Kamranga ।কামরাঙা গাছের ফুল ও ফল।Averrhoa carambola

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • কামরাঙ্গার উপকারিতা:-
    * এতে থাকে এলজিক এসিড যা খাদ্যনালির (অন্ত্রের) ক্যান্সার প্রতিরোধ করে।
    * এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
    * পাকা ফল রক্তক্ষরণ বন্ধ করে।
    * ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়।
    * কামরাঙ্গা ত্বক মসৃণ করে।
    * এর পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়।
    * কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত (সর্দিকাশি) সমস্যা সহজেই ভালো হয়ে যায়।
    * এর মূল বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়।
    * কামরাঙ্গা ভর্তা রুচি ও হজমশক্তি বাড়ায়।
    * পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়।
    * শুকানো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী।
    * ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।
    * কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে।
    কামরাঙার অপকারিতা:-১০০ মিলিলিটার কামরাঙার জুসে ০.৫০ গ্রাম অক্সালিক অ্যাসিড রয়েছে। তাই অত্যধিক সেবনে অতিমাত্রায় অক্সালিক অ্যাসিড জমে গিয়ে অক্সালেট পাথর হয়ে কিডনি বিকল করে দিতে পারে। তবে খালি পেটে কামরাঙা খেলে ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। যাঁদের কিডনি দুর্বল তাঁরা এই মারাত্মক নিউরোটক্সিনকে শরীর থেকে বের করে দিতে পারে না।

Комментарии • 5