অপূর্ব মিষ্টি কন্ঠের অধিকারী শাহনাজ রহমতউল্লাহ। আমাদের দেশটা এমন যে যোগ্য মানুষ কে তার সম্মান দিতে জানেনা। তাঁদের তিন ভাই বোন সবাই অনেক অনেক গুনের অধিকারী ছিলেন। দুর্ভাগ্য বশত সবাই খুব তাড়াতাড়ি চলে গেছেন। তার সাক্ষাতকার ধারন করে রাখবার জন্য দেশ টিভি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ !!
কতটা সম্মান এর সাথে উনার সহকারীদের নাম বলে যাচ্ছেন আপনি চিরকাল বেঁচে থাকবেন বাংলার মানুষের মাঝে আপনি চিরকাল বেঁচে থাকবেন নাম না জানা মুক্তিযোদ্ধাদের মাঝে
বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী যিনি তার যোগ্যতার সঠিক সম্মান পাননি,কিন্তু উনার মতো এমন আভিজাত্যপূর্ণ শিল্পী আর নেই,একমাত্র রুনা লায়লা ছাড়া এমন আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং অসাধারণ কন্ঠ বাংলাদেশে আর নাই।
অসাধারণ একজন গায়িকা, শুধুমাত্র বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ওনার একটা গান বাজানো হয় - প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সম্ভবত এ কারণেই তাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে, অথচ "জয় বাংলা বাংলার জয় " এটাও ওনার গাওয়া। আমার ৪৬ বছরের জীবনে ওনার মত এত কারুকাজ খচিত কন্ঠ অন্য কারো মধ্যে দেখিনি। তার মৃত্যুতে এ দেশে তাকে নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের সামান্যতম কোন সৌজন্যতা দেখিনি। আল্লাহ তার মঙ্গল করুন।
এটাই আওয়ামী লীগ ও তার চাটুকার, যারা তার দয়া -দাক্ষিনে ,হালুয়া রুটির ভাগ পেতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা আদের বৈশিষ্ট্য । সামগ্রিকভাবে আওয়ামী লীগ দল, তার কর্মী সমর্থক ও চাটুকারদের কেউই এ জাতির জ্ঞানীগুনি, মেধাবী সম্মানিত সন্তানদের মর্যাদা দিতে জানে না । বরং সর্বদাই তাদেরকে অমর্যাদা আর হেয় করে
ShahanZ rahmatullah nije ak interview te bolechilen bnp tar prothom Bangladesh Amar ei gan ta nijeder dolio gan baniachilo tar kache thake onumoti na nia.shilpider raj noinik doler moddhe tanen keno? Pi gan gailei oni bnp? Tahole to Sabina,runa, Andrew Kishore,Hadi sir, ad.jabber, unara sobai hasinar khub prio.tar mane unara sobai awamiluge kore? Choto lok kuthaker!
জয় বাংলা বাংলার জয় এবং এক সাগর রক্তের বিনিময়ে অথবা একতারা তুই দেশের কথা বলরে এবার বল এই সমস্ত গান স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে।।।। অথচ কুবুদ্ধিজীবি ও অপসংস্কৃতি মনা ব্যক্তিদের কারণে হীরার মতো দামি পাথরের মূল্যায়ন হয় না।। মুক্তিযোদ্ধা নায়ক জাফর ইকবাল উনারি আপন ছোট ভাই অথচ কোন মূল্যায়ন নেই।।।
আমার কাছে শাহানাজ রহমতুল্লাহ দুনিয়ার স্রেষ্ঠ গায়িকা,উনার মতো ব্যাক্তিত্য আর আভিজাত্য একমাত্র রুনা লায়লা ছাড়া বাংলাদেশের আর কোনো ফিমেল শিল্পির নেই। আল্লাহপাক উনাকে জান্নাত দান করুন।
দেশাত্মবোধক গানগুলো সারাজীবন মানুষ মনে রাখবে। এতো এতো বিখ্যাত গান উনি গেয়েছেন। সবসময় এর জন্য অনেক পছন্দের এক শিল্পী। আল্লাহ যেন উনাকে বেহেশতে নসীব করেন ❤
আমি যখন থেকে বুঝতে শিখি,তখন থেকেই উনার কন্ঠের দেশাত্মবোধক গান যেদিক থেকে মাইকে ভেসে আসতো,আমার মনে হতো ঐ দিক দিয়েই দেশটি স্বাধীন হয়েছে।। এখনো মনে হয়। গানগুলো যখন শুনি মন্ত্রমুগ্ধ মত হয়ে যাই। আহা এমন শিল্পী আর হবে না 😢
অত্যন্ত দুর্ভাগা ভদ্রমহিলা। তার গাওয়া একাধিক গান বেঁচে থাকবে অনন্তকাল। মজার ব্যাপার হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় সংগীত হিসেবে বিবেচিত " জয় বাংলা, বাংলার জয়" এবং বিএনপির দলীয় সংগীত " প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ" দুটি গানই তার কন্ঠে গাওয়া। এ রকম অসাধারণ কন্ঠ আর কখনো ফিরে পাব না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার গাওয়া গান দলীয় সংগীত হিসেবে গ্ৰহন করেছেন শুধু এই অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্য সম্মান পেলেন না। আপনার জন্য সমগ্ৰ জাতির পক্ষে আমার সশ্রদ্ধ সালাম।
মাথায় কাপড় ছাড়া কখনো এই কিংবদন্তী গায়িকাকে আমি দেখিনি।একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়।এক গানেই বাজিমাত।আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।
Purono gaan er video yt ei achhe. Potropotrika teo onek achhe. Dekhte chailei dekha jay. Khub i sundori o nayikasulov saaj o byaktitto chhilo onar olpo boyosei.
এই গুণী শিল্পী কে এক সাথে পাঁচটা একুশে পদক আর সব গুলো গানের জন্য আলাদা আলাদা জাতীয় পুরস্কার দিলেও কম হয়ে যাবে । এমন শিল্পী আর হবে না, বিশেষ করে দেশের গান গুলো এতোটাই ভালো গাইতেন যে তার সঙ্গে শুধু রুনা লায়লার তুলনাই চলে আর কারো নয় । একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় আহা কি গানই না উনি গেয়েছেন ।
আমার জন্মসাল ১৯৭৭, বাল্যকালে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মরহুমা শাহনাজ রহমতুল্লাহর গান শুনে বড় হয়েছি। আরো বেশি উনাকে পছন্দ করতাম তিনি আমার সময়ের সেরা স্টাইলিশ নায়ক মরহুম জাফর ইকবালের বড় বোন বলে। আমি খুবই ভক্ত ছিলাম জাফর ইকবালের সিনেমার। আর আশি এবং নব্বই দশকে রেডিওতে এমন কোনো দিন নাই যে শাহনাজ রহমতুল্লাহর গান শুনিনি। আমাদের সোনালী শৈশব/কৈশোরের বিনোদনের সহজ মাধ্যম ছিল রেডিওতে গান শোনা। সকাল সাড়ে নয়টা থেকে দশটা এবং দুপুর বারোটা থেকে আড়াই পর্যন্ত থাকতো বাংলা সিনেমার গানের অনুষ্ঠান, বাংলা সিনেমার প্রচার এবং বিকালে থাকতো সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান ঐকতান/প্রবাহ সহ নানা অনুষ্ঠান, সেসব অনুষ্ঠানে প্রায়ই বাজতো শাহনাজ রহমতুল্লাহর কোনো না কোনো গান,এবং স্বাধীনতা দিবস,শহীদ দিবস, বিজয় দিবসে মাইকে বাজতো উনার গান। কি যে আবেগাপ্লুত হয়ে পড়ি সেই সোনালী যুগের কথা মনে পড়লে!!!!❤
দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনে যিনি আসন পেতে বসে আছেন, তাকে কিছু তথাকথিত বুদ্ধিজীবী সম্মান না দিলেও তেমন ক্ষতি আছে বলে মনে হয় না। তাঁর গানগুলি আজও একইরকম জনপ্রিয়। যারা গান শোনে, বোঝে ও গান ভালোবাসে, তারা বাংলাদেশের এত বড় মাপের শিল্পীকে চিনবেনা-এটা সম্ভব নয়। তিনি তাঁর অসাধারণ গানগুলির মধ্যেই অমর হয়ে আছেন।
এ প্রজন্মের মাঝে শাহনাজ রহমতউল্লাহ হয়তো অতটা পরিচিত নন, কিন্তু উনি ছিলেন আমাদের মাঝে তা৺র সুমধুর সুরের মূর্ছনায় আজ ও খুজে বেড়াই। বাংলাদেশের সর্ব কালের শ্রেষ্ঠ কণ্ঠ শিল্পী।
সেই ছোটবেলা থেকেই উনার কালজয়ী গানগুলো শুনে আসছি।খালি গলায় এত মধুর সৃষ্টি। স্বার্থপর মানুষগুলো একজন যোগ্য শিল্পীর কদর করেনি। তাদের উদ্দেশ্যে বলি- 'আবার তোরা মানুষ হ '!
কোনো কারণে আমি বাংলা গানে আকৃষ্ট না, তবুও শাহনাজ রহমতউল্লাহ, জাফর ইকবাল সহ কিছু বাংলা গানের দক্ষ শিল্পীদের গান শুনতে ভালোই লাগে। তবে দিনে দিনে গোটা বিশ্বে গানের মান নিম্নগামী হচ্ছে।
ছোট বেলায় আব্বার রেডিওতে কত গান শুনতাম! এখন ঘেটে অবাক হই, কালজয়ী গানগুলোর বেশিরভাগই উনার গাওয়া! উনার প্রতিভা অনুযায়ী উনার মূল্যায়ন অনেক কম হয়েছে বলে আমার মনে হয়। উনার দেশাত্মবোধক গানগুলো সবগুলোই অসাধারন।
আমি মেডাম কে ৩ থেকে ৪ বছর আগে থেকে জানা শুরু করি এর কিছু দিন পর উনি মারা যান পরে দেখি আমি যে গান গুলো শুনে আবেগ আপ্লূত হতাম সেগুলো উনার গাওয়া আমি খুব অসুস্থ হয়ে যাই।অনেক কেদেছি।
একটা গানকে এড়িয়ে যাওয়া হলো কেন বুঝলাম না। শুধু কি জিয়াউর রহমানের প্রিয় গান ছিল বলে? আর কারোর কি ভালো লাগতে পারে না। আমার কাছে তো মনে হয়, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” বাংলাদেশের শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান হওয়া উচিত ছিল। আবহমান বাংলার কী নেই এই গানের কথামালায়! অথচ প্রাণস্পর্শী এই গানটিকে গুম করে ফেলা হলো!!
অসম্ভব সুন্দর গলা!
আমাদের সৌভাগ্য এমন একজন শিল্পী আমরা পেয়েছি।
অপূর্ব মিষ্টি কন্ঠের অধিকারী শাহনাজ রহমতউল্লাহ। আমাদের দেশটা এমন যে যোগ্য মানুষ কে তার সম্মান দিতে জানেনা। তাঁদের তিন ভাই বোন সবাই অনেক অনেক গুনের অধিকারী ছিলেন। দুর্ভাগ্য বশত সবাই খুব তাড়াতাড়ি চলে গেছেন। তার সাক্ষাতকার ধারন করে রাখবার জন্য দেশ টিভি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ !!
কতটা সম্মান এর সাথে উনার সহকারীদের নাম বলে যাচ্ছেন আপনি চিরকাল বেঁচে থাকবেন বাংলার মানুষের মাঝে আপনি চিরকাল বেঁচে থাকবেন নাম না জানা মুক্তিযোদ্ধাদের মাঝে
বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী যিনি তার যোগ্যতার সঠিক সম্মান পাননি,কিন্তু উনার মতো এমন আভিজাত্যপূর্ণ শিল্পী আর নেই,একমাত্র রুনা লায়লা ছাড়া এমন আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং অসাধারণ কন্ঠ বাংলাদেশে আর নাই।
ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়...
তোমায় আমার সারাটি হৃদয় নিরবে জড়াতে চায়...!!
আহা.!
কি কথা.! কি সুর.!
অসাধারণ একজন গায়িকা, শুধুমাত্র বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ওনার একটা গান বাজানো হয় - প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সম্ভবত এ কারণেই তাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে, অথচ "জয় বাংলা বাংলার জয় " এটাও ওনার গাওয়া। আমার ৪৬ বছরের জীবনে ওনার মত এত কারুকাজ খচিত কন্ঠ অন্য কারো মধ্যে দেখিনি। তার মৃত্যুতে এ দেশে তাকে নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের সামান্যতম কোন সৌজন্যতা দেখিনি। আল্লাহ তার মঙ্গল করুন।
একদম খাঁটি বিশ্লেষণ, ভাই!
এটাই আওয়ামী লীগ ও তার চাটুকার, যারা তার দয়া -দাক্ষিনে ,হালুয়া রুটির ভাগ পেতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা আদের বৈশিষ্ট্য । সামগ্রিকভাবে আওয়ামী লীগ দল, তার কর্মী সমর্থক ও চাটুকারদের কেউই এ জাতির জ্ঞানীগুনি, মেধাবী সম্মানিত সন্তানদের মর্যাদা দিতে জানে না । বরং সর্বদাই তাদেরকে অমর্যাদা আর হেয় করে
ShahanZ rahmatullah nije ak interview te bolechilen bnp tar prothom Bangladesh Amar ei gan ta nijeder dolio gan baniachilo tar kache thake onumoti na nia.shilpider raj noinik doler moddhe tanen keno? Pi gan gailei oni bnp? Tahole to Sabina,runa, Andrew Kishore,Hadi sir, ad.jabber, unara sobai hasinar khub prio.tar mane unara sobai awamiluge kore? Choto lok kuthaker!
যথার্থ
জয় বাংলা বাংলার জয় এবং এক সাগর রক্তের বিনিময়ে অথবা একতারা তুই দেশের কথা বলরে এবার বল এই সমস্ত গান স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে।।।। অথচ কুবুদ্ধিজীবি ও অপসংস্কৃতি মনা ব্যক্তিদের কারণে হীরার মতো দামি পাথরের মূল্যায়ন হয় না।। মুক্তিযোদ্ধা নায়ক জাফর ইকবাল উনারি আপন ছোট ভাই অথচ কোন মূল্যায়ন নেই।।।
এত তৈরি গলা, সুরেলা কন্ঠ আর গায়কীতে এত দক্ষতা বাংলাদেশের খুব কন্ঠশিল্পীর মধ্যে আছে। অসাধারণ শিল্পী।
আমার কাছে শাহানাজ রহমতুল্লাহ দুনিয়ার স্রেষ্ঠ গায়িকা,উনার মতো ব্যাক্তিত্য আর আভিজাত্য একমাত্র রুনা লায়লা ছাড়া বাংলাদেশের আর কোনো ফিমেল শিল্পির নেই। আল্লাহপাক উনাকে জান্নাত দান করুন।
আমিন
Perfectly said.
সাবিনা ইয়াসমিন কি বাদ
আমার মতো চিন্তাধারার মানুষও আছে তাহলে। আপনি একবারে আমার মনের কথা বলেছেন। আমি এই কমেন্ট টা ই করতে এসেছিলাম।
Legend
দেশাত্মবোধক গানগুলো সারাজীবন মানুষ মনে রাখবে। এতো এতো বিখ্যাত গান উনি গেয়েছেন। সবসময় এর জন্য অনেক পছন্দের এক শিল্পী। আল্লাহ যেন উনাকে বেহেশতে নসীব করেন ❤
অসাধারণ! খালি গলায় যা গাইলেন, অতুলনীয়। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন।
আমি যখন থেকে বুঝতে শিখি,তখন থেকেই উনার কন্ঠের দেশাত্মবোধক গান যেদিক থেকে মাইকে ভেসে আসতো,আমার মনে হতো ঐ দিক দিয়েই দেশটি স্বাধীন হয়েছে।।
এখনো মনে হয়।
গানগুলো যখন শুনি মন্ত্রমুগ্ধ মত হয়ে যাই।
আহা
এমন শিল্পী আর হবে না 😢
শাহনাজ রহমতুল্লাহ একজন চমৎকার মানুষ। সব সময় হাসিখুশি ভাবে কথা বলতেন। তার সব গান মন চুয়ে যেতো।
অত্যন্ত দুর্ভাগা ভদ্রমহিলা। তার গাওয়া একাধিক গান বেঁচে থাকবে অনন্তকাল। মজার ব্যাপার হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় সংগীত হিসেবে বিবেচিত " জয় বাংলা, বাংলার জয়" এবং বিএনপির দলীয় সংগীত " প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ" দুটি গানই তার কন্ঠে গাওয়া। এ রকম অসাধারণ কন্ঠ আর কখনো ফিরে পাব না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার গাওয়া গান দলীয় সংগীত হিসেবে গ্ৰহন করেছেন শুধু এই অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্য সম্মান পেলেন না। আপনার জন্য সমগ্ৰ জাতির পক্ষে আমার সশ্রদ্ধ সালাম।
ঠিক বলেছেন। দেশাত্মবোধক গানে তিনি যে মাস্টারক্লাস দেখিয়েছেন তার তুলনা খুঁজে পাওয়া দুষ্কর।
তা নয় ওনী ৭১ সালে বাঙ্গালী কে নিয়ে অনেক ব্যঙ্গ করেছেন পাকিস্তানে।
অথচ রুনা লায়লা থেকে ও অসাধারণ গানের গলা এ জন্য বাংলাদেশে নিশীদ ছিলেন।
@@ahmedchowdhury9642 এই তথ্য প্রথম শুনলাম। যদি সত্যি কোন প্রমাণ থাকে তবে তা প্রকাশ করুন, সেটা মেনে নিতে আপত্তি নেই।
দুর্ভাগা তিনি নন।দুর্ভাগা হচ্ছে দেশ। আর কোনো দুর্ভাগা দেশে গুনী জন্মায় না। জন্মায় হিরু আলম সাহেব বা মাহফুজ সাহেবের মত গায়ক।
কি অসম্মান করা হলো
আহ্ কি কন্ঠ! কি আবেদন!।
আহ্ কি মধুর।
প্রান ভরে যায়।
আমাদের দেশের এক কিংবদন্তি গায়িকা। উনার প্রত্যেকটা গান হৃদয় ছুয়ে যায়।
She is unparalleled.. created timeless masterpieces. May Allah bless her with Heaven.
যে ছিল দৃষ্টির সীমানায়,তোমার আগুনে পোড়ানো ও দুটি চোখে,ফুলের কানে ভ্রমর এসে ---কত যে শুনেছি।
অসাধারণ ♥️ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।
অতুলনীয় কণ্ঠের গুণী এই শিল্পীর গান শুনে শুনে বড় হয়েছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
মাথায় কাপড় ছাড়া কখনো এই কিংবদন্তী গায়িকাকে আমি দেখিনি।একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়।এক গানেই বাজিমাত।আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।
Purono gaan er video yt ei achhe. Potropotrika teo onek achhe.
Dekhte chailei dekha jay.
Khub i sundori o nayikasulov saaj o byaktitto chhilo onar olpo boyosei.
ruclips.net/video/jrvdAxZyxuA/видео.htmlsi=JMXkB8iski5efMxN
ইয়াং বয়সে তিনি কোনোদিন মাথায় কাপড় দেয়া তো দূরের কথা: স্লিভ লস ছাড়া ব্লাউজ পরিধান করতেন না।
বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড শিল্পী মনে হয় ওনি। এই গান গুলা কত শুনছি অথচ ওনারে চিনতাম ই না।
হ underrated
বাংলা গানের জগতে মাস্টার পিচ ভয়েস।আর কখনও দেখা যাবে বলে মনে হয়না। শান্তিতে থাকুক আপনার আত্মা প্রিয় শিল্পী।
এই গুণী শিল্পী কে এক সাথে পাঁচটা একুশে পদক আর সব গুলো গানের জন্য আলাদা আলাদা জাতীয় পুরস্কার দিলেও কম হয়ে যাবে । এমন শিল্পী আর হবে না, বিশেষ করে দেশের গান গুলো এতোটাই ভালো গাইতেন যে তার সঙ্গে শুধু রুনা লায়লার তুলনাই চলে আর কারো নয় ।
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় আহা কি গানই না উনি গেয়েছেন ।
Amar vision prio shilpi uni. Unar proti roilo amar pran dhala sroddha. ❤
সত্যি অতুলনীয় প্রতিভাবান শিল্পী ওনি।ওনার অশেষ শ্রদ্ধা ও শুভকামনা রইল। 💖💕💗🙏🙏
Speechless!!
What a talent! What a sweet voice!! So much in control with tunes. That again in bare voice.
আমি নাইন্টিন কিডস কিন্তু শাহনাজ রহমাতুল্লাহ আমার প্রিয় শিল্পী। যুগের পর যুগ তিনি তার গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
আমার জন্মসাল ১৯৭৭, বাল্যকালে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মরহুমা শাহনাজ রহমতুল্লাহর গান শুনে বড় হয়েছি। আরো বেশি উনাকে পছন্দ করতাম তিনি আমার সময়ের সেরা স্টাইলিশ নায়ক মরহুম জাফর ইকবালের বড় বোন বলে। আমি খুবই ভক্ত ছিলাম জাফর ইকবালের সিনেমার। আর আশি এবং নব্বই দশকে রেডিওতে এমন কোনো দিন নাই যে শাহনাজ রহমতুল্লাহর গান শুনিনি। আমাদের সোনালী শৈশব/কৈশোরের বিনোদনের সহজ মাধ্যম ছিল রেডিওতে গান শোনা। সকাল সাড়ে নয়টা থেকে দশটা এবং দুপুর বারোটা থেকে আড়াই পর্যন্ত থাকতো বাংলা সিনেমার গানের অনুষ্ঠান, বাংলা সিনেমার প্রচার এবং বিকালে থাকতো সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান ঐকতান/প্রবাহ সহ নানা অনুষ্ঠান, সেসব অনুষ্ঠানে প্রায়ই বাজতো শাহনাজ রহমতুল্লাহর কোনো না কোনো গান,এবং স্বাধীনতা দিবস,শহীদ দিবস, বিজয় দিবসে মাইকে বাজতো উনার গান। কি যে আবেগাপ্লুত হয়ে পড়ি সেই সোনালী যুগের কথা মনে পড়লে!!!!❤
আমাকে কোথাও প্রিয় গানের কথা জিজ্ঞেস করলে এটা বলি, " ফুলের কানে ভ্রমর এসে "
আহা,কি দুর্দান্ত সৃষ্টি!
শাহনাজ রহমতুল্লাহর গায়কী শুনলেই মনে একটা প্রশান্তি আসে।
দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনে যিনি আসন পেতে বসে আছেন, তাকে কিছু তথাকথিত বুদ্ধিজীবী সম্মান না দিলেও তেমন ক্ষতি আছে বলে মনে হয় না। তাঁর গানগুলি আজও একইরকম জনপ্রিয়। যারা গান শোনে, বোঝে ও গান ভালোবাসে, তারা বাংলাদেশের এত বড় মাপের শিল্পীকে চিনবেনা-এটা সম্ভব নয়। তিনি তাঁর অসাধারণ গানগুলির মধ্যেই অমর হয়ে আছেন।
শিল্পীর মুখে সৃষ্টি আর সংগ্রামের কথা শুনতে খুব ভালো লাগে।
আমার তখন ১০ বছর যখন পিচ ঢালা পথ ছবি গান "ফুলের কানে ভ্রমর এসে" শুনি।সেই থেকে আজ পর্যন্ত শাহনাজ আপা মনে গেঁথে আছে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না।
আগেরকার শিল্পিরা আজো মনে গাথা আছে, আর শাহনাজ আপার কন্ঠে বুহু গান শুনেছি, গান গুলো এখনো নতুন লাগে।
শাহানাজ রহমতুল্লাহর প্রতিটি গানই আমার প্রিয় গান।
ওনার গান শুনে বড় হয়েছি । আজ ছবি দেখলাম । মা বলতে ইচ্ছে করছে । অমর শিল্পী । প্রণাম নে্বেন ।
এ প্রজন্মের মাঝে শাহনাজ রহমতউল্লাহ হয়তো অতটা পরিচিত নন, কিন্তু উনি ছিলেন আমাদের মাঝে তা৺র সুমধুর সুরের মূর্ছনায় আজ ও খুজে বেড়াই। বাংলাদেশের সর্ব কালের শ্রেষ্ঠ কণ্ঠ শিল্পী।
একজন খনজন্মা কালজয়ী শিল্পী , সাধারণত শত বছরে দুএকবার জনমায় । 😮😮
অসাধারণ কন্ঠ সুন্দর অনুষ্ঠান।
Je chhilo drishtir shimanaye....you sang it true this time ma'am. No complications.
❤
সেই ছোটবেলা থেকেই উনার কালজয়ী গানগুলো শুনে আসছি।খালি গলায় এত মধুর সৃষ্টি। স্বার্থপর মানুষগুলো একজন যোগ্য শিল্পীর কদর করেনি। তাদের উদ্দেশ্যে বলি- 'আবার তোরা মানুষ হ '!
ছোট বেলায় আপনার গান কত শুনেছি!আজ চোখে দেখার সৌভাগ্য হলো।কি রোমান্টিক সুর ছিল আপনার গানের!জানিনা এখন কেমন আছেন। প্রণাম নেবেন।
উনি মারা গেছেন।
No other voice can melt our heart like her. Respect to this legend.
আমার একজন প্রিয় শিল্পী।উনার প্রতিটি গান জনপ্রিয়। আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতবাসী করুন।
কোনো কারণে আমি বাংলা গানে আকৃষ্ট না, তবুও শাহনাজ রহমতউল্লাহ, জাফর ইকবাল সহ কিছু বাংলা গানের দক্ষ শিল্পীদের গান শুনতে ভালোই লাগে। তবে দিনে দিনে গোটা বিশ্বে গানের মান নিম্নগামী হচ্ছে।
অসম্ভব প্রিয় একজন শিল্পী। আল্লাহ আপনি তাকে বেহেস্তের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন।
world class.. Salute to u mother...
Such a graceful lady, Allah jannat nasib karey
কি যে অসাধারণ কন্ঠ!আমার প্রিয় শিল্পী।
অত শত বুঝি না, দেশাত্মবোধক গানে শাহনাজ রহমতুল্লাহ অদ্বিতীয়া।
আমার সবচেয়ে প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ।
কি অসাধারণ কণ্ঠ! এই কণ্ঠ আর কোথায় পাবো আমরা? শ্রদ্ধা জানাই।
অসাধারণ গান! বাংলাদেশের সেরা শিল্পী।
অনেক শ্রদ্ধান্জলি। এরকম শিল্পি এখন আর জন্মাবে না।
অসাধারণ শিল্পী।
হে গুনি শিল্পী আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সারা জীবন।
Such an extraordinary legend singer. May Almighty Allah place her jannah.
ছোট বেলায় আব্বার রেডিওতে কত গান শুনতাম! এখন ঘেটে অবাক হই, কালজয়ী গানগুলোর বেশিরভাগই উনার গাওয়া! উনার প্রতিভা অনুযায়ী উনার মূল্যায়ন অনেক কম হয়েছে বলে আমার মনে হয়। উনার দেশাত্মবোধক গানগুলো সবগুলোই অসাধারন।
দেশাত্ববোধক গানে উনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ।
দেশে এরুপ কন্ঠ সহসা আসবে না।তার দেশাত্মবোধক গান গুলো কালজয়ী হয়ে থাকবে।
খাস ঢাকাইয়া শিল্পী পুরাতন ঢাকায় উনার পৈতৃক বাড়ি।
আল্লাহ এ শিল্প জান্নাত নসীব করুন
what a versatile talent she was? May Allah grant Jannat for her.Ameen
অসাধারণ একজন গায়িকা।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
প্রিয় শিল্পী আপনি সব সময় আমাদের মনের মাঝে থাকবেন।
ভালোলাগার একজন শিল্পী শাহানাজ রহমতউল্লাহ
চমৎকার কন্ঠ।
My all-time favourite... May Almighty ALLAH grant him Jannatul Ferdouse....
I love love love her! She has the most gorgeous, sophisticated voice with real brilliance! Hope you a long, peaceful and abundant life.
My favourite voice. Very different. May Allah accept her in Jannah.
আহ ! কি চমৎকার সুর !
প্রিয় শিল্পী শাহানাজ রহমতুল্লাহ
প্রিয় গায়িকার একজন অসাধারণ কিছু গান আজীবন দর্শক শ্রোতা মনে রাখবে এই গুণী শিল্পীকে....
j chilo distir simanay amra ekhono suni,owsome song
Such a sweet woman. I remember her from my childhood. Her son Saifullah and I were class friends.
Ki ek god gifted voice
Died too soon, may her soul rest in eternal peace 💕
পারভেজ আলম, জাফর ইকবাল শাহনাজ রহমতুল্লাহ তিন ভাইবোনের প্রতি বাংলাদেশের মানুষের অনেক ঋন আছে। একজকেও সেই ভাবে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি।
অসাধারণ মহীয়সী নারী ! আমারা কখনও ভুলবনা ।
অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
She was my dream singer. May Allah give her eternal peace. Amar chotto Sonargaon is the best song, I ever heard.
অনেক ভালো মানুষ ছিলেন ۔۔আল্লাহ রাব্বুলআলামিন ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন ۔আমিন
আমি মেডাম কে ৩ থেকে ৪ বছর আগে থেকে জানা শুরু করি এর কিছু দিন পর উনি মারা যান পরে দেখি আমি যে গান গুলো শুনে আবেগ আপ্লূত হতাম সেগুলো উনার গাওয়া আমি খুব অসুস্থ হয়ে যাই।অনেক কেদেছি।
One of the best 3 singer of Bangladesh .Extraordinary voice.
She was so full of life.
সুন্দর অনুষ্ঠান
আল্লাহ তায়ালা এই গুণী শিল্পীকে বেহেশতে নছিব করুন আমিন
✍🏻 বাংলা মায়ের মুখচ্ছবি তিনি ✍🏻
One of my favorite Singer
চমৎকার কন্ঠস্বর
কি অসাধারণ কন্ঠ!
তবে দেশপ্রেমবোধ বেশি জাগ্রত হয় "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ " গানটি শুনলে।
most underrated singer in the world
অসাধারণ
The Legend of Bangladesh
উনাকে বেশ সহজ সরল মনে হলো।
Shahnaj rahmatullah amar favourite singer.
Amar shobchaite pochonder gaika unar gan oshombhob bhalo lage ❤️
একটা গানকে এড়িয়ে যাওয়া হলো কেন বুঝলাম না। শুধু কি জিয়াউর রহমানের প্রিয় গান ছিল বলে? আর কারোর কি ভালো লাগতে পারে না। আমার কাছে তো মনে হয়, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” বাংলাদেশের শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান হওয়া উচিত ছিল। আবহমান বাংলার কী নেই এই গানের কথামালায়! অথচ প্রাণস্পর্শী এই গানটিকে গুম করে ফেলা হলো!!
I do fully agreed with you
বাংলা দেশের কালজয়ী শিল্পী
অনুষ্ঠানটি খুব ভালো লাগলো।
শাহনাজ রহমতউল্লাহ
🥇=চ্যাম্পিয়ন।
🥈=রানার্স-আপ।
🥉=তৃতীয়স্থান।
Greatest singer of all times.
আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদৌসে আসীন করেন।