রবি ঠাকুর তোমার চরণে শতকোটি প্রণাম🙏 জানি না সৃষ্টি কর্তা তোমায় কোন মন্ত্র দিয়ে কি যাদু দ্বারা সৃষ্টি করে ছিলেন.... গুরুদেব তোমার গানে যাদু আছে শত উথাল পথালের মধ্যেও তোমার গান শুনলে শরীরে ঠান্ডা শৃহরণ খেলে যায় মনের মধ্যে প্রশান্তি এসে যায়। মুগ্ধতা,শান্তি, ভালোবাসা,ভালোলাগার আর এক নাম রবি ঠাকুর🌼♥️ আমি গর্বিত আমি বাঙালি 😌♥️
যতবার গান টা শুনি, ততবারই যেন নন্দিনী,রঞ্জন কে দেখতে পাই,দেখতে পাই বিশু পাগলা কে। এতো মুগ্ধতা!!! রূপঙ্কর দার গায়কিতেই যেন সেই স্নিগ্ধতা আর ও বেড়ে গেলো। আহা!!!❤️❤️❤️❤️
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া বুকে চমক দিয়ে তাই তো ডাক' ওগো দুখজাগানিয়া ॥ এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে, তরী এল তীরে শুধু আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া ॥ আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে-- বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক ওগো দুখজাগানিয়া ॥
ইস এতোদিন আগে কেনো এই গান টা শুনলাম না।এটা গান নয় কলিজার স্পন্দন 😍😍বাংগালী তোমরা বরাবরই নিরলজ্জ, এতো সুন্দর গানেও তোমরা ১০ মিলিয়ন ভিও দিতে পারলা না আফসোস
রাণু, আপনার ভানুদাদা এই গান লিখে আপনাকেই প্রথম শুনিয়েছিলেন। আপনারা হারিয়ে গেলেন শতবছর আগে। আমরা আজও আপনাদের মনে করি। আপনার ভানুদাদা এই গান দিয়ে আপনাকে এক শতাব্দী বাঁচিয়ে রাখলেন। ♥
এই গানটা অনেকের গলায় শুনেছি, কিন্তু এখন যদি আমি বলি রূপঙ্কর বাবুর গাওয়া এই গানের এই ভার্সনটাই যথাযথ ভাবে অন্তর স্পর্শ করে, আমি মোটেই অত্যুক্তি করবো না। আর যারা শুনছে তারা জানে। প্রণাম রবিকে এই অসাধারন গানের জন্য। আর যারা গানের এই ভার্সন টা তৈরি করেছেন তাদেরও অনেক ধন্যবাদ।
কি যে তৃপ্তি পাই গানটা শুনে ভাষায় ব্যাক্ত করা যাবে না। কয়শো বার যে শুনেছি.... ক্লান্ত পরিশ্রান্ত মন প্রাণবন্ত হয়ে ওঠে এমন কণ্ঠে। রবিঠাকুর তোমায় শতকোটি প্রণাম .... সৃষ্টিকে পরিপূর্ণ করার জন্য শিল্পীকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।।
এই গানের সঠিক ভাব উপলব্ধি করার জন্য বহু শিল্পীর কণ্ঠে এ গান শুনেছি, কিন্তু আপনার গলায় সে বিরল অনুভূতি ধরা দিয়েছে। স্পষ্ট উচ্চারণ, প্রতিটি শব্দের নিহীত অর্থ যেন ফুলের পাপড়ির মত নিজেকে মেলে ধরছে আপনার অসাধারণ গায়কীর গুণে। অজস্র ধন্যবাদ আপনাকে, রবি ঠাকুরের এই অপূর্ব গানটির এত সুন্দর উপস্থাপনার জন্য।
এই গান টার কথা তোমার মনে আছে?আমাদের কাছে আসার প্রথম দিকের দিন গুলোতে ফিরিয়ে নিয়ে যায় গান টা আমায়... ৯ বছরের ও বেশি সময় আগেকার কথা, গান টা প্রথম শুনতেই খুব ভালো লেগে গেছিলো সেদিন,ঠিক যেমনি ছবিতে তোমায় প্রথম দেখাটা...বারান্দার পাশে দাড়িয়ে থাকা মেয়েটি কে দেখে আমার কেমন যেন খুব আপন মনে হয়েছিল,যেন হাজার বছরের চির চেনা কোন মুখ আমি আবার দেখছিলাম, মুগ্ধ চোখে তাকিয়েই রইলাম...ঠিক যেমন খুব কাছের কারোর সাথে অনেকদিন পর হঠাৎ দেখা হয়ে যাওয়ার আনন্দ/উচ্ছ্বাস নিজের ভেতর কাজ করে তেমন একটা অনুভূতি সে সময় কাজ করেছিলো আমার মাঝে,আমি হয়তো তোমাকে তোমার আগেই ভালোবেসে নিয়েছিলাম,তোমার সাথে থাকতে না পারলে মন কি যে ছটফট করতে থাকতো, ঠিক এখন যেমন করছে....তাই সব সময়ই চাইতাম ফোনের লাইনে থাকি সারাক্ষণ।ভুলে গেছিলাম আমি ছাড়াও তোমার অনেক কাজ থাকে,কিন্তু জানো পরী,আমি চাই তোমাকে সাথে রেখে আমার সবগুলো কাজ আমি করি।আমার সব কিছুর আগে সব কিছুর উর্ধ্বে - তুমি।❤️ আচ্ছা তোমার সব কিছুর উর্ধ্বে আমি থাকবো তো কখনো না কখনো?আমাকে তুমি রাখবে তো?! আজকের দিনে আমি অনেক ভালো থাকি,ইন্ শাহ্ আল্লাহ্ এইদিনে আমার যেন কখনো মন খারাপ করে থাকতে না হয় সে চেষ্টা'ই আমি প্রতিবারের মত আগামীতেও করে যাবো...কারণ,আজ আমার পরীর জন্মদিন জানি না সকালে আমাদের দেখা যদি হয় এই দেখা টা তোমার জন্মদিনে তোমার দেওয়া আমার জন্য সবচেয়ে বড় একটা উপহার হবে।🌸❤️ ইস্!কদম ফুল টা আজও পেলাম না,তবে অনেক গুলো গোলাপ নিয়ে রেখেছি তোমায় দেবো বলে,তুমি গ্রহন কইরো... জানিনা তুমি আমার কমেন্ট খুজে পাবে কিনা... আজ তোমায় বলে রাখবো,দেখি তোমার ভালোবাসা টা আমায় কতোটা আপন করে নিতে পেরেছে।😉😅 আমি প্রতি বছর এইদিনে কমেন্ট টা দেখবো,সাথে এটাও দেখবো তুমি আমাকে কতটা খুঁজেছো।☺️ যেদিন আমার এই কমেন্ট টা তোমার চোখে পড়বে সেদিন প্লিজ একটা রিপ্লাই কমেন্ট অন্তত করে দিও প্লিজ প্লিজ প্লিজ।🙏 পরী,তুমি সয়ং আল্লাহর দেওয়া আমার জীবনের সব চাইতে বড় উপহার টা।তবুও আজকে একটা জিনিস তোমার কাছে চাইবো তুমি দেবে আমাকে...তুমি কখনো কাঁদবে না,আমি যেন আমার সবচাইতে প্রিয় মানুষটার মন খারাপের চেহেরা কখনো না দেখি।খুব প্রিয় চোখ গুলোতে কখনো যেন কষ্টের জল আমায় দেখতে নাহয়,আমার কানে যেন তোমার কান্নার আওয়াজের কন্ঠস্বর যেন কখনো না লাগে। অনুরোধে নয় অধিকার থেকে চাইছি তোমার লক্ষীটির হাসি মুখ টা যে আমার সব চাইতে প্রিয়...❤ তুমি হাসলে আমার দুনিয়া হাসে।😍 আজকে পরীর জন্মদিন। শুভ জন্মদিন 🌸 জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি ভালোবাসি শুধুই তোমাকে।🥰🖤 ০১/০৯/২০২২ ইং।
একজন বিশু পাগলা কবিগুরু সৃষ্টি করেছেন এবং তারই কন্ঠে কালজয়ী গান ঢেলে দিলেন। এতো মধুরতা, স্নিগ্ধতা, কোমলতা। কেমন করে মনকে ছুঁয়ে যায়, নিয়ে যায় কোন অজানায়, কি আছে এই গানে বলে বুঝাতে পারব না। কবিগুরু যেমন লিখেছেন আপনি ঠিক তার মতো করেই গেছেন। ধন্যবাদ আপনাকে
আপনি আমার মনের কথা ই ব্যক্ত করলেন। সোনু নিগম অনেক বড়ো শিল্পী। আমার খুব পছন্দের ও। কিন্তু সব জায়গায় ধ্রুপদী সঙ্গীত এর সঙ্গত ভালো লাগেনা। রবীন্দ্র সংগীতের আমেজ তাই ওঁনার গানে নেই। আবেগ, মেদূরতা, স্নিগ্ধতা, মধুরতা র মাধুর্য সম পরিমানে রূপঙ্কর বাবুর গানের পরতে পরতে মিশে গেছে। যা রবীন্দ্র সংগীতের আসল সম্বল। তার ছন্দ, কথার ঝঙ্কারের ভিতরের আবেগকে উনি তুলে ধরেছেন। কথাগুলি আত্মিকরণ না করতে পারলে এমন কালজয়ী সঙ্গীত পরিবেশন সম্ভব নয়।
রবীন্দ্রনাথ তাঁর হৃদয়ের শতসহস্র স্বর্ণসূত্র দিয়ে আমাদের প্রতিটি হৃদয় কমল জড়িয়ে দিয়েছেন। জন্মান্তরের বাঁধনে বেঁধেছেন আমাদের হৃদয় গ্রন্হিকে। এ বিষয়ে সত্যি বলতে কি কোন মন্তব্য করা যায় না। আর রূপঙ্কর দাদার অনবদ্য উপস্থাপন বড় তৃপ্ত করলো। জয়তু বাংলা।
এই গানের সঠিক ভাব উপলব্ধি করার জন্য বহু শিল্পীর কণ্ঠে এ গান শুনেছি, কিন্তু আপনার গলায় সে বিরল অনুভূতি ধরা দিয়েছে আপনার অসাধারণ গায়কীর গুণে। অজস্র ধন্যবাদ আপনাকে, রবি ঠাকুরের এই অপূর্ব গানটির এত সুন্দর উপস্থাপনার জন্য।
Mai non Bengali hun,but Mai Bangla pad sakti hun or bolti bhi hun 🙏,mujhe Rabindra Sangeet bahut pasand hai.iss gane ko to roz akbar sunna hi padta hai.heart touchin6 song ❤️👌🙏
এই গানটা আমার একজন প্রিয় মানুষ আমাকে শুনাতো প্রতি রাতে। খুব চাইতো ও আমাকে, আমিও চাইতাম। কিন্তু আমি খুব বড় একটা ভুল করি তাই আমরা আজ একসাথে নাই, গান টা আর শুনা হয় না তার গলায়। ভালো থাকুক সে।
আমার প্রথম প্রেম রবীন্দ্র সঙ্গীত, আমি গান পাগল মানুষ, আজ 1/3/2023 সারাদিনে প্রায় 125 বার শুনছি, এখন রাত প্রায় 9 টা এখনও শুনছি, এর পরেও মন বলছে আরেকবার শুনলেই হয়, কম করে 30 জনের কন্ঠে এই গানটা শুনেছি, rupankar দা অসাধারণ! কোনো কথা হবে না l দাদার গলায় গানটি অন্য মাত্রা পেয়ে আরো দরদী করে তুলেছে। আমার মুখে গানটি লেগেই থাকে। আমিও গাই, এতো সুন্দর গানটির কথা ও সুর, । বলে যেতে চাই, আমার 100 বছর পরেও rupankar দার এই এক নতুন মাত্রা র গানটি পরের প্রজন্মকে ও মোহিত করে রাখবে।
সেই প্রথম যখন শুনেছিলাম সেই থেকে এতোবার সুনেও এতটুকু বিরক্ত হইনি কখনো অসাধারণ এক মায়া আছে ভালোবাসা আছে গানটায় মন ছুয়ে যায় প্রতিবার কে শুনছেন এই 2024 এ এখনো আজ তারিখ 20 ডিসেম্বর 2024❤
আলাদা একটা রিদম ও হামিং এই গানের আবেদন অনেক বাড়িয়ে দিয়েছে। তাই গানটি বার বার শুনতে ইচ্ছে করছে । গানটি এযাবৎ যতজন গেয়েছেন এটাই সবচাইতে বেশী শ্রুতিমধুর হয়েছে।
আপনি যখন কোনোদিনও প্রেম করেননি বা সদ্য ব্রেকআপ হয়েছে or অনেকদিন হলো ব্রেকআপ হয়েছে...সেই সময় মানুষের যে মেন্টাল স্টেট থেকে সেই সময় এই গানটা শুনলে একটা আলাদা মনে ভাব জেগে ওঠে...যেটা যারা প্রেম করছে বা পড়েছে তাদের থেকে অনেক টা বুকে বেশি মোচড় দেয়
আপনাকে একবার গুসকরা কলেজ ফেসটিভালে দেখেছিলাম। তখন আপনিও নতুন নতুন খ্যাতি লাভ করছেন। চেনা মুখের ভিড়ে আপনি বড় .........। কিন্তু তখনই গলা শুনে মনে হয়েছিল মানুষের সুখে দুঃখে আপনার গান অনেক কিছু র সঙ্গে থাকবে। অনেক অচেনা ভালো বাসা রইল।
অসাধারণ শব্দটিও যেন বেমানান লাগে এই গানটির উপমার সৈজন্যের খাতিরে, তবে যখন এ শুনি কোথায় কোন নিরুদ্দেশের যাত্রী হয়ে ওঠি, মনটা একদম চিরে দেওয়ার মতো ক্ষমতাশালী কন্ঠ আর গায়কী, মনকে স্থির রাখতে পারিনা,এই গানটি যখন এ শুনি তখন এ যেন মনের ভাবাবেগগুলো অঝোরে ঝরে পরে অবিরাম, আমি স্তব্ধ, মুগ্ধ,সমৃদ্ধ, আর অভিভূত হলাম এমন গায়কীর শৈল্যে!💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো এলো আঁধার ঘিরে পাখি এলো নীড়ে তরী এলো তীরে এলো আঁধার ঘিরে পাখি এলো নীড়ে তরী এলো তীরে শুধু আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো
আজকে মনটা ভীষণ খারাপ।আপনার গাওয়া এই গানটি বার বার শুনছি। একদম কেঁদে ফেলেছি। একদম হৃদয় ছুঁয়ে গেলো। খুব ভাল থাকুন ও আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিন.....
গানটা এতই ভালো লাগে! বারবার শুনতে ইচ্ছে করে, মনে হচ্ছে আমার আত্মা কে, আমার দেহ ,গান গেয়ে শোনাচ্ছে, মনের ভিতরের কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসে! অন্যরকম এক অনুভূতি💘
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া বুকে চমক দিয়ে তাই তো ডাক' ওগো দুখজাগানিয়া ॥ এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে, তরী এল তীরে শুধু আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া ॥ আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে-- বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক ওগো দুখজাগানিয়া ॥
রূপঙ্কর স্নেহের ভাই আমার, গানখানি তোমার কণ্ঠে যতবার শূনি, একটাই কথা মনে হয়: গুরুদেব বোধহয় তোমার মতো কারুর গলায় গীত হবার কথা মনে করেই ; গানটি লিখেছিলেন। মঙ্গল হোক সপরিবার তোমার।
এই গানটা আগে বুঝতাম না। দুঃখ জাগানিয়াকে গান শোনাবো কেন? আজ গানটাকে ভিন্ন ভাবে শুনলাম গভীরে গিয়ে দর্শনটা বুঝলাম। গানটি রবি ঠাকুর তার রক্তকরবী নাটকে বিশু চরিত্রের মাধ্যমে বলেছেন নন্দিনীকে। এখানে নন্দিনী সেই দুখজকগানিয়া। কেউ নাটকটি পড়ে গানটা শুনলে ভিন্ন রকম স্বাদ পাবেন। আপনার হৃদয় টাচ করবে নন্দিনীর কোমল হাতের স্পর্শ।
Tomay Gaan Shonabo Lyrics : তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো। এলো আঁধার ঘিরে, পাখি এল নীড়ে তরী এল তীরে বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো।
ছোটোবেলায় আমার মা আমাকে ঘুম পাড়াবার সময় এই গানটি শোনাতো। তখন তো বুঝতাম না। একটু বড় হয়েও মায়ের কোলে মাথা রেখে এই গান শুনতে শুনতে কতদিন ঘুমিয়ে পড়েছি। কী যে মধু ছিল কে জানে! এখন তো নিজেই গাইতে গাইতে বিভোর হয়ে যাই।
A song that never let sleep. A song that makes us burst into tears. A song that makes our heart heavy. A song that heals a lot of pain that is otherwise incurable. A song that makes the shadow of beloved one visible. A song that really makes my mind purified.
এগুলো কি গান না জীবনের কথা গুলো সুরের মুর্ছনায় লিপিবদ্ধ করা হয়েছে, এগুলো প্রাণের অসাধারণ খোরাক ও প্রাণশক্তি। যতই শুনি এ যেনো শেষ নেই......... থাকুক না চলতে এভাবে
গতকাল থেকে মনেহয় একশো বার শুনে ফেলেছি..... কি যাদু এই বাংলা ভাষায় ❤️ মনে হয় কেউ পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে 😭
যতবার শুনবেন ততই ভালো লাগবে
Ekdom
Hmm Rup dadar golay jadu ache
ঠিক বলেছেন
Super
রবি ঠাকুর তোমার চরণে শতকোটি প্রণাম🙏 জানি না সৃষ্টি কর্তা তোমায় কোন মন্ত্র দিয়ে কি যাদু দ্বারা সৃষ্টি করে ছিলেন....
গুরুদেব তোমার গানে যাদু আছে শত উথাল পথালের মধ্যেও তোমার গান শুনলে শরীরে ঠান্ডা শৃহরণ খেলে যায় মনের মধ্যে প্রশান্তি এসে যায়। মুগ্ধতা,শান্তি, ভালোবাসা,ভালোলাগার আর এক নাম রবি ঠাকুর🌼♥️
আমি গর্বিত আমি বাঙালি 😌♥️
Love you
Love you from Bangladesh
রেখে যাচ্ছি স্মৃতি, হে অনাগত প্রজন্ম তোমরা যখন শতবর্ষ পরে এই গান শুনবে তখন তোমাদের পূর্বসূরিদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলো না।
যতবার গান টা শুনি, ততবারই যেন নন্দিনী,রঞ্জন কে দেখতে পাই,দেখতে পাই বিশু পাগলা কে। এতো মুগ্ধতা!!! রূপঙ্কর দার গায়কিতেই যেন সেই স্নিগ্ধতা আর ও বেড়ে গেলো। আহা!!!❤️❤️❤️❤️
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া ॥
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,
তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া ॥
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে।
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে--
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া ॥
ইস এতোদিন আগে কেনো এই গান টা শুনলাম না।এটা গান নয় কলিজার স্পন্দন 😍😍বাংগালী তোমরা বরাবরই নিরলজ্জ, এতো সুন্দর গানেও তোমরা ১০ মিলিয়ন ভিও দিতে পারলা না আফসোস
হাজারো কণ্ঠে এ গান শুনে যে তৃপ্তি পাইনি,রূপঙ্করের কণ্ঠে সেই তৃপ্তির স্বাদ পেলাম।
Amio........ kmn jani jadu makha.........
গুরুদেব তখন শান্তিনিকেতনে । বাইরে মুষলধারে বৃষ্টি, আর কবির কলম তখন খাতায় লিখছে -" তোমায় গান শোনাব, তাই তো আমায় জাগিয়ে রাখো..."
Hm akdom
@@shaheensultana8375 llllll
Kobir suman er golay gan ta sune dekhun eakbar ....
এক অদ্ভুত মোহময় অনুভূতির
সাড়া জাগানো গান,যা একমাত্র
রূপঙ্করের কন্ঠেই মানায়।
অসাধারণ প্রতিভাবান শিল্পী।
Mm ...but or vetote sudu hingse vora
রাণু, আপনার ভানুদাদা এই গান লিখে আপনাকেই প্রথম শুনিয়েছিলেন। আপনারা হারিয়ে গেলেন শতবছর আগে। আমরা আজও আপনাদের মনে করি। আপনার ভানুদাদা এই গান দিয়ে আপনাকে এক শতাব্দী বাঁচিয়ে রাখলেন। ♥
Kon
What a expression. Excellent.
tomay gaan sonabo , beautiful expression Imam sahab
এই গানটা অনেকের গলায় শুনেছি, কিন্তু এখন যদি আমি বলি রূপঙ্কর বাবুর গাওয়া এই গানের এই ভার্সনটাই যথাযথ ভাবে অন্তর স্পর্শ করে, আমি মোটেই অত্যুক্তি করবো না।
আর যারা শুনছে তারা জানে।
প্রণাম রবিকে এই অসাধারন গানের জন্য।
আর যারা গানের এই ভার্সন টা তৈরি করেছেন তাদেরও অনেক ধন্যবাদ।
পরিচ্ছন্ন গায়কী'তে মুগ্ধতা ছড়িয়ে গেল ,,, কবিও সে বাতাসে কিছু পেলো ,,,,
কি যে তৃপ্তি পাই গানটা শুনে ভাষায় ব্যাক্ত করা যাবে না। কয়শো বার যে শুনেছি.... ক্লান্ত পরিশ্রান্ত মন প্রাণবন্ত হয়ে ওঠে এমন কণ্ঠে।
রবিঠাকুর তোমায় শতকোটি প্রণাম .... সৃষ্টিকে পরিপূর্ণ করার জন্য শিল্পীকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।।
ধন্যবাদ ভাইজান
রূপঙ্করের গলায় এই গানটি শুনে - মনের মধ্যে হাজারো অব্যক্ত কথা ভেসে ওঠে। বার বার মুগ্ধতায় ভোরে উঠি।
অদ্ভুত অদ্ভুত অদ্ভুত
Assalamo Alaikum Rahmatul lahai Barkatahu.
Dua go. Omar/Farooque.
এই গানের সঠিক ভাব উপলব্ধি করার জন্য বহু শিল্পীর কণ্ঠে এ গান শুনেছি, কিন্তু আপনার গলায় সে বিরল অনুভূতি ধরা দিয়েছে। স্পষ্ট উচ্চারণ, প্রতিটি শব্দের নিহীত অর্থ যেন ফুলের পাপড়ির মত নিজেকে মেলে ধরছে আপনার অসাধারণ গায়কীর গুণে। অজস্র ধন্যবাদ আপনাকে, রবি ঠাকুরের এই অপূর্ব গানটির এত সুন্দর উপস্থাপনার জন্য।
একদম ❤ ঠিক
এই গান টার কথা তোমার মনে আছে?আমাদের কাছে আসার প্রথম দিকের দিন গুলোতে ফিরিয়ে নিয়ে যায় গান টা আমায়...
৯ বছরের ও বেশি সময় আগেকার কথা,
গান টা প্রথম শুনতেই খুব ভালো লেগে গেছিলো সেদিন,ঠিক যেমনি ছবিতে তোমায় প্রথম দেখাটা...বারান্দার পাশে দাড়িয়ে থাকা মেয়েটি কে দেখে আমার কেমন যেন খুব আপন মনে হয়েছিল,যেন হাজার বছরের চির চেনা কোন মুখ আমি আবার দেখছিলাম,
মুগ্ধ চোখে তাকিয়েই রইলাম...ঠিক যেমন খুব কাছের কারোর সাথে অনেকদিন পর হঠাৎ দেখা হয়ে যাওয়ার আনন্দ/উচ্ছ্বাস নিজের ভেতর কাজ করে তেমন একটা অনুভূতি সে সময় কাজ করেছিলো আমার মাঝে,আমি হয়তো তোমাকে তোমার আগেই ভালোবেসে নিয়েছিলাম,তোমার সাথে থাকতে না পারলে মন কি যে ছটফট করতে থাকতো,
ঠিক এখন যেমন করছে....তাই সব সময়ই চাইতাম ফোনের লাইনে থাকি সারাক্ষণ।ভুলে গেছিলাম আমি ছাড়াও তোমার অনেক কাজ থাকে,কিন্তু জানো পরী,আমি চাই তোমাকে সাথে রেখে আমার সবগুলো কাজ আমি করি।আমার সব কিছুর আগে সব কিছুর উর্ধ্বে
- তুমি।❤️
আচ্ছা তোমার সব কিছুর উর্ধ্বে আমি থাকবো তো কখনো না কখনো?আমাকে তুমি রাখবে তো?!
আজকের দিনে আমি অনেক ভালো থাকি,ইন্ শাহ্ আল্লাহ্ এইদিনে আমার যেন কখনো মন খারাপ করে থাকতে না হয় সে চেষ্টা'ই আমি প্রতিবারের মত আগামীতেও করে যাবো...কারণ,আজ আমার পরীর জন্মদিন জানি না সকালে আমাদের দেখা যদি হয় এই দেখা টা তোমার জন্মদিনে তোমার দেওয়া আমার জন্য সবচেয়ে বড় একটা উপহার হবে।🌸❤️
ইস্!কদম ফুল টা আজও পেলাম না,তবে অনেক গুলো গোলাপ নিয়ে রেখেছি তোমায় দেবো বলে,তুমি গ্রহন কইরো...
জানিনা তুমি আমার কমেন্ট খুজে পাবে কিনা...
আজ তোমায় বলে রাখবো,দেখি তোমার ভালোবাসা টা আমায় কতোটা আপন করে নিতে পেরেছে।😉😅
আমি প্রতি বছর এইদিনে কমেন্ট টা দেখবো,সাথে এটাও দেখবো তুমি আমাকে কতটা খুঁজেছো।☺️
যেদিন আমার এই কমেন্ট টা তোমার চোখে পড়বে সেদিন প্লিজ একটা রিপ্লাই কমেন্ট অন্তত করে দিও প্লিজ প্লিজ প্লিজ।🙏
পরী,তুমি সয়ং আল্লাহর দেওয়া আমার জীবনের সব চাইতে বড় উপহার টা।তবুও আজকে একটা জিনিস তোমার কাছে চাইবো তুমি দেবে আমাকে...তুমি কখনো কাঁদবে না,আমি যেন আমার সবচাইতে প্রিয় মানুষটার মন খারাপের চেহেরা কখনো না দেখি।খুব প্রিয় চোখ গুলোতে কখনো যেন কষ্টের জল আমায় দেখতে নাহয়,আমার কানে যেন তোমার কান্নার আওয়াজের কন্ঠস্বর যেন কখনো না লাগে।
অনুরোধে নয় অধিকার থেকে চাইছি তোমার লক্ষীটির হাসি মুখ টা যে আমার সব চাইতে প্রিয়...❤ তুমি হাসলে আমার দুনিয়া হাসে।😍
আজকে পরীর জন্মদিন।
শুভ জন্মদিন 🌸
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আমি ভালোবাসি শুধুই তোমাকে।🥰🖤
০১/০৯/২০২২ ইং।
একজন বিশু পাগলা কবিগুরু সৃষ্টি করেছেন এবং তারই কন্ঠে কালজয়ী গান ঢেলে দিলেন। এতো মধুরতা, স্নিগ্ধতা, কোমলতা। কেমন করে মনকে ছুঁয়ে যায়, নিয়ে যায় কোন অজানায়, কি আছে এই গানে বলে বুঝাতে পারব না।
কবিগুরু যেমন লিখেছেন আপনি ঠিক তার মতো করেই গেছেন। ধন্যবাদ আপনাকে
রবী কবির এই গানটি বেশ কয়েকজন শিল্পীর কন্ঠে শুনেছি। কিন্তু রূপঙ্কর বাগচির মত এত আবেগ দিয়ে গাওয়া কোনটাতেই পাইনি।অসাধারণ পরিবেশনা।
ekbar sonu nigam er version pls sunben
আপনি আমার মনের কথা ই ব্যক্ত করলেন। সোনু নিগম অনেক বড়ো শিল্পী। আমার খুব পছন্দের ও। কিন্তু সব জায়গায় ধ্রুপদী সঙ্গীত এর সঙ্গত ভালো লাগেনা। রবীন্দ্র সংগীতের আমেজ তাই ওঁনার গানে নেই। আবেগ, মেদূরতা, স্নিগ্ধতা, মধুরতা র মাধুর্য সম পরিমানে রূপঙ্কর বাবুর গানের পরতে পরতে মিশে গেছে। যা রবীন্দ্র সংগীতের আসল সম্বল। তার ছন্দ, কথার ঝঙ্কারের ভিতরের আবেগকে উনি তুলে ধরেছেন। কথাগুলি আত্মিকরণ না করতে পারলে এমন কালজয়ী সঙ্গীত পরিবেশন সম্ভব নয়।
দাদা অসাধারণ । যুগের পর যুগ চলে যাবে, রবি ঠাকুরের গানের মাধুর্য এভাবেই থেকে যাবে।
রবীন্দ্রনাথ তাঁর হৃদয়ের শতসহস্র স্বর্ণসূত্র দিয়ে আমাদের প্রতিটি হৃদয় কমল জড়িয়ে দিয়েছেন। জন্মান্তরের বাঁধনে বেঁধেছেন আমাদের হৃদয় গ্রন্হিকে। এ বিষয়ে সত্যি বলতে কি কোন মন্তব্য করা যায় না। আর রূপঙ্কর দাদার অনবদ্য উপস্থাপন বড় তৃপ্ত করলো। জয়তু বাংলা।
এই গানের সঠিক ভাব উপলব্ধি করার জন্য বহু শিল্পীর কণ্ঠে এ গান শুনেছি, কিন্তু আপনার গলায় সে বিরল অনুভূতি ধরা দিয়েছে আপনার অসাধারণ গায়কীর গুণে। অজস্র ধন্যবাদ আপনাকে, রবি ঠাকুরের এই অপূর্ব গানটির এত সুন্দর উপস্থাপনার জন্য।
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়.
র কতবার আপনার কণ্ঠে এই গানটা শুনলে শ্রোতার মন ভরবে. সে বোঝা দায়.....
যতবার শুনি, ততোই কম মনে হয়.
অসাধারণ দাদা 🙏🙏🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Mai non Bengali hun,but Mai Bangla pad sakti hun or bolti bhi hun 🙏,mujhe Rabindra Sangeet bahut pasand hai.iss gane ko to roz akbar sunna hi padta hai.heart touchin6 song ❤️👌🙏
This is why we are so together in this diversified country ! :)
Rabindranath was a world citizen. Your saying of nonbengalee hurts! You understand Bengali and the song touches you, is more than ordinary.
হৃদয় ছুঁয়ে যায় , যেন বুকটা ছিড়ে যাচ্ছে... প্রতিটি কথায় চোখে জল এসে যায়
Kosto mone anek
Apurbo, mon bhore gelo
এই গানটা আমার একজন প্রিয় মানুষ আমাকে শুনাতো প্রতি রাতে। খুব চাইতো ও আমাকে, আমিও চাইতাম। কিন্তু আমি খুব বড় একটা ভুল করি তাই আমরা আজ একসাথে নাই, গান টা আর শুনা হয় না তার গলায়।
ভালো থাকুক সে।
😭priyo manushk chere thaka khub koster😭
আমার প্রথম প্রেম রবীন্দ্র সঙ্গীত, আমি গান পাগল মানুষ, আজ 1/3/2023 সারাদিনে প্রায় 125 বার শুনছি, এখন রাত প্রায় 9 টা এখনও শুনছি, এর পরেও মন বলছে আরেকবার শুনলেই হয়, কম করে 30 জনের কন্ঠে এই গানটা শুনেছি, rupankar দা অসাধারণ! কোনো কথা হবে না l দাদার গলায় গানটি অন্য মাত্রা পেয়ে আরো দরদী করে তুলেছে। আমার মুখে গানটি লেগেই থাকে। আমিও গাই, এতো সুন্দর গানটির কথা ও সুর, । বলে যেতে চাই, আমার 100 বছর পরেও rupankar দার এই এক নতুন মাত্রা র গানটি পরের প্রজন্মকে ও মোহিত করে রাখবে।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই গান টি না শুনলে আমার সকাল ই পরিপূর্ন হয় না ♥️ !! এত মায়া ও ভালোবাসা এই গানটিতে , যেন মন ও কান পবিত্র হয়ে যায় 😊
নেশাতুর
ঠিকই বলেছেন..! এমন এক অনুভূতির ব্যক্ত যা গানের প্রতিটা কথার সাথে সঙ্গত! আর নিঃসন্দেহে রূপঙ্কর স্যারের গলায় সবাইকে আপ্লূত করে।
সেই প্রথম যখন শুনেছিলাম সেই থেকে এতোবার সুনেও এতটুকু বিরক্ত হইনি কখনো অসাধারণ এক মায়া আছে ভালোবাসা আছে গানটায় মন ছুয়ে যায় প্রতিবার কে শুনছেন এই 2024 এ এখনো আজ তারিখ 20 ডিসেম্বর 2024❤
আলাদা একটা রিদম ও হামিং এই গানের আবেদন অনেক বাড়িয়ে দিয়েছে। তাই গানটি বার বার শুনতে ইচ্ছে করছে । গানটি এযাবৎ যতজন গেয়েছেন এটাই সবচাইতে বেশী শ্রুতিমধুর হয়েছে।
Amr moner kthati sundor kore likhechen sarwar mohammad, tai r likhlamna.
দুইদিন যাবদ ভাবছি এটা শুনবো ,এটা সেটা করতে ভুলে যাই, তবে না শোনা পর্যন্ত আকাঙ্ক্ষা রয়েই যায়। এখন সার্চ দিয়ে শুনলাম আমারও তাই মনে হল।
রূপঙ্কর বাবুর কণ্ঠে " ভালোবেসে সখী নিভৃতে যতনে" গানটি শুনে আমারও একই জিনিস মনে হয়েছে। বাকি সবার চেয়ে অনেক অনেক আলাদা।
দয়া করে শ্রাবণী সেনের টা শুনে দেখবেন।
Still 44 but i always try
উনার কণ্ঠে এই গান হাজার বার শুনলেও মন ভরবে না।মনে হয় শুনতেই থাকি❤️♥️❤️♥️❤️♥️
আপনি যখন কোনোদিনও প্রেম করেননি বা সদ্য ব্রেকআপ হয়েছে or অনেকদিন হলো ব্রেকআপ হয়েছে...সেই সময় মানুষের যে মেন্টাল স্টেট থেকে সেই সময় এই গানটা শুনলে একটা আলাদা মনে ভাব জেগে ওঠে...যেটা যারা প্রেম করছে বা পড়েছে তাদের থেকে অনেক টা বুকে বেশি মোচড় দেয়
কয়েক দিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম ৷ সেখানে এই গানটা শুনে নিজেকে নতুন করে খুঁজে পেলাম ৷
গানটা যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই ৷
গানটির জন্ম সেখানেই।
গানটি আসলে কতোটা ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করার মত ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিই অতুলনীয় হৃদয় জুড়িয়ে যায় যখনি গানটা শুনি
এত পাওয়া কারো কন্ঠে পাইনি।মনে হচ্ছে মানুষটি সত্যিই কাছে।সত্যিই আগলে রেখেছে।🥰
এই গান টা একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করে। মন প্রাণ জুড়িয়ে যায়।
সত্যিই রূপঙ্কর দার জন্যই যেনো এই গানটাই। অসাধারণ গায়কী, মনের ভিতর সকল দুঃখ কষ্ট যন্ত্রণা এক নিমেষেই ভুলে যেতে রূপঙ্কর দার কণ্ঠে এই গানটিই যথেষ্ট ❣️❣️
আপনাকে একবার গুসকরা কলেজ ফেসটিভালে দেখেছিলাম। তখন আপনিও নতুন নতুন খ্যাতি লাভ করছেন। চেনা মুখের ভিড়ে আপনি বড় .........। কিন্তু তখনই গলা শুনে মনে হয়েছিল মানুষের সুখে দুঃখে আপনার গান অনেক কিছু র সঙ্গে থাকবে। অনেক অচেনা ভালো বাসা রইল।
অপূর্ব অপূর্ব ❤
অসাধারণ শব্দটিও যেন বেমানান লাগে এই গানটির উপমার সৈজন্যের খাতিরে, তবে যখন এ শুনি কোথায় কোন নিরুদ্দেশের যাত্রী হয়ে ওঠি, মনটা একদম চিরে দেওয়ার মতো ক্ষমতাশালী কন্ঠ আর গায়কী, মনকে স্থির রাখতে পারিনা,এই গানটি যখন এ শুনি তখন এ যেন মনের ভাবাবেগগুলো অঝোরে ঝরে পরে অবিরাম, আমি স্তব্ধ, মুগ্ধ,সমৃদ্ধ, আর অভিভূত হলাম এমন গায়কীর শৈল্যে!💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛
🙏🙏🙏🙏🙏
প্রাণ জুড়িয়ে যায় রবীন্দ্র সংগীতে
অসাধারণ, অসাধারণ ! এত সুন্দর একটা অনুভূতি বাংলা ভাষায় , যাহা রবি ঠাকুরের গানের মাধ্যমে অন্তর দিয়ে উপলব্ধি করা যায়। সত্যিই অসাধারণ!
ভীষণ পছন্দের রবীন্দ্র সংগীত। একাকীত্বের সঙ্গী যে সব গান তার মাঝে এটাও একটা। ❤️❤️
গানটি অসাধারণ 🥰
প্রান ছুয়ে যায় 💝💝
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার সোনার বাংলা গান কি মধুময়,
প্রান টা জুরিয়ে গেলো
আজকে মনটা ভীষণ খারাপ।আপনার গাওয়া এই গানটি বার বার শুনছি। একদম কেঁদে ফেলেছি। একদম হৃদয় ছুঁয়ে গেলো। খুব ভাল থাকুন ও আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিন.....
গানটা এতই ভালো লাগে! বারবার শুনতে ইচ্ছে করে, মনে হচ্ছে আমার আত্মা কে, আমার দেহ ,গান গেয়ে শোনাচ্ছে, মনের ভিতরের কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসে! অন্যরকম এক অনুভূতি💘
যখন খুব দুঃখ বা কষ্ট হয়, একমাত্র এই গান টাই হৃদয় স্পদ্ধ করে দেয়
অপূর্ব মাধুর্য্য এই মাতৃভাষায়! 🌼❤️😌
এতো সুন্দর করে হৃদয়ে দাগ কেটে দিলে রূপংকর ভাই এতো মিটবে না কোন দিন হৃদয়ে গাথা রইলো অপূর্ব সুন্দর ……
গানটা মাত্র ডাঊণলোড করে শুনছিলাম হঠাত মনে হলো ইউ টিউবে শুনতে আর দেখতে কেমন লাগে। অসাধারন
অনুলেখা তুমি এতো স্নিগ্ধ পবিত্র ভাবে গান টি উপহার দিলে আমি মুউগ্ধ।
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া ॥
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,
তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া ॥
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে।
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে--
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া ॥
Moksuda Halim
swaralipi
Moksuda Halim thanks
Moksuda Halim nice song
Thanks for ur lyrics
He is awesome from the upcoming artist. I will not belittle him by doing the comment.Kudos to him! He is simply impeccable!.Lastly I salute him!
রূপঙ্কর স্নেহের ভাই আমার, গানখানি তোমার কণ্ঠে যতবার শূনি, একটাই কথা মনে হয়: গুরুদেব বোধহয় তোমার মতো কারুর গলায় গীত হবার কথা মনে করেই ; গানটি লিখেছিলেন। মঙ্গল হোক সপরিবার তোমার।
আমার মনে হয় এখানে যারা"
কমেন্ট লিখতে -পড়তে এসেছে
তাদের প্রত্যেকের জীবনেই
একজন না একজন.....
দুঃখ জাগানী ও ঘুম ভাঙ্গানী ছিল😭😭
হৃদয়ের বানীতে ব্যথার আড়ালেও জেগে রব ,,, তোমার গা আ আ ন শুনবো ওগো ,,,,, কবিগুরু প্রনাম " শিল্পীর পরিবেশনে শ্রোতা কৃতজ্ঞ " আগামীর শুভকামনা ।
গানটা শুনে রাতটা কাটানো তেমন কষ্টের হবেনা।
রাতটা ছোটই মনে হচ্ছে।
সুন্দর অতি সুন্দর।
সুন্দর তোমার মন
Abar rabindra sangeet karoake bhalo realise korun please
🤔
❤
@@mdhasanmahmud8025 pi ki
Ni8
Rupankar babu apni durdanto..DURDHARSHYA...
কতবার যে শুনছি .... হিসেব নেই 👌🤗❤️❤️❤️🥰🥰🥰🥰
best of its kind !! Jo yo tu Rabi Thakur !!
This is not only a song to me.It is something else which i can't describe to my words!!!
অসাধারণতায় ভরা। ভালোলাগায় সমস্ত মনটা ভরে গেল।
his voice is very soft... real heart touching..... we can feel our sadness, pain, sorrows, emotions more...
এই গানটা আগে বুঝতাম না। দুঃখ জাগানিয়াকে গান শোনাবো কেন?
আজ গানটাকে ভিন্ন ভাবে শুনলাম গভীরে গিয়ে দর্শনটা বুঝলাম। গানটি রবি ঠাকুর তার রক্তকরবী নাটকে বিশু চরিত্রের মাধ্যমে বলেছেন নন্দিনীকে। এখানে নন্দিনী সেই দুখজকগানিয়া। কেউ নাটকটি পড়ে গানটা শুনলে ভিন্ন রকম স্বাদ পাবেন। আপনার হৃদয় টাচ করবে নন্দিনীর কোমল হাতের স্পর্শ।
যত বার গানটা শুনি তত বার মনে হয় আহা প্রাণটা ভরে গেল।
অসাধারণ কথা কলিতে অপূর্ব সুন্দর গান টি ভীষণ ভীষণ ভাল লাগল। ❣❣
টিউন আর সুর এক কথায় মারাত্মক, ভাষায় প্রকাশ করার মত না💓
এই গানটা অন্য কারও কন্ঠস্বর এ শুনে হৃদয় যতটা শান্ত না হয় তার থেকে বেশি শান্তি লাগে রুপঙ্কর বাবুর কন্ঠস্বর এর ছোঁয়ায়। আহা কি মধুর ❤️।
অসাধারণ ।দারুণ । কোন কথা হবে না ।
Ekdom thik
অপূর্ব । ভীষণ ভাল লেগেছে ।ছোটবেলার কত কথা মনে পড়ে গেল ।
This is a rendition crossed the sea of 21years for a friend gone into oblivion and sparked his soul with simultaneous joy and grief.
Joto bari shuni mugdho hoye jai..sotty osadharon geyechen apni.. Ai songta apnr golay best lagche..❤️❤️❤️👌👌👌👌
আমায় পরশ করে....প্রাণ সুধায় ভরে.... তুমি যাও যে সরে....
বুঝি আমার ব্যাথার আরালেতে দাড়িয়ে থাকো.... ওগো দুখ জাগানিয়া তোমায় গান শোনাবো ।।
Advhud Apurbo,Ashadharon gaanta.
Tomay Gaan Shonabo Lyrics :
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো।
চমক দিয়ে তাই তো ডাকো,
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
এলো আঁধার ঘিরে, পাখি এল নীড়ে
তরী এল তীরে
বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে।
আমার কাজের মাঝে মাঝে
আমার পরশ করে প্রাণ সুধায় ভরে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
রূপঙ্করের গলায় এই গানটি শোনার জন্য হাজার মাইল হাটতে পারব।অসাধারন
এ পর্যন্ত যতজনের কণ্ঠে এই গান শুনেছি আমি রূপঙ্কর ইজ দ্য বেস্ট, আই সুড সে দ্যাট..., স্যালুট টু হিম, বাট হি ইজ নট অ্যাান আরটিস্ট অব ট্যাগোর সং...।।
Agree
You are absolutely right. Thanks.
Lovely song
একমত
রূপঙ্কর গানটি খুবই ভালো গেয়েছেন, তবে 'উঁহু -- উঁহুহু' বেশ শ্রুতিকটু লাগলো ।
এত পরিচিত গান, তবু মনে হলো নতুন করে শুনলাম। অসাধারণ!
এই ভার্সন ছাড়া কারোর কণ্ঠে সাধারণত শোনা হয় না🥰🥰
মনের নব উন্মচনে তোমারি বহিঃপ্রকাশ ঘটে বারবার! এই গানটির মধ্যে ইহা প্রকাশ পায়! খুব ভাল লাগে গানটি!
শুধু শুনতেই মন চায়, গান শুনে রাত পার করে দেওয়া যায়
Oshadharon gan aro oshadharon hoye uthechhe Rupankar babur golay
Immaculate manifestation of the pathos..... Awesome arrangement...
অসাধারণ, কি অসম্ভব দরদে গাওয়া কবিগুরুর গান!
"আমায় পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে " রবিঠাকুরের গান শুনেই তো বড় হওয়া , দুঃখ জয় করতে শেখা । "তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা ।"
হুম তাই
কি জাদু এ বাংলা গানে । 🇧🇩। দাদার একজন একনিষ্ঠ ভক্ত ।
মন ভরে গেলো ..বার বার শুনতে ইচ্ছে করে।
খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো ❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌👌👏👏👏👏
I can feel this song within my heart. This one is really amazing that touch all of happiness, pain and sorrows.
উহু হু হু হু ,,,,, সুরের হাওয়ার ,,, গানের ভাষা খেলে গেল ,, ওগো দুখজাগানি আ ,, তোমায় গান ,,,
" আমার কাজের মাঝে মাঝ,
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে! " অনন্য অনুভব, তাই না? ঠাম্মি? 😃😃
আমার মা
Ekdm jokhon gaan e line ta elo tokhon e apnar comment ta notice korlam .... Ekdm perfect timing ❤️🔥
ছোটোবেলায় আমার মা আমাকে ঘুম পাড়াবার সময় এই গানটি শোনাতো। তখন তো বুঝতাম না। একটু বড় হয়েও মায়ের কোলে মাথা রেখে এই গান শুনতে শুনতে কতদিন ঘুমিয়ে পড়েছি। কী যে মধু ছিল কে জানে! এখন তো নিজেই গাইতে গাইতে বিভোর হয়ে যাই।
Oshadharn 🥰 🥰 👌👌 song khub Sundar valo thakben thanks
রবীন্দ্রনাথের মত সুস্পষ্টভাবে অার কেও বাঙালীর অাবেগ,অনুভূতি, ভালোবাসার স্বাদ কেমন হয় সেটা বুঝাতে পারে নি।
100%
১০০ভাগ সঠিক
Rupankar da tomar gan, mone hai suntai thake.. So sweet❤.
A song that never let sleep. A song that makes us burst into tears. A song that makes our heart heavy. A song that heals a lot of pain that is otherwise incurable. A song that makes the shadow of beloved one visible. A song that really makes my mind purified.
abseluately right
So sweet ly express ed.
Apurbo Just Apurbo , God Bless You .
When i feel any boring moment, i listen the song. This song brings my happiness as well as quietness in my mind. Thanks Ray for uploading these....
এগুলো কি গান না জীবনের কথা গুলো সুরের মুর্ছনায় লিপিবদ্ধ করা হয়েছে, এগুলো প্রাণের অসাধারণ খোরাক ও প্রাণশক্তি। যতই শুনি এ যেনো শেষ নেই......... থাকুক না চলতে এভাবে
Enamoured by Rupankar da's bewitching rendition
খুব খুব খুব ভালো লাগলো ❤👍👌👏👏👏👏👏