এই প্রথম দেখলাম খালেদ ভাই এতক্ষণ চুপ করে শুনেছেন 😅 খুবই তথ্যবহুল আলোচনা হয়েছে। ড. সলিমুল্লাহ খান স্যার এর কথাগুলো সবার শোনা উঠিত। এবং কোন দ্বিমত থাকলে যুক্তিসহ তুলে ধরা উচিত।
জ্ঞানী মানুষের কথা শুনতে গেলেও ধৈর্য ও নিজ মেধাশক্তির পরিচয় দিতে হয়। কোন পাশ কাটিয়ে যাওয়া আলাপ নেই,নেই কাদা ছোড়াছুড়ি, অহেতুক সমালোচনা ও স্বার্থ হাসিলের প্রয়াস। সলিমুল্লাহ স্যার ভালো থাকবেন,এভাবেই বলে যান শেষ অবধি।
আমার বিশ্ববিদ্যালয় জীবনে এ মহান জ্ঞানী ব্যক্তির সাথে দুটো মিনিট কথা বলার সুযোগ হয়েছিল,দীর্ঘ পাঁচ বছরে যা শিখেছি বা উপলব্ধি করেছি,স্যারের সাথে দুটো মিনিট কথা বলার মাধ্যমে মনে হয়েছিল অনেক বেশি কিছু উপলব্ধি করেছি।❤️
পাচারকৃত টাকা অবশ্যই ফেরত আনতে হবে! 💸✨ দেশের অর্থনীতির মঙ্গলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 🌍🤲অন্যায়ভাবে নেওয়া সম্পদ ফেরত না এলে জাতি কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। 🌟
স্যারের শো আমি অনেক দেখেছি তাঁর শোয়ের মাধ্যমে অনেক কিছু শিখেছি। কিন্তু স্যারের উত্তর গুলা সোজা কথায় বলে না। ব্যাখ্যাগুলো জটিল জটিল লাগে। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ভালোই লাগে।
ডঃ সলিমুল্লাহ স্যার যথার্থ বলেছেন। একটি নির্বাচিত সরকার একটা গনকমিশন গঠন করে, নতুন সংবিধান করবে। এটা হবে নির্বাচনে অংশগ্রহণের শর্ত🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সলিমুল্লাহ খান স্যার আপনাকে ধন্যবাদ, স্যার,বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কোন দিন সরকার গঠন করে, ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত ও সকল ধর্মের লোক সকলের অধিকার ও সমান সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ
ওনি কি বললো না বললো,আপনার উচিৎ উনার পরিচয় সঠিক ভাবে উপস্থান করা, গুণী জনের কদর করা একান্ত ব্যক্তিতর বিষয়, আশা করছি আমি কি বলতে চাইতেছিতাহা সকলের বোধগম্যতা আছে।
সংবিধান কোনো নির্বাচিত সরকার এর অধীনে সংস্কার বিতর্কিত হবে। যে যার মতো প্রতিবার নিজের সুবিধা অনুযায়ী করতে থাকবে বরঞ্চ অন্তর্ব অর্তৎকালীন সরকার এর অধীনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ এর মাধ্যমে করা উচিৎ
বাংলাদেশে আদালতের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং কার্যকর রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। ১) সাধারণ জনতার আদালতে প্রবেশাধিকার সীমিত করা প্রয়োজন, যেখানে শুধুমাত্র বাদী, বিবাদী, তাদের নিকট আত্মীয় এবং আইনজীবীদের প্রবেশের অনুমতি থাকবে। দলীয় কর্মী বা সমর্থকদের আদালত বা তার প্রাঙ্গণে দলবদ্ধভাবে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। ২) আদালতে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, পরিচয় যাচাই প্রক্রিয়া, উন্নত সিসিটিভি ব্যবস্থা এবং কঠোর নির্দেশনা চালু করা আবশ্যক। পাশাপাশি, আদালতের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সাংগঠনিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ৩) মামলার জট কমানোর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম দ্রুততর করা এবং কম সময়ে বিচারকাজ সম্পন্ন করার জন্য বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে উন্নয়ন সাধন করা উচিত। এ ধরনের উদ্যোগ আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করতে সহায়ক হবে। ৪) ভার্চুয়াল কোর্ট চালু করা মামলার শুনানির জন্য ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা চালু করা যেতে পারে, যেখানে ছোটখাট মামলা অনলাইনে নিষ্পত্তি হবে। এটি সময় এবং ভ্রমণ খরচ কমাবে এবং আদালতের ভিড়ও হ্রাস করবে।
ডঃ সলিমুললা স্যারকে অশেষ ধন্যবাদ জানাই এবং উনি সৎ মানুষ এবং ঘিয়ানী গুনি পন্ডিত তাই আমি উনাকে নতুন সরকারে উপদেষ্টা হিসেবে দেখতে চাই দেশ এবং জনগণের ১০০ % উপকার হবে
লেখক হিসেবে সমাজ থেকে প্রথম আলো আমাকে মুছে দিতে চেয়েছিলো। যদি আপনাদের এই টিভি টকশো আর ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলেই গিয়েছিলাম। 😢 --সলিমুল্লাহ খান এই কথার মধ্যে স্যারের অনেক অব্যক্ত কষ্ট লুকোনো আছে। যোগ্যদের সঠিক মর্যাদা আমাদের এই সমাজ দিতে শিখে নাই।
খালেদ ভাই সহ আমরা সবাই কিন্তু বেশ মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করলাম। আসলে এত তথ্য ও এত শিক্ষনীয়! সলিমুল্লাহ খান স্যার আসলে একটা জ্ঞানের ভান্ডার বলাচলে। ওনি কিন্তু বিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী কিন্তু ওনি কেনো সরকারে নেই এটা একটু অবাক করে।
স্যারের আলোচনা থেকে বুঝলাম সত্যকে মেনে নেওয়া শিখতে হবে।গনতন্ত্রকে স্বাধীন জাতীয় সার্থ আগে দেখতে হবে।
এই প্রথম দেখলাম খালেদ ভাই এতক্ষণ চুপ করে শুনেছেন 😅
খুবই তথ্যবহুল আলোচনা হয়েছে। ড. সলিমুল্লাহ খান স্যার এর কথাগুলো সবার শোনা উঠিত। এবং কোন দ্বিমত থাকলে যুক্তিসহ তুলে ধরা উচিত।
জ্ঞানী মানুষের কথা শুনতে গেলেও ধৈর্য ও নিজ মেধাশক্তির পরিচয় দিতে হয়। কোন পাশ কাটিয়ে যাওয়া আলাপ নেই,নেই কাদা ছোড়াছুড়ি, অহেতুক সমালোচনা ও স্বার্থ হাসিলের প্রয়াস। সলিমুল্লাহ স্যার ভালো থাকবেন,এভাবেই বলে যান শেষ অবধি।
কথা শুনতে শুনতে ছেড়ে যাইতে মন চায় না
সলিমুল্লাহ স্যার একজন জীবন্ত উইকিপিডিয়া।
হাজার বছরে এমন মানুষ জন্মায়।।
বাংলাদেশের যদি একজনও লিজেন্ড থেকে থাকে তাহলে সেটা স্যার সলিমুল্লাহ ❤
আজকে মহিউদ্দিন ভাই সেই স্কুল এর ছাত্র হয়ে গেছেন পুরাই। কথা বলার স্কপ ই পাচ্ছেন না। প্রশ্ন করার আগে ই উত্তর দিয়ে দেয় আমাদের সবার পছন্দের সার❤❤
আমার বিশ্ববিদ্যালয় জীবনে এ মহান জ্ঞানী ব্যক্তির সাথে দুটো মিনিট কথা বলার সুযোগ হয়েছিল,দীর্ঘ পাঁচ বছরে যা শিখেছি বা উপলব্ধি করেছি,স্যারের সাথে দুটো মিনিট কথা বলার মাধ্যমে মনে হয়েছিল অনেক বেশি কিছু উপলব্ধি করেছি।❤️
পাচারকৃত টাকা অবশ্যই ফেরত আনতে হবে! 💸✨ দেশের অর্থনীতির মঙ্গলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 🌍🤲অন্যায়ভাবে নেওয়া সম্পদ ফেরত না এলে জাতি কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। 🌟
Pp
ড সলিমুল্লাহ খান অত্যন্ত যথার্থ কথা বলেছেন ।
Incredible discussion ❤❤❤❤.I learnt much from this talk show.
চমৎকার তত্ত্ব বহুল আলোচনা,,
আল্লাহ স্যারকে নেক হায়াত দিক সকল বিপদ থেকে উদ্ধার করুক দোয়া করি
আমি অনেক সম্মানী মনে করি। কারণ একজন সলিমুল্লাহ খান আমার জেলার সন্তান
স্যার কে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে না পাওয়াটা ছিল আমাদের জন্য দূর্ভাগ্য
সলিমুল্লাহ স্যারের এক ঘন্টা কথা শুনা, বিশ্ববিদ্যালয়ে এক বছর ক্লাস করার সমান।
Yes
বিশ্ববিদ্যালয়ে গেছেন কখনো?
@@Jinx___p9তুই গিয়েছিস দালাল
@@Jinx___p9গিয়ে কি শিখেছেন?
বিশ্ববিদ্যালয়ে না পড়া মানুষ এভাবে কমেন্ট করে।
স্যারের শো আমি অনেক দেখেছি তাঁর শোয়ের মাধ্যমে অনেক কিছু শিখেছি। কিন্তু স্যারের উত্তর গুলা সোজা কথায় বলে না। ব্যাখ্যাগুলো জটিল জটিল লাগে। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ভালোই লাগে।
ডঃ সলিমুল্লাহ স্যার যথার্থ বলেছেন। একটি নির্বাচিত সরকার একটা গনকমিশন গঠন করে, নতুন সংবিধান করবে। এটা হবে নির্বাচনে অংশগ্রহণের শর্ত🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বরাবরের মতই জ্ঞানগর্ভ আলোচনা।রুদ্ধশ্বাসে শোনা যায় এমন আলোচনা।
স্যারের অপেক্ষায় ছিলাম।
সলিমুল্লাহ স্যারকে ধন্যবাদ ❤
সলিমুল্লাহ স্যারকে যত দেখি ততই অবাক হই।
একজন মানুষ এতো কিছু জানে কি করে???
masaallah. onek valo laglo ajker talkshow. khuboi totthobohul chilo
গরিব দেশের অধ্যাপক 😀 সেই ছিল স্যার
জনাব, খালেদ মুহিউদ্দিন খুব বিনয়ের সাথে স্যার কে প্রশ্ন করতেছে এটা খুবই ভালো লাগলো।
স্যার কে অনেক ধন্যবাদ
খালেদ ভাইকে এত চুপ কখনো দেখিনি।
সলিমুল্লাহ স্যার সত্যি অসাধারণ!!
জামাতের আমির ডা.শফিকুর রহমান।এবং স্যার সরিমুল্লাহর আলোচনা অনেক মনোমুগ্ধকর।
আমার দেখা একজন জীবন্ত লাইব্রেরি❤❤❤
সলিমুল্লাহ খান স্যার আপনাকে ধন্যবাদ, স্যার,বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কোন দিন সরকার গঠন করে, ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত ও সকল ধর্মের লোক সকলের অধিকার ও সমান সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ
This man is a living legend of our country.
#ReformBangladesh
স্যার আপনার মতো মানুষ কে নিয়ে আমরা গর্ব করি❤
আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন স্যার কে নেক হায়াত দান করুন।আমিন
উনি অত্যন্ত ভালো মানুষ❤❤
এইটা টকশো নাহ
এইটা ইসিহাস❤।
সবাইকে দেখার অনুরোধ রইলো।
সুইডেনে গির্জার ট্যাক্স বাধ্যতামূলক নয়। চাইলে কেউ না দিতেও পারে। এবং অন্য ধর্মের সংগঠনের এই ট্যাক্স দিতে পারে ।
আমার মনে হয় এটাই ১ম, খালেদ মহিউদ্দিন চুপ হয়ে অতিথির কথা শুনতে। উনি সবসময় প্রশ্নের পিঠে প্রশ্ন করতে দেখি, কিন্ত এই অনুষ্ঠানে সেটা পারেন নি।
চমৎকার একজন মানুষ, প্রতি মাসে একবার করে শুনতে চাই।
ভালো ভালো কথা বলেছেন,,,, খান
ওনি কি বললো না বললো,আপনার উচিৎ উনার পরিচয় সঠিক ভাবে উপস্থান করা, গুণী জনের কদর করা একান্ত ব্যক্তিতর বিষয়, আশা করছি আমি কি বলতে চাইতেছিতাহা সকলের বোধগম্যতা আছে।
1ঘটায় হবেনা সলিমুল্লাহ স্যারের কথা 4 -5 ঘন্টা শুনতে চাই।
স্যার বাংলাদেশের সম্পদ
চমৎকার একজন মানুষ। প্রধান উপদেষ্টা হওয়ার মত একজন মানুষ
সলিমুল্লাহ খান জাতির অভিভাবক হয়ে উঠেছেন।
রাজনৈতিক দল গুলো সংস্কার প্রয়োজন আছে।এটা আমি বহু আগে থেকে বলেছি।বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তা অতি সুন্দর করে হয়।
অসাধারণ, ড৷ সলিমুল্লাহ স্যার
I'm not 100% agree with Salimullah Khan, but he is correct in most cases.
নতুন/পরিবর্তিত সংবিধানে কিছু শব্দের পরিষ্কার ডেফিনিশন থাকতে হবে। যেমন ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্র, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ ইত্যাদি।
What a discussion!!
ওনোর কথা গুলো শুনতে ভালো লাগে❤
সলিমুল্লাহ স্যারকে সবাই ধারণ করতে পারে না। উনি অন্য লেভেলের। ওনার কথা ৫ ঘন্টা একটানা শুনলেও বিরক্তি আসবে না।
onk mon die sunlam.❤
অসাধারণ ❤
সলিমুল্লা স্যার আসলেই জ্ঞানের একটা সাগর, যা রাষ্ট্র ও সরকার বুঝতে অক্ষম।
সলিমুল্লাহ স্যার আর আসিফ নজরুল স্যার বাংলাদেশের সম্পদ আমি তাদের জন্য শুভ কামনা করি
স্যারকে প্রাইমারির উপদেষ্টা হিসেবে দেখতে চাই
সংবিধান কোনো নির্বাচিত সরকার এর অধীনে সংস্কার বিতর্কিত হবে। যে যার মতো প্রতিবার নিজের সুবিধা অনুযায়ী করতে থাকবে বরঞ্চ অন্তর্ব অর্তৎকালীন সরকার এর অধীনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ এর মাধ্যমে করা উচিৎ
বাংলাদেশে আদালতের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং কার্যকর রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত।
১) সাধারণ জনতার আদালতে প্রবেশাধিকার সীমিত করা প্রয়োজন, যেখানে শুধুমাত্র বাদী, বিবাদী, তাদের নিকট আত্মীয় এবং আইনজীবীদের প্রবেশের অনুমতি থাকবে। দলীয় কর্মী বা সমর্থকদের আদালত বা তার প্রাঙ্গণে দলবদ্ধভাবে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
২) আদালতে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, পরিচয় যাচাই প্রক্রিয়া, উন্নত সিসিটিভি ব্যবস্থা এবং কঠোর নির্দেশনা চালু করা আবশ্যক। পাশাপাশি, আদালতের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সাংগঠনিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।
৩) মামলার জট কমানোর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম দ্রুততর করা এবং কম সময়ে বিচারকাজ সম্পন্ন করার জন্য বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে উন্নয়ন সাধন করা উচিত। এ ধরনের উদ্যোগ আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করতে সহায়ক হবে।
৪) ভার্চুয়াল কোর্ট চালু করা মামলার শুনানির জন্য ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা চালু করা যেতে পারে, যেখানে ছোটখাট মামলা অনলাইনে নিষ্পত্তি হবে। এটি সময় এবং ভ্রমণ খরচ কমাবে এবং আদালতের ভিড়ও হ্রাস করবে।
sir is great person......we admire him.....
দোয়া করি আল্লাহ যেন দু'জনকেই নেক হায়াত দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে যেন গঠনমূলক আলোচনা করেন ।
খালেদ ভাই, ভারতের কোনো রাজনৈতিক ব্যক্তিকে আপনার শো'তে দেখতে চাই। শুনতে চাই ধর্ম, বৈষম্য, রাজনৈতিক আলাপ।
আসলেই লোকটি একটি লাইব্রেরি ❤
ডঃ সলিমুললা স্যারকে অশেষ ধন্যবাদ জানাই এবং উনি সৎ মানুষ এবং ঘিয়ানী গুনি পন্ডিত তাই আমি উনাকে নতুন সরকারে উপদেষ্টা হিসেবে দেখতে চাই দেশ এবং জনগণের ১০০ % উপকার হবে
আমি এই প্রথম দেখলাম খালেদ মহিউদ্দিনকে চুপ করে শুধু শুনতে। সব সময় দেখেছি উনি উপস্থাপনার চেয়ে বলেন বেশি শুনেন কম।
স্যারের এতো তথ্য মনে রাখেন কিভাবে!এটা আমার জীবনের একটা বিস্ময়সূচক প্রশ্ন
প্রতিটি মানুষের মনের কথা ❤
One of the best discussion ever! Thanks to Khaled Bhai
7:03 এইটা শুধু পাশের দেশ না আমাদের দেশের সাংবাদিকরাও কম করে না।
আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরা শুধু নেগেটিভ দেখে।
নিষিদ্ধ কে সামনে আনতে খুব আগ্রহ
Thank you Mr. Mohiuddin to invite Sir. ❤
উনি উপদেষ্টা পরিষদে যোগ দেন নাই কেন। এত যোগ্য ও জ্ঞানী মানুষ।
সরাসরি লেকচার শুনেছি কিছুদিন আগে।
খালেদ ভাই আপনার বিচার দেওয়ার ব্যপারটা সেই হইসে 😂😂
লেখক হিসেবে সমাজ থেকে প্রথম আলো আমাকে মুছে দিতে চেয়েছিলো। যদি আপনাদের এই টিভি টকশো আর ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলেই গিয়েছিলাম। 😢
--সলিমুল্লাহ খান
এই কথার মধ্যে স্যারের অনেক অব্যক্ত কষ্ট লুকোনো আছে। যোগ্যদের সঠিক মর্যাদা আমাদের এই সমাজ দিতে শিখে নাই।
যখন ইন্ডিয়া ছাত্রদের এবং সরকারের বিপক্ষে বুঝতে হবে সরকার এবং ছাত্ররাই সঠিক পথে আছে
প্রিয় মানুষ ❤️🥀
কত সুন্দর প্রশ্ন উত্তর।
The bookshelf is empty, he donesn't want us to see his book collections. 😂
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে
স্যার কে আমন্ত্রণ জানিয়েছেন।
স্যার কেও ধন্যবাদ জানাই তিনি এসেছেন।
খালেদ ভাই সহ আমরা সবাই কিন্তু বেশ মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করলাম। আসলে এত তথ্য ও এত শিক্ষনীয়! সলিমুল্লাহ খান স্যার আসলে একটা জ্ঞানের ভান্ডার বলাচলে। ওনি কিন্তু বিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী কিন্তু ওনি কেনো সরকারে নেই এটা একটু অবাক করে।
স্যারের মত জ্ঞানী লোকের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত ছিল।
উনি এখন মৌলবাদের এজেন্ট
স্যার বাঙালি জাতির পথপ্রদর্শক।
It was very enjoyable.
উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া উচিৎ।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক।
Just incredible
বুঝলাম না স্যার এর বয়স কতো? ২০০ বছর??? এতো এতো পড়েছে কখন? মানুষ এতো জানে কিভাবে! মনে রাখে কিভাবে?????
সেরা❤
স্যার এর জন্য ১ বা ১.৫ ঘন্টা যথেষ্ট না।
উনার কাছ থেকে তথ্য সহ শুনতে হলে ২.৫-৩ ঘন্টার শো করতে হবে।
স্যারকে ডক্টর ইউনুসের সরকারের উপদেষ্টা করা খুবই দরকার ছিল
স্যার 🖤
সুন্দর বলেছেন
আজ আসল জায়গায় ধরা খেয়েছেন খালেদ মুহিউদ্দীন
এরপরও সুশীল সমাজ দেখে উন্নয়ন 1:09:47
Legendary boss❤
খালিদ মুহিউদ্দিন এর কথার মাঝে কথা বলার মনে হয় প্রয়োজন হয়নি ।
সলিমুল্লাহ স্যার❤❤❤❤❤❤
গন পরিষদের নির্বাচন প্রক্রিয়া কি হবে। দলিয় নির্বাচনে দলিয় সরকারের মাধ্যমে সংস্কার সম্ভব নয়।
খালেদ ভাই, ইনার ইন্টারভিউ মনে হয় কমপক্ষে 5 ঘন্টা নিতে হবে।
তা না হলে ইন্টারভিউ সম্পন্ন হবে না। এবং সেটা মাসের কমপক্ষে দুইবার।