মন্ত্রী পরিষদ সচিব নারী দিবসে যা বললেন কোন আলেমও আজ পর্যন্ত আলোচনা করেনি

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2024
  • নারী দিবসে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ধর্ম নিয়ে যা বললেন কোন আলেমও আজ পর্যন্ত আলোচনা করেনি।
    #মন্ত্রী_পরিষদ_সচিব #খন্দকার আনোয়ারুল #নারী_দিবস

Комментарии • 2,5 тыс.

  • @hojaifgallery6989
    @hojaifgallery6989 Год назад +111

    আল্লাহ্ স্যারকে নেক হায়াত দান করুন।
    খুব সুন্দর আলোচনা, কথা গুলো শুনে চোখে পানি চলে আসছে৷ মন্ত্রী পরিষদ বা প্রত্যেকটা সচিবালয়ে স্যারের মতন এমন সচিব দরকার।

  • @ashrafchowdhury3156
    @ashrafchowdhury3156 2 года назад +144

    অনেক দিন পর দেশের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তির ব্যতিক্রম ব্যক্তব্য শুনে ভীষণ ভাল লাগল। দেশের মঙ্গল হবে যদি প্রশাসনে উনাদের সংখ্যা বৃদ্ধি পায়।

  • @MirMAJID-ju1fn
    @MirMAJID-ju1fn 2 месяца назад +33

    আজ 7জুন 2024 সারের এত সুন্দর একটা আলোচনা তিন বছর পর শুনে গর্বে বুকটা ভরে গেল আলহামদুলিল্লাহ ওনার মতো একজন আলেম
    আমাদের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন আল্লাহ পাক উনার নেক হায়াত দান করুন আমীন

  • @rezwanraihan4362
    @rezwanraihan4362 Год назад +48

    আলহামদুলিল্লাহ, এত সুন্দর আলোচনা শুনে সত্যিই ভালো লেগেছে। আল্লাহ যেন এরকম আরও মানুষ আমাদের বাংলাদেশে তৈরি করেন, আমিন।

    • @mdabdulwabedtafhim1072
      @mdabdulwabedtafhim1072 3 месяца назад

      এরপর তারা শুধু এভাবে বলেই যাবে।

  • @jahiruddinrasel8751
    @jahiruddinrasel8751 2 года назад +269

    মাশা-আল্লাহ স্যার ইসলামের আলোকে নারীর অধিকার নিয়ে এত সুন্দর ও সাবলীল ভাষায় বক্তব্য দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @user-dd9pz6gc6v
      @user-dd9pz6gc6v 2 года назад

      উম্মে সালামা (রা) রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে নাউজুবিল্লাহ! কথাটি সম্পূর্ণ বেমানান ও আপত্তিজনক। আর আম্মাজান খাদিজাতুল কুবারা রাসুলকে ব্যবসা শিখিয়েছেন এটিও রাসুলের প্রতি অসম্মানজনক কথা। আর রাসুল অজ্ঞ নিরক্ষর ছিল এ কথাটির উপর থু থূ ‍দিলাম। নেক সুরতে রাসুলকে অবমাননা করছে এ ব্যক্তি । সে তার কথিত নারীবাদী প্রোগ্রামকে প্রোমোট করতে ইসলামের ইতিহাসকে ব্যবহার করছে।। তার কথায় খুশী হবার কিছু নেই। ওরা সেকুলার ওরা ইসলামে বিশ্বাস করে না। তবে ইসলামকে নিজেদের মত ব্যাখ্যা করে কিভাবে নিজেদের নারীবাদী পাল্লা ভারি করা যায় সে কায়দা অনেক ভাল জান।
      সে নারীদের সামনে বসে বক্তব্য দিচ্ছে অথচ যে নারীদের নাম সে নিয়েছে তাদের কেউ কি কখনো পর পুরুষের সামনে গিয়ে বসে থাকত। মনে রাখতে হবে, ইসলাম আগে নারীর পর্দা, নিরাপত্তা, অধিকার ও সম্মানের বিষয় নিশ্চিত করে তারপর অন্য সব। সে যা যা বলছে তা সবই হয়েছে নারীর পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার পর আগে নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, পর্দা নেই, সম্মান নেই, অধিকার নেই সেখানে নারীদের কর্মে নিয়োগ করার সম্পূর্ণ হারাম। নারী নিরাপত্তা ছাড়া, পর্দা ছাড়া, সম্মান ছাড়া, অধিকার ছাড়া নারীদের কর্মে নিয়োগ করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হল নারীদের লেবার বানাও, তাদের কৃতদাসে পরিণত কর, তাদের পণ্যের মত ব্যবহার কর।
      পশ্চিমারা যেভাবে নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার, ও পর্দাকে বৃদ্ধাঙুল দেখিয়ে তাদের বিভিন্ন সেক্টরে নিয়োগ করে প্রোডক্ট বানিয়েছে, কৃতদাসে পরিণত করেছে এসব সেকুলার হনুমানরাও তাই চায়।
      বিশ্বের সবচেয়ে বেশী নারী ধর্ষন হয় মার্কিন সেনাবাহিনীতে। কারন সেখানে পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নেই। এসব হনুমানদের নারীবাদী থিওরী পশ্চিমা খেকেই আমদানি করা। পশ্চিমারাই এসব কথিত নারীবাদীদের অর্থ, পরিকল্পনা ও সাপোর্ট দেয়্। তাদের কাছে আপনি নারীদের পর্দার দাবি পাবেন না। নারীদের নিরাপত্তা দাবি পাবেন না, পাবেন না নারী অধিকারের দাবি, পাবেন না নারী সম্মানের দাবি।
      নারী ধর্ষনের যে বর্বর চিত্র চলছে তার কোন টেনশন ওদের নেই। ওদের ফিকির হল দেশটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই ইসলামে নারীদের যে গৌরবময় ইতিহাস আছে তা উপস্থাপন করে নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহ দাও। এতে এক ঢিলে দুই পাখি মরবে। নারীদের কৃতদাসও বানানোও যাবে আবার বলদ বাঙালি বুঝে না বুঝে বাহবাও দিবে। ওদের মিষ্টি কথায় গলে চলবে না। ওরা ইসলামের কথা ইসলামের জন্য বলে না, ওরা ইসলামের কথা বলে মুসলিমদের বোকা বানানোর জন্য। ওদের আদর্শে, বিশ্বাসে, দর্শনে ইসলামের কোন মূল্যায়ন নেই।
      সত্যিই যদি তারা নারীদের পক্ষে থাকত তবে নারী ধর্ষন নিয়ে চিন্তা করত। নারীদের কর্মস্থলে হেনস্তা নিয়ে কথা বলত। প্রবাসে নারীদের দুর্দশা নিয়ে কথা বলত। যৌতুক ছাড়া নারীদের বিয়ে হয়না কেন তা নিয়ে কথা বলত। বিয়ের সময় শতকরা ১০০% নারীকে দেনমোহরের অর্থ পরিশোধ করা হয়না তা নিয়ে কথা বলত। নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তা নিয়ে কথা বলত।
      তাদের কনসার্ন হল নারী ধর্ষন হয়েছে তো কি হয়েছে, নারী নিরাপত্তা নেই তো কি হয়েছে, নারীদের অধিকার নেই তো কি হয়েছে, নারী হেরাজমেন্ট হয়েছে তো কি হয়েছে? এগুলো হলে হোক তবুও নারীদের লেবার বানাও।

      কথা বলতে বলতে এ মুনাফিক কৌশলে বার বার রাসুলকে অবমাননা করল।
      উম্মে সালামা (রা) নাকি রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে........ নাউজুবিল্লাহ!
      খাদিজাতুল কুবারা নাকি রাসুলকে ব্যবসা শিখিয়েছেন........... নাউজুবিল্লাহ!
      রাসুল নাকি অজ্ঞ ছিলেন..................... নাউজুবিল্লাহ!
      যাকে আল্লাহ সারা পৃথিবীর শিক্ষক বানাল তিনি নাকি অজ্ঞ ছিলেন। আজকাল কিছু মুনাফিক হুজুরকেও বলতে শুনা যায় রাসুল নাকি নিরক্ষর ছিলেন। এরা সবাই মিথ্যাবাদী ধোঁকাবাজ আমাদের রাসুল কখনোই অজ্ঞ বা নিরক্ষর ছিলেন না। যারা এ কথা বলে এরা হয়ত গন্ডমূর্খ নয়ত মুনাফিক। যার উপর আল্লাহ কুরআন নাজিল করল তিনি যদি অজ্ঞ ও নিরক্ষর হন তাহলে দুনিয়াতে বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিটা কে তার নাম শুনি...........?

    • @user-dd9pz6gc6v
      @user-dd9pz6gc6v 2 года назад

      উম্মে সালামা (রা) রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে নাউজুবিল্লাহ! কথাটি সম্পূর্ণ বেমানান ও আপত্তিজনক। আর আম্মাজান খাদিজাতুল কুবারা রাসুলকে ব্যবসা শিখিয়েছেন এটিও রাসুলের প্রতি অসম্মানজনক কথা। আর রাসুল অজ্ঞ নিরক্ষর ছিল এ কথাটির উপর থু থূ ‍দিলাম। নেক সুরতে রাসুলকে অবমাননা করছে এ ব্যক্তি । সে তার কথিত নারীবাদী প্রোগ্রামকে প্রোমোট করতে ইসলামের ইতিহাসকে ব্যবহার করছে।। তার কথায় খুশী হবার কিছু নেই। ওরা সেকুলার ওরা ইসলামে বিশ্বাস করে না। তবে ইসলামকে নিজেদের মত ব্যাখ্যা করে কিভাবে নিজেদের নারীবাদী পাল্লা ভারি করা যায় সে কায়দা অনেক ভাল জান।
      সে নারীদের সামনে বসে বক্তব্য দিচ্ছে অথচ যে নারীদের নাম সে নিয়েছে তাদের কেউ কি কখনো পর পুরুষের সামনে গিয়ে বসে থাকত। মনে রাখতে হবে, ইসলাম আগে নারীর পর্দা, নিরাপত্তা, অধিকার ও সম্মানের বিষয় নিশ্চিত করে তারপর অন্য সব। সে যা যা বলছে তা সবই হয়েছে নারীর পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার পর আগে নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, পর্দা নেই, সম্মান নেই, অধিকার নেই সেখানে নারীদের কর্মে নিয়োগ করার সম্পূর্ণ হারাম। নারী নিরাপত্তা ছাড়া, পর্দা ছাড়া, সম্মান ছাড়া, অধিকার ছাড়া নারীদের কর্মে নিয়োগ করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হল নারীদের লেবার বানাও, তাদের কৃতদাসে পরিণত কর, তাদের পণ্যের মত ব্যবহার কর।
      পশ্চিমারা যেভাবে নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার, ও পর্দাকে বৃদ্ধাঙুল দেখিয়ে তাদের বিভিন্ন সেক্টরে নিয়োগ করে প্রোডক্ট বানিয়েছে, কৃতদাসে পরিণত করেছে এসব সেকুলার হনুমানরাও তাই চায়।
      বিশ্বের সবচেয়ে বেশী নারী ধর্ষন হয় মার্কিন সেনাবাহিনীতে। কারন সেখানে পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নেই। এসব হনুমানদের নারীবাদী থিওরী পশ্চিমা খেকেই আমদানি করা। পশ্চিমারাই এসব কথিত নারীবাদীদের অর্থ, পরিকল্পনা ও সাপোর্ট দেয়্। তাদের কাছে আপনি নারীদের পর্দার দাবি পাবেন না। নারীদের নিরাপত্তা দাবি পাবেন না, পাবেন না নারী অধিকারের দাবি, পাবেন না নারী সম্মানের দাবি।
      নারী ধর্ষনের যে বর্বর চিত্র চলছে তার কোন টেনশন ওদের নেই। ওদের ফিকির হল দেশটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই ইসলামে নারীদের যে গৌরবময় ইতিহাস আছে তা উপস্থাপন করে নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহ দাও। এতে এক ঢিলে দুই পাখি মরবে। নারীদের কৃতদাসও বানানোও যাবে আবার বলদ বাঙালি বুঝে না বুঝে বাহবাও দিবে। ওদের মিষ্টি কথায় গলে চলবে না। ওরা ইসলামের কথা ইসলামের জন্য বলে না, ওরা ইসলামের কথা বলে মুসলিমদের বোকা বানানোর জন্য। ওদের আদর্শে, বিশ্বাসে, দর্শনে ইসলামের কোন মূল্যায়ন নেই।
      সত্যিই যদি তারা নারীদের পক্ষে থাকত তবে নারী ধর্ষন নিয়ে চিন্তা করত। নারীদের কর্মস্থলে হেনস্তা নিয়ে কথা বলত। প্রবাসে নারীদের দুর্দশা নিয়ে কথা বলত। যৌতুক ছাড়া নারীদের বিয়ে হয়না কেন তা নিয়ে কথা বলত। বিয়ের সময় শতকরা ১০০% নারীকে দেনমোহরের অর্থ পরিশোধ করা হয়না তা নিয়ে কথা বলত। নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তা নিয়ে কথা বলত।
      তাদের কনসার্ন হল নারী ধর্ষন হয়েছে তো কি হয়েছে, নারী নিরাপত্তা নেই তো কি হয়েছে, নারীদের অধিকার নেই তো কি হয়েছে, নারী হেরাজমেন্ট হয়েছে তো কি হয়েছে? এগুলো হলে হোক তবুও নারীদের লেবার বানাও।

      কথা বলতে বলতে এ মুনাফিক কৌশলে বার বার রাসুলকে অবমাননা করল।
      উম্মে সালামা (রা) নাকি রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে........ নাউজুবিল্লাহ!
      খাদিজাতুল কুবারা নাকি রাসুলকে ব্যবসা শিখিয়েছেন........... নাউজুবিল্লাহ!
      রাসুল নাকি অজ্ঞ ছিলেন..................... নাউজুবিল্লাহ!
      যাকে আল্লাহ সারা পৃথিবীর শিক্ষক বানাল তিনি নাকি অজ্ঞ ছিলেন। আজকাল কিছু মুনাফিক হুজুরকেও বলতে শুনা যায় রাসুল নাকি নিরক্ষর ছিলেন। এরা সবাই মিথ্যাবাদী ধোঁকাবাজ আমাদের রাসুল কখনোই অজ্ঞ বা নিরক্ষর ছিলেন না। যারা এ কথা বলে এরা হয়ত গন্ডমূর্খ নয়ত মুনাফিক। যার উপর আল্লাহ কুরআন নাজিল করল তিনি যদি অজ্ঞ ও নিরক্ষর হন তাহলে দুনিয়াতে বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিটা কে তার নাম শুনি...........?

    • @MoonBorn-v2b
      @MoonBorn-v2b 2 года назад +7

      আমরা সমাজকল্যাণ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ সকলে তার জন্য গর্ব অনুভব করি।

    • @user-lp7ce9oe3m
      @user-lp7ce9oe3m 3 месяца назад

      No no.​@@MoonBorn-v2b

    • @user-xu9gr9us6d
      @user-xu9gr9us6d 3 месяца назад

      Islame narike je vabe heo kora hoyeche, mone hoy na kono sadaron gyaner manus ai kaj gulo korbe, so a kotha manobik darmer na. Hajorot omar, islamer ak jan khalifa matro, bidan dewar khmamota nai, so fake, sachib bhaiyer kotha valo laglo, but darme mylya hin, narider shantina cgara kichu na, afganstan dekhen, shikhma nin, agamir janya taiari hon, andokar.

  • @nurulamin7540
    @nurulamin7540 2 года назад +116

    মাশাল্লাহ! নারীদিবসে মাননীয় সচিবের কুরআন সুন্নাহভিত্তিক সুন্দর ও হৃদয়গ্রাহী আলোচনার জন্য ধন্যবাদ।

  • @s.makteruzzaman4656
    @s.makteruzzaman4656 Год назад +36

    অতিব সুন্দর কথা বলেছেন মন্ত্রী পরিষদের সচিব সাহেব, ইসলামি ইতিহাস দিয়ে উদাহারন করে, আপনার জন্য শুভ কামনা রইলো।

  • @mdgolammostofa7011
    @mdgolammostofa7011 3 месяца назад +12

    আনোয়ারুল ইসলাম সাবেক মন্ত্রীপরিষেদ সচিব আসলেই একজন ভালো মানুষ তিনি সবসময়ই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চলেন, আল্লাহ তায়ালা যেন তাকে হেফাজত করেন।

  • @md.ismailhossain2845
    @md.ismailhossain2845 2 года назад +41

    তথ্য বহুল আলোচনা। ইসলাম বিদ্বেষীদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করি।

    • @saikatkar9984
      @saikatkar9984 Год назад +3

      ইসলাম বিদ্বেষীদের কথা পরে আগে ইসলামের মানুষরাই উনার কথা ভালোমতো উপলব্ধি করা উচিত।

  • @SaddamHossain-of9cy
    @SaddamHossain-of9cy Год назад +26

    স্যার আপনার আলোচনা খুবই চমৎকার। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন।

  • @HarunRashid-bu5yo
    @HarunRashid-bu5yo 3 месяца назад +12

    আলহামদুলিল্লাহ , স্যারের নেক হায়াত কামনা করছি । এমন ব্যক্তিদের দ্বারা সমাজ নির্মিত হোক । আমিন।

  • @ferdushijahan6379
    @ferdushijahan6379 2 года назад +26

    মাশাললাহ সুন্দর বক্তব্য দিয়েছেন , এমন মানুষ মন্ত্রী সভায় থাকলে দেশটা সরগ হতো ।

  • @mijanjibon9323
    @mijanjibon9323 2 года назад +120

    একজন মন্ত্রী পরিষদের সচিব হওয়া সত্ত্বেও তার ভিতরে ধর্মের প্রতি এত শ্রদ্ধা আমরা তাকে স্যালুট জানাই আসসালামু আলাইকুম

  • @ReciterTanbir
    @ReciterTanbir 2 года назад +95

    এমন একজন মানুষকে মন্ত্রিপরিষদ সচিব করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ। ইসলামের উপর তার গভীর জ্ঞানে মুগ্ধ হলাম। তার প্রতি শ্রদ্ধা ও দোয়া রইলো।

  • @nabihossain1825
    @nabihossain1825 Год назад +21

    গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক বিশ্বাস জোগ্য ইসলামের ইতিহাস ও অবদান এবং ভুমিকা তুলে ধরার জন্যঅসংখ্য ধন্যবাদ। দুর্লভ জানার বিষয় তুলে পাঠ্যপুস্তক ভুক্ত করার অনুরোধ রইল। োঅসাধারন

  • @KamrulIslam-zl2ly
    @KamrulIslam-zl2ly Год назад +43

    আল্লাহ তায়ালা স্যারকে ইসলামের খেদমত করার এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুক।

  • @golamrasul1394
    @golamrasul1394 2 года назад +306

    এমন শিক্ষা নিয়ে কথা পাঠ্যপুস্তকে থাকা উচিত, যা মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

    • @MoonBorn-v2b
      @MoonBorn-v2b 2 года назад +8

      আমরা সমাজকল্যাণ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ সকলে তার জন্য গর্ব অনুভব করি।

    • @Mitale-vq9bj
      @Mitale-vq9bj 2 года назад +5

      বাস্তবায়ন করা হোক ইনশাআল্লাহ

    • @PRvlogs1618
      @PRvlogs1618 2 года назад +2

      Meaning soho Quran poren sob paben

    • @mdmoktherhosen4413
      @mdmoktherhosen4413 Год назад +4

      Emon jodi shobai hoto rashto porecalonai

    • @nargisakhter5980
      @nargisakhter5980 Год назад +4

      MashaaAllah
      অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব কথা গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @shahnazparvin5235
    @shahnazparvin5235 2 года назад +75

    মাশাল্লাহ অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন মন্ত্রী পরিষদের সচিব মহোদয়. আল্লাহ পাক ওনার বক্তব্যের ভুলত্রুটি হ্মমা করুন আমিন

    • @emdadkhan9649
      @emdadkhan9649 2 года назад +2

      Assalamualikum. Allah SWT created human beings with honor, whatever faith he or she belongs. Alhamdulilla, Islam being a religion of humanity need to uphold the ethics in maintaining the rights of everyone. We fully agree with the comments of this honorable member of the Govt that the western world are following the guidelines of Hajrat Umar (RA) in social development for all genders. This is the secret of their development. May Allah guide us. Ameen.

  • @user-cg4tq3mf7z
    @user-cg4tq3mf7z 2 месяца назад +10

    অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য, তবে কাজে বাস্তবায়ন করা ও জরুরী।

    • @kamrulahmed7737
      @kamrulahmed7737 2 месяца назад

    • @kamrulahmed7737
      @kamrulahmed7737 2 месяца назад

      .z.😮##........ Aat😮@tâ😮aaa😮atat😮ta😮tattta😮a😮t😮aat😮tat😮aata😮5a😮tt😮aa😮a😮a😮a😮a😮😮attgtttatt

  • @raselmia2636
    @raselmia2636 Год назад +23

    মাশ আল্লা অনেক সুন্দর কথা বলেছেন আমাদের সবাইকে হাদিস ও কুরআন শরীফ মানার ওজানার তৌফিক দান করেন।আমিন। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো,যে গুলো আলেমদের কাছে শুনি নাই।

  • @ayeshaakter8619
    @ayeshaakter8619 2 года назад +38

    মাশাল্লাহ মাননীয় মন্ত্রী পরিষদ সচিব খুব সুন্দর কথা বলেছেন আমাদের দেশে এখনো ভালো মানুষ আছে বিদায় দেশটা এখনো ঠিক আছে। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি।

  • @mosfequl8149
    @mosfequl8149 2 года назад +13

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
    এভাবেই ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য।

  • @HabiburRahman-ye3sl
    @HabiburRahman-ye3sl Год назад +14

    জাজাকাল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা বক্তব্য দেওয়ার জন্য।

  • @dewansagir9697
    @dewansagir9697 2 года назад +72

    অভিনন্দন মন্ত্রী পরিষদ সচিব কে
    ধর্মের আলোকে নারীদের ক্ষমতা
    সম্পর্কে ব্যাখ্যা প্রদানের জন্য।

    • @rabiulawal2275
      @rabiulawal2275 Год назад

      সব কিছুই ঠিক আছে জাতির পিতা কে।

    • @rafiqismail6467
      @rafiqismail6467 4 месяца назад

      অসাধারণ জ্ঞানী লোকের জ্ঞানী কথা বলেছেন ধন্যবাদ।

    • @sanowarhossain2438
      @sanowarhossain2438 3 месяца назад

      জীবনে বেশ কিছু বক্তব্য শুনেছি কিন্তু আজকেরটা অন্যরকম।আসলে যারা জানে তারা এইরকমই।যার সুযোগ আছে তার শুনা উচিত।

  • @ahammadkabir9291
    @ahammadkabir9291 2 года назад +50

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অবাক, আমি হতবাক, আমি বেহুশ, আমি স্তব্ধ, আমি নির্বাক,আমি হতবিহ্বল হয়েগেছি স্যারের আলোচনা শুনে। আমি ধারণা করতে পারিনি যে স্যার মহান রাব্বুল আলামীন এত পরিমাণ ইসলামি জ্ঞান করেছেন। মহান আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন এবং দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন।

    • @hafajmohammadali5549
      @hafajmohammadali5549 Год назад

      আমি আমার জীবনে ততবার মন্ত্রী পরিষদে ততবার আমার ঠিক এরকমই মনে নিশ্চত ধারণা হয়েছে। আলহামদুলিল্লাহ জেনে বুঝে প্রধানমন্ত্রী চেয়ারটা আল্লাহর মুসলমান বান্দর জন্য নির্ধারিত করেছেন

  • @dedarulalam1903
    @dedarulalam1903 Год назад +18

    নারী দিবসে আপনার আলোচনা এক বাক্যে অসাধারণ এবং অদ্বিতীয়।আলেমগণ এাব আলোচনা করে না হয়ত বা জানেন না।আপনার নেক হায়াত কামনা করি।আমিন।

  • @cookstudio85
    @cookstudio85 Год назад +10

    মাশাআল্লাহ সুবহানাল্লাহ মন্ত্রী পরিঃ সচিব জাযাকুমুল্লাহু খইরান আপনে জাতির সামনে উপস্থাপন করেন এভাবেই।

  • @highbp9692
    @highbp9692 2 года назад +282

    ইনি শুধুমাএ মন্ত্রীদের সচিব নন,
    ইনি সচিবদেরও সচিব।
    স্যার,
    আপনি দীর্ঘজীবী তোন।

    • @MoonBorn-v2b
      @MoonBorn-v2b 2 года назад +4

      আমরা সমাজকল্যাণ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ সকলে তার জন্য গর্ব অনুভব করি।

    • @mdibrahim3890
      @mdibrahim3890 2 года назад +3

      আল্লাহ ওনাকে দীর্ঘজিবি করুক। আপনার লেখা ভুল আছে দয়া করে পরিবর্তন এডিট করুন।

    • @abdurrahimsarker1515
      @abdurrahimsarker1515 2 года назад +3

      @@mdibrahim3890 আমি কম শিক্ষিত মানুষ, অন্যের ভুল দূরের কথা নিজের ভুল ও কম বুঝি। যদি দয়া করে আপনি ভুলটা ওনাকে না বলে নিজেই সম্মান জনক ভাবে বুঝিয়ে দিতেন তবে ওনিও শিখে নিতো আর আমরা ও যারা আমার মতো তারা ও বুঝতে পারতাম।

    • @shahadat.9
      @shahadat.9 Год назад +3

      যার শুরুটা ভুল দিয়ে হয় তার কাছ থেকে কি আশা করা যায়, এ সময় ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হবে, এটাই বড় উদাহরণ, ইসলামের কথা বলবে, কিন্তু নিজের ভিতরে ছিটেফোঁটা থাকবে না, উনার মাথায় নেই টুপি, এত বড় বড় কথা বলেন জাতির পিতা কে? ইসলামকে ধ্বংস করার জন্য অনেক আলম রূপে বের হবে শয়তান, হে আল্লাহ আমাদেরকে শয়তানের ফেতনা থেকে দূরে রাখো আমিন আমিন আমিন

    • @mdnurislam7449
      @mdnurislam7449 Год назад

      Zazakallha Khairan

  • @rashidamahamud3290
    @rashidamahamud3290 2 года назад +24

    আল্লাহ পাক রাব্বুল আলামিন মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের ইহকাল এবং পরকালকে শান্তিময় করুন। আমীন।

  • @yohidulislam1673
    @yohidulislam1673 Год назад +6

    মাশাআল্লাহ অসাধারণ অতুলনীয় আলোচনা.
    স্যার আপনাকে অসংখ্য মোবারক বাদ,আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন আমীন,,

  • @mdzakaria-ev1yx
    @mdzakaria-ev1yx 3 месяца назад +4

    আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ। যা শুনতে ছিলাম, মনে হয় আরো শুনি।

  • @mdmosharofmosharof1377
    @mdmosharofmosharof1377 2 года назад +91

    ওনার কথাগুলি সময়উপযোগী মনটা ভরে গেল, এগুলি সবাইকে বুঝার তওফিক দান কর আমিন ।

  • @maksudjanteojanate
    @maksudjanteojanate 2 года назад +51

    অসাধারণ বক্তব্য।
    আপনি দীর্ঘজীবি হোন।
    আল্লাহ আপনাকে আরো কিছু বলার সুযোগ দিন, দেশের মানুষ জানুক শিখুক।
    ধন্যবাদ আবারো।

    • @user-dd9pz6gc6v
      @user-dd9pz6gc6v 2 года назад

      উম্মে সালামা (রা) রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে নাউজুবিল্লাহ! কথাটি সম্পূর্ণ বেমানান ও আপত্তিজনক। আর আম্মাজান খাদিজাতুল কুবারা রাসুলকে ব্যবসা শিখিয়েছেন এটিও রাসুলের প্রতি অসম্মানজনক কথা। আর রাসুল অজ্ঞ নিরক্ষর ছিল এ কথাটির উপর থু থূ ‍দিলাম। নেক সুরতে রাসুলকে অবমাননা করছে এ ব্যক্তি । সে তার কথিত নারীবাদী প্রোগ্রামকে প্রোমোট করতে ইসলামের ইতিহাসকে ব্যবহার করছে।। তার কথায় খুশী হবার কিছু নেই। ওরা সেকুলার ওরা ইসলামে বিশ্বাস করে না। তবে ইসলামকে নিজেদের মত ব্যাখ্যা করে কিভাবে নিজেদের নারীবাদী পাল্লা ভারি করা যায় সে কায়দা অনেক ভাল জান।
      সে নারীদের সামনে বসে বক্তব্য দিচ্ছে অথচ যে নারীদের নাম সে নিয়েছে তাদের কেউ কি কখনো পর পুরুষের সামনে গিয়ে বসে থাকত। মনে রাখতে হবে, ইসলাম আগে নারীর পর্দা, নিরাপত্তা, অধিকার ও সম্মানের বিষয় নিশ্চিত করে তারপর অন্য সব। সে যা যা বলছে তা সবই হয়েছে নারীর পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার পর আগে নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, পর্দা নেই, সম্মান নেই, অধিকার নেই সেখানে নারীদের কর্মে নিয়োগ করার সম্পূর্ণ হারাম। নারী নিরাপত্তা ছাড়া, পর্দা ছাড়া, সম্মান ছাড়া, অধিকার ছাড়া নারীদের কর্মে নিয়োগ করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হল নারীদের লেবার বানাও, তাদের কৃতদাসে পরিণত কর, তাদের পণ্যের মত ব্যবহার কর।
      পশ্চিমারা যেভাবে নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার, ও পর্দাকে বৃদ্ধাঙুল দেখিয়ে তাদের বিভিন্ন সেক্টরে নিয়োগ করে প্রোডক্ট বানিয়েছে, কৃতদাসে পরিণত করেছে এসব সেকুলার হনুমানরাও তাই চায়।
      বিশ্বের সবচেয়ে বেশী নারী ধর্ষন হয় মার্কিন সেনাবাহিনীতে। কারন সেখানে পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নেই। এসব হনুমানদের নারীবাদী থিওরী পশ্চিমা খেকেই আমদানি করা। পশ্চিমারাই এসব কথিত নারীবাদীদের অর্থ, পরিকল্পনা ও সাপোর্ট দেয়্। তাদের কাছে আপনি নারীদের পর্দার দাবি পাবেন না। নারীদের নিরাপত্তা দাবি পাবেন না, পাবেন না নারী অধিকারের দাবি, পাবেন না নারী সম্মানের দাবি।
      নারী ধর্ষনের যে বর্বর চিত্র চলছে তার কোন টেনশন ওদের নেই। ওদের ফিকির হল দেশটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই ইসলামে নারীদের যে গৌরবময় ইতিহাস আছে তা উপস্থাপন করে নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহ দাও। এতে এক ঢিলে দুই পাখি মরবে। নারীদের কৃতদাসও বানানোও যাবে আবার বলদ বাঙালি বুঝে না বুঝে বাহবাও দিবে। ওদের মিষ্টি কথায় গলে চলবে না। ওরা ইসলামের কথা ইসলামের জন্য বলে না, ওরা ইসলামের কথা বলে মুসলিমদের বোকা বানানোর জন্য। ওদের আদর্শে, বিশ্বাসে, দর্শনে ইসলামের কোন মূল্যায়ন নেই।
      সত্যিই যদি তারা নারীদের পক্ষে থাকত তবে নারী ধর্ষন নিয়ে চিন্তা করত। নারীদের কর্মস্থলে হেনস্তা নিয়ে কথা বলত। প্রবাসে নারীদের দুর্দশা নিয়ে কথা বলত। যৌতুক ছাড়া নারীদের বিয়ে হয়না কেন তা নিয়ে কথা বলত। বিয়ের সময় শতকরা ১০০% নারীকে দেনমোহরের অর্থ পরিশোধ করা হয়না তা নিয়ে কথা বলত। নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তা নিয়ে কথা বলত।
      তাদের কনসার্ন হল নারী ধর্ষন হয়েছে তো কি হয়েছে, নারী নিরাপত্তা নেই তো কি হয়েছে, নারীদের অধিকার নেই তো কি হয়েছে, নারী হেরাজমেন্ট হয়েছে তো কি হয়েছে? এগুলো হলে হোক তবুও নারীদের লেবার বানাও।

      কথা বলতে বলতে এ মুনাফিক কৌশলে বার বার রাসুলকে অবমাননা করল।
      উম্মে সালামা (রা) নাকি রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে........ নাউজুবিল্লাহ!
      খাদিজাতুল কুবারা নাকি রাসুলকে ব্যবসা শিখিয়েছেন........... নাউজুবিল্লাহ!
      রাসুল নাকি অজ্ঞ ছিলেন..................... নাউজুবিল্লাহ!
      যাকে আল্লাহ সারা পৃথিবীর শিক্ষক বানাল তিনি নাকি অজ্ঞ ছিলেন। আজকাল কিছু মুনাফিক হুজুরকেও বলতে শুনা যায় রাসুল নাকি নিরক্ষর ছিলেন। এরা সবাই মিথ্যাবাদী ধোঁকাবাজ আমাদের রাসুল কখনোই অজ্ঞ বা নিরক্ষর ছিলেন না। যারা এ কথা বলে এরা হয়ত গন্ডমূর্খ নয়ত মুনাফিক। যার উপর আল্লাহ কুরআন নাজিল করল তিনি যদি অজ্ঞ ও নিরক্ষর হন তাহলে দুনিয়াতে বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিটা কে তার নাম শুনি...........?

    • @wahidullah4639
      @wahidullah4639 2 года назад +1

      Same opinion.

  • @muntahatv6523
    @muntahatv6523 Год назад +6

    মাশা আল্লাহ প্রিয় স্যার আল্লাহ তায়ালা আপনাকে সঠিকভাবে সুস্থ আর আর হায়াত বারিয়ে দিন আমিন

  • @photobabul4000
    @photobabul4000 2 года назад +233

    মন্ত্রিপরিষদ সচিব মহোদয় কে অসংখ্য ধন্যবাদ কোরআন-হাদিসের ওনার জ্ঞানের গভীরতা দেখে।

    • @sadhinislam95
      @sadhinislam95 2 года назад +4

      বঙ্গবন্ধু কন্যার পছন্দের মানুষ উনি তাই তিনি মন্ত্রী পরিষদ সচিব হতে পেরেছেন।

    • @s.msadat8383
      @s.msadat8383 2 года назад +4

      @@sadhinislam95 asole era bhalo bhalo kotha bole nijeder image sundor rakhar try kore. Bhitore era asole kamon seita amra janina.

    • @user-xu9gr9us6d
      @user-xu9gr9us6d 3 месяца назад

      Quran hadiser kotha nay etihas, darme narider bosta bondi, kukur ar narike ak shathe tulona. , so kotha valo, sunte o valo laglo, darmo khay na, molla moulovi sunle, 😅😊😊😊😊

    • @user-xu9gr9us6d
      @user-xu9gr9us6d 3 месяца назад +1

      ​valo manus pochonder, avigya namro vadro, atai jogyata,

  • @darklight9724
    @darklight9724 2 года назад +182

    বিশ্বাস হচ্ছে না, বাংলাদেশ এর নেতা ও বড় স্থানে সত্যিই কি এতো জ্ঞানী কেউ আছে এখন ও। আল্লাহর কথা বলে মন গলায় দিলো

    • @rafiqulislam6351
      @rafiqulislam6351 2 года назад +1

      wazz

    • @dadiauto9096
      @dadiauto9096 2 года назад +1

      আল্লা আপনাকে উত্তম নিয়ামত দান করুণ আমিন

    • @dadiauto9096
      @dadiauto9096 2 года назад +1

      @@rafiqulislam6351 সচিব মহোদয় কে আল্লা যেন কেয়ামতের মাঠে ইসলামী জ্ঞান বিতরণ কারী হিসেবে কবুল করেন আমিন

    • @ataata2235
      @ataata2235 Год назад

      @@rafiqulislam6351 ংড়ংড়ংড়ং

    • @amirulislamshahin2818
      @amirulislamshahin2818 Год назад +1

      @@dadiauto9096 কার্যকর করবে কে???
      এগুলা কমবেশী সবাই জানে, কিন্তু মানে কয়জন,,,,, কার্যকর করতে হবে।

  • @riazsamsunga1281
    @riazsamsunga1281 2 года назад +17

    সুবাহান আল্লাহ্ এরকম মানুষ গুলো কে জেনো আল্লাহ্ মুসলিম দেশের খমতা দান করে।

  • @yeakubali8096
    @yeakubali8096 2 года назад +10

    এতো সুন্দর করে নারী দিবসে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ সচিব মহদাশয়কে।

  • @OsmanGoni-fp7dy
    @OsmanGoni-fp7dy 2 года назад +38

    মাননীয় মনতিরী পরিষদ সচিব মহোদয় আপনাকে মোবারক বাদ জানাই ইসলামের ইতিহাসের সঠিক কথাটা তুলে ধারার জন্য ।

  • @user-bi5ev9ri4l
    @user-bi5ev9ri4l 2 месяца назад +3

    কি অসাধারণ, খুব সুন্দর আলোচনা কথা গুলো শুনে খুব ভালো লাগলো। দোয়া ও শুভকামনা স্যারেরজন্য। ❤❤

  • @lemonhossain9941
    @lemonhossain9941 Год назад +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সত্যিই অসাধারণ উনার বক্তব্য ২০:২৫ কোন‌ দিকই তাকাই নাই শুধু উনার দিকে‌ তাকিয়ে উনার বক্তব্য শুনেছি।। উনার মতো ব্যক্তি পাওয়া আমাদের জন্য ও পুরো বাংলাদেশের জন্য ভাগ্য ও গর্বের বিষয়।।💓💓

  • @nayemahmed3086
    @nayemahmed3086 2 года назад +48

    মাশা আল্লাহ, আলোকিত মানুষ আলোই ছড়ায়।পৃথিবীতে জ্ঞানী ব্যক্তিরা নীরবেই থাকেন

  • @mdhabibhabib5218
    @mdhabibhabib5218 2 года назад +12

    হে আল্লাহ আপনি এই সব ভালো মানুষ এর মাধ্যমে সকলকে জ্ঞানী হওয়ার সুজন দিন।বর্তমান সচিবালয়ে এমন ভালো মানুষ আছে, আলহামদুলিল্লাহ।

  • @dabteamnowshad247
    @dabteamnowshad247 Год назад +3

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা,, আমার জীবনের শেষ্ঠ ১০ টা বক্তব্যের মধ্যে এটা একটা এবং অন্যতম বক্তব্য,, জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ,, ❤️❤️স্যার❤️❤️

  • @fazlerabbi6170
    @fazlerabbi6170 2 года назад +46

    মাশাল্লাহ, অনেক সুন্দর আলোচনা। সময়োপযোগী ও কুরআন সুন্নাহভিত্তিক।

  • @FarukDigitalAcademy
    @FarukDigitalAcademy 2 года назад +12

    মাশাআল্লাহ। কথাগুলো শুনে মুগ্ধ না হয়ে পারলাম না! অন্তর থেকে দোয়া রইলো আল্লাহ পাক আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিক ও মর্যাদা বৃদ্ধি করে দিক। আমীন।

  • @OsmanGoni-fp7dy
    @OsmanGoni-fp7dy Год назад +2

    মাননীয় প্মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আপনাকে মোবারক বাদ জানাই আপনি বুঝিয়ে ইতিহাসের সুন্দর বক্তবব দেওয়ার জন্য ।আমি আপনার দিরঘ আয়ু কামনা করছি।

  • @saikatkar9984
    @saikatkar9984 Год назад +3

    সেলুট স্যার, অনেক সুন্দর বলেছেন। সঠিক বলেছেন। দীর্ঘজীবী হোন আপনি। দোয়া রইলো।❤️

  • @Dr.Md.FaizulIslamChowdhury
    @Dr.Md.FaizulIslamChowdhury 2 года назад +29

    অসাধারণ আল্লাহপাক উনাকে পরিপূর্ণ দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করুন।

  • @armoexperience
    @armoexperience 2 года назад +93

    প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে না তাও দিচ্ছি এমন একজন মানুষ কে কেবিনেট সেক্রেটারি করবার জন্য।।।

    • @armanhossain84
      @armanhossain84 2 года назад

      You can withdraw your gift anytime.Also you will....

    • @user-pj6ri5rm4j
      @user-pj6ri5rm4j 2 года назад

      শোন তোমরা এই মাত্র এই মুফতি মাওলানাকে বলদকার করার ওহি নায়িল হয়েছে সকল মুমিন রা আমার ওহি ফলো করো।

    • @borovai3165
      @borovai3165 2 года назад +1

      ধন্যবাদ ভাই জান সুচিন্তিত মন্তব্য করার জন্য ।

    • @profsam06
      @profsam06 2 года назад

      প্রধানমন্ত্রী কে ধন্যবাদ না দিতে চাইলে ভিডিওটি বার বার দেখুন।জবাব পেয়ে যাবেন।

    • @sujonmiah443
      @sujonmiah443 2 года назад +1

      এমনটা জানলে এই পোস্টটা পেতেন না

  • @user-sd9jp2kg3y
    @user-sd9jp2kg3y 2 месяца назад +1

    অসাধারণ আলো চোনার জন্য অভিনন্দন শুভকামনা রইল হে আল্লাহ সবাই হেদায়েত করুন আমিন জয়বাংলা জয় বঙ্গবন্ধু খোদা হাফেজ ধন্যবাদ সবাই কে

  • @md.alamin9789
    @md.alamin9789 2 месяца назад +3

    মাশা-আল্লাহ কত সুন্দর করে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিছেন

  • @mdmasudrana1323
    @mdmasudrana1323 2 года назад +52

    এই বয়ান শুনে আমি অনেক খুশি হয়ে গেছি। এই বয়ান যদি বাংলাদেশের সরকারি চাকরি করা কর্ম চারিরা শুনতেন ও মানতেন আমরা সবাই অনেক উপকৃত হতাম

  • @mirzamdzadid9706
    @mirzamdzadid9706 2 года назад +36

    এটাই দাওয়াত এর স্ট্রেটেজি হওয়া উচিত " এসো সে কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে একই " নারীবাদীদের নারীবাদ কন্সেপ্ট দিয়ে ইসলাম এর দিকে দাওয়াত।

  • @sadiaafrin78-f2h
    @sadiaafrin78-f2h Год назад +2

    অসাধারণ একটা আলোচনা শুনলাম হে আল্লাহ তুমি এই জমিনে ইসলাম কায়েম করে দিন আমীন।

  • @zakirbiswas1218
    @zakirbiswas1218 Год назад +3

    অনেক জ্ঞানগর্ভ আলোচনা। স্যার, সত্যিই অসাধারণ। অনেক আলেমও এধরণের আলোচনা করতে পারেনা। আপনি যে জায়গায় আছেন, সেখান থেকে দ্বীনের দাওয়াত দিতে পারেন। কারণ, সবাই সবার কথা গ্রহণ করে না। ধন্যবাদ স্যার। জাযাকআল্লাহ খয়রন।।।

  • @mohiuddin7176
    @mohiuddin7176 2 года назад +23

    অসাধারণ আলোচনা । তাও একজন গুরুত্বপূর্ণ সচিবের । এসব উচ্চমার্গের আলোচনা আলেম ওলামাদের মুখে শুনিনি কেন ? তারা শুধুমাত্র কে কাকে কাফের ডাকবে, কার আকীদা কেমন, কে কাকে ছোট বানিয়ে নিজের বড়ত্ব জাহির করবেন এই ধান্ধায় ব্যস্ত থাকেন।

    • @VoiceofMuslimTV
      @VoiceofMuslimTV 2 года назад

      আপনি কয়জন আলেমের আলোচনা শুনেছেন?

    • @mohiuddin7176
      @mohiuddin7176 2 года назад

      @@VoiceofMuslimTV বাংলাদেশের সব বড় আলেমদের ওয়াজ শুনে আসছি। চরমুনাইর ও।

  • @abmuktadir1215
    @abmuktadir1215 2 года назад +54

    যে দেশে এতবড় স্কলার সচিব হোন, সে দেশে বামপন্থীরা যতই ইসলামী সংস্কৃতির বিরুদ্ধাচারণ করেন না কেনো কোনো লাভ করতে পারবেন না। প্রতিটি সেক্টরেই এমন জ্ঞানীজন থাকা অতীব প্রয়োজন।

  • @mrpompom4148
    @mrpompom4148 Год назад +1

    স্যার,আপনার কথাগুলি এত সুন্দর ভাবে যুক্তিদিয়ে বুঝানো হয়েছে শুধু শুনতে ইচ্ছে করছে।আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাই।ভালো থাকুন।

  • @DELWARHOSSAIN-wy9hs
    @DELWARHOSSAIN-wy9hs Год назад +3

    অসাধারণ আপনার কথাগুলো। আল্লাহ আপনাকে আরও বেশি বেশি এ সমস্ত কথাগুলো জনসম্মুখে বলার তৌফিক দান করেন। আমিন

  • @md.shahidulislam9960
    @md.shahidulislam9960 2 года назад +34

    অসাধারণ এক যুগ উপযোগী আলোচনা ধন্যবাদ জানাই আপনাকে মহান আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুন। কোথায় আমরা আদর্শ খুঁজি? আপসোস মুসলমান আপসোস😭😭

    • @user-dd9pz6gc6v
      @user-dd9pz6gc6v 2 года назад

      উম্মে সালামা (রা) রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে নাউজুবিল্লাহ! কথাটি সম্পূর্ণ বেমানান ও আপত্তিজনক। আর আম্মাজান খাদিজাতুল কুবারা রাসুলকে ব্যবসা শিখিয়েছেন এটিও রাসুলের প্রতি অসম্মানজনক কথা। আর রাসুল অজ্ঞ নিরক্ষর ছিল এ কথাটির উপর থু থূ ‍দিলাম। নেক সুরতে রাসুলকে অবমাননা করছে এ ব্যক্তি । সে তার কথিত নারীবাদী প্রোগ্রামকে প্রোমোট করতে ইসলামের ইতিহাসকে ব্যবহার করছে।। তার কথায় খুশী হবার কিছু নেই। ওরা সেকুলার ওরা ইসলামে বিশ্বাস করে না। তবে ইসলামকে নিজেদের মত ব্যাখ্যা করে কিভাবে নিজেদের নারীবাদী পাল্লা ভারি করা যায় সে কায়দা অনেক ভাল জান।
      সে নারীদের সামনে বসে বক্তব্য দিচ্ছে অথচ যে নারীদের নাম সে নিয়েছে তাদের কেউ কি কখনো পর পুরুষের সামনে গিয়ে বসে থাকত। মনে রাখতে হবে, ইসলাম আগে নারীর পর্দা, নিরাপত্তা, অধিকার ও সম্মানের বিষয় নিশ্চিত করে তারপর অন্য সব। সে যা যা বলছে তা সবই হয়েছে নারীর পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার পর আগে নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, পর্দা নেই, সম্মান নেই, অধিকার নেই সেখানে নারীদের কর্মে নিয়োগ করার সম্পূর্ণ হারাম। নারী নিরাপত্তা ছাড়া, পর্দা ছাড়া, সম্মান ছাড়া, অধিকার ছাড়া নারীদের কর্মে নিয়োগ করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হল নারীদের লেবার বানাও, তাদের কৃতদাসে পরিণত কর, তাদের পণ্যের মত ব্যবহার কর।
      পশ্চিমারা যেভাবে নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার, ও পর্দাকে বৃদ্ধাঙুল দেখিয়ে তাদের বিভিন্ন সেক্টরে নিয়োগ করে প্রোডক্ট বানিয়েছে, কৃতদাসে পরিণত করেছে এসব সেকুলার হনুমানরাও তাই চায়।
      বিশ্বের সবচেয়ে বেশী নারী ধর্ষন হয় মার্কিন সেনাবাহিনীতে। কারন সেখানে পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নেই। এসব হনুমানদের নারীবাদী থিওরী পশ্চিমা খেকেই আমদানি করা। পশ্চিমারাই এসব কথিত নারীবাদীদের অর্থ, পরিকল্পনা ও সাপোর্ট দেয়্। তাদের কাছে আপনি নারীদের পর্দার দাবি পাবেন না। নারীদের নিরাপত্তা দাবি পাবেন না, পাবেন না নারী অধিকারের দাবি, পাবেন না নারী সম্মানের দাবি।
      নারী ধর্ষনের যে বর্বর চিত্র চলছে তার কোন টেনশন ওদের নেই। ওদের ফিকির হল দেশটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই ইসলামে নারীদের যে গৌরবময় ইতিহাস আছে তা উপস্থাপন করে নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহ দাও। এতে এক ঢিলে দুই পাখি মরবে। নারীদের কৃতদাসও বানানোও যাবে আবার বলদ বাঙালি বুঝে না বুঝে বাহবাও দিবে। ওদের মিষ্টি কথায় গলে চলবে না। ওরা ইসলামের কথা ইসলামের জন্য বলে না, ওরা ইসলামের কথা বলে মুসলিমদের বোকা বানানোর জন্য। ওদের আদর্শে, বিশ্বাসে, দর্শনে ইসলামের কোন মূল্যায়ন নেই।
      সত্যিই যদি তারা নারীদের পক্ষে থাকত তবে নারী ধর্ষন নিয়ে চিন্তা করত। নারীদের কর্মস্থলে হেনস্তা নিয়ে কথা বলত। প্রবাসে নারীদের দুর্দশা নিয়ে কথা বলত। যৌতুক ছাড়া নারীদের বিয়ে হয়না কেন তা নিয়ে কথা বলত। বিয়ের সময় শতকরা ১০০% নারীকে দেনমোহরের অর্থ পরিশোধ করা হয়না তা নিয়ে কথা বলত। নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তা নিয়ে কথা বলত।
      তাদের কনসার্ন হল নারী ধর্ষন হয়েছে তো কি হয়েছে, নারী নিরাপত্তা নেই তো কি হয়েছে, নারীদের অধিকার নেই তো কি হয়েছে, নারী হেরাজমেন্ট হয়েছে তো কি হয়েছে? এগুলো হলে হোক তবুও নারীদের লেবার বানাও।

      কথা বলতে বলতে এ মুনাফিক কৌশলে বার বার রাসুলকে অবমাননা করল।
      উম্মে সালামা (রা) নাকি রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে........ নাউজুবিল্লাহ!
      খাদিজাতুল কুবারা নাকি রাসুলকে ব্যবসা শিখিয়েছেন........... নাউজুবিল্লাহ!
      রাসুল নাকি অজ্ঞ ছিলেন..................... নাউজুবিল্লাহ!
      যাকে আল্লাহ সারা পৃথিবীর শিক্ষক বানাল তিনি নাকি অজ্ঞ ছিলেন। আজকাল কিছু মুনাফিক হুজুরকেও বলতে শুনা যায় রাসুল নাকি নিরক্ষর ছিলেন। এরা সবাই মিথ্যাবাদী ধোঁকাবাজ আমাদের রাসুল কখনোই অজ্ঞ বা নিরক্ষর ছিলেন না। যারা এ কথা বলে এরা হয়ত গন্ডমূর্খ নয়ত মুনাফিক। যার উপর আল্লাহ কুরআন নাজিল করল তিনি যদি অজ্ঞ ও নিরক্ষর হন তাহলে দুনিয়াতে বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিটা কে তার নাম শুনি...........

  • @moniruzzaman2711
    @moniruzzaman2711 2 года назад +29

    Alhumdulillah, ইসলামের আলো আল্লাহ তাআলা এভাবেই জ্বালিয়ে রাখুন। আপনার মতো মানুষদের জন্য আমরা গর্বিত। অসাধারন আপনার কথা গুলো।

  • @sahidulislam2833
    @sahidulislam2833 2 месяца назад +3

    অসাধারন স্যার আপনাদের মতো লোক দেশে আছে , শুকুরিয়া

  • @MohammadAli-zr6mk
    @MohammadAli-zr6mk 2 года назад +67

    মন্ত্রী সচিবের এই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রির শুনা উচিত, এবং মদিনা সনদে দেশ পরিচালনা করা।

  • @jasmin8796
    @jasmin8796 2 года назад +33

    আলহামদুলিল্লাহ স্যার আপনার কথাগুলো সত্যি। শুনে অনেক কিছু শিখলাম

  • @Ashraf-tb2gm
    @Ashraf-tb2gm 3 месяца назад +3

    স্যার এর নেক হায়াত কামনা করি

  • @user-ng7pk9xe7y
    @user-ng7pk9xe7y 3 месяца назад +2

    মারহাবা। মাশআল্লাহ
    স্যার কে অনেক ধনবাদ।

  • @mohammedabdussalam5510
    @mohammedabdussalam5510 2 года назад +31

    চমৎকার বলেছেন ৷ দীর্ঘজীবী হউন ৷ আমিন ৷

  • @ashakhuzur3843
    @ashakhuzur3843 2 года назад +10

    আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।আল্লাহ যেন আমাদের সবাইকে বুজার তৌফিক ধানকরে। আমিন

  • @mohoshinmollik
    @mohoshinmollik 3 месяца назад

    ইসলামে নারীর মর্যাদা ও তাদের অবদানের কথা আপনার আলোচয়নায় খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mdtariqulislam1652
    @mdtariqulislam1652 Год назад +2

    আপনাকে অনেক ধন্যবাদ কোরআন হাদিস থেকে নারী অধিকার নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য।

  • @JahangirAlam-uk6bs
    @JahangirAlam-uk6bs 2 года назад +9

    আলহামদুলিল্লাহ উনাকে আল্লাহ নেক হায়াত দান করো আমিন অনেক গঠন মূলক আলোচনা

    • @abulkalamazad5025
      @abulkalamazad5025 Год назад

      ন‍্যাক হায়াত কামনা করছি এমন কথা বলার জন‍্য বার বার বলতে পারে

  • @purchaseeconomicsection3767
    @purchaseeconomicsection3767 2 года назад +38

    স্যার সালাম জানাই আপনাকে। আগে সচিবালয় মসজিদে নামাজের পরে ও আগে ইসলাম ধমের্র কথাগুলো বলতেন খুব ভালো লাগত। আবার, কবে নামাজ পড়াবেন আমাদের সচিবালয় মসজিদে।।। আবার কবে শুনতে পারবো আপনার বয়ান।।।

  • @MdMuradChowdury
    @MdMuradChowdury 2 месяца назад +2

    মাশা আল্লাহ সন্মানিত সচিব সাহেব একজন জ্ঞানতাপস। জাযাকাল্লাহু খায়ের।

  • @AyubKhan-gq4ef
    @AyubKhan-gq4ef Год назад +1

    আল হামদু লিল্লাহ্। জাযাকাল্লাহ্ খাইর। আপনার প্রতি আমার সম্মান আনেক গুন বেড়ে গেলো। ইসলাম নারীকে যে অধিকার দিয়ে তা শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো। আর আধুনিক যোগে যোগে তারা যে অধিকারের কথা বলছে তা বেহেয়াপনার লাইসেন্স ছাড়া আর কিছু নয়।

  • @professormaq53
    @professormaq53 2 года назад +8

    তথ্যবহুল এক অসাধারণ বক্তব্য! খুব ভালো লাগলো! আল্লাহ তায়ালা উনাকে উত্তম প্রতিদান প্রদান করুন !

  • @BazlurRashidMd
    @BazlurRashidMd 2 года назад +10

    নারী দিবসে এরকম আলোচনা প্রথম শুনলাম, একজন মন্ত্রী পরিষদ সচীরেবর কাছ থেকে অবাক হয়ে শুনলাম।

  • @nurulamin7909
    @nurulamin7909 2 года назад +12

    স্যার আপনাকে সালাম ও অভিনন্দন। নারীর অধিকার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

  • @md.ramjan8276
    @md.ramjan8276 2 года назад +108

    খারাপের মাঝেও এখনো ভালো মানুষ আছে বলেই দুনিয়া ঠিকে আছে

    • @user-pj6ri5rm4j
      @user-pj6ri5rm4j 2 года назад

      এই মুফতি কে বলদকারে ওহি নায়িল হইছে,
      আমার ওহি ফলো করে সকল মুমিন রা।

    • @user-dd9pz6gc6v
      @user-dd9pz6gc6v 2 года назад

      উম্মে সালামা (রা) রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে নাউজুবিল্লাহ! কথাটি সম্পূর্ণ বেমানান ও আপত্তিজনক। আর আম্মাজান খাদিজাতুল কুবারা রাসুলকে ব্যবসা শিখিয়েছেন এটিও রাসুলের প্রতি অসম্মানজনক কথা। আর রাসুল অজ্ঞ নিরক্ষর ছিল এ কথাটির উপর থু থূ ‍দিলাম। নেক সুরতে রাসুলকে অবমাননা করছে এ ব্যক্তি । সে তার কথিত নারীবাদী প্রোগ্রামকে প্রোমোট করতে ইসলামের ইতিহাসকে ব্যবহার করছে।। তার কথায় খুশী হবার কিছু নেই। ওরা সেকুলার ওরা ইসলামে বিশ্বাস করে না। তবে ইসলামকে নিজেদের মত ব্যাখ্যা করে কিভাবে নিজেদের নারীবাদী পাল্লা ভারি করা যায় সে কায়দা অনেক ভাল জান।
      সে নারীদের সামনে বসে বক্তব্য দিচ্ছে অথচ যে নারীদের নাম সে নিয়েছে তাদের কেউ কি কখনো পর পুরুষের সামনে গিয়ে বসে থাকত। মনে রাখতে হবে, ইসলাম আগে নারীর পর্দা, নিরাপত্তা, অধিকার ও সম্মানের বিষয় নিশ্চিত করে তারপর অন্য সব। সে যা যা বলছে তা সবই হয়েছে নারীর পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার পর আগে নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, পর্দা নেই, সম্মান নেই, অধিকার নেই সেখানে নারীদের কর্মে নিয়োগ করার সম্পূর্ণ হারাম। নারী নিরাপত্তা ছাড়া, পর্দা ছাড়া, সম্মান ছাড়া, অধিকার ছাড়া নারীদের কর্মে নিয়োগ করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হল নারীদের লেবার বানাও, তাদের কৃতদাসে পরিণত কর, তাদের পণ্যের মত ব্যবহার কর।
      পশ্চিমারা যেভাবে নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার, ও পর্দাকে বৃদ্ধাঙুল দেখিয়ে তাদের বিভিন্ন সেক্টরে নিয়োগ করে প্রোডক্ট বানিয়েছে, কৃতদাসে পরিণত করেছে এসব সেকুলার হনুমানরাও তাই চায়।
      বিশ্বের সবচেয়ে বেশী নারী ধর্ষন হয় মার্কিন সেনাবাহিনীতে। কারন সেখানে পর্দা, নিরাপত্তা, সম্মান ও অধিকার নেই। এসব হনুমানদের নারীবাদী থিওরী পশ্চিমা খেকেই আমদানি করা। পশ্চিমারাই এসব কথিত নারীবাদীদের অর্থ, পরিকল্পনা ও সাপোর্ট দেয়্। তাদের কাছে আপনি নারীদের পর্দার দাবি পাবেন না। নারীদের নিরাপত্তা দাবি পাবেন না, পাবেন না নারী অধিকারের দাবি, পাবেন না নারী সম্মানের দাবি।
      নারী ধর্ষনের যে বর্বর চিত্র চলছে তার কোন টেনশন ওদের নেই। ওদের ফিকির হল দেশটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই ইসলামে নারীদের যে গৌরবময় ইতিহাস আছে তা উপস্থাপন করে নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহ দাও। এতে এক ঢিলে দুই পাখি মরবে। নারীদের কৃতদাসও বানানোও যাবে আবার বলদ বাঙালি বুঝে না বুঝে বাহবাও দিবে। ওদের মিষ্টি কথায় গলে চলবে না। ওরা ইসলামের কথা ইসলামের জন্য বলে না, ওরা ইসলামের কথা বলে মুসলিমদের বোকা বানানোর জন্য। ওদের আদর্শে, বিশ্বাসে, দর্শনে ইসলামের কোন মূল্যায়ন নেই।
      সত্যিই যদি তারা নারীদের পক্ষে থাকত তবে নারী ধর্ষন নিয়ে চিন্তা করত। নারীদের কর্মস্থলে হেনস্তা নিয়ে কথা বলত। প্রবাসে নারীদের দুর্দশা নিয়ে কথা বলত। যৌতুক ছাড়া নারীদের বিয়ে হয়না কেন তা নিয়ে কথা বলত। বিয়ের সময় শতকরা ১০০% নারীকে দেনমোহরের অর্থ পরিশোধ করা হয়না তা নিয়ে কথা বলত। নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তা নিয়ে কথা বলত।
      তাদের কনসার্ন হল নারী ধর্ষন হয়েছে তো কি হয়েছে, নারী নিরাপত্তা নেই তো কি হয়েছে, নারীদের অধিকার নেই তো কি হয়েছে, নারী হেরাজমেন্ট হয়েছে তো কি হয়েছে? এগুলো হলে হোক তবুও নারীদের লেবার বানাও।

      কথা বলতে বলতে এ মুনাফিক কৌশলে বার বার রাসুলকে অবমাননা করল।
      উম্মে সালামা (রা) নাকি রাসুল(স)কে চ্যালেঞ্জ করেছে........ নাউজুবিল্লাহ!
      খাদিজাতুল কুবারা নাকি রাসুলকে ব্যবসা শিখিয়েছেন........... নাউজুবিল্লাহ!
      রাসুল নাকি অজ্ঞ ছিলেন..................... নাউজুবিল্লাহ!
      যাকে আল্লাহ সারা পৃথিবীর শিক্ষক বানাল তিনি নাকি অজ্ঞ ছিলেন। আজকাল কিছু মুনাফিক হুজুরকেও বলতে শুনা যায় রাসুল নাকি নিরক্ষর ছিলেন। এরা সবাই মিথ্যাবাদী ধোঁকাবাজ আমাদের রাসুল কখনোই অজ্ঞ বা নিরক্ষর ছিলেন না। যারা এ কথা বলে এরা হয়ত গন্ডমূর্খ নয়ত মুনাফিক। যার উপর আল্লাহ কুরআন নাজিল করল তিনি যদি অজ্ঞ ও নিরক্ষর হন তাহলে দুনিয়াতে বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিটা কে তার নাম শুনি...........?

    • @mehediforever
      @mehediforever 2 года назад

      Who told you so?

  • @sleepy5877
    @sleepy5877 Год назад +3

    আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাকের ❤️

  • @habeebbullah2238
    @habeebbullah2238 3 месяца назад +3

    মাশাআল্লাহ সুন্দর আলোচনা, i am habibullah, Bangladesh, to now. K. S.a.

  • @kamalhossain8052
    @kamalhossain8052 2 года назад +52

    সত্যিই সরকার এবং মন্ত্রি,এমপি সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী কে ওনার কাছ থেকে শিক্ষা নেয়া উচিৎ ইভেন আমাদের সবাইকে, আল্লাহ ওনাকে এবং আমাদের সকলকে কবুল করুক

    • @MoonBorn-v2b
      @MoonBorn-v2b 2 года назад +1

      আমরা সমাজকল্যাণ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ সকলে তার জন্য গর্ব অনুভব করি।

  • @amitlahiri2190
    @amitlahiri2190 2 года назад +41

    ইসলাম সম্পর্কে প্রকৃত জানা একজন মানুষ, ভগবান ওনাকে দীর্ঘায়ু করুন।

    • @user-ge7zm7uf1y
      @user-ge7zm7uf1y Год назад +1

      আফসোস আমরা মুসলিম হয়ে বুঝতে পারিনাই,,, আপনি বুঝলেন।

    • @neyazmahmud8862
      @neyazmahmud8862 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

  • @rojot3820
    @rojot3820 Год назад +2

    অত্যন্ত সুন্দর উপস্থাপনা স্যার

  • @mdriazuddinkhan5905
    @mdriazuddinkhan5905 Год назад +2

    Masha Allah. Onek shundar alochona

  • @azmalhossainquadery4720
    @azmalhossainquadery4720 2 года назад +35

    আপনার জন্য আমার শুভ কামনা থাকলো। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। প্রশাসন এর লোকগুলো যদি আপনার কথা মেনে চলত তাহলে দেশটা এগিয়ে যেত। আপনি অন্যের হক সম্পর্কে যেভাবে গুরুত্ব দিলেন, আমি অভিভূত।

  • @mizanurrahmanroton1623
    @mizanurrahmanroton1623 2 года назад +35

    আলহামদুলিল্লাহ, নারী অধিকারের কথা বলতে গিয়ে খুব সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন। শ্রতাদের মধ্যে কারো কারো গাত্রদাহ হচ্ছিল তা বুঝাও বোঝা যাচ্ছিল।

  • @Rafiqahmed-os9yz
    @Rafiqahmed-os9yz 2 месяца назад +2

    গুরুত্ব পূর্ণ আলোচনা,ধন্যবাদ।

  • @NurNabi-yk2gn
    @NurNabi-yk2gn Месяц назад +1

    সুবহানআল্লাহ,আলহামদুলিল্লাহ, স্যালুট স্যার।।

  • @jalaluddin1183
    @jalaluddin1183 2 года назад +15

    অসাধারণ বিশ্লেষণ করলেন। খুব ভাল লাগল। ক্যাবিনেট সেক্রেটারি কে অসংখ্য ধন্যবাদ।

  • @aminurrahman9583
    @aminurrahman9583 2 года назад +6

    অসাধারণ আলোচনা। অসাধারণ তথ্য। এ ধরনের বক্তব্য বেশি করে প্রচার করা প্রয়োজন।

  • @MdALAL-jb6bx
    @MdALAL-jb6bx 2 года назад +9

    প্রথমেই ধন্যবাদ দেই মহান আল্লাহকে, তারপরে ধন্যবাদ দেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এমন একজন সুন্দর মনের মানুষকে এবং সৎ চরিত্রের মানুষকে এমন একটা গুরুত্বপূর্ণ স্থানে বসানোর জন্য।

    • @mahmudhasanmusaddik7301
      @mahmudhasanmusaddik7301 Год назад

      আমাদের টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া গ্রামের কৃতি সন্তান।
      জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম সাহেব।

  • @MdAlamgir-qd8vb
    @MdAlamgir-qd8vb Год назад +2

    স্যারকে অনেক ধন্যবাদ।

  • @zashimrahman1169
    @zashimrahman1169 2 года назад +8

    স‍্যার এর মতন একজন ভালো মানুষকে মন্ত্রী পরিষদ সচিব নীয়োগ দেয়ায় মাননীয় প্রধান মন্ত্রীকে অশেষ ধন‍্যবাদ। আমিন।

  • @islamictv86orginal
    @islamictv86orginal Год назад +2

    স্যার আপনি একজন সত্যিকারের শিক্ষক
    আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

  • @MijanurRahman-jh8hj
    @MijanurRahman-jh8hj Год назад +1

    Sir apnar alochona sune a
    Mon vore gelo chokher pani dhore rakhte parlamna Allah Pak apnar susastho o nek hayat Dan korun ameen.

  • @mdshahjahan656
    @mdshahjahan656 2 года назад +89

    হযরত মোঃ( স) অগ্য ছিলেন না, তবে নিরক্ষর ছিলেন। তিনি ঞ্জ্যনী ছিলেন। অগ্য বলা ঠিক হয়নি। ইসলামে মহিলাদের কি ক্ষমতা দিয়েছে, তার যে দৃষ্টান্ত দিয়েছেন অসাধারণ।

    • @mohammedmahmud4043
      @mohammedmahmud4043 2 года назад

      অগ্য মানে কি নিরক্ষর মানে কি বুজিস তুই

    • @user-pj6ri5rm4j
      @user-pj6ri5rm4j 2 года назад +1

      ••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?
      *** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”
      সুনানে তিরমিযি ১১৬০
      ছহীহুল জামে ৫৩৪
      *** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”
      ছহীহুল বোখারি ৫১৯৩
      ছহীহ মুসলিম ১৪৩৬
      সুনানে আবু দাউদ ২১৪১
      নাসাঈ
      *** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”
      তাবরানী ১০৮৬
      সুনানে তিরমিযি ৩৬০
      হাকেম
      সিলসিলা ছহীহা ২৮৮
      *** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”
      ছহীহুল বোখারি ৫১৯৫
      ছহীহ মুসলিম ২৪১৭
      দারেমী ১৭২০
      সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫
      *** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”
      নাসাঈ কুবরা ৯১৩৫
      বাযযার ২৩৪৯
      তাবরানী
      হাকেম ২৭৭১
      বাইহাক্বী ১৪৪৯৭
      সিলসিলাহ ছহীহা ২৮৯
      *** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”
      ছহীহুল জামে ৫২৫৯
      তাবরানী
      *** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”
      মুসনাদে আহমদ ১৯০০৩
      নাসাঈ
      হাকিম
      বায়হাক্বী
      *** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”
      তিরমিযি ১১৭৪
      ইব্নে মাজাহ ২০১৪
      *** মা- বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র ৩ দিন পর্যন্ত । পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে ৪ মাস ১০ দিন ।
      সূরা আল বাক্বারা ২৩৪
      ছহীহুল বোখারি ১২৮০
      ছহীহ মুসলিম ৩৮০২

    • @lynbrook892
      @lynbrook892 2 года назад

      Nawozubillah.Please make TAWBAH to saying that about Rasool (SAW)Before Sayed something should know well.Otherwise w/out knowing JAHANNAM Will be the final place.Beware.

    • @arifkhansblog
      @arifkhansblog 2 года назад +7

      এটা কথার কথা, মানুষকে বোঝানোর জন্য। এই ছোট শব্দ নিয়ে টানাহেঁচড়ার দরকার নেই।
      উনার কথা শুনে বোঝায় যাচ্ছে আপনাদের থেকে অনেক জ্ঞানী। উনাকে শব্দ দুটোর পার্থক্য বোঝাতে হবে না।

    • @user-pj6ri5rm4j
      @user-pj6ri5rm4j 2 года назад +1

      @@arifkhansblog @ এমন হাদিস মুখস্ত করা জ্ঞানী দেখেই তো মহিলাদের কে হাদিস অনুযায়ী দায়িতব বন্টন করছেন, আর ওমর (রা:) শাষন আমলের ধারনা দিচ্ছেন, ভালো না খুব ভালো।

  • @mofazzalmofazzal999
    @mofazzalmofazzal999 2 года назад +6

    মাশাআল্লাহ খুব ভালো লাগল স্যার আপনার দ্বীনি কথা গুলো।আল্লাহ আমাদের সকল কথা গুলো মনে চলার তৌফিক দেন। আমিন

    • @hafajmohammadali5549
      @hafajmohammadali5549 Год назад

      বাংলাদেশ সোনা এতে সন্দেহ নেই বাংলাদেশের বেশির ভাগ মানুষ অকূতঙ্গ ও অন্ধ তাই শেখ হাসিনা কি তা বুঝলনাওচিনলনা। এই সচিব সাহেব এত ভালো আমার সব সময়ের ধারনায় ছিল।বালা মুসিবত যদি না চাও তবে বঙ্গভগ্নীকে আর কস্ট দিওনা ।ভোট দিয়া কি করবা ভোট তো যুগ যুগ দিলাম অধিকার দিতে পারেনি ভোটসারা রাত ফ্যানছাইরাঘুমাও বঙ্গবোনকে চেননা।খাম্বা গুলো যারাবেইচাখাইছে তাদের লেবেল লাগিয়ে । হেরিকেনমিছিলকরতোমাদেরআসলেলজ্জানাই

  • @rehab4338
    @rehab4338 2 месяца назад +1

    বাহ, অসাধারণ,
    ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রত্যোকটা ঘটনা আমার কাছে নতুন।

  • @MdMonir-lv3sk
    @MdMonir-lv3sk Месяц назад

    স্যার এর কথা গুলো এতো ভালো লেগেছে যে আমার বলার কোনো ভষা নেই।এই সমাটায় এ রকম লোকেরই সমাজে দরকার। আল্লাহ যেনো স্যারকে নেক হায়াত দান করেন।আমিন