কিভাবে চা বাগানে চা তৈরি হয়। সম্পূর্ণ ভিডিও। Complete Tea Production Process.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • নিউ ইয়র্কের কাউবয় রাব্বানি ভাই ও তহুর ভাইয়ের দাওয়াতে যাচ্ছি রাজবাড়ি, সিলেট। সিলেটে চা বাগান না দেখলে তো সিলেট বেড়ানো সম্পূর্ণ হয় না। বৃন্দাবন চা বাগানের মালিকের দাওয়াতে যাচ্ছি বাগান পরিদর্শনে।
    If you enjoy my work and wish to contribute, my Patreon link:
    / adventuretube
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেনঃ
    • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিনরাত্রিঃ
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেনচারঃ
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপিঃ Recipe playlist:
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #adventureTube #Adventure_Tube21

Комментарии • 487

  • @juthikabarua3599
    @juthikabarua3599 3 года назад +28

    চট্টগ্রামে একটি চা বাগান দেখেছিলাম। এই ভাবে দেখিনি।আপনি যে সুন্দর ভাবে উপস্থাপন করলেন তথ্য দিয়ে অনেক কিছু জানলাম দেখলাম।অনেক ধন্যবাদ।

  • @bangladeshinewzealandvlogg3688
    @bangladeshinewzealandvlogg3688 3 года назад +6

    অসাধারণ ছিলো। চা বাগানে অনেক বার যাওয়া হয়েছে কিন্তু এতো কিছু কাছ থেকে দেখা হয়নি। আপনার ভিডিও মাধ্যমে সবসময়ই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে। এতো কিছু কাছ থেকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @shakilaranu6638
    @shakilaranu6638 3 года назад +7

    জীবনেও দেখার সৌভাগ্য হয়নাই ভাই যা আপনি দেখালেন ভাই অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুভকামনা রইলো

  • @mdalamgirmdalamgir2545
    @mdalamgirmdalamgir2545 3 года назад +2

    অনেক সুন্দর চা বাগান। চা তো ফুরুত ফুরুত করে খেতে হয়, তা আজ জানলাম।

  • @abumuzahid6987
    @abumuzahid6987 2 года назад +1

    সাগতম সিলেট

  • @shamimaparvin5824
    @shamimaparvin5824 3 года назад +2

    Dhula mia onek bhalo laglo. Tea onek mazaa, Sylhet tea garden beautiful onek.

  • @yesminamin9654
    @yesminamin9654 3 года назад +2

    আসসালামু আলাইকুম ভাই। চা বগানে গিয়েছি কিনতু কিভাবে ধাপে ধাপে চা তৈরি হয় সেটা দেখিনি। যেভাবে চা পতা মেপে চা বানালো এবং চয়ের কালার অসাধারণ। নতুন একটা শাক চিনালেন। আপনার চা খাওয়া খুব সুন্দর, একটা রাজকীয় ভাব আছে। সম্পূর্ণ ভিডিও টা অসাধারণ ছিলো। ভালো থেকেন দোয়া করি। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      Walaikum assalam. Glad to hear that you have enjoyed it dear. Thank you. 🥰

  • @fatemaasma2163
    @fatemaasma2163 3 года назад +1

    আপনার ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে চা তৈরি হয়। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 3 года назад +6

    অনেক ধন্যবাদ ফারুক ভাই। এতো দিন শুধু চা খেয়েই গেলাম কিন্তু কোন দিন এর প্রসেস দেখিনি। আজ আপনার মাধ্যমে এ বিষয়ে জানতে পারলাম। আবারও অসংখ্য ধন্যবাদ।

  • @rajsikder7171
    @rajsikder7171 3 года назад +2

    অসাধারণ একটা ভিডিও ভাই চায়ের কালার টা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর একটা কালার আসছে

  • @rumaghosh3828
    @rumaghosh3828 3 года назад +6

    আমি দাজিলিং এ কিছু বছর ছিলাম ওখানে দেখেছি চা প্রসেসিং৷ আবার দেখলাম খুব ভালো লাগলো৷ ভাল থাকবেন আপনি৷কোলকাতা.....

  • @saifurrahman662
    @saifurrahman662 3 года назад

    কিভাবে চা তৈরী হয় প্রথম দেখলাম।অসাধারন লেগেছে। ধন্যবাদ।

  • @mnirob1609
    @mnirob1609 3 года назад +2

    ফারুক ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ । চা কি ভাবে তৈরি হয় দেখানোর জন্য ।খুব ভালো লাগলো ।

  • @fmk0314
    @fmk0314 3 года назад +2

    অসাধারণ সুন্দর একটা ভিডিও ছিলো

  • @sikhadas8300
    @sikhadas8300 3 года назад +3

    আজ তো ভিডিও র তুলনা নেই, স্মৃতি উস্কে দিলেন। আগের দিনে আলনা গোছানো দেখে সেই বাড়ীর রুচির পরিচয় পাওয়া যেতো, আমি উনিশ শালে খুব দুঃখের সাথে তাকে বিদায় করেছি 😌😊 চা বাগান এতো সুন্দর করে দেখালেন, অনেক ধন্যবাদ। আমি চুরাশী শালে চা বাগানে ছিলাম, সত্যি চা বাগানের ফেসিলিটি অভাবনীয়। আমাদের রেশন, পাঁচ জন কাজের লোক, গেস্ট এর খরচ, যাতায়াত খরচ সব কোম্পানি দিতো। সব থেকে দামী চা পাতা দু কিলো পেতাম। ওখানকার পলিটিক্স এর জন্যে আজ অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে। আপনার দুলাভাই cmo ছিলো, কিন্তু ট্রিটমে্ট স্বাধীন ভাবে করা মুস্কিল ছিলো, তাই আমরা থাকতে পারিনি। এই চা বাগান তো খুব ভালো লাগলো, অনেক উন্নত, তাদের উন্নতি কামনা করি। চা ছাড়া বাঁচা যায়?😀🙏

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      না ভাই চা ছাড়া বাঁচা যায় না। সিলেট ট্যুর অনেক এনজয় করেছি । দোয়া করি ভাল থাকুন। ধন্যবাদ। 🥰😍💕

    • @sikhadas8300
      @sikhadas8300 3 года назад +1

      @@AdventureTube21 সত্যি খুব সুন্দর ছিলো ভিডিও টা, অনেক ধন্যবাদ ভাই 🙏👍

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      @@sikhadas8300 Many thanks dear. 🥰

    • @sikhadas8300
      @sikhadas8300 3 года назад

      @@AdventureTube21 🙏🙏🙏

    • @anwarulkabir6052
      @anwarulkabir6052 4 месяца назад

      সালাম এবং ধন্যবাদ; আমার স্কুলের বড় ভাই, আপনাকে |
      সালাম এবং ধন্যবাদ; গ্রীণ ভ্যালী প্লানটেশানের মালিক জনাব উবাইদুর রব সাহেব'কে |
      সালাম এবং ধন্যবাদ; আমার পুরনো সিনিয়র কলীগ্, বৃন্দাবন টি এস্টেটের ম্যানেজার জনাব নাসির উদ্দীন খান স্যার'কে |
      সবার জন্যে সুস্বাস্থ্য ও শুভকামনা |

  • @atiqulislam2686
    @atiqulislam2686 3 года назад +1

    ধন্যবাদ ।চা বানানোর প্রসেস আজকে দেখলাম। অসাধারণ লাগলো।

  • @abdulgafurmia6906
    @abdulgafurmia6906 3 года назад +1

    ভাই আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন । খুবই ভাল লেগেছে ।

  • @idsakitchen
    @idsakitchen 2 года назад +1

    ধন্যবাদ ভাই আপনাকে। আপনার বদৌলতে পুরো প্রক্রিয়াটা দেখতে পারলাম।

  • @ferdousiahmed9839
    @ferdousiahmed9839 3 года назад +2

    Jonmostan sylhet deke balo lagse thanks.

  • @Vlogsfromjolil
    @Vlogsfromjolil 3 года назад +3

    সিলেটের মানুষ হয়ে ও আজ আপনার ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে চা বানায় 🥰

  • @sufiahmed8332
    @sufiahmed8332 2 года назад

    আমি শ্রীমঙ্গল এর চা বাগান দেখে অভ্যস্ত, মাইজদী চা বাগানে মামার বাসা ছিল, ছোট বেলায় ভাবতাম ওটাই নানা বাড়ি, আপনার প্রতিটি ভ্রমণ আমাদের নতুন কিছু শিখিয়ে দেয়,ধন্যবাদ।

  • @nurulislamlayek6988
    @nurulislamlayek6988 3 года назад +2

    আমাদের সিলেটকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @samirhemron
    @samirhemron 3 года назад +5

    আসসালামুআলাইকুম ভাইয়া
    আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। আমার খুব ভালো লাগে। আপনি চাবাগান সর্ম্পকে যে ভালো ধারনা দিয়েছেন তাতে আমরা ‍মুগ্ধ হয়েছি। আশা করি আপনি এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিনেব।
    আপনাকে ধন্যবাদ

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. I will try inshallah. Thank you dear

  • @gazigazi5534
    @gazigazi5534 3 года назад +1

    আসসালামু আলাইকুম আপনার ভিডিও যত দেখি তথ মুগ্ধ হয়ে দেখি মন জুড়িয়ে য়াওয়ার মতো ভিডিও বানিয়ে আমাদের কে অনুপ্রাণিত করেছে ধন্যবাদ ভালো থাকবেন

  • @jahangiralom2020
    @jahangiralom2020 3 года назад +1

    এত সুন্দর ভাবে উপস্থাপনা করে বোঝানো ও এ থেকে জেড পর্যন্ত দেখানো একমাত্র আপনার পক্ষে সম্ভব। খুবই সুন্দর অসাধারণ হয়েছে।।।

  • @jayadas8798
    @jayadas8798 2 года назад +1

    অসাধারণ 2 ভিডিও। দাদাভাই আপনি খুব সুন্দর বলছেন।এই রকম সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কলকাতা থেকে।👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tareqahmed6519
    @tareqahmed6519 3 года назад +5

    চাচা কেমন আছেন আপনার প্রতি ভালবাসা রইল সিলেট আম্বরখানা থেকে। আপনার ভিডিও সবসময় দেখি এবং কমেন্ট করি (Love form Sylhet)

  • @salinaafroze53
    @salinaafroze53 3 года назад +2

    Eto nice blog ki bolbo, apnar blog dekhle mone hoy kono classic movie dekhchi. Sooooooooooo nice 👌

  • @md.mainulhasanraju4271
    @md.mainulhasanraju4271 3 года назад +2

    আপনার ভালো ভালো এপিসডের মধ্যে এই এপিসোডটা অন্যতম।
    ধন্যবাদ, সুন্দর এপিসোড উপহার দেয়ার জন্য।

  • @LivingWithAdventures
    @LivingWithAdventures 3 года назад

    আমরাও USA তে থাকি।আপনার সব vlogs আমরা দেখি।খুব ভালোলাগে।আপনার সব subscriber এর মধ্যে আমরা একজন।অনেক কিছু জানতে পারি।Thank you so much।Enjoy the trip॥

  • @mahadihasan3047
    @mahadihasan3047 3 года назад +6

    That chef's laugh at 52:26 is a pure bliss. They hardly get any thanks, I guess.

  • @sairabegum2366
    @sairabegum2366 3 года назад +1

    অজস্র ধন্যবাদ জানাই ফারুক ভাই, কয়েকবছর আগে আমরা সব বান্ধবীরা হবিগঞ্জ গিয়েছিলাম, চা বাগানও দেখে এসেছি,সেসব দিন কোথায় হারিয়ে গেল!! খুব ভালো লাগল ভিডিওটি।

  • @nurulamin7377
    @nurulamin7377 3 года назад

    এত সুন্দর জায়গা গুলো সত্যি যে কারো ই হিংসা হবে।

  • @momotaalam9940
    @momotaalam9940 3 года назад +3

    রাধুনী চাচার হাসিটা priceless.

  • @Rashed7219
    @Rashed7219 3 года назад +1

    অ নে ক অ নে ক ভালো লাগলো। নতুন জ্ঞান আহরণ করতে পারলাম। অত্যন্ত শিক্ষণীয় ও Enjoy করার মত একটি ভিডিও। আরও সুন্দর ও শিক্ষনীয় ভিডিও আশা করছি। আপনার জন্য অনেক ‍দোয়া ও শুভ কামনা রইলো।

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 3 года назад +2

    অনেক সুুন্দর একটি ভিডিও

  • @junedahmed8443
    @junedahmed8443 2 года назад +1

    My Birth place Sylhet...love from Malaysia ♥...

  • @abumuzahid6987
    @abumuzahid6987 2 года назад

    দাদা ভাই আমি সৌদি আরব থেকে বলছি আপনার মুকে আল্লাহ্ সাদ দিয়েছেন মাশা আল্লাহ্

  • @sharifbabu3872
    @sharifbabu3872 2 года назад +1

    রেইলি অসাধারণ। অনেক ইনজয় করলাম।🥰🥀
    ভিডিওর শেষের সফট মিউজিকটা অনেক ভালো লাগলো।💚।🥀

  • @mdmitu9333
    @mdmitu9333 3 года назад +2

    আমাদের সিলেটের সবুজ চা বাগান অসাধারণ

  • @mmahbub0
    @mmahbub0 2 года назад +1

    আমি কখনো ভেবে পেতাম না কিভাবে একটা সবুজ পাতা কালো গোল গোল দানা হয়ে যায়.....খুব ইচ্ছে ছিলো দেখার আজ দেখা হলো। ধন্যবাদ আঙ্কেল 🥰

  • @afrojaiqbal4478
    @afrojaiqbal4478 3 года назад +2

    আসসালামু অলাইকুম আঙ্কেল । দুবাই তে সব রেস্টুরেন্টে খাবারের সাথে এই পাতা সার্ভ করে যেটা আপনার খাবার হজম করতে খুব সহায়ক । আপনাকেও খেতে দেখেছি , সেই পাতা কে আরবি ভাষায় “ ঝিজঝির “ বলে । অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে চা বানোর সব প্রসেস তুলে ধরার জন্য । যাযাকাল্লাহ খাইরান ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Walaikum assalam. My pleasure dear. Jajakallah Khairan

    • @afrojaiqbal4478
      @afrojaiqbal4478 2 года назад

      @@AdventureTube21 ❤️❤️❤️❤️

  • @raihanuddinuddin4221
    @raihanuddinuddin4221 3 года назад +1

    ফারুক ভাই আপনার প্রতিটি পর্ব আমি দেখি এবং এই পর্বটি খুবই অসাধারণ

  • @SylvanResort-b3q
    @SylvanResort-b3q 4 месяца назад +1

    All in one video. best presentation

  • @unseennature2450
    @unseennature2450 3 года назад +5

    খুবই ভালো লাগলো আঙ্কেল। আমি কখনো ভেবে পেতাম না কিভাবে একটা সবুজ পাতা কালো গোল গোল দানা হয়ে যায়.....খুব ইচ্ছে ছিলো দেখার আজ দেখা হলো। ধন্যবাদ আঙ্কেল 🥰

  • @mihirnag1590
    @mihirnag1590 3 года назад +1

    মুগ্ধ হয়ে পুরো ভিডিও দেখলাম,,, অসাধারণ অসাধারণ অসাধারণ,,, শুভকামনা,,,

  • @bangladeshivloggershobnom3618
    @bangladeshivloggershobnom3618 3 года назад +2

    ভাই কোনদিন সিলেটে যায়নি আপনার মাধ্যমে দেখা হল এরকম বিভিন্ন সময়ে ভিডিওতে দেখেছি অনেক কিছু জানা হলো সিলেট যাওয়ার খুব ইচ্ছে আমার ভালো থাকবেন ধন্যবাদ

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 3 года назад +1

    অসাধারণ . অসাধারণ . অসাধারণ . চা প্রসেসিং প্রথম দেখলাম . ভিষন ভালো লাগলো ৷ অনেক অনেক ধন্যবাদ

  • @redowanasif2976
    @redowanasif2976 3 года назад +1

    সিলেট আমার অনেক যাওয়া হয়েছে কিন্তু এইভাবে চা বাগান দেখা হয় নি।
    খুব ইচ্ছে ছিল দেখার।
    আপনার মাধ্যমে দেখলাম।
    ধন্যবাদ আংকেল।

  • @aziruddin9340
    @aziruddin9340 3 года назад +1

    Salam and thanks your program is very nice and good quality

  • @MdHasan-bg6dv
    @MdHasan-bg6dv 2 года назад +1

    সুন্দর হয়েছে মাশাআল্লাহ

  • @RuhulAmin-ie4gx
    @RuhulAmin-ie4gx 3 года назад +2

    Apni really amazing,ato kichu mone koriye den,mon vhalo hoye othe.

  • @tapatibose4671
    @tapatibose4671 2 года назад +1

    ধন্যবাদ ভাই। আমি from kolkata . I always see your utub and enjoy it.

  • @bokulriyad6553
    @bokulriyad6553 3 года назад +3

    welcome to sylhet ❤️
    from Saudi Arabia🥰

  • @uddingiyesh3215
    @uddingiyesh3215 3 года назад +1

    কোব ভাল লাগল ।

  • @0409fizasmomvlog
    @0409fizasmomvlog 3 года назад +2

    খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে সত্যি ই অসাধারণ 👍👍👍 nice sir

  • @tahminam8959
    @tahminam8959 3 года назад +3

    We are waiting for the creative video Insha-Allah.

  • @jahangirmorshedalam7277
    @jahangirmorshedalam7277 3 года назад +3

    Thank you so much ! It’s a huge instructive & very attractive Video ! ‘Masaallah’ , you’re too Brilliant ! I respect your love Bangladesh !

  • @nahidakter2502
    @nahidakter2502 3 года назад +1

    ভাই অসাধারণ ভিডিও দিয়েছেন। খুব খুব সুন্দর লাগলো দেখে। মনে হয় নিজেই চলে গিয়েছি বাগানে। আপনি এভাবে পুরো বাংলাদেশটা আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে দেখালে আমার মতো অনেক মানুষের বেশ ভাল লাগবে আশা করি। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন আমিন।

  • @tahminam8959
    @tahminam8959 3 года назад +4

    How is my beautiful, and lovely Bangladesh Masha-Allah? I missed my Bangladesh.

  • @fazlurrahman7289
    @fazlurrahman7289 3 года назад +2

    Assalamualikum Faruk vhai Aponer sylhet suvagomone Ami KubE kushi hoyechi.Aponer govir lslami knowledge Amake mugdo koreche

  • @sarminjuairiah8768
    @sarminjuairiah8768 3 года назад +1

    Khubie akta valo vedio dhakhalyn 👌

  • @jahidhossain4643
    @jahidhossain4643 3 года назад +1

    Faruk vai tnx many.onek valo laglo tea garden video.apnake invaide koresilam bogurar doi kawar pls asben.tnx.

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 3 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই। নিজের দেশটাকে আবার আপনার মাধ্যমে উপভোগ করলাম। খুব ভালো লাগলো।
    সত্যি বলতে আপনার প্রতিটি ব্লগ ই তথ্যবহুল ও উপভোগ্য। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

  • @taniaafreen4058
    @taniaafreen4058 2 года назад +1

    আসসালামুআলাইকুম আঙকেল আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পরে বাংলাদেশে আসছেন আপনার অনুভূতি কেমন। চা বাগানের ভিডিও দেখে আমরা অনেক কিছুই শিখতে পারলাম।ধন্যবাদ আঙকেল😍💜

  • @sabbir3167
    @sabbir3167 3 года назад +2

    Nice and very beautiful video

  • @mohammedshaker4393
    @mohammedshaker4393 3 года назад +2

    যদিও আমার বাড়ি মৌলভীবাজারে, আমার বাড়ির পাশেই টি স্টেইট আছে,সব প্রসেসিং ছোটবেলা থেকেই দেখে আসছি এরপরও আপনার মাধ্যমে বৃহত্তর সিলেটের ঐতিহ্য তুলে ধরার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @shaikhkhaled3683
    @shaikhkhaled3683 3 года назад +1

    ফারুক ভাই- আমি wilmington DL. U.S.A তে থাকি । আপনি দেখি দেলোয়ার আসেন।অনেকদিন আমরা আপনার ভিডিও দেখি।খুব ভালো লাগে। আপনার ভিডিও তে অনেক information থাকে।আপনার যেটা ভাল লাগে সেটা হলো আপনি সথ্য কথা বলেন। ভাল তথ্য দেন। আপনার বর গুন আপনি সব সময় Down to earth. আপনার কাছেই থাকি হয়তো একদিন দেখা হবে। ভালো থাকবেন।

  • @jesminbegum475
    @jesminbegum475 3 года назад +1

    সব ভিডিও ই অসাধারণ এবং শিক্ষনিয়

  • @rochonhossain7863
    @rochonhossain7863 3 года назад +4

    অসাধারণ ভিডিও আংকেল 🥰🥰🥰আপনার উপস্থাপনা অনেক সুন্দর যা বলে বুঝানোর মত না♥️🥰ভালো থাকবেন আংকেল ♥️🇧🇩

  • @ikbalhasan6620
    @ikbalhasan6620 3 года назад +1

    আগে অনেক কিছুই জানতাম না এই ভিডিও তে অনেক কিছু শিখতে পারলাম 🥰
    আপনার জন্য অনেক দোয়া রইল এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য 🥀❤️

  • @SoyfulAlomWithTravelVlog
    @SoyfulAlomWithTravelVlog 3 года назад +2

    Mash Allah Very nice information Bhai amar bare sylhet kentu kunu din daki nay cha kerokom posas kora hoy apnar maidoma daklam apnaka onak onak donobad balo takan duwa roylo apnar jono.

  • @nayeemislam5656
    @nayeemislam5656 3 года назад +2

    খুব ভালো তথ্য পূর্ণ ভিডিও uncle💕💕💕

  • @bengaldelta9317
    @bengaldelta9317 2 года назад +1

    Tea industry needs to improve and diversify to meet the demands. Must have to get out of the traditional way. They can earn extra from tea garden tourism which is also very demanding.
    Excellent video again. Many thanks 🙏

  • @ayanhossain7840
    @ayanhossain7840 3 года назад +2

    Salam... thank you so much 💓 💗 💛

  • @sabinayeasmin8650
    @sabinayeasmin8650 3 года назад

    আজকে এই ভিডিও খুবই সুন্দর হইছে

  • @AlamKhan-eu1gw
    @AlamKhan-eu1gw 3 года назад +1

    আমি আপনার নতুন সাসক্রাইবার,এপর্যন্ত আপনার যত গুলো ভিডিও দেখেছি তারমধ্যে আমার কাছে এটা বেষ্ট, মনে ধারন করে রাখার মত।অনেক অনেক ধন্যবাদ। আপনার সুসাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      My pleasure dear. Appreciate your kind words & continuing support. 🥰

  • @bangladeshiamericanvlogger3619
    @bangladeshiamericanvlogger3619 3 года назад +2

    Amr praner sohor sylhet ❤️❤️❤️

  • @madbarsobug2937
    @madbarsobug2937 3 года назад +2

    Onek besi sundor chilo

  • @imtiazsiddiquee7578
    @imtiazsiddiquee7578 3 года назад +1

    Very nice , enjoined a lot, thanks Faruk bhai k. From Connecticut

  • @nasirkhan-ws9vp
    @nasirkhan-ws9vp 2 года назад +1

    Assalamualaikum ❤️ faruk Bhai apnakea anak dhannbad AI bindabon tea estate dakhanor Janna t.q
    Allah bles you

  • @babobabo1641
    @babobabo1641 3 года назад +1

    চা বাগানের বাংলো নিয়ে অনেকের আগ্রহ আছে। অনেক গল্পও আছে। এটা নিয়ে স্পেসিফিক একটা ভ্লগ করার অনুরোধ রইলো!

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 3 года назад +2

    ধন্যবাদ বাদ দিয়ে ছোট করতে চাইনা❤️❤️❤️❤️

  • @alamcircusshow
    @alamcircusshow 3 года назад +2

    Salam brother thank you . Be safe

  • @mustakimrexes7411
    @mustakimrexes7411 3 года назад +3

    Welcome to habiganj….

  • @ceciliagomes2076
    @ceciliagomes2076 2 года назад +1

    Thanks again for you ♥️♥️

  • @nurulamin7377
    @nurulamin7377 3 года назад +1

    এত সুন্দর একটা জায়গা,কোমপানীর কাছে অনিরুদ্ আমাদের দর্শকদের জন্য একটা বেবসতা করে দেয়ার জন্য যেমন London এ fruit picking day and day out করলে অনেক ভাল হবে।specially আমরা যারা দেশের বাইরে থেকে যাই ,এরক সুন্দর সুন্দর জায়গা যেতে চাই।

  • @AbdulHamid-qj6yq
    @AbdulHamid-qj6yq 3 года назад +3

    অসাধারণ ফারুক ভাই।

  • @nahidakter2502
    @nahidakter2502 3 года назад +1

    অসংখ্য ধন্যবাদ ভাই

  • @romeorozario8700
    @romeorozario8700 3 года назад +2

    Uncle your video outstanding video village environment incredible represent such a great 😊

  • @belaluddin2998
    @belaluddin2998 3 года назад +3

    Nice vlog can we see more of the house and garden tour please. Thanks.

  • @rubelhossain1093
    @rubelhossain1093 3 года назад +1

    অনেক সুন্দর জায়গা.....মাসদুয়েক আগে ঐ এলাকায় যাওয়ার সুযোগ হয়েছিল।

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 3 года назад +1

    Dada ... Kolkata theke bolchi... bhison bhalo ekta jinis dekhlam....ebhabe tea processing age dekhi ni....khub bhalo laglo....bhalo thakben 🙏🙏

  • @marysrecipes1938
    @marysrecipes1938 3 года назад

    Apnar shob video ami dekhi.Khub e smart ekjon manush Apni.Apnar wife Mashalla khub shundor.

  • @Mehebub1995
    @Mehebub1995 3 года назад +1

    wow ..আঙ্কেল আজকের ব্লগ টা অসাধারণ। অরজিনাল চায়ের কালার কি জাস্ট অসাধারণ। আমাদের ইন্ডিয়াতে চা বানানো মেসিন খুব উন্নত মানের গুনগত মান খুব ভালো এক একটা চায়ের কলেটি যা আছে কেজি হচ্ছে 3 থেকে 4 হাজার । যেটা দেখলাম ওটার কালার টা সুন্দর লাগলো । আজকের ভিডিও টা সুন্দর লাগলো আঙ্কেল। ❤❤

  • @anjumanara2184
    @anjumanara2184 3 года назад +2

    Bhaijan khub bhalo onak kosto kore amader sundor sundor blog dayar janno onak suvokamona.

  • @halimabegum3305
    @halimabegum3305 3 года назад +2

    Thank you bhai I enjoyed it

  • @Labanyakotha
    @Labanyakotha 3 года назад +3

    Very good learning vlog I like it

  • @Robin-df6jc
    @Robin-df6jc 3 года назад +2

    চাহৰ ক্ষেত্ৰত আমাৰ অসম পৃথিৱী বিখ্যাত,,,,,

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      💕

    • @Robin-df6jc
      @Robin-df6jc 2 года назад

      আপোনালৈ এসাৰ মৰম যাচিলোঁ____Love from Assam; India

    • @Robin-df6jc
      @Robin-df6jc 2 года назад

      বাংলা ভাষা অলপ অলপ বুজি পাওঁ

  • @shadathossen5666
    @shadathossen5666 3 года назад +2

    অনেক কিছু জানতে পারলাম আঞ্চেল।