যে পুরুষ কাল (সময়) কে জয় করেছিলো | Web-series Explained in Bangla | R for Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 265

  • @arfantahsan2649
    @arfantahsan2649 4 месяца назад +10

    Vai ai background music ta kn lagan aigula chara video deya jay na??

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +2

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক। অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কনটেন্ট দেয়া যায়। কিন্তু ইউটিউব একদিন প্লেইন ভয়েসে কনটেন্ট দিকে সেগুলোর রিচ খুব বেশি বাড়াতে চায় না। সেই দিক থেকে ব্যাকগ্রাউন্ডে একদম হালকা করে কোনো মিউজিক দিলে সেই কনটেন্ট এর রিচ একটু বেশি থাকে। এজন্যই দেয়া। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

    • @mr.10-to-train65
      @mr.10-to-train65 4 месяца назад

      Music e to valo

  • @palakgolder2398
    @palakgolder2398 3 месяца назад +1

    গাছে মরা বাদুর ঝুলে থাকার কারণটা ভিডিওর শেষে বলার কথা ছিল, কিন্তু তা বলা হয়নি😢

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      প্রিয় দর্শক, বাদুড়ের শরীর এমন ভাবে গঠিত যাতে ওদের পায়ের নখ দিয়ে কোনো গাছের ডাল ধরে শরীরের অন্যান্য বেশি রিলাক্স করে দিয়ে সহজেই ঝুলে থাকতে পারে। আমরা যেরকম কোনো চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে পারি শরীরের সকল পেশি রিলাক্স করে, বাদুড় ও অনেকটা সেরকম গাছের ডালে নখ দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে পারে। ফলে মারা যাওয়ার পরেও কোনো বাদুরকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় না।
      আর কোনো স্থানে যখন টাইম ট্রাভেল করার জন্য ওয়ার্মহোল এর উদ্ভব ঘটে, তখন সেই স্থানে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এবং সেই শক্তির বিকিরণ ঘটতে থাকে। বিজ্ঞানীদের আবিষ্কৃত চার ধরনের মৌলিক শক্তি ছাড়াও হতে পারে আরো নানা ধরনের নাম না জন্য এনার্জি ফিল্ড তৈরি হয় সেখানে। এমনিতেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব বেশি হলে নিম্নস্তরের প্রাণীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না, সেখানে অন্য কোনো শক্তির প্রভাব থাকলে তো কথাই নেই। এজন্য বিভিন্ন সায়েন্স ফিকশন সিরিজে দেখবেন ওয়ার্মহোল এর আশেপাশে পশু পাখিদের মরে পরে থাকতে দেখানো হয়। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊

  • @abirmahmud3809
    @abirmahmud3809 4 месяца назад +4

    পুরো পৃথিবীতে আমরা Marketing Policy Apply করলে আমাদের সিনেমাও ভালো জায়গায় যেতে পারবে।
    ট্যালেন্ট আমাদেরও আছে শুধু সঠিক ভাবে কাজে লাগাতে হবে।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊 আমিও আপনার সাথে একমত। আমাদের পুরাতন এবং বর্তমানের অনেক নাটক, সিনেমা এবং সিরিজ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেতে পারতো। শুধুমাত্র ভাষা রূপান্তরের অব্যবস্থাপনা, মার্কেটিং এবং পৃষ্ঠপোষকতার অভাবে হয়ে ওঠেনি।

    • @abirmahmud3809
      @abirmahmud3809 4 месяца назад +1

      @@rforreviewbangla সহমত❤️

  • @ridiksarker6712
    @ridiksarker6712 4 месяца назад +37

    মিনিমাম মুক্তির ১৪ দিন পর এক্সপ্লেন ভিডিও করার নীতিমালা করতে হবে,নয়তো এতো টাকা খরচ করে সিরিজ করে,এতো কষ্ট করে, তারপর আপনারা ১ দিন পর কাহিনি বলে দেন,মানুষ দেখার আগ্রহ হারিয়ে ফেলে।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +45

      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। প্রথমত, আমার ভিডিওতে কালপুরুষ সিরিজের মূল ভিডিও থেকে কোনো ক্লিপ ব্যবহার করা হয়নি। যেসব ক্লিপ ব্যবহার করা হয়েছে সবই ওপেন সোর্স ইউটিউব ট্রেইলার বা ফেসবুক টিজারসমূহ থেকে পাওয়া। ওপেন সোর্স থেকে প্রাপ্ত কোনো ক্লিপ বা ছবি নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও বানানো বাংলাদেশি কপিরাইট আইন অনুযায়ী নিষিদ্ধ নয়। দ্বিতীয়ত, কালপুরুষ মুক্তি পেয়েছে ২৩ মে। আমার explanation video এসেছে ২৮ মে, অর্থাৎ পাঁচ দিন পরে। যাদের চরকি সাবস্ক্রাইব করা আছে, তারা এর মধ্যেই দেখে নিয়েছে। যাদের করা আছে কিন্তু দেখেনি, তারা স্পয়লার এলার্ট দেখেই আর ভিডিও দেখবে না। এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আসে মূলত সিরিজটি দেখার পরে। সিরিজটি সম্পূর্ন দেখার পরে অনেক দর্শকই একটু ধাঁধার মধ্যে থাকে, তাদের চিন্তার জট খুলতে সাহায্য করে explanation ভিডিওগুলি। আর অনেকে আছে যারা সময়ের অভাবে পুরো সিরিজটি দেখবে না, তারাও অনেক ক্ষেত্রে explanation video দেখে নেয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য সব দেশের কন্টেন্টের জন্যই প্রযোজ্য।
      যাই হোক, পুরো সিরিজটি দেখার পর আপনার কাছে আমার explanation video টি কেমন লাগলো জানাবেন।

    • @arkhan4837
      @arkhan4837 4 месяца назад +6

      Apnake explain dekhte k bolse

    • @monirhassan9250
      @monirhassan9250 3 месяца назад +5

      Apni bolchen kompokkhe 14 din por explained video deua uchit. Jekhane kina 2 din pore e telegram theke download kora jae.

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      @@monirhassan9250 ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো একটি কথা বলেছেন। পাইরেসির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। কিন্তু explanation video তো পাইরেসি নয়। ওপেন সোর্স থেকে পাওয়া কিছু ভিডিও ক্লিপ দিয়ে কাহিনীর ব্যাখ্যা শুধুমাত্র। যদি নির্মাতা প্রতিষ্ঠান চায় explanation video না থাকুক তাহলে খুব সহজেই ইউটিউবে কপিরাইট ক্লেইম দিয়ে ভিডিও রিমুভ করে দিতে পারে।

    • @arkhan4837
      @arkhan4837 3 месяца назад

      😊​@@rforreviewbangla

  • @sirotolMustaqim
    @sirotolMustaqim 4 месяца назад +1

    Who create this universe so perfectly???

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад +1

      "Allah created the heavens and the earth, and all that is between them, in six days" (7:54)

  • @mdkhasruzzaman9391
    @mdkhasruzzaman9391 2 месяца назад

    Scientifically time travel is not possible. Do you know about grandfather paradox?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  Месяц назад

      Thanks a lot for commenting 💐😊
      Grandfather paradox is applicable when you time-shift a human into different time line. But if you shift a particle from present to past - it can defy the paradox.
      And when it comes to time travel of human - let there are two scenarios.
      1. You go to past and kill your grandfather
      2. You go to past but don't kill your grandfather
      So there is a 50% chance for you to successfully complete the time travel without losing your existence.
      Again, option 1 has two more cases -
      1. You kill your grandfather before your father has born
      2. You kill your grandfather after your father has born.
      In case 2 - there are also 50% possibility to successfully commit time-travel.
      So overall, in any time-travel scenario there are about 75% probability to successfully complete your time-travel without losing your own existence! So why not we should take a chance to fly within the time!

  • @rukyeabashira3262
    @rukyeabashira3262 2 месяца назад

    bujlm na ekta series er mddhe kotteke er sate milshompinno series niye aslo

    • @rforreviewbangla
      @rforreviewbangla  Месяц назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 আসলে সায়েন্স ফিকশন সিরিজ নিয়ে কথা বলতে গেলে কাছাকাছি কাহিনীর সিরিজগুলোর রেফারেন্স নিয়ে বললে অনেকের জন্য বুঝতে সুবিধা হয়।

  • @asaduzzamanasad3745
    @asaduzzamanasad3745 2 месяца назад

    খুঁজে পেলে কি অর্পিতা জাহান উনি বিক্রি করে দিবেন?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      @@asaduzzamanasad3745 প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। অনুগ্রহ করে আবার করবেন কি?

  • @AbirHasanAkash-xs7di
    @AbirHasanAkash-xs7di 4 месяца назад +1

    "Bodies" series ta copy kora hoisae

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 আসলে predestination, dark, bodies যেকোনো কিছুরই কনসেপ্ট এর সাথে মিল পেতে পারেন, তবে মূল কনসেপ্ট হলো টাইম শিফটিং। টাইম ট্রাভেলের ব্যাপারটাই বিভিন্নভাবে দেখানো হয়েছে বিভিন্ন সিরিজে।

    • @AbirHasanAkash-xs7di
      @AbirHasanAkash-xs7di 4 месяца назад

      @@rforreviewbangla হে ভাইয়া,,,আমার সবগুলোই দেখা।
      এইগুলো ইচ্ছের বিরুদ্ধেই মিলে যায়।কেননা জনরা তো টাইমই সবগুলোর তো মিল থাকবেই।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      একদম ঠিক বলেছেন। কিছু জিনিস আসলে এমনিতেই মিলে যাবে। কারণ টাইম ট্রাভেল সম্পর্কে বিজ্ঞানের ব্যাসিক ধারণা সব সিরিজেই সেম রাখে। যেমন, টাইম ট্রাভেলের স্থানে হঠাৎ অনেক ভোল্টেজের আপ ডাউন হওয়া, পশুপাখি মারা যাওয়া ইত্যাদি।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @mimchowdhury1999
    @mimchowdhury1999 4 месяца назад +5

    অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছেন। যার কারণে আর কোন প্রশ্ন রইল না।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @mithi8712
    @mithi8712 4 месяца назад +12

    এই সিরিজটা খুব প্যাঁচের। আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করলেন।❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আপনার জন্য শুভকামনা রইলো।

    • @Arshan199
      @Arshan199 4 месяца назад +1

      আপনি কি বাংলাদেশী??

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @Nobel-m4m
    @Nobel-m4m 3 месяца назад +1

    কালপুরুষ ২ আসবে,,,,🙂

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      অবশ্যই আশা উচিত। কাহিনী এমন জায়গায় শেষ হয়েছে কালপুরুষ ২ না আসলে অনেক কিছুই অজানা রয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗😊

  • @jonakishill7021
    @jonakishill7021 3 месяца назад +2

    আপনার বোঝানোর ধরণ খুবই সুন্দর ও সাবলীল। খুবই দারুণ লেগেছে। শুভকামনা।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আশা করি ভবিষ্যতেও আমার চ্যানেলটির সাথেই থাকবেন।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад +1

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @prodipchakraborty451
    @prodipchakraborty451 Месяц назад

    Is it possible to collect blood from dead people ?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  Месяц назад

      @@prodipchakraborty451 Thanks for commenting 💐 There is a portion in our body named "Femoral triangle". Blood can be collected from that area even after some days of a person's death.

  • @junnatchowdhhury8228
    @junnatchowdhhury8228 4 месяца назад +1

    বাদুড় গুলা মারা যাওয়ার রহস্য টা কী

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      সেখানে টাইম শিফটিং এর ঘটনা ঘটে, অর্থাৎ এক সময়ের মানুষ অন্য সময়ে চলে আসে - সেই স্থানে ব্যাপক শক্তির উদ্ভব হয়। এই ধরনের শক্তি এখনো বিজ্ঞান উদ্ভাবন করতে পারেনি। আবার সাধারণ মানুষের পক্ষে এসব শক্তির উপস্থিতি অনুভব করা যায় না। কিন্তু বিভিন্ন পশুপাখিরা সেই শক্তির উপস্থিতি টের পায়। খেয়াল করে দেখবেন, ভূমিকম্প বা সুনামির অনেক আগেই পশুপাখিরা বুঝতে পারে এর পূর্বাভাস এবং তারা আশ্রয়ের জন্য ছুটতে থাকে। এই ব্যাপারটাও অনেকটা তাই। যেকোনো অলৌকিক বস্তুর আগমনের পূর্বাভাস পশুপাখিরা পায় এবং সেদিন রাতে বাদুরগুলোও ভবিষ্যত থেকে আসা মানুষের উপস্থিতি বুঝতে পেরেছিল। কিন্তু ওই সময়ে টাইম ট্রাভেলের কারণে যে ধরনের তরঙ্গ বা শক্তির উদ্ভব হয়েছিল, সেগুলোর কারণে বাদুরগুলো মারা যায়।

  • @sirotolMustaqim
    @sirotolMustaqim 4 месяца назад

    Time travel hoyace to.! Rasulullah S: er miraz er gotona A-Z sob e time travel. r manus dream a gumar moddha maja maja past / future a jai "Allah hukum a"

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 ঠিক বলেছেন, রাসূল (স:) এর মিরাজ গমনের সময় পৃথিবীর সময় প্রায় স্থির থাকার কথা জানা যায়।

  • @shohelplay
    @shohelplay 4 месяца назад +4

    Nice explanation with related references (Dark, Interstellar, Time dilation).

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @rahatdmx-ik5uh
    @rahatdmx-ik5uh 3 месяца назад

    ভাই এরা কি বানানোর পর নিজেরা একবার দেখে/শুনে না?😒
    ভাইরে ভাই এতো বাজে সাউন্ড ইফেক্ট🥵 সুন্দর একটা সিরিজের বারোটা বাজাইয়া দিসে পুরা🤐 ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কি বলে কথাই বুঝা যায়না😐 ফুল টাইম ধইরা ব্যাকগ্রাউন্ডে সাসপেন্স মিউজিক বাঝতে থাকে তাও মাত্রার বাইরে যা রীতিমতো বিরক্ত করবেই💯💯 কালপুরুষ নিয়ে আমার ব্যাক্তিগত মতামত ৮/১০ যথেষ্ট ভালো হইছে👍👍
    কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ২/১০ 🥵🥵 Disappointed 😥😥

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য। আসলে অনেকক্ষেত্রেই সিরিজ মেকিং এর খরচ কমানোর জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিকের দিকে তেমন নজর দেয়া হয় না। এই সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে মনে হয়েছে বিদেশি সায়েন্স ফিকশন সিরিজগুলো থেকে inspired হতে পারে। তবে সত্যি বলতে এরকম নতুন ধরণের কাহিনী নিয়ে কাজ করায় এসব জিনিসকে আমি ওভারলুক করে গেছি। আশা করি সামনে যখন সিজন ২ আসবে তখন এই ব্যাপারগুলো সমাধান হয়ে যাবে।

  • @sabiqunnahar460
    @sabiqunnahar460 4 месяца назад +1

    আসসালামু আলাইকুম। আরেকটু তাড়াতাড়ি দিবেন।অপেক্ষা করে থাকি কখন বাংলাদেশের নতুন ওয়েবসিরিজ আর মুভিগুলো দেখব।তাসনিয়া ফারিন এর ফাতিমা দিবেন শীঘ্রই আশা করি।এর আগে জ্বীন ১ ও ২ চেয়েছিলাম সেগুলোও দেন নি।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ফারিনের "ফাতিমা" এর OTT রিলিজ হলেই আশা করি রিভিউ ভিডিও দিয়ে দেবো। আসলে পেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর OTT রিলিজ না হলে রিভিউ দেয়া একটু কঠিন হয়ে যায়। ক্ষমাপ্রার্থী সেজন্য।

  • @kmripon9611
    @kmripon9611 3 месяца назад

    কি ভাবে দেখা জাবে?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      Webseries টি দেখতে পাবেন চরকি অ্যাপ এর মাধ্যমে।

  • @mdemonhossin4991
    @mdemonhossin4991 3 месяца назад

    Sobi thik ache tobe ato druto agula explanation na korai valo hoito bole mone kori...
    Ei explanations dekhar por onk ei ei movi ar dekhbe na..ate kore movi flop khawar somvabona beshi.. Krn onk ei jabe na ar ei movi dekhte,fole..bajez er tk uthbe kina sondeho

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। প্রথমত, আমার ভিডিওতে কালপুরুষ সিরিজের মূল ভিডিও থেকে কোনো ক্লিপ ব্যবহার করা হয়নি। যেসব ক্লিপ ব্যবহার করা হয়েছে সবই ওপেন সোর্স ইউটিউব ট্রেইলার বা ফেসবুক টিজারসমূহ থেকে পাওয়া। ওপেন সোর্স থেকে প্রাপ্ত কোনো ক্লিপ বা ছবি নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও বানানো বাংলাদেশি কপিরাইট আইন অনুযায়ী নিষিদ্ধ নয়। দ্বিতীয়ত, কালপুরুষ মুক্তি পেয়েছে ২৩ মে। আমার explanation video এসেছে ২৯ মে, অর্থাৎ ছয় দিন পরে। যাদের চরকি সাবস্ক্রাইব করা আছে, তারা এর মধ্যেই দেখে নিয়েছে। যাদের করা আছে কিন্তু দেখেনি, তারা স্পয়লার এলার্ট দেখেই আর ভিডিও দেখবে না। এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আসে মূলত সিরিজটি দেখার পরে। সিরিজটি সম্পূর্ন দেখার পরে অনেক দর্শকই একটু ধাঁধার মধ্যে থাকে, তাদের চিন্তার জট খুলতে সাহায্য করে explanation ভিডিওগুলি। আর অনেকে আছে যারা সময়ের অভাবে পুরো সিরিজটি দেখবে না, তারাও অনেক ক্ষেত্রে explanation video দেখে নেয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য সব দেশের কন্টেন্টের জন্যই প্রযোজ্য।
      যাই হোক, পুরো সিরিজটি দেখার পর আপনার কাছে আমার explanation video টি কেমন লাগলো জানাবেন।

  • @jarinummey2499
    @jarinummey2499 4 месяца назад +2

    Matar opor diye gelo😮

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      প্রিয় দর্শক, কোন জায়গাতে বেশি খটকা লেগেছে বলল হয়তো বুঝিয়ে দেবার চেষ্টা করতে পারতাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐

  • @rifatnobel8556
    @rifatnobel8556 3 месяца назад

    বাদুড় মারার কারণটা কি ছিল?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      প্রিয় দর্শক, বাদুড়ের শরীর এমন ভাবে গঠিত যাতে ওদের পায়ের নখ দিয়ে কোনো গাছের ডাল ধরে শরীরের অন্যান্য বেশি রিলাক্স করে দিয়ে সহজেই ঝুলে থাকতে পারে। আমরা যেরকম কোনো চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে পারি শরীরের সকল পেশি রিলাক্স করে, বাদুড় ও অনেকটা সেরকম গাছের ডালে নখ দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে পারে। ফলে মারা যাওয়ার পরেও কোনো বাদুরকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় না।
      আর কোনো স্থানে যখন টাইম ট্রাভেল করার জন্য ওয়ার্মহোল এর উদ্ভব ঘটে, তখন সেই স্থানে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এবং সেই শক্তির বিকিরণ ঘটতে থাকে। বিজ্ঞানীদের আবিষ্কৃত চার ধরনের মৌলিক শক্তি ছাড়াও হতে পারে আরো নানা ধরনের নাম না জন্য এনার্জি ফিল্ড তৈরি হয় সেখানে। এমনিতেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব বেশি হলে নিম্নস্তরের প্রাণীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না, সেখানে অন্য কোনো শক্তির প্রভাব থাকলে তো কথাই নেই। এজন্য বিভিন্ন সায়েন্স ফিকশন সিরিজে দেখবেন ওয়ার্মহোল এর আশেপাশে পশু পাখিদের মরে পরে থাকতে দেখানো হয়। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      প্রিয় দর্শক, বাদুড়ের শরীর এমন ভাবে গঠিত যাতে ওদের পায়ের নখ দিয়ে কোনো গাছের ডাল ধরে শরীরের অন্যান্য বেশি রিলাক্স করে দিয়ে সহজেই ঝুলে থাকতে পারে। আমরা যেরকম কোনো চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে পারি শরীরের সকল পেশি রিলাক্স করে, বাদুড় ও অনেকটা সেরকম গাছের ডালে নখ দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে পারে। ফলে মারা যাওয়ার পরেও কোনো বাদুরকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় না।
      আর কোনো স্থানে যখন টাইম ট্রাভেল করার জন্য ওয়ার্মহোল এর উদ্ভব ঘটে, তখন সেই স্থানে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এবং সেই শক্তির বিকিরণ ঘটতে থাকে। বিজ্ঞানীদের আবিষ্কৃত চার ধরনের মৌলিক শক্তি ছাড়াও হতে পারে আরো নানা ধরনের নাম না জন্য এনার্জি ফিল্ড তৈরি হয় সেখানে। এমনিতেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব বেশি হলে নিম্নস্তরের প্রাণীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না, সেখানে অন্য কোনো শক্তির প্রভাব থাকলে তো কথাই নেই। এজন্য বিভিন্ন সায়েন্স ফিকশন সিরিজে দেখবেন ওয়ার্মহোল এর আশেপাশে পশু পাখিদের মরে পরে থাকতে দেখানো হয়। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊

  • @tahaminaakter7905
    @tahaminaakter7905 2 месяца назад

    ভাই আপনার এক্সপ্লেনেশন সত্যিই অসাধারণ, প্রশংসার দাবিদার। খুব ভালো লাগলো। এরকম আরো অনেক এক্সপ্লেনেশন চাই।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 শুভকামনা রইলো আপনার জন্য।

  • @saleheentv8742
    @saleheentv8742 4 месяца назад +1

    আপনার এক্সপ্লেইন অসাধারণ ,খুউব সুন্দর কিন্তু কাহিনী বিভিন্ন মুভি থেকে কপি করতে যেয়ে কিছুই হয় নাই আসলে

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আপনার জন্য শুভকামনা রইলো।
      তবে কপি করুক আর যাই করুক, বাংলাদেশের ইন্ডাস্ট্রিজে এরকম কনটেন্ট আরো আসুক এটাই কাম্য।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @faisalfantastic6667
    @faisalfantastic6667 3 месяца назад

    বাদুড়ের রহস্য টা বলছিলেন শেষে জানতে পারবো???

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад +1

      প্রিয় দর্শক, বাদুড়ের শরীর এমন ভাবে গঠিত যাতে ওদের পায়ের নখ দিয়ে কোনো গাছের ডাল ধরে শরীরের অন্যান্য বেশি রিলাক্স করে দিয়ে সহজেই ঝুলে থাকতে পারে। আমরা যেরকম কোনো চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে পারি শরীরের সকল পেশি রিলাক্স করে, বাদুড় ও অনেকটা সেরকম গাছের ডালে নখ দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে পারে। ফলে মারা যাওয়ার পরেও কোনো বাদুরকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় না।
      আর কোনো স্থানে যখন টাইম ট্রাভেল করার জন্য ওয়ার্মহোল এর উদ্ভব ঘটে, তখন সেই স্থানে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এবং সেই শক্তির বিকিরণ ঘটতে থাকে। বিজ্ঞানীদের আবিষ্কৃত চার ধরনের মৌলিক শক্তি ছাড়াও হতে পারে আরো নানা ধরনের নাম না জন্য এনার্জি ফিল্ড তৈরি হয় সেখানে। এমনিতেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব বেশি হলে নিম্নস্তরের প্রাণীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না, সেখানে অন্য কোনো শক্তির প্রভাব থাকলে তো কথাই নেই। এজন্য বিভিন্ন সায়েন্স ফিকশন সিরিজে দেখবেন ওয়ার্মহোল এর আশেপাশে পশু পাখিদের মরে পরে থাকতে দেখানো হয়। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊

  • @tanvinemon8933
    @tanvinemon8933 4 месяца назад

    শেহজাদ কেন সেদিন রাতে মিরাজের সাথে পার্কে যায়নি?
    মর্গে তো গিয়েছিলো,তাহলে পার্কে কেন যায়নি?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 শেষজাদ এবং মিরাজ দুইজনই শেহজাদের আরমানিটোলার বাসার গোপন ল্যাবে টাইম ট্রাভেল করছিলো সেই রাতে। কিন্তু মাঝপথে এসআই জাহাঙ্গীর পুলিশের দল নিয়ে সেখানে চলে আসে। ফলে শেহজাদের বাসায় থাকা ছোট কাজের মেয়ে পরি শেহজাদকে টাইম ট্রাভেলের মাঝপথে ঘুম থেকে জাগিয়ে দেয়, ফলে মিরাজকে অতীতে একা রেখেই বর্তমানে ফিরে আসে শেহজাদ। ফিরে এসে সে দেখে জাহাঙ্গীর তাকে গ্রেফতার করতে এসেছে, তখন সুযোগ বুঝে সে তার হাতের ইনজেকশন জাহাঙ্গীরের শরীরে বিধিয়ে দিয়ে তাকে পরাস্ত করে। শেহজাদ যখন জাহাঙ্গীরকে বর্তমানে পরাস্ত করছিল, তখন অতীতে মিরাজ একাই পার্কে চলে গিয়েছিল। মূলত একারণেই মিরাজের সাথে শেষ পর্যন্ত শেহজাদকে টাইম ট্রাভেল করতে দেখা যায়নি।

  • @mdtowfiqimam5202
    @mdtowfiqimam5202 4 месяца назад +2

    আপনি ভাই এরকম শুধু বাংলা সিরিজগুলো এক্সপ্লেনেশন করেন

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 সাথেই থাকবেন চ্যানেলটির, আশা করি সামনে আরো ভালো কনটেন্ট দিতে পারবো।

  • @Fazley1983
    @Fazley1983 4 месяца назад +2

    অনেক তথ্যবহুল একটা ভিডিও। সময় নিয়ে আসলেই এভাবে কখনো চিন্তা করি নাই...

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক 💐😊💐 আপনার জন্য শুভকামনা রইলো।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @SaroaryKhanamShetu
    @SaroaryKhanamShetu 4 месяца назад +1

    Asholei mathar upor dia gelo😮

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      প্রিয় দর্শক, কোন জায়গাতে বেশি খটকা লেগেছে বলল হয়তো বুঝিয়ে দেবার চেষ্টা করতে পারতাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐

  • @m02gaming85
    @m02gaming85 4 месяца назад +1

    খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক 💐😊💐

  • @synthiaspo4983
    @synthiaspo4983 2 месяца назад

    অসাধারণ

    • @rforreviewbangla
      @rforreviewbangla  Месяц назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗

  • @theunknowntherapy1371
    @theunknowntherapy1371 4 месяца назад +1

    হে আমরা যা দেখি বা শুনি সবই আসলে অতীত। বর্তমান বলে কিছু হয়না এ ব্যাপারে আমি আপনার সাথে একমত।আর তাছাড়া আমরা অতীত এ যেতে পারবোনা কখনোই। এইসব মুভি তে সম্ভব বাস্তবে নয়।😂

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      ভাই, ১৯০০ সালে যদি আপনি কাওকে বলতেন একদিন সেই লোক পকেটের মধ্যে এমন একটা ডিভাইস রাখতে পারবে, যেটা দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা যে কোনো মানুষকে ভিডিও কলে দেখা যাবে - ১৯০০ সালের সেই লোক আপনাকে পাগল ভাবতো। বর্তমানে অতীতে যাওয়া বা অতীতের কোনো কিছু দেখা অসম্ভব মনে হলেও হতে পারে ৫০-১০০ বছর পরে সেই ধরনের প্রযুক্তির আবিষ্কার হয়ে যাবে। অনেকে তো বলে থাকে, আমেরিকা বা রাশিয়ান বিজ্ঞানীদের হাতে এমন প্রযুক্তি রয়েছে যেটা দিয়ে অনেক বছর আগে কোনো স্থানে বলা কথা পুনরায় শব্দ শক্তিতে রূপান্তরিত করে শোনা যায়। অচিরেই হয়তো এধরনের যন্ত্রের বাস্তব প্রয়োগ দেখতে পেতে পারে মানবজাতি।

  • @traffic3249
    @traffic3249 3 месяца назад

    Osthir explanation,, complicated golpo apni awesome vabe explain korcen really appreciate,, khub soon 100K + hoye jabe vai ❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে প্রশংসা করার জন্য 💐😊💗 আপনার জন্য শুভকামনা রইলো।

    • @traffic3249
      @traffic3249 3 месяца назад

      @@rforreviewbangla welcome vai ❤️❤️

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @Loksog47
    @Loksog47 4 месяца назад

    Dark আমি পুরোটা প্রথমে দেখি। তারপর ইন্টারনেটের একটা diagram দেখি চরিত্রদের পরস্পর সম্পর্ক ভাল করে বুঝতে। খুব জটিল বই। কিন্তু দেখে বিশেষ প্রভাবিত হয়েছিলাম।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 ডার্ক সিরিজটির প্রথম সিজন দেখে আমি খুবই বিমোহিত হয়ে গিয়েছিলাম। পরের সিজন বের হবার পরে গুগল সার্চ করে অনেক খুঁটিনাটি জানতে পারি। শুধুমাত্র দেখে আসলেও ডার্ক বোঝা বেশ কঠিন।

    • @Loksog47
      @Loksog47 4 месяца назад

      @@rforreviewbangla আমি internet এ একটা বিরাট family tree style এ বানানো chart দেখে, জট ছাড়াই।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @shirinakter5295
    @shirinakter5295 4 месяца назад

    Chanchal Chowdhury j bollo tmi time travel koroni,etar mane ki

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      প্রিয় দর্শক, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আসলে চঞ্চল চৌধুরী বোঝাতে চেয়েছে - টাইম ট্রাভেল করে কখনো কাউকে মারা সম্ভব নয়। কিন্তু মিরাজ কেয়ারটেকারকে হত্যা করেছে। তারমানে হয়তো মিরাজ সেদিন আসলেও ধানমন্ডি লেকে ডিউটিরত ছিলো এবং রাতের বেলায় কেয়ারটেকারকে হত্যা করেছে। মিরাজ চাইছিল শেহজাদের এই আবিষ্কারের কথা সবাইকে জানিয়ে দেবে, কিন্তু শাহজাদ তাকে বলে দেয়, জানিয়ে দিলে অন্য পুলিশরাও তদন্ত করার জন্য টাইম ট্রাভেল করে অতীতে আসতে পারে - সেক্ষেত্রে তারাও মিরাজকে কেয়ারটেকার কে হত্যা করতে দেখে ফেলতে পারে। তাই টাইম ট্রাভেল আবিষ্কার চেপে যাওয়াটাই বুদ্ধি মানের কাজ হবে।

    • @shirinakter5295
      @shirinakter5295 4 месяца назад

      @@rforreviewbangla dhonnobad

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      Welcome.

  • @mdnahidhasan9025
    @mdnahidhasan9025 4 месяца назад

    শুরুটা ভালই ছিল কিন্তু লাস্ট ফিনিশিং টা ভালো হয়নি

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক 💐😊💐 এ ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনীর গল্প সুন্দর ফিনিশিং দেয়া আসলেও অনেক কঠিন। অনেক বিদেশি নামকরা পরিচালকরাও অনেক সময় ফেল মেরে যায় এসব ক্ষেত্রে। কালপুরুষের ফিনিশিং সলিড না হলেও একদম খারাপ ছিলো না আমার মতে। দ্বিতীয় সিজনের অপেক্ষায় আছি।

  • @zakiahossain9841
    @zakiahossain9841 4 месяца назад +1

    খুবই ভালো লেগেছে। এটা বুঝলামনা যদি শুধু আত্মা টাইম ট্রাভেল করে তবেশেহজাদের বডি যখন পুলিশ ভ্যানে তখন সে মর্গে গেলো কি করে?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +3

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗
      এখানে দুটো আলাদা ঘটনা এক সময়ে ঘটেছে আসলে। যেদিন শেহজাদ মর্গ থেকে ফারিয়ার ব্লাড স্যাম্পল আনে, সেদিন পুলিশের ভ্যানেও আটক হয়ে ছিলো শেহজাদ। কিন্তু এই দুজন ভিন্ন শেহজাদ। পুলিশের ভ্যানে ছিল বর্তমানে শেহজাদ, আর মর্গে এসেছিলো ভবিষ্যত থেকে অতীতে আসা শেহজাদ। বর্তমানের শেহজাদের কোনো ধারণা ছিলো না ভবিষ্যত থেকে তার একটা রূপ টাইম ট্রাভেল করে বর্তমানে আসবে। তাই সে পুলিশের কাছে ধরা পড়ার পর মর্গের ঘটনা কিছুই বলতে পারেনি।

  • @santoshmondal8749
    @santoshmondal8749 4 месяца назад

    একদিন দুদিনের মধ্যে ই movie explain । কেন ভাই ❓🤧🤧

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। প্রথমত, আমার ভিডিওতে কালপুরুষ সিরিজের মূল ভিডিও থেকে কোনো ক্লিপ ব্যবহার করা হয়নি। যেসব ক্লিপ ব্যবহার করা হয়েছে সবই ওপেন সোর্স ইউটিউব ট্রেইলার বা ফেসবুক টিজারসমূহ থেকে পাওয়া। ওপেন সোর্স থেকে প্রাপ্ত কোনো ক্লিপ বা ছবি নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও বানানো বাংলাদেশি কপিরাইট আইন অনুযায়ী নিষিদ্ধ নয়। দ্বিতীয়ত, কালপুরুষ মুক্তি পেয়েছে ২৩ মে। আমার explanation video এসেছে ২৮ মে, অর্থাৎ পাঁচ দিন পরে। যাদের চরকি সাবস্ক্রাইব করা আছে, তারা এর মধ্যেই দেখে নিয়েছে। যাদের করা আছে কিন্তু দেখেনি, তারা স্পয়লার এলার্ট দেখেই আর ভিডিও দেখবে না। এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আসে মূলত সিরিজটি দেখার পরে। সিরিজটি সম্পূর্ন দেখার পরে অনেক দর্শকই একটু ধাঁধার মধ্যে থাকে, তাদের চিন্তার জট খুলতে সাহায্য করে explanation ভিডিওগুলি। আর অনেকে আছে যারা সময়ের অভাবে পুরো সিরিজটি দেখবে না, তারাও অনেক ক্ষেত্রে explanation video দেখে নেয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য সব দেশের কন্টেন্টের জন্যই প্রযোজ্য।
      যাই হোক, পুরো সিরিজটি দেখার পর আপনার কাছে আমার explanation video টি কেমন লাগলো জানাবেন।

  • @Afia501
    @Afia501 4 месяца назад +1

    Bhaiya plzzz Dark movie ta explain koren.....

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      চেষ্টা করবো সামনে করার। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @MdZahid-nh7cl
    @MdZahid-nh7cl 4 месяца назад

    Bangladesh Amon Scicefuction series Korte Pare,Valo Ibbag Hoici.But Series Ti Funising Hoi Ni,Mat Be Director part Korben.R Jodi Part Na Koren Seeiae Ti conxlution Valo Holo Na.Ami Joto Toko Korce,Ta Dhekhe Bujlam Onek Part Mathai Gorpak Khacce,Seta Jodi Director Ke Bollte Partam Tahole Peace onovov Kortam.Explnation Excellent.

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 আমিও অপেক্ষায় থাকবো এর পরের সিজন আসার জন্য। এই সিজনে কাহিনী পূর্ণতা পেলো না।

  • @JinnHunterTheGreatSulaim-hc3gc
    @JinnHunterTheGreatSulaim-hc3gc 4 месяца назад +5

    Spoiler alert মানে কি

    • @sabinayasmin1200
      @sabinayasmin1200 4 месяца назад +4

      আপনি যে মভি টা দেখবেন বা ওয়েবসিরিজ সেটার সব কাহিনি তো এখানেই জানতে পারলেন তখন মভি বা ওয়েব সিরিজ দেখার আগ্রহ টা চলে যাবে এইজন্য বলে দিলো Spoiler Alert যাতে আপনার মভি বা ওয়েবসিরিজ টি দেখার আগ্রহ নষ্ট হয়ে না যায়।

    • @JinnHunterTheGreatSulaim-hc3gc
      @JinnHunterTheGreatSulaim-hc3gc 4 месяца назад

      @@sabinayasmin1200 ধন্যবাদ।জাজাকাল্লাহ খাইরন

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      আসলে এই ভিডিওতে সিরিজটির অনেক গুরুত্বপূর্ন টুইস্ট ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। সিরিজটি সম্পূর্ন দেখার আগে ভিডিওটি দেখলে তখন আপনার সিরিজটি দেখার মজা কিছুটা নষ্ট বা spoil হয়ে যেতে পারে। এজন্যই spoiler alert দেয়া। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @raigaming6683
      @raigaming6683 4 месяца назад

      কিছু কাহিনী আছে, যেগুলোর spoiler পেয়ে দেখার মজাই আলাদা।

  • @shuvashishanindo19
    @shuvashishanindo19 4 месяца назад +1

    What a paradoxical fiction series. Ekhane atoh shundor plot korbe vabtei pari nai. Darun hoise. Sathe apnar tule dhora tao onk Shundor fute utheche

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @TazkiaMashiat
    @TazkiaMashiat 4 месяца назад +4

    Okey Mr.R For Review, youre doing a great job..please try to be more consistent. I eagerly wait for your content

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আপনার জন্য শুভকামনা রইলো।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @guitarock
    @guitarock 4 месяца назад +2

    Masterclass explain

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @rajsamon2733
    @rajsamon2733 4 месяца назад

    আপনার এক্সপ্লেন অনেক চমৎকার। এবং নাটকের টাইম ট্রাভেল এর ব্যাপারে যে কথা বললেন পাশাপাশি এ সম্পর্কে আপনার চিন্তাধারার অনেক গভীরতা রয়েছে।
    যদি এত সুন্দর সুন্দর ভিডিও রেগুলার আপলোড করেন তাহলে আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইব হতে বেশিদিন সময় লাগবে না।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗 আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @sujandas-wn6cc
    @sujandas-wn6cc 4 месяца назад +1

    ভাইয়া
    গল্প কাহিনী টা চমৎকার

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @akib7466
    @akib7466 4 месяца назад

    THE QUESTION IS NOT WHERE
    THE QUESTION IS NOT HOW
    BUT
    WHEN? 🔥

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      It happens when yesterday - today - tomorrow becomes a never ending circle. Thank a lot for commenting 💐😊💗

  • @mdmasudrana7111
    @mdmasudrana7111 4 месяца назад +1

    Good 🎉🎉

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💗💐😊

  • @zn.shanto558
    @zn.shanto558 4 месяца назад +1

    Just wow ⚡💥

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗

  • @BithiBithi-h8u
    @BithiBithi-h8u 4 месяца назад

    কিছু বুঝলাম না, সব মাথার ওপর দিয়ে গেল

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      প্রিয় দর্শক, কোন জায়গাতে বেশি খটকা লেগেছে বলল হয়তো বুঝিয়ে দেবার চেষ্টা করতে পারতাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐

  • @BongTechSid
    @BongTechSid 4 месяца назад +1

    Body (Netflix)

    • @Cineephobia
      @Cineephobia 4 месяца назад

      body ta joss

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আসলে predestination, dark, bodies যেকোনো কিছুরই কনসেপ্ট এর সাথে মিল পেতে পারেন, তবে মূল কনসেপ্ট হলো টাইম শিফটিং। টাইম ট্রাভেলের ব্যাপারটাই বিভিন্নভাবে দেখানো হয়েছে বিভিন্ন সিরিজে।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @anirbansarker9830
    @anirbansarker9830 3 месяца назад

    গ্রেট কন্টেন্ট! ❤️

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @sajibhocin6223
    @sajibhocin6223 4 месяца назад +2

    বাই ওয়েব সিরিজটা মাত্র রিলিজ হলো আপনাদের কি দরকার এরকম ভিডিও বানানোর

    • @shuvashishanindo19
      @shuvashishanindo19 4 месяца назад +4

      Apni.kn dekhte aschen. Na dekhlei hoi

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +3

      কি বলেন ভাই, এটা তো ব্যাখ্যামূলক ভিডিও। এখানে সিরিজের ট্রেইলার, ফেসবুক এবং ইউটিউব ক্লিপের বাইরে অন্য মূল সিরিজের কোনো ভিডিও ক্লিপ নাই। এটাকে কেনো আপনার "এরকম ভিডিও" মনে হলো?

  • @jannatulfardaus5856
    @jannatulfardaus5856 4 месяца назад +1

    🐼🐼

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 🐼🐼

  • @TURJO00FF00LIVE
    @TURJO00FF00LIVE 4 месяца назад +1

    Master Mind 💖

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @shahriarsifat5555-sk6rv
    @shahriarsifat5555-sk6rv 4 месяца назад

    এই সিরিজ টা ইউটিবে নাই?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      জ্বি না, ইউটিউবে পাবেন না। চরকি অ্যাপ থেকে দেখতে পাবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  • @najmulhasan8317
    @najmulhasan8317 4 месяца назад +1

    অসাধারণ ছিলো গল্প আর আপনার এক্সপ্লেনেশন ❤❤❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @tahminaannandi5515
    @tahminaannandi5515 4 месяца назад +1

    Ai series ar onno kn part asbe?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 সম্ভবত ফেরিতে ঘটে যাওয়া ১৯৬৮ সালের হত্যাকাণ্ডের কেস নিয়ে সিরিজটির দ্বিতীয় পর্ব আসবে।

    • @tahminaannandi5515
      @tahminaannandi5515 4 месяца назад

      @@rforreviewbangla asha kori next season asle setar o expansion pabo😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অবশ্যই পাবেন ইন'শা'আল্লাহ।

  • @nessa2908
    @nessa2908 4 месяца назад

    আমি জিগাতলা থাকি 😊 চেনা শহর 😊

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 ঠিক বলেছেন, ধানমন্ডি লেকের আশেপাশেই সব শুটিং হয়েছে।

  • @md.saidurrahman5180
    @md.saidurrahman5180 4 месяца назад +1

    Eta pre destination er concept

    • @369aostok9
      @369aostok9 4 месяца назад

      @md.saidurrahman5180 "প্রি ডেসটিনেশন" টা আবার কি ?

    • @mdibrahimkhalilullah7441
      @mdibrahimkhalilullah7441 4 месяца назад

      ​@@369aostok9 movie

    • @Cineephobia
      @Cineephobia 4 месяца назад

      yes apnar kotha thik

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আসলে predestination, dark, bodies যেকোনো কিছুরই কনসেপ্ট এর সাথে মিল পেতে পারেন, তবে মূল কনসেপ্ট হলো টাইম শিফটিং। টাইম ট্রাভেলের ব্যাপারটাই বিভিন্নভাবে দেখানো হয়েছে বিভিন্ন সিরিজে।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @zharnagazi1639
    @zharnagazi1639 4 месяца назад

    Wowwww ata Bangla r dark naki?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      বাংলার ডার্ক ঠিক বলবো না, কিন্তু কাহিনীর বিচারে বাংলাদেশের অন্যতম সেরা সায়েন্স ফিকশনাল সিরিজ। ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @NodiKundu-n6r
    @NodiKundu-n6r 4 месяца назад

    Vaya Ami bujlamna police officer Kno Marlo

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      ধন্যবাদ কমেন্ট করার জন্য। পুলিশ অফিসার কেনো মারলো এটার পেছনে আমার মনে হয়ে দুইটা কারণ আছে। প্রথমত, কেয়ারটেকারের কথায় ফারিয়ার নগ্ন লাশের উপর বিকৃত রুচির কাজ করতে বাধ্য হয় মিরাজ। কিন্তু কাজ শেষে তার মধ্যে একটা ঘৃণা জন্ম নেয় কেয়ারটেকারের উপর। একারণে রাগের বশে তাকে হত্যা করে। দ্বিতীয় এবং অধিকতর যুক্তিপূর্ণ কারণ হলো, এই নোংরা কাজটার সাক্ষী না রাখা। পরিস্থিতির স্বীকার হয়ে নোংরা কাজটা করে ফেললেও মিরাজ জানতো কেয়ারটেকার থানা হাজতে গিয়ে বলে দেবে পুলিশ অফিসারও ফারিয়ার নগ্ন শরীর দেখে নিজেকে সামলাতে পারেনি। তাই নিজের ভুল কাজের সাক্ষী শেষ করার জন্য মিরাজ কেয়ারটেকারকে হত্যা করে।

    • @Rafi-ox1vl
      @Rafi-ox1vl 4 месяца назад

      @@rforreviewbangla কিন্তু মিরাজ তো ভবিষ্য়ৎ থেকে অতীতে গিয়ে মারতে পারে না । কারণ মেয়েটা খুন হওয়ার সময় সে আটকিয়ে গিয়েছিলো কারণ রিয়েল টাইমে সে মেয়েটাকে খুন করেনি দারোয়ানকে করেছে । হতে পারে মিরাজ , ওই খুন হওয়ার সময় ওইখানে ডিউটিতে ছিলো পরে এই সে দারোয়ানকে খুন করেছে এবং ভবিষ্য়ৎ থেকে একই কাজ দেখেছে ।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক। ঠিক বলেছেন, মিরাজ ভবিষ্যত থেকে যেয়ে অতীতে কাওকে হত্যা করতে পারবে না। মিরাজ টাইম ট্রাভেল করে যা যা দেখেছিল, সেই সব কাজই সে অতীতে গিয়ে করেছে। ফারিয়া খুন হবার সময় সে ধানমন্ডি লেকে ডিউটিরত অবস্থায় সবকিছু দেখে ফেলে এবং কেয়ারটেকার কে হত্যা করে। তবে সবকিছু মিলিয়ে সে একটা ঘোরের মধ্যে ছিলো। মিরাজ আসলে বিশ্বাস করতে পারছিলো না ঘটনাগুলো সে বাস্তবে ঘটিয়েছে। যখন সে কেয়ারটেকারকে হত্যা করে তখন অতীত এবং বর্তমান মিলিয়ে সে একধরনের ঘোরের মধ্যে ছিল। একারণেই তার অবচেতন মন বারবার তাকে ওই রাতের কথা মনে করিয়ে দিলেও সে নিজের মনকে বুঝ দিয়েছে - ঐটা আসলে বাস্তব ছিল না এই বলে। এক রাতে আমার খুব কাছের একজন বন্ধু দুর্ঘটনায় মারা গিয়েছিলো। সারা রাত দৌড়াদৌড়ি করে কাটানোর পর ভোরের দিকে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙ্গার পর আমার মনে হচ্ছিল আসলে গত রাতে যা হয়েছে সব হয়তো আমি দুঃস্বপ্ন দেখেছিলাম। তখনই বিশ্বাস করতে পারছিলাম না আসলেও গত রাতে বন্ধুটি মারা গিয়েছিলো। মানুষের মস্তিষ্ক অনেক সময় অনেক অদ্ভুত ভাবে কাজ করে - বাস্তব আর পরাবাস্তবের পার্থক্য ধরতে পারে না। মিরাজের মাথাও রাতের ঘটনার পর সকাল থেকে ঠিকভাবে কাজ করছিল না।

  • @guitarock
    @guitarock 3 месяца назад

    Salami video chai

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗 খুব শীঘ্রই আসবে ভাই।

  • @OrpaBds23
    @OrpaBds23 4 месяца назад +1

    Wow nice

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @arifroxter2686
    @arifroxter2686 4 месяца назад

    Faltu movie

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      দুঃখিত প্রিয় দর্শক। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি ভাল লাগবে।

  • @TamannaKhan-zt9lf
    @TamannaKhan-zt9lf 4 месяца назад

    Bodies web series er moto kichuta

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊 আসলে predestination, dark, bodies যেকোনো কিছুরই কনসেপ্ট এর সাথে মিল পেতে পারেন, তবে মূল কনসেপ্ট হলো টাইম শিফটিং। টাইম ট্রাভেলের ব্যাপারটাই বিভিন্নভাবে দেখানো হয়েছে বিভিন্ন সিরিজে।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @Urharun69
    @Urharun69 4 месяца назад

    tamnail r Video 😂😂😂

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      Thumbnail এর ছবিটি চরকির অফিসিয়াল ফেসবুক পেজে কালপুরুষ সিরিজের একটি পোষ্টারের ছবি থেকে নেয়া।

  • @MDShawonshakeShawon
    @MDShawonshakeShawon 4 месяца назад

    পারালাল

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রিয় দর্শক 💐😊💐 জ্বি, এটা এক ধরনের প্যারালাল টাইম ফ্রেমের গল্প। যেখানে বর্তমান এবং অতীত সমান তালে চলেছে।

  • @tanishatumu
    @tanishatumu 4 месяца назад

    পদ্মপূরাণ মুভির এক্সপ্লেইনেশন চাই

    • @rforreviewbangla
      @rforreviewbangla  10 дней назад

      Please check: ruclips.net/video/jW3ela21BcM/видео.html

  • @momenarahmankeya210
    @momenarahmankeya210 4 месяца назад +1

    😮😮😮

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @SufiKothon.
    @SufiKothon. 3 месяца назад

    nice explanation.

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      Thanks a lot for commenting 💐😊💗
      Please check the latest explanation video - ruclips.net/video/uarXdhjVzC4/видео.html

  • @NovelKhan-o9o
    @NovelKhan-o9o 4 месяца назад

    Big fan bro ❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      Thanks a lot for commenting 💐😊 Best wishes for you 💗

  • @ronyboy8820
    @ronyboy8820 4 месяца назад +1

    Bodies
    Web serises
    Copy paste marse

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +4

      ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐 ডার্ক কিংবা বডিস এসব সিরিজের কনসেপ্ট কমবেশি একই - টাইম ট্রাভেল। বডিসে যেটা ছিল একই প্যাটার্নের একাধিক হত্যাকাণ্ড বিভিন্ন শতকে হয়েছিলো। কালপুরুষের ব্যাপারটা হলো টাইম ট্রাভেল করে একটা সাধারণ হত্যা রহস্য সমাধান। তবে অন্য সায়েন্স ফিকশন সিরিজগুলো থেকে কালপুরুষে একটা নতুন বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা হলো বায়োলজিকাল টাইম ট্রাভেল। যদিও ব্যাপারটা সেভাবে জমেনি। বিদেশি সিরিজগুলোর ক্ষেত্রে কাহিনীকার স্ক্রীপ্ট লিখার আগে এই বিষয়ে গবেষণারত সায়েন্টিস্টদের সাথে বসে গল্পের বৈজ্ঞানিক গাঁথুনি মজবুত করে। কালপুরুষের ক্ষেত্রে যদি এরকম করা হলো তাহলে এন্ডিং আরো সুন্দর হতে পারত। যাই হোক, বডি সিরিজের কপি পেস্ট এই বক্তব্যের সাথে একমত নই।

    • @369aostok9
      @369aostok9 4 месяца назад

      @@rforreviewbangla খুবই যৌক্তিক বলেছেন।
      আচ্ছা এই "ডার্ক" কিংবা "বডিস" সিরিজ এর রিভিউ কি কোথাও পাওয়া যাবে ?
      অথবা আপনার চ্যানেল থেকে কি এই সিরিজ ব্যাখ্যা আসার সম্ভবনা আছে ?

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      @@369aostok9 জ্বি, বডিস এর রিভিউ খুব তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করবো। ডার্ক এর ব্যাপারে এখনি নিশ্চয়তা দিতে পারছি না।

    • @theunknowntherapy1371
      @theunknowntherapy1371 4 месяца назад

      ​​@@369aostok9 cine series central e already explain kora ache..deke ashen

    • @rforreviewbangla
      @rforreviewbangla  2 месяца назад

      Please check newly uploaded video relating to Time-Travel: ruclips.net/video/qe5jSeHtsyw/видео.html

  • @rifatnobel8556
    @rifatnobel8556 3 месяца назад

    love u vai ❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো ভাই 💗😊💐

  • @mdashrafmamun1091
    @mdashrafmamun1091 4 месяца назад +1

    ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর।
    এবং আপনার এক্সপ্লানেশন খুবই ভালো হয়।
    অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

    এভাবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসুন ,,দেখতে চাই।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊 আপনার জন্যও অনেক দোয়া এবং শুভকামনা রইলো।

  • @keyakeya7758
    @keyakeya7758 3 месяца назад

    Osthir

    • @rforreviewbangla
      @rforreviewbangla  3 месяца назад

      Thanks a lot for commenting 💐😊💗 please check the latest explanation video - ruclips.net/video/uarXdhjVzC4/видео.html

  • @souravmaity519
    @souravmaity519 4 месяца назад

    😂😂😂

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      প্রিয় দর্শক, কোনো প্রশ্ন রয়েছে কি?

  • @shammi9481
    @shammi9481 4 месяца назад

    অসাধারন এক্সপ্লেনেশন

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @shipramazumder2408
    @shipramazumder2408 4 месяца назад

    The story goes on my head.

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      প্রিয় দর্শক, কোন জায়গাতে বেশি খটকা লেগেছে বলল হয়তো বুঝিয়ে দেবার চেষ্টা করতে পারতাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐

  • @khadizasaila
    @khadizasaila 4 месяца назад

    Balo

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @asadmithu445
    @asadmithu445 4 месяца назад

    josh hoi sa vi

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @afsanabasuniamishuk4514
    @afsanabasuniamishuk4514 4 месяца назад

    আল্লাহ 😮😮

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @sadonamonir-od8ii
    @sadonamonir-od8ii 4 месяца назад

    ❤❤❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @riniahmed1114
    @riniahmed1114 4 месяца назад

    দারুণ লাগাছে

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @saisabahmed
    @saisabahmed 4 месяца назад

    ❤❤❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @ferdushehappy1050
    @ferdushehappy1050 4 месяца назад

    দারুণ

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @akashahmed9615
    @akashahmed9615 4 месяца назад

    sundor hoise

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @rumanaferdous8906
    @rumanaferdous8906 4 месяца назад

    🎉

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗

  • @THEMOVIES-l5w
    @THEMOVIES-l5w 4 месяца назад

    ওয়েব সিরিজটি দেখে ফেলেছি ফ্রি
    তে ৷ কিছুই বুঝলা না তাই example দেখতে এসেছি ৷

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊💗 জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আসলেও সিরিজটির কাহিনী বোঝাতে পারলাম কিনা।

  • @Mdkajolhossain-dm9qs
    @Mdkajolhossain-dm9qs 4 месяца назад

    মরা মানুষের মধ্যে রক্ত থাকে নাকি

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐 মৃত্যুর পরে মানুষের শরীরে রক্ত থাকে। তবে হৃৎপিণ্ড বন্ধ থাকায় রক্ত প্রবাহ হয় না। এর কারণে রক্ত নিশ্চল অবস্থায় থেকে আস্তে আস্তে ক্লটেড হয়ে যায়। ফলে এমনিতে ছুরি দিয়ে কেটে দিলে গায়ের কোনো জায়গা থেকে রক্ত বের হবে না। কিন্তু ইনজেকশন দিয়ে জমাট রক্ত বের করা যাবে।

  • @iehitsharma6101
    @iehitsharma6101 4 месяца назад

    Awesome, love this

  • @sakiasaku8512
    @sakiasaku8512 4 месяца назад

    Obastob movie 🤣🤣

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      এটা ঠিক অবাস্তব নয়, এটাকে বলে পরাবাস্তব। অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে আপনি যা দেখেন তার বাস্তব কোনো অস্তিত্ব নেই। কিন্তু স্বপ্ন যে আপনি দেখেছেন সেটা তো সত্যি। আকাশ এবং পৃথিবীর মাঝে এরকম অনেক কিছু আছে যার ব্যখ্যা করা যায় না। কিন্তু ব্যখ্যা না করা গেলে যে সেটা মিথ্যা এরকম কিন্তু নয়। আজকে অতীতের কোনো ঘটনা দেখতে পাওয়াকে অবাস্তব মনে হতে পারে। কিন্তু কে জানে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রযুক্তি আসবে কিনা? ভেবে দেখুন প্রিয় দর্শক, ১৯০০ সালে যদি আপনি কোনো মানুষকে বলতেন একদিন এমন প্রযুক্তি আসবে যেটা দিয়ে পৃথিবীর এক প্রান্তে থাকা মানুষ অন্য প্রান্তে থাকা কারো সাথে ছোট একটা ডিভাইসের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারবে - সেই লোকটা আপনাকে পাগল ভাবতো। কিন্তু বর্তমানে মোবাইলের মাধ্যমে আমরা তা করছি। কাজেই বর্তমানে অতীত দেখতে পাওয়া বিশ্বাসযোগ্য না হলেও সেটা যে কখনোই সম্ভব হবে না সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  • @sadiaafrinkhan2010
    @sadiaafrinkhan2010 4 месяца назад

    চমতকার explanation ❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐💗😊

  • @raselmia5895
    @raselmia5895 4 месяца назад +2

    সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৫০০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।ভুল তথ্য দিবেন না,,

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +1

      প্রিয় দর্শক, ভিডিওর 33:18 মিনিটে দেখুন, বলে তো দিলাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। ভুল তথ্য কোথায় একটু জানতে পারি?

    • @369aostok9
      @369aostok9 4 месяца назад

      @@rforreviewbangla মন্তব্যকারী খুব সম্ভব ২০ & ৩২ ... এই ১২ সেকেন্ড এর পার্থক্যটা নোটিশ করেছেন।

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +5

      @@369aostok9 সেক্ষেত্রে তিনি ভুল বুঝেছেন। ৮.৩২ মিনিট অর্থ ৮ মিনিট ২০ সেকেন্ড। ১ মিনিট = ৬০ সেকেন্ড, ০.৩২ মিনিট = .৩২ x ৬০ = ১৯.২ সেকেন্ড বা রাউন্ডিং করলে ২০ সেকেন্ড। কাজেই সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে ৮.৩২ মিনিট লাগে যেটার অর্থ ৮ মিনিট ২০ সেকেন্ড।

  • @Tahasinafatema
    @Tahasinafatema 4 месяца назад

    Finally❤

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য 💐😊

  • @krishibidkiron8709
    @krishibidkiron8709 4 месяца назад

    বোদার সিরিজ,,এটা

    • @rforreviewbangla
      @rforreviewbangla  4 месяца назад +3

      সংযত ভাষা ব্যবহার করা উচিত আমাদের সবার।

    • @Cineephobia
      @Cineephobia 4 месяца назад

      😄😄😄😄😄