সঠিক নিয়ম মেনে নখ কাটছেন তো নাহলে নিজের সর্বনাশ নিজেই করছেন। নখ কাটার পর ভুলেও করবেন না এই কাজ।
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- সঠিক নিয়ম মেনে নখ কাটছেন তো নাহলে নিজের সর্বনাশ নিজেই করছেন। নখ কাটার পর ভুলেও করবেন না এই কাজ।
হিন্দু শাস্ত্রে নখ-চুল কাটা, দাড়ি কামানোর জন্য নির্দিষ্ট দিনের উল্লেখ রয়েছে। আবার এমন কিছু দিন রয়েছে, যাতে নখ, চুল কাটানো শুভ মনে করা হয় না। মনে করা হয় এই সমস্ত দিনগুলি উপরিউক্ত যে কোনও একটি কাজ করলে ব্যক্তির জীবনে গ্রহের অশুভ প্রভাব পড়ে। পাশাপাশি ব্যক্তিকে আর্থিক অনটনের শিকার হতে হয়। সপ্তাহের কোন দিন নখ, চুল কাটলে, দাঁড়ি কামালে জীবনে কেমন প্রভাব পড়ে, তা জেনে নিন এখানে।
সোমবার নখ-চুল কাটার প্রভাব
সোমবার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রকে সন্তান ও স্বাস্থ্যের কারক মনে করা হয়। সোমবার নখ বা চুল কাটলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়। আবার সন্তানের স্বাস্থ্যের জন্যও এটি ভালো নয়। এই দিন নখ, চুল কাটলে চাঁদের অশুভ প্রভাবের কারণে গভীর রোগ হতে পারে।
মঙ্গলবার নখ-চুল কাটার প্রভাব
মঙ্গলবারের অধিপতি দেবতা বজরংবলী এবং গ্রহ মঙ্গল। মঙ্গল উগ্র স্বভাবের এবং সাহস ও পরাক্রমের কারক গ্রহ। শাস্ত্র মতে মঙ্গলবার নখ বা চুল কাটলে ব্যক্তির মধ্যে রাগ, ক্ষোভ বৃদ্ধি পায়। এর পাশাপাশি এ-ও মনে করা হয় যে মঙ্গলবার চুল-নখ কাটলে বয়স কমে।
বুধবার নখ-চুল কাটার প্রভাব
শাস্ত্র মতে বুধবার দিনটি নখ-চুল কাটা ও দাড়ি কামানোর জন্য শুভ। এই দিন এ সমস্ত কাজ করলে পরিবারে উন্নতি-সমৃদ্ধির আগমন ঘটে। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন। বুধবার চুল কাটলে কোষ্ঠীতে বুধের পরিস্থিতি মজবুত হয়। অবশেষে বুধের আশীর্বাদে ভালো চাকরি পেতে পারেন, পাশাপাশি প্রচুর ধন-সম্পত্তিরপ মালিক হতে পারেন।
বৃহস্পতিবার নখ-চুল কাটার প্রভাব
বৃহস্পতিবারকে বিষ্ণুর দিন মনে করা হয়। পাশাপাশি এই দিনের অধিপতি গ্রহ বৃহস্পতি। শাস্ত্র মতে এই দিনে চুল কাটালে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে গৃহ ত্যাগ করেন। পাশাপাশি কোষ্ঠীতে দেবগুরুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। তাই ভুলেও বৃহস্পতিবার নখ, চুল, দাড়ি কাটবেন না।
শুক্রবার নখ-চুল কাটার প্রভাব
ধন ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র এই দিনের অধিপতি গ্রহ। আবার শুক্রবার লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিথিতে চুল ও নখ কাটা শুভ। এর ফলে জীবনে সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। পাশাপাশি জীবনে ধন লাভ করতে পারেন। যশ ও বৈভব লাভ করা যায়।
শনিবার নখ-চুল কাটার প্রভাব
চুল ও নখ কাটানোর জন্য এই দিনটিকে শুভ মনে করা হয় না। প্রচলিত ধারণা অনুযায়ী শনিবার এ ধরনের কাজ করলে অকালমৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায়। পাশাপাশি আর্থিক লোকসান হয়। উল্লখ্য, শনিবার চুল কাটালে, দাড়ি কামালে ব্যক্তি পিতৃদোষের শিকার হতে পারে।
রবিবার নখ-চুল কাটার প্রভাব
রবিবার চুল কাটানো শুভ মনে করা হয় না। মহাভারতের অনুশাসন পর্বে উল্লিখিত আছে যে, সূর্য বারে ধন, এমন কিছু করলে ধন, বুদ্ধি ও ধর্ম নাশ হয়। খুব জরুরি না-হলে রবিবার চুল, দাড়ি কাটবেন না।
related searches-
নখ কাটার নিয়ম
Nail Cutting Tips
Nail Cutting Tips in Bengali
কোন দিন নখ কাটলে শুভ?
কোন দিন নখ কাটা শুভ?
কোন দিন চুল-দাড়ি-নখ কাটবেন।