রাম কৃষ্ণ এরা কাল্পনিক

    • @GaneshShee-d5q
      @GaneshShee-d5q 3 месяца назад

      আল্লা মোহাম্মদ এই সব নিয়ে ভিডিও বানাতে গেলে এ দের হারে জল নাই

    • @indteam0075
      @indteam0075 3 месяца назад +3

      নিশ্চয় করুন সব ধর্মের বিষয় জানা উচিত , আমরা যতক্ষণ না কোনো জিনিস এর বিষয় পার্থক্য করি তত খন কোনটা ভালো কোনটা খারাপ জানবো কি করে ? আরো একটা বিষয় বলবে আপনি নিজে ও করে দেখতে পারেন ।

    • @jayantamukherjee606
      @jayantamukherjee606 3 месяца назад +2

      আজ থেকে বেশ কিছু বছর আগে The Frontline পত্রিকায়, ভারত মহাসাগরের নীচে তলিয়ে যাওয়া রামসেতুর ফোটো নিয়ে NASA , স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি সহ যে প্রতিবেদন প্রকাশ করেছিলো, তাতে রাম সেতুর বয়স আনুমানিক ৭০ হাজার বছরের বেশি বলে উল্লেখ করেছে ।

    • @jayantamukherjee606
      @jayantamukherjee606 3 месяца назад +1

      আজ থেকে বেশ কিছু বছর আগে The Frontline পত্রিকায়, ভারত মহাসাগরের নীচে তলিয়ে যাওয়া রামসেতুর ফোটো নিয়ে NASA , স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি সহ যে প্রতিবেদন প্রকাশ করেছিলো, তাতে রাম সেতুর বয়স আনুমানিক ৭০ হাজার বছরের বেশি বলে উল্লেখ করেছে ।

  • @habibullamondal664
    @habibullamondal664 2 месяца назад

    Dada,
    তথ্য সমৃদ্ধ ইতিহাস, খুব ভালো লাগলো। এরপর আশা করছি ঋকবেদ থেকে অথর্ববেদ, পুরান, মহাভারত, বিভিন্ন স্মৃতিশাস্ত্র নিয়ে আলোচনা করুন ঐতিহাসিক প্রেক্ষাপটে।
    ❤ ভালোবাসা নিবেন❤

  • @__z1.ad._x
    @__z1.ad._x 3 месяца назад +14

    রাম হলো আমাদের কাছে পরমেশ্বর ভগবান।

    • @michaelangelo2980
      @michaelangelo2980 3 месяца назад

      like zeus?

    • @MD.ShahjahanAlam-km1wq
      @MD.ShahjahanAlam-km1wq 2 месяца назад +1

      Tahole, sri bishnu ke

    • @suvromallick9142
      @suvromallick9142 2 месяца назад

      ​@@MD.ShahjahanAlam-km1wqরাম হচ্ছে বিষ্ণুর অবতার।

    • @PopyChakraborty-p1v
      @PopyChakraborty-p1v Месяц назад +1

      ​@@MD.ShahjahanAlam-km1wq Sri bishnur arek obotar holo Sri ram

    • @Hvfghfryi-ot6cj
      @Hvfghfryi-ot6cj Месяц назад

      ​@@PopyChakraborty-p1v jake take vogoban baniye debenna

  • @asimakar447
    @asimakar447 3 месяца назад +4

    খুব ভাল লাগল। অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ 😊 ❤ ।

  • @gautambasu1295
    @gautambasu1295 3 месяца назад

    খুব ভালো conclusion আপনার। আরও পর্ব চাই রামায়ণের ইতিহাস ও বাস্তবিকতা নিয়ে।
    এত প্রাচীন কালে কী এত উন্নত মানের কাব্য লেখা সম্ভব ছিলো? ওই খৃষ্টপূর্ব ৫০০০ বছর আগে আরও কোনও কাব্যের কী নিদর্শন আছে?।

  • @IDebabrata
    @IDebabrata 3 месяца назад +3

    খুব সুন্দর হয়েছে।♥️♥️

  • @colorbyanusree
    @colorbyanusree 3 месяца назад

    Thank you for this explanation dada❤❤❤ Ramayana is a just folk tale promoted to be a classic epic.

  • @santoshmondal8749
    @santoshmondal8749 3 месяца назад

    খুবই ভালো লাগলো দাদ😊
    ভালোবাসা র ইল ❤
    এর পরবর্তীতে মহাভারত 🥰

  • @igtt205
    @igtt205 3 месяца назад +4

    Ram hi shuru Ram hi sesh❤Apnar video dekhle ekta positivity pai🙏valo thakben

  • @sudipadhikary0911
    @sudipadhikary0911 3 месяца назад +33

    বাংলার প্রচলিত ধ্রুপদী নৃত্য ,গৌড়ীয় নৃত্য নিয়ে একটা পর্ব চাই

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад +2

      ❤️

    • @sudipadhikary0911
      @sudipadhikary0911 3 месяца назад +4

      ​@@Anirban_dasঅবশ্যই চাই, কিছুদিন আগে একজনের সাথে বড়ো বিতর্ক হয়েছে, তার বক্তব্য ওটা শুধুমাত্র ওড়িশি নৃত্যের কপি ওর নিজস্বতা কিছু নেই।
      বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম বর্ননা দিচ্ছে। আপনার থেকে আরও বিস্তারিত জানতে চাই। 🙏

    • @SudiptaKar-er9og
      @SudiptaKar-er9og 3 месяца назад

      গৌরীও নৃত্য এর সাথে ওডিশি নৃত্য এর কি ক্যানেকশন?

    • @sudipadhikary0911
      @sudipadhikary0911 3 месяца назад +1

      @@SudiptaKar-er9og কিছুটা একইরকম অঙ্গ সঞ্চালনা থাকে, বাকি যে বলেছে সেই জানে, কেউ যদি এঁড়ে হয় তাকে আপনি যতই যুক্তি দিন, মানবে না।

  • @manashimajumder8798
    @manashimajumder8798 3 месяца назад +12

    আমার বয়স ষাট। উচ্চ মাধ্যমিকে আমি সংস্কৃত পড়েছি। তাতে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলে একটা বই পড়তে হয়েছিল। সেখানে ঠিক এই কথাই পড়েছি যে রামচন্দ্র একজন প্রাচীন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন যাঁকে কেন্দ্র করে নানা কাহিনী তৈরি হয়। পরবর্তী কালে তার ওপর নানা অলঙ্কার চড়তে চড়তে আজকের রাজা রামচন্দ্রর কাহিনী তৈরি হয়েছে।

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад +2

      ❤️ সঙ্গে থাকবেন। আশীর্বাদ করবেন

    • @avickfromherakliongreece972
      @avickfromherakliongreece972 3 месяца назад +4

      নমস্কার প্রণাম নেবেন,
      আমি হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আমি আমাদের কালচার কে কখন অশ্রদ্ধা করিনি, রামায়ণ আর মহাভারতের মত কাহিনী মানুষের কাছে শিক্ষামূলক, দৃষ্টান্তমূলক কাহিনী, বিশেষত সীতার চরিত্র। ভবিষ্যতে নারীদের বৈবাহিক সম্পর্ক, কামনা বাসনার প্রতি যাতে নিয়ন্ত্রণ থাকে, কারণ স্বভাবতই নারীদের মন বড়ই চঞ্চল, নারীরা যাতে নিজেদের মর্যাদা অক্ষুণ্ন রাখে, তার পতির কাছে চিরকাল বিশ্বস্ত থাকে, সেই জন্যেই রামায়ণ মহাভারতের মত কাহিনী রচনা করা হয়েছে, একটা রূপক কাহিনী!
      ইতিহাসে এমন কোন প্রমাণ নেই যে রাম রাজত্বের কথা, বা হনুমান, সুগ্রীব বালির কথা, মহাভারত তো অর্জুনকে এমন দেখানো হয়েছে যে, অর্জুন শিবের চেয়েও শক্তিমান, ( বনপর্ব, অর্জুনের পশুপাত অস্ত্রলাভ) এও কি সম্ভব? বিশেষ করে অর্জুনকে বড্ড বেশি Favour এ দেখানো হয়েছে, এই সব কারণে এই কাব্য নেহাতই অসামঞ্জস্য কাল্পনিক ছাড়া কিছু না!

    • @baddestladen6673
      @baddestladen6673 3 месяца назад

      আপনি যে ভারতবর্ষের হিন্দু।তা আপনার মতামতে স্পষ্ট, একমাত্র হিন্দুরাই নিজেদের ধর্ম অবিশ্বাস করে থাকেন😂, ভগবাস শ্রী কৃষ্ণের জন্মই হয়েছে ৫২৫০ বছর মহাভারতে বার বান ভগবান।শ্রীরাম এর উল্লেখ রয়েছে, আপনি না মানলেও রাবনের বংধরা এটা ঠিকই মানে,এই সকল ভিডিএ হল সুক্ষ ভাবে মানুষের মনে হিন্দু ধর্ম নিয়ে বির্তক বা সন্দেহ তৈরি করা। রামায়ণ যদি গল্পও হয়ে থাকে, এই গল্পের যে মূল্যবোধ রয়েছে যে অর্দশ রয়েছে তা জিবনকে পালটে দিতে পারে বাংলাদেশ থেকে বলছি হিন্দুরা নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হউন, মন প্রান দিয়ে ধর্মপালন করুন ❤

    • @manashimajumder8798
      @manashimajumder8798 3 месяца назад

      নারীদের মন চঞ্চল - একথা সম্ভবত আপনার বাড়ির কোন নারীর থেকে শোনেন নি। প্রকৃতিকে স্ত্রীলিংগের অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃতির মতো সর্বংসহা আর কেউ নেই। আপনার বাড়ির মহিলারা যে আপনার থেকে ধীর স্থির,সে তো বুঝতেই পারছি। নইলে আপনার এই মনোভাব সহ্য করতেন না।😀
      রইলো বাকি মহাকাব্যের সত্যতা যাচাই। ওটা একদিনের বা একটা পোস্টের থেকে জানা সম্ভব না - পড়াশোনা করতে হয়। অনির্বাণ এই ছোট্ট ব্লগ তৈরি করতে কত রাত জেগে কত পড়াশোনা করেছে - সেটা পারলে ওর থেকে জেনে নেবেন।

    • @DebasisBera-dk7zh
      @DebasisBera-dk7zh 2 месяца назад

      ​​@@avickfromherakliongreece972 ভারত-শ্রীলঙ্কা সেতু, দ্বারকা নগরীর নিমজ্জিত ধ্বংসাবশেষ, বর্ণিত কাহিনি অনুসারে মহাকাশ-সময় ও
      পরিবেশ (Space-time and Environment) বিশ্লেষণ, কুটিল লিপিতে রচিত ‘কাকামিথ’ (যদি বলেন সংস্কৃত ভাষায় নেই কেন তবে বলি কালের নিয়মের কারণে একটি নির্দিষ্ট সময়ের আগেকার লিপি পাওয়া সম্ভব হয়নি; আমরা প্রকৃত দেবনগরী শিখি না, পাণিনি সংরক্ষিত সংস্কৃত শিখি) ইত্যাদি প্রমাণ করে মানুষ হিসেবে হলেও অস্তিত্ব ছিল। এছাড়া কারোর একার পক্ষে GPS ব্যতীত তৎকালীন সময়ের বিস্তীর্ণ অঞ্চলের অপরিচিত স্থানের নাম জেনে রচনা করা সম্ভব নয়।
      যা আবিষ্কার (Discover) হয়নি তা ছিল না বা নেই এমন তো কোনো কথা নেই; উদাহরণস্বরূপ- Dark Matter।
      তবে একথা স্বীকার করতে হয়-
      প্রথমত, যেহেতু এটি সাহিত্য তাই এতে লক্ষণা, ব্যঞ্জনা, অভিধা, রূপক প্রভৃতির ব্যবহার করে কাহিনিকে অতিরঞ্জিত করা হয়েছে।
      দ্বিতীয়ত, গ্রন্থগুলির বিকৃত করে ঋষি সেজে চার্বাকরা।
      তৃতীয়ত, ব্রাহ্মণেরাও নিজেদের সুবিধার্থে বিকৃত করে।
      চতুর্থত, বহিরাগত শক্তিও বিকৃতকরণের চেষ্টা করে।
      পঞ্চমত, অনুলিপিকর এবং অনুবাদকেরা নিজেদের মতো করে কাহিনি সাজিয়েছেন।

  • @pradiptomaity9357
    @pradiptomaity9357 3 месяца назад

    খুব ভালো ব্যাখ্যা।❤

  • @goutamdey2159
    @goutamdey2159 3 месяца назад

    Ashadharon laglo baba.

  • @ZaheerKhan54556
    @ZaheerKhan54556 3 месяца назад

    খুব সুন্দর বিশ্লেষণ...👍👍💖💖

  • @mahmudulhasan2557
    @mahmudulhasan2557 3 месяца назад

    ভালো লাগলো। এমন content আরো আশা করছি। ভালবাসা ও শুভকামনা রইল বাংলাদেশ থেকে।

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      সঙ্গে থাকবেন ❤️

  • @drsubhojitpaul123
    @drsubhojitpaul123 3 месяца назад +1

    Apnar video onno matrar, onno dharar .
    Sunday dupure bhat ghum dichilam.
    Notification alo ar ghum chokhei deklam.
    Apnar presentation er modhhe je ak madokota thake jete tottho diye poripurno se ki ar bolbo.
    Till now my favorite you tuber

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      😊 ভালোলাগলো শুনে

  • @KashChatterjee
    @KashChatterjee 3 месяца назад +1

    Sotti khub bhalo laglo, mahabharat niye erakom eta episode chai dadabhai😊😊

  • @srabantisamanta6537
    @srabantisamanta6537 3 месяца назад

    খুব ভালো লাগলো, নতুন করে ভাবতে বাধ্য করলো🌹।

  • @souriksaha1028
    @souriksaha1028 3 месяца назад +2

    Ramayana is an epic based on true incidents.

  • @tandrabaidya2238
    @tandrabaidya2238 3 месяца назад

    খুব ভালো লাগলো দাদা ❤️
    জয় শ্রী রাম ❤

  • @swarupkumardas5174
    @swarupkumardas5174 3 месяца назад

    Darun 👍 in this period this kind of subject choice - great 👍

  • @subhadeepsantra116
    @subhadeepsantra116 3 месяца назад +2

    Bha❤️

  • @bikramjamatia2296
    @bikramjamatia2296 3 месяца назад

    Very informative video based on realities.

  • @EDUCATION_50
    @EDUCATION_50 3 месяца назад +2

    রাম রাম❤

  • @bengomabengomi7647
    @bengomabengomi7647 3 месяца назад +1

    বাহ.. মুগ্ধ হলাম

  • @biswajitsarkar7473
    @biswajitsarkar7473 3 месяца назад

    সমৃদ্ধ হলাম❤

  • @dipakgupta8470
    @dipakgupta8470 3 месяца назад

    Great job! Thanks.

  • @pritamghosh0003
    @pritamghosh0003 3 месяца назад

    খুব ভালো লাগলো দাদা❤

  • @rupalimithunmandal
    @rupalimithunmandal 3 месяца назад +6

    অপূর্ব

  • @Being.5
    @Being.5 3 месяца назад

    Fantastic Joy shree Ram😊

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 3 месяца назад

    ধন্যবাদ ভাই। সত্যিই confusion আছে তবে রামায়ণের রাজধর্ম কে উপেক্ষা করা যায় না।

  • @papaisantara9770
    @papaisantara9770 3 месяца назад +14

    Notification পাওয়ার সঙ্গে সঙ্গে কে ছুটে এসেছো।😂

  • @Debolinaghosh233
    @Debolinaghosh233 3 месяца назад

    বেশ ভালো লাগলো দাদা। মহাভারত নিয়ে একটা ভিডিও হলে ভালো হতো😊😊

  • @সপ্তসুরSaptasur
    @সপ্তসুরSaptasur 3 месяца назад +10

    কল্পকাহিনী আর কিছুটা বাস্তবতার মিশ্রণে রামায়ন একটা গল্প হতে পারে।ইতিহাস হিসেবে মানলে অন্যায় হবে।
    ইতিহাস বাস্তবতা ভিত্তিতে তৈরি হয়।

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      ❤️

    • @Duggal_sahab_murgmasallam_108
      @Duggal_sahab_murgmasallam_108 3 месяца назад

      তাহলে আপনি যিশু খ্রিস্টের প্রমান দিতে পারবেন ? বা কিংকং ? এদের তো কেউ চোখে দেখেনি ... শুধু পড়েছে । সেই রকম বাল্মীকি লিখেছেন শ্রীরামচন্দ্রের জীবনী তাহলে সেটা কিভাবে অবিশ্বাস্য হয় ???? সেই সময়কার প্রযুক্তি এতটাও উন্নত ছিল না যে এইগুলো সংগ্রহ করে রাখতো ! তারপর আশা করি অন্ধকার যুগের কথাও শুনেছেন ...সেই সময় অনেক অস্তিত্ব নষ্ট করা হয়েছে ! আপনারো জন্মের কয়েকটি প্রমান কাগজ ও কয়েকটা ছবি ছারা আপনার অস্তিত্ব কিভাবে প্রমান করবেন ??? তাই বলে কি আপনি ছিলেন না ??

    • @barmansubrata2243
      @barmansubrata2243 3 месяца назад +1

      তুমি বড়ো বিশেষজ্ঞ

  • @avoybiswas52
    @avoybiswas52 3 месяца назад +1

    Thank you dada❤

  • @Toma-ph5ni
    @Toma-ph5ni 3 месяца назад

    অবশ্যই আরো এই ধরনের পর্ব চাই

  • @imageofgods6952
    @imageofgods6952 3 месяца назад

    Ami apnake City centre 2 te dekhechilam, kotha bolar iccha chilo. Khub bhalo episode. :) Onek shubhkamona germany theke.

  • @atheistbanerjee008
    @atheistbanerjee008 3 месяца назад +4

    দুর্দান্ত ভাবে বললে দাদা ...
    আধুনিক বিজ্ঞানভিত্তিক গবেষণাতে কিন্তু কিছু জিনিস পরিস্কার --
    ১. অযোধ্যা বলে যে জায়গাটা আমরা জানি সেটার কিন্তু সপ্তম সেঞ্চুরি পর্যন্ত নাম ছিল সাকেত...
    ২. বাল্মীকি রামায়ণে অযোধ্যার ভৌগোলিক এবং জলবায়ুর যা বর্ণনা পাওয়া যায় তাতে অযোধ্যা আসলে রাজস্থান বা গুজরাটের কোনো অংশ হবে..
    ৩. ফা হিয়েন, হিউ এন সাং, ইতসিং দের ডেস্ক্রিপশনে রামের কোনো উল্লেখ পাওয়া যায় নি ...
    ৪. শ্রীলংকার নাম যে লঙ্কা, সেটা গত হাজার বছরের মধ্যে হয়েছে, তার আগে নাম ছিল তাম্বাপানি ...সম্রাট আসোক (অশোক) ও শ্রীলংকার নাম কক্ষনো লঙ্কা বলে তাঁর শিলালিপিতে লেখেন নি...
    ৫. রামকে ভগবান এ উন্নীত করেছেন এবং অলৌকিকতা জুড়েছেন তুলসীদাস রামচরিতমানসে এবং তিনি লিখেছেন আওয়াধি ভাষায় আকবরের যুগে..
    ৬. জৈন রামায়ণ (এই রামায়ণকেই প্রাচীনতম রামায়ণ বলে মনে করা হয়) অনুযায়ী সীতা রামের বোন, স্ত্রী নন..
    ৭. আর্যাবর্তের সীমানা দক্ষিণে বিন্ধ্য পর্বতকেই মানা হত এবং রাবন মোটেই আর্যাবর্তের বাইরে নয়..
    রামায়ণ অবশ্যই লোকশ্রুতি এবং একটি খিচুড়ি ..এবং আজও তাই, প্রচুর লোকে বাল্মীকি রামায়ণ আর তুলসীদাসী রামায়ণের মধ্যে পার্থক্য করতে পারে না ..
    মহাভারত নিয়ে একটা পর্ব করো.

    • @rajib920
      @rajib920 3 месяца назад +1

      ভারতভূমির প্রথম ও আদি ভাষা হল সংস্কৃত আর বাল্মীকির রামায়ণ সংস্কৃতেই লেখা হয়।
      জৈনধর্মের সময়কালে সংস্কৃতের জনপ্রিয়তা কমে গিয়েছিল। তাই যদি হয়, তাহলে জৈনধর্মের রামায়ণ তো দ্বিতীয় হচ্ছে।
      কি বলছে আপনার "logic" ??

    • @atheistbanerjee008
      @atheistbanerjee008 3 месяца назад +2

      @@rajib920 ভারতের আদি ও প্রথম ভাষা সিন্ধু সভ্যতার ভাষা যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভব হয় নি , তারপরে প্রাকৃত /পালি, তার পরে সংস্কৃত, নামটাতেই পরিষ্কার এটা সংস্কার করে আনা হয়েছে .. সংস্কৃত ভাষায় একই শব্দের বিভিন্ন অর্থ হয় ..সংস্কৃত ভাষায় কোন শিলালিপি পাওয়া যায় না , যা পাওয়া যায় তা দেবনাগরীতে (যার জন্ম মাত্র হাজার বছর আগে) আর পাওয়া যায় পালি ভাষায় লেখা শিলালিপি গুপ্তযুগ পর্যন্ত .. পালি ভাষায় শ, ঋ , ঋ ফলা, ৯, রেফ, হসন্ত, বিসর্গ ইত্যাদির কোনো প্রয়োগ নেই , অশোকের শিলালিপি অনুযায়ী অশোক তাঁর নিজের নাম লিখেছেন 'আসোক' , গুপ্তযুগে বিক্রমাদিত্য তাঁর নাম লিখেছেন ''বেকমদেত '' ..এগুলো পাথরে খোদাই করা আর সংস্কৃত তালপাতা/কাগজে লেখা ,পাথরে যেটুকু খোদাই করা সংস্কৃত পাওয়া যায় সেটাও আবার দেবনাগরিতে লেখা ...এবার বুঝুন, সংস্কৃত ভাষা কত পুরোনো হতে পারে ..

  • @monoranjan9400
    @monoranjan9400 3 месяца назад

    Hare krishan Hare RAM❤❤

  • @monoranjan9400
    @monoranjan9400 3 месяца назад

    Jai sri Ram❤❤❤

  • @bodhisatwasaha9122
    @bodhisatwasaha9122 3 месяца назад

    Khub bhalo... Mahabharat niye erokom ekta parba chai... ❤

  • @biditbangla
    @biditbangla 3 месяца назад +15

    দাদা, সত্যের বিচার করলে হিন্দু ধর্ম থেকে বের হয়ে বিচার করো, এসব উটকো সামাজিক কাহিনী নিয়ে ধর্ম চলে না, স্মার্ট যুগেও এসব সামাজিক কাহিনী চলে না। সত্য পথ ঐটাই যার বিশ্লেষণ আছে।

    • @mysterioustyphoon9824
      @mysterioustyphoon9824 3 месяца назад

      মুমনিদের এইসব ভিডিও দেখা পাপ। যান গিয়ে মক্কায় প্রায়শ্চিত্ত করেন আর কানে আঙুল দিয়ে বলেন মালাউনের ভিডু আর দেখুম না।

    • @suvromallick9142
      @suvromallick9142 2 месяца назад

      মুরুব্বি মুরুব্বি, উহ উহ। 😂😂😂

  • @JSRJaiShreeRamBabai
    @JSRJaiShreeRamBabai 2 месяца назад

    জয় শ্রীরাম 🙏🧡🚩

  • @lizaroy3381
    @lizaroy3381 3 месяца назад +1

    ভাই আপাততঃ ধর্ম আলোচনা থেকে দূরে থাকো, অনেক মানুষ কষ্ট পায় ❤

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      তবে সাহিত্য আর সাহিত্যের ইতিহাস নিষিদ্ধ করতে হয়। ১০ বছর ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে এসবই তো পড়ে আসছি!

  • @Suall-p6p
    @Suall-p6p 3 месяца назад

    জয় সীতারাম 🙏 প্রভু সবার মঙ্গল করুন

  • @sanjaychakrabarti482
    @sanjaychakrabarti482 3 месяца назад +4

    খুব ভালো লাগলো। এই রকম আরও পর্ব বানালে খুব ভালো লাগবে।

  • @KumersahebVikramadityRaghupati
    @KumersahebVikramadityRaghupati 3 месяца назад +2

    🐎⚔️🚩I am suryavanshi kshatriya descendant of King kush son of Shree Ram Chandra 🚩⚔️🐎

  • @Richik_Bhattacharya
    @Richik_Bhattacharya 3 месяца назад

    মহাভারত নিয়ে এরকম একটি পর্ব চাই

  • @mdaktarujjamanmorol85
    @mdaktarujjamanmorol85 3 месяца назад +3

    এত ভালো এত সুন্দর যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া সত্বেও যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ রামায়ণকে ধর্মগ্রন্থ বিশ্বাস করে তাহলে এর চেয়ে বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না দাদা।

    • @SRXM60
      @SRXM60 3 месяца назад +4

      চাঁদটা কী দুভাগে ভাগ হয়েছিল?

    • @rajib920
      @rajib920 3 месяца назад

      ​@@SRXM60+1

    • @rajib920
      @rajib920 3 месяца назад

      অন্যের ঘরে মুখ না বাড়িয়ে, নিজেরটা দ্যাখ। হিন্দু হয়ে রামায়ণের পরিবর্তে কুরান-হাদিস বিশ্বাস করব নাকি মূর্খ!

    • @BongChakraborty
      @BongChakraborty 3 месяца назад +1

      @@mdaktarujjamanmorol85 সত্যিই এটা ধর্মগ্রন্থ নয়..এটা ইতিহাস..

  • @sumitchand2888
    @sumitchand2888 3 месяца назад +1

    আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে যারা reals, video এগুলো দেখেই রামায়ন বা মহাভারত শিখে যান।
    আগে মূল গ্রন্থ পড়ুন।
    নিজেই জানতে পারবেন।
    যদি সময় না থাকে তাহলে ছোট বই পাওয়া যায় রামায়ন এবং মহাভারতের সেটা পড়ুন। পরে সময় পেলে বড় বই পাওয়া খন্ড আকারে সেগুলো পড়বেন।
    কিন্তু ভিডিও দেখে এগুলো শিখতে আসবেন না।

  • @pinball7673
    @pinball7673 3 месяца назад

    Interesting.
    I agree with the statement that u made near the end of the episode, that may be the story of a village captain's bravery , with time, taken up the present form.
    This actually happened with the story of Robin Hood.
    Robin and his merry men were actually non existent.

  • @joydebnath4194
    @joydebnath4194 3 месяца назад +1

    রামায়ণ এবং মহাভারত উভয়েরই ঐতিহাসিক প্রমাণ রয়েছে যথেষ্ট পরিমাণে। এর উপর কেউ একটু নিজের মতো রং লাগাতে পারে। কিন্তু সেসব বাদ দিলে বাকিটা অবশ্যই এদেশের প্রকৃত ইতিহাস এতে কোন সন্দেহ নেই।

  • @mahadevchakraborty4696
    @mahadevchakraborty4696 3 месяца назад

    জয় সীতারাম 🙏🙏🙏🙏

  • @ArpitaDasSarkar-wu5vx
    @ArpitaDasSarkar-wu5vx 3 месяца назад

    Khub valo laglo

  • @manojscreation
    @manojscreation 2 месяца назад

    রামায়ণ সত্য। ❤❤❤❤

  • @syedalkamal6503
    @syedalkamal6503 3 месяца назад +6

    সমস্ত ভারতের মধ্যে কেবল পশ্চিম বঙ্গের শিক্ষিত বাঙালিরা মনে হচ্ছে যথেষ্ট progressive মানসিকতার হয়ে থাকে। They seem to be much tolerant and honest in their opinions, surely they respect other's opinions

    • @caterpillar-l5q
      @caterpillar-l5q 3 месяца назад +1

      😂😂😂 দুর্নীতি মৌলবাদী জঙ্গিবাদী তে বাংলার রাজনৈতিক মহল সবচেয়ে এগিয়ে, তাই তো শিক্ষা, চিকিৎসা, চাকরি তে বাঙালি বাইরের রাজ্যে যেতে হয় 😂

    • @villagenaturebangla9973
      @villagenaturebangla9973 3 месяца назад +3

      @@syedalkamal6503 বাঙালি হিন্দু বলুন। মুসলিম কখনও বাঙালি হয়না।

    • @shubhadeepsaha2442
      @shubhadeepsaha2442 2 месяца назад

      ​@@villagenaturebangla9973 dhur Leora

  • @parsaran8520
    @parsaran8520 3 месяца назад +2

    আপনার এই পরিবেশনার আমি প্রায় ভক্ত বললেই চলে। খুবই ভালো লাগে ।
    দুটি পর্যবেক্ষণ আছে , লিখলাম।
    বাল্মীকি রামায়ণে অযোধ্যা কান্ড, ৪০ সর্গ, শ্লোক ১৭ , রামচন্দ্র অশ্ব চালিত রথে বনবাসে যান। যার সারথি ছিলেন সুমন্ত্র (सुमन्त्रस्सम्मतानश्वान् শব্দে তার ইঙ্গিত আছে)।
    তারিখ নিয়ে বলা যায়, যেহেতু রামায়ণে লোহার ব্যবহার বলা আছে, এই কাহিনী ( বা পূরাণ/ ইতিহাস) ১০০০ খৃষ্ট পূর্বাব্দ বা তার আগে হওয়া কঠিন কারন তার আগে লোহার ব্যবহার ভারতে শুরু হয়নি । বিশেষতঃ অস্ত্র হিসাবে ।

  • @subhajitsaha5440
    @subhajitsaha5440 3 месяца назад

    dhonnobad dada...Thank you..🙂

  • @ratnadeepchatterjee589
    @ratnadeepchatterjee589 3 месяца назад

    খুব ভালো লাগলো দাদা।

  • @educationalmintu4357
    @educationalmintu4357 3 месяца назад

    আপনি মহাভারতের কাহিনি নিয়ে যেমন আলোচনা করেছিলাম তেমনি রামায়ণের কাহিনি নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়

  • @deepsstory
    @deepsstory 3 месяца назад +1

    "ডক্টর পুষ্কর ভাটনগর এর গবেষণায় শ্রীরামচন্দ্রের জন্ম 5114 BC, 10 January । "
    এটা শুনে সত্যি ই আমি চমকে উঠলাম। আমার জন্ম তারিখ আর শ্রীরামের জন্ম তারিখ একই!!
    যাইহোক, এই রামায়ণ ও মহাভারত এই মহাকাব্য গুলোর কিছু তো অবশ্যয়ই সত্যি। কিন্তু সবটা সত্যি নয়। যেমনটা দাদা তুমি বললে যে কালক্রমে অনেক রূপক, অনেকের অনেক মনপ্রসূত ঘটনা যোগ হয়েছে। তাই এর বর্তমান স্বরূপ এ দুধ এর থেকে জল কিছুটা বেশি।
    তবে যে যতই নাড়ানোর চেষ্টা করুক না কেনো, মানুষের মনে এই গাঁথা অটল, নিবিড় হয়ে থাকবে। ❤

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      ❤️

    • @forinternetinternet4490
      @forinternetinternet4490 3 месяца назад

      Ki naranor kotha bolta chan apni ??? 😂😂😂😂😂

    • @deepsstory
      @deepsstory 3 месяца назад +3

      @@forinternetinternet4490 বিশ্বাস। বিশ্বাস নাড়ানোর কথা বললাম।
      আর আপনি কি বলতে চেয়েছেন সেটাও বুঝেছি। তাই বলছি আপনি অসুস্থ , নিজের মানসিক স্বাস্থের যত্ন নিন। এরকম একটা ভিডিও র কমেন্ট এ এরকম ইঙ্গিত না করলেই কি হচ্ছিলো না? আর এই ধরণের জোকস বলে নিজেকে কুল দেখানো টা বড্ডো পুরোনো হয়ে গেছে। Grow Up

    • @asadchowdhury2667
      @asadchowdhury2667 3 месяца назад

      @@deepsstoryজন্ম তারিখের সাথে মিলানো ও পুরান জোক। ১০ জানুয়ারি তে আমাদের এলাকায় একটা পাগল জন্মাইছে ,তার সাথে আপনার মিল আছে।

  • @rakingreenland4857
    @rakingreenland4857 3 месяца назад +8

    😂😂😂রামায়ণ আর মহাভারতের ঐতিহাসিক প্রমাণ থাকা সত্ত্বেও যারা বলছেন কাল্পনিক, তাহলে তারা প্রমাণ করুণ আমাদের এই সনাতনের ইতিহাস কাল্পনিক।😂😂😂

    • @atheistbanerjee008
      @atheistbanerjee008 3 месяца назад

      কোনো ঐতিহাসিক প্রমান নেই, পুরোটাই কাল্পনিক ...খননকার্যে প্রাপ্ত হাজার বছর এর আগে কেন কোথাও কোন রাম বা কৃষ্ণের মূর্তি পাওয়া যায় না? সোমনাথ, মথুরাতে খনন বন্ধ আছে কেন, কিসের ভয়ে ? গর্ভগৃহের ছবি তুলতে দেওয়া হয় না কেন ? তিরুপতি, মা তারার মুখ ঢাকা থাকে কেন ? পৃথিবীর সবাই লিখতে জানতো আর এই সোনাতনীরাই একমাত্র শুনে শুনে মনে রাখত হাজার হাজার বছর ধরে ? ..অতি উৎকৃষ্টমানের হার্ড ডিস্ক !!

  • @সম্পূর্ণরূপেসম্পূর্ণা

    Mahabharat niye erokom akta video chai❤️

  • @191AAN
    @191AAN 3 месяца назад

    আমিও সহমত এর সাথে। এটি বহু প্রাচীন কোন অনার্য গোত্রের গল্প। বানর জাতীয় প্রজাতিও তখন বিদ্যমান ছিল। পরবর্তীতে বিভিন্ন রসকষ কল্পনা মিলেমিশে আজকের রামায়ণের সৃষ্টি।

  • @suvrodippaul8914
    @suvrodippaul8914 3 месяца назад

    Dada Ranna Pujor ItiHas Niye Ekta Informative Video Banale Khub Upokrito Hbo....

  • @prasenjitmahata1993
    @prasenjitmahata1993 3 месяца назад +1

    Jai shree Ram 🌺🌹🌺🙏🙏🙏

  • @enjoywithprotush9901
    @enjoywithprotush9901 3 месяца назад +2

    Joy shree Ram ❤❤

  • @tanumaymondal8615
    @tanumaymondal8615 3 месяца назад

    জয় শ্রী রাম।

  • @debaratimandal
    @debaratimandal 3 месяца назад

    Besh valo laglo. Ato age ki lekhar cha chilo ?
    Ar, Bhagaban Bishnur "Dasabatar" niye bolle valo lagbe . Anurodh roilo.

  • @msthedenceronly6132
    @msthedenceronly6132 3 месяца назад

    Dada black magic niya video chi❤❤❤

  • @AbhijitGoswami-p1q
    @AbhijitGoswami-p1q 3 месяца назад +1

    মহাভারত নিয়ে এমন ভিডিও হোক।
    রাম আমাদের মনে থাক।❤
    আর রামায়ণ থাক গ্যাছে।❤
    আজ চলি
    অন্য ভিডিও তে আবার দেখা হবে।😊

  • @KumersahebVikramadityRaghupati
    @KumersahebVikramadityRaghupati 3 месяца назад +1

    🐎⚔️🚩We are proof of Ramayan because my family is descendant of King kush son of Shree Ram Chandra 🚩⚔️🐎

  • @anandamitra9492
    @anandamitra9492 3 месяца назад

    বুদ্ধের জাতকের কাহিনীতে দশরথ জাতকের গল্প আছে, যেখানে রাম, লক্ষন, সীতা ছিলেন ভাই বোন,, অনেকের অনুমান দশরথ জাতকই পরিবর্ধিত হয়ে রামায়ণ হয়েছে, তবে আসল সত্যি ইতিহাসের গর্ভে। 🙏

  • @apurbanag777
    @apurbanag777 27 дней назад

    রামায়ণের সুন্দর কানডে হনুমান যখন লঙ্কায় প্রবেশ করেন তখন তিনি রাবনের হস্তীসালায় চার দন্ত বিশিষ্ট হাতী দেখে ছিলেন। এই প্রোজাতির হাতী শেষ তুষার যুগে জীবিতো ছিলো তারপর তুষার যুগ চলে গেলে অবলুপ্ত হয়ে যায়। সুতরাং প্রশ্নটা থেকেই যায় রামায়ণ কত পুরানো। 🤔🤔🤔

  • @MSKim6563
    @MSKim6563 3 месяца назад +1

    শ্রীরামের জন্মদিবস নির্ণয়ের সময়ে Gregorian Calendarএর বদলে ভারতবর্ষে প্রচলিত যে কোনও একটি দিনপন্ঞ্জী অনুসরণ করলেই মনে হয় ভালো হতো...

  • @pal9698
    @pal9698 3 месяца назад

    দাদা শ্রী কৃষ্ণর দশ অবতার নিয়ে বলো
    আমার দেখা সবচেয়ে বেশি, সুন্দর রিসার্চ করে তুমি আমাদের জন্যে তথ্য সাজিয়ে ভিডিও বানাও ❤❤❤❤ plzz দাদা এইটা বানিয়েও ❤অনেক ভালো বাসা রইলো এই ছোট্ট বোন টার তরফ থেকে ❤

  • @sultanahmed8293
    @sultanahmed8293 3 месяца назад

    আমি চাই আপনি ভারতের বেদ ধর্মগ্রন্থের ইতিহাস নিয়ে আলোচনা করুন।

  • @ramcharansarkar1730
    @ramcharansarkar1730 3 месяца назад

    জয় শ্রী রাম 🙏

  • @dipannitaghosh9718
    @dipannitaghosh9718 3 месяца назад +3

    আরে বাবা আমি তো সব তালগোল পাকিয়ে ফেললাম, আপনি যদি পরের কোনো পর্বে জট খুলে দেন ভালো হয়😊

  • @tomalchakraborty1656
    @tomalchakraborty1656 3 месяца назад

    জয় শ্রীরাম.. 💙🙏🚩

  • @akash_naskar730
    @akash_naskar730 3 месяца назад +3

    জয় শ্রীরাম ✊
    আমার শ্রীরাম ব্যতীত কোন কিছুই সত্য নয়।।।

  • @mdalaminhossain4419
    @mdalaminhossain4419 3 месяца назад

    ধন্যবাদ