Thanks a lot to CHORCHA ❤ BCS এর সর্বোচ্চ প্রস্তুতির জন্য ফ্রী ডাউনলোড করুন চর্চা অ্যাপ: play.google.com/store/apps/details?id=com.chorcha.main ২০% ছাড়ে এখনই সাবস্ক্রাইব করুন চর্চাতেঃ chorcha.net/bcs?promo=labid20 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন চর্চার ফেইসবুক পেইজেঃ facebook.com/chorcha.net
আমাদের পাহাড়পুর। এর পাশেই আমার গ্রামের বাড়ি। ছোট বেলা থেকেই কত শত বার যে গিয়েছি। যাইহোক, অনেক ভালো লাগলো। আপনার ভিডিও প্রথম থেকেই দেখি, সব ভিডিও দেখি। কিন্তু এই প্রথম কিছু লিখলাম। ধন্যবাদ আপনাকে এই ধরনের ভিডিওর জন্যে।
নিজের দেশের এতো বড়ো একটা ঐতিহাসিক স্থাপনা এবং ইতিহাস শুনে সত্যিই অন্যরকম একটা উত্তেজনা অনুভব করছি। এই চ্যানেলটা শুধুমাত্র একটা ভিডিয়ো কন্টেন্টের সোর্স না বরং ইতিহাস, তথ্য ও গবেষণার একটা সমৃদ্ধ দলিল। লাবিদ রাহাত, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা সম্ভব না।
যাক দেখে ভালো লাগলো যে ভাই আপনি আমাদের জেলার পাহাড়পুর দেখে তার উপর একটা ভিডিও করছেন। অন্য সব ঐতিহ্য নিয়ে কথা হলেও এতো গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্য নিয়ে কারোই খুব একটা আগ্রহ দেখি না। আপনার আগ্রহ দেখে ভালো লাগলো❤️
রাহাত ভাইয়ের যথার্থ উপস্থাপনের পাশাপাশি সম্মানিত গাইড ভাইয়ের ঐতিহাসিক বিশ্লেষণগুলো ভাল লাগলো। ইতিহাসের এত গভীরে গিয়ে তথ্য উপস্থাপন ইতোপুর্বে তেমন হয়নি। তবে পণ্ডিত শীলভদ্র এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ব্যাপারে আমার একটু অভিমত যোগ করতে চাই। পণ্ডিত শীলভদ্র (৫ম শতাব্দী, জন্মস্থানঃ বর্তমান কুমিল্লা জেলাস্থ চান্দিনা উপজেলার বড়কামতা গ্রামে) আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (১০ম শতাব্দী, জন্মস্থান বিক্রমপুর তথা বর্তমান মুন্সীগঞ্জ জেলাস্থ বজ্রযোগিনী গ্রামে) সমসাময়িক নন। পঞ্চম শতাব্দীতে পণ্ডিত শীলভদ্র পাহাড়পুর মহাবিহার হয়ে ভারতের বিহার রাজ্যের বিখ্যাত নালন্দা বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ১০ম শতাব্দীতে পাহাড়পুর মহাবিহার হয়ে উত্তর ভারতের বিক্রমশীলা বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন কালীন তিব্বত রাজার আমন্ত্রণে তিব্বতে চলে যান এবং আমৃত্যু সেখানেই ছিলেন। প্রসংগত উল্লেখ্য, বিশ্বখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাঙ পণ্ডিত শীলভদ্রের প্রীতিভাজন ছাত্র ছিলেন। হিউয়েন সাঙের ভ্রমণ বিবরণীর সুত্র ধরে পণ্ডিত শীলভদ্র যেমন আলোর পাদপীঠে আসেন ঠিক একইভাবে ভারতবর্ষের (বাংলাদেশ থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত) অসংখ্য সুবিশাল প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুকানন হাামিলট, আলেকজাণ্ডার কানিংহামসহ অনেক ব্রিটিশ-ভারতীয় প্রত্নবিদেরা খুঁজে বের করেন। চান্দিনা এলাকার কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষক ডঃ শহীদুল-াহ মৃধা ইউরোপে অবস্থানকালীন পণ্ডিত শীলভদ্র সম্পর্কে বিচ্ছিন্ন কিছু তথ্য সংগ্রহ পুর্বক একটি আত্মজীবিনী প্রকাশ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
বাঙালী,র বিশাল গৌরব ময় ইতিহাস রয়েছে এবং ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ দের অনেক গুলো বিশ্ব বিদ্যালয় ছিল যা বিহার বা মহা বিহার হিসাবে পরিচিত ছিল। আপনার অসাধারণ উপস্থাপনা,আপনার প্রতি রইল অবিরাম শুভকামনা ও অভিনন্দন।
আপনার কভারে লিখেছেন- "কারা পাহাড়পুর ধ্বংস করেছিল?" আর বর্ণনা করলেন পাহাড়পুরের ইতিহাস ইত্যাদি। সে বর্ণনায় খুব খুব সামান্যই এলো ধ্বংসের কারণ। এই চাঞ্চল্যকর শিরোনামের কারন কি শুধুই ভিউ বাড়ানোর কৌশল?
@@Horror_Ghost-vol.001history ghatle kemon peace diye ae peaceful religion choraise ta to kew sikhar korbe nah, sudhu je ae paharpur dhongsho koreche emon nah, Indian history plus culture jevhabe British ra dhongsho koreche tara o aitar jonno dae
আমাদের উচিত সোমপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এই নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা উচিত নওগাঁয়। আশাকরি পরবর্তীতে হবে ইনশাআল্লাহ
@@hossainahmed2191 জি না, যে নামে হাজার বছর আগে বিশ্ববিদ্যালয় ছিলো সে নামে করলেই হবে ৷ সারা দেশে তো এই নামে বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজ-হাসপাতালের অভাব নাই ৷
The way you've dived deeper into the practical and evidential history, hardly anyone can sense its already 36 minutes!!! We want more about our real history from the people like you to know ourselves a lot better. Keep going Sir♥️♥️♥️
@@shoponsarker2931 হায়রে মুর্খ অশিক্ষিত, একটা জাতির ইতিহাস ঐতিহ্য দিয়া কোনোদিন উন্নতি হয়না🤣যে জাতি সবচেয়ে পরিশ্রমী ও কর্মঠ সে জাতিই উন্নতি করতে পারবে😂পড়াশোনার ঘাটতি আছে😅😁
আমার আগে এই জায়গা সম্পর্কে খুব কম জ্ঞান ছিল, কিন্তু এখন আমি এটি দেখতে পছন্দ করব। গাইড চমৎকার ছিল এবং অনেক সম্মান প্রাপ্য . লাবিদ ভাইয়ের ক্যামেরার মান, সাউন্ড কোয়ালিটি, এবং প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমি বিল্ডিংগুলিকে আরও ঘনিষ্ঠভাবে দেখতে পছন্দ করতাম, যেমন রান্নাঘর এবং ঘরগুলি, কিন্তু সূর্যের আলো এবং দিনের সময় এটিকে বাধা দিতে পারে। আমি দেখছি যে লোকেরা নিচে তর্ক করছে। কেউ কেউ বৌদ্ধ ধর্মকে বড় করে দেখানোর চেষ্টা করছে, আবার কেউ কেউ ইসলামকে চেষ্টা করছে। কেউ কেউ বলছেন যে এটি আমাদের আসল ইতিহাস এবং এটি আমাদেরই, আবার কেউ কেউ অস্বীকার করছে। তবে তর্ক করার দরকার নেই। এটা আমাদের ইতিহাসের অংশ, কিন্তু এটা আমাদের সমগ্র ইতিহাস নয়। 1200 বছর আগে বৌদ্ধধর্ম এখানে 200-400 বছর (বা অনেক শত বছর) ছিল, এবং ইসলাম এখানে 700 বছরেরও বেশি সময় ধরে (বা তার বেশি) রয়েছে। জনসংখ্যার সংখ্যাও অনেক ভিন্ন। সুতরাং, ওটিও আমরা ছিলাম, এবং এটিও আমরা। কোন ইতিহাস বা স্থান চিরকাল মহান এবং একই থাকে না। জ্ঞান ও শক্তির কেন্দ্র পরিবর্তিত হয়, এবং এটি একটি সত্য। সুতরাং, আমাদের যা করতে হবে তা হল এটি থেকে শেখা এবং আমাদের জীবনকে আরও ভাল করতে এটি ব্যবহার করা।
বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপত্য আছে তা কখনো প্রকাশ পায়নি। এই স্থান যে বিশ্বের মাঝে এবং বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে মহামূল্যবান । বৌদ্ধ ইতিহাসের আংশিক অধিকারি হওয়া বাংলাদেশিদের কাছে এবং সরকারের কাছে গর্বের বিষয়। সুন্দর ভাবে রক্ষনাবেক্ষন করার জন্য বাংলাদেশের মানুষের কাছে এবং সরকারের কাছে প্রণাম জানাই। অসাধারন প্রামাণ্য ইতিহাস। ____ ভারত
অসাধারণ!!! আমরা অনেকেই পাহাড়পুর ঘুরে এসেছি কিন্তু এত কিছু কিন্তু আমরা কেউই জানতাম না!! সবশেষে তথ্য অনুযায়ী পাহাড়পুরে সরকারি বিশ্রামাগারে থাকলে রাতের বেলাতেও ভ্রমণ করা যাবে, এটা কিন্তু আসলেই অসাধারণ ❤️। আশা করবো এরকম গভীরে গিয়ে আরো প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর ভিডিও তৈরি করবেন। রংপুরের তাজহাট এবং মাহিগঞ্জ এলাকা নিয়ে একটা গবেষণামূলক ভিডিও তৈরি করুন।
আমি পাহার পুরের পার্ষের নিবাসী, আপনি যত সুন্দর করে ইতিহাস বর্ননা কোরলেন তা আমরা স্থানীয় হোয়েও এতো দিন জানতাম না। পাহাড় পুর কে সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসঙ্খ ধন্যবাদ।
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের ঐতিহ্য ইতিহাসের স্বাক্ষী ১২০০ বছর পূর্বেও বৌদ্ধদের বসতি ছিলো এখানে, ইতিহাস বেঁচে থাকুক অনন্তকাল ধরে।
এই ভিডিওটি করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা সোমপুর মহাবিহারে যাওয়ার। সম্ভব ছিল না কারণ আমার পরিবার সেখানে কাউকে চিনত না। এখন আমি কানাডায় থাকি। আগামী শীতে আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আর তোমার কারণে সোমপুর মহাবিহার দেখার চেষ্টা করব। তোমার জন্য অনেক আদর, দুআ আর ভ্যালোবাস রয়ল। Keep up the good work.
এক বছর আগে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু জানার জন্য ইউটিউবে খোঁজাখুঁজি করেও ভালো ভিডিও পাইনি। আজ পেয়ে অনেক খুশি খুশি লাগছে ❤️। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। এরকম ভিডিও ১ ঘন্টা হলেও দেখবো। আগামী ১ মাসের মধ্যে আবার যাবো ইনশাআল্লাহ ❤
ধন্যবাদ দাদা ভিডিওটি সুন্দর হয়েছে। আপনাকে একটি কথা বলার আছে... 1:43 এ আপনি যাকে ধর্মপাল দেখিয়েছেন তাঁর নাম ধর্মপাল হলেও রাজা গোপালের ছেলে ধর্মপাল নন। এনার নাম অনাগারিক ধর্মপাল(১৮৬৪-১৯৩৩)। একজন শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু যিনি বৌদ্ধধর্মের পুনঃজাগরণের উদ্দেশ্যে ভারতে আসেন। বুদ্ধের বুদ্ধত্ব লাভের স্থান বুদ্ধগয়া মহাবোধি মহাবিহারের অবস্থাও এই পাহাড়পুরের মতো ছিল যা উদ্ধারের পেছনে এনার বড় ভূমিকা ছিল। তিনি সেসময়ের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে সেই বিহারের জন্য মামলা লড়েছিলেন। আমি শুনেছি মামলা লড়ার জন্য তাঁকে বৌদ্ধ সন্যাসীর জীবন ত্যাগ করতে হয়। সন্যাস ত্যাগ করেও তিনি বিয়ে করেননি ও ধর্মচর্চা করতেন তাই তাঁকে অনাগারিক বলা হত। তিনিই মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধধর্মের পুনঃজাগরনে তাঁর অবদান অনস্বীকার্য। বিস্তারিত en.m.wikipedia.org/wiki/Anagarika_Dharmapala
নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পরে বকতিয়ার খিলজী সোমপুর বিহার ধ্বংস করে, সেই সময় বাংলার 70 ভাগ মানুষ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী নালন্দার সেই বীভৎসতা 10 হাজার ছাত্র 1000 সন্ন্যাসী কে হত্যার পর সমতলের বাঙালি বৌদ্ধদের মধ্যে একটা বিশাল বড় ভয় গ্রাস করে তারা তখন বাঁচার জন্য গণ ইসলাম কবুল করে, তাই বাঙালি মুসলমানদের পোশাক লুঙ্গি বৌদ্ধ সন্ন্যাসীদের অনুকরণে, আর যেহেতু তারা মুণ্ডিত-মস্তক ছিল তাই মুসলমানদের নেড়ে বলা হয়, আজকের বাংলাদেশের মুসলমানরা বৌদ্ধদের ই কনভার্ট রূপ,
নালন্দা বিশ্ববিদ্যালয়, সোমপুর বিহার এছাড়া আরো অন্যান্য বিদ্যাপীঠ প্রতিষ্ঠান গুলো যদি ধ্বংস করা না হতো। তাহলে পুরো ভারতবর্ষ বর্তমানে জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও সাহিত্য চর্চায় পাশ্চাত্য দেশগুলোর চাইতে অনেক এগিয়ে যেতো। খুবি মন কাঁদে এগুলোর কথা মনে পড়লে 😢
স্যার নওগাঁতে আরো অনেক কিছু আছে ভিডিও বানানোর যেমন কুসুম্বা মসজিদ, গাঁজা সোসাইটি, দিব্যক জয়সত্মম্ভ, মাহি সমেত্মাষ, বলিহার রাজবাড়ি, আলতাদীঘি, জগদলবাড়ি, হলুদবিহার, দুবলহাটি জমিদারবাড়ি। আমার অনেক আনন্দ হচ্ছে আপনি আমার জেলার কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করেছেন। পাহাড়পুর কিভাবে ধংস হলো এটা সম্পর্কেও একটা ভিডিও দিবেন বলে আশা করি..... ধন্যবাদ আপনাকে
@@souravbanerjee8188 ব্রিটিশরা এখানকার স্থানীয় চাষিদের দিয়ে গাঁজা চাষ করে নিতো এদের একটা সোসাইটি ছিলো যার অধিনে এখনো হিমাগার, মার্কেট, স্কুল, পুকুর ও বিশাল জমি আছে.....
Respected labid.. thanks for your video.. special thanks to Mr. Hassan.. for his kind & excellent narration.. of 1200 years old University.. may God bless you both with good health and happiness.. 🇧🇩🤝🇮🇳🌺🌺🌺🙏🙏🙏
বুকে যদি একটুও সৎসাহস থাকে তাহলে ৯০ লক্ষ ম্যানুস্ক্রিপ্টসহ নালন্দা বিশ্ববিদ্যালয় কে এবং কেন পুড়িয়েছিল তার উপর একটা ভিডিও বানাবেন কাইন্ডলি। থ্যাংক্স ইন এডভান্স।
আমার বাড়ি পাহাড়পুর, আমার শৈশবের অনেকটা সময় এই পাহাড়পুরের ভিতরে কাটিয়েছি. বিশেষ করে বিকেল বেলার ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা হয়তো এই পাহাড়ের ভিতর. অনেক মজার সময় কাটতো সেই সময়. এখন আর ভিতরে খেলাধুলা করতে দেওয়া হয় না. আজ আপনার ভিডিওটা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যমূলক প্রামাণ্য চিত্র তৈরি করার জন্য.❤❤
অসাধারণ। পাহাড়পুর আমার দেখা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে সবচাইতে পরিপাটি। কর্তপক্ষকে ধন্যবাদ। কত যে গেছি ওখানে। গরুর গাড়ি থেকে শুরু করে ভটভটি নিয়ে।
Buddism spread from here throughout the world, not just in this region. Indonesia, china, Vietnam, laos, burma Buddhism spread from here. Atish dipnkar was teacher in this paharpur. Government should make a international level university in paharpur. This will enhance Bangladesh reputation and Bangladeshi people will be able to know their identity. Paharpur is Bangladeshi pride and Bangladesh government should look after it.
Bangladeshi people are already aware of their identity. Who knows those pals and sens chaos must've greatly exploited the lives of our ancestors like Nalanda had suffered.
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা ইতিহাস তুলে ধরার জন্য। এমন আর ও বাংলাদেশে অনেক বৌদ্ধ দর্শনীয় স্থান আছে যে গুলোর ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে সেই গুলো ও তুলে ধরবেন।❤❤🙏🙏🙏
- প্রথমত অনেক অনেক ধন্যবাদ রাহাত ভাই কে। কারণ আমি উনার প্রশ্নের উত্তরে বলেছিলাম ভাই পরবর্তীতে পাহাড়পুর নিয়ে ভিডিও বানাবেন কারণ এটি নিয়া পাঠ্য বইয়ের অল্প ধারণা ছাড়া আমাদের কোনোকিছু জানা নাই। আর সম্পূর্ণটা ব্যাখ্যা করতে পারবেন শুধু আপনি। অনেক ভালোবাসা ভাই।❤️
পুরোটাই দেখলাম। অসাধারণ একটা ভিডিও৷ অনেকে কিছুই জানলাম। বাংলাতে এই ধরণের ডকুমেন্টারি সাধারণত দেখা যায় না। দেশের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে এরকম ভিডিও আরো হলে মন্দ হয় না৷
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের বাংলার হারানো ইতিহাস ও ঐতিহ্য জানাটা খুবই জরুরি। ভাইয়া, আমার অনুরোধ রইল আপনি যদি এরপর কুমিল্লার ময়নামতি নিয়ে একটি ভিডিও বানাতেন তাহলে খুবই ভালো হতো। প্লিজ, ভাইয়া।
অতীত এর ভারতের যে কি পরিমান ব্যাপ্তি টা দেখে অবাক হতে হয়, এই প্লেলিস্ট টা চালিয়ে যান, পারলে ভিডিও লেন্থ আরো বড়ো করুন, খুব ভালো লাগলো, love from India ❤️
আমাদের এই উপমহাদেশ ততক্ষালীন সময় বিবেচনায় খুবই উন্নত ছিল যেটা বহিরাগতদের লুটপাটে একেবারে নিঃশেষ হয়ে গেছে😢 নাহলে আজ আমাদের পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী হতে হতো না😅
@@rabbythemixgamer3756 Good Side , bad side duitai ase. Prochur superstition chilo shei shomoye. Human scarifice , sati burning etc. Ogula dur hoyechhe indian subcontinent foreign occupation er under e ashar pore!
ভাই আপিনি যখন পোষ্ট করেছিলেন যে ৩০ মিনিটের বেশি ভিডিয়ো হলে দেখবেন!আমি মনে মনে ভেবেছিলাম আমার ধৈর্য্য নাই বাবা!কিন্তু ওমা!এখন তো পুরা ভিডিয়োই দেখে ফেললাম!আমার বাসা নওগার পাশেই ভাই।এই এক কারন আর আপনার ভিডিয়ো এই কারনেই পুরোটা দেখে ফেলতে পারলাম।কৃতজ্ঞতা ভাইজান!
Apnar kaaj ta sottie valo laglo. Bangladesh e erokom kichu ache eta apnar video tei jante parlam. Bangladesh gele eta visit korar icha roilo. Dhonnobad. 😊
Excellent video. But you should give a brief introduction of that person who has shown us and explained all these historical events so beautifully! All the best.
এইবার আর দেশের বাহিরে না দেশের ৬৪ জেলার ঐতিহ্য তুলে ধরেন ভাই,আপনার ঘর থেকে বাহিরে বের হওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি। শুরু হক নতুন কিছু নতুন করে,শুভ কামনা আপনার জন্য
People said about duration of this video, I never bored to watch it, rather I felt it would have been better if the video was longer. Thank you Rahat vai for exposed like that real ancient history. Wish you a good luck. Love it.
@@fadeout007 বর্তমান যুগটা হচ্ছে গনতন্ত্র যুগ, সেখানে মায়ানমার সেনা শাসন এ আবদ্ধ। রাজনৈতিক আর ধর্ম আলাদা বিষয়, মায়ানমার কি করলো কি করছে তা তো ধর্মের বিষয় আছে না, তবে তারা যা করেছে তা যঘন্য কাজ করেছে। আমিও তাদের ঘৃণা করি।
খুব ভাল লাগল ঐতিহাসিক এই নিদর্শনটি দেখে এবং তার বিবরণ শুনে। বিশেষ করে আমাদের এই অঞ্চলটি যে আধুনিক সভ্যতার এক উত্তরাধিকার তা জেনে। দু:খ হয়, আমরা আমাদের ঐতিহ্যকে যথাযথ ভাবে লালন করতে পারিনি বা পারিনা। জ্ঞান বিজ্ঞানে অগ্রসর একটি জাতি কেমন করে পরবর্তীতে এতটা পিছিয়ে গেল এবং কেনই বা তার উচ্চতাকে অগ্রসরমান রাখতে পারল না, তারও গবেষণা হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
রাজা পুরুষোত্তমের কাছে চরম মাইর খাইয়া কোন মতে প্রাণে নিয়ে দেশে ফিরে আলেকজান্ডারে মাহাত্ম্য লিখেছে গ্রীকরা🤣🤣। সেইটাই সবাই বিশ্বাস করে। অথচ এইটা ভাবে না,যেই লোক রাজা হবার জন্য বাপ ভাই সবাইরে কোপাইয়া মারছে, সেই লোক নাকি রাজা পুরুষোত্তমের " রাজার মত আচরণ কাম্য" শুনে এক্কেবারে গলে যেয়ে গদগদ হয়ে রাজ্য ফেরত দিয়ে দেশে গেছে🤣🤣🤣।।
আলেক্সান্ডার ইন্ডিয়ার বিতস্তা (beas) নদী ক্রস না করেই, আহত বা অসুস্থ হয়ে, সেলুকাসকে রেখে, বেশিরভাগ সৈন্যসামন্ত কে রেখে গ্রীসে ফিরতে গিয়ে মাঝরাস্তায় মারা যায়। তখন গঙ্গারিদি এরিয়া মানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। এই সভ্যতার ভয়ে পালায়নি। ওটা গাঁজাখুরি গল্প। আসলে ভারতবর্ষের একের পর এক নদী ক্রস করতে করতে , ভারতীয় যোদ্ধাদের সাথে লড়াই করতে, ওরা বুঝে গিয়েছিলো যে ভারতে এগোতে হলে নদীর পর নদী পেরোতে হবে, তার সাথে মশার কামড়, ভাইরাল ফিভার, ট্রপিক্যাল জোনের আমিবায়োসিস যুক্ত জল। বাঙালিরা তখন বেশিরভাগ বৌদ্ধ ছিল, শান্তির ধর্ম, যোদ্ধা কম, পড়াশুনা বেশি, চাষবাস বেশি। (২৩০০ বছর আগে),। যোদ্ধা ছিল আফগানিস্তান, পাঞ্জাব প্রদেশ , নেপালের আশেপাশের লোকেরা।
পাহাড়পুর নিয়ে আপনার ভিডিও দেখবো বলে আপনাকে ইমেইল করার ইচ্ছা ছিল রিকুয়েষ্ট করতে। ধন্যবাদ তার দরকার হয় নাই। ভালোবাসা ভাই, শুরু থেকেই চ্যানেলের সাথে আছি❤️❤️
লাবিব ভাই আপনি বাংলাদেশের বিভিন্ন প্রচীন ঐতিহাসিক ভবন গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করবেন,,বগুড়ার মহাসতানগড়,,নাটোরের রানী ভবানী সহ ইত্যাদি ভিডিও চাই 🇧🇩😻🥰
Viewer who loves about ancestors development their culture, tradition, about advancement will find interesting and helpful to research on the subject. Very very informative. I listen to in full. Its not for everybody. From poschim bangla. Dhanyabad. Bhalo thakben.
বাংলাদেশের এই জিনিস টাই খুব ভালো লাগে,, যে তারা তাদের ইতিহাস টা ভুলে নাই।। এটা বাস্তব যে আজ আমরা কোনো কারণে দুটি দেশ তবে ইতিহাস টা আমাদের এক।। এই ইতিহাস টা জেনে খুব ভালো লাগলো এটা জানতাম না।। ভাই তোরা অন্ততুত কোনোদিন পাকিস্তান এর মতন হস না।। 🙏
31:46 You forgot to mention that both the miniature model and the actual structure eroded such a way that now it is almost impossible to imagine how the complete building used to look like. Some people take combodia’s anchor wat as reference to imagine. The proper terminology for the genius behind would be ‘builders’, not just engineers or architects. Instead of you going for another site for your playlist, you may explore this site even more. Modem creative young groups can imagine and model the structure in its full form and use Apple’s augmented reality headset technology to attract tourists. It would be beneficial for our education, history and preservation of culture. Gokul Medh is another mysterious structure which is probably not possible to decipher.
@@DipanBaishnab-kz5zbইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজী,পুরা নাম ই বলব,তোদের মত মালাUn দের চুde আর পোংga মেRe হ ত্যা করেছিল সে,এর জন্য তার ধন্যবাদ প্রাপ্য🐸🤣
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ইতিহাসের এ-ই ধরনের অসাধারণ ঐতিহাসিক বিষয় সমূহ তুলে ধরার জন্য এবং আপনার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Thanks a lot to CHORCHA ❤
BCS এর সর্বোচ্চ প্রস্তুতির জন্য ফ্রী ডাউনলোড করুন চর্চা অ্যাপ: play.google.com/store/apps/details?id=com.chorcha.main
২০% ছাড়ে এখনই সাবস্ক্রাইব করুন চর্চাতেঃ chorcha.net/bcs?promo=labid20
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন চর্চার ফেইসবুক পেইজেঃ facebook.com/chorcha.net
ভাইয়া পালদের নিয়ে একটা ভিডিও বানাইয়েন
অবশেষে আপনি আমার বাড়ির পাশে পৌছেছেন
আপনার উচ্চারণের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল।
ইয়াভানা নয়, যবন; চাকাইউদ্ধা নয়, চক্রযোদ্ধা...
@@mahdiulhasan1530 ❤❤
আমাদের পাহাড়পুর। এর পাশেই আমার গ্রামের বাড়ি। ছোট বেলা থেকেই কত শত বার যে গিয়েছি। যাইহোক, অনেক ভালো লাগলো। আপনার ভিডিও প্রথম থেকেই দেখি, সব ভিডিও দেখি। কিন্তু এই প্রথম কিছু লিখলাম। ধন্যবাদ আপনাকে এই ধরনের ভিডিওর জন্যে।
নিজের দেশের এতো বড়ো একটা ঐতিহাসিক স্থাপনা এবং ইতিহাস শুনে সত্যিই অন্যরকম একটা উত্তেজনা অনুভব করছি।
এই চ্যানেলটা শুধুমাত্র একটা ভিডিয়ো কন্টেন্টের সোর্স না বরং ইতিহাস, তথ্য ও গবেষণার একটা সমৃদ্ধ দলিল। লাবিদ রাহাত, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা সম্ভব না।
❤️
ভিডিও টা দেখে ভালো লাগলো।পারলে কোনো দিন পশ্চিম বঙ্গে আসবেন। বারো ভঁইয়াদের নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইল। Love from West Bengal 🇮🇳🇮🇳🇮🇳
যেহেতু আর ইস্ট বেংগল নেই।
সেহেতু এখনো ওয়েস্ট বেংগল নাম বেমানান।
বার ভুঁইয়া তো দুইদিন আগের 😂
যাক দেখে ভালো লাগলো যে ভাই আপনি আমাদের জেলার পাহাড়পুর দেখে তার উপর একটা ভিডিও করছেন। অন্য সব ঐতিহ্য নিয়ে কথা হলেও এতো গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্য নিয়ে কারোই খুব একটা আগ্রহ দেখি না। আপনার আগ্রহ দেখে ভালো লাগলো❤️
Of course ! Naogaon is soo rich with history & culture !
@@roggedD really nigga🙄
রাহাত ভাইয়ের যথার্থ উপস্থাপনের পাশাপাশি সম্মানিত গাইড ভাইয়ের ঐতিহাসিক বিশ্লেষণগুলো ভাল লাগলো। ইতিহাসের এত গভীরে গিয়ে তথ্য উপস্থাপন ইতোপুর্বে তেমন হয়নি। তবে পণ্ডিত শীলভদ্র এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ব্যাপারে আমার একটু অভিমত যোগ করতে চাই। পণ্ডিত শীলভদ্র (৫ম শতাব্দী, জন্মস্থানঃ বর্তমান কুমিল্লা জেলাস্থ চান্দিনা উপজেলার বড়কামতা গ্রামে) আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (১০ম শতাব্দী, জন্মস্থান বিক্রমপুর তথা বর্তমান মুন্সীগঞ্জ জেলাস্থ বজ্রযোগিনী গ্রামে) সমসাময়িক নন।
পঞ্চম শতাব্দীতে পণ্ডিত শীলভদ্র পাহাড়পুর মহাবিহার হয়ে ভারতের বিহার রাজ্যের বিখ্যাত নালন্দা বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ১০ম শতাব্দীতে পাহাড়পুর মহাবিহার হয়ে উত্তর ভারতের বিক্রমশীলা বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন কালীন তিব্বত রাজার আমন্ত্রণে তিব্বতে চলে যান এবং আমৃত্যু সেখানেই ছিলেন।
প্রসংগত উল্লেখ্য, বিশ্বখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাঙ পণ্ডিত শীলভদ্রের প্রীতিভাজন ছাত্র ছিলেন। হিউয়েন সাঙের ভ্রমণ বিবরণীর সুত্র ধরে পণ্ডিত শীলভদ্র যেমন আলোর পাদপীঠে আসেন ঠিক একইভাবে ভারতবর্ষের (বাংলাদেশ থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত) অসংখ্য সুবিশাল প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুকানন হাামিলট, আলেকজাণ্ডার কানিংহামসহ অনেক ব্রিটিশ-ভারতীয় প্রত্নবিদেরা খুঁজে বের করেন।
চান্দিনা এলাকার কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষক ডঃ শহীদুল-াহ মৃধা ইউরোপে অবস্থানকালীন পণ্ডিত শীলভদ্র সম্পর্কে বিচ্ছিন্ন কিছু তথ্য সংগ্রহ পুর্বক একটি আত্মজীবিনী প্রকাশ করেছেন।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি করে বলেন তো একদম শেষ পর্যন্ত দেখার ধৈর্য কার কার ছিল ? 😝
মিথ্যা বইলেন না ভিডিও আপলোডের কিন্তু এখনো ৩৬ মিনিট হয় নাই 🤣
আমি দেখছি প্লেস্পিড বাড়াইয়া 💪
❤ akono sesh hoyni.
Dekhchi🎉❤
👍👍👍👍👍🥰😍
নুডলস খাইতে খাইতে ভিডিও দেখা শেষ করলাম। 😅
বাঙালী,র বিশাল গৌরব ময় ইতিহাস রয়েছে এবং ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ দের অনেক গুলো বিশ্ব বিদ্যালয় ছিল যা বিহার বা মহা বিহার হিসাবে পরিচিত ছিল। আপনার অসাধারণ উপস্থাপনা,আপনার প্রতি রইল অবিরাম শুভকামনা ও অভিনন্দন।
আপনার কভারে লিখেছেন- "কারা পাহাড়পুর ধ্বংস করেছিল?" আর বর্ণনা করলেন পাহাড়পুরের ইতিহাস ইত্যাদি। সে বর্ণনায় খুব খুব সামান্যই এলো ধ্বংসের কারণ। এই চাঞ্চল্যকর শিরোনামের কারন কি শুধুই ভিউ বাড়ানোর কৌশল?
দোষ গোপন করা সওয়াবের কাজ।😂😂😂
না উনি এড়িয়ে গেছেন তিনি জানেন কে ধংস করেছে
@@user-dl1lw2un3e উনি জানেন যে শান্তির ধর্ম ইসলাম অনুসারীরা এই পাহাড়পুর ধ্বংস করেছিলো তাই এড়িয়ে গেছেন😅
@@Horror_Ghost-vol.001history ghatle kemon peace diye ae peaceful religion choraise ta to kew sikhar korbe nah, sudhu je ae paharpur dhongsho koreche emon nah, Indian history plus culture jevhabe British ra dhongsho koreche tara o aitar jonno dae
১২০০ শতাবদ্দিতে মুসলিমরা এদেশে আসেনি ধংস করার প্রশ্নই আসেনা। আর বখতিয়ার ভুল করে দুর্গ ভেবে নালদা আক্রমন করে ছিলেন ১২০৪
আমাদের উচিত সোমপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এই নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা উচিত নওগাঁয়।
আশাকরি পরবর্তীতে হবে ইনশাআল্লাহ
শেখ মুজিবুর রহমানের নামে অলরেডি নওগাতে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়ে গেছে😂
@@AsadAtef-ec5dq এখন জিয়ারটা করতে হবে নাকি।😂😂😂
@@hossainahmed2191 জি না, যে নামে হাজার বছর আগে বিশ্ববিদ্যালয় ছিলো সে নামে করলেই হবে ৷ সারা দেশে তো এই নামে বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজ-হাসপাতালের অভাব নাই ৷
It is done already for Nalanda University supported by Japan and Singapore.
@@DipakBose-bq1vv yes i know. We Bangladeshi also want to reopen shompur University 🥲
The way you've dived deeper into the practical and evidential history, hardly anyone can sense its already 36 minutes!!! We want more about our real history from the people like you to know ourselves a lot better. Keep going Sir♥️♥️♥️
I just checked again to verify after reading your comment. Damn, this video is soo well made. Kudos to Labid Rahat.
যে জাতির গৌরবময় ইতিহাস ঐতিহ্য নাই সে জাতি কখনো উন্নতি করতে পারে না, ব্যাপক ভাল লাগল ভাই,সালাম রইল।
বাল😂🤣
@@mdsha784 prb ki
@@shoponsarker2931 হায়রে মুর্খ অশিক্ষিত, একটা জাতির ইতিহাস ঐতিহ্য দিয়া কোনোদিন উন্নতি হয়না🤣যে জাতি সবচেয়ে পরিশ্রমী ও কর্মঠ সে জাতিই উন্নতি করতে পারবে😂পড়াশোনার ঘাটতি আছে😅😁
@@mirzashakil6122 🤣🤣🤣🤣
right
মানুষটার সামপুর বিহার এবং History নিয়ে Knowledge এক কথায় Outstanding ❤️.
অনেক ভালো লাগছে বিষয়টি
আমার আগে এই জায়গা সম্পর্কে খুব কম জ্ঞান ছিল, কিন্তু এখন আমি এটি দেখতে পছন্দ করব। গাইড চমৎকার ছিল এবং অনেক সম্মান প্রাপ্য . লাবিদ ভাইয়ের ক্যামেরার মান, সাউন্ড কোয়ালিটি, এবং প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমি বিল্ডিংগুলিকে আরও ঘনিষ্ঠভাবে দেখতে পছন্দ করতাম, যেমন রান্নাঘর এবং ঘরগুলি, কিন্তু সূর্যের আলো এবং দিনের সময় এটিকে বাধা দিতে পারে।
আমি দেখছি যে লোকেরা নিচে তর্ক করছে। কেউ কেউ বৌদ্ধ ধর্মকে বড় করে দেখানোর চেষ্টা করছে, আবার কেউ কেউ ইসলামকে চেষ্টা করছে। কেউ কেউ বলছেন যে এটি আমাদের আসল ইতিহাস এবং এটি আমাদেরই, আবার কেউ কেউ অস্বীকার করছে। তবে তর্ক করার দরকার নেই। এটা আমাদের ইতিহাসের অংশ, কিন্তু এটা আমাদের সমগ্র ইতিহাস নয়। 1200 বছর আগে বৌদ্ধধর্ম এখানে 200-400 বছর (বা অনেক শত বছর) ছিল, এবং ইসলাম এখানে 700 বছরেরও বেশি সময় ধরে (বা তার বেশি) রয়েছে। জনসংখ্যার সংখ্যাও অনেক ভিন্ন। সুতরাং, ওটিও আমরা ছিলাম, এবং এটিও আমরা। কোন ইতিহাস বা স্থান চিরকাল মহান এবং একই থাকে না। জ্ঞান ও শক্তির কেন্দ্র পরিবর্তিত হয়, এবং এটি একটি সত্য। সুতরাং, আমাদের যা করতে হবে তা হল এটি থেকে শেখা এবং আমাদের জীবনকে আরও ভাল করতে এটি ব্যবহার করা।
১২০০বছর আগে মানুষ কতটা শিক্ষিত ছিল এই বিশ্ববিদ্যালয় তার প্রমাণ
এখন আমাদের শিক্ষাকে এই রকম উন্নতি করতে হবে
এমন ছিলো আমাদের বাংলাদেশের মানুষ। এতো শিক্ষিত ছিলো। তাই বুঝি আমাদের বাংলাদেশর মানুষের মাঝে এমন জমিদার জমিদার ভাব দেখা যায়। ধন্যবাদ ভাই আপনাকে
বাংলার মানুষেরা মুসলিম ধর্ম জোর করে গ্রহণ করে অশিক্ষিত হয়ে গেছে 😅
বাংলাদেশের জমিদার জমিদার ভাব ইংরেজ আমলে শুরু হয়েছিল। তো আবার কলকাতা থেকে। এর পূর্বে বাংলার জমিনের মানুষ সাধারণ সাদাসিধে মানুষ ছিল।
অভিযোগ কার কাছে করবো বা কে শোনবে আমাদের অভিযোগ ,তাই অভিযোগ করাটাই ছেড়ে দিয়ে আল্লাহ প্রদও অক্সিজেনটা বিনামুল্যে নিয়ে আল্লাহ যতদিন বাচিঁয়ে রাখেন।আলহামদুলিল্লাহ
বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপত্য আছে তা কখনো প্রকাশ পায়নি। এই স্থান যে বিশ্বের মাঝে এবং বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে মহামূল্যবান ।
বৌদ্ধ ইতিহাসের আংশিক অধিকারি হওয়া বাংলাদেশিদের কাছে এবং সরকারের কাছে গর্বের বিষয়। সুন্দর ভাবে রক্ষনাবেক্ষন করার জন্য বাংলাদেশের মানুষের কাছে এবং সরকারের কাছে প্রণাম জানাই।
অসাধারন প্রামাণ্য ইতিহাস। ____ ভারত
অসাধারণ!!! আমরা অনেকেই পাহাড়পুর ঘুরে এসেছি কিন্তু এত কিছু কিন্তু আমরা কেউই জানতাম না!! সবশেষে তথ্য অনুযায়ী পাহাড়পুরে সরকারি বিশ্রামাগারে থাকলে রাতের বেলাতেও ভ্রমণ করা যাবে, এটা কিন্তু আসলেই অসাধারণ ❤️। আশা করবো এরকম গভীরে গিয়ে আরো প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর ভিডিও তৈরি করবেন।
রংপুরের তাজহাট এবং মাহিগঞ্জ এলাকা নিয়ে একটা গবেষণামূলক ভিডিও তৈরি করুন।
@@roggedD বাবর মসজিদ ভেঙে মন্দির বানানো হোক
আমি পাহার পুরের পার্ষের নিবাসী, আপনি যত সুন্দর করে ইতিহাস বর্ননা কোরলেন তা আমরা স্থানীয় হোয়েও এতো দিন জানতাম না।
পাহাড় পুর কে সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসঙ্খ ধন্যবাদ।
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের ঐতিহ্য
ইতিহাসের স্বাক্ষী ১২০০ বছর পূর্বেও বৌদ্ধদের বসতি ছিলো এখানে, ইতিহাস বেঁচে থাকুক অনন্তকাল ধরে।
❤❤❤
তখন বাঙালি দের 50% বৌদ্ধ ধর্মা বলম্বি ছিলো,,,
কিন্তু ওই বোদ্ধরা মারমা ছিলেন না। তারা বাঙালি ছিলেন
বাংগালী বা আদিবাসী সবাই তখন বৌদ্ধ বিহারের দ্বারা উপকৃত হয়েছিল।
@@enamulhaque9282 আর ১৪০০ বৎসর আগে মহা উন্মাদের আবির্ভাব হয়েছিল।
এই ভিডিওটি করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা সোমপুর মহাবিহারে যাওয়ার। সম্ভব ছিল না কারণ আমার পরিবার সেখানে কাউকে চিনত না। এখন আমি কানাডায় থাকি। আগামী শীতে আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আর তোমার কারণে সোমপুর মহাবিহার দেখার চেষ্টা করব। তোমার জন্য অনেক আদর, দুআ আর ভ্যালোবাস রয়ল। Keep up the good work.
স্কুলে আমার পছন্দের টপিক ছিল "পাল শাসনামল" ধন্যবাদ এই টপিকে ভিডিয়ো করার জন্য।
এক বছর আগে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু জানার জন্য ইউটিউবে খোঁজাখুঁজি করেও ভালো ভিডিও পাইনি।
আজ পেয়ে অনেক খুশি খুশি লাগছে ❤️।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
এরকম ভিডিও ১ ঘন্টা হলেও দেখবো।
আগামী ১ মাসের মধ্যে আবার যাবো ইনশাআল্লাহ ❤
ধন্যবাদ দাদা ভিডিওটি সুন্দর হয়েছে। আপনাকে একটি কথা বলার আছে...
1:43 এ আপনি যাকে ধর্মপাল দেখিয়েছেন তাঁর নাম ধর্মপাল হলেও রাজা গোপালের ছেলে ধর্মপাল নন। এনার নাম অনাগারিক ধর্মপাল(১৮৬৪-১৯৩৩)। একজন শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু যিনি বৌদ্ধধর্মের পুনঃজাগরণের উদ্দেশ্যে ভারতে আসেন। বুদ্ধের বুদ্ধত্ব লাভের স্থান বুদ্ধগয়া মহাবোধি মহাবিহারের অবস্থাও এই পাহাড়পুরের মতো ছিল যা উদ্ধারের পেছনে এনার বড় ভূমিকা ছিল। তিনি সেসময়ের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে সেই বিহারের জন্য মামলা লড়েছিলেন। আমি শুনেছি মামলা লড়ার জন্য তাঁকে বৌদ্ধ সন্যাসীর জীবন ত্যাগ করতে হয়। সন্যাস ত্যাগ করেও তিনি বিয়ে করেননি ও ধর্মচর্চা করতেন তাই তাঁকে অনাগারিক বলা হত। তিনিই মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধধর্মের পুনঃজাগরনে তাঁর অবদান অনস্বীকার্য। বিস্তারিত en.m.wikipedia.org/wiki/Anagarika_Dharmapala
Destroy kobe redical islam ar dosh habe Brahman der!
নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পরে বকতিয়ার খিলজী সোমপুর বিহার ধ্বংস করে, সেই সময় বাংলার 70 ভাগ মানুষ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী নালন্দার সেই বীভৎসতা 10 হাজার ছাত্র 1000 সন্ন্যাসী কে হত্যার পর সমতলের বাঙালি বৌদ্ধদের মধ্যে একটা বিশাল বড় ভয় গ্রাস করে তারা তখন বাঁচার জন্য গণ ইসলাম কবুল করে, তাই বাঙালি মুসলমানদের পোশাক লুঙ্গি বৌদ্ধ সন্ন্যাসীদের অনুকরণে, আর যেহেতু তারা মুণ্ডিত-মস্তক ছিল তাই মুসলমানদের নেড়ে বলা হয়, আজকের বাংলাদেশের মুসলমানরা বৌদ্ধদের ই কনভার্ট রূপ,
Your opinion is right. Thank you Dada.
উত্তরবঙ্গে যখন এসে গেছেন তখন মহাস্থানগড় বাদ রাখলেন কেন ওটাকে নিয়েও একটা ভিডিও বানিয়ে ফেলুন।
Video shoot kora hocheche. It will be uploaded soon
@@ferdauskhan3062apni kivabe janlen
নালন্দা বিশ্ববিদ্যালয়, সোমপুর বিহার এছাড়া আরো অন্যান্য বিদ্যাপীঠ প্রতিষ্ঠান গুলো যদি ধ্বংস করা না হতো। তাহলে পুরো ভারতবর্ষ বর্তমানে জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও সাহিত্য চর্চায় পাশ্চাত্য দেশগুলোর চাইতে অনেক এগিয়ে যেতো। খুবি মন কাঁদে এগুলোর কথা মনে পড়লে 😢
😢😢😢
Yes, thanks to the peaceful community invaders! It should be called religion of destruction.
Ja hoy Valor jonno hoy.. tokhon India separate state e alada hoye chilo.. United hoto na..
আপনি জানেন কারা ঐগুলো ধংস করেছিল? ঠিক ধরেছেন মসুলমান অমানুষ গুলা। যারা জোর করে আপনাদের ধর্ম পাল্টেছে এবং নিজের ইতিহাস কে ঘেন্না করতে শিখিয়েছে।
Emmi emmi ki r Bharat sob theke dhoni desh chilo. Prothome molla ra tarpor European Bharat ke loteche
স্যার নওগাঁতে আরো অনেক কিছু আছে ভিডিও বানানোর যেমন কুসুম্বা মসজিদ, গাঁজা সোসাইটি, দিব্যক জয়সত্মম্ভ, মাহি সমেত্মাষ, বলিহার রাজবাড়ি, আলতাদীঘি, জগদলবাড়ি, হলুদবিহার, দুবলহাটি জমিদারবাড়ি।
আমার অনেক আনন্দ হচ্ছে আপনি আমার জেলার কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করেছেন।
পাহাড়পুর কিভাবে ধংস হলো এটা সম্পর্কেও একটা ভিডিও দিবেন বলে আশা করি.....
ধন্যবাদ আপনাকে
good idea
দুবলহাটি গেছিলাম
@@nayankumardus1176 আমিও গিয়েছি.... এখনি সংস্করণ না করলে বড় বিপদ হতে পারে যেকোনো সময়
Gaja society ta ki
@@souravbanerjee8188 ব্রিটিশরা এখানকার স্থানীয় চাষিদের দিয়ে গাঁজা চাষ করে নিতো এদের একটা সোসাইটি ছিলো যার অধিনে এখনো হিমাগার, মার্কেট, স্কুল, পুকুর ও বিশাল জমি আছে.....
Respected labid.. thanks for your video.. special thanks to Mr. Hassan.. for his kind & excellent narration.. of 1200 years old University.. may God bless you both with good health and happiness.. 🇧🇩🤝🇮🇳🌺🌺🌺🙏🙏🙏
বুকে যদি একটুও সৎসাহস থাকে তাহলে ৯০ লক্ষ ম্যানুস্ক্রিপ্টসহ নালন্দা বিশ্ববিদ্যালয় কে এবং কেন পুড়িয়েছিল তার উপর একটা ভিডিও বানাবেন কাইন্ডলি।
থ্যাংক্স ইন এডভান্স।
হুম। বাবরি মসজিদ, গুজরাটের দাঙ্গা নিয়েও বানাবে। জয় শ্রী রাম বলে তখন কোপাতে আসবেন না আশা করি
ভাই নালন্দা নিয়ে ভিডিও তুই বানা। তোকে কে আটকাচ্ছে?
tumi banaw, bangladesh er channel bangldashi bihar niye banaise, tomar desherta tumi banaw.
পাহাড়পুর বৌদ্ধবিহার কোন বহিঃশত্রু আক্রমণে ধ্বংস হয়েছিল?
@@tanmoybisways6747 ভিডিও তো বলছে সেনরা তাদের রাজত্ব বিস্তারে পাহাড়পুর এ আক্রমণ করে এবং ধ্বংস করে।
আমার বাড়ি পাহাড়পুর, আমার শৈশবের অনেকটা সময় এই পাহাড়পুরের ভিতরে কাটিয়েছি. বিশেষ করে বিকেল বেলার ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা হয়তো এই পাহাড়ের ভিতর. অনেক মজার সময় কাটতো সেই সময়. এখন আর ভিতরে খেলাধুলা করতে দেওয়া হয় না. আজ আপনার ভিডিওটা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যমূলক প্রামাণ্য চিত্র তৈরি করার জন্য.❤❤
অসাধারণ। পাহাড়পুর আমার দেখা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে সবচাইতে পরিপাটি। কর্তপক্ষকে ধন্যবাদ। কত যে গেছি ওখানে। গরুর গাড়ি থেকে শুরু করে ভটভটি নিয়ে।
@@roggedD Egula india te hoy. Masjid venge mondir banay!
@@roggedD Pakistaner jaroj sontan.
Uncle Hasan is very well versed about the great Buddhist teachers ever lived in Bangladesh and beyond. His definition about the Stupas are on point.
রাঙ্গুনিয়ার "চাকমা রাজার রাজবাড়ীর' ইতিহাস নিয়ে ভিডিও চাই।🙏🙏🙏
Buddism spread from here throughout the world, not just in this region.
Indonesia, china, Vietnam, laos, burma Buddhism spread from here.
Atish dipnkar was teacher in this paharpur.
Government should make a international level university in paharpur.
This will enhance Bangladesh reputation and Bangladeshi people will be able to know their identity.
Paharpur is Bangladeshi pride and Bangladesh government should look after it.
@@roggedDভন্ড মুসলমানদের মানসিকতা এরকমই।
Bangladeshi people are already aware of their identity. Who knows those pals and sens chaos must've greatly exploited the lives of our ancestors like Nalanda had suffered.
@@roggedDআচুদা তর আম্মি রে চুদাইমু
@@fadeout007 Palas didn’t exploit their people (except for 1 or 2). Sens did.Don’t make up your history just like andh bakhts.
China এখন বৌদ্ধ না China এখন communist
মানে atheist বিশ্বাসী
পালবংশের শাসন আমলে পুরো ভারতবর্ষ সহ বাংলাদেশে বুদ্ধ ধর্মের এক অভুতপূরব জাগরণ ছিল। মোটামুটি কিছুটা হলেও তো ধারণা আমরা পাঠকেরা ধন্যবাদ শুভকামনা।
Sudhu bharatvarsh bolun Bangladesh bole tokhon kichui chilona akhanda bongobhumi chilo ja bharater purbobhag chilo
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা ইতিহাস তুলে ধরার জন্য। এমন আর ও বাংলাদেশে অনেক বৌদ্ধ দর্শনীয় স্থান আছে যে গুলোর ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে সেই গুলো ও তুলে ধরবেন।❤❤🙏🙏🙏
- প্রথমত অনেক অনেক ধন্যবাদ রাহাত ভাই কে। কারণ আমি উনার প্রশ্নের উত্তরে বলেছিলাম ভাই পরবর্তীতে পাহাড়পুর নিয়ে ভিডিও বানাবেন কারণ এটি নিয়া পাঠ্য বইয়ের অল্প ধারণা ছাড়া আমাদের কোনোকিছু জানা নাই। আর সম্পূর্ণটা ব্যাখ্যা করতে পারবেন শুধু আপনি। অনেক ভালোবাসা ভাই।❤️
মহাস্থানগড় এর ঐতিহাসিক স্থানগুলো ঘুরে এগুলোর ঐতিহ্য তুলে ধরতে পারেন সবার কাছে। বগুড়ার মহাস্থানগড় আসার জন্য আমন্ত্রণ রইল ।❤
পুরোটাই দেখলাম। অসাধারণ একটা ভিডিও৷ অনেকে কিছুই জানলাম। বাংলাতে এই ধরণের ডকুমেন্টারি সাধারণত দেখা যায় না। দেশের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে এরকম ভিডিও আরো হলে মন্দ হয় না৷
Very good content, I was always curious to know more about our national heritage sites. Keep up the good work
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের বাংলার হারানো ইতিহাস ও ঐতিহ্য জানাটা খুবই জরুরি। ভাইয়া, আমার অনুরোধ রইল আপনি যদি এরপর কুমিল্লার ময়নামতি নিয়ে একটি ভিডিও বানাতেন তাহলে খুবই ভালো হতো। প্লিজ, ভাইয়া।
অতীত এর ভারতের যে কি পরিমান ব্যাপ্তি টা দেখে অবাক হতে হয়, এই প্লেলিস্ট টা চালিয়ে যান, পারলে ভিডিও লেন্থ আরো বড়ো করুন, খুব ভালো লাগলো, love from India ❤️
আমাদের এই উপমহাদেশ ততক্ষালীন সময় বিবেচনায় খুবই উন্নত ছিল যেটা বহিরাগতদের লুটপাটে একেবারে নিঃশেষ হয়ে গেছে😢 নাহলে আজ আমাদের পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী হতে হতো না😅
@@rabbythemixgamer3756 British ra na Ashlei hoto
@@rabbythemixgamer3756 Good Side , bad side duitai ase. Prochur superstition chilo shei shomoye. Human scarifice , sati burning etc. Ogula dur hoyechhe indian subcontinent foreign occupation er under e ashar pore!
এটা ভারত না, এটা বাংলার ইতিহাস আর বাংলা শুরু থেকেই ভারত থেকে আলাদা ছিল।
@@alimshahriar1278 বাংলার ভূখন্ড ভারতীয় উপমহাদেশের বাইরে নয়।
ভাই আপিনি যখন পোষ্ট করেছিলেন যে ৩০ মিনিটের বেশি ভিডিয়ো হলে দেখবেন!আমি মনে মনে ভেবেছিলাম আমার ধৈর্য্য নাই বাবা!কিন্তু ওমা!এখন তো পুরা ভিডিয়োই দেখে ফেললাম!আমার বাসা নওগার পাশেই ভাই।এই এক কারন আর আপনার ভিডিয়ো এই কারনেই পুরোটা দেখে ফেলতে পারলাম।কৃতজ্ঞতা ভাইজান!
কুমিল্লার শালবনবিহার নিয়েও এমন ভিডিও চাই❤
Overrated.
Lalmai is far better
পুরো ভিডিও দেখলাম অনেক ভালো লাগছে। এরকম একটা ভিডিও বগুড়ার মহাস্থানগড়/বেহুলার বাসরঘর💔🙂 ও একেন্দ্রিক ইতিহাস সমৃদ্ধ ইনফরমেটিভ ভিডিও চায়....❤
লাবিদ রাহাত ভাইয়ের তৈরি ভিডিও মানেই নতুনত্ব আর তথ্যের গোডাউন..
অসাধারণ একটা ভিডিও, আর এই ছেলেটিও, ও হলো প্রকৃত শিক্ষিত ও মেধাবী । তোমাকে অনেক ধন্যবাদ ভাই।
অসাধারণ বস🔥
সেরা একটা রিসার্চফুল ভিডিও 😊
অনুপ্রেরণা পাই বস আপনাদের থেকে🤩
দারুন, অসাধারণ। খুব খুব সুন্দর, জানি না ভগবানের ইচ্ছায় যদি কোন দিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়
The man is just a book of knowledge... Great to learn from him...❤
pala empire is one of the greatest empires in Indian subcontinent.
Proud to be an Indian.
@thor odinson keep your politics out there in Indian.
@thor odinson jay gajwaya hind 😂😂
@Sopno LoL, you are an outsider if you think Mughals are indian rulers.
@thorodinson-sr6wb😂😂😂😂
@@user-jd4dm8zx2n😂😂😂
36 mins felt like 10 mins. You really know how to make things interesting. Good Job bhai.
নওগাঁর মানুষ হিসেবে খুব গর্ববোধ করছি❤
তুমি নওগাঁ র লোক অথচ জীবনচর্চা করো আরবদের
মহাস্থানগড় কে নিয়ে এমন একটা video চাই ভাই।❤️
এত ভালো একটা ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ আপকে ভাই ❤️❤️
আমাদের এ বছরের স্কুল থেকে শিক্ষা সফর ছিল পাহাড়পুরে।
পাহাড়পুর সরাসরি দেখে আমি আপ্লুত। ❤🎉
Apnar kaaj ta sottie valo laglo. Bangladesh e erokom kichu ache eta apnar video tei jante parlam. Bangladesh gele eta visit korar icha roilo. Dhonnobad. 😊
Excellent video. But you should give a brief introduction of that person who has shown us and explained all these historical events so beautifully! All the best.
এইবার আর দেশের বাহিরে না দেশের ৬৪ জেলার ঐতিহ্য তুলে ধরেন ভাই,আপনার ঘর থেকে বাহিরে বের হওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি। শুরু হক নতুন কিছু নতুন করে,শুভ কামনা আপনার জন্য
পাহাড়পুর তখন প্রাচীন নূর নদীর তীর অবস্থিত ছিল। নূর নদীর গতিপথ পাল্টে এখন তুলসিগঙ্গা নদীতে প্রবাহিত হচ্ছে।
People said about duration of this video, I never bored to watch it, rather I felt it would have been better if the video was longer. Thank you Rahat vai for exposed like that real ancient history. Wish you a good luck. Love it.
কাউকে জোর না করে সৎ পথে চলতে রাস্তা দেখানোর নামই বৌদ্ধ ধর্মের বিনয় ❤🙏
এ সব কি আর এ সময় এসে বাঙ্গালীরা বুঝবে??
@@sumongolchakma3082 অনেক জ্ঞানের প্রয়োজন যা তাদের নেই বললে চলে, তাই তাদের বলে ও লাভ নেই।
@@RMC-k I guess Myanmar showed it already i mean in terms of violence.
@@sumongolchakma3082 Bengali Buddhist onek kom...
@@fadeout007 বর্তমান যুগটা হচ্ছে গনতন্ত্র যুগ, সেখানে মায়ানমার সেনা শাসন এ আবদ্ধ। রাজনৈতিক আর ধর্ম আলাদা বিষয়, মায়ানমার কি করলো কি করছে তা তো ধর্মের বিষয় আছে না, তবে তারা যা করেছে তা যঘন্য কাজ করেছে। আমিও তাদের ঘৃণা করি।
ভালো লাগলো ভাই, আশা করি এভাবেই বাংলাদেশের সব ঐতিহ্য তুলে ধরবেন ❤😊
ভিডিওটা জলদি জলদি শেষ হয়ে গেল। জয়পুরহাটের বাসিন্দা হওয়ায় ছোটবেলা থেকেই যাতায়াত ছিল। এখন ইতিহাস শুনে আরও আগ্রহ বাড়লো
এক কথায় অসাধারণ❤❤❤
Love from চট্টগ্রাম❤❤❤
ভাই প্রতি মাসে সম্ভব না হলে অন্তত প্রত্যেক বছর এমন একটা মেগা ভিডিও বানাবেন। আলাদা প্লে লিস্ট করতে ভূলবেন না❤❤❤
Many many thanks 👍 i watched whole vedeo and learned many many things 🎉🎉🎉
অনেক ইনফরমেটিভ ভিডিও ছিলো ভাই। নওগাঁর পাশেই বগুড়া। বগুড়ার মহাস্থানগড় নিয়ে ভিডিও করবেন বলে আশা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, তাছাড়া আঙ্কেল যেভাবে এক্সপ্লেন করলেন এটা অসাধারণ ছিল। আবারো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বস মহাস্থান নিয়ে বানান, আপনি আসলেই সেরা ❤❤❤❤❤
কিছুদিন আগে অনলাইন মিউজিয়ামে যেভাবে দেখেছিলাম।গবেষণা করা সেরকম পুননির্মাণ করা দরকার।
ভাই, মহাস্থানগড়ের উপর একটা ভিডিও তৈরি করতে পারেন।
আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ধৈর্য ছিল😊
খুব ভাল লাগল ঐতিহাসিক এই নিদর্শনটি দেখে এবং তার বিবরণ শুনে। বিশেষ করে আমাদের এই অঞ্চলটি যে আধুনিক সভ্যতার এক উত্তরাধিকার তা জেনে। দু:খ হয়, আমরা আমাদের ঐতিহ্যকে যথাযথ ভাবে লালন করতে পারিনি বা পারিনা। জ্ঞান বিজ্ঞানে অগ্রসর একটি জাতি কেমন করে পরবর্তীতে এতটা পিছিয়ে গেল এবং কেনই বা তার উচ্চতাকে অগ্রসরমান রাখতে পারল না, তারও গবেষণা হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
বর্বর মরু দস্যুদের আগমনে সব শেষ।
পঞ্চগড়ের "মহারাজার দিঘি আর মির্জাপুর শাহী মসজিদ" নিয়ে একটা এপিসোড করা যেতে পারে..
সুন্দর লাগলো 🎉
তবে এই বিহার ধ্বংসের রয়েছে এক করুন ইতিহাস সেটা হয়ত মিসিং হইছে,,,তারপরও বলবো অসাধারণ ❤❤
ভাই "গঙ্গারিডি" সভ্যতা নিয়ে বেশী কিছু পেলাম না কোথাও অথচ এই সভ্যতার ভয়ে স্বয়ং আলেকজান্ডার পূর্বে আসেনি। এটা নিয়ে একটা ভিডিও চাই
রাজা পুরুষোত্তমের কাছে চরম মাইর খাইয়া কোন মতে প্রাণে নিয়ে দেশে ফিরে আলেকজান্ডারে মাহাত্ম্য লিখেছে গ্রীকরা🤣🤣। সেইটাই সবাই বিশ্বাস করে। অথচ এইটা ভাবে না,যেই লোক রাজা হবার জন্য বাপ ভাই সবাইরে কোপাইয়া মারছে, সেই লোক নাকি রাজা পুরুষোত্তমের " রাজার মত আচরণ কাম্য" শুনে এক্কেবারে গলে যেয়ে গদগদ হয়ে রাজ্য ফেরত দিয়ে দেশে গেছে🤣🤣🤣।।
আলেক্সান্ডার ইন্ডিয়ার বিতস্তা (beas) নদী ক্রস না করেই, আহত বা অসুস্থ হয়ে, সেলুকাসকে রেখে, বেশিরভাগ সৈন্যসামন্ত কে রেখে গ্রীসে ফিরতে গিয়ে মাঝরাস্তায় মারা যায়। তখন গঙ্গারিদি এরিয়া মানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। এই সভ্যতার ভয়ে পালায়নি। ওটা গাঁজাখুরি গল্প। আসলে ভারতবর্ষের একের পর এক নদী ক্রস করতে করতে , ভারতীয় যোদ্ধাদের সাথে লড়াই করতে, ওরা বুঝে গিয়েছিলো যে ভারতে এগোতে হলে নদীর পর নদী পেরোতে হবে, তার সাথে মশার কামড়, ভাইরাল ফিভার, ট্রপিক্যাল জোনের আমিবায়োসিস যুক্ত জল। বাঙালিরা তখন বেশিরভাগ বৌদ্ধ ছিল, শান্তির ধর্ম, যোদ্ধা কম, পড়াশুনা বেশি, চাষবাস বেশি। (২৩০০ বছর আগে),। যোদ্ধা ছিল আফগানিস্তান, পাঞ্জাব প্রদেশ , নেপালের আশেপাশের লোকেরা।
পাহাড়পুর নিয়ে আপনার ভিডিও দেখবো বলে আপনাকে ইমেইল করার ইচ্ছা ছিল রিকুয়েষ্ট করতে। ধন্যবাদ তার দরকার হয় নাই। ভালোবাসা ভাই, শুরু থেকেই চ্যানেলের সাথে আছি❤️❤️
লাবিব ভাই আপনি বাংলাদেশের বিভিন্ন প্রচীন ঐতিহাসিক ভবন গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করবেন,,বগুড়ার মহাসতানগড়,,নাটোরের রানী ভবানী সহ ইত্যাদি ভিডিও চাই 🇧🇩😻🥰
সহমত
অন্যরকম একটা ভিডিও ছিলো ভাইয়া,খুবই চমৎকার, এমন আরো কিছু দর্শনীয় স্থান নিয়ে ভিডিও করলে ভালো হয়❤️
বাঙালিদের নিয়ে ভিডিও আরও বানান , আমরা নিজেদের ইতিহাস কম জানার কারনে হিনমন্নতায় ভুগি।
Viewer who loves about ancestors development their culture, tradition, about advancement will find interesting and helpful to research on the subject. Very very informative. I listen to in full. Its not for everybody. From poschim bangla. Dhanyabad. Bhalo thakben.
১২০০ না কয়েক হাজার বছরের পুরানো মহাস্থানগড়, এটা ছিল প্রাচীন পুন্দ্রার রাজধানী, উঁচু জায়গা বলেই এর নাম মহাস্থানগড়।
বাংলাদেশের এই জিনিস টাই খুব ভালো লাগে,, যে তারা তাদের ইতিহাস টা ভুলে নাই।।
এটা বাস্তব যে আজ আমরা কোনো কারণে দুটি দেশ তবে ইতিহাস টা আমাদের এক।।
এই ইতিহাস টা জেনে খুব ভালো লাগলো এটা জানতাম না।।
ভাই তোরা অন্ততুত কোনোদিন পাকিস্তান এর মতন হস না।। 🙏
Happy to see atleast someone is proud of our culture! Hats off!
সাদু, সাদু,সাদু, পুরো ভিডিও দেখলাম। খুব ভাল লাগল। কিছু নতুন তথ্য পেলাম। ধন্যবাদ আপনাকে।
Inshalla, Oneday I will go here.. with my family
This is very interstate to me from my childhood...
ধন্যবাদ ভাই অনেক কিছু শিখলাম। ইতিহাসের প্রতি ক্ষুধা আরো বেড়ে গেল❤
31:46 You forgot to mention that both the miniature model and the actual structure eroded such a way that now it is almost impossible to imagine how the complete building used to look like. Some people take combodia’s anchor wat as reference to imagine.
The proper terminology for the genius behind would be ‘builders’, not just engineers or architects. Instead of you going for another site for your playlist, you may explore this site even more. Modem creative young groups can imagine and model the structure in its full form and use Apple’s augmented reality headset technology to attract tourists. It would be beneficial for our education, history and preservation of culture.
Gokul Medh is another mysterious structure which is probably not possible to decipher.
Thanks for your informative video I hope you continue a series for Bangladeshi historical sites
Welcome to north Bangla 💚 love from bogura ❤
উনি রুয়েটের ছাত্র।নর্থেই থাকে😂
এইরকম আরও কয়েকটি Trip video দিয়েন ভাই। অনেক উপকার হইলো। 🖤🖤
নালন্দা মহাবিহার ও ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নিয়ে একটি তথ্যবহুল ভিডিও বানান,প্লিজ।
Why are giving so much respect to this dreaded terrorist by taking his full name.
@@DipanBaishnab-kz5zbইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজী,পুরা নাম ই বলব,তোদের মত মালাUn দের চুde আর পোংga মেRe হ ত্যা করেছিল সে,এর জন্য তার ধন্যবাদ প্রাপ্য🐸🤣
লাবিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ।
এত সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরার জন্য।
Really feel very proud to be part of Naogaon district
ভিজিট করছি , এবং আমাদের অতীত শান শওকত দেখে মুগ্ধ হয়েছি।
Thank you...We want more Videos like this one..
It would be far more better if you could use some graphical 3D model to represent these sites..
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ইতিহাসের এ-ই ধরনের অসাধারণ ঐতিহাসিক বিষয় সমূহ তুলে ধরার জন্য এবং আপনার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ওই সময় ধর্মবিদ্বেষ ছিল না, কিন্তু পরে সেটা আস্তে আস্তে ব্রিটিশ রুমে বৃদ্ধি পায়, যাইহোক পূর্বের ইতিহাস দেখে অনেক গর্ব হয় যে আমরা কথাটা সমৃদ্ধ ছিলাম।
তাই নাকি? খিলজি র নাম শুনেন নাই? আরবের আক্রমণ ভুলে গেছেন?
অসাধারণ ভিডিও। এইরকম ভিডিও ১ ঘন্টার হলেও পুরোটুকু দেখবো।
Very nicely described by the describer. Thanks a lot to him for describing truth. Really, the Buddhists history is unique.