যেকোনো দামি ১০০০ রকম গাছের চারা এভাবে করুন খরচ হবে না ইচ্ছা খুশি বাগান সাজান/grow all trees method

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 16

  • @drnahar.Kamrun15
    @drnahar.Kamrun15 2 месяца назад +1

    আপু Flower গুলো Nice❤❤❤❤

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  2 месяца назад

      ধন্যবাদ মিষ্টি সকালের সুপ্রভাত ভালো থেকো।

  • @sonakhasnobis8987
    @sonakhasnobis8987 2 месяца назад +1

    Valo laglo

  • @Aradhona572
    @Aradhona572 2 месяца назад +1

    Didi, chandramallika update din pls

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  2 месяца назад

      ভাই চন্দ্রমল্লিকা গাছ অনেক বড় হয়েছিল এবং প্রচুর কালেকশন ছিল প্রতিনিয়ত বৃষ্টি হয়েছে জানো তো এ বছর বৃষ্টি অর্থাৎ বর্ষা থামিনি। তার কারণে গাছ বাঁচাতে পারিনি ভাই তুমি পিছনের ভিডিওগুলো ফলো করো, অনেক ভিডিও আছে
      অনেক অনেক ভালোবাসা নিয়েও ভালো থেকো।

  • @sarmisthadas6199
    @sarmisthadas6199 2 месяца назад +1

    Cyclone danar pore amar lebu gacher pata holud hoe jhore geche please help me

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  2 месяца назад +1

      টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে।
      টবে পাত্রটি একটু বড় নির্বাচন করতে হবে। তাহলে ঝড় হলে এরকম গাছের উপর এফেক্ট করবে না। অল্প মাটিতে থাকলে শিকড়ের উপর এফেক্ট করবে। মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার অথবা ভার্মি এবং মাটি সবসময় মাশরায় রাখতে হবে।
      লেবু গাছের প্রচুর ভিডিও আছে ওই ভিডিও গুলো ফলো করলে আশা করছি তুমি ভালো রেজাল্ট পাবে। মিষ্টি সকালে সুপ্রভাত ভালো থেকো।

  • @NarugopalBiswas-u7c
    @NarugopalBiswas-u7c Месяц назад +1

    ম্যাডাম ডাল কেটে কলম কি সব সময় করা যাবে না বিশেষ সময় আছে, জানাবেন অবশ্যই ধন্যবাদ।

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  Месяц назад

      সব থেকে ভালো চারা তৈরীর আদর্শ সময়ে জুন জুলাই মাস আপনি এখনো করতে পারেন কোন সমস্যা নেই। অবশ্যই নিয়মগুলো ফলো করবেন। ধন্যবাদ ভালো থাকবেন।

  • @jahirsekh9213
    @jahirsekh9213 2 месяца назад +1

    Dragon er chara kivabe korbo

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  2 месяца назад

      কচি ডাল নেবেন না একটু পুরানো ডাল নেবেন ছিদ্রযুক্ত পাত্র নির্বাচন করবেন লাল বালি অর্থাৎ মগরার বালির মধ্যে বসিয়ে দেবেন। তিন দিন অন্তর জল দেবেন। গোবর সার মাটির মধ্যেও পুরানো ড্রাগনের ডাল বসিয়ে দেবেন খুব সহজে চারা তৈরি হয়ে যাবে। ভালো থাকবেন ধন্যবাদ

  • @opmovieyt5931
    @opmovieyt5931 2 месяца назад +1

    মল্লিকা আমার ১২ পাতার শশাগাছ ছোট ছোট শশা ধোরেছে কিন্ত পাতা গুলো দেখছি শুকিয়ে গাছ মারা যায় কি করনিয় আমার যানাবে একটা গাছ এখনো আছে যদি যানাও তাহালে হয়তো বাচাতে পারবো।

    • @greengardeningwithmallika
      @greengardeningwithmallika  2 месяца назад

      শশা লাউ কুমড়ো গাছ যখন দশ বারো পাতা হবে তখন তাকে কেটে দিতে হবে। দিয়ে হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে হবে দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ বার হবে। এবং শাখা ভাড় হবে লতানো গাছের জন্য টপ হবে অনেক বড় মাটির গোবর সারে পরিপূর্ণ করে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে অথবা দশ দিন অন্তর সরিষার হালকা পাতলা লিকুইড টবের ৪ সাইড থেকে দিতে হবে। তাহলে দেখবেন গাছের চেহারা ভালো থাকবে, পর্যাপ্ত পরিমাণে শসা পাবেন । অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ থাকলে খাবার না পেলে ছোট গাছের ফুল চলে আসবে ফল চলে আসবে। গাছ বড় হবে না মিষ্টি সকালের সুপ্রভাত ভালো থাকবেন। আমার ভিডিও গুলো ফলো করুন আশা করছি অনেক আইডিয়া চলে আসবে।