মনমুগ্ধকর হৃদয়স্পর্শী আবৃত্তিটি আমাকে তন্দ্রাচ্ছন্ন করে রেখেছিল। আপনার দরাজ কন্ঠ, শাস্ত্রীয় উচ্চারণ আবৃতি জগতে এক নতুন মাত্রা এনে দিয়েছে। আমি প্রতিদিন আপনার আবৃত্তি শুনবো বলে মনস্থির করেছি। ঢাকা ,বাংলাদেশ।❤❤❤
Amazing Tony Dias! আপনার কন্ঠে কবিতা টি অন্য dimension পেল.. মনে হল নিজের কোন গল্প এবং বুকের মধ্যে কষ্ট ও হল … এখানেই শিল্পীর সার্থকতা.. Thanks for such great effort.. ❤
ছোট বেলার কথা মনে পড়ে যায় আপনাদের দেখলে । সেই টিভির সামনে বসে থাকা অধির আগ্রহে আপনাদের নাটকের অপেক্ষা । খুব মিস করি আপনার অভিনয় । এখনকার রং মাখা শিল্পীদের মাঝে সেই মুগ্ধতা নেই।সবই মেকি লাগে । ভালো থাকবেন সবসময়🍀
আমাদের সময়কার অভিনেতা টনি ডায়েস। উনি আছেন, এখনো তাঁকে দেখতে পাচ্ছি... এ-ই পরম পাওয়া। আর এই কবিতার উপর ভিত্তি করে গাওয়া জেমসের 'আকাশী' গানটা আমার আজীবনের প্রিয়। মূল কবিতায় মুগ্ধ হলাম। যদিও শিবলী ভাই এই কবিতায় উল্লেখিত কোনো যায়গায় না গিয়েও এমন অসাধারণ কবিতা লিখে ফেলেছিলেন। প্রিয় টনি ডায়েস আবৃত্তি করেছেন। ভালোবাসা।
আমি কবিতা লিখি,, অনেক সম্মান একজন মানুষ। অনেক কঠিন জীবন পাড় করে,,,' কবিতা' কে ভালোবেসে ভালো আছি,, আলহামদুলিল্লাহ! আমার খুব ইচ্ছে আপনার গলায় আমার লিখা একটা কবিতা আমি শুনবো। আমার অনেক বড় পাওয়া হবে যদি তা কখনো হয়!! দোয়া রইল।
প্রাক্তনের সাথে শিবলী স্যারের অনেক ভালোই সম্পর্ক ছিল উনার এই লেখনিকে অনেক ভালোলেগেছিল। আমাকে ঘিরেই প্রাক্তনের এই লেখা কত ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এত ভালোবাসা আমাদের এক করে রাখতে পারলো না মনে পড়ে আজও আপনাকে।💔🙂 নীচে দিলাম এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু। প্রিয় আকাশী একবিংশ শতাব্দীর অবসাদমাখা সংকটময় পৃথিবীর নির্যাসে আমাদের প্রেম আর সংগ্রাম কত নিবিড় সহসায় বেড়ে ওঠে। বারুদ আর গোলাপের গন্ধ কি মধুর প্রিয় আকাশী সীমান্ত থেকে সীমান্ত কত ব্যারিকেড কাঁটাতার ছিঁড়ে তোমাকে পাওয়ার জন্য ছুটে চলা অহর্নিশ একটা শান্ত নদীর অববাহিকায় সেইন যেন আমার চোখে তুমি। প্রিয় আকাশী তোমাকে পাওয়ার জন্য টেমস-সুরমার তীরে কত খুঁজেছি তোমাকে; কত ব্যস্ত শহরের ফুটপাত ধরে ধানের শীষের শেষ বিকেলে অথচ হায় তখনও তুমি অধরা! আজ উপত্যকার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে প্রিয় আকাশী শুধু তোমার জন্য আমার প্রতিক্ষার শত শত রাত হাজার মাইল পথ অতিক্রম করে বেদুঈনের মত ছুটে চলেছি দুবাই থেকে মাস্কাট, তেহরান থেকে ইস্তাম্বুল, আলেকজান্দ্রিয়া থেকে এথেন্স, বেলগ্রেড জাগরিব ভেনিস, তখনও তুমি আমার মধ্য যৌবনে তোমাকে খুঁজে না পাওয়া আক্ষেপের নাম। জেনেভা আমস্টারডাম ব্রাসেলস, নাইসের কান ফেস্টিবাল উৎসব শেষে মোনাকো পর প্যারিসের পথে জানলাম তুমি মিশে আছো আমার মন মগজে আত্মায়। জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে প্রিয় আকাশী রাজপথ মিছিল কত প্রিয় মুখ শুধু বেদনার স্মৃতি আর পাশাপাশি তুমি কেবল সুখের সারথি প্রিয় আকাশী। কত দুঃখের পথ পাড়ি দিয়ে আজ নীড় গেড়েছি তোমার প্রিয় কবি'র স্মৃতি মাখা শহর প্যারিসে। আগের মত না আছে সংগ্রাম শুধু বেঁচে থাকার প্রবল এক আশা প্রিয় আকাশী! প্রিয় আকাশী তোমার মন খারাপ হলে তুমি আনমনে ছবি আঁকো ধূসর ছবি; ভালবাসার ছবিটা পরম যত্নে রেখেছি, লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখে মৃদু হেসে বলেছি; তুমি মামুলি মোনালিসা! প্রিয় আকাশী তোমার অনিন্দ্য সুন্দর ছবি প্যারিসের পি এস জি গ্যালারীতে ফেস্টিভ্যালে পোষ্টার বিলবোর্ড দেয়ালিকা হয়ে থাকবে কাল থেকে কাল। প্রিয় আকাশী মনে পড়ে সেদিন বৃষ্টি স্নাত ভোর বাহিরে প্রচন্ড ঠান্ডা স্নো পড়ছে বৃষ্টির ঢংএ কাচের জানালায় ভেজা কুয়াশায় বোহেমিয়ান এপার্টমেন্টে আহ্লাদী কিছু মুগ্ধতা ছুঁয়ে যায় নববর্ষের তুমুল উৎসব শেষে সমস্ত প্যারিসের অলিতে গলিতে ভায়োলিনের সুরের মূর্ছনায়। সেদিন শরীর হৃদয় হাত হাতের আঙুল দু'টি পায়ের উপর দাঁড়িয়ে নিস্তেজ আমার পুরোটা দেহ শ্বাসরুদ্ধকর এক মুহুর্তে কণ্ঠনালী শুকিয়ে যেন কাঠ জিহ্বার আদ্রতায় ঠোঁটগুলো কোনমতে সতেজ ছিল, প্রিয় আকাশী সুদীর্ঘ প্রতিক্ষার পর ভালোবাসার পূর্ণগ্রাসে প্যারিসের ঐশ্বর্য্য কষ্ট'কে কত সহজে আপন করে নিলে। প্রিয় আকাশী অতঃপর কেবল তোমার জন্য প্রতিক্ষা আর প্রতিক্ষা মিলেমিশে সংসারের। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর পাশাপাশি আমাদের অলিক স্বপ্ন! স্বাধীনতা কি এক আভিজাত্যের নাম প্রিয় আকাশী প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার দেখো কত ভিন্নতা আমার চোখে পৃথিবী তার কঠিন সময় পার করছে প্রিয় আকাশী! আমি দেখি পারমাণবিকের আঘাতে বিদ্ধস্ত পৃথিবী দেশ মানুষ শহর নগর মফস্বল করুণ আর্তনাদে কেঁদে উঠে মানবতা ঝলসে যাবে পৃথিবীর ফুসফুস! প্রিয় আকাশী তবুও আজ এই বিষিয়ে ওঠা পৃথিবীর অন্তিম সময়টাতে স্বপ্ন দেখি আমাদের অনাগত সুন্দর দিন গুলির । তোমার অভাবে আমার নিদারুণ সময় গুলো এক এক করে তোমাকে মাখিয়ে দেবো ভালবাসার পূর্ণতায়। তুমি সুখী হবে প্রিয় আকাশী। প্যারিস। [নন্দিত গীতিকবি ও ঔপন্যাসিক শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলী'র প্যারিসের চিঠি কবিতা অবলম্বনে] বই- সম্ভবের ডানা।
২২ বছর আগে আমার কৈশোরে প্রথম শুনেছিলাম একটি কুড়িয়ে পাওয়া অডিও টেপে। আজ আবারও শুনলাম নতুন করে। একই রকম মুগ্ধতায় আবিষ্ট হয়ে রইলাম। ধন্যবাদ প্রিয় টনি স্যার।
Love & Respect! I can't express to you how much I love your recitation. Heart touching!! Staggering!! Mind-blowing!! All the best wishes for DiasEbiz ❤️
প্যারিসের চিঠি By Latiful Islam Shibli প্রিয় আকাশি, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি, খামের ওপর নাম-ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কীভাবে, লেখনি কত দিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা ভাবতে পারো আমার অবস্থা! গতকাল প্যারিসে ঝরেছিল এ বছরের রেকর্ডভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি, এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ । তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের সজ্জা, আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী, মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন শীতের বইমেলা পরিণত হয়েছে মিনাবাজারে, টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত । বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছ এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস । বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন; ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, ক্ষিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি তুমি লিখেছ, ‘তোমাকে ভুলে গেছি কি না’ প্রিয় আকাশি, আমি জেনে গেছি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা; স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল নেপলি থেকে প্রাগ বুখারেস্ট মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে । ফ্রাংকফুর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে ফোরেন্সে মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’, রোমে ‘পিয়েতা’ আর সিস্টাইন চ্যাপেলের ‘লাস্ট জাজমেন্টের’ মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সিসিলির কার্নিভেলে, এথেন্সের কফিশপের জমজমাট কবিতাপাঠের আসরে মনে পড়েছে তোমাকে; পালারমোর সৈকতে কিম্বা ভিয়েনার তারাজ্বলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা Under the wide and starry sky Dig my grave and let me lie Glad did I live and gladly die And I laid me down with a will. স্ইুজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি, সে তুমি ভার্টিক্যানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কী বলেছিলাম, জানো? বলেছিলাম, ‘তুমি আমার আকাশি হবে?’ ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সংগীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। কনসার্টে যতবার মোৎসার্ট কিম্বা বিটোভেন শুনেছি ততবারই কেন যেন চিরদুখী পাগল ভিনসেন্ট ভ্যান্গগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভেলে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য; কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পড়ে আছি শিল্প-সাহিত্যের এই জাগযজ্ঞে তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাচ প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে; তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেনটাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো।
Sir apnar abbritti shunlam r shunte shunte ami amar jibaner sriti te hariye giyesilam shab purono katha mone porsilo Sir apni thiki bolesen jibaner shab cheye kothin kaaj holo vule thaka amar shmpurno jiban tai sriti Sir apnar abbritti amar jibaner shathe mele Sir apnake ashim dhannobad apni apnar Family niye khub valo thakun o Any Way Sir amar bashaa Rangpur ami uttar bange thaki.
অনেক দিন আগে সেই টনি ডায়েস বিমানবন্দরের সামনে শুটিং চলছিল ভেবেছি দেখা করব আমিও পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা গাড়ির ভিতর এসেছো তুমি চলছিল সেই অনেকদিন আগে, কিন্তু সেই টনি ডায়েস আর কখনো দেখা হয়নি কোন মিডিয়াতে শুনেছি সে নাকি নিউইয়র্কে চলে গেছে ভেবেছি কবে যে দেখা পাবো আজ তার দেখা পেলাম নেটের মাধ্যমে যখন যখন ছোট ছিলাম তখন দেখা করার মত কিছুই ছিল না আস্থা জানলাম সে কবিতা আবৃত্তি করে যাক দেখে একটু শান্তি পেলাম সব এক্টর থেকে একমাত্র তারই মুখটা মলিন থাকে দেখলে মনে হয় কি সান্ত্বনা দেই কার কাছে কি লাগে আমি জানিনা অন্তত আমার কাছে লাগে, জানিনা এই মেসেজ দেখে কি বলবে হয়তোবা পাগল নাইলে হয়তো বেকুব যাই বলুক আমার মনের কথা আমি বলেছি, এক কথা আমি তার ফ্রেন্ড হয়েছি
ভাইয়া আমার মনের থেকে বলছেন আপনার আমি খুব একজন অন্ধ ভক্ত যাইহোক আপনারা যে সময় নাটক করেছেন ওই সময় নাটক গুলো খুবি দেখার মতন এখন কে নাটক দেখলে ভায়া রুচি বাড়ে না প্রবাস জীবন থাকি নাটক দেখে সময় কাটে সেই পুরনো নাটক গুলো নিয়ে দেখি
মনমুগ্ধকর হৃদয়স্পর্শী আবৃত্তিটি আমাকে তন্দ্রাচ্ছন্ন করে রেখেছিল। আপনার দরাজ কন্ঠ, শাস্ত্রীয় উচ্চারণ আবৃতি জগতে এক নতুন মাত্রা এনে দিয়েছে। আমি প্রতিদিন আপনার আবৃত্তি শুনবো বলে মনস্থির করেছি। ঢাকা ,বাংলাদেশ।❤❤❤
প্যারিসের চিঠি আমার একটি প্রিয় কবিতা টনি ডায়েস আমার প্রিয় অভিনয় ও আবৃত্তি শিল্পী। অসাধারন লাগল। ধন্যবাদ আমার শৈশবের স্মৃতি বিজরিত প্রিয় টনি আংকেল।
Amazing Tony Dias! আপনার কন্ঠে কবিতা টি অন্য dimension পেল.. মনে হল নিজের কোন গল্প এবং বুকের মধ্যে কষ্ট ও হল … এখানেই শিল্পীর সার্থকতা.. Thanks for such great effort.. ❤
ছোট বেলার কথা মনে পড়ে যায়
আপনাদের দেখলে । সেই টিভির সামনে বসে থাকা অধির আগ্রহে আপনাদের নাটকের অপেক্ষা । খুব মিস করি আপনার অভিনয় । এখনকার রং মাখা শিল্পীদের মাঝে সেই মুগ্ধতা নেই।সবই মেকি লাগে । ভালো থাকবেন সবসময়🍀
শুভেচ্ছা রইলো
টনি ডায়েস আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা , আর আবৃত্তিকার , অভিনয়ের মুগ্ধতার মতো আবৃত্তিতেও তিনি হৃদয় ছুঁয়ে যাওয়া
চমৎকার কবিতা ও আবৃত্তি। ধন্যবাদ উভয় কে।
অনেক ভালো লাগে। যখনই মন খারাপ থাকে, তখনই টানা শুনতে থাকি। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর উপস্থাপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ শুনার জন্য ..😊😊
কবিতা , ছবি , তুষার .......কি সুন্দর ! অনেক ভাল লাগলো !
ধন্যবাদ পলাশ ❤️❤️
Onakkkk sundor onakkk❤❤
ভাল লাগল জেনে .. ধন্যবাদ 😊😊
❤😊
অদ্ভুত সুন্দর .. মন ভরে গেল 💕💕
ruclips.net/video/xZELkgWA2Cc/видео.html
ধন্যবাদ আপনাকে 😊😊
sweet vai Heart touching......
Thank you so much 😊
সত্যি খুব অসাধারণ হয়েছে প্রিয় অভিনেতা ভালোবাসা অবিরাম
ধন্যবাদ .. ভাল থাকুন ❤️❤️
অভিনয় ?
প্রিয় আকাশী তুমি ভালো থেকো.....
খুব পছন্দের কবিতা ও গান।
Mon valo hoiy jai
ভীষণ ভালো লাগলো।
ধন্যবাদ 😊😊
আমাদের সময়কার অভিনেতা টনি ডায়েস। উনি আছেন, এখনো তাঁকে দেখতে পাচ্ছি... এ-ই পরম পাওয়া। আর এই কবিতার উপর ভিত্তি করে গাওয়া জেমসের 'আকাশী' গানটা আমার আজীবনের প্রিয়। মূল কবিতায় মুগ্ধ হলাম। যদিও শিবলী ভাই এই কবিতায় উল্লেখিত কোনো যায়গায় না গিয়েও এমন অসাধারণ কবিতা লিখে ফেলেছিলেন। প্রিয় টনি ডায়েস আবৃত্তি করেছেন। ভালোবাসা।
অনেক ধন্যবাদ আপনাকে শোনার জন্য
Wow ato sundor chiti r jodi hoy Dadar voice ☺️😊👌🏼❤️🥰
Thank you so much 😊
@@DiasEbiz
You're welcome dada 😊
ভালবাসা টা বেরেই চলছে আপনার জন্য।
অনেক ধন্যবাদ 😊😊
খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ
কি বলব দোস্ত টনি, মনটা ভরে গেল। খুবই সুন্দর, অসাধারণ হয়েছে।
ধন্যবাদ দোস্ত ..❤️😍
ভরে উপচে পড়েনি তো দোস!
যখন মন খারাপ থাকে
ঠিক তখন-ই চলে আসি
এই কবিতাটি শুনার জন্য
চমৎকার কবিতার বাণী।
মনটা ভাল হলেই হোলো..😊😊
@@DiasEbiz এই কবিতাটি অনেকের মুখেই শুনেছি
কিন্তু আপনার,এবং কবি গুরু শিবলী ভাই-এর কন্ঠে অদ্ভূত ভালো-লেগেছিলো💗
আমি কবিতা লিখি,, অনেক সম্মান একজন মানুষ। অনেক কঠিন জীবন পাড় করে,,,' কবিতা' কে ভালোবেসে ভালো আছি,, আলহামদুলিল্লাহ!
আমার খুব ইচ্ছে আপনার গলায় আমার লিখা একটা কবিতা আমি শুনবো।
আমার অনেক বড় পাওয়া হবে যদি তা কখনো হয়!!
দোয়া রইল।
মুগ্ধ ❤
অসাধারণ হইয়াছে ধন্যবাদ দাদা।
ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর
Just Awesome!
Thank you so much 😊
একবার দেখলাম আবারও দেখলাম আবারও দেখলাম। কতবার টেনে টেনে দেখেছি মনে নেই। অসাধারণ লেগেছে ভাই। ধন্যবাদ
অনেক ধন্যবাদ .. উৎসাহিত করার জন্য..😊😊
অসাধারন কন্ঠস্বর
ধন্যবাদ আপনাকে
চমৎকার
অসাধারণ।যতবার শুনি মন ভরে যায়।
অনেক ধন্যবাদ
Simply superb Rocking joshhhhh
Thank you so much 😊
Stay tuned.. stay safe
আমার শ্রেষ্ঠ কবিতা।
😊😊
আহহ,,,সেই টনি ডায়েজ।
😊😊😊😊
একজন মাল্টিট্যালেন্টেড মানুষ শিবলী ভাই।
সত্যি অনেক গুনি শিল্পী লতিফুল ইসলাম শিবলী
ভালো লাগার আরেকটা উপহার.... Thanks brother
Thank you so much 😊
Stay safe
So Beautiful 😍
মন ছুঁয়ে গেল .... ❤
ধন্যবাদ ..😊😊
দিনের শুরুতে কবিতাটা শুনে মনটা ভালো হয়ে গেলো । অসাধারণ হয়েছে দাদা 💖💖
অনেক ধন্যবাদ ..❤️❤️
ভালোবাসা নিবেন!
শুভ কামনা রইল
Oh what a recitation, what a poem. Heart touching. Awesome. Long live Dias Ebiz. Thanks
By the by, we like to see you again in "Bangla natok"
Thank you so much 😊
We appreciate that., keep in touch
Ato Valo hoiche
ধন্যবাদ আপনাকে 😊😊
Outstanding unbelievable
Thanks so much
আহা কি আবৃত্তি মন জুড়িয়ে গেলো❤️🤍🧡💛
অনেক ধন্যবাদ 😊😊
দরুন... খুবভাল লাগলো!!!
অনেক ধন্যবাদ ..ধন্যবাদ
পাশে থাকার জন্য..❤️❤️
প্রাক্তনের সাথে শিবলী স্যারের অনেক ভালোই সম্পর্ক ছিল উনার এই লেখনিকে অনেক ভালোলেগেছিল। আমাকে ঘিরেই প্রাক্তনের এই লেখা কত ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এত ভালোবাসা আমাদের এক করে রাখতে পারলো না মনে পড়ে আজও আপনাকে।💔🙂
নীচে দিলাম এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু।
প্রিয় আকাশী একবিংশ শতাব্দীর অবসাদমাখা সংকটময় পৃথিবীর নির্যাসে আমাদের প্রেম আর সংগ্রাম কত নিবিড় সহসায় বেড়ে ওঠে।
বারুদ আর গোলাপের গন্ধ কি মধুর প্রিয় আকাশী
সীমান্ত থেকে সীমান্ত কত ব্যারিকেড কাঁটাতার ছিঁড়ে তোমাকে পাওয়ার জন্য ছুটে চলা অহর্নিশ
একটা শান্ত নদীর অববাহিকায় সেইন যেন আমার চোখে তুমি।
প্রিয় আকাশী তোমাকে পাওয়ার জন্য টেমস-সুরমার তীরে কত খুঁজেছি তোমাকে;
কত ব্যস্ত শহরের ফুটপাত ধরে
ধানের শীষের শেষ বিকেলে
অথচ হায় তখনও তুমি অধরা!
আজ উপত্যকার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে প্রিয় আকাশী
শুধু তোমার জন্য আমার প্রতিক্ষার শত শত রাত হাজার মাইল পথ অতিক্রম করে বেদুঈনের মত ছুটে চলেছি
দুবাই থেকে মাস্কাট, তেহরান থেকে ইস্তাম্বুল,
আলেকজান্দ্রিয়া থেকে এথেন্স,
বেলগ্রেড জাগরিব ভেনিস,
তখনও তুমি আমার মধ্য যৌবনে তোমাকে খুঁজে না পাওয়া আক্ষেপের নাম।
জেনেভা আমস্টারডাম ব্রাসেলস,
নাইসের কান ফেস্টিবাল উৎসব শেষে মোনাকো পর প্যারিসের পথে জানলাম তুমি মিশে আছো আমার মন মগজে আত্মায়।
জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে প্রিয় আকাশী রাজপথ মিছিল কত প্রিয় মুখ
শুধু বেদনার স্মৃতি আর পাশাপাশি তুমি কেবল সুখের সারথি প্রিয় আকাশী।
কত দুঃখের পথ পাড়ি দিয়ে আজ নীড় গেড়েছি তোমার প্রিয় কবি'র স্মৃতি মাখা শহর প্যারিসে।
আগের মত না আছে সংগ্রাম শুধু বেঁচে থাকার প্রবল এক আশা প্রিয় আকাশী!
প্রিয় আকাশী তোমার মন খারাপ হলে তুমি আনমনে ছবি আঁকো ধূসর ছবি;
ভালবাসার ছবিটা পরম যত্নে রেখেছি,
লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখে মৃদু হেসে বলেছি;
তুমি মামুলি মোনালিসা!
প্রিয় আকাশী তোমার অনিন্দ্য সুন্দর ছবি প্যারিসের পি এস জি গ্যালারীতে ফেস্টিভ্যালে পোষ্টার বিলবোর্ড দেয়ালিকা হয়ে থাকবে কাল থেকে কাল।
প্রিয় আকাশী মনে পড়ে সেদিন বৃষ্টি স্নাত ভোর বাহিরে প্রচন্ড ঠান্ডা স্নো পড়ছে বৃষ্টির ঢংএ
কাচের জানালায় ভেজা কুয়াশায় বোহেমিয়ান এপার্টমেন্টে আহ্লাদী কিছু মুগ্ধতা ছুঁয়ে যায়
নববর্ষের তুমুল উৎসব শেষে সমস্ত প্যারিসের অলিতে গলিতে ভায়োলিনের সুরের মূর্ছনায়।
সেদিন শরীর হৃদয় হাত হাতের আঙুল
দু'টি পায়ের উপর দাঁড়িয়ে নিস্তেজ আমার পুরোটা দেহ
শ্বাসরুদ্ধকর এক মুহুর্তে কণ্ঠনালী শুকিয়ে যেন কাঠ
জিহ্বার আদ্রতায় ঠোঁটগুলো কোনমতে সতেজ ছিল,
প্রিয় আকাশী সুদীর্ঘ প্রতিক্ষার পর ভালোবাসার পূর্ণগ্রাসে প্যারিসের ঐশ্বর্য্য কষ্ট'কে কত সহজে আপন করে নিলে।
প্রিয় আকাশী অতঃপর কেবল তোমার জন্য প্রতিক্ষা আর প্রতিক্ষা মিলেমিশে সংসারের।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর পাশাপাশি আমাদের অলিক স্বপ্ন!
স্বাধীনতা কি এক আভিজাত্যের নাম প্রিয় আকাশী
প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার দেখো কত ভিন্নতা
আমার চোখে পৃথিবী তার কঠিন সময় পার করছে প্রিয় আকাশী!
আমি দেখি পারমাণবিকের আঘাতে বিদ্ধস্ত পৃথিবী দেশ মানুষ শহর নগর মফস্বল
করুণ আর্তনাদে কেঁদে উঠে মানবতা
ঝলসে যাবে পৃথিবীর ফুসফুস!
প্রিয় আকাশী তবুও আজ এই বিষিয়ে ওঠা পৃথিবীর অন্তিম সময়টাতে স্বপ্ন দেখি আমাদের অনাগত সুন্দর দিন গুলির ।
তোমার অভাবে আমার নিদারুণ সময় গুলো এক এক করে তোমাকে মাখিয়ে দেবো ভালবাসার পূর্ণতায়।
তুমি সুখী হবে প্রিয় আকাশী।
প্যারিস।
[নন্দিত গীতিকবি ও ঔপন্যাসিক শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলী'র প্যারিসের চিঠি কবিতা অবলম্বনে]
বই- সম্ভবের ডানা।
ধন্যবাদ , ভাল লাগলো লেখা
❤️❤️😊😊
Oshomvob sundor❤️
অনেক ধন্যবাদ আপনাকে 😊
@@DiasEbiz no problem, you are most welcome
Amazing, Toni bhai
Thank you so much 😊
দারুন,,আপনার কন্ঠে মাদুলির যাদু আছে
ধন্যবাদ আপনাকে
mon kharap hole akhane asi......asob kothay pran sojib hoye jay.good luck.
আপনার মতো এতো দরদ এতো মায়া এতো ভালোবাসা এতো আবেগ দিয়ে এই কবিতাটা আর কেউ আবৃত্তি করতে পারেনি। অসাধারণ অসাধারণ। শুভকামনা আপনার জন্য 💞
অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য ..😊😊
২২ বছর আগে আমার কৈশোরে প্রথম শুনেছিলাম একটি কুড়িয়ে পাওয়া অডিও টেপে। আজ আবারও শুনলাম নতুন করে। একই রকম মুগ্ধতায় আবিষ্ট হয়ে রইলাম। ধন্যবাদ প্রিয় টনি স্যার।
অনেক ধন্যবাদ আপনাকে..
ভাল লাগলো জেনে আপনার অনুভুতির প্রকাশ
অসাধারন♥
অনেক ধন্যবাদ 😊😊
ওয়াও, কোথায় ছিলাম আমি, এতদিন শুনিনি, জেমস কি এটাই গেয়েছিলো?❤️🇧🇩
হ্যা .. জেমস গেয়েছিল
শুধু ভালোবাসা এই কবিতা বলবার জন্য অসাধারন ভাইয়া লাভ ইউ❤️❤️
অনেক ধন্যবাদ 😊😊
heart touching😭♥️♥️♥️♥️♥️
❤️❤️
Excellent friend
Thank you so much Monir ❤️❤️
অপূর্ব সুন্দর!
ধন্যবাদ.. শুভেচ্ছা রইলো..😊😊
খুবই সুন্দর 🖤
অনেক ধন্যবাদ
অসাধারণ ! ♥️♥️♥️
ধন্যবাদ 😊😊
মুগ্ধ হয়ে শুনছিলাম..খুব সুন্দর আবৃত্তি স্যার 🌼
অনেক ধন্যবাদ 😊😊
যদি আপনি কবিতা ভালবাসেন
ruclips.net/video/xZELkgWA2Cc/видео.html
Priyo actor❤️❤️❤️
Thank you so much 😊
কবিতাটা আগেও শুনেছি,শিমুল মোস্তফার কন্ঠে।আজকে আবার আপনার কন্ঠে শুনলাম দাদা,অসম্ভব সুন্দর।শুনতে শুনতে আমি আগের সেই সময়ে চলে গিয়েছিলাম।মন ছুয়ে গেল,আরও কবিতা শোনার ইচ্ছা রইল।ভাল থাকবেন দাদা।
ভাল লাগল জেনে .. ধন্যবাদ আপনার উৎসাহের জন্য
Fantastic voice and touchy attitude......from India
Thank you so much 😊
God gifted voice..... Love u ❤️❤️❤️
Thank you so much 😊
উফফ কতযে শুনছি..... মনে হচ্ছে কথাগুলো আমিই কাউকে বলছি.......
ধন্যবাদ শোনার জন্য ❤️
Excellent voice
Thank you so much 😊
শুধু মনে হয়,আরেকটু শুনবো পাশে থেকে এমোনি,,মগ্ন হয়ে যাই!♥️♥️
অনেক ধন্যবাদ 😊
ব্যস্ততার জন্য আজ একটু দেরী হয়ে গেল তবে যখনই নোটিফিকেশন টা পেলাম ঝাপিয়ে পড়লাম দেখার জন্য আপনার আবৃত্তি হৃদয় ছুঁয়ে যায়, ভালো থাকবেন দাদা।
অনেক ধন্যবাদ আপনাকে .. ভাল থাকুন
ওরেরেরে ঝাপ
আমি এই কবিতার যতগুলো আবৃত্তি শুনেছি তার ভেতর এটাই সেরা।
আমার চ্যানেলেও সম্প্রতি এটা পড়লাম। খুবই প্রিয় চিঠি।
অনেক ধন্যবাদ আপনাকে 😊😊
Awesome recitation.
Thank you so much 😊
Fantastic recitation Tony bro!
Thank you so much 😊
Wow dear.. U r jst awesome.. God bless u
Thank you so much 😊
👌💯💗
Thanks 😊
Love & Respect! I can't express to you how much I love your recitation. Heart touching!! Staggering!! Mind-blowing!! All the best wishes for DiasEbiz ❤️
Thank you so much for your interest.. stay safe ..😊😊
Tony Dias… my childhood favourite actor.
Thank you so much 😊
প্যারিসের চিঠি
By Latiful Islam Shibli
প্রিয় আকাশি,
গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি,
খামের ওপর নাম-ঠিকানা পড়েই চিনতে পেরেছি
তোমার হাতের লেখা
ঠিকানা পেলে কীভাবে, লেখনি
কত দিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা
ভাবতে পারো আমার অবস্থা!
গতকাল প্যারিসে ঝরেছিল এ বছরের রেকর্ডভাঙা তুষারপাত
তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি, এই প্রথম আমি
অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ ।
তোমার চিঠিতে পরিবর্তন আর
বদলে যাওয়ার সংবাদ
তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন
নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে
উৎকট সোডিয়ামের সজ্জা,
আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন
কালের সাক্ষী,
মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে
ডিজিটাল কার্ডফোন
শীতের বইমেলা পরিণত হয়েছে
মিনাবাজারে,
টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত ।
বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি
এখন তাই নিয়ে বুঝি মেতে আছ
এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম
কত সুদৃঢ় ইতিহাস ।
বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ
নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর
ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন;
ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে,
ক্ষিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি
তুমি লিখেছ, ‘তোমাকে ভুলে গেছি কি না’
প্রিয় আকাশি, আমি জেনে গেছি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা;
স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের
অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল নেপলি থেকে প্রাগ
বুখারেস্ট মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান
কিংবা ব্ল্যাক সি।
তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে ।
ফ্রাংকফুর্টের বইমেলায়
নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে
ফোরেন্সে মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’,
রোমে ‘পিয়েতা’ আর সিস্টাইন চ্যাপেলের
‘লাস্ট জাজমেন্টের’ মতো
মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে
প্রথমেই মনে পড়েছে তোমাকে।
সিসিলির কার্নিভেলে, এথেন্সের কফিশপের জমজমাট
কবিতাপাঠের আসরে মনে পড়েছে তোমাকে;
পালারমোর সৈকতে কিম্বা ভিয়েনার তারাজ্বলা রাত্রির
আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবির কবিতা
Under the wide and starry sky
Dig my grave and let me lie
Glad did I live and gladly die
And I laid me down with a will.
স্ইুজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে
যাকে খুঁজেছি, সে তুমি
ভার্টিক্যানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে
বাংলায় কী বলেছিলাম, জানো?
বলেছিলাম, ‘তুমি আমার আকাশি হবে?’
ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি
আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে
সেই না ভুলতে পারার ইতিহাস।
তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা
সত্যি বলতে কি,
প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ
সংগীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু
প্যারিসেই শুনেছি।
কনসার্টে যতবার মোৎসার্ট কিম্বা বিটোভেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল
ভিনসেন্ট ভ্যান্গগের কথা মনে পড়েছে।
সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভেলে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট।
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো
কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর।
অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য;
কষ্টই প্যারিসের ঐশ্বর্য।
আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ
নিজেকে ভীষণ একা মনে হয়
এলোমেলো পড়ে আছি শিল্প-সাহিত্যের এই জাগযজ্ঞে
তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে
এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাচ
প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে;
তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায়
আমি বদলাইনি এতটুকু।
বাইজেনটাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক
পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো
তোমার সৃষ্টিতে
তুমি ভালো থেকো।
Awesome
Thank you
Our childhood hero and his magical voice ❤️
😊😊😊
এভাবে বলতে হয় না।
সত্যি হলে ও লজ্জা পায় মিথ্যা হলে ও লজ্জা পায়।
Sir apnar abbritti shunlam r shunte shunte ami amar jibaner sriti te hariye giyesilam shab purono katha mone porsilo Sir apni thiki bolesen jibaner shab cheye kothin kaaj holo vule thaka amar shmpurno jiban tai sriti Sir apnar abbritti amar jibaner shathe mele Sir apnake ashim dhannobad apni apnar Family niye khub valo thakun o Any Way Sir amar bashaa Rangpur ami uttar bange thaki.
😊😊😊
Nice sir!
Thank you so much 😊
Beautiful
Thank you so much
Finally, Got this. Thank You....
Most welcome
Stay safe 😊
বড় কবিতার খোঁজে ইউটিউবে সাবস্ক্রাইব করলাম❤।ভাই আমার দু:খ পাইতে আনন্দ লাগে, কি করি বলেন তো 😊
❤️❤️❤️
❤️❤️❤️
wow
Thanks 😊
Love u & u'r voice
Thank you so much 😊
💔💔💔🌼
❤️❤️❤️
❤️❤️❤️❤️
একদিন এমন করে কবিতা পড়তে ( আবৃত্তি) করতে চাই।
শুভেচ্ছা .. ভাল থাকুন
Lovely
Thanks 😊
😍😍😍🤩
😊😊😊
Vaia apnar sathe hatsilam amoni mone holo ki j jibonto apnar voice. Valo thaken apnara khub doa kori .
অনেক ধন্যবাদ .. আপনিও ভাল থাকবেন 😊😊
good
Thanks 😊
আল-মাহমুদের "প্রত্যাবর্তনের লজ্জা" আবৃত্তি করার অনুরোধ রেখে গেলাম।
অবশ্যই করবো।
ধন্যবাদ আপনাকে 😊😊
বাংলাদেশে'র সৌমিত্র বাবু কি ভালো আছে?
Voice শোনার পরে অনেক খারাপ ভাবে Miss করছি আপনাকে।
❤️❤️❤️
😭😭😭😭
😊😊
অনেক দিন আগে সেই টনি ডায়েস বিমানবন্দরের সামনে শুটিং চলছিল ভেবেছি দেখা করব আমিও পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা গাড়ির ভিতর এসেছো তুমি চলছিল সেই অনেকদিন আগে, কিন্তু সেই টনি ডায়েস আর কখনো দেখা হয়নি কোন মিডিয়াতে শুনেছি সে নাকি নিউইয়র্কে চলে গেছে ভেবেছি কবে যে দেখা পাবো আজ তার দেখা পেলাম নেটের মাধ্যমে যখন যখন ছোট ছিলাম তখন দেখা করার মত কিছুই ছিল না আস্থা জানলাম সে কবিতা আবৃত্তি করে যাক দেখে একটু শান্তি পেলাম সব এক্টর থেকে একমাত্র তারই মুখটা মলিন থাকে দেখলে মনে হয় কি সান্ত্বনা দেই কার কাছে কি লাগে আমি জানিনা অন্তত আমার কাছে লাগে, জানিনা এই মেসেজ দেখে কি বলবে হয়তোবা পাগল নাইলে হয়তো বেকুব যাই বলুক আমার মনের কথা আমি বলেছি, এক কথা আমি তার ফ্রেন্ড হয়েছি
আমি যদি নিজের লেখা একটা কবিতা দেই,আপনি কি তা আবৃত্তি করবেন????
চেস্টা করবো .. 😊😊
@@DiasEbiz অনেক ধন্যবাদ।তবে আপনার পছন্দ না হলে করতে হবে না।
ভাই প্লিজ আপনি আবার নাটকে ফিরে আসেন।
অবশ্যই
ভাইয়া আমার মনের থেকে বলছেন আপনার আমি খুব একজন অন্ধ ভক্ত যাইহোক আপনারা যে সময় নাটক করেছেন ওই সময় নাটক গুলো খুবি দেখার মতন এখন কে নাটক দেখলে ভায়া রুচি বাড়ে না প্রবাস জীবন থাকি নাটক দেখে সময় কাটে সেই পুরনো নাটক গুলো নিয়ে দেখি
অনেক ধন্যবাদ .. ভাল থাকুন ..😊😊
Still I've That Audio Album!So,What Will I Write?Love You.Stay Well....
Thank you so much ❤️❤️