আপনার ভিডিও গুলো আমি যেহেতু ফলো করি ফলে আমার কমন লেগেছে। খুব সঠিক তথ্য দিলেন।১নম্বর পয়েন্ট টাই ঠিক। আমি ও অনলাইনে আম গাছ নিয়ে ঠকেছি। আমাদের সহজসরল বাগানীদের আবেগ নিয়ে এরা ব্যাবসা করে। ধন্যবাদ দাদা। আগামী দিনে আরো আপনাকে প্রয়োজন।
স্যার নমস্কার - Background music ( sitar ) অতি মনোরম, পরিবেশের সঙ্গে এতটাই মানানসই, তা বুঝার ভাষা নেই। আপনার রুচিশীল ও অমৃত কথার প্রতি চির কৃতজ্ঞ। শতকোটি প্রণাম ।
নমস্কার দাদা । ভিডিওটি খুব তথ্য বহুল।ছাদ বাগানে আমার তিনটি বীজের আম গাছ আছে । এ গুলোর বয়স তিন বছর । গাছগুলোতে ফল আসতে কবছর লাগবে অনুগ্রহ করে জানাবেন ।
এই ভুলগুলো নতুন বাগান করার সময় আমার ও হয়েছে ও গাছ ও মরেছে।এখন আর আম গাছ নিয়ে কোন সমস্যা নেই। আমি এক বস্তা শুকনো আমপাতা waste decomposer দিয়ে পচিয়ে রেখেছি। বারি-'১৩,ও মিয়াজাকি single stuck এর ছোট্ট গাছ দুটি শুধু পাতা পচা সার ও saaf দিয়ে ছয় ইঞ্চি টবে বসিয়েছিলাম। অদ্ভুদ ব্যাপার গাছ দুটি খুব সুন্দর ভাবে বড়ো হচ্ছে ও branch ও ছেড়ে ছে।পাতা পোড়া নেই। সুস্থ সবল সুন্দর গাছ।
Thai amra plant a kisu fol set hoyse Sathe kisu ful o ase Ae obosthay ki Mati te vermicompost, nimkhol , har guro , sai mix kore mix sar ta deya jabe ? Pls janaben
Amar Jaba gachher kichhu tober mati change korechhi 1 month holo but jakhon Tobe jol dichhi takhon ekta sada sada fenar moto hochhe. R mati sukie gele khub hard hoe jachhe. Ki karone emon hochhe jodi ektu help koren khub valo hay. Ami picture tule rekhechhi but apnake ki kore dekhabo janina
Sir, Your videos on mango cultivation are excellent. I am very much interested in mango videos. I am, Telugu person, from Andhra Pradesh and I just understand your language is Bengali. By watching the video, I could somehow able to understand the video but some gaps are there. If you provide English and or Hindi, the people from different states can understand and the videos are very much useful to them. Please think about it and at least provide subtitles in English, sir! Thank you very much for your videos on mango plants.... 🙏
দাদা ইমিডা-ক্লোরোপিড আর বোরন একসাথে spray করা যাবে কি? আর বর্ষার দিনে হালকা কীটনাশক বা নিমতেল ব্যবহার করার প্রয়োজন আছে? থাকলে কিভাবে করবো? I mean, spray korar koto shomoyer Vitor bristy asleo spray kaje dibe.
ভাই আমি নরমালি আম গাছ লাগিয়েছি সাধারণ মাটি দিয়ে.. এখন সমস্যা হলো.. গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ২-৩ দিন হইছে লাগিয়েছি। এখন কি ব্যাবহার করলে গাছটিকে বাচিয়ে তোলা যাবে? দয়া করে উত্তর দিন। আর গাছের বয়স তিন বছরর মত নার্সারি থেকে কিনেছি।
শুধু জৈবসার নয়, ভিডিওতে যেসব সার নিয়ে আলোচনা করেছি সেই ভাবেই মাটিতে মিশিয়ে গাছ বসাতে হবে। গাছ লাগানোর আড়াই তিন মাস পরে গোড়ায় খাবার প্রয়োগ করবেন।
আমার পরিচিত এক জন আড়াই মাস আগে দুটো আম গাছ কেনে অম্বিকা আরুণিক, পনেরো দিন পর পটিং করে ছ ইঞ্চি টবে মাটি গোবর সার বালি দিয়ে , ছায়াতে রাখে ,কিন্তু অম্বিকা ঠিক আছে ,arunika পাতা সব খসে পড়েছে ওপরের অংশে ডাল site mere গেছে ,এখন কি করতে হবে একটু বলবেন । সে এই প্রথমবারের জন্য ছাদে আম গাছ করছে ।
গত বছর শখ করে একটি রামভুটান গাছ আমার ছাদ বাগানে সরাসরি হাফ ড্রামে লাগাই তারপর থেকেই যতবার নতুন কুশি বের হয় পাতা পরিপূর্ণ হওয়ার আগেই সব পাতা পুড়ে যাই কিছুদিন আগে গাছের উপরের চারটি পাতা রেখে বাকি সকল পোড়া পাতা কেটে দেই পরে আবার নতুন কুশি বের হয় এবং সেটি পরিপূর্ণ হওয়ার আগেই পুড়ে যাচ্ছে এখন আমি কি ছোট টপে রিপোর্টিং করব ? রিপোর্টিং করলে কখন করা যাবে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম🙂
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি গত বছর শখ করে একটি রামভুটান গাছ আমার ছাদ বাগানে সরাসরি হাফ ড্রামে লাগাই তারপর থেকেই যতবার নতুন কুশি বের হয় পাতা পরিপূর্ণ হওয়ার আগেই সব পাতা পুড়ে যাই কিছুদিন আগে গাছের উপরের চারটি পাতা রেখে বাকি সকল পোড়া পাতা কেটে দেই পরে আবার নতুন কুশি বের হয় এবং সেটি পরিপূর্ণ হওয়ার আগেই পুড়ে যাচ্ছে এখন আমি কি ছোট টপে রিপোর্টিং করব ? রিপোর্টিং করলে কখন করা যাবে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম🙂
পাতা পোড়ার সমস্যাটা নির্দিষ্ট কোন কারণের জন্য হয় না এর পেছনে একাধিক কারণ রয়েছে গরমের জন্য যদি হয়ে থাকে তাহলে তো ভিডিওতেই বলেছি কি করবেন। আর যদি চিহ্নিত করতে না পারেন তাহলে আমার ফেসবুক পেজে ছবি তুলে পাঠাবেন।
প্লাস্টিকের বালতিতে বসিয়ে দিয়েছেন যখন সমস্যা তো হবেই কিছুদিন পরে। তার চেয়ে বরং সাবধানে গাছটিকে তুলে মাটির টবে এখন রিপট করে দিন। আম গাছের মাটি তৈরির ভিডিওটা অবশ্যই দেখে নিন।
আমি সাত বছর যাবৎ আম গাছ হাফ ড্রামে লাগাচ্ছি। এক দুই মাসের মধ্যে গাছের পাতা পোড়া শুরু হয়, ডাই ব্যক হয়, মরে যায়, আবার লাগাই। এভাবেই চলছে। এমন কোন ঔষধ নাই যা ব্যবহার করিনি, এমন কোন নিয়ম নাই যা অনুসরণ করিনি। আমার আম গাছের পাতা পোড়া রোগ থেকে বাঁচতে কিছু ফর্মুলা দিন দয়া করে।
Amar aam gach morar karon bolte parben kina janina, gach tar height chilo almost 3ft jokhon niyechilam repot korechilam 10inch matir tob e gach gulo ekdom thik chilo almost 7 to 8mash hothat aste aste gach gulor pata pure gelo aste aste puro gach tai more gelo othocho daily jol di ar sunlight oh paye jekhane rakhi
এরকম সঠিক তথ্য-সমৃদ্ধ ও সময়োপযোগী ভিডিও আরও পেতে অবশ্যই
ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।সময উপোযোগী ভিডিও দেন বলে এবং মান ভালো বলে আপনার সাথেই থাকি। ভালো থাকবেন দাদা।
আপনার ভিডিও গুলো আমি যেহেতু ফলো করি ফলে আমার কমন লেগেছে। খুব সঠিক তথ্য দিলেন।১নম্বর পয়েন্ট টাই ঠিক। আমি ও অনলাইনে আম গাছ নিয়ে ঠকেছি। আমাদের সহজসরল বাগানীদের আবেগ নিয়ে এরা ব্যাবসা করে। ধন্যবাদ দাদা। আগামী দিনে আরো আপনাকে প্রয়োজন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ,যেগুলি বাগানিদের জানা একান্ত ই প্রয়োজন । অনেক অনেক ধন্যবাদ।এই ধরনের আরো ভিডিও আপলোড করুন ।
খুব কাজের ভিডিও হয়েছে। অল্প কথায় মূল্যবান পরামর্শ।
অপেক্ষায় থাকলাম,লিচু এবং কাঠাল নিয়ে ভিডিও চাই
নমস্কার স্যার,
মধুর কন্ঠধ্বনী সহ অমৃল্য কথাগুলো শুনতে যেন অমৃত কথা।
সত্য বাণীতে মুগ্ধ ।
আমি আম গাছে বিফল, বাকি সব গাছে সফল, ভিডিও টি দেখে অনেক উপকার হল ।
খুব ভালো ও উপকারী একটা ভিডিও দাদা ধন্যবাদ.
খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। ধন্যবাদ জানাই।
এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও
Khub upokrito holam vedioti dekhe.
খুব প্রয়োজনীয় ভিডিও।👍
এতোদিনে ঠিক কথা বলেছেন, এঁটেল মাটি হচ্ছে আম গাছের আদর্শ মাটি
খুব সুন্দর দাদা একদম ঠিক
স্যার নমস্কার -
Background music ( sitar ) অতি মনোরম, পরিবেশের সঙ্গে এতটাই মানানসই, তা বুঝার ভাষা নেই। আপনার রুচিশীল ও অমৃত কথার প্রতি চির কৃতজ্ঞ।
শতকোটি প্রণাম ।
🙏🏼
একদম ঠিক বলেছেন, আমি অনেক আমগাছ মেরে ফেলেছি এই সব ভুলের কারণে।
খুব উপকৃত হ'লাম।
সুন্দর উপস্থাপনা
Am gaser samosa
Anek tai samadhan jante parlam
Apnar video theke asankha dhannabad
অনেক ধন্যবাদ।
Excellent dada. My best wishes to you
অনেক ধন্যবাদ দাদা আপনাকে
Outstanding music, thank you sir
দাদা আপনাদের কয়েক জনের ভিডিও গুলো দেখি আমার খুব ভালো লাগে
Khub valo video dada
Splendid 🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
Thanks 👍
ধন্যবাদ স্যার
🙏🏼
Thik bolechen nursery owner ra Atel mati use kore
Khub sundor vdo. Ei vdo ta age pele amar Bari 11 ta mortona
🤔
নমস্কার দাদা । ভিডিওটি খুব তথ্য বহুল।ছাদ বাগানে আমার তিনটি বীজের আম গাছ আছে । এ গুলোর বয়স তিন বছর । গাছগুলোতে ফল আসতে কবছর লাগবে অনুগ্রহ করে জানাবেন ।
বীজের গাছে ফুল ফল আসতে পাঁচ ছয় বছরের বেশি সময় লাগতে পারে, কলম অথবা গ্রাফটিং এর গাছ নিয়ে আসুন বছরখানে ঘুরতে না ঘুরতে ফল পেয়ে যাবেন।
Right
Very good👍👍
Thank you
Da ami apnake amar gachhe kichhu pic share korte chai. Ekta problem hochhe tai apnar help chai. Ki vabe pic dekhate pari apnake?
Very good
You are genius.
আপনি শুধু ছাদ বাগান অথবা টবের ব্যাপার নিয়ে ভিডিও করেন। মাটিতে কিভাবে রোপন করবে সেটা বলেননা।
এই নিয়ে পড়ে ভিডিও করার ইচ্ছা আছে।
Aapnar kotha mene chol6i safollow pacchi
শুধু আম না লিচু গাছ নিয়েও একটা ভিডিও করবেন।5 টা আম গাছ পাতা পুড়ে ডাল শুকিয়ে মারা গেছে।ভিডিও দেখে আর একবার আম গাছ কিনবো।
অসংখ্য ধন্যবাদ এই ভিডিও বানানোর জন্য দাদা,
একটা প্রশ্ন ছিল ...
ফল গাছের মাটি যদি ঠিক না থাকে তাহলে কি এই গরমে পট চেঞ্জ করা যাবে ?
বর্ষার শুরুতে অথবা শেষের দিকে করলে সব থেকে বেশি ভালো হয়। আর একান্তই যদি চেঞ্জ করতে চান তাহলে এই গরমে গাছের শিকড় কাটাই ছাঁটাই করবেন না ।
balanced npk কিভাবে বানাতে হবে সেটার লিংক দিতেন যদি
এই ভুলগুলো নতুন বাগান করার সময় আমার ও হয়েছে ও গাছ ও মরেছে।এখন আর আম গাছ নিয়ে কোন সমস্যা নেই। আমি এক বস্তা শুকনো আমপাতা waste decomposer দিয়ে পচিয়ে রেখেছি। বারি-'১৩,ও মিয়াজাকি single stuck এর ছোট্ট গাছ দুটি শুধু পাতা পচা সার ও saaf দিয়ে ছয় ইঞ্চি টবে বসিয়েছিলাম। অদ্ভুদ ব্যাপার গাছ দুটি খুব সুন্দর ভাবে বড়ো হচ্ছে ও branch ও ছেড়ে ছে।পাতা পোড়া নেই। সুস্থ সবল সুন্দর গাছ।
Thai amra plant a kisu fol set hoyse
Sathe kisu ful o ase
Ae obosthay ki Mati te vermicompost, nimkhol , har guro , sai mix kore mix sar ta deya jabe ? Pls janaben
👍
@@rajgardens deya jabe ?
@@opshorimegh2277 যাবে
Dada Miyazaki mango grafted khoti pabo bole deben asha rakhi
যেকোনো নার্সারিতে পেয়ে যাবেন। ইউটিউবে এরকম অনেক নার্সারির ভিডিও থাকে দেখে নেবেন।
আমার ২২ টা আম গাছ মারা গেছে দাদা।
দাদা, আম গাছের মিক্স খাবার নিয়ে একটা ভিডিও করুন।
ruclips.net/video/N4KjET4pwK0/видео.html
Fazli aam tob te lagano jabe ??
না
Amar Jaba gachher kichhu tober mati change korechhi 1 month holo but jakhon Tobe jol dichhi takhon ekta sada sada fenar moto hochhe. R mati sukie gele khub hard hoe jachhe. Ki karone emon hochhe jodi ektu help koren khub valo hay. Ami picture tule rekhechhi but apnake ki kore dekhabo janina
bhul kore basi nitrogen shar dea dile pata purle tkn ki korbo ??
মাটিতে বেশি করে জল দিন, যাতে এক্সট্রা জল ড্রেনেজ হয়ে যায়।
নমস্কার দাদা। আম গাছে কি এপসাম সলট ব্যবহার করা যেতে পারে
বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
Sir, Your videos on mango cultivation are excellent. I am very much interested in mango videos. I am, Telugu person, from Andhra Pradesh and I just understand your language is Bengali.
By watching the video, I could somehow able to understand the video but some gaps are there.
If you provide English and or Hindi, the people from different states can understand and the videos are very much useful to them.
Please think about it and at least provide subtitles in English, sir!
Thank you very much for your videos on mango plants.... 🙏
Thank you so much. I will tri.
yes -- important points must be displaced in English on the screen
দাদা ইমিডা-ক্লোরোপিড আর বোরন একসাথে spray করা যাবে কি? আর বর্ষার দিনে হালকা কীটনাশক বা নিমতেল ব্যবহার করার প্রয়োজন আছে? থাকলে কিভাবে করবো? I mean, spray korar koto shomoyer Vitor bristy asleo spray kaje dibe.
দাদা শীত কালে আম গাছ লাগোনো যাবে,জমির মাটিতে?জানাবেন।
যে কোন সময় আম গাছ লাগানো যেতে পারে। তবে এই সময় বৃষ্টিটা ধরে গেলে গাছ বসাতে পারেন।
Dada, jor kalame root stock jodi choto hoi tahole ki problem hoi, keno seti rooftop garden er jonno compatible noi
হ্যাঁ, সমস্যা তো হয়। এই নিয়ে পড়ে ভিডিও করার ইচ্ছে আছে।
Aamer ati theke chara kore tobe aam gach korechi, but 6 years holo kono ful aseni, ki korte hobe bolle valo hoy.
বীজের গাছে ফল আসতে সময় আরো বেশি লাগবে, এই আশায় বসে না থেকে, নতুন গ্রাফটিং অথবা কলমের গাছ লাগান। বছর অনেকের মধ্যেই ফল পেয়ে যাবেন।
@@rajgardens thank you sir
স্যার
আমার সালাম নিবেন,আমার ছাদ বাগানের আম গাছগুলি এই অবস্থা।
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।
@@rajgardens আপনার ফেইসবুক লিংক দিন
কি রকম কলমের গাছ ভালো হবে?
কলা গাছের ছাল থেকে কীভাবে সার তৈরি করবো
Root stalk জন্য কোনগাছ নেওয়া হয়
ধন্যবাদ দাদাভাই আপনাকে, আংগুর গাছের উপর কিছু বলুন, আমি লাইক করেছি দাদাভাই নমস্কার আমি আসামে শিলচরে লোক
কোন বিষয়ে জানতে চান।
পটাশিয়াম যুক্ত খাবার কোন গুলো দাদা
Npk 0 0 50 বা লাল পটাশ (মিউরেট অফ পটাশ)
নমস্কার দাদা, লিচু গাছ কি টবে বা হাফ ড্রামে করা যাবে?
মাটিতে বসাতে পারলে সব থেকে ভালো হয়। কারণ লিচু গাছে পাতা পোড়ার সমস্যাটা প্রথম থেকেই লেগে থাকে।
আম গাছে ছোট ডালে গুটি গুটি হয় ফলে নতুন ডাল হয় না।এর প্রতিকার কী? অনুগ্রহপূর্বক জানালে খুব উপকৃত হবো।
ভাই আমি নরমালি আম গাছ লাগিয়েছি সাধারণ মাটি দিয়ে.. এখন সমস্যা হলো.. গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ২-৩ দিন হইছে লাগিয়েছি। এখন কি ব্যাবহার করলে গাছটিকে বাচিয়ে তোলা যাবে? দয়া করে উত্তর দিন। আর গাছের বয়স তিন বছরর মত নার্সারি থেকে কিনেছি।
Ami akta sustho Amm gachh kinte chai kintu kothai pabo seta ektu bolle upokrito hobo.
ইউটিউবে প্রচুর নার্সারির ভিডিও থাকে। এরকমই একটি বিশ্বস্ত জায়গা থেকে আম গাছ নিতে পারেন।
দাদা, কেমন আছেন? একটা আম গাছ মরে গেছে কিছু দিন আগে, আপনার ভিডিও দেখে আরো তিনটি কিনলাম, আপনার কথামতো মাটির টব কিনে রিপট করছি।
দেখি কি হয়।
দাদা নতুন আম গাছ শুধু জৈব সার দিয়ে লাগানোর কয়দিন পর থেকে মিশ্র খাবার দিতে হবে???
শুধু জৈবসার নয়, ভিডিওতে যেসব সার নিয়ে আলোচনা করেছি সেই ভাবেই মাটিতে মিশিয়ে গাছ বসাতে হবে। গাছ লাগানোর আড়াই তিন মাস পরে গোড়ায় খাবার প্রয়োগ করবেন।
Background music ager ta tik cilo
আমার পরিচিত এক জন আড়াই মাস আগে দুটো আম গাছ কেনে অম্বিকা আরুণিক, পনেরো দিন পর পটিং করে ছ ইঞ্চি টবে মাটি গোবর সার বালি দিয়ে , ছায়াতে রাখে ,কিন্তু অম্বিকা ঠিক আছে ,arunika পাতা সব খসে পড়েছে ওপরের অংশে ডাল site mere গেছে ,এখন কি করতে হবে একটু বলবেন । সে এই প্রথমবারের জন্য ছাদে আম গাছ করছে ।
আম গাছ ও লেবু গাছ acidic মাটি নাকি alkaline মাটিতে ভালো হয় । Please জানালে খুব ভালো হয়। এদের ph level কত হবে? 🙏🙏❤️❤️
দুটো গাছে সাধারণত PH 6-7 মধ্যে থাকলে ভালো হয়।
❤❤❤❤
আমারও এমনটি ধারনা ছিলো দাদা
আপনার নিয়ম অনুযায়ী চলি।কিন্ত, আমগাছে ঠিকমতো ফল পারছি না।মুকুল অনেক এসেছিল।আম হয়েছে দুটো।কি করব?
গাছকে একটু বাড়তে দিন, ঠিক ফল পাবেন।
কাটিমন অথবা ১২ মাসি আমের পরিচর্যা কেমন হবে
নার্সারী থেকে আম গাছ কিনে কত দিন পর টবে বসানো যাবে আর গাছটি গোবর সার আর বাগানের মাটি দিয়ে বসাতে হবে , সঙ্গে কি মাটির সাথে বালি মেশানো যাবে ।
ভিডিওটি আরেকবার ভালো করে দেখুন।
ek maas holo aam gach bosiyechi . 30% compost 70% garden soil . porer poricharja ki korbo ?
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।
১ মাস আগে কিচেন কম্পোস্ট, ইউরিয়া, ডিএপি,টএসপি,এমওপি,ইপসম সল্ট,জিপসাম দিয়ে মাটি তৈরি করে রেখেছি, সেটা দিয়ে নতুন গাছ রিপটিং করা যাবে?
না
Sir amar amm gulo sob fate jacche sir plzz ektu somadhan den amake???
ruclips.net/video/FNRyeBzrIGQ/видео.htmlsi=m-GbKkrqyiBsOGWQ
আম গাছ অনলাইনে কিনে ৪ দিন পর মাটিতে রোপন করে দিয়েছি দুটো গাছ পরদিনই নেতিয়ে গেছে কোনোভাবে বাচানো সম্ভব?
দাদা আমার সবেদা গাছ দুবছর হোলো,গতবারও ভালো ফুল এসেছিল কিন্তু ফল পাইনি, এবার ও একি অনেক ফুল এসেছিল এবং আসছেও,সব ঝরে যাচ্ছে, কি করবো বলুন না,
আমার আম গাছটি কোন ডাল পালাও ছাড়ে নাই নতুনপাতাও গজায়নি
নিচের ভিডিওটি ভালো করে দেখে নিয়ে সেই ভাবে পরিচর্যা করবেন।ruclips.net/video/XMN1fGNlCZA/видео.htmlsi=Ej4Dl2sIMURdGHEv
গত বছর শখ করে একটি রামভুটান গাছ আমার ছাদ বাগানে সরাসরি হাফ ড্রামে লাগাই তারপর থেকেই যতবার নতুন কুশি বের হয় পাতা পরিপূর্ণ হওয়ার আগেই সব পাতা পুড়ে যাই কিছুদিন আগে গাছের উপরের চারটি পাতা রেখে বাকি সকল পোড়া পাতা কেটে দেই পরে আবার নতুন কুশি বের হয় এবং সেটি পরিপূর্ণ হওয়ার আগেই পুড়ে যাচ্ছে এখন আমি কি ছোট টপে রিপোর্টিং করব ? রিপোর্টিং করলে কখন করা যাবে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম🙂
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।
স্যার আম গাছের চারা বসানোর ৩ মাস পর থেকে কি ব্যালান্স NPK স্প্রে করা যাবে ?
👍
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি গত বছর শখ করে একটি রামভুটান গাছ আমার ছাদ বাগানে সরাসরি হাফ ড্রামে লাগাই তারপর থেকেই যতবার নতুন কুশি বের হয় পাতা পরিপূর্ণ হওয়ার আগেই সব পাতা পুড়ে যাই কিছুদিন আগে গাছের উপরের চারটি পাতা রেখে বাকি সকল পোড়া পাতা কেটে দেই পরে আবার নতুন কুশি বের হয় এবং সেটি পরিপূর্ণ হওয়ার আগেই পুড়ে যাচ্ছে এখন আমি কি ছোট টপে রিপোর্টিং করব ? রিপোর্টিং করলে কখন করা যাবে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম🙂
রামভুটান ঠিক ছাদের জন্য সুইটেবল নয়। সেটা যে পাত্রে লাগান না কেন। পাতা পোড়ার সমস্যা থাকবেই। গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে একবার পোস্ট করুন।
সাধারণ মাটি দিয়ে লাগিয়েছি,কতদিন পর খাবার দিতে হবে?
তিন মাস পর।
দাদা টবের মাটিতে সার বেশি দিলে করণীয় কি আমার আমের চাড়া গুলো মরে যাচ্ছে কি করবো একটু বলেন প্লিজ
গাছে যখন জল দেবেন বেশি করে দেবেন, যাতে এক্সট্রা জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। এই প্রসেস জল দেওয়ার সময় দু-তিনবার করে করবেন।
আমাদের বাসায় ১মাস আগে ২টা আম লাগিয়েছি মাটিতে ১টা ভালো আছে আর এক্টার পাতা শুকায় গেছে এখন কি করতে পারি, কোন উপায় আছে কি গাছ টা বাচানোর
গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন এবং গোড়ায় কিছুটা দিন। বেশি আক্রান্ত হলে বাঁচানো যাবে না।
Background music agertai bhalo chilo eta bhalo lagchena
😔
আমি গাছ লাগানোর সময় কোন সার দেই নাই। এখন কি করবো?? বাংলাদেশ থেকে
যদি তিন মাস হয়ে থাকে তাহলে চ্যানেলে আম গাছের স্পেশাল খাবার নিয়ে ভিডিও রয়েছে সেটি দেবেন।
দাদা এক থেকে দের বছরের গাছ কিনলে ও কি হাড় গুড়ো, সিংকুচি, নিম খৈ এইসব দেয়া যাবেনা?
না
@@rajgardens ধন্যবাদ দাদা
দাদা,আমি বাংলাদেশ থেকে বলছি, আমার আম গাছের পাতা পুরে যাচ্ছে, আমি কি করতে পারি? একটু বলবেন।
পাতা পোড়ার সমস্যাটা নির্দিষ্ট কোন কারণের জন্য হয় না এর পেছনে একাধিক কারণ রয়েছে গরমের জন্য যদি হয়ে থাকে তাহলে তো ভিডিওতেই বলেছি কি করবেন। আর যদি চিহ্নিত করতে না পারেন তাহলে আমার ফেসবুক পেজে ছবি তুলে পাঠাবেন।
Amar কামরাঙা দু বছরের গাছ , তাতে ফুলের দেখা যাচ্ছে , এখন কি ফুল নেবো ,এ নিলে এখন কি সার দিতে হবে ।
ফুল ফল নেওয়ার জন্য যথেষ্ট বয়স হয়ে গেছে তাই ফুল এলে ফলও নিতে পারেন। আমার চ্যানেলে মিশ্র সারের ভিডিও রয়েছে একবার দেখে নিন।
Mango chara ki nachi
Matila lagabo ki vabey
আমি তো 20L বালতিতে বসিয়েছি স্যার 15 দিন হয়ে গেলো, এখন কি আবার মাটির 10ইঞ্চি টবে দেওয়া যাবে ? কিছু গাছের কুশী ও বেরিয়েছে
প্লাস্টিকের বালতিতে বসিয়ে দিয়েছেন যখন সমস্যা তো হবেই কিছুদিন পরে। তার চেয়ে বরং সাবধানে গাছটিকে তুলে মাটির টবে এখন রিপট করে দিন। আম গাছের মাটি তৈরির ভিডিওটা অবশ্যই দেখে নিন।
প্রায় তিন বছর পুরোনো আমলকী গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে ও ডাল শুকিয়ে যাচ্ছে। কালো বড় পিঁপড়ে দেখা যাচ্ছে। উপরে সবুজ নেট দিয়েছি। এখন কি করব?
আমি শুধু মাটি তে গাছ লাগিয়ে ছিলাম ছয়
মাসে শুধু একবার জৈব সার দিয়েছিলাম
এবছর তো এই গাছের ফল নেয়া যাবে না। তাই এখন একবার গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করে দিন।
কিন্তু আমার গাছ অনেক বড়
আমি কুয়ো থেকে ৪ ফুট দূরেএকটি আম গাছ লাগিয়েছি জায়গার অভাবে। তাতে ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে? প্লিজ রিপ্লাই দেবেন।
সমস্ত আম কুঁয়োতে পড়বে।😃
@@rajgardens 😄 না মানে কুয়োর কি কোনো ক্ষতি হবে?
আমি সাত বছর যাবৎ আম গাছ হাফ ড্রামে লাগাচ্ছি। এক দুই মাসের মধ্যে গাছের পাতা পোড়া শুরু হয়, ডাই ব্যক হয়, মরে যায়, আবার লাগাই। এভাবেই চলছে। এমন কোন ঔষধ নাই যা ব্যবহার করিনি, এমন কোন নিয়ম নাই যা অনুসরণ করিনি। আমার আম গাছের পাতা পোড়া রোগ থেকে বাঁচতে কিছু ফর্মুলা দিন দয়া করে।
Amar aam gach morar karon bolte parben kina janina, gach tar height chilo almost 3ft jokhon niyechilam repot korechilam 10inch matir tob e gach gulo ekdom thik chilo almost 7 to 8mash hothat aste aste gach gulor pata pure gelo aste aste puro gach tai more gelo othocho daily jol di ar sunlight oh paye jekhane rakhi
পাতা পোড়ে বিভিন্ন কারণের জন্য। নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছিল। গাছের ছবি তুলে একবার আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।
গাছের গোরা অনেকদিন ধরে ভেজা আছে পানি শুকাচ্ছে না এবং গাছের পাতাগুলো ঝরে যাওয়ার মত হয়ে গিয়েছে এখন কি করতে পারি???
গাছের ছবি তুলে পাঠাবেন আমার ফেসবুক পেজে।