আশা ভোঁসলে র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Singer Asha bhonsle | জীবনী | Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2023
  • আশা ভোঁসলে র জন্ম ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর। পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্য-সঙ্গীত জগতের একজন খ্যাতনামা শিল্পী। তাঁর নিজস্ব যাত্রা ও নাটকের দল ছিল। মায়ের নাম সেবন্তী। সেবন্তী ছিলেন দীননাথের দ্বিতীয় স্ত্রী। বড় বোন লতা মঙ্গেশকরের, সেজ বোন হলেন আশা। মেজো বোন মীনা। আশার পরের বোন ঊষা আর ছোট ভাই হৃদয়নাথ।দীননাথদের আসল পদবি ছিল হার্ডিকর। কিন্তু তাঁদের আদি ভিটে ছিল গোয়ার মঙ্গেশী গ্রামে। মঙ্গেশকর কথাটা এসেছে এই মঙ্গেশীর বাসিন্দা হিসেবে। ঐ অঞ্চলের লোকরা নামের পাশে পদবীতে গ্রামের নাম ব্যবহার করতেন। দীননাথ যদিও চলে আসেন মহারাষ্ট্রের সাংলি রাজ্যে কিন্তু তিনি নামের পাশে গ্রামের নাম হিসেবে মঙ্গেশকর লিখতে শুরু করেন। বাবার কাছেই ছেলেমেয়ের সঙ্গীত শিক্ষা। গ্রামের মুক্ত বাতাসের সঙ্গে কণ্ঠের সা রে গা মা আত্মস্থ হত হৃদয়তন্ত্রীতে।
    তথ্যসূত্র: শুভদীপ বন্দ্যোপাধ্যায় এর লেখা
    দ্য ওয়াল থেকে।
    কোনো ও অসৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়নি।
    #viralvideo
    #biography
    #ashabhosle
    #bengalimovies
    #singer
    #latamangeshkar
    #music
    #abpananda

Комментарии • 149

  • @arunbanerjee9663
    @arunbanerjee9663 21 день назад +2

    অনেক কিছু জানলাম, থ্যাঙ্কস।

  • @champadash6584

    এই ভিডিও টি থেকে জানতে পারলাম অনেক কিছু। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @ashokdas6537

    Khub vlo information

  • @skpal4406
    @skpal4406 21 день назад

    Thanks brother Lovely narration.Yhsmks again.

  • @shailamannan6825

    আশা ভোঁসলে র জীবন কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ !?

  • @biswajitnaskar8264
    @biswajitnaskar8264 21 день назад

    খুব ভালো লাগলো ❤

  • @md.didarulhasan7688

    From Bangladesh,THANK YOU

  • @indranilroy5633

    Very Beautiful and Best Exited Video about The Famous Female Singer Asha Bhoshle of Ami Abhijit Bolchhi.

  • @smitadatta318

    🎉Thanks for your information about Madam Asha Bhosle the great singer

  • @nilimadey9738

    First comment

  • @buroghosh1591

    আশা ভোঁসলে ও সুমন কল্যাণপুর আমার স্বপ্নগায়িকা - দুজনেরই গান আমাকে মোহিত করে ।

  • @twistedechoes.channel

    Vishon valo laglo bhai apnar ei video, eto kichur poreo Asha Bhosle r kono dosh ami dekhte pelam na, tini ekjon medhabi shilpi, ei vabe opre udhechilen bolei amra tar eto sundor sundor gaan sunte peyechi...tini ekhon sroddheo guni shilpi...Asha Bhosle sustho o valo thakun ei kamona kori...Apnar chanel ti Subscribe korlam...emon e aro vali valo video dekhar ashay roilam...

  • @Trishikaedits3037

    Bhison bhalo laglo ❤❤❤❤

  • @mitasaha285

    Asha ji r Gaan all' time'fevarit forever lovely lovely voice

  • @linux4samir

    আশা ভোঁসলের কিছু গান আছে প্রায় খোলা গলায় - যন্ত্রানুসঙ্গ খুব কম বা প্রায় নেই বললেই চলে ৷ সেগুলো শুনলে তাঁর অসম্ভব মদির কণ্ঠস্বর অনুভব করা যায় ৷ যদিও দুই বোনের প্রতি আমার একটা এ্যালার্জি আছে ৷ দুজনেরই মানসিকতা ছিলো খুবই নিন্মস্তরের ৷ খুবই দরীদ্র অবস্থা থেকে উঠে আসার ফলে হতে পারে ৷ লতা সন্ত স্বভাবের মহঃ রফির সঙ্গে যে আচরণ করে গেছেন সারা জীবন ধরে তার কোন ক্ষমা নেই ৷ চিরকালই একজন রাজনৈতিক নেত্রীর ধামাধরা থেকে ধরাকে সরা জ্ঞান করে গেছেন ৷ আমাদের সর্বজনপ্রিয় হেমন্তর সংসারেও প্রায় আগুন জ্বেলে দিতে চলেছিলেন ৷ ভূপেন হাজারিকার ক্ষেত্রেও তাই ৷ সমসাময়িক অন্য শিল্পীদের তো শত্রু জ্ঞানই করতেন ৷ ইঈটিউবে ডার্ক সাইড অফ লতা মঙ্গেশকর লিখে সার্চ করলেই অনেক ঘটনা জানতে পারবেন ৷ বোনও সারা জীবন তিনজনকে উপরে ওঠবার মই হিসাবে ব্যবহার করে ত্যাগ করেছেন ৷ এতদিন শিবসেনার ভয়ে কেউ কিছু বলতে সাহসই করতো না ৷ এখন সবাই আস্তে আস্তে সোচ্চার হচ্ছেন ৷ সুমন কল্যাণপুর , বাণী জয়রাম ও আরও অনেককে বড় জন শেষ করেছেন ৷ ওরা নরকে গিয়েও শান্তি পাবেন না ৷ মনের কথা বলে দিলাম ৷ আশাকরি কেউ ভুল বুঝবেন না ৷ ফিল্মস্টার রাজকুমারের খুব ভক্ত ছিলাম ৷ পরে জানতে পেরেছি লোকটা অতি নিকৃষ্ট একজন মানসিক রোগী ছিলো ৷ মানুষকে অযথা ছোট করে ও নিগৃহীত করে স্বর্গসুখ লাভ করতো ৷ মন থেকে ছেঁটে ফেলেছি ৷ আপনার কাছ থেকে শ্রীমতি সুমন কল্যাণপুরকে নিয়ে একটা বিস্তৃত ভিডিও চাই ৷ আমার অতি প্রিয় শিল্পী ৷ বাংলা উচ্চারণ ঐ দুই মারাঠী বোনেদের চেয়ে অনেক উচ্চস্তরের ৷ কেউ ওঁর বাংলা উচ্চারণ শুনে বাঙালি নন ভাবতেই পারবেন না ৷ সুমনকেও শেষ করেছেন ঐ বড় বোন ৷ সুমন সারা জীবন অজানা আশঙ্কাতে ভুগতেন ৷ মন খুলে কোনদিনই কিছু বলতে পারেন নি ৷ উনি এখনও জীবিত আছেন ৷ ওঁকে নিয়ে একটি বিস্তৃত ভিডিও চাই ৷

  • @swapankar2190

    How up and down at the struggle of life . Many many incidences draw many questions .

  • @swapanchakraborty6196

    অসাধারণ হয়েছে এই প্রতিবেদন।

  • @debashismondal4604

    বেশ রোমাঞ্চকর লাগলো।

  • @joybhattacharya1558

    Awaiting eagerly episode on Suman Kalyan pur.

  • @RakeshSarkar-ke9ow

    Khub sundor❤