অসাধারন একটি পর্ব, যেখানে উপস্থাপক এবং অতিথী দুজনই চমৎকার বক্তা। দুজনের কথোপকথন এবং বিশ্লেষণ এতো সাবলীল যা এক মুহুর্তের জন্য ও আমাদের মন কে অন্যদিকে আকর্ষিত হতে দেয় নি। ধন্যবাদ দুজনকেই, সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন এই কামনাই করি।
রহমতুল্লাহ্ সাহেবের শেষের কথা খুবই ভালো লাগলো। উনি শেষ বয়সে দেশে এসে দেশের মানুষের জন্য কিছু করতে চান। প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন তাদের সবার চিন্তা চেতনা যদি এমন হতো তাহলে হয়তো দেশের চেহারাই পাল্টে যেত। মহান রাব্বুল আলামীন ইমন সাহেবের ইচ্ছার প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। নরওয়ে থেকে নূর হোসেন।
অসাধারণ, অবিশ্বাস্য রকম এক স্টোরি। আমার নিজেরও দুই হাতে সমস্যার কারণে লিখতে পারি না। বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এলএলবি ২য় বর্ষে আছি। ক্যারিয়ার নিয়ে প্রচন্ড ডিপ্রেশনে থাকি। স্যারের স্টোরি জেনে অনেক অনুপ্রানিত হলাম।
উনি খুব সুন্দর একটা সমস্যা তুলে ধরেছেন ট্রেনে উঠবার যে সিড়ি এটা কি চিন্তা করে করা হয়েছে?এত বেকায়দায় পড়তে হয় এবং এতো বিপজ্জনক ওঠা ট্রেনে ওঠা ।কিবরিয়া ভাইয়ের এই অনুষ্ঠান শোনার পর কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করলে খুশী হব ।
আমার স্যার। স্যারের এই শারীরিক সমস্যা অনার্স ১ম বর্ষ থেকে দেখেছি, কিন্তু কেন তা জানতাম না। আজ বিস্তারিত জানলাম। স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। স্যার আপনি যেখানেই থাকেন ভালো থাকেন।
আমি আমার স্কুল পড়ুয়া দুই মেয়েকে Branding Bangladesh এর প্রায় প্রতিটি এপিসোড দেখিয়েছি। কিবরিয়া ভাই আমার কেন যেন মনে হয় এই প্ল্যাটফরমটি একদিন দেশের সকল শ্রেণী পেশার মানুষের মনোজগতের বিরাট একটা ইতিবাচক পরিবর্তনের নিয়ামক হয়ে দাড়াঁবে। আপন ঠিকানা যেমন আপনার ক্যারিয়ারের একটা মাইলফলক; তেমনি Branding Bangladesh হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
প্রসেসর রহমতুল্লাহ ইমন স্যার অসাধারণ একজন মানুষ, মেধাবী শিক্ষক। আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াকালীন সময়ে আমাদের পরিসংখ্যান বিভাগ ২০১৮সালে একটি সেমিনার আয়োজন করেছিলো যেখানে কি নোট স্পিকার ছিলেন ইমন স্যার। অসাধারণ পাণ্ডিত্য ও তুখোড় বক্তা প্রফেসর রহমতুল্লাহ ইমন স্যারের জ্ঞানগর্ভ আলোচনা শুনে এততাই অনুপ্রাণিত হয়েছিলাম যে এরপর থেকে আমি স্যারের মনীষীর কাছে মাথানত করে থাকি। আল্লাহ উনাকে সুস্থ রাখুক এবং উনি দীর্ঘজীবী হোন সেই দোয়া রইলো।
স্যারকে খুব চেনা চেনা লাগছে,হয়তো চলতে ফিরতে দেখা হয়েছে কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৯৭-৯৮ ব্যাচের ছাত্রী এবং খালেদা জিয়া হলে ছিলাম। স্যারের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অসাধারণ!!! কিবরিয়া ভাই Branding Bangladesh এ আপনার জীবন কথাও শুনতে চাই।
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
মনে হচ্ছিলো যেনো শেষ না হয়। প্রত্যেকটা শব্দ ছিলো শিক্ষনীয়। মনে হচ্ছিলো প্রতিবন্ধীদের নিয়ে যদি আরো কিছু বলা হতো তা হলে প্রশাসন বা প্রতিবেশীদের মনের উপর প্রভাব বিস্তার করতো। সহানুভূতি নয় বরং সহযোগিতায় যেনো পৌঁছে যায়। আমি ভীষণ ভাবে আপ্লূত হয়ে গিয়েছিলাম। অনন্য উদাহরণ হয়ে থাকলো আজকের এপিসোডটি।
I dont know why government doesnt promote such shows! I'm really feeling pity for those who have missed this show. This guy this teacher this philosopher this writer is a living legend. Ami jatir hoye onar kase khoma chaichi je amora onar shothik mullayon korte parini.
স্যারের জন্য দোয়া রইলো 🤲আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন স্ব-পরিবারে। সেই সাথে আমাদের প্রিয়মুখ কিবরিয়া ভাইয়াকে ও আল্লাহ সুস্থ রাখুন 🤲। অসাধারণ একটা গল্প শুনলাম
ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সামান্য জ্ঞান থেকে প্রকৃত দুই জন ভালো মানুষ পেলাম যারা কি না সামনাসামনি প্রশংসা করা পছন্দ করেন না। অনেক অনেক ধন্যবাদ সন্মানিত অতিথি।
তামিল থ্রিলার মুভি যখন দেখি সমস্ত মনোযোগ দিয়ে দেখতে হয়। আর ব্যান্ডিং বাংলাদেশের এই এপিসোডটির প্রতিটি কথাই আমি মনোযোগ দিয়ে শুনেছি। মনোযোগ এক জায়গায়ই আটকে গিয়েছিল যেখানে দুজন বক্তাই চমৎকার ও অসাধারণ। এই এপিসোডটি দেখে আমি অনুপ্রানিত হয়ে লিখলাম আমি ও ব্যান্ডিং বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ। স্যার এবং কিবরিয়া ভাই দুজনের জন্যই রাইল শুভকামনা।
All 3 crores children of Bangladesh and their (estimated) 6 crores parents should watch this. Thanks Kebria bhai for another superb episode and great appreciation for Imon bhai for sharing his remarkable life story. May Allah reward you both in both worlds. I am a regular viewer of your great programs. Kebria bhai. I love your crisp voice, sweet personality, astute manners and focused interviewing skills. (Nishat Khan, Silicon Valley, California, USA).❤
ভাইয়া,আমি আপনার অনুষ্ঠান সবসময় দেখি কিন্তু কোন comments করিনা আজ আর না লিখে পারলামনা।সত্যিই অসাধারন এক এপিসোড। জীবন চলার পথে কারো যদি কোন প্রতিবন্ধকতা থাকে এটা দেখার পর যদি সে উপলব্দি করে আমার মনে হয় আর থাকবেনা।আল্লাহ আপনাদের দুজনার নেক হায়াত দারাস করুন।আমীন।
Really a HEART TOUCHING Story!! Thanks Kibria Bhai Thanks to Emon Sir n to Everyone who encouraged, Helped him this far A GREAT LESSON for everyone to Learn
What a story!!! Such a humble person!!! My sincere gratitude and regards to this wonderful human being.. I wish we had many teachers like him in our universities... Also thanks to Kibrea for bringing him in the show...good on you!!
By listening to the episode and living in the USA for over 24 years, I can relate one more thing is that most educational institutions in Bangladesh wouldn't allow students to question professors in the classroom.
Just mukdho hoey suncilam.osadharon.prithibite akhono ato valo o dhoirjosil manus ase bidhay prithibita tike ase. Kibria vai abong sir er jonno roilo ofuronto dowa valobasa abong somman.
ধন্যবাদ স্যার আপনার একঘন্টা অনুষ্ঠান দেখতে আমার একটুও বিরক্ত লাগেনি আজকে বিকেল চারটা থেকে, রাত এগারোটা পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে দেখে শেষ করলাম, আপনার জন্য শুভকামনা রইল স্যার। পাশাপাশি কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে উপহার দেয়ার জন্য। এবং আমার মতে সারা বাংলাদেশের যতগুলা রেলওয়ে প্ল্যাটফর্ম আছে সবগুলো ট্রেনের সমান উঁচু করা উচিত, এ ব্যাপারে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
I was affected by polio at the age of four and the situation was the same but the grace of the almighty I cured properly after six months. Mine was polio neorities.
What a wonderful story about what inclusiveness and cultures that revere inclusivity can do to especially abled people. And yes I like to call them especially abled, because like the gentleman in the interview, there are many like him, who have shortcomings in one side of their life, but have huge talent in another field, and that can only blossom when cultures and environments they live and grow up in become truly inclusive. What a wonderful story, and since I am a lecturer myself, it is inspiring on another level. Thank you RJ Kebria as always for making my days better just by having your show accessible to us.
সর্ব প্রথম জনাব কিবরিয়া সাহেবে ও জনাব রহমত স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, আর জনাব রহমত উল্যাহ স্যারের ট্রেনে উঠার সময়ে ফ্ল্যাটফর্মে যে সমস্যাটা হয় সেটা আপন ঠিকানার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার অনুরোধ করছি। তা হলে সমস্যার সমাধান হবে বলে আমার পুরোপুরি বিশ্বাস।
Wow! I was very nervous 😬 to watch this episode about his life story! In the beginning, couldn’t believe that he would ever be so successful academically and professionally! He is one of the rarest personalities. I was so scared when he mentioned about his suicidal attempt - just imagine, if that was the case! My own life was pretty challenging 😰 from my infant stage. Thereafter, so many things happened that I can’t even mention here. In fact, I should say second to none! I couldn’t achieve anything close enough to him! I believe if I would have the family environment he was raised my life would have been totally different than what I am today. I strongly believe the viewers will share this wonderful story to the maximum extent for the greater benefit of the people of all levels. I like all of your episodes but frankly I don’t have enough time to watch all your episodes! I was about to skip this invaluable episode too! But I suddenly paused and started to watch until the end! It’s wonderful! I like 👍 the style of your conversations the way you try to dig out the very important issues with great respect! In fine, it’s one of best episodes!!
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা গল্প ছিলো... গল্পের মাঝেই যে লুকিয়ে আছে কত অমূল্যবাণী, সেগুলো যেন জীবনে কাজে লাগে পারি,আর এই এপিসোড দেখে এই বিষয়ে উপনীত হলাম যে,জীবনে ভালোকিছু করতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই,স্যারের মত আজ থেকে আমিও যেন ফজরের নামাজ পড়ে ২ ঘন্টা আর সন্ধ্যায় ২ ঘন্টা = ৪ ঘন্টা পড়তেই হবে, বাকি সময়পড়াশোনাগুলো উপঢৌকন হিসেবে দেখবো🤭 যা-ই পড়বো মনোযোগ দিয়ে পড়তে হবে,আর জানার জন্য পড়তে হবে,পারলে স্যারের মত নিজ ডিপার্টমেন্টের বাইরের বইও পড়তে হবে এতে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে বলে মনে করি। মনের মাঝে, অনেক স্বপ্ন দেখতে শুরু করি এই ব্যান্ডিং বাংলাদেশের এপিসোডগুলো দেখে। স্যারের,গল্পটা অসাধারণ ছিলো... স্যারের জন্য ও কিবরিয়া ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো, আল্লাহ তাদেরকে নেক হায়াত দিন,আমিন।
video gulo ami always e dekhi .. but kokhno comment kori na .. sir er behavior ar kotha bolar dhoron atotai shundor comment na kore parlam na.. erokom manush amader desher asset ❤️
Mashallaha very nice life story... We are only attracted by foreign talent but our Bangladesh talent are very amazing interesting exceptional.. We are really so so proud
সালাম নিবেন ইমন ভাই । আমার বাড়ী বিনদপুর । ৮২ সালে আমি টুয়ে পড়তাম । বিশ্ববিদ্যালয় টিনশেড স্কুলের প্রাঙ্গণে ৮০-৯০ দশকে ছেলপেলের সাথে আড্ডায় আপনার প্রাণবন্ত হাসি এবং কৌতুকপূর্ণ কথাবার্তা আমার কাছে কৌতুহলপূর্ণ ছিল । রাবির পরিসংখ্যানের টিচার সাব্বির আমার স্বুল বন্ধু । রাবিতে সামনে আপনার সাথে কিছুটা আড্ডা দিতে পারলে গর্বিত হতাম । আপনার চিরতরুন মুডে আরও সজীবতা যুক্ত হোক । আমীন
What a life story. Thank you for giving us the opportunity to hear this wonderful, innovative life story. My name is Khokon. I watch your program from England. I am trustee of Valerie Taylor Trust, a charity in the U. K. Supporting Valerie Taylor's work in Bangladesh. Valerie Taylor is the founder of CRP, in Savar. It would be so inspirational if Sir could visit CRP and motivate the young physically challenged men and women with your life story. Please if you can, put me in touch with Sir. Thank you again for a great life story. Regards. Mokhtar Hussain. Khokon.
আমি প্রত্যেক বার ভাবি গল্পটা যেমন ই হোক অবাক হব না,কারন আগের যেসব গল্পগুলো শুনাছি নতুন করে অবাক হবার কিছু নেই। বারবার ভুল প্রমাণিত হচ্ছি যা আমাকে আনন্দ দেয়।
যারা জীবনে অল্পতেই হতাশ হয়ে যায় তাদের
এই এপিসোড টা দেখা উচিৎ খুব শিক্ষনীয় বিষয় ধন্যবাদ স্যার আপনার জীবন কাহিনী
হবে অনেকের অনুপ্রেরণা
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চমৎকার ও উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য।
@@rahmatullahimon4142😊44😮htn56😢
😮
অসাধারন একটি পর্ব, যেখানে উপস্থাপক
এবং অতিথী দুজনই চমৎকার বক্তা। দুজনের কথোপকথন এবং বিশ্লেষণ
এতো সাবলীল যা এক মুহুর্তের জন্য ও আমাদের মন কে অন্যদিকে আকর্ষিত হতে দেয় নি। ধন্যবাদ দুজনকেই, সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন এই কামনাই করি।
অসাধারণ। ধন্যবাদ মান্যবর অতিথি এমন একটি চমৎকার জীবন গল্প আমাদের শোনানোর জন্য। হৃদয়ের গভীর থেকে জনাব কিবরিয়ার জন্য দোয়া এবং ভালোবাসা।
এই অনুষ্ঠানের প্রতিটি এপিসোড থেকে প্রচুর পরিমানে ইন্সপায়ার হয়।
ধন্যবাদ কিবরিয়া ভাই❤️❤️
রহমতুল্লাহ্ সাহেবের শেষের কথা খুবই ভালো লাগলো। উনি শেষ বয়সে দেশে এসে দেশের মানুষের জন্য কিছু করতে চান। প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন তাদের সবার চিন্তা চেতনা যদি এমন হতো তাহলে হয়তো দেশের চেহারাই পাল্টে যেত। মহান রাব্বুল আলামীন ইমন সাহেবের ইচ্ছার প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। নরওয়ে থেকে নূর হোসেন।
অসাধারণ, অবিশ্বাস্য রকম এক স্টোরি। আমার নিজেরও দুই হাতে সমস্যার কারণে লিখতে পারি না। বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এলএলবি ২য় বর্ষে আছি। ক্যারিয়ার নিয়ে প্রচন্ড ডিপ্রেশনে থাকি। স্যারের স্টোরি জেনে অনেক অনুপ্রানিত হলাম।
হতবাক হয়ে গেলাম ,, এত সুন্দর। মানুষের জীবনে বড় হওয়ার জন্য আসলেই একটা ধাক্কার প্রয়োজন আছে। 👌👌👌
উনি খুব সুন্দর একটা সমস্যা তুলে ধরেছেন ট্রেনে উঠবার যে সিড়ি এটা কি চিন্তা করে করা হয়েছে?এত বেকায়দায় পড়তে হয় এবং এতো বিপজ্জনক ওঠা ট্রেনে ওঠা ।কিবরিয়া ভাইয়ের এই অনুষ্ঠান শোনার পর কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করলে খুশী হব ।
আমার স্যার। স্যারের এই শারীরিক সমস্যা অনার্স ১ম বর্ষ থেকে দেখেছি, কিন্তু কেন তা জানতাম না। আজ বিস্তারিত জানলাম। স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। স্যার আপনি যেখানেই থাকেন ভালো থাকেন।
উনি আমার বড় ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রিয় শিক্ষক ছিলেন। ভাইয়ার মুখে অনেক গল্প শুনেছি, আজ দেখলাম। খুব ভালো লাগলো🙂
ইমন স্যারের বই পড়েই স্যারের ভক্ত হয়ে গিয়েছি,আর আজ এই এপিসডটা দেখে ভক্তের জায়গাটা আরো বেড়ে গেল।❤️
08
বইয়ের নাম কি??
বিস্ময়ে বিমুর হয়ে গেলাম
অনেক ধন্যবাদ!! ওনার কথা গুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম!!আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন স্যার 💚🥰 আমিন!!
আমি আমার স্কুল পড়ুয়া দুই মেয়েকে Branding Bangladesh এর প্রায় প্রতিটি এপিসোড দেখিয়েছি। কিবরিয়া ভাই আমার কেন যেন মনে হয় এই প্ল্যাটফরমটি একদিন দেশের সকল শ্রেণী পেশার মানুষের মনোজগতের বিরাট একটা ইতিবাচক পরিবর্তনের নিয়ামক হয়ে দাড়াঁবে। আপন ঠিকানা যেমন আপনার ক্যারিয়ারের একটা মাইলফলক; তেমনি Branding Bangladesh হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
প্রসেসর রহমতুল্লাহ ইমন স্যার অসাধারণ একজন মানুষ, মেধাবী শিক্ষক। আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াকালীন সময়ে আমাদের পরিসংখ্যান বিভাগ ২০১৮সালে একটি সেমিনার আয়োজন করেছিলো যেখানে কি নোট স্পিকার ছিলেন ইমন স্যার। অসাধারণ পাণ্ডিত্য ও তুখোড় বক্তা প্রফেসর রহমতুল্লাহ ইমন স্যারের জ্ঞানগর্ভ আলোচনা শুনে এততাই অনুপ্রাণিত হয়েছিলাম যে এরপর থেকে আমি স্যারের মনীষীর কাছে মাথানত করে থাকি।
আল্লাহ উনাকে সুস্থ রাখুক এবং উনি দীর্ঘজীবী হোন সেই দোয়া রইলো।
স্যারকে খুব চেনা চেনা লাগছে,হয়তো চলতে ফিরতে দেখা হয়েছে কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৯৭-৯৮ ব্যাচের ছাত্রী এবং খালেদা জিয়া হলে ছিলাম।
স্যারের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অসাধারণ!!!
কিবরিয়া ভাই Branding Bangladesh এ আপনার জীবন কথাও শুনতে চাই।
শারিরীক প্রতিবন্ধকতা কোনো বাঁধা হতে পারে না, যার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। স্যালুট স্যার আপনাকে। ভালো থাকবেন সবসময়।
ইমন স্যারকে নিয়ে আসার জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ কে অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️।
শারীরিক দূর্বলতা মনকে বা ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনা। যার উদাহরণ আপনি।স্যালুট আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ জীবন গল্প। এসব মানুষের কাছে থেকে আমরা অনুপ্রাণিত হই। স্যার বেঁচে থাকেন অনেক বছর। কিবরিয়া ভাই অনেক অনেক ধন্যবাদ।
আমি ও আপনার মায়ের মত। চাকুরী থেকে অবসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ছি। আপনার জন্যে দোয়া করছি আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@@Free_Motion_Fan for ✅✅theoryourself 💯💯 today to ✅ ✅ ✅ 💯 ✅ ✅ 💯 💯 💯 ✅ 💯 ✅💯✅💯✅💯 ✅ ✅ 💯💯💯💯💯💯💯 information ℹ️
লেখা পড়ার কোন বয়স থাকা উচিত না।
@@Free_Motion_Fan tai
মনে হচ্ছিলো যেনো শেষ না হয়। প্রত্যেকটা শব্দ ছিলো শিক্ষনীয়। মনে হচ্ছিলো প্রতিবন্ধীদের নিয়ে যদি আরো কিছু বলা হতো তা হলে প্রশাসন বা প্রতিবেশীদের মনের উপর প্রভাব বিস্তার করতো। সহানুভূতি নয় বরং সহযোগিতায় যেনো পৌঁছে যায়। আমি ভীষণ ভাবে আপ্লূত হয়ে গিয়েছিলাম। অনন্য উদাহরণ হয়ে থাকলো আজকের এপিসোডটি।
দাদা
কিবরিয়া...
আপনি হয়তো বুঝতে পারেন না
আপনাকে দিয়ে আল্লাহ কি কাজ করিয়ে নিচ্ছে।।
আলহামদুলিল্লাহ।।
আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ রাখুক।।
I dont know why government doesnt promote such shows! I'm really feeling pity for those who have missed this show. This guy this teacher this philosopher this writer is a living legend. Ami jatir hoye onar kase khoma chaichi je amora onar shothik mullayon korte parini.
স্যারের জন্য দোয়া রইলো 🤲আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন স্ব-পরিবারে।
সেই সাথে আমাদের প্রিয়মুখ কিবরিয়া ভাইয়াকে ও আল্লাহ সুস্থ রাখুন 🤲।
অসাধারণ একটা গল্প শুনলাম
জাযাকাল্লাহ খাইরান এতো সুন্দর একটি জীবন গল্পের জন্য।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সামান্য জ্ঞান থেকে প্রকৃত দুই জন ভালো মানুষ পেলাম যারা কি না সামনাসামনি প্রশংসা করা পছন্দ করেন না। অনেক অনেক ধন্যবাদ সন্মানিত অতিথি।
প্রতিটি ইপিসোডে নতুন নতুন কিছু শিখতে পারি, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা,
ভালোবাসা অবিরাম 💚
তামিল থ্রিলার মুভি যখন দেখি সমস্ত মনোযোগ দিয়ে দেখতে হয়। আর ব্যান্ডিং বাংলাদেশের এই এপিসোডটির প্রতিটি কথাই আমি মনোযোগ দিয়ে শুনেছি। মনোযোগ এক জায়গায়ই আটকে গিয়েছিল যেখানে দুজন বক্তাই চমৎকার ও অসাধারণ। এই এপিসোডটি দেখে আমি অনুপ্রানিত হয়ে লিখলাম আমি ও ব্যান্ডিং বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ।
স্যার এবং কিবরিয়া ভাই দুজনের জন্যই রাইল শুভকামনা।
All 3 crores children of Bangladesh and their (estimated) 6 crores parents should watch this. Thanks Kebria bhai for another superb episode and great appreciation for Imon bhai for sharing his remarkable life story. May Allah reward you both in both worlds. I am a regular viewer of your great programs. Kebria bhai. I love your crisp voice, sweet personality, astute manners and focused interviewing skills. (Nishat Khan, Silicon Valley, California, USA).❤
আলাইকুমসালাম আজকের গল্প শুনে অনেক অনেক ভাল লেগেছে আল্লা সবাই কে ভাল সুস্থ রাকুক দুআ করি আল্লা হাফিজ লন্ডন থেকে বলছি
আজকের অতিথি আমারই বয়সী একজন মানুষ ওনার প্রতি টি কথা মুগ্ধ হয়ে শুনলাম ,মনে হচ্ছে নতুন করে কিছু শুরু করি ।
নতুন একটি এপিসোড মানে নতুন একটা অভিজ্ঞতা,নতুন একটি শিক্ষণীয় বিষয় থাকবে। অবশ্যই কিছু না কিছু শিখতে পারবো।
ভাইয়া,আমি আপনার অনুষ্ঠান সবসময় দেখি কিন্তু কোন comments করিনা আজ আর না লিখে পারলামনা।সত্যিই অসাধারন এক এপিসোড। জীবন চলার পথে কারো যদি কোন প্রতিবন্ধকতা থাকে এটা দেখার পর যদি সে উপলব্দি করে আমার মনে হয় আর থাকবেনা।আল্লাহ আপনাদের দুজনার নেক হায়াত দারাস করুন।আমীন।
কিবরিয়া ভাই, Branding Bangladesh অনুষ্ঠানটা নিয়মিত করার অনুরোধ রইল। অন্তত প্রতি সপ্তাহে একটা এপিসোড করবেন প্লিজ।
আসসালামুয়ালাইকুম। আল্লাহ পাক কাউকেই নিরাশ করেননি। গল্প টা খুবই ভাল লেগেছে। শুভ কামনা দুই জনকেই আল্লাহ পাক ভাল রাখুন সুস্থ রাখুন।
আমাদের রাজশাহীর কৃতি সন্তান, শ্রদ্ধেয় স্যার। শুভকামনা সবসময়
Really a HEART TOUCHING Story!!
Thanks Kibria Bhai
Thanks to Emon Sir n to Everyone who encouraged, Helped him this far
A GREAT LESSON for everyone to Learn
Unar bachonvongi ar binoy dekhe khub e Valo laglo!
Purata golpo khub monojog diye shunlam! Allah unake nek hayat dik ameen
What a story!!! Such a humble person!!! My sincere gratitude and regards to this wonderful human being.. I wish we had many teachers like him in our universities...
Also thanks to Kibrea for bringing him in the show...good on you!!
মা-বাবার ভালোবাসাই স্যারের মনের সাহস বৃদ্ধি করেছে স্যারের সুস্থতা কামনা করছি
অনেক কিছু শেখার আছে আমাদের।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ কিবরিয়া ভাই!
A perfect gentleman,,,,,, so humble,,,,,, and overall a genius,,,,,,,,!! What a story,,,,😍😍😍
আপনার কথা গুলো অনেক মুল্যবান 👍🤲 সবায় জেন মুল্য দেয় এই কথা গুলো শুনে , যারা চলতে পারে না , তাদের চলার সাহায্য করুন 🤲🥰👍👌
By listening to the episode and living in the USA for over 24 years, I can relate one more thing is that most educational institutions in Bangladesh wouldn't allow students to question professors in the classroom.
very much true!
Rip those institutions
খুলনা ষ্টেশন গিয়ে দেখে মনে হলো সব ধরনের রোগী ট্রেনে উঠতে পারবে। ধন্যবাদ ইন্জিনিয়ার সাহেব কে।
💖💝অতিথির কথা গুলো খুব মনোযোগ সহকারে শুনলাম অসাধারণ, 💖💝
Just mukdho hoey suncilam.osadharon.prithibite akhono ato valo o dhoirjosil manus ase bidhay prithibita tike ase. Kibria vai abong sir er jonno roilo ofuronto dowa valobasa abong somman.
মাশাআল্লাহ, যিনি যত বড় পজিশনে আছেন, তিনি ততই বিনয়ী।
মাসা আল্লাহ আজকের এই গল্প গুলো শুনে খুবই ভালো লেগেছে সবই আল্লাহ্র রহমত। ❤️❤️❤️
Imon chachu atto shundor kore bollen j mugdho hoye shunlam. Allah onak r onar poribar k onk valo rakhuk.
ভালো লাগলো অনেক
কিন্তু হানিফ সংকেত স্যারকে দেখতে চাই এই প্রোগ্রামে
অসাধারণ একটা এপিসোড। চরম শিক্ষনীয়। বাবা-মা,সন্তান,
শিক্ষার্থীসহ প্রতিটি মানুষের দেখা উচিত। স্যালুট স্যার আপনাকে।
ধন্যবাদ স্যার আপনার একঘন্টা অনুষ্ঠান দেখতে আমার একটুও বিরক্ত লাগেনি আজকে বিকেল চারটা থেকে, রাত এগারোটা পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে দেখে শেষ করলাম, আপনার জন্য শুভকামনা রইল স্যার। পাশাপাশি কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে উপহার দেয়ার জন্য। এবং আমার মতে সারা বাংলাদেশের যতগুলা রেলওয়ে প্ল্যাটফর্ম আছে সবগুলো ট্রেনের সমান উঁচু করা উচিত, এ ব্যাপারে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
sotti e oshadharon
onek valo laglo
onek valobadha Kebria Bhai r Sir er proti...
আলহাম্দুলিল্লাহ আমার দুই ছেলেকে মাদরাসাতে পড়াচ্ছি। এখানে শুধু কুরআন ও সহীহ হাদিসের শিক্ষা দেয়া হয়
অসাধারণ সেলুট স্যার কে স্যালুট কেব্রিয়া ভাই
MaShaAllah amazing.
May Allah bless you all and accept all our good work.
Jazaka Allahu khairan.
Very much impressed.......
May Allah bless your family, sir.
পৃথিবীতে একেক জন মানুষের একেক রকম গল্প । আল্লাহ্ চাইলে সবি সম্ভব । আল্লাহ্ আপনাকে সুস্থ করে তুলুন । এবং নেক হায়াৎ দান করুন আমিন
আমার ছেলেটাকে জদি এই আনুষ্ঠানটা দেখাতে পারতাম হয়ত তার জিবনটা বদলে জেত
মাসা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে নেক হায়াত দান করুন।
স্যার এর 2টা ক্লাস করার সুযোগ হয়েছিল। ডিপার্টমেন্ট এর সেমিনারে। Amazing personality.....
অনেক বালো লাগলো দারুণ একটা গল্প অসাধারণ দ্যনবাদ স্যরকে উইমন বাইকে
আলহামদুলিল্লাহ ।অনেক ভালো লাগলো এত সুন্দর গল্প শুনে। অনেক ধন্যবাদ।
অসাধারন জীবন কথা . শেষে কথা গুলি ছিল অসাধারন যা মানুষকে এই ধরনের মানুষকে কাজ করতে উদবুদ্ধ করবে.
It's one of the best episodes I listen to in my Life. May Allah Bless you both.
স্যারের অমায়িক ব্যবহার ও ওনার সুস্বাস্থ্যের কামনা করি আল্লাহ আপনাদের সহায় হোন।
স্যারের মুখের হাসি সব সময় লেগে থাকেই খুভ ভালো লাগলো ❤
I was affected by polio at the age of four and the situation was the same but the grace of the almighty I cured properly after six months. Mine was polio neorities.
What a wonderful story about what inclusiveness and cultures that revere inclusivity can do to especially abled people. And yes I like to call them especially abled, because like the gentleman in the interview, there are many like him, who have shortcomings in one side of their life, but have huge talent in another field, and that can only blossom when cultures and environments they live and grow up in become truly inclusive. What a wonderful story, and since I am a lecturer myself, it is inspiring on another level. Thank you RJ Kebria as always for making my days better just by having your show accessible to us.
❤❤❤❤
অনেক দিন পর এ রকম গল্প শুনলাম
সর্ব প্রথম জনাব কিবরিয়া সাহেবে ও জনাব রহমত স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, আর জনাব রহমত উল্যাহ স্যারের ট্রেনে উঠার সময়ে ফ্ল্যাটফর্মে যে সমস্যাটা হয় সেটা আপন ঠিকানার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার অনুরোধ করছি। তা হলে সমস্যার সমাধান হবে বলে আমার পুরোপুরি বিশ্বাস।
Wow! I was very nervous 😬 to watch this episode about his life story! In the beginning, couldn’t believe that he would ever be so successful academically and professionally! He is one of the rarest personalities. I was so scared when he mentioned about his suicidal attempt - just imagine, if that was the case!
My own life was pretty challenging 😰 from my infant stage. Thereafter, so many things happened that I can’t even mention here. In fact, I should say second to none! I couldn’t achieve anything close enough to him! I believe if I would have the family environment he was raised my life would have been totally different than what I am today.
I strongly believe the viewers will share this wonderful story to the maximum extent for the greater benefit of the people of all levels. I like all of your episodes but frankly I don’t have enough time to watch all your episodes! I was about to skip this invaluable episode too! But I suddenly paused and started to watch until the end! It’s wonderful! I like 👍 the style of your conversations the way you try to dig out the very important issues with great respect! In fine, it’s one of best episodes!!
Osadharon.sir er kotha gula mon mugdher moto sunechi. Allah unakey sob somoy valo rakhuk.onek dowa roilo sir er jonno.
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা গল্প ছিলো... গল্পের মাঝেই যে লুকিয়ে আছে কত অমূল্যবাণী, সেগুলো যেন জীবনে কাজে লাগে পারি,আর এই এপিসোড দেখে এই বিষয়ে উপনীত হলাম যে,জীবনে ভালোকিছু করতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই,স্যারের মত আজ থেকে আমিও যেন ফজরের নামাজ পড়ে ২ ঘন্টা আর সন্ধ্যায় ২ ঘন্টা = ৪ ঘন্টা পড়তেই হবে, বাকি সময়পড়াশোনাগুলো উপঢৌকন হিসেবে দেখবো🤭
যা-ই পড়বো মনোযোগ দিয়ে পড়তে হবে,আর জানার জন্য পড়তে হবে,পারলে স্যারের মত নিজ ডিপার্টমেন্টের বাইরের বইও পড়তে হবে এতে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে বলে মনে করি।
মনের মাঝে, অনেক স্বপ্ন দেখতে শুরু করি এই ব্যান্ডিং বাংলাদেশের এপিসোডগুলো দেখে।
স্যারের,গল্পটা অসাধারণ ছিলো...
স্যারের জন্য ও কিবরিয়া ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো, আল্লাহ তাদেরকে নেক হায়াত দিন,আমিন।
এমন মানুষগুলো কে সামনে নিয়ে আশার জন্য ধন্যবাদ
video gulo ami always e dekhi .. but kokhno comment kori na .. sir er behavior ar kotha bolar dhoron atotai shundor comment na kore parlam na.. erokom manush amader desher asset ❤️
ইমন সাহেবের মত আমার ও মনে হয় কিবরিয়া আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আপনার মত মানুষ কে আমাদের অনেক প্রয়োজন। In Shaa Allah আপনার সহায় হবেন।
Awesome 👏 this is the story will inspire everyone. Everyone should listen this story
Mashallaha very nice life story... We are only attracted by foreign talent but our Bangladesh talent are very amazing interesting exceptional.. We are really so so proud
What a learning ? So powerfull message for the people.
Ato shundor unar kotha.. montromugdho hoye shunlam... Manush chaile shob e pare..
এই স্যারের গল্প শুনে খুব ভালো লাগলো আমার মনের থেকে অনেক অনেক দোয়া রইল স্যারের জন্য
সালাম নিবেন ইমন ভাই । আমার বাড়ী বিনদপুর । ৮২ সালে আমি টুয়ে পড়তাম । বিশ্ববিদ্যালয় টিনশেড স্কুলের প্রাঙ্গণে ৮০-৯০ দশকে ছেলপেলের সাথে আড্ডায় আপনার প্রাণবন্ত হাসি এবং কৌতুকপূর্ণ কথাবার্তা আমার কাছে কৌতুহলপূর্ণ ছিল । রাবির পরিসংখ্যানের টিচার সাব্বির আমার স্বুল বন্ধু । রাবিতে সামনে আপনার সাথে কিছুটা আড্ডা দিতে পারলে গর্বিত হতাম । আপনার চিরতরুন মুডে আরও সজীবতা যুক্ত হোক । আমীন
What a life story.
Thank you for giving us the opportunity to hear this wonderful, innovative life story.
My name is Khokon. I watch your program from England.
I am trustee of Valerie Taylor Trust, a charity in the U. K. Supporting Valerie Taylor's work in Bangladesh. Valerie Taylor is the founder of CRP, in Savar. It would be so inspirational if Sir could visit CRP and motivate the young physically challenged men and women with your life story. Please if you can, put me in touch with Sir.
Thank you again for a great life story.
Regards.
Mokhtar Hussain. Khokon.
আমার ছেলে মাইল্ড অটিজম। অনার্স ১ম বর্ষে পড়ছে। জানিনা কতদূর আগাতে পারবো।
স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ। উনার বক্তব্য শোনা এবং হ্যান্ড সেক করার সুযোগ হয়েছিল। স্যারের হাত অত্যন্ত নরম।
Inspiring story. I am also from same batch (Comilla board). He should be an example/poster child for all disable people.
স্যালুট স্যার আপনাকে
অনেক ধন্যবাদ!
Alhamdulillah onk kichu shekhar ache kebria Bhai er maddhom a
অসাধারণ ইমন সার। আপনি আমাদের, দেশের গৌরব। আপনাকে শুভেচ্ছা ও সালাম। আমি আপনার সাথে কথা বলতে চাই।
আমি প্রত্যেক বার ভাবি গল্পটা যেমন ই হোক অবাক হব না,কারন আগের যেসব গল্পগুলো শুনাছি নতুন করে অবাক হবার কিছু নেই। বারবার ভুল প্রমাণিত হচ্ছি যা আমাকে আনন্দ দেয়।
রাবির পরিসংখ্যান বিভাগের আমাদের শিক্ষক ছিলেন ইমন স্যার। এত সুন্দর ক্লাস নিতেন কখনো বোর হতাম না আমরা।
ছরি কিবরিয়া ভাইকে অসংখ্য দ্যনবান মানুসের জিবন গল্প তুলে দরার জন্য
Sir voice is next level awesome ❤️ very much appreciated for this video☺️
আপনাকে অনেক ধন্যবাদ।
অনুপ্রাণিত করার জন্য ❣️❣️❣️
স্যারের "গল্পে গল্পে পরিসংখ্যান" বঅইটা খুবব খুবব ভালো।।
ওয়াট আ স্টোরি!!!
এখন থেকে আমাদের অনেক মানসিক শক্তি সঞ্চয় হবার আছে।
অসাধারণ একটা গল্প ছিলো।। মাইন্ড ব্লোয়িং
কিবরিয়া ভাই ওনার কথাটাই আসলে ইংগীত দিয়ে ছিলেন অসাধারণ ভালো মানুষ অনেক অনেক কিছু শেখার আছে
ধন্যবাদ কিবরিয়া ভাই
মাশাআল্লাহ অসাধারণ 👌
Simply a wonderful journey of an intellectual of very high thinking .i pray that his dream will come true
মাশা-আল্লাহ। আজকের অতিথি ও কিবরিয়া ভাই উভয়ই একসময় মাদরাসার ছাত্র ছিলেন।