KOLKATA TO LADAKH || LEH CHALL LADAKH || MATAYEN TO LAMAYURU || TWO BIKE'S || EP - 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • LEH CHALL LADAKH # KOLKATA TO LADAKH # MATAYEN TO LAMAYURU # KARGIL WAR MEMORIALS # NAMIKA LA PASS # FATULA TOP # EPISODE - 6# আমাদের কলকাতা থেকে লাদাখ ভ্রমণ করলাম বাইকে করে, আমার HONDA SHINE 125CC বাইক আর আমার ছেলের HONDA UNICORN 160CC বাইক দুটি নিয়ে, প্রথমে বাইক দুটি কে ট্রেনে করে আমাদের সঙ্গে হিমগিরি এক্সপ্রেসেতে নিয়ে গেলাম জম্মু, সেখান থেকে শুরু করলাম আমাদের বাইক রাইড করে লাদাখ ভ্রমণ। আমিও আমার স্ত্রী আর আমার ছেলে তিনজন দুটি বাইকে, আমার ছেলে ও আমার স্ত্রী ছেলের বাইকে আর আমি ও আমাদের লাগেজ আমার বাইকে লোডিং করে শুরু হলো আমাদের LEH চল LADAKH অভিযান। জম্মু থেকে শুরু করে বানিহাল, শ্রীনগর সেখান থেকে শুরু করে Sonamarg, Zoji La pass, Matayen, Drass, Kargil, Lamayura হয়ে LEH পৌছালাম। সেখানে একদিন থেকে সেখানকার দর্শনীয় স্থান গুলো দেখে পরবর্তী স্থানের দিকে বেড়িয়ে পড়লাম। LEH থেকে Khardung La pass পার হয়ে গেলাম Diskit ও Honder সেখান থেকে গেলাম Pangong Lake, সেখান থেকে শুরু করে Leh Manali highway দিয়ে আমরা পৌছালাম Manali । শেষে Manali থেকে Kalka এসে , Kalka থেকে ট্রেনে করে আমাদের বাইক দুটি নিয়ে এলাম হাওড়া স্টেশন নেতাজি এক্সপ্রেসে করে আর আমাদের লাদাখ ভ্রমণ শেষ হলো এবং বাড়ি ফিরে এলাম। এই ভ্লগে এই সব ভিডিও গুলি তুলে ধরলাম আর আমাদের অসাধারণ অভিজ্ঞতা বিবরণ গুলি তুলে ধরলাম। ধন্যবাদ

Комментарии • 2