বিখ্যাত কালাই রুটির সন্ধানে রাজশাহী। Rajshahi Kalai Ruti. Rajshahi Vlog # 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 357

  • @ashiquerup
    @ashiquerup 2 года назад +13

    অনেকদিনের চাওয়া ছিল ফারুক ভাইয়ের সাথে বাংলাদেশে একটা অসাধারণ ট্যুরের সেটা এবার পূরণ হল। তবে মানুষের যেমন আকাঙ্খার শেষ নাই তাই আমারও এবার নেক্সট ইচ্ছা ফারুক ভাইয়ের সাথে ইনশাআল্লাহ হাইওয়ে ৬৬ ধরে একটা লম্বা ট্যুরের সাথে তার এলাকায় একটা ক্যাম্পিং এর, শেষবার ২০১৮ তে এরকম একটা ট্যুরে ক্যালিফোর্নিয়া থেকে গ্র‍্যান্ড ক্যানিয়নে গিয়েছিলাম, তবে সেবার ক্যাম্পিং এর ইচ্ছা পূরন হয়নি। আর ফারুক ভাইয়ের সাথে ঘোরার মজাই আলাদা, সাধে কি তার চ্যানেলের নাম এডভেঞ্চার টিউব ২১। অপেক্ষায় থাকলাম ভবিষ্যতের জন্য।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +5

      I thought we are going to drive Teknaf to Tetulia & begging for food all the way 😜😂💕🥰 Thank you dear brother.

    • @ashiquerup
      @ashiquerup 2 года назад +2

      @@AdventureTube21 yes offcourse that is still in my bucket list but may not be this time. Hope for the best.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +3

      @@ashiquerup 🥰💕

    • @shireenrouf4731
      @shireenrouf4731 2 года назад +1

      MashaAllah notun Ekta kabar shiklam eta ekbar try kora dorkar enjoy your time

  • @SaifaArabiUSA
    @SaifaArabiUSA 2 года назад +5

    *আঙ্কেল আমি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এর মেয়ে।*
    মূলত কলাই এর রুটি চাঁপাই নবাবগঞ্জ এর জনপ্রিয় এর টি খাবার।
    আমার অনেক পছন্দ। ভালো বানাতে পারিনা। কিন্তু আমেরিকাই আসার পরে ২/১ বার সক করে বানায়ে ছিলাম। আম্মু আটা পাঠিয়েছিলো।
    এই রুটির আসল টেস্ট পেতে হলে আপনাকে মাস্ট চাঁপাই নবাবগঞ্জ যেতে হবে।
    কারণ জাস্ট চালের আটা আর কলাই এর আটা দিয়ে হাতে বানানো হয়। সাদা গোল মুচমুচে রুটি। এখনও অনেক মিস করি।
    রাস্তার পাশের সেই রুটি অনেক বছর খাইনি।
    ভালো লাগলো আজকের ব্লগ। আমার রাজশাহী শহর দেখে। কারণ এই শহরেই আমি বড় হয়েছি।🥰

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      🥰💕

    • @ishmotararokshana8529
      @ishmotararokshana8529 2 года назад +1

      একদম ঠিক কথা আমিও চাঁপাই এর মেয়ে।

    • @aaajiban1
      @aaajiban1 2 года назад

      @Saifa Arabi USA আসল স্বাদ খোঁজার জন্য চাঁপাই যাওয়ার দরকার নেই। এই রুটির আসলে কোনো স্বাদ নেই। কড়া ঝাল দিয়ে জিহ্বাটাকে অবশ করে তারপর মানুষ বিঃস্বদের এই রুটি গ্রগ্রাসে গিলে ফেলে।

    • @asadarif4031
      @asadarif4031 2 года назад +1

      @@aaajiban1 হয়তো আপনার কাছে ভাল লাগেনি। কিন্তু কালাইয়ের একটা ফ্লেভার আছে যেটা অনেকের কাছেই ভাল লাগে। শুধু শুধু অন্যদের পছন্দকে অসম্মান করবেন না প্লিজ।

    • @SaifaArabiUSA
      @SaifaArabiUSA 2 года назад +1

      @Abu Ahmed Asadullah May be
      মদ খেতে আমার ভালো লাগেনা। কখনো খেয়েও দেখিনি। কিন্তু মদ খেতে অনেকেই পছন্দ করে। তাই দিন শেষে সবার পছন্দকে সন্মান করি।
      ভালো থাকবেন🥰

  • @najatislamicnetwork662
    @najatislamicnetwork662 2 года назад +1

    আপনার প্রত্যেকটা ভিডিও লোভনীয়। একটা দেখলে আরও একটা দেখতে মন চায়। আপনার মার্জিত উপস্থাপনা, শব্দচয়ন, সুন্নতি মুচকি হাসি অন্য দশজনের চেয়ে আলাদা। তাই দেখতেও বেশ ভালো লাগে। অনেকদিন বাঁচুন। অনেক দোয়া।

  • @sabehsalemtareq8649
    @sabehsalemtareq8649 2 года назад +1

    আমি রাজশাহীর মেয়ে। জন্ম ও বেরেওঠা রাজশাহীতে। আপনার ভিডিও টা দেখে ভালো লাগলো। অনেক বছর রাজশাহী ছেড়ে এসেছি আমিরিকাতে। চেনা শহরের ভিডিও দেখে মনটা আনন্দে ভরেগেল। কালাই রুটি মুলত ঝাল ভরতা দিয়ে বেশি মজা।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      ঠিক বলেছেন, ঝাল ছাড়া ভর্তা একেবারেই মজা না। ধন্যবাদ 🥰💕

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 года назад +6

    Thank you bhaijan for such an awesome video of the beautiful Rajshahi district which I hadn't visited yet in my 58 years of life. You are perhaps of my age but full of youthful enthusiasm and vigour and you are taking the trouble on behalf of us so that we can enjoy your experiences while remaining in our cosy homes. Without RUclips and some youthful Turks like you these experiences we never could have availed. You deserve something more than a thanks.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      It is my pleasure dear. Appreciate your kind words & continuing support. 🥰💕

    • @taufiquealamtusan
      @taufiquealamtusan 2 года назад

      @@AdventureTube21 💕

  • @kaosarmostafa6354
    @kaosarmostafa6354 2 года назад +4

    আসসালামু আলাইকুম, রাজশাহীর বিখ্যাত কলাই রুটি বেশ মজা করে খেলেন বেগুন ভর্তা এবং ভুরি সম্পুর্ন ভিডিও বেশ ভাল লেগেছে, thank you so much for sharing, stay safe & healthy Allah Hafez😀😀

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 2 года назад +1

    রাজশাহীর কালাই রুটি আমার প্রিয় খাবার।আমি খেয়েছি।ভর্তা দিয়ে খেতে অনেক মজা।গরম রসগোল্লা খাওয়ার আলাদা মজা।সার্কিট হাউজের রান্না ভালো।নাটোরের কাঁচা গোল্লার মজাই আলাদা।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 2 года назад +1

    বেড়াতে এসেছি।মেয়ের বাড়িতে,জামাই মেয়ে দুজনই কক্সবাজারে কাজ করে। গত রাতে ঢাকা থেকে আসলাম। ভাই সব‌ই গরম গরম খেয়েছেন। আমি কিন্তু গরম গরম আপনার কথার ভক্ত। ভীষণ মজার মানুষ আপনি। ভাল থাকবেন ভাই।

  • @zia1943
    @zia1943 2 года назад

    রাজশাহীর ভিডিও খুবই উপভোগ করলাম। আপনার ছবি ধারন চমত্কার। আপনার ভিডিও আমাকে ৪৫ বছর আগের রাজশাহীতে নিয়ে গেল। ১৯৭২-৭৫ এ আমি গিয়েছিলাম রাজশাহীতে (তখন এক জেলা ছিল) মন্ত্রী কামারুজ্জামান সাহেবের সাথে অনেকবার তার একান্ত সচিব হিসাবে। রাজশাহীর এ চেহারা ছিল না তখন। কালাই রুটি খেয়ে ছিলাম নওগাঁর এক গ্রামে সর্ষে শাকের সাথে। আমার খেতে অসুবিধা হয়েছিল, তবু মন্ত্রী সাহেবের সম্মানে খেয়েছিলাম।

  • @drmirhasnatali8395
    @drmirhasnatali8395 2 года назад +18

    এই রুটি এই এলাকার খাবার, রাজশাহী এবং পদ্মার অপর পারে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকার খাবার, কারণ এই এলাকায় আগে ধান সেইভাবে উৎপাদন হতো না,কলাই গম এই সবই মূল খাবার হিসেবে চালু হয়।

  • @BLINK-77
    @BLINK-77 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া। খুব ভাল লাগছে আপনাদের enjoy সাথে সাথে আমরাও enjoy করছি।ভালো থাকবেন।

  • @alaminjuwel6017
    @alaminjuwel6017 2 года назад +1

    অসংখ্য ধন্যবাদ স‍্যার আপনাকে আমাদের রাজশাহীর প্রসিদ্ধ কালাইরুটি নিয়ে ভিডিও বানানোর জন্য তবে যদি আবার কখনও রাজশাহীতে আসেন অবশ্যই আমার বাড়িতে আসবেন আমরা বাড়িতে কালাইরুটি গরুর মাংসের ভুনা হাঁসের মাংসের ভুনা এবং বট বেগুনের ভর্তা সব কিছুই খাওয়াবো আপনাকে তখন বুঝতে পারবেন কালাইরুটির প্রকৃত স্বাদ ।ধন্যবাদ স‍্যার

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      ইনশাল্লাহ আসব। ধন্যবাদ।

  • @abdullahbaeg943
    @abdullahbaeg943 2 года назад +1

    Assalmu Alaikum Farooq ভাই apnar roshogoola khawa deke amar jibbar pani eshe gelo. Khoob valo laglo thanks

  • @pagmaldlp5550
    @pagmaldlp5550 2 года назад +2

    Undoubtedly the best city of Bangladesh right now. #Clean_City #Green_city #Silk_city. Rajshahi is the best city. Thanks for sharing.

  • @drtsahasaha9867
    @drtsahasaha9867 2 года назад +3

    The more I am seeing your videos I am getting more attached with you .really beautiful and impressive..beautiful videography and narration and presentation..probably would never get that chance to visit these places physically but through your eyes can feel the essence and glory of Bangladeshi culture and heritage ..thanks a lot sir ..

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      My pleasure dear. Appreciate your kind words & continuing support. 💕🥰

  • @mondipa6556
    @mondipa6556 2 года назад +1

    Dada onek din pore ami apnar video pelam. Vabchilam apni valo achen kina. Jai houk video dekhe valo laglo. Good bless you.

  • @JahanarasCookingWorld
    @JahanarasCookingWorld 2 года назад +2

    ভাইয়া নোটিফিকেশন পেয়ে লাগদিয়ে দেখা শুরু করলাম ভালই লাগলো এভাবে এগিয়ে যাও🇧🇩

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 2 года назад +5

    সব মজা দার খাবার ,অনেক ভালো লাগছে ভিডিও টা

  • @BangladeshiCanadianLife
    @BangladeshiCanadianLife 2 года назад +1

    Khub moja uncle... amader alakar khabar.

  • @faridprince1204
    @faridprince1204 2 года назад +2

    আমি ২০১১ সালে প্রথম কালাই এর রুটি খেয়েছিলাম হাসের মাংস দিয়ে। চাঁপাই নাবগঞ্জ খুব সম্ভবত। খেতে কিন্তু মুখরোচক স্বাদ নেই কিন্তু অন্যরকম খেতে এবং মনে রাখার মতন 😁

  • @myphilosophy
    @myphilosophy 2 года назад +2

    হায় হায় ড্রাইভার কে টিপস দেন নাই 😁 ভালো লাগছে মাত্রই দেখা শুরু করলাম ...

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      🥰💕

    • @ashiquerup
      @ashiquerup 2 года назад +1

      ড্রাইভার এর টিপস বাকির খাতায় লিখা আছে ভাই।

  • @shahidanasreen1810
    @shahidanasreen1810 2 года назад +1

    Onek kiso deklam apnar video khub bhalo lagloo

  • @ASBangladeshiblogger
    @ASBangladeshiblogger 2 года назад +1

    আসসালামু আলায়কুম মাসাআল্লাহ খুব সুন্দর ভিডিও

  • @sumanbhowmick9095
    @sumanbhowmick9095 2 года назад +1

    Dada bhai bohu din por dekha holo... Pronam 🙏🙏

  • @yesminamin9654
    @yesminamin9654 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই। রাজশাহীর বিখ্যাত কালাই রুটি আপনি খেয়েছেন বলে আজ আর বিখ্যাত হয়ে গেলো। আমি আজই প্রথম এই রুটির নাম শুনেছি। আপনি আশিক সাহেব এবং উনার দুই বন্ধু মিলে আপনাদের রাজশাহী journey টা অসাধারণ ছিলো। আপনাকে লঙ্ঘিতে অনেক বেশি handsome লাগছিল। অনেক ভালো লেগেছে আপনার রাজশাহীর সম্পূর্ণ আয়োজন টা। দোয়া করি অনেক ভালো থেকেন। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan

  • @lailarokshana7735
    @lailarokshana7735 2 года назад +1

    Assalamoalikum, কাইল রুটির সঠিক তথ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিয়েছেন আমার husband. অনেক ইউটিউবারা কালাই রুটি খেয়ে বলে wow.

  • @MH...Saimon___2796
    @MH...Saimon___2796 2 года назад +2

    Assalamu Alaikum dear uncle, apnar protita video te onek kichu shikhar thake 👌👍✌️🤘. Tara khub vaggoban jara apnar moto manushe peyechen 💖💓💞💟❣️💝

  • @tubedecember243
    @tubedecember243 2 года назад +5

    চুরাইন বাজারের মিষ্টি সত্যি খুব অসাধারণ

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই। রাজশাহীর কালাই রুটি, গরম গরম খাটি ছানার মিষ্টি, রাজশাহীর সার্কিটহাউস এর রাতের খাবার এবং নাটোরের কাঁচাগোল্লা সবকিছু মিলিয়ে একটি উপভোগ করার মত ব্লগ। ভালো লাগলো, সবাই মিলে এনজয় করলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Walaikum assalam. Thank you dear brother. Jajakallah Khairan

  • @lucyjesmin4642
    @lucyjesmin4642 2 года назад +1

    অনেকদিন রাজশাহীতে যাইনি।আপনার ভিডিও দেখে বাড়িতে যেতে ইচ্ছে করছে।অনেকদিন কালাই রুটিও খাওয়া হয়নি।এবার চেষ্টা করবো যাবার।অনেক ধন্যবাদ। আপনার ভিডিওর বদৌলতে পরিচিত জায়গাগুলি দেখতে পেলাম।

  • @alamcircusshow
    @alamcircusshow 2 года назад +2

    Salam brother thank you so much for the wonderful tour. Be safe

  • @shireenrouf4731
    @shireenrouf4731 2 года назад +1

    MashaAllah kub valo lagche one kichu dekalen vai

  • @anwartube7165
    @anwartube7165 2 года назад +1

    Guru assalamualikum, great video And your presentation 👏. Take care.❤🧡💛💚💙💜

  • @soniaalam1300
    @soniaalam1300 2 года назад +1

    Sob somy aporar video dekhe aporar sathe gurte echche hoy

  • @9330051288
    @9330051288 2 года назад +2

    Luchi with Hot Rosogolla, Wow ! Just Lovely. My fav too . Thank you for arranging or making lovely blog

  • @mdemonmolla5485
    @mdemonmolla5485 2 года назад +1

    Thanks to visit my natore city. I love in Malaysia

  • @sujitsom5044
    @sujitsom5044 2 года назад +2

    SIR GOODEVENING NAMASKAR AP NA KA DEK TA PAYA VIDEO TA DEKCHI SIR AKON Raj Sahi jala achen Sir ka Deka KUB kushi lagcha koto RAKAM kavar Davar Amra Banjali Der MOTO kai ATO varieties Desh kai banata PARA na sir Bangalira kai o kaiota blaobasa sir Dekchi sir ap NAR SANGA AMADER O khata Man kar cha sir Tik acha sir ap NAR SANGA amrao enjoy karchi BLAO Thakban susta Thakban sir Take care By😋😋😋🙏🙏🙏🙏🙏

  • @salinaafroze53
    @salinaafroze53 2 года назад +1

    Goto bochor amrao Rashai giachila. Circuit house r chila khub enjoy korechi asha kori apnara o khub enjoy korben .Good luck 👍

  • @anjumanara3248
    @anjumanara3248 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া ইস ভাইয়া আজকে আমি রাজশাহী থেকে ঢাকা চলে আসলাম খুবই ভালো লাগছে আপনাকে রাজশাহীতে দেখে

  • @sajibahsan2570
    @sajibahsan2570 2 года назад +4

    10:00 ঠিক এ জন্যই আপনাকে এতো ভালোলাগে স্যার। যা সত্য তাই বললেন। আর অন্যরা তো তেল ছাড়া কথাই বলে না।(paid review). ধন্যবাদ।

  • @sheikhnessa5079
    @sheikhnessa5079 2 года назад +1

    ভাইয়া সালাম নিবেন ,সতিই কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ,আমি নিজে বানিয়ে খেয়েছি আসলেই কোন স্বাদ নেই ,খেতেই পারলাম না এক বার মুখে দিয়ে সব স্বাদ মিটে গেছে কষ্টটা বৃথা গেল 😁🤣আহারে কলাইয়ের রুটি 😁

  • @shiprabanerjee3267
    @shiprabanerjee3267 2 года назад

    Md. Akbor manai ekjon gani -guni fersta! Apni tai! InsAllhaho apnakey sahi salamot rakhun! Khub bhalo, durlov! -A. K. Banerjee, kol-36,India.

  • @mohammadsorwar1464
    @mohammadsorwar1464 2 года назад +1

    Nice 👍👍 blog, It's represent Bangladesh

  • @nahidhasanrabbi4794
    @nahidhasanrabbi4794 2 года назад +1

    amar Basa rajshahi ta , apnar video onak din thaka dakhe , apnar satha dakha hola onak valo lagto

  • @shibanidas7521
    @shibanidas7521 2 года назад +2

    Hello dada, l am Shibani again. Sometimes lam Missing Words becouse i am mixning swedish and english. Forgive me. I am nerver missing your video. Its allways excellent video. We allways love you and god bless you. 🙏❤️❤️❤️❤️

  • @Mehebub1995
    @Mehebub1995 2 года назад +4

    আঙ্কেল লুঙ্গি পরে যে ছবি টা ছিলো অসাধারণ ❤❤ কলাই এর রুটি আমার এই বছরে খাওয়া হয়নি দেখে খুব দুঃখ লাগলো আঙ্কেল 🥺😭 । অসাধারণ ব্লগ

  • @mdosmanganishanto8818
    @mdosmanganishanto8818 2 года назад +3

    আমাদের রাজশাহীতে স্বাগতম

  • @parveztaufiqzahedy6430
    @parveztaufiqzahedy6430 2 года назад +1

    Welcome to Rajshahi. Me also a Rajshahian.

  • @najrulalam949
    @najrulalam949 2 года назад +2

    Assalamoalaikom ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Love and Respect from South Africa 🇿🇦

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og 2 года назад +4

    মামা আপনার ভিডিও আমাদের কাছে অনেক ভালো লাগে। 💚💚💚💜💜💜❤️❤️❤️💛💛💛

  • @jibonergolpearaddaye2814
    @jibonergolpearaddaye2814 2 года назад +3

    ওটা মাখা সন্দেশ ভাইয়া ।

  • @milichatterjeeghosh5956
    @milichatterjeeghosh5956 2 года назад +3

    Sir ota kacha golla e chhilo but golla shape ta maybe banano nei,so in this particular form it's called makha shondesh ar makha shondesh ta e gol kore shape kore kacha golla hoy(that's from my limited knowledge though ☺️😋)
    Dinner dekhe lobh hochhey Sir 🤣🤣 especially the murgi mangsho😋😋
    Onek onek enjoy korlam, Thankyou to all of you,khub bhalo thakben Sir,also shobai❤️❤️💕 last e lungi pose ta super hit and show stopper chhilo🤣🤣🤣

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +2

      💕🥰 Thank you dear 💞

    • @Sumayasultana
      @Sumayasultana 2 года назад +2

      নাটোরের কাচাগোল্লা কখনোই গোল শেপে হয় না, এটার নামে গোল্লা থাকলেও এই মিস্টিটা আবিষ্কারের সময় থেকেই এমনই খোলা শেপেই খাওয়া হয়ে আসছে।

    • @milichatterjeeghosh5956
      @milichatterjeeghosh5956 2 года назад

      Welcome Sir, my pleasure ❤️💕💕

    • @milichatterjeeghosh5956
      @milichatterjeeghosh5956 2 года назад

      @@Sumayasultana Thankyou ❤️💕☺️

  • @md.mehedihasan9557
    @md.mehedihasan9557 2 года назад +1

    Excellent video. So much informative.
    Great afford.

  • @AbdulHamid-qj6yq
    @AbdulHamid-qj6yq 2 года назад +2

    অসাধারণ ফারুক ভাই।

  • @mohammedshafiqulasgar.8377
    @mohammedshafiqulasgar.8377 2 года назад +1

    আস সালামুআলাইকুম ফারুক ভাই!
    সব জায়গার ঐতিহ্যবাহী খাবার খেলেন কিন্তু আমাদের চট্টগ্রামের মেজবান খাওয়াতে পারলাম না! আফসোস রয়ে গেল! ভাল থাকবেন!

  • @MILONANDMATES
    @MILONANDMATES 2 года назад +1

    ভাই, সার্কিটহাউজ রোডের শটগুলো কি ক্যামেরা দিয়ে নিয়েছেন? অসাধারন লেগেছে!

  • @mihirnag1590
    @mihirnag1590 2 года назад +1

    ফারুক ভাই , খুব enjoy করেছি

  • @arifbagmar836
    @arifbagmar836 2 года назад +2

    you all vadio nice

  • @suronjonamaya8654
    @suronjonamaya8654 2 года назад +1

    আমার দাদাবাড়ী মুর্শিদাবাদ, দাদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। ছোটবেলায় দাদী বানিয়ে খাইয়েছেন। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে বানাতেন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তেঁতুল বেটে ভর্তা বানাতেন। আর কালাই আর গমের আটা মিশিয়ে বানাতেন। চালের আটা বা সুজি দিতেন না। বেগুন ভর্তা বা মাংস দিয়ে এখন খাওয়া হয়।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      জিভে জল এসে গিয়েছে ভাই। ধন্যবাদ।

  • @KhurshidAlam-kc9bs
    @KhurshidAlam-kc9bs 2 года назад +2

    আংকেল আপনাদের লুঙ্গি পরাটা বেশ ছিল🇧🇩♥️

  • @md.nayemhossain7247
    @md.nayemhossain7247 2 года назад +3

    missing it from China,,,uncle actually chapai nawabgaj's kaali ruti is the best,,

  • @ashokchoudhary2323
    @ashokchoudhary2323 2 года назад +2

    Thanks for sharing Love from Mumbai

  • @muhammadmohaiminulislam7189
    @muhammadmohaiminulislam7189 2 года назад +6

    অনেক সময় দোকানের গুলোতে কলাই কম থাকে।। বেশ অনেকটা সরিষার তেল লাগে, ভর্তা মূলত তেলে ডোবা হলে আর একটু লবন বেশি হলে ভালো লাগে।।

  • @sskitchen2709
    @sskitchen2709 2 года назад +1

    আমার সালাম নিবেন। স্যার, আপনি রাজশাহী তে এসেছিলেন, আমার বাসা রাজশাহী তে। আমার খুব ই কষ্ট হচ্ছে যে, আমি জানি না । জানলে আপনাকে আমি কালাই রুটি তৈরি করে খাওয়াতাম।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. Inshallah next time dear. Thank you.

  • @masumakhan6749
    @masumakhan6749 2 года назад +2

    Thank you for your beautiful videos and thank you so much for your yummy “KANCHAGOLLA”🤤🤤🤤🤤

  • @mahbuburrahman6174
    @mahbuburrahman6174 2 года назад +2

    দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে

  • @atikulIslam-vt4le
    @atikulIslam-vt4le 2 года назад +1

    সার্কিট হাউস যে কি ভাবে থাকা যায় একটু বলতে পারবেন uncle

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      You have to be a government official. Thank you.

    • @atikulIslam-vt4le
      @atikulIslam-vt4le 2 года назад

      @@AdventureTube21 😢 তাহলে তো সমস্যা ধন্যবাদ reply‌ জন্য

  • @jubaagro2162
    @jubaagro2162 2 года назад +1

    Apni ki akhono Rajshahi achen?? Thakle dekha krtm

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      না। চলে এসেছি। ধন্যবাদ।

  • @farjanabegumali7469
    @farjanabegumali7469 2 года назад +1

    Kub sundor

  • @theamazingexplorer1077
    @theamazingexplorer1077 2 года назад +1

    Oshadhaorn!!!

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 2 года назад

    Kalai ruti kokhono kheye dekha hoi Ni ! Jani na kmn ! Jodio Rajshahi university te porechi ! Monnujan Hall e chilam ! Tai ekhon bhabi , Kalai er ruti try Kori Ni keno !
    Chapai nobab ganj er chele Meye der amra dushtumi Kore Kalai boltam !
    Mone porche shei shob Kotha !
    Valo lageche apnar vlog ti ! Always Valo lage !

  • @invaliduser1623
    @invaliduser1623 2 года назад

    আসসালামু আলাইকুম রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে কোন ভিডিও বানিয়েছেন কিনা দেখতে আসছিলাম আপনার চ্যানেলে

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      টিভি চ্যানেল আছে তো।

    • @invaliduser1623
      @invaliduser1623 2 года назад

      @@AdventureTube21 তারপরেও আপনার মতামত গুলো অনেক যুক্তিযুক্ত। বুঝতে পেরেছি এই বিষয় টা নিয়ে আপনি কোন মতামত দিতে চাচ্ছেন না। যাই হোক বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের নীরব থাকাটাই উচিত। ধন্যবাদ আপনাকে।

  • @AzizurRahman-hp2lc
    @AzizurRahman-hp2lc 2 года назад

    বাঙালি কালচারের সাথে খাবার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। যেখানে সুস্বাদু খাবার সেখানেই বাঙালি

  • @JahidHasan-ne3uu
    @JahidHasan-ne3uu 2 года назад +2

    You should have explored rajshahi university campus. It's beyond mesmerizing.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Yes I have. Released the video 3 hrs ago. It is waiting to be explored by you.

  • @habiburrahman3852
    @habiburrahman3852 2 года назад +1

    আমার ঘরের পাশ দিয়ে ঘুরে গেলেন, জানতেও পারলাম না।
    গত বছর এলেন, তাও জানতাম না।
    আফসোস!!

  • @bigmouthcat9166
    @bigmouthcat9166 2 года назад +1

    আসসালাম আলাইকুম ভাইয়া,,,কেমন আছেন? আপনাকে আমি অনেক পছন্দ করি,,,আর আপনি নাটোরে আসছিলেন আমি জানলাম না,, আমার খুব খারাপ লাগছে,,, কি যে বিশাল মিস করলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না,,আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়ার অনেক ইচ্ছা ছিলো,,এবার আর হলো না,,ইনশাআল্লাহ একদিন দেখা হবে❤️❤️

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. Inshallah next time dear. Thank you 💕

  • @leisurepleasure1299
    @leisurepleasure1299 2 года назад +2

    beautiful vlog.

  • @SaheliMudi
    @SaheliMudi 2 года назад +2

    Vison sundar

  • @nahidhasanrabbi4794
    @nahidhasanrabbi4794 2 года назад +1

    welcome to Rajshahi

  • @afifatazrini486
    @afifatazrini486 2 года назад +1

    আংকেল কালাই রুটি মূলত চাপাইনবাবগঞ্জ এর ঐতিহ্যবাহী খবার। আগে শুধু চাপাই এর মানুষরাই খেতো এই রুটি। এখন সব দিকে ছড়িয়ে গিয়েছে।

  • @shaiekislamshopon6249
    @shaiekislamshopon6249 2 года назад +2

    অনেক সুন্দর

  • @rosekhan97
    @rosekhan97 2 года назад +1

    আস সালামআলায়কুম ফারুক ভাই, রাজশাহীতে আসলেন দেখা করতে পারলাম না, তবে মনে হচ্ছে ভিডিওটা কিছু দিন আগে করা। যাইহোক, রানার গরম মিষ্টি রাজশাহীর নামকরা এছাড়াও কালাই রুটি বিখ্যাত তবে রাজশাহীর উপশহর নিউমার্কেটের কালাই এর রুটি ও হাঁসের মাংস অবশ্যই মিশ করেছেন আরও মিশ করেছেন বাটার মোড়ের জিলাপি।।

  • @asadarif4031
    @asadarif4031 2 года назад +2

    কালাই-রুটি ইটসেলফ সুস্বাদু খাবার, যদি সেটা সঠিক কম্পোজিশনে হয়। আমি বাড়িতে গত একমাসে দুইদিন খেলাম, অসাধারণ! রাজশাহীর দোকানে ঐটা পাবেন না। অল্প কালাই চালের-গমের আটার সঙ্গে মিলিয়ে যেটা বানায় ওটা তেমন ভাল হয়না।

    • @asadarif4031
      @asadarif4031 2 года назад +1

      আরেকটা ব্যাপার, কালাই রুটি খেতে পারেন পিয়াজ,কাঁচামরিচ বাটা দিয়ে। এইটা অথেন্টিক, টেস্টও দারুন!

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Thank you

    • @padmaview
      @padmaview 2 года назад

      You r 100% right

  • @shahidulIslamraj345
    @shahidulIslamraj345 2 года назад +3

    এই রুটি খাওয়ার জন্য রাজশাহী উপশহর নিউ মার্কেট যাওয়া লাগতো।

  • @arafatrahman8465
    @arafatrahman8465 2 года назад +1

    আঙ্কেল আপনি নাটোরের উত্তরা গণভবনে গেলেন না যে ?

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      বন্ধ হয়ে গিয়েছিল।

    • @arafatrahman8465
      @arafatrahman8465 2 года назад

      @@AdventureTube21 যাওয়ার সময় অবশ্যই দেখে যাবেন।

  • @eshoboshoahare2971
    @eshoboshoahare2971 2 года назад +2

    Love from Kolkata

  • @ragibish
    @ragibish 2 года назад +1

    Bhaia my school was next to cercit house.born and bread there.

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 года назад +1

    এই সার্কিট হাউসে কি বিদেশিরাও থাকতে পারে? ভাড়া কেমন আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিরকম একটু জানানো যাবে কি? ধন্যবাদ দাদা ।🙏💕

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Only for government officials. Thank you dear

    • @tinnisamazinglife88
      @tinnisamazinglife88 2 года назад

      @@AdventureTube21 Thank you for your kind information 🙏

  • @rajsupto509
    @rajsupto509 2 года назад

    Vai apni vul jaigai gesen,ami jodi jantam apni Rajshahi te asben,ami apnake time ditam …and Rajshahi valo valo jaigai niye jetam…next time in-sha-allah

  • @shamsrajbd9974
    @shamsrajbd9974 2 года назад +1

    Amar paser basa hannan vai...

  • @mdahsan9341
    @mdahsan9341 2 года назад +1

    এটা তেমন কোয়ালিটির কালাই রুটি মনে হলো না।আমার দাদি বানাতো অনেক মজাদার এবং এর থেকে অনেক দেখতে সুন্দর লাগতো..

  • @jayadas8798
    @jayadas8798 2 года назад +1

    👍👍👍👍👍👍👍👍

  • @kamalahmed481
    @kamalahmed481 2 года назад +1

    দেশে গিয়ে ভাইজান নস্টালজিয়ায় ডুবে গিয়েছেন মনে হয়, ভাবি যে কি করবে বুঝবেন পরে হা হা হা।

  • @ratulhasan5347
    @ratulhasan5347 2 года назад +1

    শুক্রবারে কি পাওয়া যায় কালাই রুটি

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Not sure. But I think it is available everyday. Thank you.

  • @farhanafaisal8910
    @farhanafaisal8910 2 года назад +1

    আপনার টাকার অভাব নাই নিজেই কত লুঙ্গি কিনতে পারবেন অথচ একটা লুঙ্গি উপহার পেয়ে আপনার খুশি মুখটা প্রমান করে আপনার মানসিকতা কেমন অনেক দোয়া রইলো সবার জন্য

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      একটা উপহারের দাম যত কম বা বেশী হোক। উপহার। অবশ্যই অত্যানত আনন্দের। ধন্যবাদ।

  • @sahajadaahamed5606
    @sahajadaahamed5606 2 года назад +1

    আমাদের মালদা জেলায় kachagolla কিন্তু গোল গোল হয়।

  • @awalawal5903
    @awalawal5903 2 года назад +2

    Uncle akdom sothik bolachen...kalair ruti rajshahi ta khub bikkhatoo...

  • @JinxedPinks
    @JinxedPinks 2 года назад +1

    Wow

  • @mdziyaur5309
    @mdziyaur5309 2 года назад +1

    ভাই,আমাদের বগুড়ায় আসেন দই খাওয়াবো

  • @rinakhan3952
    @rinakhan3952 2 года назад +1

    Soda hasi Khushi Shukhi manush apni.