Hey Mor Durbhaga Desh-1953(হে মোর দুর্ভাগা দেশ) - Pankaj Mallick

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
    অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
    মানুষের অধিকারে
    বঞ্চিত করেছ যারে,
    সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
    অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

    মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
    ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
    বিধাতার রুদ্ররোষে
    দুর্ভিক্ষের দ্বারে বসে
    ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।
    অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

    শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মানভার,
    মানুষের নারায়ণে তবুও কর না নমস্কার।
    তবু নত করি আঁখি
    দেখিবারে পাও না কি
    নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান,
    অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান।

    দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে,
    অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে।
    সবারে না যদি ডাক',
    এখনো সরিয়া থাক',
    আপনারে বেঁধে রাখ' চৌদিকে জড়ায়ে অভিমান--
    মৃত্যুমাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান।

Комментарии • 5

  • @bidishabasu8190
    @bidishabasu8190 Год назад

    One and only Pankaj Mullick-- Salutations to 'The First Man of Rabindrasangeet'🙏🙏🙏

  • @uttammukherjee5739
    @uttammukherjee5739 2 месяца назад

    ৺শান্তিদেব ঘোষ মহাশয় এই গানে এমন সুর দিয়েছিলেন শুনলে চমৎকৃত হতে হয়। যেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের ই দেওয়া সুর!

  • @roushanakther4404
    @roushanakther4404 Год назад

    খুব ভালো লাগলো।

  • @souravsen7763
    @souravsen7763 Год назад

    বাণী : রবীন্দ্রনাথ ঠাকুর।।
    সুর : শান্তিদেব ঘোষ।।