রঘুপতি কি পারবে রাজাকে সিংহাসন থেকে সরাতে?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1 тыс.

  • @bubuonnet
    @bubuonnet Год назад +531

    যেন পূণ্য অর্জন করলাম…সর্বাঙ্গসুন্দর কি এক উপস্হাপনা…কি যত্নের নির্মান…প্রত্যাশা বেড়েই চলেছে…এমনই উঁচু তারে বাঁধা থাকুক প্রতিটি পরিবেশনা…কান্ডারী মীর…সবাইকে নিয়ে আপনার ডয়যাত্রা অব্যাহত থাকুক…অসংখ্য শুভেচ্ছা।

    • @sanjeevbid5172
      @sanjeevbid5172 Год назад +22

      সত্যিই মীরদা অনবদ্য তোমার পরিবেশনা ৷যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনাপ্রবাহ ৷ কবিগুরুর সৃষ্টিকে তুমি প্রান দিয়েছো ৷ অমর হ'য়ে থাকলো তোমার কন্ঠে ৷

    • @mousumighosh2554
      @mousumighosh2554 Год назад +14

      গল্প যে শোনাও যায় তা যেন ভুলতে বসেছিলাম। কি যত্ন পরিচালনায়, কি অনবদ্য সকলের পাঠ। অপূর্ব।

    • @monalisabiswas3707
      @monalisabiswas3707 Год назад +3

      Sotti golpo path er smy na pawa house wife der jonno a jano sretho upohar....

    • @Tarik7311
      @Tarik7311 Год назад +2

    • @aaritsisters
      @aaritsisters Год назад +2

      Galper Maan j evabeo bariye deoa Jay ta Mir da praman kore dilen...
      Kurnish janai apnake...
      Apnar kanthei amar galpo sonar hate khori .charane pranam nio dada❤❤❤❤.

  • @Rab_bi
    @Rab_bi Год назад +340

    মীর কে ঈশ্বর বাঁচিয়ে রাখুক হাজার হাজার বছর🌼

    • @shamikdas2504
      @shamikdas2504 Год назад +2

      😊6😅7😅8

    • @shamikdas2504
      @shamikdas2504 Год назад

      78gu। 8g8 8vuvg 8ugg। 8ug8huv8g uu8h8। Ug 8gv8v vvu 8ug 8u 8😊😊😊😊😊

    • @bhaswatinath5892
      @bhaswatinath5892 Год назад

      R amra eirokom sundor oti sundor uposhthapana dhunte thaki.....😊😊

    • @TUHINMONDAL-wf8yh
      @TUHINMONDAL-wf8yh 5 месяцев назад

      হাজার বছর নয়
      ওটা হবে শত বৎসর

  • @tannisthabiswas6983
    @tannisthabiswas6983 Год назад +33

    শেষ পর্বে চোখ দিয়ে জল বেরিয়ে গেলো,,, এই গল্প জীবনের চরম সত্য ও চরম শিক্ষা শিখিয়েছে........ "সততাই চরম সত্য" ❤❤❤ অসাধারন উপস্থাপনা❤❤ মন প্রাণকে ভালোবাসায় সিক্ত করেছে

  • @arnabbag6240
    @arnabbag6240 Год назад +20

    যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি তেমনি অসাধারণ উপস্থাপনা ❤️

  • @sumandey3
    @sumandey3 Год назад +268

    গোমতি নদীর তীরে ভূবনেশ্বরী মন্দিরের পাশে বসে গল্প টি শুনলাম। প্রত্যেকটা মুহূর্তকে চোখের সামনে দেখলাম। ❤ from Tripura.

  • @Ramiz-Shaikh
    @Ramiz-Shaikh Год назад +33

    যেমন উপন্যাস তেমনি যথার্থ শিল্পী। সব চরিত্র গুলোই যেনো জীবন্ত ও বর্তমান। বিশেষ করে রঘুপতি চরিত্রটি যেনো শুভাশিস মুখার্জির জন্যই সৃষ্টি। অনবদ্য সৃষ্টি হৃদয় ছুঁয়ে যাবার মতো সংলাপ 🙏❤️❤️

  • @debadreebhattacharya4624
    @debadreebhattacharya4624 Год назад +22

    কি অপূর্ব কথন! কি অপূর্ব ভাষ্য সকলের! বিশেষ করে রঘুপতি তো সকলকে তাক লাগিয়ে দিয়েছেন! ❤🎉
    মীর স্যারের কাছে আমার অনুরোধ, যদি সম্ভব হয়, রবিঠাকুরের বাকি কালজয়ী উপন্যাসগুলো এভাবে পরিবেশন করবেন।

  • @JamesPathak-v2x
    @JamesPathak-v2x Год назад +35

    শ্রোতাদের রুচিবোধ ও ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে সাপ্তাহিক উপহার দেওয়ার অবিরাম আগ্রহ সত্যিই প্রশংশনীয় ।
    অফুরান ভালোবাসা " গপ্পো মীরের ঠেকের " প্রত্যেক শিল্পী ও সহকারীদের।❤

  • @iffatjasmine950
    @iffatjasmine950 Год назад +14

    শাহ্ সুজা মসজিদটি প্রকৃতই কে বানিয়েছেন এ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তবে রাজর্ষী গল্পের মধ্যে যে আমাদের কুমিল্লা শহরের এতো সুন্দর ঐতিহ্যবাহী এই মসজিদের কথার উল্লেখ আছে তা জানা ছিলো না। অসংখ্য ধন্যবাদ গপ্পো মীরের ঠেককে এই গল্পটি নির্বাচনের জন্য.. ❤️

  • @m2dutta
    @m2dutta Год назад +3

    ভাষায় অভাব ধরেছে আমার।।। এতটাই বিশ্বয়কর আর অভূতপূর্ব পাঠ আমি বহু দিন শুনিনি।।। প্রত্যেকটা টি চরিত্র এবং তাঁদের অভিব্যক্তি আমার মনের কোথায় কোথায় যে ছুঁয়ে যায়নি টা বলা শক্ত।।। আশা বাড়িয়ে দিচ্ছ মীর দা।।। সক্কলের জন্য হৃদয় পূর্ণ ভালোবাসা।।। 🌹🌹🌹🌹🌹

    • @rakeshsarker6198
      @rakeshsarker6198 Год назад

      ঠিক বলেছেন দিদিভাই ।।অদ্ভুত এক পরম প্রশান্তি অনুভব করতে পেরেছে আজ😊।।

  • @suklabera4571
    @suklabera4571 Год назад +43

    অসাধারণ, কোনো শব্দ নেই বর্ণনা করার জন্যে সমস্ত চরিত্র গুলো যেনো জীবন্ত হয়ে উঠেছিল । গল্পঃ শোনার সেই পুরনো আবেগ টা আবার জীবন্ত হয়ে উঠছে । অনেক ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সবাইকে ❤

  • @saswatimondal6897
    @saswatimondal6897 Год назад +3

    এ যেন ইতিহাসের এক অধ্যায়কে জীবন্ত হতে দেখলাম। দুঃখে কেঁদেছি,সুখের সময়ে হেসেছি,অন্তর দিয়ে প্রতিটি শব্দকে অনুভব করলাম।কি অসাধরণ উপস্থাপনা। কালজয়ী লেখক, মীরদা,শুভাশীষ বাবু, অনির্বাণ বাবু এবং বাকি কলাকুশলীদের প্রণাম জানাই।

  • @Aesthetic_Preety_Gayen
    @Aesthetic_Preety_Gayen Год назад +17

    এ গল্প সকলের চেয়ে আলাদা, এ এক ও অনন্য! ঠিক যেমন গপ্প মীরের ঠেক সকলের চেয়ে আলাদা এক ও অনন্য!
    এ গল্প উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই! ❤

  • @amitray7806
    @amitray7806 21 день назад

    অসাধারণ উপস্থাপনা.... কোনো কথা হবে না...... মীর দা একমেবদ্বীতিয়ম...... কোন প্রশংসাই যথেষ্ট নয়...... মন প্রান ভরে গেল......

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +68

    নক্ষত্র রায় এর ডাকে, রঘুপতির আগমন যেন গুরু গম্ভীর মেঘ গর্জন.. অভাবনীয় শুভাশীষ মুখার্জির আত্মবিশ্বাসী অভিনয়.. 🙏👍🙏💐💐

  • @buddhadevalearnerteacher7944
    @buddhadevalearnerteacher7944 Год назад +5

    দুর্দান্ত শেষে কেঁদে ফেললাম।। চোখের সামনে যেন নগর পাহাড় দেখতে পাচ্ছি।।।❤❤❤❤ ত্রিপুরা থেকে ভালোবাসা।।

  • @shuklabanerjee6355
    @shuklabanerjee6355 Год назад +5

    'গল্প মীর এর ঠেক ' team এর অনবদ্য উপস্থাপনার জন্য সম্পূর্ণ কাহিনী টা যেনো চোখের সামনে ঘটে যেতে দেখলাম!!
    রাজা গোবিন্দমানিক্য র ভূমিকায় শ্রী বিপ্লব দাশগুপ্ত, এঁর কন্ঠ অসাধারণ 🙏

  • @parbatibanerjee7183
    @parbatibanerjee7183 Год назад +2

    Osadharon !!! Sotti e Rabi Thakur serar Sera ! Ei golper tulona hoyna 🙏

  • @bitankundu9727
    @bitankundu9727 Год назад +12

    Mir Da ভাষা নেই প্রশংসা করার। এত অপূর্ব উপস্থাপনা মন কে ছুয়ে যায়। ২ বার করে ২ টো এপিসোড শুনে ফেলেছি। আবার শুনতে চাইছে মন। Subhasish বাবুর অভিনয় মনে দাগ কাটে। বাংলা গল্পের একটা মাত্রা এনেদিয়েছ। অনেক শুকামনা রইল।

  • @saswatidey1774
    @saswatidey1774 Год назад

    গোবিন্দ মানিক্যর জীবন দর্শন আজকের জীবনে প্রায় অদৃশ্য।
    মীর দা তুমি ও তোমার দল অনবদ্য। এগিয়ে যাও.... আমাদের সমৃদ্ধ কর, বাংলা র নাম উজ্জ্বল কর।

  • @chakrabortyadrija4563
    @chakrabortyadrija4563 Год назад +12

    চোখের সামনে পুরো কাহিনী দেখতে পেলাম ।সারা গাঁয়ে কাঁটা দিয়ে উঠলো ।ধন্যবাদ মিহির দাদা ।

  • @mitapaul5577
    @mitapaul5577 Год назад +19

    অসাধারণ। মনটাকে পুরো গঙ্গাজলে ধুইয়ে দিল। মীর, তোমার কাছে আরো অনেক এই ধরনের উপন্যাস শোনার আশা রাখছি।

  • @piyalibasu4695
    @piyalibasu4695 Год назад +12

    অসাধারণ♥️♥️আমরা যারা সত্তর বা আশির দশকে বড় হয়েছি গল্পের বই আমাদের জীবনের অঙ্গ ছিল, বইয়ের মধ্যে লুকিয়ে কত যে রাত জেগে গল্পের বই পড়েছি.... আস্তে আস্তে ডিজিটাল দুনিয়ায় বই পড়া কমে গেল। বাংলা সাহিত্যের এই স্বর্ণখনি এতো সুন্দর করে বর্তমান প্রজন্মের কাছে উপস্থিতর জন্য অসংখ্য ধন্যবাদ 👏👏 শুভশীষ, অনির্বান অনবদ্য 👍, আর মীরকে নতুন করে কিছু বলার নেই.... তোমার তুলনা তুমি নিজেই ♥️♥️বাংলা সাহিত্যের উজ্জ্বল জোতিস্ক সম্ভার তোমাদের উপস্থাপনায় আরো প্রজ্জলিত উঠুক 🙏

  • @FakeNinja09
    @FakeNinja09 Год назад +1

    Entertainment bolte ami goppo mir er thek e bujhi❤

  • @swajalgiri255
    @swajalgiri255 Год назад +62

    কথায় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না , আসল সুখ শান্তি তো ক্ষমা করা আর স্বাভাবিক জীবন যাপন করা❤️

  • @papiabanerjee9396
    @papiabanerjee9396 Год назад +1

    অসাধারণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেমনি পাঠ 🙏🙏🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +24

    আরিব্বাস "শাহেনশাহ সুজা ওরফে মীর" এর উদাত্ত কন্ঠস্বর উর্দু-ভাষায়, আবার পথিক এর চরিত্র.. excellent 👌 💚 👌💚👌🙏🙏💐✌️

  • @anupambanerjee6701
    @anupambanerjee6701 11 месяцев назад +2

    শুধুই ধন্যবাদ ছাড়া ভাষা যোগানো অসম্ভব।
    জয় হোক।

  • @arunimagayen8311
    @arunimagayen8311 Год назад +4

    এক অজানা তৃপ্তিতে শরীর মন আচ্ছন্ন হয়ে আছে! এমন পরিবেশনা কে জানাই শত শত কুর্নিশ!আরো সমৃদ্ধ হয়ে উঠুক গল্প মীরের ঠেক। 'জয় হউক'🙏🌸

  • @dipankarmisra678
    @dipankarmisra678 Год назад +11

    Mir magic. Bahubali cinema ke chapiye galo Rajarshi. Chokhe jaal eshe gechhe, sabaar voice magic. Salute to total team

  • @ayanbanerjee8880
    @ayanbanerjee8880 Год назад +12

    বড়ই সময়োপযোগি উপস্থাপনা। আন্তরিক ধন্যবাদ!

  • @poulami_speaks
    @poulami_speaks Год назад +74

    রবীন্দ্রনাথ এর আরও উপন্যাস নির্ভর গল্পপাঠ চাই। অনির্বাণ ও শুভাশিস বাবু অনবদ্য ❤

  • @subhojit3803
    @subhojit3803 Год назад +194

    মীরদা সত্যিই বাংলা গল্পগুলোকে প্রাণবন্ত ও অনন্য করে তুলছে।
    Love you Mir da❤️‍🩹❤️‍🩹

    • @Aviation-220
      @Aviation-220 Год назад +1

      Right

    • @apangshude2773
      @apangshude2773 Год назад

      Ata story na amader Tripura er Agartala er sotti ghotona 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @AkashLaga-ci2xs
      @AkashLaga-ci2xs Год назад

      ​@@Aviation-220❤😢❤❤

  • @ANightUnderTheBlueSky
    @ANightUnderTheBlueSky Год назад +2

    রবীন্দ্রনাথ এই উপস্থাপনাটি শুনলে খুশী হতেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ মীরদা🙏

  • @anmold8921
    @anmold8921 Год назад +8

    অসাধারণ... শেষের দিকটা যেনো ভিতরটা নাড়া দিয়ে গেল....মীর দা অনন্য সাধারণ, সাথে background score টা যেনো মনে হলো অন্য জগতের। এই সমাপতন টা অনেক দিন পরে খুঁজে পেলাম, ধন্যবাদ কবিগুরুকে আর team ঠেক কে।

  • @madhupriyatakal547
    @madhupriyatakal547 Год назад +16

    হয়তো এই গল্পটি বইতে পড়লেও এতোটা জীবন্ত লাগতো না। ❤❤ অসংখ্য ধন্যবাদ গপ্পো মীরের ঠেক কে। ✨✨

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +49

    রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি'র শেষ পর্বটা অসম্ভব রমণীয়.. সব মহান চরিত্রের মানুষগুলোর একসাথে মিলন উৎসব,, গল্পটাকে অনেক সম্মানিত করলো mirafsaralir প্রচেষ্টায়.. hat's up 🙏 🙏 🙏 মীর.. 😘🥰🤗✌️✌️💐💐💐💐💐

  • @rahulchowray4574
    @rahulchowray4574 10 месяцев назад +1

    অনবদ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভাবে উপন্যাসটিকে আমাদের সামনে তুলে ধরার জন্য।

  • @koushikbhattacharya3925
    @koushikbhattacharya3925 Год назад +3

    কবি গুরুর এতো সুন্দর লেখা যে কখনো এতো আকর্ষণীয় বেতার নাট্যে হতে পারে ভাবতে পারিনি। এই ঠেক খুলে তুমি খুব ভালো করেছো। এই ধরনের কাজ তুমি হয়তো Sunday suspense এ করতে পড়তে না। অনেক শুভেচ্ছা 🙏

  • @piyalimondal3030
    @piyalimondal3030 Год назад +2

    অনেক অনেক ধন্যবাদ মীরদানাকে

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +7

    বাপরে বাপ, এমন অপেক্ষার এমন ভয়ংকর মিউজিক শুরুতেই অসাধারণ mirafsarali.. দুর্ধর্ষ মীর এর গলা যেমন দরাজ, তেমনই অপেক্ষা নিরসন এর ভূমিকা.. 🤗🙏🙏🙏🤗👍💐👍💐

  • @rumamondal1435
    @rumamondal1435 11 месяцев назад +1

    Osadharon golpo r osadharon uposthapona ❤😊

  • @BhajanGeet28
    @BhajanGeet28 Год назад +4

    অসাধারণ ❤ এ যেন কোনো গল্প নয় বাস্তব জীবনের চরম সত্য।
    কবিগুরুর এই কালজয়ী উপন্যাসের অনবদ্য উপস্থাপনা হৃদয় কে রসমাধু্র্য্যে ভরিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ মীরদা র পুরো টীমকে।

  • @lotifmolla7671
    @lotifmolla7671 Год назад +1

    অসাধারণ অতুলনীয়,, রবীন্দ্রনাথ ঠাকুর এর এত সুন্দর উপন্যাস, মীর এর কণ্ঠে আরো সুন্দর,, হয়ে উঠেছে

  • @NusratJahan-zq1py
    @NusratJahan-zq1py Год назад +5

    অসাধারণ ❤️❤️❤️❤️❤️

  • @Graphic_Designer-sunny
    @Graphic_Designer-sunny Год назад +1

    অনেক সুন্দর! ভাবিনী এতো সুন্দর হবে। রাজর্ষি আসছে স্যার! ❤

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +3

    রাজর্ষি শুনলাম! কালজয়ী উপন্যাস কে আপনারা অমর করে দিলেন! এতো নিখুঁত উপস্থাপনা, প্রসংশার ভাষা খুঁজে পাইনা! ❤❤

  • @newbangla1235
    @newbangla1235 6 месяцев назад

    জগৎঈশ্বর এমন অসামান্য সুন্দর অনুভূতি প্রদান করেছেন... কবিগুরুর এই অসামান্য উপস্থাপনা মাধ্যমে... এই ভাবে এগিয়ে যাক গল্প মীর এর সৈন্যদল সবার হৃদয়ের অগাধ ভালোবাসা নিয়ে.....

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +5

    আজ গল্প শুনতে শুনতে ভাবছি,, "গপ্পো মীর এর ঠেক" এ, আরও কত কত কঠিন কথার সহজ বর্ননায় গল্প শোনাবে mirafsarali.. অসাধারণ তোমার চিন্তা ভাবনা মীর .. 👍🙏👍🙏👍💚💚💐💐💐💐💐💐💐

  • @somadas9177
    @somadas9177 9 месяцев назад

    জয় রবি ঠাকুরের জয়.... সাথে এই সমস্ত কন্ঠ ধারীদের নমস্কার.... অনবদ্য

  • @mynameisarnab
    @mynameisarnab Год назад +10

    সকলে এটা চাই সেটা চাই করছে বটে, কিন্তু আসলেই যেটা হলে সবচেয়ে ভালো হবে সেটা মীরদা জানেন। শিল্পীকে তার কাজ করে যেতে দিন। Audiostory এর সর্বকালের সেরা কাজগুলোর সাক্ষী থাকুন।

  • @arpitasartcraft5581
    @arpitasartcraft5581 10 месяцев назад +1

    অসাধারণ..তেমন সুন্দর লেখনী..তেমন সুন্দর উপস্থাপনা..এত সুন্দর একটি গল্প শোনানোর জন্য মীর দা কে অনেক ধন্যবাদ...এগিয়ে চলুক "গপ্পো মীরের ঠেক"👍👍

  • @mstchinakhatun2047
    @mstchinakhatun2047 Год назад +11

    বেতালের গপ্পো চাই।।। Love from Bangladesh.❤

  • @arghadeep_das
    @arghadeep_das 9 месяцев назад

    অনেক ধন্যবাদ, ঈশ্বর আপনাদের এমন মহৎ প্রচেষ্টায় নিয়জিত রাখুন , এমন পরিপূর্ণ গল্প কবিগুরু ছাড়া অসম্ভব সর্ব অর্থে পরিপূর্ণ , সত্যি ই তিনি গুরুদেব প্রনাম জানাই ।

  • @arupghosh7461
    @arupghosh7461 Год назад +8

    অসাধারণ অসাধারণ আরো সুন্দর সুন্দর গল্প চাই ❤️❤️অনেক ভালোবাসা রইলো গপ্পো মির এর ঠেক এর জন্য ❤️❤️❤️❤️❤️❤️

  • @dolonbhattarcharyya9561
    @dolonbhattarcharyya9561 10 месяцев назад +1

    শুনে অভিভূত হয়ে গেলাম ☺️☺️
    প্রকাশ করার ভাষা নেই 🙏🙏

  • @tanuzaamrin3381
    @tanuzaamrin3381 Год назад +31

    বিপ্লব দাশগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায় যেন জীবন্ত চরিত্র। তাদের দেখা যায়, অনুভব করা যায়।

  • @biswajitbhattacharya7672
    @biswajitbhattacharya7672 Год назад +2

    Eto bhalo, bhasha hariye jai, sotti ami khub fortunate ami ei moja ta nite parchi,

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Год назад +31

    আপনার একের পর এক প্রচেষ্টা কে কুর্নিশ জানায়। ❤💝 আমাদের গপ্পো মীরের ঠেক সমস্ত বাঙালির হৃদয় জয় করে 1M লক্ষ্য মাত্রায় খুব শীঘ্রই।🥰

    • @osimakhatun310
      @osimakhatun310 Год назад

      এই যে shakil Ahamed, প্রথম পর্বে আমাকে হিংসে করা বলেছিলে.. এখন দেখ, এখানে ঠিকঠাক comments এর লাইক পড়েনা..!! 😂😂

  • @travel4lifemystery
    @travel4lifemystery Год назад

    অসম্ভব সুন্দর। যেন চোখের সামনে চলচ্চিত্র দেখছি। এতটাই মোহিত হয়ে গেছিলাম যে শেষ হয়ে যাওয়ার পরও ঘোর কাটেনি। ধন্যবাদ মীর দা। ধন্যবাদ গপ্পো মিরের ঠেকের সকল সদস্যদের।

  • @samanthahaque1412
    @samanthahaque1412 Год назад +31

    I have never in my life felt so much love and affection for any character in a story as much as I have for raja Gobindo Manaiykko. I cried a few times listening to this story. Thanks to mir for choosing this story and for the amazing presentation,(although 'amazing' is an understatement for this particular episode)

    • @godex007
      @godex007 Год назад

      You should try the story
      " The count of monte chiristo "
      I guaranted you , you are going to love it! ❤

  • @aninditade5040
    @aninditade5040 Год назад +2

    গল্পটা শুনতে শুনতে কতবার যে কেঁদেছি। মীর দা তো অসাধারণ বটেই কিন্তু পুরো টিমের এতো চমৎকার পরিবেশন যে মনে হচ্ছে সব ঘটনা সামনে প্রত্যক্ষ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীর এতো উচ্চমানের উপস্থাপনা কয় জন পেরেছে।

  • @nandanvlogs4506
    @nandanvlogs4506 Год назад +16

    Time for শরদিন্দু ঐতিহাসিক উপন্যাস❤

  • @jayitadutta9615
    @jayitadutta9615 Год назад +1

    অপূর্ব পাঠ,গল্প মীরের ঠেক প্রবল গতিতে ছুটতে থাকুক।

  • @renukanandy9801
    @renukanandy9801 Год назад +6

    অনবদ্য গল্প পাঠ।খুব ভালো লাগল।

  • @santonukundu6068
    @santonukundu6068 4 месяца назад

    এ এক অসাধারণ উপস্থাপনা, গল্প শুনতে শুনতে সময়ের অন্তরালে হারিয়ে গিয়েছিলাম, সর্বপ্রথমে প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এমন এক অসাধারণ সৃষ্টি তৈরি করার জন্য, এরপরে প্রণাম গপ্প্য মীরের ঠেক এর কলা কুশলী বৃন্দকে

  • @subhaeditz557
    @subhaeditz557 Год назад +6

    দাদার ঠেককে আমি subscribe করে রেখেছি , আপনারা করেছেন তো ! না করলে কিন্তু ঠকবেন ! এমন বহুরূপী চারিত্রিক কণ্ঠ আর কোথাও পাবেন না ❤ Love You Mir Da . Lots of love for you from Hooghly ❤

  • @joyeetabanerjee3254
    @joyeetabanerjee3254 Год назад

    Testa bere galo...goppo mir er thek...Rajarshi osadharon 🙏🙏🙏🙏

  • @itsanu9079
    @itsanu9079 Год назад +4

    শেষ 10 মিনিটে রবি ঠাকুর কে যেনো মির দা র উপস্থাপনার সাথে জীবন্ত উপভোগ করলাম🙏🏻

  • @arghadas8435
    @arghadas8435 Год назад

    Ending ta sune sudhu chokh diya jol jhorlo amr.....Golpo sunlam naki sob kichu dariya thake nijer chokher samne dakhlam setai bojha muskil.....Goppo Mir er thek tumi aro boro hou Raja Joyshingha r moton.....

  • @naruttamdas9667
    @naruttamdas9667 Год назад +4

    ত্রিপুরা থেকে বলছি, অনবদ্য উপস্থাপনা । হৃদয় ছুঁয়ে গেল।

  • @shyamalibanerjee6884
    @shyamalibanerjee6884 Год назад +1

    মীর ভাই, তোমার সংঘ বদ্ধ উপস্থাপনা অপুর্ব।

  • @fahim1.1
    @fahim1.1 Год назад +11

    ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাগলা ভক্ত সাথে মীর দাদার ও ভক্ত ❤️আমি ফেসবুকে মাত্র একটা মানুষকে ফলো করি মীর দাদা ❤️❤️

  • @salafmalla6815
    @salafmalla6815 Год назад +2

    অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মীর ভাই কে।

  • @barkatahmed3147
    @barkatahmed3147 Год назад +5

    অসাধারণ উপস্থাপনা, মীর সত্যি তুমি অসাধারণ, তুমি অনন্য। তুমি আছো বলেই মনটা হতাশা থেকে মুক্ত হয়। 💥 অনির্বাণকে কে আরও চাই 🤗

  • @jolikonar
    @jolikonar Год назад

    শ্রষ্টা প্রান সৃষ্টি করেছেন আর আপনারা তা প্রতিপালন করে চলেছেন।অসাধারণ।

  • @SunJit
    @SunJit Год назад +32

    রবীন্দ্রনাথের 'রাজর্ষি' উপন্যাসের উপরে আমি একটি নাটক দেখেছিলাম। তখনই আমার এই উপন্যাসটির গল্পটা খুব ভালো লেগেছিল। এখন 'গপ্প মিরের ঠেকে ' এই উপন্যাসটি শুনতে পেয়ে বেশ ভালো লাগছে। শুভাশিষ স্যার এবং অনির্বাণ দা 🔥🔥🔥।Part 1 দারুন হয়েছে👍

    • @reactwithindian4553
      @reactwithindian4553 Год назад

      I think it's not a galpo. It's a novel. If I m wrong please excuse. 🙏

    • @SunJit
      @SunJit Год назад +2

      @@reactwithindian4553 হমম আপনি ঠিকই বলেছেন ওটা উপন্যাস হবে ।🙏

    • @reactwithindian4553
      @reactwithindian4553 Год назад

      @@SunJit thank u sir. 🙏🙏👍👍

  • @easylife5965
    @easylife5965 8 дней назад

    জীবন্ত উপন্যাস। এই উপন্যাসের মধ্য দিয়ে কবিগুরু আমাদের হৃদয়ে থেকে যাবেন।

  • @sushavansantra3648
    @sushavansantra3648 Год назад +44

    জীবনে যত অভ্যাস তৈরি করেছি তার মধ্যে একটা হলো "গপ্পো মীররের ঠেক" আর "Sunday suspense" এ সপ্তাহে দুটি অনবদ্য গল্প শোনার অভ্যাস। ❤❤😅😅

    • @sssa9633
      @sssa9633 Год назад

      গল্প শোনার ইচ্ছেতেই তো সেরা গল্পের অপেক্ষায় থাকি আর সুন্দর গল্প খুঁজে বেড়াই।

    • @sssa9633
      @sssa9633 Год назад

      Recently "Vale of tales"channel এ একটি গল্প শুনে আমি বিমুগ্ধ। "দ্য প্রিজনার অফ জেন্ডা " গল্পটি খুব সুন্দর আর উপস্থাপনা অন্যবদ্য। 😇

  • @sanjibchattopadhyay3936
    @sanjibchattopadhyay3936 Год назад +1

    রবীনদ্রিক ভাষা যাদের কাছে সামান্য দুর্বোধ্য, তাদের তো বটেই, বাকি সবার কাছে এ যেনো একমুঠো ' আনন্দ ' ।

  • @mousmitabhattacharya6249
    @mousmitabhattacharya6249 Год назад +3

    নিজের রাজ্যের গল্পো শুনে মন ভরে গেলো। Thank you মির দা 🙏

  • @adamitde7
    @adamitde7 Год назад

    আহা কি শুনলাম। মনটা আনন্দে দুঃখে ভরে গেল। Thanks entire team

  • @niladrighosh8645
    @niladrighosh8645 Год назад +15

    মির দা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় র আরো অনেক বড়ো বড়ো গল্প ও উপন্যাস চাই। মিরদা কোনো ভুত বা ডিটেক্টিভ এর গল্প চাই না, এই ধরণের শিক্ষা মূলক গল্প চাই। প্লিজ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @milanbiswas7545
    @milanbiswas7545 10 месяцев назад +1

    কমেন্ট না করে আর থাকতে পারলাম না। মীর Kaku আপনাকে অনেক অনেক ধন্যবাদ.

  • @parvinmallik745
    @parvinmallik745 Год назад +7

    উফঃ অসাধারণ। এই কালজয়ী উপন্যাস টা পাঠ করার জন্য ধন্যবাদ।
    ঘরে বাইরে ও শেষের উপন্যাস পাঠের অনুরোধ রইল।

  • @bikasitaghoshbiswas340
    @bikasitaghoshbiswas340 Год назад

    Osadharan... Rajarsi er charitro gulo, amar samne avinoy kore galo... Mir da tumi amader Mon er sei raja, je tomar rachito singhason o mukut tyaag kore eseo , sobar majhe, Rajar Raja hoye acho

  • @ঋতুপর্ণা
    @ঋতুপর্ণা Год назад +5

    অসাধারন গল্প আর অসাধারন পরিবেশনা, গায়ে কাঁটা দিচ্ছিল ❤

  • @deba8366
    @deba8366 Год назад

    Tumi golper Raja gurudev 🙏
    Mone hoy na tomar moto keu golpo sonate parbe r tomar j kontho kojoner ba ache . asha korchi aro onek mojar mojar golpo sunte pari Mir sir u r great

  • @prosadbakuli5774
    @prosadbakuli5774 Год назад +6

    অসাধারণ ,, গল্প 🙏🙏🙏,, গল্পের ছলে হলে সত্যি ইতিহাস কিন্তু ,,, কিছু ধর্মের আস্থা মানুষ কিন্তু সত্যিকারের একজন মহান ব্যাক্তি ছিলেন 🙏🙏🙏

  • @DebasishDolui-c2j
    @DebasishDolui-c2j 23 дня назад

    সেই একমাত্র রাজা হলেন প্রভু যীশু ।
    তিনি ছিলেন, তিনি আছেন ও তিনিই থাকবেন ।

  • @akshaybanerjee5183
    @akshaybanerjee5183 Год назад +287

    Anirban Da ,Subhasish Babu, Sudip Da To Elen Abar Sabyasachi Chakroborty Ebong Poran Banerjee Ke Kara Kara Goppo Mir Er Thek E Chan?

    • @sree8991
      @sree8991 Год назад +3

      Aaammmmiiiiiiiii!!!!!!!!!!!! Ami chai!!!!!!! 🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @sudeshnadandapat3707
      @sudeshnadandapat3707 Год назад +11

      Abong Gourav Chakraborty keo chai ❤

    • @shuvradipsardar
      @shuvradipsardar Год назад +1

      🙋🙋

    • @shuvradipsardar
      @shuvradipsardar Год назад +1

      ​@@sudeshnadandapat3707 hmm

    • @1ssbrudra
      @1ssbrudra Год назад +4

      Gaurav o.

  • @barnalide7074
    @barnalide7074 Год назад

    অসাধারণ ! দুটি পর্ব বুঁদ হয়ে শুনলাম। অনবদ্য সবাই। মীর অতুলনীয়।

  • @tothepointbiology9920
    @tothepointbiology9920 Год назад +4

    This is the no 1 story channel in our universe...........

  • @triyamukherjee7006
    @triyamukherjee7006 Год назад +1

    Ki opurbo laglo.... Mon bhore gelo sune. Mone hocche sob ta jeno chokh a dakte pacchi. Kurnish tomai Mir da... beche thak Bangla sahitya tomar golai.. ❤❤ onk onk subho kamona o bhalobasha ❤❤tomader agami poth chola jeno sundor hoi.

  • @souvikghosh8268
    @souvikghosh8268 Год назад +170

    রবীন্দ্রনাথ ও কী ভেবেছিলেন,তাঁর সৃষ্টিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করা হবে ? 😊

    • @sajalbose8944
      @sajalbose8944 Год назад +5

      Dada apni ektu chup thakle rabindranath khusi hoten r ki
      Mir da o!!!

    • @rajarshimukherjee9538
      @rajarshimukherjee9538 Год назад +2

      Moner vab prokash korar jonyoi ei comment box, apnar ktha moto chup thakbe keno

    • @rajarshimukherjee9538
      @rajarshimukherjee9538 Год назад +1

      ​@@sajalbose8944 r Mir da, kise khusi thakbe seta Mir da janen valo moto apnar gyan na dileo cholbe

    • @sajalbose8944
      @sajalbose8944 Год назад +2

      "Rajarshi" k r rabindranath ki bojhabo
      Pronam neben

    • @swagatakoley5502
      @swagatakoley5502 Год назад

      ​@@sajalbose8944 😂

  • @sabitaroynaskar4587
    @sabitaroynaskar4587 Год назад

    মীর, তুমি অসাধারণ। তোমার টিম অসাধারণ। ঈশ্বর তোমাকে অনন্য প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের সৌভাগ্য, তোমাকে আমরা পেয়েছি। তুমি এরকম অনবদ্য সৃষ্টি আমাদের উপহার দিও । তুমি এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ❤️❤️❤️❤️

  • @maidulislam9911
    @maidulislam9911 Год назад +5

    বেশ ভালো লাগলো। এরকম আরো সৃষ্টিকর্ম চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে!

  • @sumanasarkaramarvalolaga3003
    @sumanasarkaramarvalolaga3003 Год назад +2

    গল্পটি যখন পড়েছিলাম তখন এতটা উপলব্ধি হয়নি , যতটা আজ দুটো পর্ব শোনার পর হলো ... অনেক ধন্যবাদ মীর এবং সকল আর্টিস্টদের এমন রোমহর্ষক একটি উপস্থাপনার জন্য ❤

  • @Sumit_Mitra
    @Sumit_Mitra Год назад +13

    আমি প্রার্থনা করি ভগবানের আশীর্বাদে আপনি এগিয়ে যান 🧡 🙏🏻

  • @milankar6282
    @milankar6282 Год назад +1

    দারুন এক কথায় দারুন