Tirupati//তিরুপতি//sight seeing and balaji darshan//মন্দিরের যাবতীয় নিয়মাবলী//Andhra Pradesh tourism

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 17

  • @explorewithshalmi
    @explorewithshalmi  Год назад

    Hotel nithin krishna
    08772252244

  • @emansarker4213
    @emansarker4213 11 месяцев назад

    চুল গুলো অনেক সুন্দর আপনার

  • @amitbosefilms
    @amitbosefilms 9 месяцев назад

    যাবতীয় সঠিক তথ্য পরিবেশন তাও সংক্ষিপ্ত আকারের এরকম উপস্থাপনার জন্যে আপনাকে ধন্যবাদ।
    অসম্ভব ভিড় সামলাতে যেটা করতে পারেন: অনেক তথ্য ঘাঁটতে গিয়ে দেখলাম অর্থের বিনিময়ে ওখানে তিরুমালায় TTDC র আওতার বাইরেও অনেক মঠ আছে যা কোনোরকম বুকিং ছাড়াও অগ্রিম যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা করা যায়। যাঁরা সেটা পারবেন না তাঁরা ফ্রি locker পাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। বিষ্ণু নিবাস (প্লাটফর্ম ১ এর পাশে ), শ্রী গোবিন্দ রাজু সাতরাম (প্লাটফর্ম ৬ এর পাশে ) খোঁজ নিয়ে দেখবেন সেখানেই মালপত্র রেখে মাদুর, গদী নিয়ে নেবেন। খাওয়া নিশুল্ক। আশা করি যাঁরা যাবার কথা ভাবছেন তাঁদের কাজে লাগবে এই তথ্য।

  • @prabalkantidas2874
    @prabalkantidas2874 Год назад

    চমৎকার উপস্থাপনা। বাংলাদেশীদের বা বিদেশীদের মন্দিরে যাওয়ার অনুমতি দেয় কিনা একটু জানাবেন প্লিজ। বিদেশীদের জন্য পৃথক কোন নিয়ম আছে কিনা তাও জানা প্রয়োজন।

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      বিদেশিদের জন্য পৃথক কোনো লাইন আমি দেখিনি। সবাই সমান প্রসেস এ ঢুকছে। তবে অনলাইন বুকিং যদি করেন তখন আপনার ডকুমেন্ট ও সাথে স্ক্যান করে আপলোড করতে হবে, সেক্ষেত্রে ভারতীয় দের মাথা পিছু ৩০০ টাকা লাগে, কিন্তু বিদেশী দের কত লাগবে সেটা আমি বলতে পারবো না। হয়তো একটু বেশি লাগতে পারে। বাকি দর্শনের লাইনে কোনো হেরফের আমি দেখিনি।

    • @prabalkantidas2874
      @prabalkantidas2874 Год назад

      @@explorewithshalmi আপনার তথ্যসমূহ খুবই পরিস্কার। ভালোভাবেই বুঝতে পেরেছি। আগামী বছর ভ্রমণের ইচ্ছে আছে। আপনাকে ধন্যবাদ।

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      @@prabalkantidas2874 ধন্যবাদ। সঙ্গে থাকবেন।

  • @somenathhazra2499
    @somenathhazra2499 Год назад

    অপেক্ষা করার সময় যদি টয়লেটের দরকার হয় কি করবো?

    • @explorewithshalmi
      @explorewithshalmi  11 месяцев назад

      প্রতি ২০ পা অন্তর বসার জায়গা, টয়লেট ও জল খাওয়ার ব্যবস্থা আছে। কোনো চিন্তা নেই। নিশ্চিন্তে যেতে পারেন।

  • @bhajra
    @bhajra 2 месяца назад

    Voter ID card not allow, it strictly avoid. Thank you.

    • @explorewithshalmi
      @explorewithshalmi  2 месяца назад

      @@bhajra thank you for the information on recent update.

  • @souravpaul1214
    @souravpaul1214 Год назад

    700 - 800 এর মধ্যে কি হোটেল পাওয়া যাবে??

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад +1

      না এলাকা টি একদম স্টেশনের কাছে এবং বাস স্ট্যান্ড ও সামনেই। তাই ১০০০ এর নিচে হোটেল পাওয়া মুশকিল, তবে বাজারের দিকে একটু খুঁজলে হয়তো পাবেন। কিন্তু ঘর গুলো হয়তো ভালো হবে না সেভাবে।

  • @SujataBain-c4n
    @SujataBain-c4n 16 часов назад

    চুল কাটতে হলে কতো সময় লাগবে যদি বলেন আমাদের সময় সন্ধ্যা ছয়টা তাহলে আমরা চুল কাটতে কতোক্ষন আগে যাবো যদি বলেন

    • @explorewithshalmi
      @explorewithshalmi  39 минут назад

      @@SujataBain-c4n খুব বেশি হলে ১০ মিনিট। এবার লাইন কতটা পড়বে সেটা বলতে পারছিনা।

  • @SawrupNaskar-z4v
    @SawrupNaskar-z4v Год назад

    মদির দর্শন জন্য শি ণিবাস টিকিট দেওয়া হয় ত

    • @explorewithshalmi
      @explorewithshalmi  Год назад

      হয়। কিন্তু যদি আজ রাত্রি ৯ টাই লাইন দিয়ে waiting hall এ থাকেন তাহলে আগামীকাল ভোর ৪/৫ টা নাগাদ টিকিট পাবেন। অনেকটা সময় হাতে থাকলে লাইন দেওয়াই যায়।