Ek Sundori Maiyaa Lyrics || এক সুন্দরী মাইয়া || Jisan Khan Shuvo || slow and reverb with lyrics
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Song: Ek Sundori Maiyaa
Singer: Jisan Khan Shuvo
Music: Ankur Mahamud
Lyrics: Jisan Khan Shuvo
Label: Eagle Music
Ek Sundori Maiyaa lyrics in Bengali:
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া
পারো যদি তোমরা তারে দাওগো আনিয়া ।
না পাইলে তার দেখা, যাবো রে মরিয়া ।
এক সুন্দরী...
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া ।
ওরে, প্রথম দেখার কালে
তারে লেগেছিল ভালো,
মুচকি হাসি দিয়া সে কই চলে গেলো?!
তার কথা ভেবে আমার অন্তর ব্যথা দিয়া
বেহায়া মনটারে বুঝাইবো কি দিয়া?!
না পাইলে তার দেখা, যাবো রে মরিয়া ।
এক সুন্দরী...
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া ।
কাজল কালো আঁখি রে তার
ঘন কালো চুল,
সেই চুলে গাঁথা ছিল
রক্তজবা ফুল ।
তার জন্যে জীবন আমার
ধরতে পারি বাজি,
সাত সমুদ্র তেরো নদী
পারি দিতেও রাজি ।
না পাইলে তার দেখা, যাবো রে মরিয়া ।
এক সুন্দরী...
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া ।