ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
এই টপিকে বাংলায় এই প্রথম এতো সুন্দর ব্যাখ্যা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যারা ইয়াং জেনারেশন তারা অনেক সময় ইংলিশ দেখে অথবা পড়ে অনেক ইনফরমেশন নিতে পারি। কিন্তু যারা একটু সিনিয়র তাদের অনেকেরই এখন এই টপিকগুলা জানা প্রয়োজন। কিন্তু বাংলায় ভালো ব্যাখ্যার অভাবে তাদেরকে জানানো যায়না। আপনি সেই ঘাটতি পূরণ করেছেন অনেকাংশেই। আপনার কাছে থেকে এমন আরও অনেক কন্টেন্ট আশা করি। ভালো থাকবেন, অনেক দোয়া থাকলো।
This video change my life ❤️ thank you, i am suffering from this types illness for couple of months. This video is really a blessing for me❤️ after watching this video , i tried to do “Dopamine detox” ----- it actually works. Love you & may Allah bless u❤️
মোবাইল আর ইন্টারনেটের দ্বারা বিরক্ত হয়ে যখন কোন টিপস্ পেতে ইউটিউব খুললাম যে সার্চ করবো কিভাবে মুক্তি পাওয়া যায় এ অসহ্য যন্ত্রণা থেকে ঠিক তখনই সর্বপ্রথমে আপুর এ চমৎকার কনটেন্ট টি চলে আসে আলহামদুলিল্লাহ ❣️ অতঃপর ধৈর্য ধরে আমি একের অধিক বার কনটেন্ট টি দেখি যাতে স্মৃতি তে গেঁথে যায় এমনকি সবশেষে ডাউনলোড করে রাখি অফলাইনে শুনার জন্য ও অন্যকে শুনানোর জন্য। JazakAllah ❣️ dear sister KKS❣️
আপনার ভিডিও থেকে নামটা শুনে আমি বইটা পড়েছি এবং ডিস্ট্রাকশন থেকে অনেক বেরিয়ে এসেছি, কাজে ফোকাস করতে পারছি। বইটার কথাগুলো মনে থাকবে যতদিন সাথে আপনার কথাও মনে থাকবে৷ অনেক অনেক শুভকামনা আপনার জন্য৷
@@NoOne-ul8dy নীলক্ষেতে অভাব নেই। এছাড়া Daraz online shop থেকেও পাবেন। আমি এখন এই লেখকের অন্য বইগুলা পড়তেছি৷ আসলে বাংলা ভাষায় এমন কথা পাওয়া যায় না আর ওনার বইয়ের ওয়ার্ড মিনিংগুলোও খুব বেশি আনকমন না। তাই খুব দ্রুত পড়ে ফেলা যায়৷
আপু " এতো চমৎকার মুটিভেশনাল কথাগুলো বলেন" মাশা'আল্লাহ! শুণে মনে হয় আপনি চমৎকার একজন লোক❤ কিন্তু আপনার হৃদয়ে যে এতো কিন্তু আছে তাতো জানতাম না!!! আপনার প্রতি ভক্তি হয়ে এতোবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম,,আপনি একবারও এক্সেপ্ট করলেন না বটে, রিকোয়েস্ট আরও কেনসেল করে দিচ্ছেন বারবার"!! বুঝলাম না!!!
আসসালামু আলাইকুম আপু৷ মনে আছে আপনি একটা ভিডিও দিয়েছিলেন একবার 'ঘরে বসে IELTS' প্রিপারেশন? যেখানে দরকারী চ্যানেল আর টিপস শেয়ার করেছিলেন? -ভাগ্যিস ভিডিও টা আপলোড করেছিলেন, আর আমার মতো কোনো ফাঁকিবাজ সেটা দেখে প্রিপারেশন নিয়েছিলো। চ্যানেলগুলো অসাধারন। আলহামদুলিল্লাহ ৭ পেয়েছি, প্রস্তুতি নিচ্ছি ইউএসএর দোয়া করবেন❤️ আমি সুযোগ খুঁজছিলাম কিভাবে আপনাকে জানানো যায় বিষয়টা। কমেন্ট টা চোখে পড়লে জানবেন আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরাও ইনশাআল্লাহ নিজেদের সবটা দিয়ে চেষ্টা করবো যাতে পরের কারো সাথে ও এমন ভালোই ঘটে❤️
আপনি এত সুন্দর করে গুছিয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না।আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ম্যাম আর হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে এইরকম ভিডিও আরো আশা করি আপনার থেকে ভালোবাসা সবসময়। সুস্থ, সুন্দর, ও সুখী হোন সবসময় দোয়া করি।🌸💙
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
I've watched a lot of videos regarding this topic. As most of the videos are in english, I think many of us don't understand the subtle meaning of these videos. Thanks for creating a video on this topic because it has become a MUST for this generation to emancipate themselves from intoxication of dopamine.
The last part shows a lot of innocence that you own.And I love that apu.You are so humble you just don't care about the formalities.You listen only your heart and that makes you special from others.Go ahead apu and snatch the world with your positive attitude💓.And shamelessly I am waiting for your reply😄
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
আপু আপনি আমার দেখা এক অসাধারণ নারী। যে কিনা মুখভর্তি মেকআপ এর আড়ালে নিজেকে লুকিয়ে রেখে সবার সামনে আসে না।আপনার ভিডিওগুলোতে সময় দিলে তা আমার জীবনের কাজেই লাগে,নতুন করে কিছু না কিছু শিখতে পারি। অনেক অনেক দুআ আপনার জন্য।ভালোবাসা রইলো❤️💖
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
that is what i need in this moment. Thanks and thank you so much apu. I have watched this video for two times. I will try to follow it. And most importantly, you deserve this time. You deserve more. God bless you🙌🥰🥰
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
Apu ami tumake onek age thekei follow kori ebong tumar sobgula video dekhi... But this video helps me a lot to be more productive... Amio ek bosatei "Dopamine Detox" boi ta ses korlam... Thanks a lot for this kind of amazing videos.
খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা এবং এরকম টপিক নিয়ে আমার মনে হয় না এভাবে কেউ এত সুন্দর করে কথা বলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি সবার সামনে আনার জন্য।
You're worth watching. The way you talk,the way you explain things, it feels like you're in front of me. I'm learning lots of things from you. Aside from making me smile and happy through your presence, you taught me some valuable lessons. Keep it up apu. We all need someone like you. And about today's topic...i think everyone has already said that in comment, that we all needed that. অনেকদিন পর দেখে অনেক ভালো লাগলো। আর অনেক অনেক ভালো থেকো,হাসিখুশি থেকো।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই অত্যন্ত সময়উপযোগী ও তথ্যভিত্তিক আলোচনার জন্য| আমি একজন বিজ্ঞানের ছাত্র, অঙ্ক করা আমার কাজ| সে প্রসঙ্গেই এই লেখনী ধারণ করতে হলো| আমি খেয়াল করে দেখেছি যে সুর ও তালের সাথে চিন্তাভাবনা বিমূর্ত হয়ে ওঠে, যা আমার অনেক কাজে লাগে| গান চালালে সত্যি ই প্রথমে মন বসে না, কিন্তু কিছুক্ষন কাটানোর পর, বিলম্বিত লয়ে মন বিমূর্ত দৃষ্টিভঙ্গি কে ক্রমশ আলিঙ্গন করে নেয়| সংগীতের সুচনারস ক্রমশ বিমূর্ত চিন্তার মাধুকরী হয়ে ওঠে| এটি কি ডোপামিন টক্সিসিটির বিপ্রতীপ অবস্থান?
How beautiful you are sonya! Everytime I watch your content, I feel so blessed and detoxified. I wish, one day i will meet you. You have a holy motto. And you definitely deserve my time. Thanks to RUclips that i have found you ❤ Love from Kolkata 🌸
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
আমার জীবনের বেস্ট রিভিউ! সত্যি বলতে আপনি যেটা বলছিলেন যে আপনি আমার মাথাটা কিনে নিচ্ছেন এটাতে আপনার লাভ হচ্ছে কিংবা আপনি আয় করতে পারছেন...ফলো, লাইক, শেয়ার বাড়ছে কিন্তু এতে কি আমার লাভ হচ্ছে!!? আসলে হ্যা সত্যি বলতে যেটাতে আমি অনেক মোটিভেট হচ্ছি, খুব ক্লিয়ার কিছু আইডিয়া পাচ্ছি, স্বাচ্ছন্দ্য বোধ করছি সেখানে আসলে লাভ টা আমারো হচ্ছে, আপু!! না হলে তো হ্যাপিই হতাম না, কিংবা আত্মতৃপ্তি পেতাম না, পেয়েছি দুটোই! যার জন্য অনেক ধন্যবাদ আপু!!আমি নিজেও বইটা নিয়ে রিভিউ লিখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আপনি যেভাবে রিভিউ দিলেন তাতে আসলে বোঝা যায় আপনি প্রায় পুরো ব্যাপারটাই বইয়ের আত্মস্থ এবং একই সাথে এপ্লাই করে ফেলেছেন অত্যন্ত সুন্দরভাবে... এবং এখন আমার মনে হচ্ছে আমি আর এই বই সম্পর্কে আরি কি ই বা লিখবো!!😐😐
আপু, আজ প্রথম আপনাকে খুজে পেলাম। অস্থির ভাবে বলেন আপনি। খুব ভাল্লাগছে আপনাকে। আর বই পড়ার স্টাইল টা আপনার সাথে আমার মিলে ও গেছে। YOUR videos are worth watching.
ভিডিও টার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ আপু। আমার বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে এমন একটা ভিডিওই দরকার ছিলো। জানিনা কতটুকু পারব কাজে লাগাতে বাট চেষ্টা করবো। ফোন এর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছি ২ মাস পর এইচএসসি।মা বাবা চাকরির কারনে বাইরে থাকে বাড়িতে একা পড়া হয়না। 🗯️ওটা আসলে রংগোন গাছ না ওটা পাতাবাহার গাছ (ইনডোর) ওটাতে ফুল ফুটবে না পাতাটাই সুন্দর। আমি গাছপালা এক্সপার্ট (লাভার) আর কি 😅😅 আপনার গাছ গুলা দেখলে আর ওদের প্রতি ভালোবাসা দেখলে অনেক ভালোলাগে 🤗।
আপু এটা খুব সম্ভবত রঙ্গন ফুল গাছ না। এটা পাতা বাহার মনে হচ্ছে। আমাদের বাসায় আছে। কিছুদিন পর বড় কিছুতে পটিং করতে পারেন। এটা বড় ঝোপালো হলে খুব ভালো লাগে দেখতে।
Assalamulaikum Apo, স্কুল কলেজের বই বাদে কোনো বইই জীবনে পড়ি নাই. আপনার ভিডিও দেখি আমি অনেক দিন ধরে.. সেই ভিডিও থেকে আমি অনুপ্রাণিত হয়ে.আমি আজ ১৫টা বই কিনি তার মধ্যে ১৫টা বইই আপনার ভিডিও থেকে নেওয়া.. ধন্যবাদ আপু 💛
শেষ দুটো ভিডিও তে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু এই ভিডিও তে আপনাকে আবার আগের মতন হাসি খুশি দেখে খুবই আনন্দিত হলাম। আপনাকে মনমরা একদম ভালো লাগে না দিদি। এরমি থাকবেন সবসময়।
Tumar video ta asolei amar kaj korteche.................. ar ami every week jokhon boita revise kori tokhon tumar video ta o dekhe nei ekbar thanks amon akta video bananor jonnno........🥰🥰🥰🥰
I took a break from watching your video for last 1 month... I was distracted by the short clips of films or videos like that.. So , I got the notification but didn't watch it saying myself that whenever I will fill myself with thrust to hear the good wishes or msg , I will come back.. Happily I was right and here it is today , I am filling myself again by your thoughtful videos again💙
Studying while listening to music is not beneficial when there are lyrics because it activates the language-processing center of the brain but listening to music without lyrics can be quite beneficial to some people.
আমি এতোটা অস্থির যে আপনের ভিডিও দেখতেও বিরক্ত লাগতিছে প্লেব্যাক স্পীড বাড়িয়ে অনেক কষ্টে ধর্যের সাথে ২ মিনিট দেখলাম বাকি টা পরে দেখে নিব লিং সেভ আছে😑 অস্থিরতা থেকে বের হয়ে আসতেই পারিনি না সারাক্ষণ কোন না কোন কিছু খুটুর খুটুর করতে থাকি
Finally amon akjon content creator er khoj pelam J amar time er worthy... Ami j vdo ta dekhlam tate amar lav hoise! Bekar jainai time ta... Thank you apu💝 And lastly I'll obviously buy this book 📖 Thank you for your suggestion... Ami akjon hsc candidate...6 tarikh theke amar xm...bt amr ei muhurte apnr vdo ta onek beshi help korlo... again thank you for your great advices...💝💝💝
চোখের পলকেই ভিডিও টা শেষ হয়ে গেলো। কখন যে ১৫ মিনিট পার হয়ে গেলো বুঝতেই পারিনি। ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন❣️
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
ইন্টার পাশ করার পর বাবারে জুরাজুরি করে অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম,, এখন আমার মনে হয় যদি সেদিন ফোনটা না কিনতাম তবে আমার জীবনটা অন্য রকম হত,,,,
আমারও একই অবস্থা।
😂😂
আসলেই 🫀
chapri vai@@be.peaceful.and.respectful
😢
এই মানুষটাকে যে সময়গুলো দিচ্ছি, সে আসলেই সময়গুলো deserve করে।
Your affection for plant just melted my heart.❤️
এমন সময় ভিডিও টা দেখছি, এ সময় আমার জন্য যেনো এটাই প্রয়োজন ছিলো,ধন্যবাদ আপু❤️🥀❤️
Thank you so much apu 💗❤️
Right
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
Same 😌💝💝
Same here
এই টপিকে বাংলায় এই প্রথম এতো সুন্দর ব্যাখ্যা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা যারা ইয়াং জেনারেশন তারা অনেক সময় ইংলিশ দেখে অথবা পড়ে অনেক ইনফরমেশন নিতে পারি। কিন্তু যারা একটু সিনিয়র তাদের অনেকেরই এখন এই টপিকগুলা জানা প্রয়োজন। কিন্তু বাংলায় ভালো ব্যাখ্যার অভাবে তাদেরকে জানানো যায়না। আপনি সেই ঘাটতি পূরণ করেছেন অনেকাংশেই। আপনার কাছে থেকে এমন আরও অনেক কন্টেন্ট আশা করি। ভালো থাকবেন, অনেক দোয়া থাকলো।
এত সুন্দর গোছানো কমেন্টের জন্য ধন্যবাদ, আপু! আমি বিষয়টা এভাবে ভেবে দেখিনি। এখন আপনি বলাতে ভালো লাগছে।
❤
@@KhadizatulKobraSonya আপু বাংলায় লেখা কোন বই আছে নাকি।
জীবনের এই অসস্তিকর পরিস্থিতিতে এই ভিডিও টিই দরকার ছিল। Thanks a lot queen।
This video change my life ❤️ thank you, i am suffering from this types illness for couple of months. This video is really a blessing for me❤️ after watching this video , i tried to do “Dopamine detox” ----- it actually works.
Love you & may Allah bless u❤️
মোবাইল আর ইন্টারনেটের দ্বারা বিরক্ত হয়ে যখন কোন টিপস্ পেতে ইউটিউব খুললাম যে সার্চ করবো কিভাবে মুক্তি পাওয়া যায় এ অসহ্য যন্ত্রণা থেকে ঠিক তখনই সর্বপ্রথমে আপুর এ চমৎকার কনটেন্ট টি চলে আসে আলহামদুলিল্লাহ ❣️
অতঃপর ধৈর্য ধরে আমি একের অধিক বার কনটেন্ট টি দেখি যাতে স্মৃতি তে গেঁথে যায় এমনকি সবশেষে ডাউনলোড করে রাখি অফলাইনে শুনার জন্য ও অন্যকে শুনানোর জন্য।
JazakAllah ❣️
dear sister KKS❣️
One of the honest content maker I have ever seen !
Thank you for your consultation.
নীলক্ষেতে বইটা আজ দেখলাম, যা আগে কখনোই চোখে পড়েনি। আচমকাই এই ভিডিও সামনে এলো!! কোইন্সিডেন্স!! আরো একদিন আগে দেখলে এটা এখন টেবিলে থাকতো
আপনার ভিডিও থেকে নামটা শুনে আমি বইটা পড়েছি এবং ডিস্ট্রাকশন থেকে অনেক বেরিয়ে এসেছি, কাজে ফোকাস করতে পারছি। বইটার কথাগুলো মনে থাকবে যতদিন সাথে আপনার কথাও মনে থাকবে৷ অনেক অনেক শুভকামনা আপনার জন্য৷
আচ্ছা বইটা কই থেকে পেতে পারি??
@@NoOne-ul8dy নীলক্ষেতে অভাব নেই। এছাড়া Daraz online shop থেকেও পাবেন। আমি এখন এই লেখকের অন্য বইগুলা পড়তেছি৷ আসলে বাংলা ভাষায় এমন কথা পাওয়া যায় না আর ওনার বইয়ের ওয়ার্ড মিনিংগুলোও খুব বেশি আনকমন না। তাই খুব দ্রুত পড়ে ফেলা যায়৷
বাংলা ভার্সন আছে ভাই
আপু " এতো চমৎকার মুটিভেশনাল কথাগুলো বলেন" মাশা'আল্লাহ! শুণে মনে হয় আপনি চমৎকার একজন লোক❤
কিন্তু আপনার হৃদয়ে যে এতো কিন্তু আছে তাতো জানতাম না!!!
আপনার প্রতি ভক্তি হয়ে এতোবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম,,আপনি একবারও এক্সেপ্ট করলেন না বটে, রিকোয়েস্ট আরও কেনসেল করে দিচ্ছেন বারবার"!!
বুঝলাম না!!!
ইনশাআল্লাহ খুব শীঘ্রই বইটি সংগ্রহ করে ফেলবো আপু। সব সময়ের জন্য মুগ্ধ শ্রোতা। অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপু ❤️
Bhaiya kota teke collect korben tahole amake acto boilen
@@irinsultana9851 same here
আমি একজন শিক্ষক। বর্তমান সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কার্যকলাপ দেখে আমার মনে হচ্ছে এ বিষয়ে তাদের জানানো দরকার।
তোমার বলার ধরন খুব ভালো।
Our old KKS is back ❤️ hope u have healed from whatever trouble u had!... I missed ur AURA❤️
"এই দুনিয়ার সবাই আপনার মাথা কেনার জন্য বসে আছে" - best motivation ever (for me).
গাছ নিয়ে কথা বলার সময় অনেকখানি মায়া মিশে ছিল আপনার ভয়েস আর চাহনিতে...ভাল লাগছে ব্যাপারটা!
আবারও ধন্যবাদ এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য..আর আপনার ভিডিওগুলো আমার সময় ও মনোযোগ দুইটাই পাওয়ার যোগ্য🙂
ভিডিওটা দেখে সবার চেয়ে আমি বেশি উপকৃত হলাম আলহামদুলিল্লাহ! ধন্যবাদ প্রিয় আপু ভালো থাকবেন 🥰❤️
আসসালামু আলাইকুম আপু৷ মনে আছে আপনি একটা ভিডিও দিয়েছিলেন একবার 'ঘরে বসে IELTS' প্রিপারেশন? যেখানে দরকারী চ্যানেল আর টিপস শেয়ার করেছিলেন?
-ভাগ্যিস ভিডিও টা আপলোড করেছিলেন, আর আমার মতো কোনো ফাঁকিবাজ সেটা দেখে প্রিপারেশন নিয়েছিলো। চ্যানেলগুলো অসাধারন। আলহামদুলিল্লাহ ৭ পেয়েছি, প্রস্তুতি নিচ্ছি ইউএসএর দোয়া করবেন❤️
আমি সুযোগ খুঁজছিলাম কিভাবে আপনাকে জানানো যায় বিষয়টা। কমেন্ট টা চোখে পড়লে জানবেন আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরাও ইনশাআল্লাহ নিজেদের সবটা দিয়ে চেষ্টা করবো যাতে পরের কারো সাথে ও এমন ভালোই ঘটে❤️
ভাই IELTS কখন থেকে শুরু করতে হয় ??
আপনি এত সুন্দর করে গুছিয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না।আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ম্যাম আর হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে এইরকম ভিডিও আরো আশা করি আপনার থেকে ভালোবাসা সবসময়। সুস্থ, সুন্দর, ও সুখী হোন সবসময় দোয়া করি।🌸💙
Very useful and worthy books for avoiding stimulation and control addiction.
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপু। ভালোবাসা নিয়েন আপু ❤❤
Nothing is more relatable than this video
Really helpful ❤️
I've watched a lot of videos regarding this topic. As most of the videos are in english, I think many of us don't understand the subtle meaning of these videos. Thanks for creating a video on this topic because it has become a MUST for this generation to emancipate themselves from intoxication of dopamine.
The last part shows a lot of innocence that you own.And I love that apu.You are so humble you just don't care about the formalities.You listen only your heart and that makes you special from others.Go ahead apu and snatch the world with your positive attitude💓.And shamelessly I am waiting for your reply😄
I just found a good souls to watch, listen.This just brought little more happiness in life. Thank you for your presence.
Hey, you know, you deserve a very big heartwarming thanks for this video.
"Danke sehr"
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
মাথা কিনে নেওয়া this phase hits very deep inside me. Thanks a lot. 😊
The way you explain everything is sooo good Masha Allah. You can read 'Am I there yet?', you may like it.
I bought the book. Havn't read yet. Thank you for reminding me to read it.
আপু আপনি আমার দেখা এক অসাধারণ নারী। যে কিনা মুখভর্তি মেকআপ এর আড়ালে নিজেকে লুকিয়ে রেখে সবার সামনে আসে না।আপনার ভিডিওগুলোতে সময় দিলে তা আমার জীবনের কাজেই লাগে,নতুন করে কিছু না কিছু শিখতে পারি। অনেক অনেক দুআ আপনার জন্য।ভালোবাসা রইলো❤️💖
Such a great informative video... Thank you apu 😊
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
বইটার বাংলা অনুবাদ কিনেছি, সত্যি দারুন,ধন্যবাদ আপু💐💐
I suggested this book in your giveaway post. Glad to see that, you're reviewing it
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
অনেক দিন ধরে খুজতেছিলাম এই বইটার রিভিও..
ফাইনালি পাইলাম🤩. ধন্যবাদ আপু☺️
that is what i need in this moment. Thanks and thank you so much apu. I have watched this video for two times. I will try to follow it.
And most importantly, you deserve this time. You deserve more. God bless you🙌🥰🥰
Glad to know that you found it worth watching.
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
@@abdulmazed9163 হ্যাঁ। ঠিক বলছেন
জানিনা বাকিরা কি বলবেন কিন্তু এই মেয়ের কথা বলার ভংগির সাথে "সুশান্ত পাল" এর অনেক মিল খুজে পাই আমি।
jungle fame, touch me not.... I didn’t know these name. I learnt many things from ur vdo.Heartfelt Thanks to u kks💛
Apu ami tumake onek age thekei follow kori ebong tumar sobgula video dekhi... But this video helps me a lot to be more productive... Amio ek bosatei "Dopamine Detox" boi ta ses korlam...
Thanks a lot for this kind of amazing videos.
I really needed this right now...thank you Apu🖤
খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা এবং এরকম টপিক নিয়ে আমার মনে হয় না এভাবে কেউ এত সুন্দর করে কথা বলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি সবার সামনে আনার জন্য।
Worth watching at the moment when needed badly.Loads of love apu🖤
Keep us updated😊💖
Worth Watching at the moment when needed badly. Loads of Love you apu.keep us Updated ❤
বই যারা পড়েন আর গাছ যারা গাছের পরিচর্যা করেন তারা হচ্ছেন জলের মতো সরল।
বই ও গাছ এক অসাধারণ মেলবন্ধন।
You're worth watching. The way you talk,the way you explain things, it feels like you're in front of me. I'm learning lots of things from you. Aside from making me smile and happy through your presence, you taught me some valuable lessons. Keep it up apu. We all need someone like you. And about today's topic...i think everyone has already said that in comment, that we all needed that.
অনেকদিন পর দেখে অনেক ভালো লাগলো। আর অনেক অনেক ভালো থেকো,হাসিখুশি থেকো।
You made my day!
@@KhadizatulKobraSonya Haha...thank you apu....You made my day too. I'm jumping literally
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই অত্যন্ত সময়উপযোগী ও তথ্যভিত্তিক আলোচনার জন্য| আমি একজন বিজ্ঞানের ছাত্র, অঙ্ক করা আমার কাজ| সে প্রসঙ্গেই এই লেখনী ধারণ করতে হলো| আমি খেয়াল করে দেখেছি যে সুর ও তালের সাথে চিন্তাভাবনা বিমূর্ত হয়ে ওঠে, যা আমার অনেক কাজে লাগে| গান চালালে সত্যি ই প্রথমে মন বসে না, কিন্তু কিছুক্ষন কাটানোর পর, বিলম্বিত লয়ে মন বিমূর্ত দৃষ্টিভঙ্গি কে ক্রমশ আলিঙ্গন করে নেয়| সংগীতের সুচনারস ক্রমশ বিমূর্ত চিন্তার মাধুকরী হয়ে ওঠে| এটি কি ডোপামিন টক্সিসিটির বিপ্রতীপ অবস্থান?
How beautiful you are sonya!
Everytime I watch your content, I feel so blessed and detoxified. I wish, one day i will meet you. You have a holy motto. And you definitely deserve my time. Thanks to RUclips that i have found you ❤
Love from Kolkata 🌸
ইদানিং অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ৪০ মিনিটের একটি অনুষ্ঠান দেখার সময় ২-৩ বার ফেইসবুক চেক করে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ,
U r such a gem...! Where have u been all these days. U r simply world class..!
বই এর লেখক এর নামের বাংলা উচ্চারণ হচ্ছে থিবো মেসির
আমার জীবনের বেস্ট রিভিউ! সত্যি বলতে আপনি যেটা বলছিলেন যে আপনি আমার মাথাটা কিনে নিচ্ছেন এটাতে আপনার লাভ হচ্ছে কিংবা আপনি আয় করতে পারছেন...ফলো, লাইক, শেয়ার বাড়ছে কিন্তু এতে কি আমার লাভ হচ্ছে!!? আসলে হ্যা সত্যি বলতে যেটাতে আমি অনেক মোটিভেট হচ্ছি, খুব ক্লিয়ার কিছু আইডিয়া পাচ্ছি, স্বাচ্ছন্দ্য বোধ করছি সেখানে আসলে লাভ টা আমারো হচ্ছে, আপু!! না হলে তো হ্যাপিই হতাম না, কিংবা আত্মতৃপ্তি পেতাম না, পেয়েছি দুটোই! যার জন্য অনেক ধন্যবাদ আপু!!আমি নিজেও বইটা নিয়ে রিভিউ লিখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আপনি যেভাবে রিভিউ দিলেন তাতে আসলে বোঝা যায় আপনি প্রায় পুরো ব্যাপারটাই বইয়ের আত্মস্থ এবং একই সাথে এপ্লাই করে ফেলেছেন অত্যন্ত সুন্দরভাবে... এবং এখন আমার মনে হচ্ছে আমি আর এই বই সম্পর্কে আরি কি ই বা লিখবো!!😐😐
Such a great video. Thank you so much ma'am.✨
আপু, আজ প্রথম আপনাকে খুজে পেলাম। অস্থির ভাবে বলেন আপনি। খুব ভাল্লাগছে আপনাকে। আর বই পড়ার স্টাইল টা আপনার সাথে আমার মিলে ও গেছে। YOUR videos are worth watching.
অনেক সময় নষ্ট করায় খুবই অস্থিরতা মধ্যে ছিলাম ভিডিও টা দেখে এত শান্তি লাগছে বলার মতো না আলহামদুলিল্লাহ।😇😇
আপনাকে অনেক ধন্যবাদ 😘😘
Apu thank you.... aro 5-6 ta amon kono boi suggest koren jegulo pore aro onek kisu shikhte r jibone kaje dibe
আমি এ প্রথম আপুটার কোন ভিডিও দেখলাম।।কত মিষ্টি করে কথা বলে আপুটা,মা শা আল্লাহ।।অনেক ভালো লেগেছে ।🌼
যদিও বা এই বিষয় টা আগে থেকেই জানা ছিলো তার পর ও আপনার ভিডিও টা দেখলাম,আসলেই অন্যদের থেকে আলাদা ভাবে উপস্থাপনা টা ছিলো।মোদ্দা কথা খুব ভালো লাগলো।
বোন এক কথায় ☺ দারুণ
কথায় কি দারুণ, সৌন্দর্য
ভিডিও টার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ আপু। আমার বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে এমন একটা ভিডিওই দরকার ছিলো। জানিনা কতটুকু পারব কাজে লাগাতে বাট চেষ্টা করবো। ফোন এর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছি ২ মাস পর এইচএসসি।মা বাবা চাকরির কারনে বাইরে থাকে বাড়িতে একা পড়া হয়না।
🗯️ওটা আসলে রংগোন গাছ না ওটা পাতাবাহার গাছ (ইনডোর) ওটাতে ফুল ফুটবে না পাতাটাই সুন্দর। আমি গাছপালা এক্সপার্ট (লাভার) আর কি 😅😅 আপনার গাছ গুলা দেখলে আর ওদের প্রতি ভালোবাসা দেখলে অনেক ভালোলাগে 🤗।
book tar somporke jante esechilam, apnar kotha sunei dopamine detox hoye geche amar. Tobuo boi ta nischoi porbo.
আসসালামুয়ালাইকুম,আপু।
আমি class 9 এ পড়ি। আপনার video টি দেখে সত্যি অনেক উপকৃত হলাম।
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤❤❤❤
আপু আপনার এই রিভিউ টা শুনে বইটা পড়ার লিস্টে রাখলাম, এমন সাবলীল রিভিউ দেখতে ভালো লাগলো৷ আপনার শেষ রিভিউ শুনেছি হু মুভড মাই চিজ,, সেটা শুনে বইটা পড়ে নিজেও রিভিউ লিখতে পেরেছি এবং মাথায় বসে আছে।
তাই আপনাকে সঙ্গী করে নিলাম আজকে☺️
অনেক ভালো একটা উপকারী ভিডিও। নিশ্চয়ই উপকার হবে।
আপু এটা খুব সম্ভবত রঙ্গন ফুল গাছ না। এটা পাতা বাহার মনে হচ্ছে। আমাদের বাসায় আছে। কিছুদিন পর বড় কিছুতে পটিং করতে পারেন। এটা বড় ঝোপালো হলে খুব ভালো লাগে দেখতে।
একদম সত্যি কথা বললেন আপু অস্থিরতা থাকে কিন্তু লক্ষ্য রাখতে পারি না 😔
গাছটিকে মনে হচ্ছে নতুন করে চিনলাম!এত সুন্দর এক্সপ্রেশন! Top
মোবাইল ফোন আসলেই আমার জন্য massive disaster ডেকে নিয়ে আসছে। I want to overcome from that. Your content is honestly related to my difficulty. Thanks
14:14-14:28 eto shundor kore keu shundor bole!!🥺
Assalamulaikum Apo,
স্কুল কলেজের বই বাদে কোনো বইই জীবনে পড়ি নাই. আপনার ভিডিও দেখি আমি অনেক দিন ধরে.. সেই ভিডিও থেকে আমি অনুপ্রাণিত হয়ে.আমি আজ ১৫টা বই কিনি তার মধ্যে ১৫টা বইই আপনার ভিডিও থেকে নেওয়া.. ধন্যবাদ আপু 💛
Yes recently ami ai problem ta suffer korchi but ajker ai video amar jonno onek helpful holo thank you apu.
বেশ কিছুদিন যাবত ফোকাস করতে পারছিলাম না।এখন ভিডিও টা দেখে খুব ভালো লাগলো।
আপু যখন গাছ দেখাচ্ছিলেন তখন ফেসিয়াল এক্সপ্রেশন 🤭🤭
কতোটা খুশি 🤭😁😁🖤🖤
আমার দেখা ইউটিউভের সেরা কন্টেন্ট।অসংখ্য ধন্যবাদ আপু।
Thank you apu khub sundhor vabe bujiyecen.
আপনার ভিডিওস দেখলে একটুও মনে হয়না সময় অপচয় করছি।Waiting for your home tour video.. ❤
Sister Your Every information so powerful for changing attitude.
আপনি অনেক চমৎকার ও সুন্দর করে কথা বলেন😊, আলোচনার বিষয়টিও অনেক দারুণ।
Commuicate korar way bolle khusi hobo💕
Kisu important kotha cilo👋
Love 💕 your approaching
Last duita video just awesome,tnq so much apu🖤
Apnr video onk kaje dei✌🏻
আপনার Video Ending জোস🤵♂️💝
ঠিক বলেছেন আপু।আমার জন্য এই সময়ে এই ভিডিওটা খুবই দরকার ছিলো,একদম পার্ফেক্ট সময়ে পেলাম।অনেক ধন্যবাদ 🥰🤗
অসাধারণ, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, এই চেনেল দেখে বই পড়ার অভ্যাসটা তৈরি হলো, অসংখ্য ধন্যবাদ॥🙏🇮🇳
এভাবে বই গুলোর আরও review দিও আপু শুনতে অনেক ভালো লাগে🥺❤️
Video fb te dekhsi but RUclips eo abar dekhlam 🙃🙃
শেষ দুটো ভিডিও তে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু এই ভিডিও তে আপনাকে আবার আগের মতন হাসি খুশি দেখে খুবই আনন্দিত হলাম। আপনাকে মনমরা একদম ভালো লাগে না দিদি। এরমি থাকবেন সবসময়।
চমৎকার জিনিস নিয়ে আলোচনা করেছেন, ধনবাদ।
Tumar video ta asolei amar kaj korteche.................. ar ami every week jokhon boita revise kori tokhon tumar video ta o dekhe nei ekbar thanks amon akta video bananor jonnno........🥰🥰🥰🥰
I took a break from watching your video for last 1 month... I was distracted by the short clips of films or videos like that.. So , I got the notification but didn't watch it saying myself that whenever I will fill myself with thrust to hear the good wishes or msg , I will come back.. Happily I was right and here it is today , I am filling myself again by your thoughtful videos again💙
Studying while listening to music is not beneficial when there are lyrics because it activates the language-processing center of the brain but listening to music without lyrics can be quite beneficial to some people.
আমি এতোটা অস্থির যে আপনের ভিডিও দেখতেও বিরক্ত লাগতিছে প্লেব্যাক স্পীড বাড়িয়ে অনেক কষ্টে ধর্যের সাথে ২ মিনিট দেখলাম বাকি টা পরে দেখে নিব লিং সেভ আছে😑 অস্থিরতা থেকে বের হয়ে আসতেই পারিনি না সারাক্ষণ কোন না কোন কিছু খুটুর খুটুর করতে থাকি
Tumi onk sundor kore kotha bolo apu..all the best🥰🥰
খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ধন্যবাদ
চমৎকার একটা বই!! পড়েছি এবং ডিটক্স নিয়ে দেখেছি কাজে দিচ্ছে👌
Finally amon akjon content creator er khoj pelam
J amar time er worthy...
Ami j vdo ta dekhlam tate amar lav hoise! Bekar jainai time ta...
Thank you apu💝
And lastly I'll obviously buy this book 📖
Thank you for your suggestion...
Ami akjon hsc candidate...6 tarikh theke amar xm...bt amr ei muhurte apnr vdo ta onek beshi help korlo... again thank you for your great advices...💝💝💝
কথাগুলো খুব সুন্দর আর আন্তরিক,,, ঠিক আছে 🙂
বইটি সকালে রকমারি নামক অ্যাপে দেখেছিলাম। কয়েক পেইজ পড়ে ভালো লেগেছিলো। কিন্তু অর্ডার দিবো কিনা সেটা নিয়ে হীনমন্যতা কাজ করছিলো। আপনার ভিডিও দেখে অর্ডার দিয়েই দিলাম! 😀😍
আপনাকে অসংখ্য ধন্যবাদ খাদিজা আপু 💙💙💙
আলহামদুলিল্লাহ আপনার ভিডিও না দেখলে ডিটোক্সে কি ভাবে থাকবো।
বই আজ থেকে আরো ২০ বছর আগে পড়া বন্ধ হয়ে গিয়েছিলো। আপনার কথায় আবার শুরু করবো
এই ১৫ মিনিটের ভিডিও মনোযোগ ধরে রেখে একটানা দেখতে পারি নাই!
অসাধরন লাগলো কি সুন্দর সহজ ভাবে বোঝালেন। অনেক এগিয়ে যান। শুভকামনা 😊😊😊😊🧡
Amio ei vabei choli ei bishoye na jenei. Tobe notun kore ei bishoita jene valo laglo.