RUclips এর জগতে অন্তত আমার দৃষ্টি তে এখনও পর্যন্ত শ্রেষ্ঠ চ্যানেল। আপনার প্রতিটা কন্টেন্ট ও উপস্থাপনা অসাধারণ। জ্ঞান পিপাসু একজন শিক্ষকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
যুক্তিবাদীদের কাছে এই চ্যানেলটি absolutely সুন্দর চ্যানেল। আজকে ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎই পেয়ে গেলাম। শুনতে শুরু করার পর আর ছাড়তে পারলাম না। শেষ পর্যন্ত শুনলাম। খুব ভালো লাগলো। আমার মনে হয় বর্তমান অবস্থাতে যে সমস্ত যুক্তিবাদীরা এই চ্যানেলটি দেখবেন আর ছাড়তে পারবেন না। খুবই ভালো লাগলো চালিয়ে যান। আপনার মঙ্গল কামনা করি। ভালো থাকবেন।
পদার্থবিদ্যার জটীল তত্ত্ব এত সহজে বোঝানো সম্ভব হতে পারে সেটা আপনার ভিডিও গুলো না দেখলে অজানা থাকতো। অবশ্য অধিকাংশ জনেই না বোঝার জন্য জন্মিয়েছে, আধ্যাত্মিকতার ভাষায় সত্য নয় মায়াই তাদের কাম্য। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার কাজ চালিয়ে যান।
কলেজে পড়ার সময় এনট্রপির মতো কঠিন একটি বিষয় খুব একটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। কিন্তু বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ এখনো আমার আছে। এখন আপনার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও বিষয়টি বুঝতে পারছি।
সবকিছু সৃষ্টি হয়েছে এনার্জির বহমান ধারায়, সেটা শৃঙ্খলভাবে বা উৎশৃঙ্খলভাবে, তবে এই ব্যবহারযোগ্য এনার্জি কে সৃষ্টি করলো? এনার্জির এই সম্ভাবনা বা সম্ভাবনা এর বৈশিষ্ট্য সে কিভাবে অর্জন করল?
বাংলাতে যত বৈজ্ঞানিক চ্যানেল আছে আমার দেখা এই চানেল্টাই সবচেয়ে সেরা বেস্ট ❤❤❤❤❤❤❤❤ অনেক বড় বড় বিদেশী বিজ্ঞানীদেরকে হার মানাতে সক্ষম স্যারের লজিক । এগিয়ে যান স্যার ❤❤❤
Nothing can make physical laws, there is one singular law. All others are derivatives of it. It is our responsibility to reveal it. We are not too far to do it. Good work by you to make people aware. Thanks.
বাংলা ভাষায় এতো ভালো science channel খুবই কম আছে ; আপনার VDO গুলো একবার দেখতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত Skip করতে পারিনা , সায়েন্সর কতো জটিল জটিল থিয়োরি আপনি ভীষণ সহজ করে বুঝিয়ে দেন , স্কুলে যদি আপনার মতো টিচার পেতাম তাহলে Science Subjects এ আরো বেশি নম্বর পেতাম ; আপনি আরো গবেষণা করুন.. আরো অনেক ভিডিও চাই , ভালো থাকুন 💙
72 বছর বয়সে আবার এনট্রপি র মত একটা বিষয়, ছাত্রাবস্থায় যার মাথা মুন্ডু কিছুই বুঝিনি, আরেকবার বোঝার এমন সুযোগ ছাড়লাম না_ আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন উপস্থাপনার মাধ্যমে এই বিষয়ে এমন সরলীকরণের প্রয়াসের জন্য। আরো অনেক অনেক বিজ্ঞান এর বিষয়ের উপর আপনার ভিডিও কামনা করি, দেশের অনেক অনেক আছাত্রের উপকারে আসবে।
আমরা যখন কলেজে পড়তাম তখন এই এনট্রপি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারতাম না (1965-68)। এখন আপনার এই ভিডিও ও বক্তৃতার মাধ্যমে একটা পরিস্কার ধারণা হ'ল। ধন্যবাদ আপনাকে।
স্যার আপনার জ্ঞানের পরিধি খুব বেশি। মনে হয় বিদেশি কোন প্রফেসরের লেকচার।পড়াশোনা করে সাধারণ যেসব ধারণা শিখেছি তার অনেক ডিপে শিখতে পারতেছি আপনার ভিডিও দেখে।ধন্যবাদ স্যার
RUclips এর জগতে অন্তত আমার দৃষ্টি তে এখনও পর্যন্ত শ্রেষ্ঠ চ্যানেল।
আপনার প্রতিটা কন্টেন্ট ও উপস্থাপনা অসাধারণ। জ্ঞান পিপাসু একজন শিক্ষকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার এত সুন্দর একটা কমেন্ট আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল !!! আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন। 🙏
আপনার ফোন নম্বর দেবেন প্লিজ @@ScienceAroundYou
Right ❤ আমিও বাংলা ভাষায় এত ভালো চ্যানেল আগে কোনদিন দেখিনি
আমার মতে ও এরকম আর একজন এখনো পর্যন্ত নাই
@@pks36052 no doubt I respect you
সেরা চ্যানেল, নিঃসন্দেহে। যত ই দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। সববার বারবার দেখা উচিত। পরের গুলোর অপেক্ষায় রইলাম।
যুক্তিবাদীদের কাছে এই চ্যানেলটি absolutely সুন্দর চ্যানেল। আজকে ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎই পেয়ে গেলাম। শুনতে শুরু করার পর আর ছাড়তে পারলাম না। শেষ পর্যন্ত শুনলাম। খুব ভালো লাগলো। আমার মনে হয় বর্তমান অবস্থাতে যে সমস্ত যুক্তিবাদীরা এই চ্যানেলটি দেখবেন আর ছাড়তে পারবেন না। খুবই ভালো লাগলো চালিয়ে যান। আপনার মঙ্গল কামনা করি। ভালো থাকবেন।
@@pallabray7678 agree with you
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই🙏
উনি প্রথমেই একটি লোডেড কোশ্চেন দিয়ে শুরু করছেন
খুব ভালো একটা চ্যানেল খুঁজে পেলাম। সাবস্ক্রাইব করলাম।
যতগুলো বাংলায় বিজ্ঞান বিষয়ক চ্যানেল আছে, তার মধ্যে আপনার টাই সেরা।
ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।ভালো থাকবেন। 🙏
ধন্যবাদ
অনেক সুন্দর ব্যাখ্যা ও উপস্থাপনা।
বাকি অংশ পরে বলবো, ইনশাআল্লাহ।
কারন আমি আপনার সব ভিডিও দেখি।
পদার্থবিদ্যার জটীল তত্ত্ব এত সহজে বোঝানো সম্ভব হতে পারে সেটা আপনার ভিডিও গুলো না দেখলে অজানা থাকতো। অবশ্য অধিকাংশ জনেই না বোঝার জন্য জন্মিয়েছে, আধ্যাত্মিকতার ভাষায় সত্য নয় মায়াই তাদের কাম্য। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার কাজ চালিয়ে যান।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জাগতিক বাস্তবতার রহস্যের নেপথ্যে যে বিজ্ঞান এই চেতনা আনতে আপনার সহজ সরল প্রতিবেদনটি এক কথায় অনবদ্য। ধন্যবাদ।
Thank you very much ❤️
এত তথ্য বহুল ভিডিও আগে কখনও শুনিনি । খুব সুন্দর ভিডিও । মানুষের চিন্তা চেতনার উন্মেষ ঘটানোর জন্য এই ধরণের ভিডিওর প্রয়োজন আছে ।
আপনার কমেন্টটা পেয়ে ভীষণই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
দারুন স্যার..
এন্ট্রপির মতো এতো জটিল এবং গাণিতিক একটা বিষয় কে এতো সুন্দরভাবে সহজে বোঝানো সত্যিই অভিনন্দন যোগ্য..
Thank you very much ❤️
খুব ভাল লাগল। আবছা আবছা ধারণাকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ।
Fantastic sir....an answer to many hidden qureries
Thank you very much.
কলেজে পড়ার সময় এনট্রপির মতো কঠিন একটি বিষয় খুব একটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। কিন্তু বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ এখনো আমার আছে। এখন আপনার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও বিষয়টি বুঝতে পারছি।
পুরোটা দেখলাম। খুব ভালো লাগল। ইঞ্জিনিয়ারিংয়ে পড়া কিছু বিষয় নতুন করে ঝালিয়ে নিতে পারলাম।
সৃষ্টি করার সৃষ্টি বোঝানোটা দারুন আপনাকে ধন্যবাদ
,,,,,, ভিডিওটা খুব ভালো লেগেছে এরকম আরো ভিডিও চাই থ্যাঙ্ক ইউ
অসাধারণ ভিডিও ।রুদ্ধশ্বাসে শুনলাম। বিজ্ঞান ই ভগবান। খুব ভালো ।আরও চাই।
আপনার ছোট্ট কমেন্টটা ভীষণই সুন্দর!!!আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাদের ভগবানের প্রকৃত সংখ্যা কত?
যেই মহম্মদ সেই আল্লা @@redwankhan6023
One in many forms. Many in one.@@redwankhan6023
সবকিছু সৃষ্টি হয়েছে এনার্জির বহমান ধারায়, সেটা শৃঙ্খলভাবে বা উৎশৃঙ্খলভাবে, তবে এই ব্যবহারযোগ্য এনার্জি কে সৃষ্টি করলো? এনার্জির এই সম্ভাবনা বা সম্ভাবনা এর বৈশিষ্ট্য সে কিভাবে অর্জন করল?
অসাধারণ। আপনি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেন। কঠিন থেকে কঠিনতর বিষয় অনেক সহজে বুঝিয়ে দেন। অনেক ভালো knowledge আপনার
আপনার প্রশংসা আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে!! আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসাধারণ আলোচনা। জ্ঞানপিপাসু মানুষের জন্য অসাধারণ একটা ভালো চ্যানেল। অসংখ্য ধন্যবাদ দাদা।।
কি সুন্দর অপূর্ব একটা ছোট্ট কমেন্ট!!! ভীষণ অনুপ্রাণিত হলাম!! ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনার পরিবেশিত ভিডিওগুলো সর্বাঙ্গ সুন্দর বৈশিষ্ট্যযুক্ত এককথায় অসাধারণ। আপনার একটি ভিডিও বহু ভিডিওর সমষ্টি। এইরকম অসাধারণ ভিডিও বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
আপনার প্রশংসা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল!!! আপনাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। ❤️
খুবই সুন্দর আলোচনা করলেন
অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ব্যাখ্যা করেছেন! ভারী ভাল লাগল।
আপনিই ফিজিক্সের শ্রেষ্ঠ শিক্ষক আমার কাছে। এনট্রপি ব্যাপারটা যে এভাবে বুঝতে পারব কখনো ভাবিইনি আগে৷ অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ❤️❤️❤️❤️
দূর্দান্ত Excellent
আলোচনায় যা বুঝা গেল, তাপ যেমন ঠাণ্ডার দিয়ে ধাবিত হয় তেমনি অচেতন প্রকৃতি চেতনার দিকে ধাবিত হয়। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
বাংলাকে পরিবেশন করা বৈজ্ঞানিক সূক্ষ্ম ব্যাখ্যা খুবই সুন্দর হয়েছে। এইভাবে আরো কিছু ভিডিও দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
ভিডিওটা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
খুব সুন্দর ভি ডিও , asadharon alochana, thanks sir
চমৎকার Vdo.....চমৎকার expression
দারুন সুন্দর ব্যাখ্যা। অনু পরমানুর উৎপত্তি সম্মন্ধে আপনার ভিডিও দেখতে চাই।
খুবই সাবলীল ব্যাখ্যা ❤🎉
বাংলাতে যত বৈজ্ঞানিক চ্যানেল আছে আমার দেখা এই চানেল্টাই সবচেয়ে সেরা বেস্ট ❤❤❤❤❤❤❤❤
অনেক বড় বড় বিদেশী বিজ্ঞানীদেরকে হার মানাতে সক্ষম স্যারের লজিক ।
এগিয়ে যান স্যার ❤❤❤
এতখানি পজেটিভ একটা ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা রইলো❤️❤️❤️❤️
Wow, onek kichu jante parlam
অসাধারণ ভিডিও,,সমৃদ্ধ হলাম
Video ta to khub sundor baniyechen Brother.
I like your all videos. Thank you. Hope more. Congratulations.
Thank you, I will.
আপনি খুব সুন্দর বুঝিয়েছেন।তবু আরও বার দুয়েক দেখবো। এনট্রপি সম্মন্ধে পরিস্কার ধারনা এর আগে ছিলো না। স্টিং থিওরি নিয়ে একটা lecture চাইছি।
এক ভিডিওয় অসাধারণ।
খুব ভালো শিক্ষা মূলক ভিডিও অনেক শুভেচ্ছা ধন্যবাদ🙏💕
🙏
Nothing can make physical laws, there is one singular law. All others are derivatives of it. It is our responsibility to reveal it. We are not too far to do it. Good work by you to make people aware. Thanks.
Who creat matter? You or yOur father😂😂😂😂, fhyada
@@SanuBultiLifestyle Your potential sister.
@quamrulsiddiqui4225 you converted cutting penis by bAalllaahhh 🤨🤨
But dev devi.. Continuing..! Hai Degree holder man...
অনেক সুন্দর প্রতিবেদন।
ধন্যবাদ।
খুব ভালো লাগলো। আরো ভিডিও করুন। শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ।
Khub sunder laglo Thank you.🙏🙏🙏
🙏
Very good explanation without moving the limbs and other body parts.
A very useful video. Wonderfully simplified a very difficult chapter " entropy" , I am intrigued . Thanks for uploading the video.
Glad you liked it. Thank you very much.
Best chanel in u tube for 1% person, who eager to realise universe..
Thank you.
সুন্দর উপস্থাপনা ও বিশ্লেষণ।
Thanks for explaining the law of entropy to be scientifically aware of the behaviour of the universe.
Thank you very much.
বাংলা ভাষায় এতো ভালো science channel খুবই কম আছে ; আপনার VDO গুলো একবার দেখতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত Skip করতে পারিনা , সায়েন্সর কতো জটিল জটিল থিয়োরি আপনি ভীষণ সহজ করে বুঝিয়ে দেন , স্কুলে যদি আপনার মতো টিচার পেতাম তাহলে Science Subjects এ আরো বেশি নম্বর পেতাম ; আপনি আরো গবেষণা করুন.. আরো অনেক ভিডিও চাই , ভালো থাকুন 💙
আপনার প্রশংসা আমাকে আরো ভালোভাবে ভিডিও বানাতে উৎসাহিত করছে!! আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏
আমার দেখা সেরা চ্যানেল। ভালবাসা নিবেন,আমাদের জ্ঞানের জগৎ-চিন্তার জগৎ বিকশিত করাবেন❤❤।
অসংখ্য ধন্যবাদ❤️❤️
72 বছর বয়সে আবার এনট্রপি র মত একটা বিষয়, ছাত্রাবস্থায় যার মাথা মুন্ডু কিছুই বুঝিনি, আরেকবার বোঝার এমন সুযোগ ছাড়লাম না_ আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন উপস্থাপনার মাধ্যমে এই বিষয়ে এমন সরলীকরণের প্রয়াসের জন্য।
আরো অনেক অনেক বিজ্ঞান এর বিষয়ের উপর আপনার ভিডিও কামনা করি, দেশের অনেক অনেক আছাত্রের উপকারে আসবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 🙏
অত্যন্ত জটিল একটা বিষয়কে এত সুন্দর ভাবে পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ।
খুবই ইন্টারেষ্টিং এবং থট প্রভোকিং ভিডিও।প্রণাম নেবেন স্যার🙏😊
🙏
এক কথায়। অসাধারণ।❤❤
❤️❤️
অসাধারণ ধারণা পুরো magical concept ❤❤❤
Thank you very much ❤️❤️
খুব সহজে বুঝা যায় আপনার কন্টেন্ট গুলো। ধন্যবাদ ❤
❤️❤️
অসম্ভব সুন্দর!
আপনার জ্ঞ্যানের পরীধি অপরিসীম 🙏🙏
আপনার প্রশংসা আমাকে আরো ভালোভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাকে অশেষ ধন্যবাদ। 🙏🙏
আপনার ভিডিও নিয়ম তো দেখি আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
Excellent explanation.... Waiting for your next video....
Darun laglo Sir
এতদিন এ একটা দারুন চ্যানেল পেলাম। ধন্যবাদ স্যার
আপনার এই ছোট্ট কমেন্টটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ!! সাবলীল বর্ণনা। শুরুর দিকের প্রশ্নগুলো খুবই যৌক্তিক এবং গোছানো। একটাই আবদার, আরো ঘন ঘন ভিডিও চাই।
❤️
Khub bhalo laglo.
দারুণ লাগলো।
The great mysteries of the universe are superbly explained in your videos. Thank you so much 😊
You are most welcome. Thank you.
The best.
🌹🙏
অপেক্ষায় থাকি এই রকম ভিডিও দেখার।
আপনার এই ধরনের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏
Nice talk. Beautiful discussion . Excellent comment . Many many thanks from Bangladesh .
Thank you so much for your appreciation 🙏❤️
Your teaching is very good in bengali language.
Thank you
আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে।
দাদা,
আপনি অসাধারণ উপায়ে বিজ্ঞান বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Thank you.
A lot of thanks.
Khub ভালো লাগলো
আমরা যখন কলেজে পড়তাম তখন এই এনট্রপি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারতাম না (1965-68)। এখন আপনার এই ভিডিও ও বক্তৃতার মাধ্যমে একটা পরিস্কার ধারণা হ'ল।
ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর উপস্থাপন। এগিয়ে চলুন, পাশে আছি।❤
❤️
khub bhalo laglo, very very thought provoking.sir, pl. say something about mind. ❤❤❤❤
❤️❤️
চমৎকার, খুব ভালো লাগলো। অপেক্ষায় রইলাম এরকম আরো ভিডিও'র জন্য।
আপনাকে ধন্যবাদ জানাই।
Wonderful!
I have watched the above video which is yours. It was explained excellently by you. ❤ Thank you very much.
Thank you very much ❤️🙏
ভাল একটি চ্যানেলের সন্ধান পেলাম। ধন্যবাদ
❤️
Thank you very much. Nice presentation.
অসাধারণ। আমার মত আর্টস নিয়ে পড়াশোনা করা মানুষও খুব সহজে বুঝতে পারি।
asadharon bhabe bekhha die6en...... darun
খুব ভাল লাগল
Aro beshi kore video deben sir...
স্যার আপনার জ্ঞানের পরিধি খুব বেশি। মনে হয় বিদেশি কোন প্রফেসরের লেকচার।পড়াশোনা করে সাধারণ যেসব ধারণা শিখেছি তার অনেক ডিপে শিখতে পারতেছি আপনার ভিডিও দেখে।ধন্যবাদ স্যার
আপনার এই ধরনের প্রশংসা মেশানো কমেন্ট আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে❤️❤️🙏
প্রথম দেখলাম। কমেন্ট পড়লাম। খুব ভালো লাগলো।
স্থান(Place) সৃষ্টির ব্যাপারে একটা ভিডিও করার অনুরোধ থাকলো।
ধন্যবাদ
আপনার অনুরোধের ভিডিও ভবিষ্যতে বানাবো।আপনাকে ধন্যবাদ জানাই।
@ScienceAroundYou Thanks
খুব ভালো ভাবে বোঝালেন। আবার দেখবো - আবারো ---
Thank you very much ❤️
বাংলাদেশ থেকে নিয়মিত দেখি আপনার ভিডিও গুলো। অসাধারণ উপস্থাপনা 👌
❤️
এই অজানা বিষয়টা নিয়া যে যেমন ভাবে কল্পনা করবেন সেটাই আপনার কাছে সত্যি তবে
এ ক্ষেত্রে আমি মনে করি এ পর্যন্ত
বিজ্ঞান যা বলছে আমার কাছে সেটাই সত্য ।
Perfectly said ❤
Apni serar sera
ছোট্ট অথচ অপূর্ব অনুপ্রেরণাদায়ক একটা শক্তিশালী কমেন্ট!!! অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
It is beautifully explained with suitable examples. There is no language ambiguity. Thanks a lot for your efforts. ❤❤
আপনার ছোট্ট কমেন্টটা ভীষণই অনুপ্রেরণামূলক!!❤️❤️
এই চ্যানেল টা একদিন অনেক অনেক অনেক বড় হবে এই টুকু বলে যাচ্ছি
আপনার মত কিছু মানুষ ভালোবাসা এবং সাপোর্টে আমাকে সম্পূর্ণভাবে ভরিয়ে তুলছেন!!! ভীষণভাবে অনুপ্রাণিত করছেন!!! দায়িত্ববোধ বাড়িয়ে দিচ্ছেন!!!!আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে!!!❤️❤️❤️🙏🙏🙏
খুব ভালো লাগলো।
অসাধারণ।
Excellent analysis
খুব সুন্দর ভিডিও।
Khub valo
অসাধারণ ব্যাখ্যা
জানি অনেক দাম কিন্তু মাথা এর উপর দিয়ে যাচ্ছে. অনেক দেখতে হবে. But too much interesting.
ভিডিও অনেক অনেক ভালো লেগেছে ।❤❤❤❤❤
❤️❤️
I. Enriced. Me.
Your. Lecture. Is. Very. Valuable. Sir
❤️🙏