স্যার, বিভিন্ন ধরনের সার একবার দেয়ার ঠিক কতোদিন পর পর পুনরায় সার দেয়া যাবে? আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল এসেছে। আমার গাছের কোন ফল যেনো না ঝরে যায় বা লেবুর সাইজ যেনো গোলাকার সাভাবিক সাইজের হয়, এর জন্য আমি কি ঔষধ বা কি কি উপকরণ ব্যাবহার করবো।উত্তর এর অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন আপনি।
ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট স্প্রে করুন অথবা টবের মাটিতে এক লিটার জলে হাফ চামচ দিন তার তিন দিন পরে যে কোনো অনুখাদ্য স্প্রে অথবা মাটিতে দিন ঠিক হয়ে যাবে
খুবই উপকারী video. Thanks
অসংখ্য ধন্যবাদ
Veery informative
Thank you so much
darun helpful sharing
অসংখ্য ধন্যবাদ দিদি
Acha gach a sorser khol dewa jabe ful jhorbena to ?
না
স্যার, বিভিন্ন ধরনের সার একবার দেয়ার ঠিক কতোদিন পর পর পুনরায় সার দেয়া যাবে? আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল এসেছে। আমার গাছের কোন ফল যেনো না ঝরে যায় বা লেবুর সাইজ যেনো গোলাকার সাভাবিক সাইজের হয়, এর জন্য আমি কি ঔষধ বা কি কি উপকরণ ব্যাবহার করবো।উত্তর এর অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন আপনি।
ভিডিও তে বলা আছে সবটাই
আমার চ্যানেলে লেবুগাছ নিয়ে আরো কিছু ভিডিও আছে দেখে নিন
আশাবাদী আপনার সব উত্তর পেয়ে যাবেন
ধন্যবাদ
ভাইয়া, আমার লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় দুটি গাছের পাতা ঝরে গেছে এবং পাতা এরকম পুরে যাচ্ছে, দয়া করে একটু যদি বলতেন।
ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট স্প্রে করুন অথবা টবের মাটিতে এক লিটার জলে হাফ চামচ দিন
তার তিন দিন পরে যে কোনো অনুখাদ্য স্প্রে অথবা মাটিতে দিন ঠিক হয়ে যাবে
ধন্যবাদ দাদা
গাছে ফুল ধরা অবস্থায় কোনো খাবার দেয়না, তাও আবার মাটি খুশিয়ে
আমি ছোট্টবেলা থেকে এইভাবে কেয়ার করে আসি এবং ফল ভালোই পাই
যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেবার জন্য
হঠাৎ দেখছি পাতা ঝরে পড়েছে একদম তাজা পাতা। কালই ঠিক।ছিল। লেবুও ছটো এসেছিল সেগুলো ও ঝিরে গেল।
কি হয়েছে বুঝতে পারলাম না
গাছে ফাংগিসাইট স্প্রে করুন
মাটি হালকা ভিজে রাখতে হবে এই সময়
বেশি শুকনো হলে সমস্যা