ক্যালকাটার গওহর জানের গানে পাগল দেশ বিদেশের মানুষ | ভারতের প্রথম গ্রামোফোন শিল্পী গওহর জান
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- এমন একটা সময় ছিলো যখন ভারতের প্রথম গ্রামোফোন শিল্পী গওহর জানের গানে পাগল হয়ে গেছিলেন দেশ বিদেশের মানুষ । এমনই সুদূরপ্রসারী ছিলো তাঁর খ্যাতি যে ইউরোপের দেশগুলোতে পোস্টকার্ডে পর্যন্ত দেখা যেত ক্যালকাটার গওহর জানের ছবি। খ্যাতির সঙ্গেই পাল্লা দিয়ে শিখর ছুঁয়েছিলো তাঁর খামখেয়ালিপনা। তিনি নাকি এক পোষাক বা গয়না একদিনের বেশী পড়তেন না, তাঁর বিড়ালের বাচ্চা হলে সারা শহরকে দাওয়াত দিতেন। কিন্তু এত কিছু সত্ত্বেও সমাজের একাংশের কাছে তিনি এক নাচনে গানেওয়ালী ছাড়া আর কিছুই নন। এই গওহর জান, যিনি প্রাচুর্যের সমপরিমাণে দারিদ্র্যও দেখেছেন তাঁর জীবনে, তাঁর গল্পই আজ শোনাবো আপনাদের
……………………
There used to be a time, when India's first gramophone artist Gauhar Jaan's voice dominated the hearts of thousands of fans, Indians and foreigners alike. Gauhar Jaan was an enigma of her time, she never wore the same dress or an ornament twice. Once she had organized a feast for the entire city because her cat gave birth to a litter. Then again, despite her stardom and the luxurious lifestyle, to some she always remained "the first dancing girl of Calcutta." In today's episode, we will talk about the incredible Gauhar Jaan, whose life witnessed heartbreaking tragedy and vaulting success in a brief period of time.
Reference Text:
www.dnaindia.c...
www.livemint.c...
www.jstor.org/...
www.dnaindia.c...
qz.com/india/1...
www.nationalhe...
www.telegraphi...
Music: www.bensound.c...
#Educational #Bengali #Kolkata #Calcutta
আপনি আমার সাথে যে কত ভালো আমি বুঝাতে পারব না। আল্লাহ যেন আপনাকে আজীবন ভালো রাখে। না পাওয়ার বেদনা কত কঠিন। স্মৃতি তুমি বেদনা। আমি বারবার আপনাকে দেখতে চাই। আপনি আমার কাছে গহরজান।
ধন্য মা, তুমি শোনালে গায়িকা গহরজানের কথা।
স্মরণ করিয়ে দিলে সবাইকে তাঁর সুপবিত্রতা ।
আপনার স্মৃতিমধুর কন্ঠ আজীবন সরণ থাকবে।
দিদি, আপনি ও আপনার সহযোগীরা সত্যিই প্রণম্য, আপনাদের বিষয় চয়ন সত্যিই অনন্যসাধারণ,আমাদের মত যুব প্রজন্মের কাছে আপনাদের কাজ প্রেরণাদায়ক, আপনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আমাদের প্রতিদিন যে ধরনের নতুন বিষয়ের সাথে পরিচয় করাচ্ছেন,জ্ঞানের আলো দেখাচ্ছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ, ভালো থাকবেন,অন্তর্যামী পরমেশ্বর আপনার মঙ্গল করুন এই প্রার্থনাই করি।
অপূর্ব । এই পর্বটি অসাধারণ, কিংবদন্তি শিল্পী কে নিয়ে আপনার গবেষণা ও আশ্চর্য সুন্দর বিশ্লেষণ খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে গহরজানের জীবনী শুনতে অসাধারণ লাগলো। খুব ভালো।
Excellent presentation.Enriching episode .I am so overwhelmed to know about legendary singer Mrs. Gaharjaan. Recently I am starting to listen her and very much curious about ... Heartfelt respect to legendary singer.🙏🤍💟
যেমন মিষ্টি উপস্থাপনা তেমনি তথ্যে ঠাসা ।এত যুগোপযোগী নিরবাচন এত কম সময়ে যেভাবে করে ওঠো তাতেই বুঝি কত পরাশুনো আর অনরগল প্রতিভার মানুষ তুমি ।তোমার ভক্ত হয়ে উঠেছি দিদি।তোমার পরিচিতিটা, পেশা ঠিকানা জানতে ই চ্ছে
অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। নিশ্চই জানাবো। :)
KENO?
Khub bhalo laglo 👍🏻
তোমাদের বানানো video দেখতে আমার খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে তোমার কথা বলার ধরণ। তুমি আমার কন্যাসমা, যে ভাবে পাকাবুড়ির মতো বোঝাতে থাকো তা আমার অনবদ্য লাগে। ভালো থেকো।
বাংলাদেশ থেকে দেখছি। ধন্যবাদ
গওহরজান ! তোমায় করি প্রণাম ।
ও মা সুগায়িকা ! ধন্য তোমার নাম ।
Khoob bhalo laglo eto kichu jante pere
দারুণ সুন্দর
ভালো বিষয় গুলো ধরে এগোচ্ছেন, ভালো লাগলো .....খুব ভালো লাগলো।
ভালো লাগল ।
খুব সুন্দর হয়েছে ।
খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
দিদি গওহরজান কিন্তু পুরোপুরি হারিয়ে যাননি। আমার বয়স বাইশ বছরের কাছাকাছি । আর আমাদের জেনারেশনের অনেকেই জানে তার নাম। আনন্দ পাবলিশার্স থেকে তাকে নিয়ে বইও বেরিয়েছে।
দিদি, আরেকজন মহিলার কথাও মনে আসছে। মিস শেফালি। একজন বারডান্সার। সত্যজিৎ রায় যেচে যাকে নিয়ে ছবিতে অভিনয় করিয়েছিলেন। তার জীবনীও লেখা হয়েছে--- সন্ধ্যারাতের শেফালী।...
খুব ভালো লাগলো জেনে যে এখনকার প্রজন্মও মনে রেখেছে তাঁকে, সেটাই তো কাম্য।
আমাদের পর্বটাও সেই জন্যই, মানুষকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। :)
Very nice endeavour to survive our heritage
Wonderful !
অনেক গবেষণা আছে, তথ্য নির্ভর আলোচনা। ধন্যবাদ।।
Very romantic and interesting
The best episode. I'm following you from the first episode.
প্রতিটা গল্প অপূর্ব। অসাধারণ বলার ধরণ।
খুব ভালো লাগল ।
No doubt Gauhar Jaan was a diva that time. আর প্রেমে তো কত কিছু হারায় মানুষ। Thank you for sharing your knowledge with us ..
She definitely was. ♥️
Thank you for watching. 😊
Thank. You. Madam. Very very. Nice. 🙏🏻🙏🏻🙏🏻👍👌👌
Khub bhalo laglo....amader purono barir gramaphone tar kotha ajk khub mone porche.....
আহা পুরোনো বাড়ি আর গ্রামোফোন - খুব নস্টালজিক শোনালো।
ভালো থেকো এই নস্টালজিয়াকে সঙ্গে নিয়ে। 🙂
@@Hothatjodiuthlokotha Ami to khub bhalo thakboi tomader good wishes peye r tomra o khub bhalo theko.....
খুব ভালো লেগেছে
ভাল লাগে।
The first ever recording by an Indian on gramophone record was a Bengali song, "kanha jeeban dhan" from Sri Krishna by Miss. Soshi Mukhi (Matrix No. E.103 dated 8th November 1902.)
As far as it is known the only surviving copy of this record is in "Discs & Machines" Gramophone Museum and Records Archive, Kerala, India.
The first song recorded by Miss. Gauharjan was "mainwari bichuya baje - Kaal - Mohomedan song (Matrix No. E.119 dated 11th November 1902.)
Singers who recorded their songs on 8th and 9th November 1902 are 1. Miss. Soshi Mukhi, 2-.Miss. Fanni Bala, 3-.Miss. Hari Dassi, 4- Miss.Sushila, 5 - Miss. Saila Bai, 6 - Babu N.C.Chakraborthy.
So, Miss. Gauharjan is the 7th artist to record for gramophone record.
None of the songs by these six artists were reissued. So, very few records have survived.
Reference - 1-"The Gramophone Company's First Indian Recordings" by Michael Kinnear, Australia.
2- The Collector's Guide to Gramophone Company Record labels, 1898 - 1925 by Howard S. Friedman
3.Music on record by F.W.Gaisberg
Exactly sir
Thank you for enlightened us with true source
And yes your channel is also a great source of old antic musics
I am a subscriber of your channel
And it is a pleasure for me
খুব সুন্দর লাগলো দিদিভাই।
❤️❤️❤️❤️👍
তোমার কথা বলার ধরনটা খুব সুন্দর লাগে শুনতে
I wish there were song as well .
Didi as usual oshadharon
মোটামুটি সব ব্যাপারে পাকুপাকু কথা বলা টক ঝাল মিষ্ট মেয়ে ।নতুন রকম।ভালোই লাগছে ।
😊
খুব মিষ্টি লাগলো এই কমেন্টটা দেখে। আমাদের বাকি পর্ব গুলো দেখবেন এটাই অনুরোধ। ♥️
Aj ananda bazar patrika te prakash hoyeche , pore ar apnar program ta dekhe onek kichu jante pelam , ei rokom gobeshna dhormi aro video korun , amra pase thakbo
Gahar Jaan - a good story. Thank you.
অসাধারন লাগল প্রতিবারের মতোই 😊
অনেক অনেক ধন্যবাদ। ♥️
বাপরে বাপ!একি গল্প নাকি অলীক কল্পনা।
Excellent
মাঝে মাঝে শোনালে ভালো লাগে
What a life. Lived with nothing held back.
Great video, as usual.
Perfectly said. She lived a fascinating life.
আজকেই দেখলাম একটি নাটক। নাম "My name is গওহরজান"। দারুন লাগল।
কবে তাঁকে নিয়ে একটা উচ্চমানের চলচ্চিত্র হবে তার অপেক্ষায় রইলাম।
Gawhar jan tomai selam. Selam tomar atmamarjada bodh ke, tomar talent ke.
3:34 মুসলিম কোনও ধর্ম নয়। ধর্মটি ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীরাই মুসলিম।
পর্বটি অসাধারণ লাগল। ২০১৮ সালে কেউ গওহর জানকে নিয়ে ভাবছেন, কথা বলছেন, অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। নটী বিনোদিনীকে নিয়েও এমন পর্ব দেখার ইচ্ছা রইল।
🌹🌹🌹🌹🌹😢😢😢😢😢
Amar Dadu er ekta Gramophone chilo. But Ami konodin ote gaan sunini. Episode ta valoi laglo Karan Ami Amar Maa er ka6e gaharjan er Kota sune6i...... Darun laglo
খুব ভালো লাগলো শুনে। অনেক ধন্যবাদ। :)
Ami gramaphone gaan sunechi
এত ভালো লাগলো যে বাক্য দিয়ে বোঝাতে পারব না।
Didi Namaskar, Apnar kothagulo ato valo lage je, mone hoy saradin, rat sudhu suni. Anyway, you are a very smart and sweet lady. I mean sweet talker.
Excellent. Try to give more information about hindustani classical music.👍👍👍
Her noi his master voice.
Khub sundor
ধন্যবাদ। :)
বিভিন্ন নামী রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন, - রেবতী বর্মন, ইন্দ্রজীত গুপ্ত, ইএমএস নাম্বুদিরিপাদ, মহামতি ডাঙ্গে, চারু মজুমদার, ইত্যাদির জীবনী নিয়ে যদি ভিডিও প্রকাশ করতেন তবে শুনে ঋদ্ধ হতাম।
Very informative
Darun. Koto kichu jante parchi ai chanel er madhome. Dhonnobad.
আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। :)
Best RUclips channel in bengal❤️❤️
Thank you so very much. 🙂
@@Hothatjodiuthlokotha Eto valo video but view eto kaam dekhe Khub raag hoi, tai ami sabai k boli channel ta subscribe korar janno. Really high quality content with excellent presentation 👍👍👍👍
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের পাশে থাকার জন্য। :)
Khub valo laglo
অনেক ধন্যবাদ।
thank you... thank you so much. i love your channel, and admire its content a lot. wish you and your team all the best...
'আঙুরবালা' কে নিয়ে পারলে একটা video বানান ! এটা আমার অনুরোধ রইল পৌলমী আপনাকে এবং আপনার 'হঠাৎ যদি উঠল কথা' র পুরো team কে !
2024 February ,Aami sunchi ,Gaojarzaan ....
Khub sundor... Tumi roj e notun kichu jantey khb help koro.. Eto guni ekta manush er byaparey kichhui jantam na.. Naam tao aagey sunechi kina sondeho achey.. Bt through ur video i come to know about such a legend.. Thanxx Poulami for enlightening ppl lyk me wid so much new facts.. Thanxx a ton..
Today u r looking quite different and very beautiful.. Roj e valo lagey bt aj k aro besi valo lagche.. God bless u
Thank you so much. 😀😀
গওহর জানের কথা সবার জানা উচিৎ, গ্রামোফোনের ইতিহাসে অবদান ছাড়াও, খুব interesting মানুষ ছিলেন।
Pls make a progame on how Kolkata became a city for classical music.
Plz Correct the facts ,She (Gauhar Jaan) was not from Armenian ,She was from England .🦋🦋🦋😍 .You persentation is amazing .
দিদিমণি গীতা ঘোষ রায়চৌধুরী (দত্ত) কে নিয়ে একটা পর্ব করুন।
Sobsomoy tomr golpo r prosongsa e korechi.. kintu aj tomay dekhte khub sundor lagche.. vdo ta dakhar agei likhte iche krlo..r ear ring ta o darun..
My name is gauhar jaan
sentence ta sunlei ekta sihoron jage. ...
tmr kotha ar tmr appearance ta darun lge .bises kre tmr sarir collection.asa kre chnl ta ank ank bse safollo pbe .sarodiyar agam suvecha😀
অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। 🙂
আর শাড়ির credit মা আর কাকিমার। 😀
শুভেচ্ছা আপনাকেও।
ank ank tnx reply ar jnne
অনেক কিছু জানলাম
গওহর জান কে নিয়ে সব থেকে বড় myth হলো
"গওহর জান ভারতের প্রথম গ্রামোফোন আর্টিস্ট ছিলেন"
সত্যি হলো প্রথম গ্রামোফোন রেকর্ডিং করেছিলেন Miss শশী মুখী
এবং গওহর জান এর আগে প্রায় ৬ জন গ্রামোফোন রেকডিং করেছিলেন
আসলে সেই সময় গওহর জান খুব পপুলার ছিলেন
বিশেষ করে ইন্ডিয়ার এলিট ক্লাস দের মধ্যে
তাই তার গ্রামোফোন recording অনেক popularity লাভ করে
গওহর জান নাকি রবীন্দ্র সঙ্গীতও গেয়েছিলেন। তবে নিজের মত করে। কবিগুরু নাকি ব্যাপরটা খুব স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন।
কবিগুরু গওহরজানের নিজের মতো গাওয়া রবীন্দ্রসংগীত " কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না পথের শুকনো ধুলো যতো ------ " স্বাভাবিক ভাবে নেননি! বিরক্ত হয়েছিলেন! কিন্তু কিছু বলতে পারেননি! আমি পড়েছি সেই মুজরোর কাহিনী!
Thanks
Madam sova bazer raj bari nea kono video bann na
Beautiful Sunday= ur channel is awesome.
রবিবারটাকে আরেকটু সুন্দর করতে পেরেছি জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ। :)
Didi ekta porbo Sarat Ch. Chattyay Padhya er opr hok.
উনার একটা গান শোনালে ভালো হোতো।
Rajiv Kumar ke kobe khuje pawa jabe? Rajjya Sarkar to Chester kono truti rakheni...
❤
ভুল বললেন গহর জান আর্মেনিয়াম ছিলেন না....
তাহলে কি ?
বেগম আখতার কে নিয়ে একটা আলোচনা হলে ভালো হয়, যদি না আগে হয়ে থাকে ।।
😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
♥️♥️♥️
Onek kicu janlam atar thaka
অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
Ami biplob Kumar Ghosh 2034 desh Bharat varsh pradhanmantri hobo
Didi Jodi sombhob hoi ohoola bai somporka bolun
গওহর জানের বাবা আর্মেনিয়ান কিন্তু ছিলেন না। এটা বহূল প্রচলিত কথা। কিন্তু ঠিক নয়।
Sudhu bishoy tar jonnoi ekta bah! Shunbo noy pawre.
অনেক ধন্যবাদ।
Didi apnake oe kaner dul duto badile amer choto belya ak dudimoni/home tutor chilo khub bokto amewa.. Tmya tmn dekhte... Hehehehehe.....
মহিলাটির নাম না বলে বলতে পারতেন মনে রাখুন এই অমর শিল্পীর নাম।শিল্পী কখনো মহিলা বা পুরুষ হয়না।শিল্পী শুধুই শিল্পী।শিল্পীকে ধর্মীয় বিভাজনেও বিভাজিত করা উচিৎ নয়।
I'm what I'm
,If some one says Vidasagar or Rabindranath who is a successful businessman.This is a stupid question of course ! Am I correct ? First I am a Bengali,Amar Mayer vasha Bangla,amar culture
je ko no dhormer hote pare,neither Muslim nor hindu. Don't ever never mixup cultur with religion.