আমি টেন্ডারের সমস্ত মূল্যায়ন কাজ শেষ করে Hope এর কাছ থেকে অনুমোদন নিয়েছি। কিন্তু ভূলবশতঃ টেন্ডার ভেলিডিটি সময়ের মধ্যে NOA ইস্যু করা হয়নি।এখন NOA ইস্যু করতে গেলে টেন্ডার ভেলিডিটি ডেইট বাড়ানোর জন্য মেসেজ দেয়। Tender Validity Extension অপশনে গেলে কোন এডিট অপশন নাই। এক্ষেত্রে আমার টেন্ডারটা অসম্পূর্ণ অবস্থায় থেকে গেল। তাই এ বিষয়ে আপনার কাছ থেকে সু-পরামর্শ চাচ্ছি।
প্রাথমিক ভাবে ৯০ দিন টেন্ডার ভ্যালিডিটি থাকে। প্রথম বার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে HOPE এঁর থেকে অনুমোদন নিতে হয়। দ্বিতীয় বার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। আপনার প্রয়োজন অনুযায়ী দিন সংখ্যা বৃদ্ধি করে নিতে পারবেন।
আমি টেন্ডারের সমস্ত মূল্যায়ন কাজ শেষ করে Hope এর কাছ থেকে অনুমোদন নিয়েছি। কিন্তু ভূলবশতঃ টেন্ডার ভেলিডিটি সময়ের মধ্যে NOA ইস্যু করা হয়নি।এখন NOA ইস্যু করতে গেলে টেন্ডার ভেলিডিটি ডেইট বাড়ানোর জন্য মেসেজ দেয়। Tender Validity Extension অপশনে গেলে কোন এডিট অপশন নাই। এক্ষেত্রে আমার টেন্ডারটা অসম্পূর্ণ অবস্থায় থেকে গেল। তাই এ বিষয়ে আপনার কাছ থেকে সু-পরামর্শ চাচ্ছি।
ভাই কতদিন পর্যন্ত টেন্ডার এর মেয়াদ বৃদ্ধি করা যায় এর কোন বার আছে। আমি যদি ১-২ মাস বাড়াতে চাই তাহলে কোন সমস্যা আছে।
প্রাথমিক ভাবে ৯০ দিন টেন্ডার ভ্যালিডিটি থাকে।
প্রথম বার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে HOPE এঁর থেকে অনুমোদন নিতে হয়।
দ্বিতীয় বার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়।
আপনার প্রয়োজন অনুযায়ী দিন সংখ্যা বৃদ্ধি করে নিতে পারবেন।