Gender নিয়ে বিচ্ছিরি কটূক্তি, সমাজ এগিয়ে? | Sujoy Prosad Chatterjee | Josh Talks Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 320

  • @JoshTalksBangla
    @JoshTalksBangla  2 года назад +3

    একজন শিল্পীর স্টেজ Presence ভাল হওয়া খুব দরকার, Soft Skills এর গুরুত্ত সব Situation এ খুব দরকার, জোশ স্কিল্স এর সাথে নিজের Soft Skills & Communication Skills কে improve করুন :joshskills.app.link/ips0k1jISpb

  • @nilakshichattopadhyay9316
    @nilakshichattopadhyay9316 2 года назад +44

    তখন রাঁচি তে থাকতাম। কলকাতা এসেছি, একটা সিনেমা তো দেখবই। প্রিয়ায় গেছি মেয়েকে নিয়ে। সিনেমা শুরু হতে বেশ কিছুটা দেরী। দাঁড়িয়ে আছি একজন কর্মচারী একটু মুখ চেনা ,টিকিট দেখে ওপরে যেতে বললেন। গিয়ে দেখি দুজন সোফায় বসে কথা বলছেন, আমায় দেখে ভদ্রলোক সুন্দর হেসে বললেন আসুন আপনি বসুন। এত ভালো লেগেছিল ব্যবহারটি বলার নয়। এরপর সিনেমা শুরু হতে দেখি তিনি সেখানে অভিনয় করছেন। সিনেমা বেলাশেষে, অভিনেতা সুজয় প্রসাদ। আজও মনে রয়ে গেছে সেদিনের সেই ব্যবহার। মানুষ তো এমনি হওয়া উচিত

  • @9836623033
    @9836623033 2 года назад +144

    যেমন সুন্দর বাচনভঙ্গি, তেমনই সুন্দর উচ্চারণ। ভবিষ্যতে আরো আমাদের মুগ্ধ করুন- এই শুভকামনা রইল নববর্ষে।

    • @sharmilaghosh374
      @sharmilaghosh374 2 года назад +4

      Chamotkar likhechen

    • @auroraticroshan181
      @auroraticroshan181 2 года назад +5

      আর আপনাকে অভিনন্দন নির্ভুল উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গীর সমঝদার হওয়ার জন্য। মোটেই সবাই এটা হতে পারে না।

  • @mousumi2096
    @mousumi2096 2 года назад +78

    একজন অসাধারণ গুণী মানুষ এটুকুই বুঝি।ঈশ্বর প্রতিটি মানুষকে তাঁর মনের মত করে তৈরি করেছেন।সুতরাং দোষত্রুটি ধরার মত স্পর্ধা আমাদের আছে বলে মনে করি না।

  • @rituparnagangopadhyay1369
    @rituparnagangopadhyay1369 2 года назад +47

    Sujoy amader college e ekta talk dite esechhilen... amader student ra ebong amra aapluto onar kotha shune, onar charitrik drirhota dekhe... sarajibon loker mukhe chhokka, ladies ei dharoner kuthshit bisheshon shune o jini nijeke eibhabe protisthito korte paren, tnaake hajar kurnish...salute Sujoy...

  • @dolaworld4093
    @dolaworld4093 2 года назад +86

    অসাধারণ কন্ঠস্বর! অপূর্ব স্বরক্ষেপন!অসম্ভব শিক্ষিত এবং অজস্র গুনের অধিকারী এই মানুষ টিকে ভীষন সন্মান করি৷

  • @bishawjotiroybarman3799
    @bishawjotiroybarman3799 2 года назад +43

    হোমোসেপিয়েন্স থেকে প্রত্যেকে, মানুষ হিসেবে যাতে ঘুম ভেঙ্গে জেগে ওঠে আর তোমার মত হয়ে ওঠে.... ❤👌waiting for next & best. Best wishes❤.

  • @mousumighosh7198
    @mousumighosh7198 2 года назад +10

    মুগ্ধ হয়ে শুনলাম.....ঈশ্বর আপনাকে এক সুন্দর জীবন দিয়েছেন এবং আপনি নিজগুণে সেই জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছেন....শুভেচ্ছে রইলো আগামী দিনের জন্য

  • @knowledgehunter_
    @knowledgehunter_ 2 года назад +26

    আমরা বাঙালিরা এরকম করে বাংলা বলতে ভুলেই গিয়েছি। আত্মশ্লাঘা, অবিসংবাদিত এরকম কত সুন্দর শব্দ কতদিন পরে শুনলাম।
    Bangla should be spoken properly, English should be spoken properly...

  • @titlipain
    @titlipain 2 года назад +41

    এত বিষন্নতার মাঝে ও আপনার হাসি মুখটা অনেক মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনার কন্ঠস্বর ও অতুলনীয়।

  • @SujatarShilpakala
    @SujatarShilpakala 2 года назад +5

    তুমিতো নিজেকে প্রমাণ করছো ।আমি তোমায় লড়াই করতে করতে এই জায়গাতেই আসতে দেখেছি।অনেক অনুষ্ঠানে অনেক না পাওয়ার কথা,ব্যর্থতাগুলোর কথা শুনেছি - আজ সফলতার কথা শুনছি।
    খুব আনন্দময় হোক তোমার জীবন।আরও সফলতায় ভরে উঠুক।দূর থেকে এই দিদিটার শুভকামনা রইল।

  • @arunansubiswas4267
    @arunansubiswas4267 2 года назад +2

    মুগ্ধ হলাম।জীবন সম্পর্কে এক অন্য ভাবনার মুখোমুখি হবেন প্রত্যেকেই সুজয়প্রসাদের এই আত্মঅনুভবের শরিক হয়ে।ধন্যবাদ আপনাকে সুজয়প্রসাদ॥

  • @swatimunshi3268
    @swatimunshi3268 2 года назад +11

    সত্যি আপনি অসাধারণ একজন মানুষ।এরকম ই থাকবার চেষ্টা করবেন আজীবন ‌ ।আশা করি অন্যদের মত রূপ বদলাবেন না।

  • @akshaychakraborty57
    @akshaychakraborty57 2 года назад +18

    কত সহজে বলে দিলেন যে heart break টা আলোচ্য বিষয় নয় , অনেকটা শিখলাম ✨

  • @NusratJahan-rs4xk
    @NusratJahan-rs4xk 2 года назад +2

    আমি "আয় তবে সহচরী "সিরিয়ালে ওনাকে প্রথম দেখি।আমার দেখেই বেশ ভালো লাগে যে এতো সুন্দর করে একটা মানুষ কথা বলে! এতো স্মার্ট!কেউ কিভাবে তার জেন্ডার নিয়ে প্রশ্ন তোলে?

  • @Shubhaupurkait
    @Shubhaupurkait 2 года назад +3

    সত্যি মুগ্ধ হলাম🙏❤️.... যেমন অপূর্ব কণ্ঠস্বর , তেমন সুন্দর উচ্চারণ ❤️...... ❤️..... 🙏❤️... এত কঠিন কথা কত সহজেই বলে দিলেন , হৃদয় ছুঁয়ে গেলো ❤️

  • @debapriyahazra1023
    @debapriyahazra1023 2 года назад +2

    একজন মানুষ তার জগতে পরিচিত হয় সমাজের কিছু মানুষ সব মানুষ কদর বুঝতে পারে না.....

  • @hhhhhhhhhhh7341
    @hhhhhhhhhhh7341 2 года назад +35

    2022 সালে চলে এসেছে কিন্তু মানুষের ভাবনা এখনো বদলায়নি

  • @debishreedg3783
    @debishreedg3783 2 года назад +15

    Brilliant speaker, held me spellbound! Love your spontaneous and courageous expression your thoughts and feelings.
    Multi talented artist. Waiting for more...

  • @neelaguha5812
    @neelaguha5812 2 года назад +15

    I am a probashi senior citizen, of what you may call old school.
    Of a generation that was taught phonetics in school. Have not read Bengali in youth, thanks to always being probashi, but brought up to be very proud of my culture and heritage..
    When I first came across you, probably on TV, you immediately aroused my curiosity.
    Here was an youngster, from my Calcutta, not Kolkata, who fell within my parameters of being truly cultured..!
    I asked my friends, family and fraternity about who you were, and came to know your name, and that you were quite well known in the echelons of the city s art scene.
    Very impressed. Love your diction ; Bengali and English ; as well as your acting and oratory skills.
    I wish you all the very best.

  • @architaghatak1998
    @architaghatak1998 2 года назад +1

    কত কঠিন কথা সহজে বলে দিলেন ,হৃদয় ছুঁয়ে গেল

  • @haimisdaysout7674
    @haimisdaysout7674 Год назад

    কি অপূর্ব কণ্ঠস্বর, বাচনভঙ্গি! অসাধারণ উচ্চারণ, গায়কী। সবার উপরে আপাদমস্তক এমন ব্যক্তিত্ব যার পরতে পরতে শিক্ষার পূর্ণপ্রকাশ, যা তথাকথিত শিক্ষাকে ছাপিয়ে যায়। তাঁর একদিনের সব খারাপ লাগাগুলোকে যোগ্য জবাব দিয়েছেন নিজের যোগ্যতার মাধ্যমে। আমার একটা ছোট্টো তালিকা আছে---আমার প্রিয় অভিনেতা--সেই তালিকায় তো ওনার আসন সেদিন থেকেই, প্রথম ওনার অভিনয় যখন দেখেছিলাম, নাম জানা ছিলো না, শুধু চোখের সামনে ছবিটা ছিলো এই মানুষটির।
    সশ্রদ্ধ প্রণাম ওনাকে 🙏🏻
    ভালো থাকুন। সুন্দর কাজ উপহার পাবো আরও অনেক বছর এই শুভকামনা রইলো।

  • @rajatsubhradas
    @rajatsubhradas 2 года назад +7

    Sujoy Sir amader MBA classes e Marketing poraten. Muloto senior der. Asombhab bhalo bojahten. Asambhab bhalo Shakespeare er lekha poren. Pramita Mullick er sathey prochur.
    Highly talented person. Sujoy er jonnyo ( sir bola baron) rolio asonkhyo bhalobasha !!

  • @pranitachaudhury4373
    @pranitachaudhury4373 2 года назад +1

    আপনি নারীসুলভ নাকি পুরুষোচিত জানিনা,তবে সম্পূর্ণ মনুষ‍্যোচিত,পরিপূর্ণ দৃঢ়চেতা একজন মানুষ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pritiparamanik7659
    @pritiparamanik7659 2 года назад +15

    এিনয়নি সিরিয়ালে আপনার অভিনয় just waooo , আপনার অভিনয় আমার বাবার ভীষন ভালাে লাগে

  • @shubhamchakraborty7003
    @shubhamchakraborty7003 2 года назад +23

    Very much underrated artist of industry. Need an artist like him for future industry. Take Love 💓

  • @susmitabedajna2604
    @susmitabedajna2604 2 года назад +4

    আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকুন। অনেক শুভকামনা আপনার জন্য।

  • @PrakashKrRoy
    @PrakashKrRoy 2 года назад +2

    খুব সুন্দর । চমৎকার বাচনভঙ্গী , অপূর্ব কন্ঠস্বর, প্রভূত গুনের অধিকারী । ভালো থাকুন । শুভেচ্ছা রইলো ।

  • @Bong_barir_Adda
    @Bong_barir_Adda 2 года назад +2

    Uff ei manush tir chorom bhokto ami!! Ki osadharon bachon shoili...!! Ishwar prodottyo.... ❤️

  • @somagana
    @somagana 2 года назад +6

    Ottonto guni manush...ashadharon bachonbhongi...ki adbhut guchiye bala katha...he is an inspiration....excellent expressionist.

  • @sumitray
    @sumitray 2 года назад +1

    পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ আপনি অনবদ্য।

  • @swarnalisahoo3615
    @swarnalisahoo3615 2 года назад +5

    Osadharon,,,,,,,kichu bolar moto bujhte parchina 🙏🙏🙏🙏🙏🙏 অসখ্য শুভকামনা রইলো আপনার জন্য💐

  • @tishamondal2222
    @tishamondal2222 2 года назад +12

    অদ্ভুত সুন্দর বাচনভঙ্গি🌸🖤

  • @khubu5920
    @khubu5920 2 года назад +7

    *Etodin por joshtalks e perfect keu elo❤️🐾✨*

  • @samitasamajdar7447
    @samitasamajdar7447 2 года назад +2

    অসম্ভব গুণী মানুষ.... আন্তরিক শুভেচ্ছা রইল।

  • @shreoshiroy9758
    @shreoshiroy9758 2 года назад

    অসাধারণ বাচনভঙ্গি এবং আমি মন্ত্র মুগ্ধ হয়ে গেছি ভাই ঈশ্বর অনেক আশির্বাদ দিয়েছেন আপনাকে তাইতো আপনি অনবদ্য একটি মানুষ। 🙏

  • @kekachatterjee6399
    @kekachatterjee6399 11 месяцев назад

    আমি অন্তরের অন্তস্থল থেকে উজার করে শুভেচ্ছা জানাই মানুষ সুজয় কে।ভালো থাকো ।

  • @sarbanidey1162
    @sarbanidey1162 2 года назад +2

    কি পজিটিভ কথা ! উৎসাহিত হলাম ! আরেকটা কথা , বসে নাটক করতে সবচেয়ে কষ্ট! কারন বসে বসে সমস্ত অভিব্যক্তি কন্ঠস্বরে প্রকাশ করতে হয় ! সেখানে দাঁড়িয়ে মঞ্চে অভিনয়ে অনক ফেসিলিটি পাওয়া যায়! বডি ল্যাঙ্গুয়েজ সেই সাহায্য করে !
    খুব ভালো লাগলো! আপনার বাচনভঙ্গি খুব সুন্দর! ভালো থাকুন! আর আরও ভালো ভালো কাজ করে আমাদের সমৃদ্ধশালী করুন!

  • @rupasreedutta4584
    @rupasreedutta4584 2 года назад

    Ami apnar sob চরিত্র দেখেছি, বেশ ভালো লেগেছে। আপনার বাড়ী আমি যাই তাই অনেক বার ই মনে হয়েছে বলি কথাটা, বলা হয়নি। আমি একজন senior citizen ,tai amar blessings রইল আপনার সাথে।just keep it up!

  • @durbadoll6812
    @durbadoll6812 2 года назад

    Aapnar ovinoi bohu bar dekhechi, onek bar mugho hoyechi....... Evabei drirotar sathe egiye jaan...... Onek suvechha roilo apnar jonno. Aro aro valo kaaj upohar din society ke. Manush bujhte sikhuk.

  • @prithapurkayastha9276
    @prithapurkayastha9276 2 года назад

    Darun shundor.apni khub talented bachik shipi.apni gender niye k ki bole ,tatey osthir hobenna .Stay safe and stay blessed always.

  • @eshakar421
    @eshakar421 2 года назад

    অনুপ্রেরণা পেলাম . কি আশ্চর্য সুন্দর ভাবে প্রতি টি কথা বলা. বড়ো ভাল লাগলো.
    ভালো থাকিস

  • @moudas115
    @moudas115 2 года назад

    Ki darun kotha bolen apni.... thik bolechen apni , ekdomi na kano nijeke paltabo ! aar jar moton hobo bole jodio bhabi, acha tara ki tader nijer moton ! Keui perfect noi... ❤️ Apni jamon serokomi apni khub sunder ❤️ Khub bhalo laglo apnar kotha sune , janen keu jokhon karuke choto kore sei ghotonai amader aaro sokto kore tole... Actually, tara amader choto kore na , borong amader ekdik theke help hi kore jibone egiye jete ... Amake ekbaar kono studio er baire ekjon coordinator dekhe bolechilen je apni obhinoye er sujog kano paben apnar modhe sei soundarjoi to nei apni to sunder dekhte non.... Sei din rasta te firte firte amiyo kedechilam but sei chokher jol ke karuke bujhte di ni aar sei kotha guli amake aaro shokto baniyeche jibone egonor pothe. apni ki sunder kotha bolen , Talent to ekdin berobei take lukano jaye na....Ishwer er kache prathona kori apni ebhabei egiye jan 🙏 God bless you....

  • @sohomsarkar889
    @sohomsarkar889 2 года назад

    Asadharon bachik shilpi!Talent Karo kono badha manena....sudhu egiye day.Sukoy apni medhabi,shikkhito,porishilito ak anonyo shilpi! 🙏

  • @arijitghosal9809
    @arijitghosal9809 2 года назад +9

    অপরূপ সুন্দর ভাষায় কথা বলেন ❤️❤️❤️

    • @nareshjaat8532
      @nareshjaat8532 2 года назад

      हाय केसे हो आप गे टोप बोय हो ओर सिंगल हो तो बताना

  • @shampachatterjee09
    @shampachatterjee09 2 года назад +5

    Hats off u Sujoy prosad Chatterjee 👍👍👍

  • @tanushreebose9194
    @tanushreebose9194 2 года назад

    Onake shunteo bhalo lage dekhteo bhalo . Lage. Ei bangali kei dheere dheere hariye felchi amra. Pronounciation, Chinta dhara, ebong guchiye kotha bola oshombhob shundor. Khub bhalo laglo kotha gulo shune.❤️

  • @sushantadhar2570
    @sushantadhar2570 2 года назад +2

    অসম্ভব গুণী একজন মানুষ। অপূর্ব সুন্দর কন্ঠস্বর, সুন্দর বাচনভঙ্গি, লেখনী টিও অসম্ভব ভালো। আমার খুব প্রিয় শিল্পী

    • @rahteenhasanat1756
      @rahteenhasanat1756 2 года назад

      মনে হচ্ছিল ঋতুপর্ণ ঘোষ কথা বলছেন। মুগ্ধ হলাম।

  • @sharmiladatta1897
    @sharmiladatta1897 7 месяцев назад

    Satyi Bolte ki apnar English abong jibandarshan DUI e asadharon. Gan o darun. Dui hat vore biswapita apnake vorie diechen. Ashish roilo.

  • @aninditabanerjee915
    @aninditabanerjee915 2 года назад +6

    Multi-talented person, very respected person

  • @kartick2924
    @kartick2924 2 года назад +11

    Such a inspiration story

  • @beautysaha6619
    @beautysaha6619 2 года назад +3

    Hats off Sujoy.তোমার গুণ বলে শেষ করা যাবে না। তোমার ব্যবহার চমৎকৃত করে। ভালো থেকো ভালো মানুষ।🙏❤️🌹

  • @amalasreesengupta589
    @amalasreesengupta589 2 года назад +2

    অসাধারণ। Very inspiring talk indeed 👍

  • @sabitamallick5790
    @sabitamallick5790 2 года назад +1

    খুব সুন্দর কথা বলার ধরন। আপনি যেমন ই হোন না কেন আপনি সেরা।

  • @selfloverswork
    @selfloverswork 2 года назад +1

    seriously koto sundor kotha ❤❤

  • @kausumidasgupta3270
    @kausumidasgupta3270 2 года назад +3

    সত্যিই অসাধারণ।

  • @thoughtsofsanchari2138
    @thoughtsofsanchari2138 2 года назад

    Khub valo laglo, sikkhar sotti e akta proyojon ache amader jibon a, sikkha chara kono kichhu somvob noy .. 😊

  • @munmunamarmajumdar1990
    @munmunamarmajumdar1990 2 года назад

    Khub bhalo laglo , Sujoy tomar kathae sune .... Apoorbo...

  • @priyankaghatak2875
    @priyankaghatak2875 2 года назад

    Amra sabai amder nijer moto.. R protteker nijer moto kore bachar adhikar royeche... You have a beautiful voice and way of talking.. Lovely song

  • @aditichoudhury2239
    @aditichoudhury2239 2 года назад

    Ki darun protibha...ek onnotomo bektitto❤️

  • @susmitachatterjee2608
    @susmitachatterjee2608 2 года назад +5

    Khub sundor laglo ❤🤗

  • @paprisarkar5662
    @paprisarkar5662 2 года назад

    Apurbo Sundor sabdo diye gochano Bangla bhason! God bless!

  • @basude4330
    @basude4330 2 года назад

    Fantastic...সত্যি অভিভূত হয়ে গেলাম।

  • @piyasighosh9949
    @piyasighosh9949 2 года назад +2

    It's your identity... The style of your delivering script or style of your speaking... I. E. Sujoy prasad chatterjee

  • @peterpan-ky5cm
    @peterpan-ky5cm 2 года назад +13

    মানুষের যেন একটাই পরিচয় সে ছেলে আর ও মেয়ে । কেন ?? আত্নায় কি ছেলে না মেয়ে লেখা থাকে ? দিন শেষে সবাই মানুষ ।

  • @mousumipaul8923
    @mousumipaul8923 2 года назад

    Asadharon katha.saradin Shona jai emon inspirational katha.

  • @sonalibhattacharya9844
    @sonalibhattacharya9844 2 года назад +4

    Such talent !!!! U r blessed.....u r d chosen one.....nijer kormo diye onnoder mon chuye jawar eyi protibha khub kom manush er e thakey.....
    Stay happy stay blessed and keep inspiring ..... The world needs more of u !!! 💕💕💕

  • @manika7002
    @manika7002 2 года назад +1

    Sotti osadharon akjon manush...onek kichu sekhar achhe.

  • @shubhajitbhowmik2687
    @shubhajitbhowmik2687 2 года назад

    এতো চমৎকার, এতো চমৎকার, এতো চমৎকার!!!

  • @tanusreebanerjee2943
    @tanusreebanerjee2943 2 года назад +4

    Asadharon Laglo

  • @DIPTOable
    @DIPTOable 2 года назад +4

    বেলাশেষে তে তোমার অভিনয় দেখে, dialogue delivery তে মুগ্ধ হয়েছি । ভালো থেকো । অনেক কাজ করো ।

  • @shrabanirghorkonna402
    @shrabanirghorkonna402 2 года назад

    এত সুন্দর বাচনভঙ্গি মুগ্ধ করে। ভীষন ভালো লাগলো আপনার কথাগুলো শুনে।

  • @promitapal9609
    @promitapal9609 2 года назад +6

    Apni bolchen , ai post ta jokhon announce holo kotojon amai r ekjon meyeke kibhabe attack r abuse koreche dekhe asun , sudhu onake appreciate korechilam bole r ekjon r abuse comment r protibad korechilam bole.

    • @curiousculture1310
      @curiousculture1310 2 года назад

      দিদি আমি দেখেছিলাম। কি বলবো, আমরা নিজেরা এসব দেখেশুনে বিষণ্ণ হয়ে পড়ি। কিন্তু ওরা এসব বলতেই থাকে। আসলে সুশিক্ষা না থাকলে যা হয়।

  • @msthesavagebaby4955
    @msthesavagebaby4955 2 года назад

    এতো সুন্দর করে কেমন করে কথা বলে একজন মানুষ। মনে হয় সবকিছু বাদ দিয়ে ওনার কথা শুনি।

  • @soumyadipchanda284
    @soumyadipchanda284 2 года назад +4

    Ami joto apnaka sunchi to obak hocchi

  • @sonalidasgupta6691
    @sonalidasgupta6691 2 года назад

    Speechless.... ASHADHARAN! LOTS of wishes..

  • @razuahamed6042
    @razuahamed6042 2 года назад

    অসম্ভব সুন্দর মানুষ আপনি। মুগ্ধতা

  • @debaparnabhattacharya3120
    @debaparnabhattacharya3120 2 года назад

    Ki sundor uchcharon apnar.... Nomoskar.

  • @shuvaratibose3475
    @shuvaratibose3475 2 года назад

    Amra apnake khub bhalobasi apnar samosta niye. Khub bhalo laglo apnar Mayer kotha shune. Emon bandhu r ke achen jibone.

  • @rupasen204
    @rupasen204 2 года назад

    Apurbo..I am your one of fan. Sir, Akbar Inox south city te kothao bolechi.khub bhalo laglo.
    Practical kothagulo.
    Bhalo thakben

  • @shibnathdutta5572
    @shibnathdutta5572 2 года назад +2

    শিখলাম অনেক কিছু।

  • @alpanabarik8858
    @alpanabarik8858 2 года назад

    Osadharon..just osadharon

  • @anuradhaghoshchoudhuri1069
    @anuradhaghoshchoudhuri1069 2 года назад

    Khub sundor kotha...khub sundor bhabna.

  • @punambarman4871
    @punambarman4871 2 года назад

    Eto valo uchcharon...sottie onoboddyo...

  • @rumabanerjee1718
    @rumabanerjee1718 2 года назад

    অসাধারণ
    আমি আপনার গুণমুগ্ধ দর্শক এবং শ্রোতা।
    ভালো থাকবেন।

  • @myself66
    @myself66 2 года назад

    Ami akta meye ami sobar bhabna chinta o siddanto ke somman janai ..amar bektigoto bhabe mone hoyna j kono rokom sorirer poriborton ghotano dorkar jodi keu chhele hoyeo meyer moto thakte bhalobase ba meye hoye chheler moton ... Bhogoban ja diyechhen seta sobcheye sundor

  • @sulognabiswas5093
    @sulognabiswas5093 2 года назад

    সকালটা সুন্দর হয়ে গেল । অপূর্ব !!!

  • @Iamdip1
    @Iamdip1 2 года назад

    asadharon, Khub bhalo laglo

  • @riyaauddy1750
    @riyaauddy1750 Год назад

    Darun khub bhalo laglo katha gulo

  • @laxmihalder1512
    @laxmihalder1512 2 года назад

    অসাধারণ বাচনভঙ্গি।ভীষণ ভালো লাগলো 👍👍👍👍

  • @mistinibeditasworld
    @mistinibeditasworld 2 года назад

    Asadharon... Inspiring

  • @kalloldey2774
    @kalloldey2774 2 года назад

    খুব ভালো লাগলো কথাগুলি শুনে। ভালো থাকবেন

  • @bipashaboss5498
    @bipashaboss5498 6 месяцев назад

    You are a Wonderful person. We all love you.

  • @krishnabhattacharyya9874
    @krishnabhattacharyya9874 2 года назад

    Khub bhalo laglo apner Kotha gulo

  • @soumitra0505
    @soumitra0505 2 года назад

    Excellent Sujoy Babu. This is the spirit.

  • @mousmiroychowdhury6631
    @mousmiroychowdhury6631 2 года назад +1

    Ki sundar bajeachilen belaseshe te ❤..valo thakben🙏

  • @azharulalam9192
    @azharulalam9192 2 года назад +1

    What an amazingly sorted personality!

  • @SanjayKumar-sv7fs
    @SanjayKumar-sv7fs 2 года назад

    Trinoyoni te aapni khub valo ovinoy korechhen

  • @projjalsaha9347
    @projjalsaha9347 2 года назад +1

    It's really inspiring and brings in confidence...

  • @arpitabarai3128
    @arpitabarai3128 2 года назад

    বেলাশেষে মুভিটাতে তোমার ক্লিপ গুল বার বার দেখেছি। খুব ভালো লেগেছে।🥰🥰