Love, Life, Relationship | Haemin Sunim | The Things You Can See Only When You Slow Down | KKS

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @raidhar7377
    @raidhar7377 3 года назад +783

    প্রতিদিন ১০-১৫মিনিট করে একটি অধ্যায় রিভিউ। আমার কাছে এটাই বেস্ট মনে হয়৷ তাহলে অনেকটা বেশি ব্যাখ্যা করা সম্ভব। ❤️

    • @anwaraakter7653
      @anwaraakter7653 3 года назад +24

      আমারও তাই মনে হয় কারণ এতে বইটা না পড়লেও চলে ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারলে

    • @KhadizatulKobraSonya
      @KhadizatulKobraSonya  3 года назад +193

      ফিডব্যাকের জন্য ধন্যবাদ, আপু! আপনার কমেন্টে অনেকেই লাইক দিয়েছে দেখলাম। তারমানে বেশিরভাগ মানুষ আপনার সাথে একমত।

    • @rownakniloy8252
      @rownakniloy8252 3 года назад +9

      @@KhadizatulKobraSonya রিপ্লাই এর জন্য ধন্যবাদ, আপনার কমেন্টে অনেকেই লাইক দিয়েছে দেখলাম। তারমানে বেশিরভাগ মানুষ আপনাকে পছন্দ করে, আমিও করি কিন্তু অন্য ভাবে .

    • @MahedihasanSrv
      @MahedihasanSrv 3 года назад +4

      @@rownakniloy8252 🤣🤣🤣🤣

    • @khairulalam4987
      @khairulalam4987 3 года назад

      Apu

  • @গনিতপাঠশালা
    @গনিতপাঠশালা Год назад +19

    দুজন মানুষের ভালবাসার অনুভূতি যখন একই রকম হয় তখন সেখানে স্বর্গ নেমে আসে, আর যদি ভুল মানুষকে ভালবাসা হয় তখন সেখানেই নরকের চেয়েও অধিক যন্ত্রনা সহ্য করতে হয়

  • @tripleone8829
    @tripleone8829 3 года назад +19

    তৃতীয় পয়েন্ট টা আমি অনেক আগে থেকেই উপলব্ধি করি । আর এই তৃতীয় কারণ টার জন্য আমি আমাকে স্বার্থপর ভাবতে শুরু করি । এখন মনে হচ্ছে আমি একা নাহ , সবাই ই আমার মত স্বার্থপর । ধন্যবাদ KKS .

    • @alaminpranto1662
      @alaminpranto1662 2 года назад

      আমি আমার নিজেকে অনেক আগে থেকে স্বার্থপর বলে জানিয়ে এসেছি আমার কাছের মানুষ এর কাছে।আজ আপুর কথা গুলোর সাথে মিলে গেছে দেখে খুব হাসি পাচ্ছে😁😁

    • @smshuvadramondal3167
      @smshuvadramondal3167 6 месяцев назад

      আমিও একইভাবে ভেবেছিলাম। আজকে বুঝলাম।

  • @fazlefaaz4719
    @fazlefaaz4719 2 года назад +4

    এইতো কিছুদিন আগেই আমি লিখেছিলাম....
    সে আমার জীবনে এসেছিলো, আর সবচেয়ে সুন্দর কিছু অনুভূতি দিয়ে গেছে।
    এখন এটা দেখে আনন্দিত হচ্ছি যে, আমিও সঠিক ভাবেই ভাবতে পারি, যেটাকে সবাই অন্যরকম ভাবে দেখে।
    ধন্যবাদ আপু❤️❤️

  • @antukumar1402
    @antukumar1402 3 года назад +20

    ৭০-৮০ পেইজের এসাইনমেন্ট লিখতে লিখতে আপনার ভিডিও শুনছি। মনোযোগ বাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। আপনার কথা শুনতেই ভালোলাগে। 😀💙

  • @Tahsin2005
    @Tahsin2005 7 месяцев назад +4

    আপু , আমি আপনার এই videoটা ২০২২ সালে প্রথম দেখছি। আপনার উপস্থাপন অসম্ভব সুন্দর। এই একটা video দেখার পর আপনার সব video আমি দেখছি। আমি যখনই কষ্ট পাই কিংবা জীবন নিয়ে হতাশ হই , দৌড়ে আসি আপনার video দেখতে। আপনার কথাগুলো মন হয় আপনি আমাকে বলছেন। আপনার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে। আপনিই বলছেন,জীবনে অনেক মানুষ আসে , অনেকে চলে যায় ।জানেন , আপনি আমার জন্য প্রশান্তির একটা জায়গা। আপনার কথায় আমি মানষিক শান্তি পাই। আমি আপনাকে আমার best friend মনে করি, যদিও আপনার সাথে কখনো পরিচয়ই হয় নি। আপনার জন্য যত দোয়া করি, তত যেনও কম হয়ে যায়।আমি আমার আল্লাহ তায়ালার কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আপনার জ্ঞান সবার মধ্যে ছড়ানুর তৌফিক দেন। আপনার সুন্দর সুখি জীবনের কামন করি। Love you apu. Love you forever. Thank you for being so lovable.(I’m your unknown little sister Tahsin Suraiya

  • @gumbol7678
    @gumbol7678 3 года назад +13

    এমন একটা সময় এসে ভিডিওটা দেখলাম!!!
    খুব সম্ভব আমার দরকার বলেই এই ভিডিওটা সামনে আসছে...আপনার উপস্থাপন উচ্চারণ বর্ণনা সব কিছুই অতি অনবদ্য অসাধারণ...ভালো থাকবেন❤

  • @humiraafia1393
    @humiraafia1393 2 года назад +1

    আসসালামু আলাইকুম। এই বইটির মতো করে বিভিন্ন বইয়ের পাঠগুলো এতোটা সহজ, সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করার বিষয়টি আমার মতো নিয়মিত(যদিও আগে অনিয়মিত ছিলাম😊) অন্যান্য শ্রোতাবৃন্দের ভালো লাগার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। এভাবে খন্ডাকারে পাঠগুলো নিয়ে (বইয়ের প্রেক্ষিতে) আপনার ব্যক্তিগত অভিমত দিয়ে গড়ে তোলা লোভনীয় আলোচনা আমাদের কাছে প্রত্যাশিত। অবশ্য বিষয়টি নির্ভর করছে আপনার ব্যস্ততার বাহিরের অবকাশের ওপর।

  • @humayraafreensporsho6134
    @humayraafreensporsho6134 3 года назад +150

    What a nice feeling man...at the end of the day I can say that I enjoyed 21 minutes peacefully...

    • @KhadizatulKobraSonya
      @KhadizatulKobraSonya  3 года назад +15

      Hello, apu! ♥

    • @i.mbappy
      @i.mbappy 2 года назад +5

      Apu k fst a korien mne krsilm😅😁

    • @soikotzubayer
      @soikotzubayer 2 года назад

      @@i.mbappy ❤️🙂😃

    • @nayemashraful8392
      @nayemashraful8392 2 года назад +3

      Exactly..... Muhurto ta mugdhotay vora... chokher poloke sesh hoye gelo somoy tuku. God Bless KKS Sister...

    • @prodipmojumder6493
      @prodipmojumder6493 2 года назад +2

      @@KhadizatulKobraSonya what is the book's name...?

  • @MdSohelRana-h4y1f
    @MdSohelRana-h4y1f Год назад +1

    আজ আরেকবার শুনলাম।
    শুরু থেকেই আপনাকে ফেসবুকে follow করি। সব সময় সব ভিডিও দেখা হয়না। কিন্তু যেইটা দেখি মনোযোগ দিয়ে দেখি। এই লেখকের ভাবনায় নিজেকে অনেটা খুঁজে পাই।
    আর আপনার উপস্থাপনার কোন জুড়ি নেই।
    আপনার কথার শেষে "হ্যাঁ.." বলে ছোট্ট একটা টান থাকে। এইটা আমার অসম্ভব রকমের ভাল লাগে।
    At last thanks a lot for the beautiful gift!❤

  • @fatimaakter9664
    @fatimaakter9664 2 года назад +23

    I am an absolute nerd when it comes to medical books but I have never had the habit of reading a regular book. But recently I am inclined to read books, because of you. You make them sound to interesting and the toughest job of summarizing it in a interesting way. A great job! May Allah bless you with lots of success and happiness

  • @arefinrahman6262
    @arefinrahman6262 2 года назад +3

    একটা বই কতটা যত্ন নিয়ে লিখেছেন একজন লেখক...সেটা এই বই না পড়লে বুঝা সম্ভব নাহ...আর আপনি সেই লেখাগুলো এতটা সুন্দর করে উপস্থাপনা করেছেন জাস্ট স্পিচলেস আপু...আপনার জন্যে অনেক অনেক শুভকামনা...😍🥰😍

  • @nionnafiw8325
    @nionnafiw8325 3 года назад +7

    আমার 4 বছরের অনলাইন জীবনে হয়তো এই প্রথম আমি এতো সুন্দর কনটেন্ট দেখলাম.! একরাশ কৃতজ্ঞতা আপু আপনার প্রতি। ভালো থাকবেন আর আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন।
    Love from Kushtia, Bangladesh❣️

  • @helenaktershumi6759
    @helenaktershumi6759 2 года назад +3

    Apu, you literally made me cry.
    I'm a teenager of 17 years old.
    I'm unable to accept these bitter truth & I don’t wanna believe "At the end of the day, we all are selfish. "
    I will always try to be selfless InshaAllah.

  • @mrsujon3753
    @mrsujon3753 3 года назад +4

    অনেক দিন পর একটা ভালো চ্যানেল পেলাম , বাংলা কন্টেন্ট নিয়ে ভালো চ্যানেল পাওয়া যায় না। ... keep it UP.

  • @nobelmallik7594
    @nobelmallik7594 2 года назад +1

    আপু এই ভিডিয়ো টি দেখার পর আমার মনে হল যে আমার সময়টুকু অপচয় হয়নি, বরং আমি চমৎকার কিছু লেসন সম্পর্কে জানতে পারলাম। অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @shakilahmed5537
    @shakilahmed5537 3 года назад +6

    আপনার পোস্ট, ভিডিও কনটেন্ট, বুঝানোর দারুণ ক্যাপাসিটি দেখে বই পড়ার প্রতি আরো তীব্রতা বেড়ে যাচ্ছে।
    আমাদের জন্য কষ্ট করে কন্টেন্ট দিবেন। আর ভালো থাকবেন সবসময়। ❤️❤️

  • @sakib7920
    @sakib7920 2 года назад +1

    আপু তোমার কথা বলার ধরন এতো সভ্য 🌸

  • @smatiqurrahman7354
    @smatiqurrahman7354 3 года назад +10

    Two days ago somehow I came across your video in my down time and started to enjoying it ... It reminds me my old days in Sweden as a new comer...it was long time ago and after that we helped so many Bangladeshi students to move there before leaving Stockholm.

  • @shahnazmary1067
    @shahnazmary1067 5 месяцев назад

    কথার সৌন্দর্য্য কত সুন্দর হয়! আপনার কথা শুনলে সেটা অনুধাবণ করা যায়❤

  • @mdrafiullah1418
    @mdrafiullah1418 3 года назад +23

    I was deepressed about my life
    But after seeing this video,
    Just feel better
    Thank u

  • @Baharul238
    @Baharul238 2 года назад

    আপনার কথা যতই শুনি ততই মুগ্ধ হই।নিজেকে ঐ পর্যায়ে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা।যারা আমাকে শুনবে তারাও যেন ততটাই মুগ্ধ হয়।

  • @Mahfuzurr_Rahman
    @Mahfuzurr_Rahman 2 года назад +4

    14:03 আমরা বলি সে আমাকে দুঃখ দিয়ে চলে গেছে; অথচ কখনো বলি না সে আমাকে সুখ দিয়ে কিংবা চমৎকার কিছু মুহুর্ত উপহার দিয়ে গেছে!! মানুষ অদ্ভুত রকমের দুঃখ বিলাসী প্রানী।

  • @mamotaleb7773
    @mamotaleb7773 2 года назад

    এক কথায় অসাধারণ একজন মানুষের সন্ধান পেলাম, কোন ম্যাটেরিয়ালস এর সাথে তুলনা করলে তা কোহিনূর হীরা পাওয়ার মতো একটা ব্যাপার। আপনার উপস্থাপনার কৌশল কথা বলার ভঙ্গি বিশেষ করে মিষ্টি হাসিমুখে প্রকাশভঙ্গি টা অসম্ভব সুন্দর লেগেছে। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এর সাথে আরো চিন্তাশীল কন্টেন্ট পাওয়ার জন্য অনুরোধ রাখছি।

  • @smatiqurrahman7354
    @smatiqurrahman7354 3 года назад +18

    "We choose not randomly each other.We meet only those who already exist in our subconscious."

  • @SukumonirAhmed
    @SukumonirAhmed 3 месяца назад +2

    ভিডিওটা যে বড়ো এটা আমি টের পাইনি খুব মন দিয়ে গিলেছি।
    বার বার দেখার মতো ।
    🌹🌹❤️❤️

  • @DailyITNews-lp2lk
    @DailyITNews-lp2lk 2 года назад +16

    I want a regular 15-20 mins for one chapter because you can explain well and more. Thank you, big sister ...

  • @subrataghosh7966
    @subrataghosh7966 2 года назад +1

    গতকাল RUclips আমাকে আপনার ভিডিও সাজেস্ট করল। তারপর থেকে আপনার ভিডিও দেখেই যাচ্ছি।
    আপনার প্রতিটি ভিডিও অসাধারণ।
    পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক শুভকামনা রইলো।
    এভাবেই এগিয়ে যান।
    ❤❤🇮🇳❤❤

  • @rafsankhan4606
    @rafsankhan4606 2 года назад +8

    Your speech is likely to help me a lot to abandon unnecessary stuffs in life💕💪

  • @MuradHasan-10
    @MuradHasan-10 6 месяцев назад +1

    It doesn't matter if your content is long or short if someone likes it❤

  • @shurashidas7148
    @shurashidas7148 2 года назад +6

    The way you or sunim explained the feeling about first love,it just melt my heart..Thank you..❤

  • @sohelhassan5173
    @sohelhassan5173 2 года назад +1

    এত smartly কথা বলার ধরণ মাশা-আল্লাহ অনেক সুন্দর,

  • @akmenamulhaque7215
    @akmenamulhaque7215 2 года назад +13

    You have achieved more life lessons than your age. Keep up good things.

  • @sharifuladmire5372
    @sharifuladmire5372 2 года назад +1

    খুব ভালো একটা বিষয় পেলাম আজ,প্রেমের অনুVhuTe সত্যি বিস্ময়কর!!! 🍁

  • @ArafDewanVlogs
    @ArafDewanVlogs 3 года назад +10

    Your talking style is quite similar to Khalid Farhan bhai. And it’s really impressive. Cz he makes amazing content. And you're also explaining everything so beautifully. Keep donig & Sharing your experience. 🖤🇧🇩

  • @ashrafulislam2791
    @ashrafulislam2791 2 года назад

    আপনি এভাবে সারাদিন কথা বললে আমি মনোযোগি হয়ে সারাদিন শুনতে ও রাজি আছি 💖

  • @tanzilalitu4023
    @tanzilalitu4023 2 года назад +3

    I think one chapter is enough for one video. I really fall in love your speech ❤️. Love you

  • @priyankapoddar4474
    @priyankapoddar4474 2 года назад

    আপনার দেওয়া বুক রিভিউ বই পড়ার প্রতি আর্কষণ অধিক মাত্রায় বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ ম্যাডাম।

  • @b-98syedanaufamustabeennou80
    @b-98syedanaufamustabeennou80 2 года назад +4

    And I enjoyed 21 minutes peacefully... Thanks 🤍

  • @RaselAhmed-yd9ro
    @RaselAhmed-yd9ro 2 года назад

    'আমরা যা কিছুই করি সবটাই আমাদের মনের satisfaction এর জন্যই' এই উপলব্ধি টা আমি গত বছর, আমার বয়স যখন 20 প্রথম feel করি।

  • @jamilshams8005
    @jamilshams8005 3 года назад +8

    আপু আপনার কথাগুলো প্রতিদিন অনুপ্রেরণা দেয়❣️

  • @mahisoyel8054
    @mahisoyel8054 2 года назад

    আপনার ভিডিও আমার এতো ভালো লেগেছে,,,যে আমি প্রথম দিনই ১০ থেকে ১২টা ভিডিও দেখেছি।।প্রথম ফেইসবুকে দেখি,,তারপর ইউটিউবে সার্স দিয়ে দেখি,,,,অনেক ভালো লাগে আপনাকে😍😍

  • @azmirisultana5307
    @azmirisultana5307 2 года назад +5

    Brevity is the soul of wit.💞

  • @Emran4
    @Emran4 2 года назад

    তোমার কথাবার্তা খুবই ভালো লাগে।একদিন প্রায় ৭টা ভিডিও দেখে ছিলাম।এখন আর তেমন দেখি না মনে কষ্ট লাগে।জানিনা কেন এমনটা হয়!!!এতো পরিমান মনেযোগ দিয়ে ভিডিও দেখি যে মনে নিজের পড়া এতো মনযোগ দিয়ে পড়িনা।যেদিন ভিডিও দেখি সেদিন কিছুক্ষণ পরপর টপিক ও মেকারের কথা চিন্তা করে হাসি।😍😍😍😍

  • @oshikkhittt
    @oshikkhittt 2 года назад +3

    More than 1 chapter at a time is perfect in perspective of mine.

  • @sharanagato
    @sharanagato 2 года назад

    আজ হাতে পেলাম বইটা l বইটা পড়ার আগেই একটা দারুণ feel পাচ্ছি l ওনার সম্পর্কে ইন্টারনেট এ খুঁজতে গিয়ে আপনার এই বাংলা চ্যানেল এর ও খোঁজ পেলাম l খুব ভালো লাগলো l

  • @EsabelaHossain
    @EsabelaHossain 3 года назад +30

    Long long videos... I wish there were daily hourlong videos!! I've fallen in love with your words, your videos already became one of my morning rituals! Love hearing you.. And I'm afraid very soon I may run out of videos!! 😩😩
    So please please please, upload more and more...
    Don't worry, I'll not make an unhealthy habit though!!!
    And thank you so very very much for your initiative and useful contents

  • @TamizUddin-Cox
    @TamizUddin-Cox 2 года назад

    বোন, আপনি অনেক সুন্দর মনের মানুষ। কারণ, স্বভাব না থাকলে প্রভাব কখনোই পড়ে না। আপনিও এর ব্যতিক্রম নয়। অজস্র ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনি একদিন অনেক বড় মাপের মানুষ হবেন। দোয়া ও শুভ কামনা নিরন্তর। (তমিজ উদ্দিন, কক্সবাজার।)

  • @rafayetrehan9764
    @rafayetrehan9764 2 года назад +77

    262K subscribers now! One day it'll cross million In Shaa Allah.

  • @mrcool2101
    @mrcool2101 Год назад

    হটাৎ করেই আপুর এই ভিডিও টা সামনে আসলো,
    দেখেও নিলাম - পরক্ষণেই অনুভব করতে লাগলাম যে মনের ভিতর কেমন যেনো কোন এক ধরনের প্রশান্তি বয়ে যাচ্ছে।
    এগিয়ে চলুন, সাথে আমাদের নিয়ে❤️

  • @abrarshahriar4652
    @abrarshahriar4652 2 года назад +5

    You've become my favorite influencer apu. i don't know if you will read my comment or not ...this video was uploaded 2 month ago. but one thing i must admit , that is your videos have inspired me a lot to read English story books🖤 thanks a lot apu.. may allah bless you. Hugeeee respect , hats off 🤝👋

  • @taniaakter5111
    @taniaakter5111 2 года назад +1

    আপনার সাধারণ কথাগুলোও কেমন যেনো অসাধারণভাবে মনে গেঁথে যায়,আল্লাহ আপনার নেক হায়াত দিন আর অনেকদূর এগিয়ে যেতে এবং আমাদের জ্ঞান বৃদ্ধিতে আরো বেশি সহযোগিতা করার তৌফিক দিন।
    অনেক ভালোবাসা আপু আপনার জন্য 💜💜

  • @canvas6424
    @canvas6424 2 года назад +10

    How beautiful this book's definition. 🌸

  • @hariharroy
    @hariharroy 2 года назад

    Love chapter-টার সাথে লেখক আর আমার অনেকটা মিল আছে। আমার প্রথম একতরফা ভালোবাসা ছিলো এক বছরে বড়। ভালোবাসা প্রকাশিত হয়েছে কিন্তু গ্রহনযোগ্যতা পায়নি। আর এর অনুভূতিটা প্রথমের দিকে খুব কষ্টের কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর এখন যখন মাঝেমধ্যেই ভাবি মনের মধ্যে অনেকটা প্রশান্তি কাজ করে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে যে আমি একজনকে এতটা নিখুঁত ভাবে ভালোবেসেছি। এবং সেটা অক্ষত আছে এখনো যেটা হয়তো আমার ভালোবাসা তার কাছে গ্রহনযোগ্য না হওয়ার কারণেই।
    ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। অনেক কিছু জানতে পারলাম এই জীবন সম্পর্কে। বইটি সংগ্রহে রাখবো আশা করি।💓💓

  • @sijanurrahmansijan7327
    @sijanurrahmansijan7327 3 года назад +23

    My notes
    2:06 - 3:20
    3:24 - 4:23
    4:24 - 6:50
    13:30 - 14:13

  • @ImranHossen-d6n
    @ImranHossen-d6n Год назад

    ম্যাম, প্রথমত আমার চোখে দেখা সবচেয়ে gorgeous মানুষটি আপনি। আপনার কথা বলা, আপনার হাসি,বুঝনোর ability সবকিছু অসাধারণ। আমি শুরু থেকে শুরু করেছি, নিজেকে চেষ্টা করতেছি আপনার মত হওয়ার। আমি কখনো কাউকে প্রশংসা করি নাই। comment করা পছন্দ না। কিন্তু আপনি এমন একটা মানুষ, ইচ্ছে করে আপনার সবকথা গুলা শুনি। Thank you so much এতো সুন্দর করে ভিডিও গুলা করার জন্য।

  • @kamrunkayser363
    @kamrunkayser363 3 года назад +9

    You are gonna rock the world mam!!❤

  • @SRTrims
    @SRTrims 2 года назад

    অদ্ভুত ভিডিও।
    আমি পড়তে পছন্দ করিনা। কিন্তু এখন পড়ার প্রতি আগ্রহ জন্মাচ্ছে। ❤️❤️❤️

  • @akbarkuwit6128
    @akbarkuwit6128 2 года назад +3

    আমি বাহারান থেকে আপনার কথা শুনছি সত্যি সারা জীবন মনে থাকবে আপনার কথাগুলি আমার ভালো থেকো বন্ধু সুখে থেকো সারা জীবন তোমার জন্য আরব দেশের থেকে দোয়া করলাম আমি

  • @amenaabedin
    @amenaabedin 6 месяцев назад

    যেসব উক্তি আপনি তুলে ধরলেন তার সবগুলোই videoটা দেখার আগে থেকেই আমি বিশ্বাস করি কারণ বিশ্বাস করার মতোন কিছু না কিছু ঘটেছে আমার সাথে। এই বইটা পড়তে খুব ইচ্ছে করছে যে এতে আর কী কী কথাবার্তা আছে যেসবের সাথে আমার মিল!
    বিশেষ করে বলতে হয় আমরা কিছুই অন্য কারও জন্য না বরং নিজের জন্য করি এই ব্যাপারটা নিয়ে। এইটার উদাহরণগুলো বেশিরভাগই sensitive এবং বেশিরভাগক্ষেত্রে বাস্তব জীবনে কাউকে বোঝাতে যাওয়াটা বিপজ্জনক কারণ মানুষ উত্তেজিত হয়ে যায় এই ভেবে যে তাকে বোঝানোর নামে স্রেফ স্বার্থপর বলা অর্থাৎ পরোক্ষভাবে গালি দেওয়া হচ্ছে!

  • @ahasanraiyan5741
    @ahasanraiyan5741 3 года назад +4

    I am a new subscriber of your channel
    Usually I don't comment, I just watch the video. But this time I could not help myself from commenting. You're truly amazing. You're style of talking is fascinating. Now I am going to watch your other videos.

  • @anirbanmahbub2432
    @anirbanmahbub2432 2 года назад

    তোমার এই কথা গুলো আমার জীবনেরই অংশ, মনে হচ্ছে এসব ঘটনা আমার জীবন থেকেই নেয়া। আমার মনের কষ্ট কিছুটা হলেও কমল তোমার কথা শুনে। ভালো থেকো প্লীজ।

  • @taeybaimrosetuly9734
    @taeybaimrosetuly9734 3 года назад +20

    Apu you literally melted my heart..
    So much love for you❤️

  • @ataulquayum4896
    @ataulquayum4896 Год назад

    অনেক ভালো লাগলো.. Thanks
    ছোট ছোট topic টাই হয়তো better বেশিরভাগ মানুষের জন্য
    আমি নিজে আপনার সবধরণেরই post দেখি
    এতো সুন্দরকরে থেমে thank you বললেন .. Just awesome.

  • @neflive3477
    @neflive3477 3 года назад +10

    I prefer long videos. Long enough to make people understand the topic as you want them to understand.
    Don't make videos just for views, make them to help people as you said these are the gifts. 😍

  • @mariumnipu1202
    @mariumnipu1202 2 года назад

    একটু কম সময়ের মানে ১ টা টপিক এ ব্যাখ্যা টাই better মনে হয়।
    তবে আপু আজকের বিষয়গুলো ও তোমার বুঝানোর expression খুবই ভালো লাগলো।🌸🤍🌸

  • @dishajahannusrat
    @dishajahannusrat 3 года назад +7

    Wow Apu
    Today for the first time I'm watching your videos & it's really touch my heart. I loved the way you talk & smile. Best wishes for you :)

  • @rimiahmad1134
    @rimiahmad1134 2 года назад

    বইয়ের গল্পের উপর নির্ভর করে কতগুলো অধ্যায় আলোচনা করা ঠিক হবে
    আসলেই চমৎকার উপহার দিচ্ছেন আমাদের ❤️ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ❤️

  • @mazharislam1312
    @mazharislam1312 2 года назад +7

    Great to watch this content '' LOVE +LIFE+RELATIONSHIP " Nice explanation, Indeed !
    ''' ( Don't make stuff because you wanna make money+get famous- it will never make you enough Money+Famous. Make gifts for people and work hard on making those gifts in the hope that those people will notice & like the gifts.'' ) Love those words & Being inspired by JOHN GREEN.
    Actually creating a new Topic/video depends on the content, like those words , Love , Life , Relationship are interconnected with each other and we can see here the comparison nicely. And Explanation of one Topic will be Okay in one shot.
    Lots of Thanks and Love for your Good work.🥰

  • @mdabid9674
    @mdabid9674 2 года назад

    আপনার কথা গুলো শুনেই বইটা পড়ার ইচ্ছে জাগলো। ধন্যবাদ আপু।এরকম আরো ভিডিও দিবেন তাহলে আমাদের মতো বই প্রেমিকদেরজন্য ভালো হবে।💗

  • @龙龙-o5u
    @龙龙-o5u Год назад +5

    19:17 I recently stumbled upon your channel and I have to say, I'm hooked! Your videos are so informative and well-produced, and I really appreciate the small talk at the end of each video where you share your thoughts on various topics like your new plants. I can see why your channel has grown so much since December 2021, and I'm happy to be one of your new subscribers. Although I must confess to being a recent subscriber, I have already indulged in a multitude of your insightful videos. Your fastidious attention to detail and informative approach render every episode a veritable feast for the intellect. Keep up the great work and I look forward to your future content!

  • @najijkhan8648
    @najijkhan8648 2 года назад

    The topic was Love, Life, Relationship. That's why everyone watched the video. But the video is beautiful. I think the subject should be (ONE).

  • @arindamdev4974
    @arindamdev4974 3 года назад +7

    Thanks to this video, I have started reading any book in a very long time. So thanks to you as well. And regarding the number of chapters for the video, I think there should not be any hard rule for that. If you want to focus on one topic, then it should be one chapter. And sometimes some chapters are connected so that they can be discussed together. Such as for this video it was right decision to make three chapters in a video together. So finally it comes down what you feel about that particular video.

  • @amanatali7000
    @amanatali7000 2 года назад

    আপনার বলার স্টাইল যে কাউকে বইটি পড়তে বাধ্য করবে। খুবই চমৎকার উপস্থাপনা।

  • @nahidaakter3714
    @nahidaakter3714 2 года назад +3

    Assalamu alaikum sister 💜🖤
    Today for the first time I'm watching your video's and it's really touch my heart.
    I loved the way you talk and smile 💗
    Best wishes for you.

  • @fitnesssprint3226
    @fitnesssprint3226 2 года назад

    Break-up por apnar Video dakchi.. Mentality vbe onk santi laglo apnar ktha sune.
    Thanks

  • @tarequssakibhamim7486
    @tarequssakibhamim7486 2 года назад +3

    Worth listening. It's comforting to listen from you. Thanks! 😊

  • @taherahmed4997
    @taherahmed4997 Год назад

    মানুষ যে এত্তো সুন্দর করে কথা বলতে পারে আপু আপনাকে না দেখলে বুঝতে পারতাম না ❤️❤️❤️❤️অনেক অনেক ভালো লাগছে আপু, 🥰🥰

  • @mdgolapraz2406
    @mdgolapraz2406 3 года назад +7

    Amazing just amazing you are!!
    Pragmatic critical appreciation of the book. Keep going on...
    Anyway your Hoodie is awesome like BLACK IN GIRL.

  • @riyadsaleho569
    @riyadsaleho569 Год назад

    ২১ মিনিট না, ২১ ঘন্টা হলেও আপনার ভিডিও দেখে যাবো,, ভালো লাগে আপু।।🧡

  • @hoomanAdnan
    @hoomanAdnan 3 года назад +6

    Best revenge is love ❣️🙌🏼

  • @thechoibangla2424
    @thechoibangla2424 Год назад

    ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকই সব কয়টা এক্সাম্পল দিয়ে দিলেন। ভালো লাগছে আপু.. 😍

  • @asmaaktarakhi7396
    @asmaaktarakhi7396 3 года назад +5

    আপু একটা ভিডিও তে একটা চ্যাপ্টার নিয়ে কথা বলায় ভালো হবে কারণ ভিডিও -র ডিরেকশন একটু বড় হলে একটানা দেখতো সমস্যা হয়, তারপরও দেখা হয় কিন্তু ছোট ভিডিও হলে মনোযোগটা বেশি থাকে।
    আপনার জন্য অনেক ভালোবাসা🥰।
    বইটা আমিও পড়ছি,এইচএসসি পরীক্ষা চলছে, একাডেমিক বই পড়ার পাশাপাশি এই বইটা একটু করে পড়ছি ভালোই লাগছে,বইটা ইংরেজিতে হলেও যেহেতু খুব বেশি দুর্বোধ্য না তাই হয়তো আরো বেশি ভালো লাগছে।
    আর হ্যাঁ ধন্যবাদ আপু এত সুন্দর কন্টেন্ট উপহার দেয়ার জন্য 🥰।

    • @KhadizatulKobraSonya
      @KhadizatulKobraSonya  3 года назад

      হ্যালো, আপু!
      আপনার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আর এত সুন্দর ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ।

  • @Rafiahmed441
    @Rafiahmed441 2 года назад

    আপনাকে যখন দেখি, আপনার কথা গুলো যখন শুনি তখন নিজেকেও অনেক সুখী সুখী মনে হয়। ☺️🥰

  • @fariha567
    @fariha567 2 года назад +3

    You are an amazing speaker ❣️

  • @afiqueahmed9647
    @afiqueahmed9647 2 года назад

    এই ভিডিও টা চমৎকার ছিলো, আর ১ বসায় ২-৩ টা অধ্যায় নিয়ে কথা বল্লে খারাপ হয়না তবে ভালো লাগে শুনতে 🥺❤️

  • @arijitbarua7701
    @arijitbarua7701 3 года назад +9

    beautifully explained!

  • @lubabatasnimzaman2534
    @lubabatasnimzaman2534 2 года назад

    অাপু, রিলেশনশিপ এর অংশটা সম্পূর্ণ ঠিক। Because I experienced it. Clearly there should be a limit in relationships.

  • @marufbillahofficial786
    @marufbillahofficial786 3 года назад +4

    আপনার কনটেন্ট গুলা ভাল লেগেছে,আর আপনার চেহারা এবং প্রশংসনীয় হাসি আমার এক নিকট আত্মীয়ের মাস্টার কপি। এগিয়ে যান আপনার সেলিব্রিটি হওয়া সুনিশ্চিত।

  • @sufiatradingcorporation591
    @sufiatradingcorporation591 7 месяцев назад

    True, real speech my dear! Your every speech universal truth , I realise that! May Allah bless you !

  • @MstSadia-ne9ws
    @MstSadia-ne9ws 3 года назад +5

    কয়েকটা চ্যাপ্টার একসাথে আপু, তাহলে কানেক্ট করা যাবে বেশি।

  • @MdNahid-oj4hb
    @MdNahid-oj4hb 8 месяцев назад

    এত সুন্দর করে কথা বলেন আপনি, কথা গুলো আপনার মুখ থেকে কথা না মুক্তা রুপে ঝরে পড়তেছে। আপনার কথা গুলো শুনলে মনটা একদম ভালো হয়ে যায়।কথা গুলো শোনার জন্য প্রায় প্রতিদিন একটা করে ভিডিও দেখি।

  • @fatemamoni1473
    @fatemamoni1473 3 года назад +19

    শিশির ভেজা শিউলি তুমি,
    শুভ্র তোমার মন।
    পিছু টানের কারণ তুমি,
    আমার অকারণ।
    শাসন বারণ কারণ তুমি,
    স্বপ্ন চোখে দেখা।
    একটুখানি কারণ তুমি,
    আমার ভালো লাগা।

  • @GopalKumar-lw4wh
    @GopalKumar-lw4wh 2 года назад

    ইউটিউবে আমার দেখা সবচেয়ে বেস্ট ভিডিও ছিল এটা ।
    thanks

  • @masumbillah120
    @masumbillah120 3 года назад +5

    একটা অথবা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলাটাই বেটার।
    বড় ভিডিও দেখতে ভাল্লাগেনা আমার

  • @sdnahidanjum5147
    @sdnahidanjum5147 2 года назад

    কালকে বিকেলে হঠাৎ করে তোমার ভিডিও সামনে আসে।
    একবার ক্লিক করে দেখি , ব্যস....
    ওই দেখছি শুধু।
    কে তুমি জানিনা। জানতেও চাইনা। কিন্তু এত সুন্দর স্টোরি টেলিং হয়তো খুব কমই দেখেছি।
    তোমার এই মিষ্টি বক বক শুনে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো।😀
    খুব সাধারণ ভিডিও এর মধ্যে এক অসাধারণ আকর্ষণ হতে পারে টা ভাবাই যায়না।
    ভালো থাকবেন। এগিয়ে যাবেন ।
    সঙ্গে অনেক ভালোবাসা নেবেন।☺️

  • @nurnabi5803
    @nurnabi5803 Год назад

    যেকোনো বিষয় নিয়ে আপনার উপস্থাপন আমার খুব ভালো লাগে

  • @introvertguyuk
    @introvertguyuk 2 года назад

    এতো সুন্দর করে কিভাবে কথা বলেন আপনি? মাঝে মাঝে মনে হয় যদি আমিও এমন করে কথা বলতে পারতাম।। 😍

  • @minhazulislamadon4867
    @minhazulislamadon4867 Год назад

    আপনার সব গুলা ভিডিওই দেখি..
    সবটাই দেখি। তাই বড় গুলা সময় নিয়ে দেখি। এজন্য দেখতে প্রায়ই সময় লেগে যায়...

  • @SumaiaSumu-y5z
    @SumaiaSumu-y5z 5 месяцев назад

    আমার মনে হয় আপনার দেয়া সেরা বই রিভিউ এটা😊