খুবি দুঃখের বিষয় এই জায়গা থেকে আমি মাছ ধরতে পারিনাই। আবহাওয়া খারাপ ছিল সেই কারনে ঢাকা গেছিলাম কাজে এসে শুনি একজনে চারটা চিতল ধরছে বিশাল আকারের। পরে আমি উঠে পড়ে লাগি মাছ ধরতে পরে তিনটা পাই এবং দুইটা কপাল খারাপ হওয়ার জন্য ছুটে যায়। প্রত্যেকটা মাছের সাইজ ৪ - ১২ কেজি পর্যন্ত।
মাশাআল্লাহ ❤❤❤😊
ভাই কি টোপ দিয়ে ধরেছেন
খুবি দুঃখের বিষয় এই জায়গা থেকে আমি মাছ ধরতে পারিনাই। আবহাওয়া খারাপ ছিল সেই কারনে ঢাকা গেছিলাম কাজে এসে শুনি একজনে চারটা চিতল ধরছে বিশাল আকারের। পরে আমি উঠে পড়ে লাগি মাছ ধরতে পরে তিনটা পাই এবং দুইটা কপাল খারাপ হওয়ার জন্য ছুটে যায়। প্রত্যেকটা মাছের সাইজ ৪ - ১২ কেজি পর্যন্ত।
ভাই চিতল মাছ কি সারা বছর ধরে?
ভাই চিতল মাছ কি সারা বছর ধরে
না ভাই, সৃজন আছে। এই ধরেন ডিসেম্বর ও জুন জুলাই মাসে।
jaygata kothay vai
ভাই এটা রাজবাড়ী জেলার সোনাকান্দর এলাকায়। এবছর অনেক চিতল মাছ ধরা পড়েছে।
ভাই নাম্বার দিননা ভাই
নাম্বার দিয়ে কি করবেন ভাই। আমার এখানে যোগাযোগ করলে তো জানতে পারছেন