Ami Khatar Patay Cheyechhilam (Stereo Remake) | Asha Bhosle | Bengali Modern Song 1963 | Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • This famous ‘sarna juger (swarna yuger) gaan’ has been revived with a pseudo stereo effect imparted for listening pleasure. To maintain originality, songs and music are kept unchanged. Hope all will like the new form of song.
    Please listen this HD quality old Bangla song in headphone/stereo speaker/home theater with no equalizer.
    Song Information:
    Song: Ami Khatar Patay Cheyechhilam | আমি খাতার পাতায় চেয়েছিলাম (1963)
    Artiste: Asha Bhosle । শিল্পী: আশা ভোঁসলে
    Lyricist: Pulak Bandyopadhyay । গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
    Music: Manna Dey | সুরকার: মান্না দে
    Song Originally Published by: RPG HMV (Saregama)
    Enjoy LIKE and SUBSCRIBE for many more old songs of golden era with this type of stereo effect.
    Lyrics:
    আ আ আ আ উঁম্‌ম্‌ম্‌ আ আ আ আ আ
    আমি খাতার পাতায় চেয়েছিলাম
    শুধু একটি তোমার সই গো
    তুমি চোখের পাতায় লিখে দিলে
    চোখের পাতায় লিখে দিলে
    আমি হলাম তোমার সই গো
    আমি হলাম তোমার সই গো
    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
    যখন আমি জয়ের কাছে মানবে হার
    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
    যখন আমি জয়ের কাছে মানবে হার
    যদি সে হার নিয়ে কন্ঠে পরো
    আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    উঁম্‌ম্‌ম্‌ আ আ আ আ
    আমি বন্ধ খাতা খুলে দেখি
    তুমি দাওনি কোনোই দাগ গো
    বন্ধ খাতা খুলে দেখি
    তুমি দাওনি কোনোই দাগ গো
    আমি রাগ করে চোখ বন্ধ করে
    দেখি তোমার অনুরাগ গো
    হয়তো কোথাও ভুল ছিল তার মাশুল চাই
    কর নিয়ে মন এসেছিল নিজেই তাই
    হয়তো কোথাও ভুল ছিল তার মাশুল চাই
    কর নিয়ে মন এসেছিল নিজেই তাই
    তুমি সে কর যদি হাতে ধরো
    আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    Aa aa aa aa ummm aa aa aa aa aa
    Ami khatar patay cheyechhilam
    Shudhu ekti tomar soi go
    Tumi chokher patay likhe dile
    Chokher patay likhe dile
    Ami holam tomar soi go
    Ami holam tomar soi go
    Ami holam tomar soi go
    Bhebechhilam bhulbe tumi ahongkaar
    Jakhon ami jayer kachhe manbo haar
    Bhebechhilam bhulbe tumi ahongkaar
    Jakhon ami jayer kachhe manbo haar
    Jodi e haar niye kanthe paro
    Ami kothay roi go
    Balo ami kothay roi go
    Balo ami kothay roi go
    umm aaaaaaaa
    Ami bandho khata khule dekhi
    Tumi daoni konoi daag go
    Ami raag kore chokh bandho kore
    Dekhi tomar onuraag go
    Bandho khata khule dekhi
    Tumi daoni konoi daag go
    Ami raag kore chokh bandho kore
    Dekhi tomar onuraag go
    Hoyto kothao bhul chhilo tar mashul chai
    Kar niye mon esechhilo nijei tai
    Hoyto kothao bhul chhilo tar mashul chai
    Kar niye mon esechhilo nijei tai
    Tumi se kar jodi haate dharo
    Ami kothay roi go
    Balo ami kothay roi go
    Balo ami kothay roi go

Комментарии • 443

  • @971381744
    @971381744  4 года назад +57

    Thanks in advance. Please leave a comment what else you would like to
    listen from songs of golden era (songs of 50s, 60s and 70s)

    • @dr.rabindranathmukhopadhya3439
      @dr.rabindranathmukhopadhya3439 3 года назад +6

      সলিল চৌধুরীর সুরে আশা ভোঁশলের কোন গান | আছে কি?

    • @971381744
      @971381744  3 года назад +2

      @@dr.rabindranathmukhopadhya3439 আছে।

    • @sasankapakira3843
      @sasankapakira3843 3 года назад +2

      Very nice, always spring

    • @deeppal135
      @deeppal135 2 года назад

      @@rockpalace9919 mmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @majedakhatun1
      @majedakhatun1 2 года назад

      @@971381744 *

  • @bijanchandrapal7542
    @bijanchandrapal7542 5 месяцев назад +20

    ভালো শ্রোতা যতদিন বেঁচে থাকবে, এই সমস্ত শিল্পী এবং তাদের গান ততদিন বেঁচে থাকবে।

    • @JetPackTourVlog
      @JetPackTourVlog 3 месяца назад

      একদম ঠিক বলেছেন 🎉

  • @bipulde3389
    @bipulde3389 3 года назад +213

    মান্না দে কেনো যে এতো কম গানে সুর দিলেন??...... আমরা অসাধারণ গায়কের সাথে আরেকজন অসাধারণ সুরকারকে পেতাম...

    • @bhaskarmondal8014
      @bhaskarmondal8014 3 года назад +8

      সহমত। আধুনিক গানে ক্লাসিক‍্যাল রাগ-রাগিনীর এত সুন্দর পাঞ্চিং একমাএ মান্নাদের গলায় পেয়েছি। অসাধারণ পাণ্ডিত‍্য তাঁর গায়কীতে। বাংলা আধুনিক গানে এক নিজস্ব ধারার প্রবর্তন করেছেন এই মহান শিল্পী।

    • @somapurkayastha1194
      @somapurkayastha1194 3 года назад +2

      Absolutely right

    • @indranichakraborty5668
      @indranichakraborty5668 3 года назад +1

      sekhtre hoeto,gaok Manna Dey mohasoeke,tar bipul byaptita amra
      petam na,abar bochi,hoeto!

    • @somjyotisengupta1820
      @somjyotisengupta1820 2 года назад +2

      Ekdom thik bolyechen.

    • @dr.pallabchakrabarty3654
      @dr.pallabchakrabarty3654 2 года назад +8

      কি অপূর্ব সুর। অন্তরার সঙ্গে সঞ্চারীর সুরের কি অসাধারণ মেলবন্ধন । শ্রদ্ধেয় মান্না দের সম্মন্ধে বলা যায় তিনি নিজেই একটা ইনস্টিটিউশন। তাঁর versatile প্রতিভা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। শচীন কর্তার গানের সুরকেও কিছু modification করে অসাধারণ মাত্রায় পৌঁছে দিয়ে গেছেন মান্না দে। একথা স্বয়ং রাহুল দেব বর্মন একটি অনুষ্ঠানে বলে গেছেন । দীর্ঘদিন তিনি শচীন কর্তার সহকারী হিসেবে কাজ করেছেন ।

  • @pradipchdas2010
    @pradipchdas2010 3 года назад +76

    আশাজী অতুলনীয়। চন্দ্র সূর্য্য যতদিন থাকবে আপনার কণ্ঠ তত দিন থাকবে। আপনি অমর হয়ে থাকবেন।

  • @subrataraychaudhury6797
    @subrataraychaudhury6797 Год назад +30

    ছোটবেলায় খুব শুনতাম এই গানটা। আজ শুনে বুঝলাম কি অসাধারণ শব্দের খেলা লুকিয়ে ছিল এর মধ্যে। পুলক বাবু, আপনাকে সহস্র প্রণাম 🙏

  • @sajiasifaterob2208
    @sajiasifaterob2208 3 года назад +64

    আমি খাতার পাতায় চেয়েছিলাম
    শুধু একটি তোমার সই গো
    তুমি চোখের পাতায় লিখে দিলে
    চোখের পাতায় লিখে দিলে
    আমি হলাম তোমার সই গো
    আমি হলাম তোমার সই গো
    আমি হলাম তোমার সই গো
    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
    যখন আমি জয়ের কাছে মানবো হার
    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
    যখন আমি জয়ের কাছে মানবো হার
    যদি সে হার নিয়ে কণ্ঠে পরো
    আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    আমি বন্ধ খাতার খুলে দেখি
    তুমি দাও নি কোনোই দাগ গো
    আমি রাগ করে চোখ বন্ধ করি
    দেখি তোমার অনুরাগ গো
    বন্ধ খাতার খুলে দেখি
    তুমি দাও নি কোনোই দাগ গো
    আমি রাগ করে চোখ বন্ধ করি
    দেখি তোমার অনুরাগ গো
    হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
    কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
    হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
    কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
    তুমি সে কর যদি হাতে ধরো
    আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো
    বলো আমি কোথায় রই গো

    • @971381744
      @971381744  3 года назад +1

      Lyrics already given in description.

    • @durgadas3505
      @durgadas3505 3 года назад +2

      Excellent! Many thanks for giving us lyric. EXCELLENT COMPOSITION OF MANNA DEY. ANTARA(VEBECHHILAM VULBE TUMI AHANKAR....) IS EXTREMELY BEAUTIFUL. NICE COMPOSITION!! BEAUTIFUL PERFORMANCE BY ASHA BHOSLE!!! DR. D. P. DAS, Ph. D., MUSIC COMPOSER & LYRICIST:M 9874857254.

    • @debukhatuya5218
      @debukhatuya5218 3 года назад +1

      দারুন

    • @Cmajor6th
      @Cmajor6th Год назад

      চিরদিনের রোমান্টিক এই গান

    • @anupbhattacharjee327
      @anupbhattacharjee327 2 месяца назад

      অন্তরা টা শুনলে চোখ দিয়ে জল চলে আসে।কি অপূর্ব সুর সৃষ্টি করে গেছেন মান্না দে।। ট্রেনে যাবার সময়
      গানটা শুনলাম ।মোবাইল এ। বাড়ী ফিরে গানটা শুনলাম সার্চ করে গিটারে তুলবো বলে । এমন সুরকার
      ।লেখক ও গায়িকাকে আমরা হারালাম।

  • @samarkumarnandy9056
    @samarkumarnandy9056 2 года назад +20

    একদিকে আমাদের সৌভাগ্য যে আমরা যে সময় জন্ম গ্রহণ করে বড়ো হয়েছি সেই সময়
    আমারা সব দিক থেকেই এই বাংলাদেশের
    রত্ন ভান্ডার পরিপূর্ণ পেয়েছি। কিন্তু আজ আমাদের দূর্ভাগ্য যে সেই রত্ন ভান্ডার আজ
    শূন্য। আমাদের সময়ের গান শুনলে মনে প্রাণ জুড়িয়ে যেত, আর এখনকার গান শুনে হৃদকম্প শুরু হয়ে। এটাও আমাদের দূর্ভাগ্য যে আমরা আমাদের উত্তরসূরি জন্য ভাবি যে এখনকার ছেলে মেয়েরা কোন পথে চলেছে। এরা কি ভালো মন্দ কিছু ই বোঝে না? আর আমাদের শ্রদ্ধেয় মান্না বাবুর কথা বলতে গেলে হৃদয় থেকে বলি সত্য, ই মন ভারাক্রান্ত হয়ে যায়। আর উনি তো ওনার গানের মাধ্যমে ই
    বলে গেছেন,
    " এ জীবনে যত ব্যাথা পেয়েছি .,........
    তুমি যে দিয়েছো সবই.ভুলায়ে.........
    মুছায়ে দিয়েছো আখিঁ জল ...,....
    কোমল পরশ তব বুলায়ে !!!!
    ...
    মুছায়ে দিয়েছো

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 3 года назад +120

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song.

    • @subhashishgupta4202
      @subhashishgupta4202 3 года назад +15

      ৺পুলক বন্দোপাধ্যায় বাংলা ভাষাভাষী দের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ। বাংলা গানের ক্ষেত্রে তাঁর অবদান কখনো ভোলা যাবে না।❤️❤️🙏🙏

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 3 года назад +10

      @@subhashishgupta4202 Thank you for your comments. Today is his 90th birthday.

    • @971381744
      @971381744  3 года назад +5

      আপনার কাছে এই প্রশংসা পেয়ে আমি আপ্লুত। অসংখ্য ধন্যবাদ। আমার নমস্কার নেবেন।

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 3 года назад +3

      @@971381744 Thank you for your comments.

    • @arunroy2983
      @arunroy2983 3 года назад +5

      Apnar baba Bangla adhunik gaan er JENIOUS chilen. Bangla adhunik gaan niye alochona holei apnar babar naam abossoi asbey. Pranam janai Jenious Late Pulok Banerjee apna ke 🙏🙏🙏

  • @kaberibanerjee9233
    @kaberibanerjee9233 3 года назад +58

    অসাধারণ একটি গান, যেমন গীতিকার তেমনই সুরকার আর তেমনই শিল্পী, অসাধারণ মেলবন্ধন!!

  • @sonalimajumdar5878
    @sonalimajumdar5878 2 года назад +46

    এই গানটা জানিনা কেন, যতবার শুনি ত্ততবারি যেনো কোথায় হারিয়ে যাই, কি যে ভালো লাগে বলে বোঝানো যাবেনা, মুগ্ধ হয়ে যাই 💕💕💕❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

    • @dhirachatterjee1967
      @dhirachatterjee1967 2 года назад +1

      খুব সত্যি কথা।

    • @apu645
      @apu645 2 года назад +1

      Absolutely true 👍

  • @KanchanKarmakarvulcan
    @KanchanKarmakarvulcan 3 года назад +42

    মান্না দে এবং আশা ভোঁশলের এক অতি সুন্দর যুগলবন্দী বলা যায় এই গান সম্বন্ধে।

    • @indranichakraborty5668
      @indranichakraborty5668 3 года назад +3

      tar sathe Pulak babur'lyric',eto asole 'trahos sporsho jog'😀😀😀🙏🙏🙏

    • @KanchanKarmakarvulcan
      @KanchanKarmakarvulcan 3 года назад +2

      @@indranichakraborty5668 হ্যাঁ ঠিক বলেছেন।

  • @sandipchattopadhyay3338
    @sandipchattopadhyay3338 3 года назад +29

    অতি সুন্দর একটি গান।আশা ভোঁসলে যত পুজোর গান করেছেন, তার মধ্যে সবচেয়ে মাধুর্যময় গান বলে আমার ধারণা।

  • @shankarasishbanerjee8027
    @shankarasishbanerjee8027 3 года назад +24

    খুব ই সত্যি কথা। সুরকার মান্না দে কে কেউ জানতে ও পারলো না। ভাবা যায় না। অসাধারণ সুর।

  • @badaldey5708
    @badaldey5708 Месяц назад +1

    ❤ আহা কি অসাধারণ গানের কথা আর অসাধারণ সুন্দর সুর এবং অবশ্যই গায়কী ❤
    নস্টালজিক করে দেয় ❤❤

  • @shyamalbasu3017
    @shyamalbasu3017 2 месяца назад +2

    Ei Gan guli Sunle khub khub kosto pai keno janen AMAR MAA AMADER EI GAN GUNGUN KORE GAITEN ...Aj MA nei 18 yrs hoye galo .Amar 64 .Sei chotto bela Mone pore..

  • @bidyutbag1977
    @bidyutbag1977 3 года назад +37

    এতো সুন্দর মিস্টি গান আর হবে না। যতবার বার শুনি ততবারই মন টাও নতুন হয়ে যায়।👌🌷।

  • @abinacharya224
    @abinacharya224 2 месяца назад +1

    পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্না দে র এই যুগল পৃথিবীতে একবার মাত্রই সৃষ্টি করেন ঈশ্বর। আশা ভোঁসলে ও প্রণম্য।

  • @tapangupta2726
    @tapangupta2726 Год назад +4

    পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে এখন ইতিহাস। এতো ভালো গীতিকার ও মান্না দের সুর যে এত সুন্দর,তা কে জানত।

    • @alokeshmukherjee-7930
      @alokeshmukherjee-7930 Месяц назад

      মান্না দের গাওয়া আধুনিক গানের বেশিরভাগ ওনার নিজের সুরে গাওয়া ।

  • @shyamalihalder1257
    @shyamalihalder1257 Год назад +3

    আমাদের ছোট বেলার গান ; আজ আমি ৬০ ; তবু যখন শুনি তখন কোথায় যেনো হারিয়ে যাই; অসাধারণ ;;;;!

  • @pradyutchakrabarti6727
    @pradyutchakrabarti6727 2 года назад +10

    অসাধারণ গান। অসাধারণ সুর। অসাধারণ লিরিক। ত্রিবেণী সঙ্গম।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 23 дня назад

    ভ্রুমরা ,,,,, তুই যাস্ নে ,,, চমৎকার গান শ্যামল মিত্রের অসাধারণ গায়কী "

  • @mdnuruddin6138
    @mdnuruddin6138 2 года назад +3

    অপূর্ব
    অপূর্ব
    অপূর্ব
    ১ম অপূর্ব পুলক বন্দোপধ্যয়,
    ২য় অপূর্ব মান্না দে
    ৩য় অপূর্ব আশা জি।

  • @tabassumankhi1419
    @tabassumankhi1419 9 месяцев назад +2

    সুরকার 'মান্না দে' !!
    কী অসাধারণ সুর !!
    আহা এতো ভালো যে
    যতোই শুনি মনে হয়,
    আরো লক্ষ বার শুনি।

  • @prabirdey8028
    @prabirdey8028 Год назад +5

    চিরদিনের গান কখনও পুরোনো হবে না ।

  • @mbabu-ql3qj
    @mbabu-ql3qj Месяц назад +1

    অসাধারণ "" নিশ্চিত অসাধারণ ❤❤❤❤👌👌💞♥️

  • @BharatShines
    @BharatShines 3 года назад +17

    আহা আহা, কি সব শিল্পী। মন ভরে গেল 🙏

  • @d.k.sengupta9612
    @d.k.sengupta9612 Год назад +1

    Ki bhalo je laage gaan ta. Kotobar je sunechi nijei jaani na.🙏🙏🙏

  • @sibajikarmakar271
    @sibajikarmakar271 3 месяца назад

    সত্যিই আমি নিজেকে ভাগ্যবান মনে করি পঞ্চাশের দশকে জন্মে। যে গানের রত্না ভান্ডার আমরা পেয়েছি তা এখন প্রায় শূন্য। এই প্রজন্মের গীতিকার সুরকার দের ক্ষমতায় কুলোচ্ছে না ভালো গানের জন্ম দিতে, যা মানুষের মনের মণিকোঠায় স্থায়ী হয়। অথচ আর্থিক প্রাচুর্যে বর্তমান গায়ক গায়িকারা সমৃদ্ধ সেই পুরোনো দিনের গান গেয়ে। সেই সমস্ত কালজয়ী গানের গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পীদের ভাগ্যে জোটেনি আর্থিক সমৃদ্ধি। ভাগ্যের কি পরিহাস!

  • @kanchankarmakar2044
    @kanchankarmakar2044 3 года назад +8

    স্বর্গীয় ঝংকারে হৃদয় হলো পবিত্র, পুলকিত 🙏🙏🙏

  • @kishordas6377
    @kishordas6377 3 года назад +13

    আহা কি কন্ঠের যাদু,সাথে লেখনী ও সুর

  • @sikhabasu2292
    @sikhabasu2292 3 года назад +6

    Asha di legend singer...ei gan guli tai singerer Signature..Opurbo ..osadharan...

  • @bhubandas8464
    @bhubandas8464 2 года назад +3

    এই standard গান শোনার মানুষজন লুপ্ত হয়ে যাচ্ছে

  • @aparupmozumdar2360
    @aparupmozumdar2360 3 года назад +2

    মান্না দের এতো অপূর্ব সুর সৃষ্টি অজানা ছিল। আশা ভোঁসলে র মিষ্টি গলায়, পুলক বন্দ্যোপাধ্যায় রচিত অতি রোমান্টিক গান টি , মন ভালো করে দিলো।

    • @subhenduroychowdhury9423
      @subhenduroychowdhury9423 3 года назад

      Manna Deyr bohu gaan er sur onar nijer e deoa. Sudhu composer hishebeo uni one of the best in Bengali modern songs...

  • @sadhanchowdhury7256
    @sadhanchowdhury7256 4 месяца назад +1

    কী চমৎকার সুরারোপ করলেন, মান্না দে!

  • @mallikaghosh7981
    @mallikaghosh7981 2 года назад +2

    Sir Manna Dey ei gaan tay ato sundor sur diye chilen ashadharan...heart touching..R Asha didi to kono kothay ney onar konthe gaanta jano modhur moto sunlam..🙏🙏🙏👌❤❤❤

  • @somray2732
    @somray2732 3 года назад +9

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অসামান্য সৃষ্টিকে স্টিরিওফোনিক রূপান্তর ঘটিয়ে আরো শ্রবণসুখকর করে তুললেন!

  • @tapangupta2726
    @tapangupta2726 Год назад +2

    এত সুন্দর গান আগে কেন শুনিনি, তাই খুব আফসোস হচ্ছে।

  • @shubhangibanerjee5389
    @shubhangibanerjee5389 2 года назад +5

    Everybody speaks about the ARTIST & the COMPOSER, which is ABSOLUTE

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 23 дня назад

    অপূর্ব গান❤ অপূর্ব তার গায়কী' শ্রদ্ধা ,,

  • @chanchalghosh8141
    @chanchalghosh8141 3 года назад +8

    Unless mind is free & generous nobody can sing like this, talent is not sufficient to sing this perfectly.

  • @uttamkundu5845
    @uttamkundu5845 3 года назад +2

    অতুলনীয় সুর ও শিল্পীর অবদান ই গান মানুষের মনের মনিকোঠায় আসন করে নেয়,কিন্তু গীতিকারের অনবদ্য লেখনির কথা একই সঙ্গে মনে পড়বে,কেন না গানের কথাই তো আসলে গানের প্রাণ, গানের মুলভাবনা ,তাই গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় অবশ্যই দেবদূত স্বীকার করতেই হবে ।। 👃👃 ।

  • @ratnabiswas4329
    @ratnabiswas4329 3 года назад +6

    Ahha, mon bhore jay. Erokom kotha ar sur ekhon to ar hoy na!!!

  • @sibaprasadmandal-pm4ts
    @sibaprasadmandal-pm4ts 4 месяца назад +1

    আমার শোনা সমস্ত গানের মধ্যে, এই গানটিকে শ্রেষ্ঠ মনে হয়।কেন-- এই প্রশ্ন করলে উত্তর দিতে পারব না।

  • @saifulalam177
    @saifulalam177 3 года назад +7

    বহুদিন পর গানটি শুনে আবারও মুগ্ধ হলাম!!!

  • @malaghoshmitra2990
    @malaghoshmitra2990 2 года назад +5

    হাজার বছরে আর এই গান হবে না

  • @bidhan.biswas
    @bidhan.biswas 3 года назад +2

    গানটা এত ভাল লাগে যে আমাকে এক বছর সময় দিলেও এর ব্যাক্ষা দিতে পারব না- God is good who created such talents

  • @arpanbhattacharya5484
    @arpanbhattacharya5484 2 года назад +2

    সুর ও কথা দুটোই যে স্বর্ণযুগ এর স্বাক্ষর বহন করছে তা বলে দিতে হয় না।মান্নাদের সুর এটা জানা ছিল না।সত্যি melodious।

  • @srisriradhaballavjiu3615
    @srisriradhaballavjiu3615 9 месяцев назад +1

    অসাধারণ কোনদিন পুরনো হবে না চিরস্মরণীয় হয়ে থাকবে। ❤❤

  • @1975mondalg
    @1975mondalg 3 года назад +8

    স্বর্গের কিন্নর কিন্নরী এরা আমাদের বেরসিক দের একটু শুনিয়ে গেল কিন্তু আমরা পরিবর্তনের পথে যেতে পারলাম কোথায়।

  • @rupamsantra3356
    @rupamsantra3356 Месяц назад

    হৃদয়ের প্রতিটি তারে সুর ঝংকার বাজিয়ে যায়❤❤❤

  • @prokotchawdhuri4520
    @prokotchawdhuri4520 3 года назад +5

    অসাধারণ লাগলো 👍👍
    বাইরে বৃষ্টি আর কানেতে এই সুর

  • @manasray187
    @manasray187 Год назад

    আমাদের দুর্ভাগ্য যে শ্রদ্ধেয় শিল্পী মান্না দে র কাছ থেকে এমন বহু অনবদ্য সুরসৃষ্টি হতে আমরা সত্যি বঞ্চিত- কারণ সুরকার হিসেবে তাঁকে ব্যবহারই করা হয়নি।

    • @biswajitsamadder4883
      @biswajitsamadder4883 Год назад

      যাই বলেন, সেটা একদিকে ভালোই হয়েছে I quality,আর quantity দুজনের সম্পর্ক মোটেই ভাল না I

  • @dipakbiswas944
    @dipakbiswas944 3 года назад +7

    কী অপূর্ব গানের কথা, সুর আর গায়কী, মিষ্টি গলা ।

  • @meetabose6340
    @meetabose6340 Год назад +1

    Baah🙏Aato Mishti GAAN🙏❤️Asha Bhonsale’r ShuModhur Golaye janno aaro Phute Utheche❤️

  • @nuruzzamanmohammad7819
    @nuruzzamanmohammad7819 5 месяцев назад +1

    সদ্য শাড়ি ধরা কিশোরীর মত আশাজি গানকে যেন শরীরে জড়াতে পারেন....

  • @uttamkantiroy5403
    @uttamkantiroy5403 3 года назад +2

    এ জীবনে আমি কতবার শুনেেছি, জানি না আর কতো শুনতে বাধ্য হব জানি না,যত দিন বাঁচব, ততদিন ই শুনবো।

  • @saibalmukherjee3251
    @saibalmukherjee3251 10 месяцев назад +1

    দারুণ একটা গান শুনলাম!! মন ভরে গেল!! যেমন সুরকার,তেমন গায়িকা !!❤❤❤❤

  • @mallikaghosh7981
    @mallikaghosh7981 3 года назад +2

    Sotti ki modhur sur .r koto sundor lekha ganta...monta juriye galo...ki valo lage je ganta ..antore gethe galo.🙏👌👍❤❤❤❤❤

  • @gautamdas3412
    @gautamdas3412 2 года назад +3

    Hats off to Manna Dey for creation of this tune tailor made for Asha Bhosle.

  • @sreelekhachatterjee3320
    @sreelekhachatterjee3320 3 года назад +3

    Aporbo...jamon Katha ,tamon, shur....tamoni gala..ar habena ...👌👌

  • @mamatanaskar4819
    @mamatanaskar4819 3 года назад +2

    Praner cheo priyo akti misti gaan. Asadharon gayoki. Asha didir gaaner Sure Kane aslei ami Anno rokom hoye Jai.

  • @kishwarsultana955
    @kishwarsultana955 2 года назад +2

    আমার ছোটবেলা থেকেও এ গানটি অনেক আগের,, তারপরও ছোটবেলা থেকেই আমাকে এই গানটি খুবই আবেগপ্রবণ করে তুলে

  • @ajaysarkar5943
    @ajaysarkar5943 Год назад +1

    A rare combination of the trio, lyrics, music& singing: a very very uncommon today.

  • @indranilroy5633
    @indranilroy5633 Год назад +1

    Old is Gold. Very Beautiful and Romantic Bengali Love Song of Famous Female Singer Asha Bhoshle.

  • @phalgunimaiti3646
    @phalgunimaiti3646 10 месяцев назад

    আশাজির এই মায়াবী আবেগ মনকে দুমড়ে মুচড়ে দেয় । ফিরে চলে যাই যৌবনের দিনগুলোতে ।

  • @pabitrashaha647
    @pabitrashaha647 10 месяцев назад +1

    Gaanti sudhumatro Ashaji'r jannei srishti hoyechhe.Dhanyobaad.

  • @sunilmandal5778
    @sunilmandal5778 3 года назад +2

    Kaljoyee Ei Gaanti Shune Mugdho Holam.Manna Dey r Anupom Surosristhi . Asadharon..

  • @pranabbratachakraborty9304
    @pranabbratachakraborty9304 2 месяца назад

    যতগুলো বাংলা ভালো গান আছে তার মধ্যে এটা একটি

  • @arnabdas1305
    @arnabdas1305 5 месяцев назад

    Kon chhoto belar gaan. Ki sur, ki lirick, aar Ashajir gala tulanahin combination. Takhon eto bujhtam na. Sudhu bhalo lagto. Aaj eto din pore sune mone holo sei harie jaoa sonali diner katha. Ekta priceless jewel. Esab gaan aar hobe na.

  • @pnk-f7u
    @pnk-f7u 6 месяцев назад +2

    হারানো মনের লুকানো
    খাতাটি খুলে যায় যেন

  • @purnimashrivastava2942
    @purnimashrivastava2942 3 года назад +3

    Khoob bhalo misti sur aur gan ami keu jani na shudhu gan sun Khushi payee. Asha didi pranam .

  • @pradipsaha2760
    @pradipsaha2760 3 года назад +5

    আমার খুব প্রিয় গান,বার বার শুনেও আশ মেটে না।

  • @RaghuNMallick
    @RaghuNMallick 3 года назад +5

    খুব সুন্দর গান।মন ভরে যায়।

  • @bananigoswami9286
    @bananigoswami9286 2 года назад +1

    Asadharon kotha, Sur o Gayaki. Ae sob legend der amar sosrodhdho pronam

  • @souptikghosh9261
    @souptikghosh9261 Год назад +2

    গানটির কথা গুলো কি সুন্দর। এত পুরনো গান তাও শুনতে ভালো লাগে।

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 3 года назад +2

    Wow ki sundor gailen jemon kotha temni sur. Darun melbondhon.

  • @aparupmozumdar2360
    @aparupmozumdar2360 3 года назад +2

    এই গানটি তে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়
    সই শব্দ টি তিনটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করেছেন। ভীষন ভালো।

  • @mukundgadgil8813
    @mukundgadgil8813 3 года назад +6

    I do not understand Bengali but Ashaji's voice is golden which makes each song excellent.

  • @santachowdhury7940
    @santachowdhury7940 3 года назад +3

    Ki katha r sur ..ahhhhaaa mon ta kothai hariye jai..kato bar je suni gaan ta...

  • @debidasbhattacharjee7811
    @debidasbhattacharjee7811 3 года назад +2

    অপূর্ব । আপনার প্রচেষ্টা কে কুর্ণিশ জানাই ।

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 3 года назад +4

    স্টেরিও ইফেক্টে আরো অসাধারণ লাগছে। আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @debukhatuya5218
    @debukhatuya5218 3 года назад +2

    আমার দেখা শ্রেষ্ঠ শিল্পী।

  • @musicparadise3982
    @musicparadise3982 3 года назад +6

    আহা ! মনটা কোথায় যেন হারিয়ে যায়।

  • @sudiptamitra3252
    @sudiptamitra3252 3 года назад +4

    One of the bests by Asha ji. Manna Dey music is marvelous.

  • @marcialily4139
    @marcialily4139 3 года назад

    প্রথমে ধন্যবাদ দেই গানের কথা ও সুর স্রষ্টাকে, এমন মনোমুগ্ধকর গানের জন্য, আশাজির কন্ঠে অসাধারণ লেগেছে, গানের স্রষ্টাদের শিল্পী নির্বাচনটাও যেন ওতপ্রতভাবে মিলে গেছে, আমি কতবার যে শুনেছি জানানেই। পরিশেষে ধন্যবাদ।

  • @somabanerjee115
    @somabanerjee115 3 года назад +3

    আহহা। অনন্য কণ্ঠ।। এ আর হবার নয়।।💕🙏🥀

  • @astromanju5568
    @astromanju5568 2 года назад +2

    অসাধারণ অনুভূতির প্রকাশ। দারুন লাগলো।

  • @swapankumarsarker9764
    @swapankumarsarker9764 2 года назад +2

    অপূর্ব। সীমাহীন মুগ্ধতা।

  • @sreematiray7705
    @sreematiray7705 2 года назад +1

    সেই ছোটবেলা র কথা পূজো বাড়ির কথা সব মিলিয়ে কেমন যেন মনটা হু হু করে ওঠে।😊

  • @nilkanthahalder9708
    @nilkanthahalder9708 3 года назад +5

    খুবই প্রিয় একটি গান.....

  • @supriyasanyal3020
    @supriyasanyal3020 2 года назад +1

    Ki osadharon sur... Ki gayoki... Ahaaaa... Mon pran abeshe vore thhake

  • @AlQurishe
    @AlQurishe 11 месяцев назад +1

    গানটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে

  • @goutamroychowdhury8677
    @goutamroychowdhury8677 2 года назад +4

    Old is gold. Unparalleled composition and singing,

  • @banshibadanmukherjee4648
    @banshibadanmukherjee4648 3 года назад +2

    গলায় ক্লাসিকালের ছোঁয়া! সে এক সোনার দিন গেছে । খবরও পাই না আশাজী কেমন আছেন!

    • @sudipabose8442
      @sudipabose8442 3 года назад

      Ashaji bhalo ache..😊😊..youtube ba google e dekhben paben

  • @sudiptasarkar5631
    @sudiptasarkar5631 3 года назад +2

    এখন বুঝি, কত জ্ঞান একজন গায়ক বা সুরকার কে অর্জন করতে হয়,তবেই মানুষ কে একটা সুন্দর জিনিস উপহার দেওয়া যায়। আর আজ কাল ছেলেমেয়েদের কোন শেখার আগ্রহ দেখতে পাই না।

    • @malaymandal5716
      @malaymandal5716 3 года назад

      অদিতি চক্রবর্তীর কন্ঠে গানটি আছে। শুনে দেখুন। নতুন প্রজন্মও ভালো গাইছে।

    • @bimolsaha7403
      @bimolsaha7403 Год назад

      অসাধারণ

  • @kishorekumarguha9053
    @kishorekumarguha9053 3 года назад +2

    Manna Dey এই গানের অসাধারণ সুর দেয়া আমাকে বিস্ময়ে অবাক করেছেন l ইনি যে সুরকার হিসাবেও কত বড় আর অসাধারণ ছিলেন ভাবা যায় না l কিন্তু মান্নাবাবু গানের এত কম সুর দিলেন কেন ?? এই প্রশ্নের সঠিক জবাব আর পাওয়া যাবে না l
    দীর্গ স্বাস ছাড়েতে বলতে হচ্ছেই আমরা কত কত অসাধারণ সুর হয়তো পেতাম l এই গানটা কত বার যে শুনে যাচ্ছি --l
    সুরকার মান্নাদে পেলাম না l

  • @khan1899
    @khan1899 Год назад +1

    কি যে সমৃদ্ধ একটি গান! আহা....

  • @dr.rabindranathmukhopadhya3439
    @dr.rabindranathmukhopadhya3439 3 года назад +2

    আমার পছন্দের একটা গান | এতো কম শুনতে পাই! পরে আরো মান্না দের সুরে আশা ভোঁশলের গান হলে ভালো লাগতো | কিন্তু পাওয়া গেলোনা | আমাদের মন্দ কপাল |

    • @Cmajor6th
      @Cmajor6th Год назад

      হ্যাঁ আছে। থুইলাম এ মন পদ্মপাতায়

  • @DilipDas-by5vp
    @DilipDas-by5vp 3 года назад +2

    অসাধারণ পূজা সঙ্খার গানের মধ্যে একটি

  • @abirsikder7939
    @abirsikder7939 7 месяцев назад +2

    জানি না কেনো এই গান টা ভালো লাগে তাই বার বার সুনি ❤