Tirupati//তিরুপতি//sight seeing and balaji darshan//মন্দিরের যাবতীয় নিয়মাবলী//Andhra Pradesh tourism

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • তিরুপতি বালাজি।
    অন্ধ্র প্রদেশ
    ভারতবর্ষের সবচেয়ে বিত্তশালী মন্দির গুলির মদ্ধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দিরে সারাদিন বছর বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন দর্শনের আশায়। কিন্তু এই মন্দিরের বেশ কিছু নিয়মাবলী আছে। যেগুলো আগে থেকে জানা থাকলে সুবিধা হবে। সম্প্রতি পুজোর ছুটিতে আমি ঘুরে এলাম তিরুপতি। তাই আমার অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় নিয়ে লিখছি।
    🌿 কিভাবে যাবেন?
    হাওড়া থেকে তিরুপতি ডিরেক্ট ট্রেন আছে। তবে তিরুপতির কিছুটা আগে রেনিগুনটা জংশন স্টেশনে নামা ভালো কারন সেক্ষেত্রে ট্রেনের অধিক্য বেশি। রেনিগুনটা নেমে বাস (৮০ থেকে ১০০ মদ্ধ্যে ভাড়া) অথবা অটো (৩০০ থেকে ৩৫০ মদ্ধ্যে ভাড়া) করে তিরুপতি খুব সহজেই যাওয়া যায়।
    🌿কোথায় থাকবেন?
    তিরুপতি স্টেশনের কাছেই বাসস্ট্যান্ড লাগোয়া চত্বরে প্রচুর হোটেল আছে। প্রি বুক না kore গেলেও কোনো অসুবিধা নেই। (আমাদের হোটেল ডিটেলস ছবিতে দিলাম) এছাড়া আপনারা তিরুপতি দেবস্থান দ্বারা পরিচালিত সরকারি লজে থাকতে পারেন। তবে সেটার বুকিং পাওয়া মুশকিল, প্রায় সবসময় ই বুকড থাকে। ওয়েবসাইট - www.tirumala.org
    🌿তিরুপতি মন্দির কিভাবে পৌঁছবেন?
    তিরুপতি মন্দিরটি মূল তিরুপতি শহর থেকে ২৩ কিমি দূরে তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত। তিরুপতি স্টেশনের সামনে বিষ্ণু কমপ্লেক্স লজের গেটের সামনে থেকে ১০ মিনিট অন্তর বাস চলে (সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত), ভাড়া নন এসি ৮০ টাকা জনপ্রতি, এবং এসি ১৪০ টাকা জনপ্রতি।
    🌿মন্দিরে দর্শন কিভাবে হবে?
    বালাজি দর্শনের দুটি উপায়। প্রথম, অনলাইন স্লট বুকিং। উপরিউক্ত ওয়েবসাইট থেকে বুক করা যায়। মাথাপিছু ৩০০ টাকা। দর্শনের সময় লাগবে ৬/৭ ঘন্টা মতন। দ্বিতীয়, ফ্রি দর্শন। এই ক্ষেত্রে সময় লাগবে ১০/১২ ঘন্টা মতন। দু ক্ষেত্রেই প্রথমে কিছুটা লাইন চলার পর একটি রুমে বসিয়ে সচিত্র প্রমাণপত্র চেকিং করা হয়। তারপর একটি কুপন দেওয়া হয়। কূপনে একটি রুম নম্বর ও দর্শনের সময় লেখা থাকে। লিখিত রুম নম্বরে ৫০ টাকার বিনিময়ে রুম নিয়ে রেস্ট করতে পারেন। তারপর যথাসময়ে আবার দর্শনের লাইনে এসে দাঁড়াতে হবে।
    🌿চুল কোথায় ডোনেট করবেন?
    তিরুপতি মন্দিরের অন্যতম বিশেষত্ত হলো চুল মানত করা। চুল দেওয়ার জন্য আপনাদের আসতে হবে কল্যাণকট্ট ভবনে। ভবনে প্রবেশ করে একটি কুপন কাটাতে হবে। সেই কূপনে কোন নাপিত আপনার চুল কাটবে তার সিট্ নম্বর লেখা থাকবে। সঙ্গে একটি ব্লেড কুপন কাউন্টার থেকেই দিয়ে দেবে। সেই নম্বর অনুযায়ী নাপিতের কাছে গিয়ে চুল কাটাতে হবে।
    🌿মন্দিরে প্রবেশের কিছু নিয়মাবলী।
    ১. কোনোরকম কমদামি প্লাস্টিক (use and throw bottle) চলবে না, ভালো কোয়ালিটির প্লাস্টিক বোতল নিতে পারেন।
    ২. ভারতীয় পোশাক mandatory - পুরুষদের ধুতি ও মহিলাদের শাড়ি বা চুড়িদার।
    ৩. ফোন ক্যামেরা জুতো সব জমা দিয়ে বা রুমে রেখে তবেই মন্দিরে প্রবেশ করা যায়।
    ৪. আপনি যতক্ষন লাইনে দাঁড়াবেন বিনামূল্যে খাবার ও জল পাবেন। এছাড়া বাইরে অন্ন প্রসাদম কাউন্টার থেকে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। দর্শন শেষে একটি করে লাড্ডু দেওয়া হয়।
    যতটা অভিজ্ঞতা হয়েছে সবটা তুলে ধরলাম। এছাড়া যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন।
    আগামী পর্বে তিরুপতি শহরটির আসে পাশের দ্রষ্টব্য স্থান গুলি নিয়ে লিখবো। দুদিনের sight seeing এ অনেক কিছু দেখার আছে তিরুপতি তে।
    ধন্যবাদ। সুস্থ্য থাকুন, ভ্রমণে থাকুন। 🙏
    Other tour guides of this channel:
    Offbeat Orissa - Keonjhar
    • Keonjhar Orissa//কেওনঝ...
    Taki tour
    • Video
    Antpur and Rajbalhat tour
    • Antpur & Rajbalhat//আঁ...
    Brahmadutta dham and rabri gram
    • Brahmadutta dham//rabr...
    Chandannagar tour guide
    • Chandannagar//চন্দননগর...
    Chinsurah one day tour
    • Chinsurah //চুঁচুড়া//O...
    Kalna Katwa one day tour
    • অম্বিকা কালনা//Ambika ...
    Kashmir tour guide
    • 13N 14D kashmir tour f...
    Subscribe and keep watching.
    Music details-
    Audio On: #AdityaMusic
    Song Name : Bahusha Vo Chanchalaa
    Movie Name :Varudu
    Banner : Universal Media
    Producer :D.V.V.Danayya
    Directer : Guna Sekhar
    Music Directer :Mani Sharma
    Cast : Allu Arjun, Bhanusri Mehra
    Lyrics : Veturi
    Singers : Sonu Nigam, Shreya Ghoshal

Комментарии • 17

  • @explorewithshalmi
    @explorewithshalmi  Год назад

    Hotel nithin krishna
    08772252244

  • @emansarker4213
    @emansarker4213 11 месяцев назад

    চুল গুলো অনেক সুন্দর আপনার

  • @amitbosefilms
    @amitbosefilms 10 месяцев назад

    যাবতীয় সঠিক তথ্য পরিবেশন তাও সংক্ষিপ্ত আকারের এরকম উপস্থাপনার জন্যে আপনাকে ধন্যবাদ।
    অসম্ভব ভিড় সামলাতে যেটা করতে পারেন: অনেক তথ্য ঘাঁটতে গিয়ে দেখলাম অর্থের বিনিময়ে ওখানে তিরুমালায় TTDC র আওতার বাইরেও অনেক মঠ আছে যা কোনোরকম বুকিং ছাড়াও অগ্রিম যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা করা যায়। যাঁরা সেটা পারবেন না তাঁরা ফ্রি locker পাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। বিষ্ণু নিবাস (প্লাটফর্ম ১ এর পাশে ), শ্রী গোবিন্দ রাজু সাতরাম (প্লাটফর্ম ৬ এর পাশে ) খোঁজ নিয়ে দেখবেন সেখানেই মালপত্র রেখে মাদুর, গদী নিয়ে নেবেন। খাওয়া নিশুল্ক। আশা করি যাঁরা যাবার কথা ভাবছেন তাঁদের কাজে লাগবে এই তথ্য।

  • @somenathhazra2499
    @somenathhazra2499 Год назад

    অপেক্ষা করার সময় যদি টয়লেটের দরকার হয় কি করবো?

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      প্রতি ২০ পা অন্তর বসার জায়গা, টয়লেট ও জল খাওয়ার ব্যবস্থা আছে। কোনো চিন্তা নেই। নিশ্চিন্তে যেতে পারেন।

  • @prabalkantidas2874
    @prabalkantidas2874 Год назад

    চমৎকার উপস্থাপনা। বাংলাদেশীদের বা বিদেশীদের মন্দিরে যাওয়ার অনুমতি দেয় কিনা একটু জানাবেন প্লিজ। বিদেশীদের জন্য পৃথক কোন নিয়ম আছে কিনা তাও জানা প্রয়োজন।

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      বিদেশিদের জন্য পৃথক কোনো লাইন আমি দেখিনি। সবাই সমান প্রসেস এ ঢুকছে। তবে অনলাইন বুকিং যদি করেন তখন আপনার ডকুমেন্ট ও সাথে স্ক্যান করে আপলোড করতে হবে, সেক্ষেত্রে ভারতীয় দের মাথা পিছু ৩০০ টাকা লাগে, কিন্তু বিদেশী দের কত লাগবে সেটা আমি বলতে পারবো না। হয়তো একটু বেশি লাগতে পারে। বাকি দর্শনের লাইনে কোনো হেরফের আমি দেখিনি।

    • @prabalkantidas2874
      @prabalkantidas2874 Год назад

      @@explorewithshalmi আপনার তথ্যসমূহ খুবই পরিস্কার। ভালোভাবেই বুঝতে পেরেছি। আগামী বছর ভ্রমণের ইচ্ছে আছে। আপনাকে ধন্যবাদ।

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      @@prabalkantidas2874 ধন্যবাদ। সঙ্গে থাকবেন।

  • @souravpaul1214
    @souravpaul1214 Год назад

    700 - 800 এর মধ্যে কি হোটেল পাওয়া যাবে??

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад +1

      না এলাকা টি একদম স্টেশনের কাছে এবং বাস স্ট্যান্ড ও সামনেই। তাই ১০০০ এর নিচে হোটেল পাওয়া মুশকিল, তবে বাজারের দিকে একটু খুঁজলে হয়তো পাবেন। কিন্তু ঘর গুলো হয়তো ভালো হবে না সেভাবে।

  • @SujataBain-c4n
    @SujataBain-c4n 9 дней назад

    চুল কাটতে হলে কতো সময় লাগবে যদি বলেন আমাদের সময় সন্ধ্যা ছয়টা তাহলে আমরা চুল কাটতে কতোক্ষন আগে যাবো যদি বলেন

    • @explorewithshalmi
      @explorewithshalmi  8 дней назад

      @@SujataBain-c4n খুব বেশি হলে ১০ মিনিট। এবার লাইন কতটা পড়বে সেটা বলতে পারছিনা।

  • @bhajra
    @bhajra 2 месяца назад

    Voter ID card not allow, it strictly avoid. Thank you.

    • @explorewithshalmi
      @explorewithshalmi  2 месяца назад

      @@bhajra thank you for the information on recent update.

  • @SawrupNaskar-z4v
    @SawrupNaskar-z4v Год назад

    মদির দর্শন জন্য শি ণিবাস টিকিট দেওয়া হয় ত

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      হয়। কিন্তু যদি আজ রাত্রি ৯ টাই লাইন দিয়ে waiting hall এ থাকেন তাহলে আগামীকাল ভোর ৪/৫ টা নাগাদ টিকিট পাবেন। অনেকটা সময় হাতে থাকলে লাইন দেওয়াই যায়।