Ami Tomar Nam Loiya Kandi ll আমি তোমার নাম লইয়া কান্দি ll Tapan Chowdhury ll Bangla Folk Song ll DTM
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #amitomarnamloiyakandi
#আমিতোমারনামলইয়াকান্দি
#tapanchowdhury
Song : Ami Tomar Nam Loiya Kandi
আমি তোমার নাম লইয়া কান্দি
Bangla Folk Song
Singer : Tapan Chowdhury
Lyric & Tune : Hemango Biswash
Video Direction : Izaz Khan Swapan
জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী তপন চৌধুরী কি আধুনিক, ব্যান্ড, লোকগান প্রায় সব ক্সেত্রেই তাঁর বলিষ্ঠ পদচারনা । জনপ্রিয় ব্যান্ড সোলস এর মাধ্যমে তাঁর জনপ্রিয়তা আসে । পরবর্তীতে তার একক বেশ কিছু অডিও অ্যালবাম প্রকাশিত হয় যেখান থেকে প্রচুর গান তাঁর ঝুলিতে আছে যে গানগুলির মধ্যে প্রায় সব গানই জনপ্রিয় । হেমাঙ্গ বিশ্বাস এর এই গানটি তপন চৌধুরী হৃদয় থেকে গেয়েছে । অনেকেই এই গানটি গাইলেও তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি বারবার শুনতে ইচ্ছে করে । আমার বিশ্বাস শ্রোতারা বারবার গানটি শুনবেন । দেশীতারা মিউজিক এই গুনী শিল্পীকে পেয়ে গর্বিত । সুস্থ ধারার গান ছড়িযে দিতে আমি আমৃত্যু লড়ে যাবো ।
ধন্যবাদ
ইজাজ খান স্বপন
স্বত্ত্বাধিকারী
দেশীতারা মিউজিক
Ami Tomar Nam Loiya Kandi ll আমি তোমার নাম লইয়া কান্দি ll Tapan Chowdhury ll Bangla Folk Song ll Deshitara Music
Ami Tomar Nam Loiya Kandi ll আমি তোমার নাম লইয়া কান্দি ll Tapan Chowdhury ll Bangla Folk Song ll Deshitara Music
শ্রদ্ধা জানাই শিল্পী তপন চৌধুরী কে, শিল্পীর গান আগেও ভীষণ পছন্দের ছিলো কিন্তু এই গানটি ওমনি এতো দরদ, আবেগ দিয়ে গেয়েছেন,কতোবার শুনি শুধু কান্না পায়,গান দিয়ে মানুষ কে কাঁদাতে পারা জীবনে সবচেয়ে বড়ো স্বার্থকতা ❤❤ অভিনন্দন জানাই 🌹🌹
হুম 😢
আবার যদি জন্ম হয় তা যেন বাংলাদেশে হয় যেন বাংলায় গাওয়া অমৃত সুন্দর গানগুলো শুনতে পারি
যারা ভালবাসার মানুষ কে হারিয়ে নিঃস্ব তারা সবাই লাইক দিয়ে যাবেন যাতে পরবর্তীতে নোটিফিকেশন আসলে আবার গানটা শুনতে পারি😢😢😢😢😢😢
😂😂
আবার শুনুন
স্মৃতি রেখে গেলাম..যদি কেউ লাইক দেয়,তাহলে আবার গানটা শোনার সৌভাগ্য হবে😊
শ্রদ্ধা জ্ঞাপন করছি সন্মানিত গীতিকার সুরকার, প্রিয় শিল্পী তপন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি, জয় হোক বাংলা গানের
আলহামদুলিল্লাহ, আমি খুবই ভাগ্যবান আমি আমার মনের মানুষকে পেয়েছি,, আমার একটা ৩ বছরের রাজ কন্যা ও আছে। আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া ❤️
অনেকবার গানটা শুনার পরে কমেন্ট করলাম। জানি একদিন আমি এই পৃথিবীতে থাকব না। কিন্তু আমার এই কমেন্ট থাকবে। তবু্ও কমেন্ট করলাম আমিও একটা সুন্দর পাষাণ মনের মানুষের সাথে প্রেমে মজেছিলাম কিন্তু ভাবিনি চেহারা সুন্দর হলেই মানুষের মন সুন্দর হয় না। তাকে আজও অনেক ভালবাসি। কিন্তু সে আজ অনেক বছর যাবৎ আমার সাথে কথা বলে না।
আমি আজও অতোটা ভালোবাসি ২৪ বছর আগে যেমন ভালোবাসতাম
বিরহের গানের কমেন্ট পড়তে আসলে দেখি আমার মত হাজারো ভাইয়া আপু বিরহের অনলে পুড়ছে।😢😢💘💔💔🔥🔥
২০ বৎসর ৬ মাস সংসার করার পর এবং ১৯ বছর বয়েসের একটা ছেলে থাকা সত্ত্বেও যখন বিচ্ছেদ হয় তখন আর বলার কিছু থাকে না। গত পাঁচ বছর ধরে প্রায় প্রতিদিন এই গানটা শুনে আর ছেলের কথা মনে করে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই।
😢😢😢😢😢😢😢😢
😂😂😂
অনেক ভালো একটা গান, পূরনো অনেক স্মৃতি মনে পরছে।
❤😂😂
😭😭😰😥😰সেইম
অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানগুলোতে।অজান্তেই চোখের কোণে জল জমে যায়। মনে প্রশ্ন জাগে, কেন বড় হলাম।কেন সংসার নামের মায়া জালে জড়িয়ে,মিছেমিছি পুতুল খেলা খেলছি।এসব ভাবতে ভাবতে রাত ভোর হয়ে যায়।স্মৃতি মুছে না।
মন খারাপ করে কি আর হবে !এমনটা আমার ও হয় 😢😢😢😢😢😢😢
স্মৃতি কখোনো মুছবে কিনা জানিনা, হয়তো এভাবেই সারাজীবণ কেটে যাবে, হয়তো একদিন আমি আপনি কেউ থাকবোনা কিন্তু এই গান এই লেখা রয়ে যাবে অনন্তো কাল ধরে,যতোদিন বেঁচে আছি হয়তো কেউ লাইক কমেন্ট করলে নটিফিকেসন পেয়ে আবার এসে গানটা সুনে যাবো, এটাও স্মৃতি হোয়ে থেকে গেলো।
গান সুখের হোক বা দুঃখের, বোঝার বিষয় হচ্ছে গানের কথা ও সুর হৃদয়কে স্পর্শ করতে পেরেছে কতখানি,,, এই গানের কথা ও সুর হৃদয় নিংড়ানো, বেঁচে থাকবে হাজার বছর,
যথার্থই বলেছেন ভাইয়া।
যাদের মনে বিরহের কষ্ট আছে, কান্না আছে, তাদের মধ্যে এই গান চিরদিন বেঁচে থাকবে।
আমি আক্তার পাবনার রুমাকে অনেক ভালোবাসি কিন্ত সে বুঝতে চাই না। যখনি রুমার কথা মনে পড়ে তখনি এই গানটা শুনি। আর এই গানে থাকে খুজে পাই
শিবলি সাদিকের কণ্ঠে গানটা প্রথম শুনেছি। অসাধারণ একটা গান।
ভাই আমিও ❤উনার কন্ঠে শুনে এখানে আসলাম।উনিও চমৎকার করে গেয়েছেন।
Hmm
আমিও
Amio
শিবলি সাদিকের মতো হয় না
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শুনা হতো না প্রিয়,,🥹
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান টা শুনতে আসবে😢
তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমার কথা ভেবে গান টা আবার না হয় শুনবো প্রিয়!💔😢
তোর কপাল মারি আমি
😂😂
আর কতো
# 7/1/2024 এসেছি এই দোনিয়া যেতেই হবে তাই বলছি আমরা যেন নামাজ পরি গান বাজনা কম সুনি আসুন আমরা সবাই মিলে কোরআন পরি পাপ কাজ কম করি
আমি সোহেল নারায়ণগঞ্জ গলাচিপা রুপার বাড়ি থেকে বলছি
হৃদয় ছুঁয়ে গেলো এ গান শুনে! প্রেমিক হৃদয়ে আজীবন বেঁচে থাকবে এ গান! 💛🙏💛
দুঃখের অনেক কথা ছিল বলার,তবে থাক আর বলবো না, এইসব গান আমাদের ছেলেমেয়েরা শুনবে কিনা জানিনা তবে ভুলেও যদি কখনো এই গান শুনতে আসে তাহলে আমাদের দুঃখের কিছু মুহূর্ত অনুভব করে যেতে পারবে। তারা বুঝতে পারবে যে আমরা কত কষ্টে ছিলাম।
অসাধারণ কন্ঠস্বর শিল্পীর।
আচ্ছালামুয়ালাইকুম।
ভাই এই গান শুনবেওনা আর আমাদের দুঃখ কে অনুভব করবে না❤❤❤❤
@@durjoyde1521 o😊😊😊
😊😊oolo😊😊o😊😊😊lll😊l😊😊😊😊o😊o😊oo9😊😊😊 I'll😊😊o😊😊😊o😊😊olo😊😊😊😊😊😊😊😊😊
@@YTYASHIN 😊 lll😊llll lolol😊😊😊 lll😊 llll ppl😊😊😊😊😊l😊😊 oolo😊😊😊 lll lol o
যেমন গানের কথা, তেমন সুর এবং স্বর,,,এককথায় অসাধারণ,,চ্ছেদ যার জীবনে এসেছে সেই জানে বিচ্ছেদ এর কষ্ট কি,,,,স্মৃতি হিসেবে কমেন্ট টা রয়ে যাবে,
2024 - সালে স্মৃতি রেখে গেলাম,,
- কেউ গানটা শুনতে এসে যদি কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট টা দেখে তবে তার নোটিফিকেশন পেয়ে আবার গানটা শুনবো
রাত ১ টা থেকে ৩ টা পর্যনত সুনেছি আর কান্না করে বুক ভাসিয়ে ছি আমার সব কিছু এলো মেলো হয়ে গেছে একটি গোলাপ ফুলের মতো সুন্দর বাগান ছিলো আজ সেই বাগান পুরে ছাই হয়ে গেছে চিরতরে ঘুমিয়ে আছে আজিম পুর কবরস্থান
হে সৃষ্টিকর্তা কেন দিলে মানুষের মনে এত মায়া কেন দিলে এত ভালোবাসা হাজারও অবহেলা সহ্য করেও মনের মানুষটিকে ভুলতে পারেনা। তবুও ভালো থাকুক সেই মানুষগুলো ভালোবাসা অবিরাম
❤❤❤
আমি আপনার গাওয়া গানটি ৫০০বার শুনেছি।😢😢😢 ভারতবর্ষ গোবরডাঙ্গা।
আসলেই এমন গীতিকার সুরুকার এবং শিল্পী কে ধন্যবাদ দেয়ার ভাষা আমার যানা নাই, তবুও ধন্যবাদ না দিয়ে পারলাম না ধন্যবাদ এই গানের সকল শিল্পী আয়োজক কে এতো সুন্দর একটা গান উপহার আমাদের কে দেওয়ার জন্য 😢😢😢😢😢
আসাধারন গায়কি, সবটুকু আবেগ দিয়ে গেয়েছেন। এমন গান বার বার শুনতে মনে ইচ্ছে করে।
আমি চাইনা সে ফিরে আসুক তবুও তার জন্য মনটা কাঁদে 💔
অসাধারণ গায়কী। নষ্টালজিক হই!
হৃদয় ছোয়া সংগীত।যতবার শুনি, যেন শোনার তৃষ্ণা আরো বেড়ে যায়।
আমি ভাগ্যবান আমাকে এই গান শুনে কাঁদতে হয়না।আমি তাকে পেয়েছি আল্লাহতালা আমাকে নেয়ামত দান করেছেন। তাকে পাবোনা বলে কাঁদতাম, এখন তাকে বুকে নিয়ে দুজনেই কাঁদি দুজন দুজনকে পাওয়ার আনন্দে।
Best of luck bro❤
❤❤❤ শ্রদ্ধা জ্ঞাপন করছি সন্মানিত গীতিকার সুরকার, প্রিয় শিল্পী তপন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি, জয় হোক বাংলা গানের ❤❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো----- এত কষ্টের গান কখনো শোনা হতো না প্রিয় ❤️ স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে এই গানটা শুনবো প্রিয়----🥴 পরিশেষে বলি যেখানে যার কাছেই থাকো না কেন,,অভিশাপ নয় দোয়া রইল ভালো থেকো প্রিয় 🥴🥴
আমি এমন গান আগে থেকেই শুনতাম ভালো লাগতো কিন্তু এখন খুব বেশি শুনি কারণ মিলে গেছে আমার জীবনের সঙ্গে
আমার কোন কষ্ট নাই, নাই কোন বিরহ তারপরও ভীষণ ভালো লাগে গানটি।
হাজার বছর বেঁচে থাকুক এমন সৃষ্টি।।
হৃদয়ে হাজার ক্ষতো লুকিয়ে থাকা মানুষরা এই গানটা খুজবে ক্ষণে ক্ষণে।
আমিও একটা ইন্ডিয়ান মেয়েকে ভালোবেসে ছিলাম। আমি তার সাথে ইন্ডিয়া তে গিয়ে দেখা করতাম। সে এক পর্য়ায়ে ইন্ডিয়া থেকে সব ছেড়ে২১ সাল এর শেষ এর দিকে, আমার জন্য বাংলাদেশ চলে আসলো, কিছু অসাধু মানুষ ও ওর পরিবারের কিছু লোকের জন্য, আমাদের ভালোবাসার পরিসমাপ্তি হলো😭 ১০ এ মার্চ ২৩সালে সুনলাম যে ওর বিয়ে হয়ে গেছে।এখন তার পুরনো এলবাম দেখে রোজ কান্না করি😭
😭😭😭
Ki bolbo apnak......bhule na jan tobe bhule jabar chesta koren....apnak o bachte hobe.apnar jonno Allah " nicchoi eak jon rekha deachan🤲 dua roilo apnar kanna jeno ses hoi 🤲
তুমি একটা গা ধা ও ই ডি য় ট। বাদ দে বেটা। দেশে কি আর ভাল মেয়ে নাই?
😥😥😥😥😥 বড্ড কষ্ট হয় ভাই
😢
আলহামদুলিল্লাহ প্রিয় মানুষটাকে পেয়ে অনেক সুখে আছি
অসাধারণ গায়কী,,, গুণী শিল্পীদের কন্ঠের যাদু সত্যিই ব্যতিক্রম। একজন তপন চৌধুরী হওয়া সহজ ব্যাপার নয়।
ভালোবাসার মায়া কি যে মায়া যে ভালোবেসেছে সে তো জানে। এই সব গান শুনলে খুবি কান্না পায়। সব কিছু রয়ে যাবে এক দিন থাকবোনা এই পৃথিবীতে।
এই গান আর এই পৃথিবীতে আমার মনে হয় আর জন্ম হবে না 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
বেশি কিছু বলতে চাইনা, শুধু এইটুকু বলতে চাই, যে ভালো থাকার জন্য ছেড়ে গেছে মিথ্যে সুখের আশায়, ভালো থাকুক সে
শিবলী সাদিক ভাইয়ের কণ্ঠে আরো ভালো লাগে
অসাধারন গায়কি আপনার।মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ।
আমার এক নম্বর পছন্দের শিল্পী, ওনার গান বার বার শুনলেও, মন ভাল হয়ে যায়
তপনের প্রতিটি গান হৃদয় ছোঁয়ে দেয়।
এক কথায় অসাধারণ ❤❤❤❤❤
ভালো বাসার মানুষ টা কে না পাওয়া আজ এই সকল গান শুনলে কলিজা ছিরে রক্ত বের হয়।
বার বছরের ভালোবাসা যখন ভেঙে চুরমার হয়ে গেছে তখন গায়ের কাপড় মাথায় নিয়ে হাটার বাকি ছিলো। ভালোবাসার মতো সুখ আর ভেঙে যাওয়ার মতো কষ্ট এভাবে প্রকাশ করা ছাড়া আমার আর কোনো ভাষা ছিলো না।
এমন কেন জীবন টা, যে যাকে চাই তাকেই কেন পায় না এই জীবনে😥😥
ভালোবাসার মানুষ টা হারিয়ে, ভাঙ্গা মন নিয়ে নতুন জীবনে নতুন সঙ্গী করে, যার সাথে পথ চলা সুরু করলাম, অনেক দিন এক সাথে চলবার পরে দেখতে পেলাম,সে ও আমার মনের মানুষ কিন্তু আমি তার কিছু না, এখন আমি খুব অসহায়, আমার কি দোষ আমি একজন মেয়ে,
সত্যি ভালোবাসা অনেক কাঁদায় 😭😭
😢😢😢
Bura boyos a ta tahole oita ki??? 😊
এই রাত এত সুন্দর একটা গান শুনলাম। চোখের ঘুমি হারিয়ে গেল। ভালো থাকিও আমার পরাণ বন্ধু
Thank you.
২০১৮ সালে বাংলাদেশ থেকে চিকিৎসা জন্য ভারতে গিয়েছিলাম সেই খানে একমেয়ের সংগে পরিচয় হয়,নিউ গড়িয়া মেয়ে,সে আমাকে বিভিন্ন ভাবে সাহায়্য করে, আমার সংগে ভ্যেলোর,ব্যগালুর,গিয়েছে, এই ভাবে প্রেম আজ তার সংগে আর দেখা নাই শুনেছি বিয়ে হয়ে গেছে।তার নাম লইয়া আজো কাদিন্দ।
জারা ভালোবাসা হায়িয়েছে,,,একমাত্র তারাই জানে কি ভাবে তারা মরেও বেঁচে আছে,,,ভালো থাকুক সবার ভালোবাসা,,,
আহা গানরে তুর লাইগা আমি কান্দি আহা কি গাইলো শিল্পী মন কেড়ে নেয়
গানটা শোনার সময় একজনের মুখ আর তার সাথে কাটানো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। আহা কি দরদ গানটার ভেতর🙃😔
তোমাকে পেয়ে গেলে হয়তো সুন্দর গান গুলো শুনা হতো না,,,ধন্যবাদ তোমাকে এত সুন্দর কষ্টের সাগরে ডুবানোর জন্যো
অনেক কান্না করছি আমি এই মহুর্তে,কিন্তু কেনো কান্না করছি নিজেও জানিনা।এমন কান্নার জন্য হলেও এরকম গান শুনার দরকার।কারন কান্না করলে মন শান্ত হয়।ভেতরের কান্না বের হয়।আফসোস এমন গান আর আসবে না।
আমিও একা একা যখন গান শুনি তখন বোবা কান্না আসে। ওর স্মৃতি মনে করি আর কাদি।
এই গানগুলো এখনো ৯০ এর দশকের মানুষের কাছে অমৃত।
অসমাপ্ত ভালবাসা গুলি এবাভাবেই যুগযুগ ধরে বেচে থাকে প্রিয়জন হারা মানুষগুলির মাঝে ।
আমি তোমার নাম লইয়া কান্দি
ওরে পরানের বন্ধুরে - দারুণ গান
অন্যতম প্রিয় গান। ভালোবাসা প্রিয় শিল্পী❤
যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার তুমি চাঁদের চেয়েও সুন্দর। এই গানটা আমি ১৫ বছর ধরে শুনছি আজও শুনল মনটা ভালো হয়ে যায় ❤❤
১০০ বছর পরেও এই গান মানুষ শুনবে
আমার অনেক প্রিয় শিল্পি তপন চৌধুরি গানের কথাগুলো হৃদয় স্পর্শ করলো অনেক শ্রদ্ধা।
এই গান শুনার পর আমার ভিতরে অনেক কিছু বিরাজমান হয়
যা আমি চাইলে ও পাবো কি না সন্দেহ রয়েছে কিন্তু এই গান শুনলে সেই সৃতি কে নিজে কে ধরে রাখার চেষ্টা করে ও পারিনা তখন এই গান টা শুনি❤❤❤
এসব গান শুনতে কষ্ট লাগে আর ভালো লাগে। দুচোখ দিয়ে অশ্রু ঝরে। যে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে সেই একমাত্রই গানের কষ্ট বুঝবে। কেউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হয় না। সুখী হয় সাময়িক সময়ের জন্য।যে অন্যায় ভাবে চলে যায় তাকে অভিশাপ দেওয়া লাগেনা প্রকৃতি তার বিচার নিজ হাতেই করে।।
আহ্ কি দরদ ভরা কণ্ঠ, যতই শুনি মন ভরেনা,শত শত বছরেও এমন গান পূরানো হবেনা,বর্তমান সময়ে কবিতার মত করে কিছু শিল্পী গান করে তাতে এতোটা বিরক্ত লাগে যা বলার বাইরে.!
রাজ্জাক নেই কবুরি নেই, নেই এই কন্ঠের জাদুকর তারপরও এই গানগুলি বেঁচে থাকবে যুগের পর যুগ ❤️❤️❤️❤️❤️
তপন চৌধুরী জীবিত।
Good/great -singer (a-kabir-ctg bangladesh)
মৌন মুখর ব্যাকুলতা
তবু বলে কতো কথা
আকাশের মুখ ভার
ঘনাইছে অন্ধকার।
তুমি আমি মিলে সেথা
চলে কি চপলতা
তোমাতে আলিঙ্গন
বাহুবন্ধনে সঁপেছি মন।
তোমার স্পর্শে আজ
জাগাইলে এতো লাজ
পলে-পলে মরি প্রতিক্ষণ
ধন্য যে এ সাজ .... 🦚
শুভ বিকেল ☘️☘️☘️
বিচ্ছের আছে বলেই হয়তো ভালোবাসা সুন্দর, ভালো থেকো হৃদয় মানসপটে মিশে থাকা নীল...পাখি 😢
এই গানটা শুনলে আমার চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পরে কারন এই গানটার সাথে আমার বড় ভাইয়ের নাম জড়িত।তিনি এই পৃথিবীতে আর নেই
আমারও সেই কষ্ট।
তার আত্মার চির শান্তি কামনা করি।
আমি ছোট বেলায় রেডিওতে এই গান শুনেছি এক অসাধারণ পরিবেশনা
এই গানটা যখন শুনি পুরনো দিনের সৃতি গুলো মনে পরে যায়।
এই গানটি একটি হতাশাজনক, আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। স্বস্তি পাইতে হলে আল্লাহ বলেছেন অবসরে পরিশ্রম করতে তাহলে সুখ পাবে মানুষ।
আজ সৃতি টুকুন রেখে গেলাম এই গানের সাথে জিবনের সবটুকু মিলকরে জিবন কাটিয়ে যাব আমার পরের প্রজনমোর যারা আসবে তাদের মনে যেন কোন কষ্ট না থাকে এরকম গান না শুনতে হয়।
একটা মানুষ কে আমি খুব ভালোবাসতাম।খুব মধুর সম্পর্ক ছিলো কয়েক বছর।হটাৎ টাকা পয়সা হওয়ার পর সে বদলে গেছে। আর হয় না কথা,, আর হয় না দেখা।সে ভুলে গেছে আগের স্মৃতি। দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে। আর আমার জন্য আপনারা আমি যেন তাকে ভুলে থাকতে পারি।❤❤R+A
প্রেম করে শুধু কি ছেলেরাই হারিয়েছে। কমেন্ট বক্সে একটি মেয়েকেও কিছু লিখতে দেখছিনা।তাইতো শুধু ছেলেরা কষ্ট পায়,ওরা ঠিকই আনন্দে আছে।
- একদম ঠিক।
জ্বি, তারা সুখেই আছে।
আল্লাহ্ ভালো রাখুক
সব মেয়েদের কপালে আল্লাহ সুখ দেয় না।😥
Amader 5.bochor er somporko chelo..khob valo bastam dogon. dogon k.ek somoy oi manus ta amake chere onno ek meyake beye korlo...doa kore Allah gano sob somoy onader valo rakhe.😭😭😭
Vul khata vay suddu celera na meyrau kande celera prokas kore tar kossto gulo ar amr moto dhuke dhuke more
অভিমানী একজন শিল্পী,...
যারা আমাদের ছেড়ে চলে যায় তারা
সুখে থাকে বেশির ভাগই, তারা লীলা ছাড়া আর কি বুঝতে পারবে,কারণ তারা সুখী,আর বেইমানরা কোন দিন সৃতি মনে রাখে না।
😢😢😢SAR😢😢😢প্রকৃত ভালোবাসা পূর্ণতা পায় না 😢😢 আমার প্রিয় মানুষ এর কাছে আমি অযোগ্য ছিলাম!!!
ভালো থাকবেন
আলহামদুলিল্লাহ আমার প্রিয় মানুষকে আমি পেয়েছি আমি অনেক সুখে আছি।
ভালোবাসা বিশ্বাসের সম্পর্কের মূল্য আত্মার টান মনের সম্পর্ক বিয়ের সম্পর্কের মূল্য সবাই দিতে পারেনা তুচ্ছ অবহেলার চোখে দেখে। এদের কাছে রক্তের সম্পর্ক সব।
পরান বন্ধুরে ভালো থাকিস। তোমার বেইমানি নিয়ে জীবন টা কাটিয়ে দেবো💔😭
কিছু গান যা যুগযুগ দরে অমর হয়ে থেকে যায়,,,, এই গানটিও তার একটি 💔
১০ বছর ২ মাস ২৩ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট ১১ সেকেন্ড তোমার সাথে কাটানো সময়গুলো আজও মনে করে নিজের অজান্তেই চোখের পাতা ভিজে আসে।
তবুও তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায়,
আর আমি ভালো থাকবো তোমার ভালো থাকায়।।।
ভালোবাসার মর্মটা তখন বুঝিনি যখন তুমি কাছে ছিলে, আজ 22 টি বছর পর বুঝতে পারলাম তোমাকে হারিয়ে আমি অনেক বড় ভুল করেছি, হয়তো কোনদিন আমাদের আর দেখা হবে না যখন এই গানটা শুনি কেবলই তোমার কথা ভাবি, হয়তো তোমাকে পেয়ে গেলে এই গানের অর্থ বুঝতাম না, তোমাকে পাইনি তাই এই গানটা যতবার শুনি ততবারই কান্না করি, শুধু তোমার স্মৃতির গহীনে হারিয়ে যাই। যেখানেই থাকো ভালো থেকো।
Sei bohu age sona gan ajo jeno notun lage
তের বছর এর ভালোবাসা হারানোর কষ্ট আজ ও চোখের জল হয়ে ঝরে ।
আজ আমার প্রিয় মানুষ টার সাথে অনেক সময় ধরে ঘুরলাম কিন্তু কেন জানি খুব কষ্ট হচ্ছে যদি ছেড়ে যাও
অতীত কে কি ভাবে ভুলে থাকব?আমার ভালবাসা সত্যি ছিল,,কিন্ত আমার অবহেলার কারনে তা হারিয়ে ফেলি,,,যত মানুষ লাইক করবেন ততবার গানটি শুনতে আসব😭😭😭
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
আজ ২ বছর হল সে চোখের জ্বলের সামনে দিয়ে চলে গেছিল পায়ে পর্যন্ত পড়েছিলাম ভালোবাসার জন্য,,,,,,,যার জ্বর হলে আমি ঘুমাতে পারতাম না,, সারারাত তার বাসার সামনে বসে থাকতাম,,,,
দুজনার ভালোবাসাতে কোন খুঁত দেখতে পেতাম না,, কিন্তু কখন যখন সম্পর্কের ভিড়ে গর্ত করে হারিয়ে দিল,,,তাকে কথা দিয়ে দিয়েছিলাম জীবনে কাউকে তার জায়গায় বাসাব না,,,আজ আমি সবচেয়ে বড় প্রতিষ্ঠিত একজন মানুষ টাকা পয়সা বলেন সম্মান বলেন সব আছে কিন্তু হারিয়ে পেলা সেই ভালোসাকে খুঁজি তার অস্তিত্ব নিয়ে এখনো বেঁচে আছি,,, সারা জীবন ওই ভালেবাসা নিয়ে বাঁচতে চাই,,,,,পরিবার,,,,সমাজ,, কলিক সবাই মেয়ে খুঁজে সবাই একেক দিন একেকটা পাত্রী খুজে আনে কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল,,,, 😢😢😢।।। ভালোবাসা সত্যি সুন্দর তবে সেই ভালোবাসাকে যারা কলুষিত করে তারা শুধু একটি জীবনটা একটা সংসারকে শেষ করে দে,,,,,ভালো থাকুক আমার সেই মহিয়সি নারী,,,,,
তবে মজার কথা হল সে আবার আসতে চায় আমার জীবনে আবার আমাকে নিয়ে নাকি হারাতে চাই,,,,
তাকে একটাই কথা বলেছি,,,
বিশ্বাস আর জীবন একবার হারালে কখনো ফিরে পাওয়া যায় না,,,,
তুমি আসতে পার তবে আগের মত তোমাকে ভালোবাসতে পারব না,,,,😢😢😢
আর মানব জনম নিয়ে পৃথিবীতে আসতে চাইনা,মানব জনম খুব কষ্টের।
সীমাহীন আবেগময় মুহূর্তের কথা মনে পড়ে যায় এই গানটি শুনলে....
আহারে দুঃখ।
মেয়ে মানুষ যখন বুঝতে পারে আপনি তাকে মন প্রান দিয়ে ভালোবাসেন তখন ই আপনাকে অবহেলা করতে শুরু করে..
এই গানটা আমার জিবনের সৃতি হয়ে থাকবে যখন প্রথম চট্টগ্রামে চাকরির জন্য যাই এই গানটা খুব ভাইরাল হয়,চাকরি ঠিক পেয়ে ছিলাম কিন্তু প্রিয়া কে হারিয়েছিলাম
২৫ শে মে ২০২৪ রাত ১২:৩৩ চারিদিকে নিঝুম অন্ধকার পুরো বাড়িতে আমি একাই ৩০২৪ সালের জন্য রেখে গেলাম সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু এই গানটা থেকে যাবে
পিওর কপি ফুল এলবাম চাই। আজ থেকে ২১ বসর ধরে খোঁজ করে আসছি।আজ শুধু দুটি গান পাইলাম।মন কি যে চায় এই গান টা লাগবে
,,এই চট্ট জিবনে একজনকে ভুলতে গিয়ে অনকে কে মনে রেখেছি কিন্তু,, তাকে ভুলতে পারিনি,,
আহা প্রাণ ছুঁয়ে যায় ❤
যতবার গানটা শুনি ততবার তোমার কথা ভেবে চোখে জল এসে যায়😭
এখন রাত ১:৪০ মিনিট। মনের ছোট ছোট ব্যাথা গুলো বড় হলোরে বন্ধু। সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না।
😢হৃদয় ছুয়ে যায়,,এই গান টা,,
প্রেম কখনো কাঁদায় আবার কখনো হাসায়