স্যার আসসালামুয়ালাইকুম আমার চাচাতো ভাই আরাক চাচাত ভাই কাছে জমি বিক্রি করেছে উক্ত সম্পত্তি চারপাশে আমার সম্পত্তি এখন কিভাবে মামলা করে সম্পত্তি উদ্ধার করতে পারি দয়া করে জানালে উপকৃত হব।
স্যার আামার বাবা গাজীপুর একটা জমির বায়না রেজিষ্ট্রেশন করে কয়েক মাস আগে.. বায়না করার আগে পাশের জমির মালিকদের জিজ্ঞেসা করা হয় তারা ক্রয় করবে কিনা,,পাশের মালিকদের মধ্যে একজন কে সাক্ষী হিসেবে রেখে আমাদের বায়না রেজিষ্ট্রেশন করা হয়।এখন যে ব্যাক্তি বায়না করার সময় সাক্ষী হিসেবে ছিলো..তার সাথে কিছু কারণে মনমালিন্য হয়েছে, এখন সে হুমকি দিচ্ছে সে পরবর্তী সময়ে অগ্রক্রয়ের মামলা করবে,আমাদের ঐখানে থাকতে দিবেনা ইত্যাদি। স্যার এখন আমার প্রশ্ন হলো ঐ ব্যাক্তি কি অগ্রক্রয়ের মামলা করতে পারবে?যে কিনা আমাদের বায়না চুক্তিতে সাক্ষীর ভূমিকা পালন করেছে.. যদি সে মামলা করতে পারে.. তাহলে এখন আমাদের কী করা উচিত? দয়া করে স্যার একটু জানাবেন...
আসসালামু আলাইকুম ভাই আমার যেটার সম্পত্তি আমার বাবার কাছে বিক্রি করতে চাচ্ছেনা তারা অন্য খানে বিক্রি করতে চাই আমাদের পাশে জমি আছে জমিটা কিনতে চায় তারা বিক্রি করতে চাচ্ছে না তারা যদি অন্যখানে বিক্রি করে দেয় আমরা যদি না জানতে পারি এই ক্ষেত্রে কি করনীয় ধরণ আমরা এক থেকে দুই বছর পরে জানলাম কি করতে পারব আমরা এই দেশে তো টাকা দিয়ে নোটিশ আশা বন্ধ করে দেয় অথবা নোটিশ আসলো না কি করতে পারি
প্রিয়ামসন মামলাটা কার বিরুদ্ধে করতে হবে? মানে নতুন ক্রেতা না আমার চাচাতো ভাই যিনি বিক্রেতা? যেহেতু এটা পৈত্রিক সম্পত্তি ছিল। অতি তারাতারি জানালে উপকৃত হবো।
আমার কাকা আমাকে না জানিয়ে কোন নোটিস না দিয়ে জমি বিক্রি করছে অন্য এক জনের কাছে, আমি জানছি এক বছর পরে,, এখন কি আমি অগ্রাধিকার মামলা করতে পারব। আমরা সনাতনী। এবিষয়ে যদি একটু বলতেন
আসসালামু আলাইকুম স্যার আমার একটি প্রশ্ন আছে। একটি বিআরএস খতিয়ান খতিয়ানে অনেকের নাম বিদ্যমান হয়। তারা কি সবাই ৯৬ ধারায় মামলা পারবে।একটি বিআরএস খতিয়ানে শরীক প্রজাদের নাম আসে এখানে উত্তরাধিকার সূত্রে শরীক প্রজ কি বুঝাচ্ছে । ক্রয় য় সূত্রে শরীক প্রজা এবং উত্তরাধিকারী সূত্রে শরীক প্রজা 96 ধারায় মামলা করতে পারবো।দয়া করে এই কথাগুলো উপর একটি ভিডিও দিয়েন
ভাইয়া! আসসালামু আলাইকুম, আমি চট্রগ্রাম থেকে! আমি অনেক মাস যাবত, জমি সংক্রান্ত ঝামেলায় অনেক কস্টে আছি! আমার নিজের জাইগায় আমাকে দেওয়াল দিতে দিচ্ছে না! আমার যাবতিয় দলিল সব ১০০% ওকে! এখন আমি কি করতে পারি?
দয়া করে একটু জানাবেন। আমি একটা জমি কিনতে যাচ্ছি, বাবার ওয়ারিশ সূত্রে ছেলে জমি পাই, বাবার মৃত্যুর পর ছেলে তার বউকে জমি দান করে এবং বউয়ের নামে খাজনা খারিজ করে , এখন তার বউ এর জমি আমার কাছে বিক্রি করছে ৩৩ শতাংশের কাত ৬ শতাংশ। এখন এই জমি নিলে কি জমির ওয়ারিশ গন অগ্রক্রয় মামলা করতে পারবে কিনা? জমি তার বউয়ের নামে জমা খারিজ করা আছে। আমি তাদের ওয়ারিশ দেরও জানিয়েছি তারা নিতে বলেছে।
প্রিয় হুমায়ুন ভাইয়া, খুব সুন্দর আর উপকারী একটি ভিডিও এটি। অনেকেই এতে উপকৃত হবে। আমার আপনার নিকট হতে একটি মূল্যবান আইনি পরামর্শ প্রয়োজন। আমার বাড়ির চলাচলের পথের কোন একটি জমি যেকোন মুহুর্তে আমাকে না জানিয়ে বিক্রি হয়ে যেতে পারে এই আশংকা থেকে কি আমি আগেভাগেই অগ্রক্রয় আইনে মামলা করতে পারবো? আর যদি না পারি সেক্ষেত্রে আমি সেই জমিটি ক্রয়-বিক্রয় স্থগিত কিভাবে করতে পারি? এই বিষয়ে পরামর্শ দিলে বিশেষ উপকৃত হবো। আমি প্রয়োজনে আপনার সাথে সরাসরি/কিংবা ভিডিওতে কথা বলার জন্য তৈরি।
স্যার আমার ফুফা আমাদের না জানিয়ে দূরের মানুষের কাছে ১৯৭৯সালে জমি বিক্রি করেছে যা এখনো আমরা ভোকদখল করি এখন কি অগ্রক্রয় আইনে মামলা করা যাবে দয়াকরে জানাবেন?
আমার দাদার বাপেরা দুই ভাই এক বোন ছিলো, এখন তাদের জমি ছিলো দুইটা, এখন তাদের দুই জমিতে বোনের নাম, আর এস প্রচারে আছে, দুই ভাইয়ে দুই জমি খায়, এখন এক মায়ের ছেলেরা, বোনের অংশ পোরোটা ক্যয় করেছেন, এখন কি করা যায়, দয়াকরে জানাবেন
তিন ভাইয়ের মধ্যে এক ভাই নিসন্তান অবস্থায় মারা গেছে, মারা যাওয়ার আগে স্ত্রী কে কিছু জায়গায় লিখে দেন ঐ যায়গা বাকি দুই ভাইয়ের ওয়ারিশের কাছে না বিক্রি করে অন্যযায়গায় বিক্রি করে দেয় এখন pre-emtion কারা যাবে???
মুসলিম আইনে এদেশে গুরুত্ব দেয়া হয়কি? সরকারি রাস্তার পাসে ৬০ শতক জমিতে আমার বাড়ি এই জমি যাদের থেকে কিনেছিলাম দাতাদের অন্য ওয়ারিশের জমি ছিলো পরে সেখান থেকে আরো ৬ শতক জমি আমি কিনেছি,দাতাদের ওয়ারিশ অনেকছিলো অন্য ওয়ারিশ গোপনে অন্য এক দুরের লোকের কাছে বিক্রি করেদেয় এখন সেই ক্রেতা আমার সাবেক বাড়ির সাথের জমিতে জোর করে দখন নিয়ে আমাকে দুরে দখল নিতে বলে, বিগত ৬/৭ বসর হয়ে গেছে আমি কি করতে পারি দয়াকরে যদি বলতেন
স্যার আমি প্রিয়েমশন মামলা করেছিলাম কিন্ত ক্রেতা শক্তিশালী, আমাকে ভয় দেখিয়ে সুলেনামায় সই নিয়ে নেন। এতে আমার করনিও কি? আমি কি মামলায় হেরে যাব? দয়া করে জানাবেন কি?
ভাই আমার বাবা ১ জনের কাছে ২৩ শতকের অন্দরে ৬ শতক জমি বিক্রি করে অসহায় লোকের কাছে নাম মাত্র মূলে, জমির চতুর দিক আমার জমি , আমাকে না জানিয়ে অন্য জাগায় জমি বিক্রি করে দেয় এবং ২য় মালিক ও বিক্রি করে দেয় এখন আমি আত দিন জানতাম জমি খালি আছে কিন্তু ভাই আমি কি প্রিয়ামশন মামলা করতে পারবো। জানালে উপক্রিত হতাম
দাদুর নামে জমি আছে সেটা কাকু বিক্রি করেছে তার অংশ । সেটা বাবা কেস করলে কি পাবে জানাবে ।যারা নিয়েছেন তারা 5 পুরুষ মধ্যেই আছে। এটা বলবেন প্লিজ প্লিজ হেল্প।
ভাই আমাদের বাব,চাচা তিন,জন,তার,মধ্যে আমার বাবা এবং এক,চাচা,মারা,গেছে, এখন আমার জিতব চাচা,আরেক জনের কাছে,জায়গা বিক্রি করে দিয়েছে,এখনকি,আমরা পেনশন মামলা করতে পারি,মামলা করলি,কি,জায়গা আইনের মাধ্যমে পাব,,কি।
আমার পিতার মিত্যুর ০২ বছর পর, আমার পৈত্রিক সম্পত্তির কিছু অংশ আমার বড় ভাই, আমার ০৭ বছর বয়সে বিক্রি করে দেন। যা, আমি জানতে পারি ৩৫ বছর পর, আমরা ভাইয়ে ভাইয়ে পৈত্রিক সম্পত্তির বনটন এর সময়। এখন কোনভাবে ই কি আমি প্রিয়েনশন মামলা করতে পারব কি?
আমার নানার জমি এখন ওয়ারিশ আমার মা পেয়েছে সেই জমি এখন বিক্রি করবে কিন্তু যখন দলিল দেয়ার সময় দেখা যায় আমার নানা যার কাছ থেকে কিনেছে তার খতিয়ান টি এস এ ছিল আর নানার আর এস খতিয়ান এজন্য দলিল হচ্ছে না এখন পিটিশন করতে বলা হয়েছে এই বিষয়ে একটা ভিডিও দিয়েন
স্যার, আমি একটা ডি পি এস করছি প্রাইম লাইফে ইনসুরেন্সে, নরসিংদী শাখায়, আমার বীমার মেয়াদ শেষ হয়ছে ২০২১ সালের জুলাই মাসে, এখন চলছে ২০২২ সালের আগষ্ট মাস, এখন পর্যন্ত আমার টাকাটা দেয়নায় , শুধু ঘুরাইতেছে এই মাস ঐমাস বলে এখন আমি কি করলে আমার টাকাটা আমি পাবো, আপনার পরাপর্শ চাইছি। প্লিজ স্যার, আমি অনেক কষ্ট করে টাকা গুলো দিছি, আরেকটা কথা, আমার নাম হুমায়ুন কবির, আমার জন্ম স্থান জেলা খাগড়াছড়ি, আমি যখন ডি পি এস টা করি তখন আমি নরসিংদীতে টেক্সটাইল মিলে কাজ করতাম।
দাদা বাবাকে হেবা এবং আমার বাবার হেবাবিল এওয়াজ(কোরআনশরীফ ও জায়নামাজ এর বিনিময়ে ) দলিল মূলে আমাকে দানকৃত সম্পত্তি আমি বাহিরের লোকের নিকট বিক্রয় করিলে আমার ভাই বোন ঐ সম্পত্তি র জন্য ক্রয় অগ্রাধিকার মামলা করতে পারবে কিনা
স্যার আমার বাবা চাচা জমি বিক্রি করছে । ওই জমির জন্য একজন priemtion মামলা করেছে। আমি বিক্রিত ব্যাক্তির ছেলে এবং ভাতিজা । আমি জমিটা ফেরত নিতে চাই । ক্রেতা আমাকে ফেরত দিতে চায় । আমার করণীয় কি
স্যার আমার ফুফুর জমি অন্য জানের কাছে বিক্রি করেছে। আমি এখন মামালা করতে চাচ্ছি, কিন্তু সরকারি মূলে জমির দাম আছে ৫০হাজার টাকা। অন্য জন জমি কিনেছে একলহ্ম টাকা দিয়ে, দলিলে উঠানো আছে দুইলহ্ম টাকা, এখন আদালতে মামলা দিলে কোন টাকা টা আমাকে আদালতে জমা দিতে হবে? প্লিজ, আমি বিপদে আছি, জানালে খুশি হব স্যার
স্যার আমার চাচা তার অংশ তার স্ত্রীকে লিখে দিয়েছে। পরবর্তীতে স্ত্রী সে জমি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে আমি এখন কি এই জমি নেয়ার জন্য প্রিয়েমশন মামলা করতে পারবো?
বাড়ির জমিতে প্রিয়ামসন মামলা করা যাবে কী?? ঘটনা : আমাদের বাড়ির সামনে এক চাচার বাড়ি ছিল,চাচা জমিটা আমার বাবার কাছে বিক্রি না করে, অন্য চাচার ছেলের কাছে বিক্রি করে দিয়েছে,জমিটা বসতভিটা এবং উত্তরাধিকার সূত্রে দাদার কাছ থেকে পাওনা।উত্তর দিবেন প্লিজ
আসসালামু আলাইকুম, আমি একটা জমি ক্রয় করতে চাই। জমির মালিক ৪ বছর আগে জমি টা ক্রয় করে খারিজ করেছেন। এখন উনি জমিটা বিক্রি করবেন। ইতোপুর্বে উনার অন্য দাগ এ আরো একটি জমি ক্রয় করেছি। এখন এই জমি টি আমি যদি ক্রয় করি তাহলে কি পাশের জমির মালিক অগ্রক্রয় মামলা করতে পারবে? বা মামলা থেকে প্রতিকার পাওয়ার কোনো উপায় আছে কি? পরপর ২ টা দলিল করলে কি অগ্রক্রয় মামলা থেকে প্রতিকার পাওয়া যাবে?উল্লেখ যে, পাশের জমির মালিক উত্তরাধিকার সূত্রে কেউ নয়।দয়া করে জানাবেন।
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদজানায়
❤❤❤
স্যার আসসালামুয়ালাইকুম আমার চাচাতো ভাই আরাক চাচাত ভাই কাছে জমি বিক্রি করেছে উক্ত সম্পত্তি চারপাশে আমার সম্পত্তি এখন কিভাবে মামলা করে সম্পত্তি উদ্ধার করতে পারি দয়া করে জানালে উপকৃত হব।
স্যার আামার বাবা গাজীপুর একটা জমির বায়না রেজিষ্ট্রেশন করে কয়েক মাস আগে.. বায়না করার আগে পাশের জমির মালিকদের জিজ্ঞেসা করা হয় তারা ক্রয় করবে কিনা,,পাশের মালিকদের মধ্যে একজন কে সাক্ষী হিসেবে রেখে আমাদের বায়না রেজিষ্ট্রেশন করা হয়।এখন যে ব্যাক্তি বায়না করার সময় সাক্ষী হিসেবে ছিলো..তার সাথে কিছু কারণে মনমালিন্য হয়েছে, এখন সে হুমকি দিচ্ছে সে পরবর্তী সময়ে অগ্রক্রয়ের মামলা করবে,আমাদের ঐখানে থাকতে দিবেনা ইত্যাদি। স্যার এখন আমার প্রশ্ন হলো ঐ ব্যাক্তি কি অগ্রক্রয়ের মামলা করতে পারবে?যে কিনা আমাদের বায়না চুক্তিতে সাক্ষীর ভূমিকা পালন করেছে..
যদি সে মামলা করতে পারে.. তাহলে এখন আমাদের কী করা উচিত? দয়া করে স্যার একটু জানাবেন...
দাদার হতে প্রাপ্ত একই খতিয়ান ও দাগভূক্ত জমি ফুফু অন্য কোথাওবিক্রয় করলে ভাইপো কি অগ্রক্রয় মামালা করতে পারব? উল্লেখ্য ভাইপোর পিতা বেচে নেই।
হে পারবেন আমিও এই সমস্যা পরছে আমিও মামলা করার জন্য পস্তুতি নিতাছি
আসসালামু আলাইকুম ভাই আমার যেটার সম্পত্তি আমার বাবার কাছে বিক্রি করতে চাচ্ছেনা তারা অন্য খানে বিক্রি করতে চাই আমাদের পাশে জমি আছে জমিটা কিনতে চায় তারা বিক্রি করতে চাচ্ছে না তারা যদি অন্যখানে বিক্রি করে দেয় আমরা যদি না জানতে পারি এই ক্ষেত্রে কি করনীয় ধরণ আমরা এক থেকে দুই বছর পরে জানলাম কি করতে পারব আমরা এই দেশে তো টাকা দিয়ে নোটিশ আশা বন্ধ করে দেয় অথবা নোটিশ আসলো না কি করতে পারি
ধন্যবাদ
Sir আমি আপনার কাছে একটা অনুরোধ করছি plz আমাকে এই টুকু বলুন কেস শেষে হয়ে গেছে। রায় পাবো কবে
প্রিয়ামসন মামলাটা কার বিরুদ্ধে করতে হবে? মানে নতুন ক্রেতা না আমার চাচাতো ভাই যিনি বিক্রেতা? যেহেতু এটা পৈত্রিক সম্পত্তি ছিল। অতি তারাতারি জানালে উপকৃত হবো।
এটা কারোরই বিরুদ্ধে নয় অগ্রাধিকার হিসাবে আদালতে ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করা আর কি যে আমি জায়গা চাই এনে দেন অগ্রাধিকার হিসাবে। এটাই
যে কিনেছে
আচ্ছা বলছি,ক্ষতি পূরণ কি, আর একসাথে টাকার মূল্য জমা দিয়ে হবে না কিছু পরে দিলেও মামলা করা যাবে ??
৫ চাচা ১চাচার জমি আরেক চাচার মেয়ে যদি কিনে বাড়ীর জমি তো আরেক চাচা কি প্রিয়েমসন করতে পারবে বাড়ীতে ঐ চাচাতো বোন বা চাচার কোন ঘর দরজা নাই।
আমার কাকা আমাকে না জানিয়ে কোন নোটিস না দিয়ে জমি বিক্রি করছে অন্য এক জনের কাছে,
আমি জানছি এক বছর পরে,,
এখন কি আমি অগ্রাধিকার মামলা করতে পারব।
আমরা সনাতনী।
এবিষয়ে যদি একটু বলতেন
আমি সৌদি আরব থেকে দেখছি
অসংখ্য ধন্যবাদ
পৌরসভার ভিতরে সকল কৃষি জমিকে অকৃষি হিসাবে গণ্য করা হয় আইনে কি বলে দয়া করে জানাবেন
আসসালামু আলাইকুম স্যার আমার একটি প্রশ্ন আছে। একটি বিআরএস খতিয়ান খতিয়ানে অনেকের নাম বিদ্যমান হয়। তারা কি সবাই ৯৬ ধারায় মামলা পারবে।একটি বিআরএস খতিয়ানে শরীক প্রজাদের নাম আসে এখানে উত্তরাধিকার সূত্রে শরীক প্রজ কি বুঝাচ্ছে । ক্রয় য় সূত্রে শরীক প্রজা এবং উত্তরাধিকারী সূত্রে শরীক প্রজা 96 ধারায় মামলা করতে পারবো।দয়া করে এই কথাগুলো উপর একটি ভিডিও দিয়েন
দলিলে উল্লিখিত জমির আংশিক দাবি করে মাম করা যাবে কি
ভাইয়া!
আসসালামু আলাইকুম, আমি চট্রগ্রাম থেকে!
আমি অনেক মাস যাবত, জমি সংক্রান্ত ঝামেলায় অনেক কস্টে আছি!
আমার নিজের জাইগায় আমাকে দেওয়াল দিতে দিচ্ছে না!
আমার যাবতিয় দলিল সব ১০০% ওকে!
এখন আমি কি করতে পারি?
Chani ki janaben .Thanks.
আমার চাচা তার বাড়িটি আমাদেরকে না জানিয়ে বিক্রি করে দেয়।এখন আমরা কি অগ্রকয় মামলা দায়ের করতে পারি।
আমি কি পাঁচবছর আগের বিক্রি করা জমির প্রিশামশান মামলায় ফেরত পেতে পারি, জানালে উপকৃত হবো
Thanks brather
একই দাগের জমি আমায় না দিয়ে অন্য জনকে দিয়ে দিয়েছে অগ্রক্রয়ের মামলা করলে জেতার সম্ভাবনা কতটা ?
nice
দয়া করে একটু জানাবেন। আমি একটা জমি কিনতে যাচ্ছি, বাবার ওয়ারিশ সূত্রে ছেলে জমি পাই, বাবার মৃত্যুর পর ছেলে তার বউকে জমি দান করে এবং বউয়ের নামে খাজনা খারিজ করে , এখন তার বউ এর জমি আমার কাছে বিক্রি করছে ৩৩ শতাংশের কাত ৬ শতাংশ। এখন এই জমি নিলে কি জমির ওয়ারিশ গন অগ্রক্রয় মামলা করতে পারবে কিনা? জমি তার বউয়ের নামে জমা খারিজ করা আছে। আমি তাদের ওয়ারিশ দেরও জানিয়েছি তারা নিতে বলেছে।
প্রিয়েমশন কোন জমিতে চলে পৌরসভা বা সিটির জমিতে প্রিয়েমশন আছে কি নাই জানাবেন
ধন্যবাদ
প্রিয় হুমায়ুন ভাইয়া, খুব সুন্দর আর উপকারী একটি ভিডিও এটি। অনেকেই এতে উপকৃত হবে।
আমার আপনার নিকট হতে একটি মূল্যবান আইনি পরামর্শ প্রয়োজন। আমার বাড়ির চলাচলের পথের কোন একটি জমি যেকোন মুহুর্তে আমাকে না জানিয়ে বিক্রি হয়ে যেতে পারে এই আশংকা থেকে কি আমি আগেভাগেই অগ্রক্রয় আইনে মামলা করতে পারবো?
আর যদি না পারি সেক্ষেত্রে আমি সেই জমিটি ক্রয়-বিক্রয় স্থগিত কিভাবে করতে পারি? এই বিষয়ে পরামর্শ দিলে বিশেষ উপকৃত হবো।
আমি প্রয়োজনে আপনার সাথে সরাসরি/কিংবা ভিডিওতে কথা বলার জন্য তৈরি।
স্যার আমার ফুফা আমাদের না জানিয়ে দূরের মানুষের কাছে ১৯৭৯সালে জমি বিক্রি করেছে যা এখনো আমরা ভোকদখল করি এখন কি অগ্রক্রয় আইনে মামলা করা যাবে দয়াকরে জানাবেন?
আমিও তাই করছি
আপনার সাতে কি কথা বলা যাবে স্কিনে যে নাম্বার আছে সেটাত কি ফোন করব
আমার দাদার বাপেরা দুই ভাই এক বোন ছিলো,
এখন তাদের জমি ছিলো দুইটা,
এখন তাদের দুই জমিতে বোনের নাম, আর এস প্রচারে আছে,
দুই ভাইয়ে দুই জমি খায়,
এখন এক মায়ের ছেলেরা,
বোনের অংশ পোরোটা ক্যয় করেছেন,
এখন কি করা যায়,
দয়াকরে জানাবেন
তিন ভাইয়ের মধ্যে এক ভাই নিসন্তান অবস্থায় মারা গেছে,
মারা যাওয়ার আগে স্ত্রী কে কিছু জায়গায় লিখে দেন ঐ যায়গা বাকি দুই ভাইয়ের ওয়ারিশের কাছে না বিক্রি করে অন্যযায়গায় বিক্রি করে দেয় এখন pre-emtion কারা যাবে???
মুসলিম আইনে এদেশে গুরুত্ব দেয়া হয়কি?
সরকারি রাস্তার পাসে ৬০ শতক জমিতে আমার বাড়ি এই জমি যাদের থেকে কিনেছিলাম দাতাদের অন্য ওয়ারিশের জমি ছিলো পরে সেখান থেকে আরো ৬ শতক জমি আমি কিনেছি,দাতাদের ওয়ারিশ অনেকছিলো অন্য ওয়ারিশ গোপনে অন্য এক দুরের লোকের কাছে বিক্রি করেদেয় এখন সেই ক্রেতা আমার সাবেক বাড়ির সাথের জমিতে জোর করে দখন নিয়ে আমাকে দুরে দখল নিতে বলে, বিগত ৬/৭ বসর হয়ে গেছে আমি কি করতে পারি দয়াকরে যদি বলতেন
প্রিয়েমশন মামলায় রায় পেলে দলিল করার জন্য খরচ দিতে হবে কিনা জানাবেন।
Assalamu alaikum...
Amar nanu vaiyer jomi, nanu mara jawar jodi, Mama, nanir diye mitta bole lekhe nei, tahole ki oi jomi, Nanur meyera kemne ber korbe
স্যার আমি প্রিয়েমশন মামলা করেছিলাম কিন্ত ক্রেতা শক্তিশালী, আমাকে ভয় দেখিয়ে সুলেনামায় সই নিয়ে নেন। এতে আমার করনিও কি? আমি কি মামলায় হেরে যাব? দয়া করে জানাবেন কি?
জদি এক দাগে দুই ভায়ের জমি হয় টাকা দাখিল করা জাবে৷ কি
ভাই আমার বাবা ১ জনের কাছে ২৩ শতকের অন্দরে ৬ শতক জমি বিক্রি করে অসহায় লোকের কাছে নাম মাত্র মূলে, জমির চতুর দিক আমার জমি , আমাকে না জানিয়ে অন্য জাগায় জমি বিক্রি করে দেয় এবং ২য় মালিক ও বিক্রি করে দেয় এখন আমি আত দিন জানতাম জমি খালি আছে কিন্তু ভাই আমি কি প্রিয়ামশন মামলা করতে পারবো। জানালে উপক্রিত হতাম
Bhai na janie 2 years age jami bikkri karese .... jantam na ami ki mamla korte parbo ?
একটি জমির তিন পাশে আমার জমি,জমিটি আমার কাছে বিক্রি না করে অন্যজনের কাছে বিক্রি করছে এখন আমি কি অগ্রক্রয় মামলা করতে পারব?
স্যার আমি 32শতাংশ জমি কিনে ছিলাম
রেকড সুত্যে 1টি খতিয়ান , কিন্তু
নাল 25শতাংশ
অগ্রক্রয়াধিকার মামলা করেন 96দারায় জমি কি পাবে
এই মামলা কতো দিনে রায় হয়
দাদুর নামে জমি আছে সেটা
কাকু বিক্রি করেছে তার অংশ ।
সেটা বাবা কেস করলে কি পাবে জানাবে ।যারা নিয়েছেন তারা 5 পুরুষ মধ্যেই আছে। এটা বলবেন প্লিজ প্লিজ হেল্প।
আমি কোন নোটিস পাইনি জমি দলিল হওয়ার এক বছর পার হইছে আমি এখন কি করতে পারি
ভাই আমাদের বাব,চাচা তিন,জন,তার,মধ্যে আমার বাবা এবং এক,চাচা,মারা,গেছে, এখন আমার জিতব চাচা,আরেক জনের কাছে,জায়গা বিক্রি করে দিয়েছে,এখনকি,আমরা পেনশন মামলা করতে পারি,মামলা করলি,কি,জায়গা আইনের মাধ্যমে পাব,,কি।
স্যার জমি কিনার পরে জদি নোটিস না করে থাকে তহলে কি করার আছে?
আমার পিতার মিত্যুর ০২ বছর পর, আমার পৈত্রিক সম্পত্তির কিছু অংশ আমার বড় ভাই, আমার ০৭ বছর বয়সে বিক্রি করে দেন। যা, আমি জানতে পারি ৩৫ বছর পর, আমরা ভাইয়ে ভাইয়ে পৈত্রিক সম্পত্তির বনটন এর সময়। এখন কোনভাবে ই কি আমি প্রিয়েনশন মামলা করতে পারব কি?
ভাই আমার দাদুর সঁপত তিন ভাই এক ভাই সামনা মসজিদে ওপ্প করে দিয়েছে তায়া কতো টুক বলোবল তাকবে এটা কি টিসকিবে
ভাই আপনার নাম্বর দেন
একটাও আইন মেনে আদালত কাজ করেনা
Agrokoy mamla khariz hole appeal kore love Hove ki^?
আমি জানতে কেউ যদি সাইন বোর্ড দেয় জমিতে তাহলে কি আত্নীয় দাখিল করতে পারবে?
আমার ফুফু জ্ঞাতিদের কাছে বিক্রি করছে এখন কি আমি অগ্রক্রয় মামলা করতে পারব। কত পার্সেন্ট খরচ দিতে হবে। বিক্রি হয়েছে দুই মাস আগে। আমি জানিনা।
আমি নুটিস পায়েছি গতো মে মাসে এখোন কি মামলা করতেপারব।
দয়া করে আমার উত্তর টা দিবেন।
আমার নানার জমি এখন ওয়ারিশ আমার মা পেয়েছে সেই জমি এখন বিক্রি করবে কিন্তু যখন দলিল দেয়ার সময় দেখা যায় আমার নানা যার কাছ থেকে কিনেছে তার খতিয়ান টি এস এ ছিল আর নানার আর এস খতিয়ান এজন্য দলিল হচ্ছে না এখন পিটিশন করতে বলা হয়েছে এই বিষয়ে একটা ভিডিও দিয়েন
স্যার,
আমি একটা ডি পি এস করছি প্রাইম লাইফে ইনসুরেন্সে,
নরসিংদী শাখায়,
আমার বীমার মেয়াদ শেষ হয়ছে
২০২১ সালের জুলাই মাসে, এখন চলছে ২০২২ সালের আগষ্ট মাস, এখন পর্যন্ত আমার টাকাটা দেয়নায় , শুধু ঘুরাইতেছে এই মাস ঐমাস বলে
এখন আমি কি করলে আমার টাকাটা আমি পাবো, আপনার পরাপর্শ চাইছি। প্লিজ স্যার,
আমি অনেক কষ্ট করে টাকা গুলো দিছি,
আরেকটা কথা,
আমার নাম হুমায়ুন কবির,
আমার জন্ম স্থান জেলা খাগড়াছড়ি,
আমি যখন ডি পি এস টা করি তখন আমি নরসিংদীতে টেক্সটাইল মিলে কাজ করতাম।
পেনশন মামলা কিভাবে বাচাজাই
দাদা বাবাকে হেবা এবং আমার বাবার হেবাবিল এওয়াজ(কোরআনশরীফ ও জায়নামাজ এর বিনিময়ে ) দলিল মূলে আমাকে দানকৃত সম্পত্তি আমি বাহিরের লোকের নিকট বিক্রয় করিলে আমার ভাই বোন ঐ সম্পত্তি র জন্য ক্রয় অগ্রাধিকার মামলা করতে পারবে কিনা
স্যার আমি বিদেশে ছিলাম,,
আমার চাচার শঠামীতে ২৩ বছর আগে,,,তার কাছে বিক্রি করে দেয়,,এখন আমার করণীয়টা দয়া তরে বলবেন,ধন্যবাদ।
আমার বাবা বিক্রি করে দেয়।
স্যার আমার বাবা চাচা জমি বিক্রি করছে । ওই জমির জন্য একজন priemtion মামলা করেছে। আমি বিক্রিত ব্যাক্তির ছেলে এবং ভাতিজা । আমি জমিটা ফেরত নিতে চাই । ক্রেতা আমাকে ফেরত দিতে চায় । আমার করণীয় কি
স্যার আমার ফুফুর জমি অন্য জানের কাছে বিক্রি করেছে। আমি এখন মামালা করতে চাচ্ছি, কিন্তু সরকারি মূলে জমির দাম আছে ৫০হাজার টাকা। অন্য জন জমি কিনেছে একলহ্ম টাকা দিয়ে, দলিলে উঠানো আছে দুইলহ্ম টাকা, এখন আদালতে মামলা দিলে কোন টাকা টা আমাকে আদালতে জমা দিতে হবে? প্লিজ, আমি বিপদে আছি, জানালে খুশি হব স্যার
2 lak taka
দান দলিলে অগ্রক্রয় মামলা করা যাবে....
স্যার আমার ফুপুর জমি আমার চাচাতো ভাই একা দলিল করে নিয়েছে আমরা জানিনা এখন আমি কি করতে পারি স্যার আমাকে একটু জানাবে
ভাই আমাদের একই অবস্থা হেয়েছে।আমরা এই মামলা করেছি।
স্যার অনুগ্রহ করে বলবেন কি,আমার বাবা আমার চাচার কাছে জমি বিক্রি করেছেন,আমি কি এক্ষেত্রে তার বিরুদ্ধে প্রিয়েমশন মামলা করে জমিটি ফেরত পেতে পারি??
jodi jomi dan kore taha hole mamla kora jabe ....
অগ্রক্রয়ের মামলা করে শতকরা কতজন জিতেছে ?
আমার শশুর ঘরের তলা বিক্রি করে দিয়েছেন, আমি তিন বছর পরে জেনেছি, আগে জানতে পারিনি, এখন কি আমি মামলা করতে পারব?
Amar sunar niyom zar jomi se bikri korbe abar kiser premson
স্যার আমার চাচা তার অংশ তার স্ত্রীকে লিখে দিয়েছে। পরবর্তীতে স্ত্রী সে জমি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে আমি এখন কি এই জমি নেয়ার জন্য প্রিয়েমশন মামলা করতে পারবো?
বাড়ির জমিতে প্রিয়ামসন মামলা করা যাবে কী?? ঘটনা : আমাদের বাড়ির সামনে এক চাচার বাড়ি ছিল,চাচা জমিটা আমার বাবার কাছে বিক্রি না করে, অন্য চাচার ছেলের কাছে বিক্রি করে দিয়েছে,জমিটা বসতভিটা এবং উত্তরাধিকার সূত্রে দাদার কাছ থেকে পাওনা।উত্তর দিবেন প্লিজ
আপন চাচা হলে হবে না
ভাই।আমিজমি।কিনছি।কিনারপর।আরেক।জন।কে।লেখে।দিয়েছি।তর।পরে।মামলা।হয়েছে।পরামস।চাই
আসসালামু আলাইকুম, আমি একটা জমি ক্রয় করতে চাই। জমির মালিক ৪ বছর আগে জমি টা ক্রয় করে খারিজ করেছেন। এখন উনি জমিটা বিক্রি করবেন। ইতোপুর্বে উনার অন্য দাগ এ আরো একটি জমি ক্রয় করেছি। এখন এই জমি টি আমি যদি ক্রয় করি তাহলে কি পাশের জমির মালিক অগ্রক্রয় মামলা করতে পারবে? বা মামলা থেকে প্রতিকার পাওয়ার কোনো উপায় আছে কি? পরপর ২ টা দলিল করলে কি অগ্রক্রয় মামলা থেকে প্রতিকার পাওয়া যাবে?উল্লেখ যে, পাশের জমির মালিক উত্তরাধিকার সূত্রে কেউ নয়।দয়া করে জানাবেন।
মুসলিম আইনে মামলা করলে এটা নিষ্পত্তি হতে কত মাস সময় লাগে?
ক্রেতা জানে প্রিয়ামশন মামলা হবে তাই ক্রেতা অনেক অনেক বেশী মূল্য লিখে থাকে। সেক্ষেত্রে কি করা যাবে।
মূল্য যা দিছে তাই কোর্টে জমা দিতে হবে।
ভাই, ক্রেতা হিন্দু আর বাদীপক্ষ অগ্রক্রয় মামলা কারী মুসলিম। মুসলিম আইনে অগ্রক্রয় মামলা করতে পারে কি-না?
দলিলে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশী টাকা দলিলে থাকলে কি করতে হবে টাকা জমা দেওয়ার সময়। অনুগ্রহ করে জানাবেন।
ভাই পরবাসী রা কি ভাবে অগ্রকয় করবে?
Dautar namt otib lgia mati dagr kakaaka siting kri nigr namt krila khro baakka nabalk thakila kon dara mamla karilamati poa gab
Jante parar 2 month par keu to iccha kore 10 year pareo bolte pare ami aj jenechi diye mamla korte pare
স্যার, কৃষি জমির ক্ষেত্রে ৭ দিন পূর্বে দলিল হয়েছে এবং ৬লাখ টাকার দলিলে খরচ ৫০ হাজার। তাহলে আদালতে কত টাকা জমা দিতে হবে?? ধন্যবাধ।
দলিলে য়দি মুলটা বেশি লেখে তাহলে কি করবো ওকিল ধরেন জমির দাম ৫০০০ দলিলে লেখেছে২০০০০০০ এখন কি করবো
উনাকে এত বলার পর ও ভাই এই প্রশ্নের উত্তর দিতেছেন না।আসল কথা যদি বলেন না তাহলে এই প্রশ্ন করার মানে কি??
দলিল হয়েছে গোপনে আমি এ বিষয়ে জানি না আমাকে নোটিশ কে করবে?
উকিলের কথায় কেউ নাঢবেন না
Vai phona ফোনে কথা বলা যাবে
Moktipotro dolil somporke bolen.
ভাইআমারবারিরপাসেরয়াইগাআনেরসাতে।বিকরয়করেচেওকনকিকরনিয়ভাই
যদি কেউ গোপনে জমি বিক্রি করে সহঅংশিদার কে না জানিয়ে তাহলে কিভাবে দুইমাসের মধ্যে মামলা করবে? প্রবাসিরা কিভাবে অগ্রক্রয় মামলা করবে?
পিয়েমশান করার কোন দরকার নাই। টাকা গাছে ধরে না
আপনার আলচনাবালো
ভাই আমি ১৯ দিন পরে করেছি
রায় পেয়েছেন কি? কবে করেছেন?
রেজাল্ট কি?