স্যার আমার একটা জায়গা (সি এস) দলিল চেইন ধরে ১৯৮০ সনে দাদার ওয়ারিস নাতির কাছ থেকে আমার কেনা।আমার অপর পক্ষ বাদি ১৯৫৪ সালে ছেলের কাছ থেকে কিনে,কিন্তু তার দলিলে সিএস দলিল অনুযায়ী (দাগ নং ,খতিয়ান নং ও অংশও ভুল ) দলিল সংশোধন করে নাই অন্য জমির দাগ তার কিন্তু সে (আর এস) রেকর্ড করে রাখছে,এখন রেকর্ড বোলে আমার কাছে জায়গা দাবি করে।আমার (আর এস) এ নামজারি খাজনা খারিস সব আপডেট ২০২৪ সাল পর্যন্ত। সে ১৪৫ ধারা মামলা করেছে সে কি জায়গা পাবে ?
জনাব, সালাম নিবেন-আরজ এই যে(১)প্রজাবিলি কি?(২)প্রজাবিলি কি এখন ও বলবৎ আছে?( ৩)অনেকে বলে প্রজাবিলি বাতিল হয়েছে আর বাতিল হয়ে থাকলে কবে বাতিল হয়েছে? জানালে উপকৃত হব।
Very important matter
ধন্যবাদ ডিয়ার 🌹
স্যার আমার একটা জায়গা (সি এস) দলিল চেইন ধরে ১৯৮০ সনে দাদার ওয়ারিস নাতির কাছ থেকে আমার কেনা।আমার অপর পক্ষ বাদি ১৯৫৪ সালে ছেলের কাছ থেকে কিনে,কিন্তু তার দলিলে সিএস দলিল অনুযায়ী (দাগ নং ,খতিয়ান নং ও অংশও ভুল ) দলিল সংশোধন করে নাই অন্য জমির দাগ তার কিন্তু সে (আর এস) রেকর্ড করে রাখছে,এখন রেকর্ড বোলে আমার কাছে জায়গা দাবি করে।আমার (আর এস) এ নামজারি খাজনা খারিস সব আপডেট ২০২৪ সাল পর্যন্ত। সে ১৪৫ ধারা মামলা করেছে সে কি জায়গা পাবে ?
পাবে নাহ। আপনার দখলে থাকলে আদালত আপনার পক্ষে রায় দিবে।
জনাব, সালাম নিবেন-আরজ এই যে(১)প্রজাবিলি কি?(২)প্রজাবিলি কি এখন ও বলবৎ আছে?( ৩)অনেকে বলে প্রজাবিলি বাতিল হয়েছে আর বাতিল হয়ে থাকলে কবে বাতিল হয়েছে? জানালে উপকৃত হব।
আগের কমেন্ট এর রিপ্লাই দিয়েছি।দয়া করে দেখে নিন। ধন্যবাদ