ছোটো আম গাছে মুকুল আসলে ভিডিও টি একবার দেখেনিন, নাহলে বিরাট ক্ষতির হবে !

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #roofgardeningculture
    #gardeningculture
    #gardeningtips
    #roofgarden
    #rooftopgarden

Комментарии • 8

  • @hashimitra9595
    @hashimitra9595 5 месяцев назад

    ভাই কোন সময় এই আম গাছ রোপন করতে হয় দয়াকরে আমাকে একটু জানাবে?

  • @mazidkhan4360
    @mazidkhan4360 5 месяцев назад

    দাদা আমার একটি ব্যনানা ম্যাংগো আম গাছ আমি রোপণ করছি এক বছর বয়স রূপং করার সময় গাছ বড় ছিল এখন পরিপূর্ণরূপে ফুল আসছে গাছের হাই প্রায় ১০ ফুট এবং মোটাও হইছে এখন কি আমি আম নিতে পারবো না ফুলগুলো কেটে দেবো? জানালে ভালো হয়।

    • @roofgardeningculture
      @roofgardeningculture  5 месяцев назад +1

      10 ফুট লম্বা মানে অনেক বড়ো গাছ, অবশ্যই আপনি ফল নেবেন।

  • @apurbamitra6884
    @apurbamitra6884 5 месяцев назад

    আমার একটা একবছর বয়সের কাটিমন গাছ যার উচ্চতা প্রায় তিনফুট এবং চারটি একফুট দৈর্ঘের ডাল আছে।মাসদুয়েক আগে মুকুল এসেছিলো বলে আমি কেটে দিয়েছিলাম। কিন্তু নতুন ডাল বের না হয়ে আবার মুকুল এসে গেছে।আমি গাছ ডালপালা সহ বড়ো করার জন্য গোড়ায় গোবরসার এবং খোলপচা জল দিয়েছিলাম।কি করলে এবছর গাছে মুকুল না এসে ডাল আসবে জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ 🙏

    • @roofgardeningculture
      @roofgardeningculture  5 месяцев назад +1

      আম গাছে মুকুলে ফুল থাকা অবস্থায় মুকুল গুলিকে কাটবেন না। ফুল থেকে ফলে সেট হতে দিন, যখন ছোটো ছোটো আকারের আমের গুটি সেট হয়ে যাবে, তখন মুকুলে থাকা আমের গুটি সহ কেটে বাদ দিন একটি আম গাছের পাতার অবশিষ্ট থেকে। ( বুঝতে না পারলে আপনি আবার কমেন্ড করবেন )।

    • @apurbamitra6884
      @apurbamitra6884 5 месяцев назад

      @@roofgardeningculture বুঝেছি। ধন্যবাদ 🙏

  • @Kamal_Das46
    @Kamal_Das46 5 месяцев назад

    আমার বাড়ির কাছে একটি খুব ভালো নার্সারি আছে। ঐ নার্সারি থেকে কিছু আম গাছ আনি। কিছু দিন পর ঐ সব গাছে মুকুল আসায় সব মুকুল ভেঙে দি‌। নার্সারির মালিক আমাকে বললেন আম গাছে একটি দুটি ফল নিতে পারতেন‌ তাতে কোন‌ ক্ষতি হতো না। নার্সারির মালিক কি ঠিক কথা বলেছেন?

    • @roofgardeningculture
      @roofgardeningculture  5 месяцев назад

      এখানে ক্ষতি বলতে, ছোট গাছে ফল নিলে আগামী বছরে সেই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন আপনি আনতে পারবেন না। এমনকি ছোট গাছে ফল নিলে প্রচুর রোগের আক্রমণ হতে পারে, যেখান থেকে গাছটিকে বাঁচিয়ে তোলা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়।
      তাই আমরা যারা ছাদে বাগান করি ফল নেওয়ার আগে গাছটিকে খুবই শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে। যার ফলে কোন রোগের আক্রমণ হলেও গাছটি শারীরিকভাবে কোনরকম দুর্বলতা অনুভব করবে না। ধন্যবাদ ।