একটি অনুরোধ সবার প্রতি; এই আবৃত্তিটি শুনবার সময় দয়া করে শুধুমাত্র কবিতাটি কিম্বা অল্প কিছুক্ষণ শুনে চলে যাবেন না। শুনলে সময় নিয়ে পুরো পরিবেশনাটি শুনবেন, আর না শুনলে শুনবেন না, সমস্যা নেই। এই পরিবেশনায় আমি আমার জীবনের দু চারটে কথা বলেছি, বন্ধুর কথা, আমি চেয়েছি সেই কথা শুনে হলেও আপনাদের জীবনের পরম বন্ধুদের কথা মনে পড়ুক, মনে থাক, বন্ধুরে বেঁচে থাক আমাদের হৃদয়ে।
অমলকান্তি ____নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে, দেখে ভারী কষ্ট হত আমাদের। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে; চা খায়, এটা-ওটা গল্প করে, তারপর বলে, “উঠি তাহলে।” আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না। অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হল, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি-রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে ভাবতে-ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
ভাইয়া,একটা আবদার পূরণ করবেন প্লিজ? আমার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা, আপনার উপজেলার পাশেই। ঈদে, কিংবা যেকোনো ছুটিতে বাড়ি আসলে আপনার সাথে একটু দেখা করার সুযোগ দিবেন?
আমি আপনার আতিকুল হতে চাই মায়ের হাতের আলুনি কচু হতে চাই হতে চাই গুমসা পেতে চাই সান্নিধ্য হ্যাঁ, একটা ২৭ শে অক্টোবর পেতে চাই। আর একটা আলিঙ্গন পেতে চাই। ভালো থাকবেন___
একটি অনুরোধ সবার প্রতি;
এই আবৃত্তিটি শুনবার সময় দয়া করে শুধুমাত্র কবিতাটি কিম্বা অল্প কিছুক্ষণ শুনে চলে যাবেন না। শুনলে সময় নিয়ে পুরো পরিবেশনাটি শুনবেন, আর না শুনলে শুনবেন না, সমস্যা নেই। এই পরিবেশনায় আমি আমার জীবনের দু চারটে কথা বলেছি, বন্ধুর কথা, আমি চেয়েছি সেই কথা শুনে হলেও আপনাদের জীবনের পরম বন্ধুদের কথা মনে পড়ুক, মনে থাক, বন্ধুরে বেঁচে থাক আমাদের হৃদয়ে।
ভালোবাসা রইল প্রিয় ভাই 🥰
পুরোটা এক বারে শেষ করতে না পারলে, পরে আবার শুনে শেষ করি! ❤❤
সব বন্ধু রা ভালো থাক
আমার প্রিয় একটি কবিতা৷ হারিয়ে যাওয়া বন্ধুরা ভাল থাক৷
পছন্দের মানুষ।
মুগ্ধতায় পরিপূর্ণ প্রিয় টুনু ভাই
ধন্যবাদ আপনাকে ভাই
অমল কান্তির মতো আমারও রোদ্দুর হতে ইচ্ছে হয়, মরে যাই 🥹🙏
চমৎকার❤
অনেক সুন্দর হয়েছে
স্মৃতিটুকু ভিষণ প্রাকৃতিক সহজ সরল সুন্দর।
ভালোবাসা জানবেন
সময়ের দূরত্ব বোঝা খুব কঠিন...🖤⚡
একদম তাই
অদ্ভুত শব্দশিল্প!❤
অসংখ্য ধন্যবাদ
হিংসে হয় আপনার কণ্ঠ শুনে❤❤
হা হা হা হিংসে হবে কেন! চর্চা করুন, আমার থেকেও খুব ভালো হবে নিশ্চিত।
@@Mahbubur_Rahman_Tunu ভালোবাসা ও শুভকামনা রইলো ভাই❤️❤️❤️
ধন্যবাদ,
অনেক অনেকদিন পর এক দুষপ্রাপ্য
ভালোলাগায় অভিভূত হলাম।
আপনাকেও অশেষ ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।
এ তো সামান্য সময় আপনার পরিবেশনা বা আবৃত্তি এক যুগ বিরতিহীনভাবে চল্লেও আমি মনযোগ দিয়ে শুনি।
আপনাকে আমার অন্তরে ঠাঁই দিয়েছি টুনু ভাই।
কথা গুলো কলিজায় লাগে ভাইজান
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
মুগ্ধ হয়ে শুনছিলাম কথাগুলো অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইলো বন্ধুত্বের প্রতি ❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Barthota tai ak somoy parthona hoye roye jai...SP.... ❤
অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, এখানে শুধু আবৃত্তি, গান নয়, একটা গল্পও আছে, আশা করি ভালো লাগবে।
আহা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…🤍
❤️❤️
বাহ
অমলকান্তি
____নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।
আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে;
চা খায়, এটা-ওটা গল্প করে, তারপর বলে, “উঠি তাহলে।”
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি-রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
Excellent
খুব সুন্দর হয়েছে, অসাধারন!!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে
কবিতাটি আমার খুবই পছন্দের 🤎
আমি সবসময় অপেক্ষায় আপনারা কবিতা আবৃত্তি শোনার জন্য।
অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, এখানে শুধু আবৃত্তি, গান নয়, একটা গল্পও আছে, আশা করি ভালো লাগবে।
আপনি আমাদের উত্তরবঙ্গের গর্ব টুনু ভাই। শুভকামনা 🎉
শুভকামনা আপনাকেও। গর্ব হবার মতন অতখানি যোগ্য হয়তো নই কিন্তু মননে মগজে সবসময়ই আমার উত্তরবঙ্গকে ধারণ করবার আপ্রাণ চেষ্টা করি আমি। উত্তরবঙ্গ আমার শেকড়।
Oshadharon
অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, এখানে শুধু আবৃত্তি, গান নয়, একটা গল্পও আছে, আশা করি ভালো লাগবে।
আহ আতিকুর ভাই
অসাধারণ 😍
অসংখ্য ধন্যবাদ আপনাকে
দারুণ লেগেছে ভাই
অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, এখানে শুধু আবৃত্তি, গান নয়, একটা গল্পও আছে, আশা করি ভালো লাগবে।
সুন্দর
ধন্যবাদ জানবেন
অসাধারণ আবৃত্তি
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Very Nice❤❤❤
অনেক ধন্যবাদ
ভাইয়া এই রকম অনুষ্ঠানে যেতে চাই!
আমাদের কুড়িগ্রামে একজন টুনু ভাই আছেন।
অসাধারণ ভাই💥💥
অসংখ্য ধন্যবাদ আপনাকে
বেঁচে থাকুক বন্ধুত্ব❤ যদিও আমার কোন বন্ধু নাই 😔
বন্ধুত্ব বেঁচে থাক। 🌿
ভাই আপনার নতুন আবৃত্তি কি আসবে?? নতুন আবৃত্তি শুনতে চাই
অনেক দিন পরে মন ভরে কেঁদেছি😅
ভাল থাকুক সব হারানো বন্ধুরা🖤🥀
২৩ November ২০২৩
ভালোবাসা জানবেন। আপনিও ভালো থাকুন সবসময়।
@@Mahbubur_Rahman_Tunu ভাই শুনি বছর কয়েক হলো,দোয়া করি আকাশ সমান বড় হন🖤🥀
ভাই আপনার প্রতিভা দেখে মুগ্ধ হই। ভালবাসা রইলো আপনার প্রতি।🥰🥰
ভাইয়া,একটা আবদার পূরণ করবেন প্লিজ?
আমার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা, আপনার উপজেলার পাশেই। ঈদে, কিংবা যেকোনো ছুটিতে বাড়ি আসলে আপনার সাথে একটু দেখা করার সুযোগ দিবেন?
আমি আপনার আতিকুল হতে চাই
মায়ের হাতের আলুনি কচু হতে চাই
হতে চাই গুমসা পেতে চাই সান্নিধ্য
হ্যাঁ, একটা ২৭ শে অক্টোবর পেতে চাই।
আর একটা আলিঙ্গন পেতে চাই।
ভালো থাকবেন___
ইনশাআল্লাহ ফের কোনো আয়োজন হলে জানাবো নিশ্চয়ই।
প্রাইমারি বন্ধুরা