আপনার অভিজ্ঞতা, আপনার বাক্য বিন্যাস, আপনার ভয়েস, বলার ধরন অবিশ্বাস্য রকমের সুন্দর। যদি প্রতিনিয়ত ভিডিও দেন তবে তা ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করার বার্তা নিশ্চই দেবে। ভালো থাকুন সুস্থ থাকুন। I❤️Y
Akek din para video korchain. Khub bhalo laglo. Ami upner vakto. Upner capacity of words delivery is vry nice, aneway. In between i bougjt onsodium one katlia o dendroniums. Total 8ta gach acha. Anek kichu shiklam yet i am a new commer, duration one year. 2tota ful asacha ar gulo asani. Health is good but no stick. I have no phalonofsis. Many many thanks. Gd night. Bhalo thakben. Subho bijaya janalam
bahhh.. very informative... ami recently phalenopsis order dilam... ei video khub kaje debe... apni vanda niye ekta video korun please... amar vanda light properly ami adjust korei uthte parchi na...
অবশ্যই রাখতে পারেন তবে AC এর সরাসরি হাওয়া যেন না লাগে সেটা খেয়াল রাখবেন আর AC চললে আর্দ্রতা যেহেতু কমে যায় তাই দিনে দুবার, প্রয়োজনে তিনবার জল স্প্রে করতে হবে পাতায় আর শিকড়ে।
Bhai apne beautiful information di hay but hamari philonopsis orchid me over watering ho gai hay root ka colour green nahi hay please please please batie my kya karu
Vai , orchid er khabar ma-ne npk , cal mag, Epsom salt, seaweed, humic acid ,rice water , pgr ma- ne agromin gold , sonata , biovita x .... eisob bapare video chai.
I love ur lecture style. Since 4 days I bought 4 philonoofsis. Amar chotto east facing balnonita.Jani na kamon hobe. Tomar advice moto korta chai. Ami charcoal o lika ta korachi. Fungicide ta gach 5minute vigiyachi then potting korachi. 3yata ful acha, akta foxtail venda ar onsadium 2to. Ar sob dendronium. Pl.bhai help me. Total 14ta gach. Yu video is vry nice. Many thanks . Tomar pH. No. Give if possible. Ami tomar vakto. Ashi
Dada amar phelonopsis orchid cocopeat ye achey last +1 year khub choto choto poka hoyechey, pot ye watering korle dakha jai, bavistin r saff use kore kono upokar hocchey na r main steam ye o sada hoyechey .. Pls guide
@ritachakraborty8711 clickorchid.com orchid-tree.com potsandpetals.in dayazorchidarium.com এগুলো থেকে আমি কিনি, আমার মতে এরা ভারতের সবচেয়ে ভালো অর্কিড বিক্রেতা
Please don't buy any fancy lights. LED tube lights are sufficient. Just make sure the distance between the lights and the plants should be 1.5 to 2 feet and the lights should be on for 8 - 9 hours.
@@Inlovewithsoil Ha phalaenopsis e rotting er problem ta ektu besi..dendrobium potting a pine bark use korle mone hoyna oto problem hobe..jehetu monopodial na, phalaenopsis er theke onek besi hardy dendrobium..
Phalonopsis orchider report korar somoy kokhon,ami akta kinechi seti puro cocochips e ache,ei media twi ki rekhe Debo?Ar phalonopsis er dormency period kokhon
Dada ami 1year holo nursery theke Phelapnopsis orchid niye esechi transparent plastic pot ye, age nichey air hole korechi, kintu somossa hocchey cocopeat te thakar jonno transparent pot yer nicher pas gulo seola jome green hoye jacchey ekhuni pot na change kore ki koronio janale bhalo hoi, With advance thanks
দেখুন দুটো কারণে শ্যাওলা হতে পারে, আলো পেলে আর আর্দ্রতা পেলে। যে কোনও কারণ হোক না কেন শ্যাওলায় অর্কিডের কোনও ক্ষতি হয় না, ক্ষতি হয় ছত্রাকের আক্রমণে। যদি ছত্রাকের আক্রমণ হয় তবে ওষুধ দিতে হবে
@@Inlovewithsoil indirect light pai sokal theke dupur porjonto. 15 days e ekbar NPK spary kori 12.61.00 or 20.20 20 month e ekbar fungicide di.. light requirement ta ektu bolben ..
আপনি যখন গাছ কিনেছিলেন তখন যে পাতা ছিল, নতুন পাতাগুলো কি তার থেকে ছোটো হচ্ছে? না কি প্রথম থেকেই পাতা ছোটো? যদি দ্বিতীয়টা হয় তবে ওই hybrid এর পাতার আকার এমনিতেই ছোটো হবে।
@@Inlovewithsoil Ashole Bangladesh ba onda theke o jodi healthy Phalaenopsis neya jeto Tahole valo hoy.trusted kono website .ta Bangladesh er or Indian.
শুধু চারকোল মিডিয়া দিয়ে গাছ ভালো হবে? শুধু কোকো চিপ দিয়ে করাযেতে পারে না কোকো চিপের সাথে চারকোল মিশিয়ে করা যেতে পারে কোন টা ভালো হবে? পাইন বারগ এর বদলে অন্য কোনো বর গাছের ছাল ব্যবহার করতে পারি ?
শুধু cocochip দিয়ে অবশ্যই করা যেতে পারে। আমি সব গাছ charcoal এ করি, কোনো অসুবিধা হয়নি এখনো। Pine bark এর বদলে অন্য গাছের ছাল ব্যবহার করতে পারেন তবে ভালো করে পরিষ্কার করা, ব্যবহার উপযোগী ছাল সংগ্রহ করা খুব দরকার নাহলে ছত্রাকের আক্রমণ হবে।
বর্ষা কালে কি করে টুল দিয়ে মোছা সম্ভব? প্রতিবারে কি স্প্রে না করে জলের মধ্যে ডোবানো সম্ভব? গ্রীষ্মকালে বেশি টেম্পারেচার মারা যায় শুনেছি তাহলে কি হবে?
গাছ টানা বৃষ্টিতে না রেখে, মাঝে মাঝে বৃষ্টির জলে রাখা যেতে পারে। আর বর্ষায় পনেরো দিন অন্তর ছত্রাকনাশক ব্যবহার করতে পারলে ভালো। হ্যাঁ প্রতিবার জলে ডোবাতে পারেন, তাতে পরিশ্রম বাড়বে বলে মনে হয়। কিছু প্রজাতির ক্ষেত্রে সত্যি, গরম নিতে পারে না, তবে সব গাছ তেমন নয়।
ফুল হয়ে যাক আগে, ফুল ঝরে যাওয়ার পর কাঠ কয়লা দিয়ে repot করে দেবেন। এখন আপাতত দিনে একবার পাতায় জল স্প্রে করবেন, আর cocopeat জল ধরে রাখে, তাই দুদিন অন্তর একবার cocopeat এ ভালো করে জল স্প্রে করবেন। সরাসরি জল দিতে যাবেন না, শুধু স্প্রে।
আমার ২০টা ফ্যাল আছে ৭৫ শতাংশ গ্রিন নেটের নীচে লেকা আর অল্প স্প্যগনাম মসে বসানো। হিট ওয়েভে প্রায় আটটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, একটা ক্রাউন রট হয়েছে আর বাকিগুলো বাড়ছে না বা ছোট্ট পাতা ছাড়ছে। কি করা উচিত প্লিজ অ্যাডভাইজ।
১। হাওয়া চলাচল বাড়াতে হবে। ২। জল স্প্রে করতে হবে, তবে দুবার জল দেওয়ার মধ্যে মিডিয়া যেনো শুকিয়ে যায়। ৩। spagnum moss আর লেকা এই দুই মিডিয়ার জল ধারণ ও জল বাষ্পীভূত হওয়ার পদ্ধতি আলাদা, সেটা বুঝে জল ব্যবহার করতে হবে। ৪। পাতা হলুদ হয়ে যাওয়া মানে জল কম পাচ্ছে গাছ প্রয়োজনের তুলনায়, কাজেই ঠিকমত জল ব্যবহার করুন। পাতায় জল না করে মিডিয়াতে জল ব্যবহার করুন। আশা করছি সমস্যার সমাধান হবে।
ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি, আমি কিছু ফেলো এনেছি থাইল্যান্ড থেকে যেগুলো মসে আছে।এখন এগুলো সরাসরি রিপট করে দিবো। কয়লাতে করতে চাইছি, আমি এ বিষয়ে নতুন। এবং আরেক টি বিষয় আমার একটি ব্ল্যাক ক্যটাসিটাম আছে মসে এতুন এসেছে এ ক্ষেএে কি করতে পারি??
মস কে আগে ভালো করে ভিজিয়ে নেবেন, শিকড় যেন একইসঙ্গে ভালো মত ভিজে যায়, তারপর আস্তে আস্তে শিকড় গুলো আলগা করে মসগুলো সরাতে হবে। এরপর ভালো করে fungicide মেশানো জলে শিকড় ডুবিয়ে রাখবেন ৫ মিনিট, তারপর ভালো করে শিকড় শুকিয়ে নিয়ে রিপট করবেন।
ভাই আমার একটা ফ্যাল অর্কিড আছে ফুল সমেত গাছ কিনেছি মাসদুই আগে পাতা সামান্য হলুদ হচ্ছে ও শেকর একটু শূকন লাগছে কোন ওষুধ দেওয়া হয় নি খালি বৃষ্টি র জল দি ,আমি কি করবো? ব্যাঙ্গালোর থেকে বলছি।মাঝে সিউই দিয়েছিলাম একদিন।
এবার ফুলের ডালটি কেটে দিন, ফুল থাকুক আর না থাকুক। তারপর NPK 20 20 20 সপ্তাহে একদিন, এক লিটার জলে হাফ চা চামচ মিশিয়ে নিয়ে পাতায় ও শিকড়ে স্প্রে করুন। সার ব্যবহার করার আগে গাছ ভালো করে ভিজিয়ে নেবেন। সপ্তাহে তিনদিন ভালো করে গাছে জল স্প্রে করবেন। গাছ ঠিক সুস্থ হয়ে উঠবে।
দাদা নমস্কার, আমার ফেলোনপসিস এর পাতা হলুদ হয়ে যাচ্ছে,কোকো চিপসে ছিল,ফুলও আছে ।এই মাত্র পট টা ভাল করে দেখার পর,দেখলাম কয়েকটা শিকড়ে পচন ধরেছে । সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে পচা শিকড় গুলো কেটে ব্যভিস্টিন জলে ভিজিয়ে রেখেছি।আপনার পরামর্শ প্রার্থনা করছি।
krushikendra.com/12-61-00-mono-ammonium-phosphate-map-water-soluble-fertilser-online?gclid=CjwKCAiArY2fBhB9EiwAWqHK6l8j9XQCYHnQrMCBuDkpWjrUEv_mjxwPk4IcOAX9mmOpPZGeM4Sp3xoCXtQQAvD_BwE এখানে পেয়ে যাবেন।
খুব মুশকিল করা কারণ vanda orchid এর বৈশিষ্ট্য হল দুবার জল দেওয়ার মাঝে শিকড় একটু শুকনো হতে হবে আর রোজ জল দিতেই হবে। এবার কোনো মিডিয়া তে গাছ বসালে আর রোজ জল দিলে শিকড় পচে যাবে তাই vanda কে মিডিয়া ছাড়া পরিচর্যা করাই ভালো।
সেটা তো খুব মুশকিল হবে, কারণ পট এর ফুটো থেকে শিকড় বের করা খুব অসুবিধা, আর vanda এর শিকড় খুব মোটা হয়। একটা কাজ করা যায়, বাঁশের গায়ে বেঁধে বড় করতে পারেন, তাতে গাছ সোজা থাকবে আর শিকড়ও ভালো থাকবে।
@@Inlovewithsoil i have serene chang in my collection but I want more . I heard fermasom variety blooms all the year round, specially farmosam green frosty . If u know more about other hybrid variety,then it would more good.
আমি তো কোনো গাছ বিক্রি করি না, আপনি বাংলাদেশে আমার পরিচিত দু একজন আছেন যারা গাছ বিক্রি করেন, আপনি তাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু পরে।
@maroofahmedkhan9100 ফুল হওয়ার সম্ভাবনা অনেক বিষয়ের উপর নির্ভর করে, জলের ব্যবহার, কী জল ব্যবহার করছেন, সারের ব্যবহার, হাওয়া চলাচল কীরকম হচ্ছে গাছের চারপাশে এই সব বিষয়গুলো ফুল হওয়াকে নিমন্ত্রণ করে
চ্যানেল এর জন্য আলাদা কোনও ফোন নম্বর তো নেই, আপনি ফেসবুকে inlovewithsoil পেজে গিয়ে আমায় মেসেজ করতে পারেন, Instagram এ একই নামে আমার প্রোফাইল আছে, সেখানেও যা দরকার জিজ্ঞাসা করলে আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।
Amr 6ta phelonopsis ache .. video ta aneek helpful... Thank you... Charcoal r leca te ache.... Valo barche...❤
আপনার অভিজ্ঞতা, আপনার বাক্য বিন্যাস, আপনার ভয়েস, বলার ধরন অবিশ্বাস্য রকমের সুন্দর। যদি প্রতিনিয়ত ভিডিও দেন তবে তা ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করার বার্তা নিশ্চই দেবে। ভালো থাকুন সুস্থ থাকুন। I❤️Y
আপনিও ভালো থাকবেন 🙏🏻
কত কিছু শিখলাম।তথ্য পেলাম।তবে আপনার স্বর ও বাচন ভঙ্গী একদম ম্যাজিক্যাল।
ধন্যবাদ 😊
অনেক কিছু শিখলাম। ধন্যবাদ আপনাকে।
😊🙏🏻
Akek din para video korchain. Khub bhalo laglo. Ami upner vakto. Upner capacity of words delivery is vry nice, aneway. In between i bougjt onsodium one katlia o dendroniums. Total 8ta gach acha. Anek kichu shiklam yet i am a new commer, duration one year. 2tota ful asacha ar gulo asani. Health is good but no stick. I have no phalonofsis. Many many thanks. Gd night. Bhalo thakben. Subho bijaya janalam
I love ur lecture about orkid. I love orkid kintu voy pai. I will try phalaenopsis as early as possible. Bye
Dada tomar kotha bolar style ta darun. .... Attractive,❤️
ধন্যবাদ ভাই ☺️
খুব সুন্দর করে বোঝাও তুমি....শিক্ষা ও রুচির মেলবন্ধনে নিজস্ব অভিজ্ঞতা মিশিয়ে ....মাইক্রোনিউট্রিয়েন্ট কী অ্যাগ্রোমিন গোল্ড দেব? না সি উইড শুধু?
শুধু Seaweed fertilizer ব্যবহার করলেই কাজ হবে, কারণ এই ধরণের সারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস্ থাকে।
@@Inlovewithsoil Thank you
এত সুন্দর করে বুঝিয়েছেন উৎসাহ পেলাম। আমার কাছে লেকা বল আছে। আমি কি লেকা, চারকোল এবং ইঁটের টুকরো দিয়ে মিডিয়া বানাতে পারি?
লেকা বল একাই যথেষ্ট বলে আমার মনে হয়। 😊
@@InlovewithsoilOkay. Thank you
Darun presentation
ধন্যবাদ 😊
আমি অনেক দিন ধরে খুজছি ফেলোনপসিস এর যত্ন।ভালো লাগল।একটা রিপট এর vdo আনবেন।ধন্যবাদ👍👍👍
বেশ
bahhh.. very informative... ami recently phalenopsis order dilam... ei video khub kaje debe...
apni vanda niye ekta video korun please... amar vanda light properly ami adjust korei uthte parchi na...
আচ্ছা করব।
Good afternoon sir 🙏🙏🙏🙏
Today received seeds
Very very thanks 👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy gardening 👍👍👍👍
😊😊
বাহ্,খুব ভালো বললে।
ধন্যবাদ
Very nice thanks
😊😊
খুব সুন্দর। দাদা হাইব্রিড গ্রাউন্ড অর্কিডের যত্ন নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয়। Pls
বেশ 😊
Khub bhalo laglo bhai.... Subscribe korlam🎉
☺️
Cocochip+ pine berk Repoting yer jonno ki ratio te nebo janale bhalo hoi(phalanopsis orchid) leca clay ball ki use korte pari?
কোকোচিপ আর পাইনবার্ক যথাক্রমে ৩০% ও ৭০% অনুপাতে নিতে পারেন।
হ্যাঁ লেকা বল দিয়েও গাছ বসাতে পারবেন
Sorry question ta ektu bhul likhechi
Charcoal + pine berk + leca clay ball ratio
Janale bhalo hoi
@pitambarghosh 40% 20% 40%
@@Inlovewithsoil thanks❤
Amr living room e valo moton rod r bright light ase ... Sekhane phelonopsis orchid rakha jabe? But a.c te kono problem hobe na to?
অবশ্যই রাখতে পারেন তবে AC এর সরাসরি হাওয়া যেন না লাগে সেটা খেয়াল রাখবেন আর AC চললে আর্দ্রতা যেহেতু কমে যায় তাই দিনে দুবার, প্রয়োজনে তিনবার জল স্প্রে করতে হবে পাতায় আর শিকড়ে।
Thank you for your information.
Most welcome 😊
Bhai apne beautiful information di hay but hamari philonopsis orchid me over watering ho gai hay root ka colour green nahi hay please please please batie my kya karu
Photo bhej dijiye, mujhe guide karne mein subidha hogi
Ok bhai
Ap kahna rahate hay
Vai , orchid er khabar ma-ne npk , cal mag, Epsom salt, seaweed, humic acid ,rice water , pgr ma- ne agromin gold , sonata , biovita x .... eisob bapare video chai.
দারুণ বিষয়, আমি লিখে রাখলাম। অবশ্যই করব। ধন্যবাদ 😊
Thank you so much for seeds 🙏🙏
Today i m receive parcel
Keep growing keep shining 💕💕
Thanks for the update. Have a lovely growing season. 😊
I love ur lecture style. Since 4 days I bought 4 philonoofsis. Amar chotto east facing balnonita.Jani na kamon hobe. Tomar advice moto korta chai. Ami charcoal o lika ta korachi. Fungicide ta gach 5minute vigiyachi then potting korachi. 3yata ful acha, akta foxtail venda ar onsadium 2to. Ar sob dendronium. Pl.bhai help me. Total 14ta gach. Yu video is vry nice. Many thanks . Tomar pH. No. Give if possible. Ami tomar vakto. Ashi
আপনি একদম ঠিক ঠিক পরিচর্যা করছেন। আপাতত নতুন গাছে কোনও সার দেবেন না, এক সপ্তাহ পর থেকে সার দেওয়া শুরু করবেন।
Dada amar phelonopsis orchid cocopeat ye achey last +1 year khub choto choto poka hoyechey, pot ye watering korle dakha jai, bavistin r saff use kore kono upokar hocchey na r main steam ye o sada hoyechey .. Pls guide
কোকোপিট না কোকোচিপ?
Cocochip
Aami lica te philonosis orchid aaj 2bassr hoy sidling choto pot e lageyche kintu kuno briddhi hochhe na, ki karbo. Npk 19 19 19, humic acid.
Humic acid দেওয়ার দরকার নেই, NPK 12 61 00 , NPK 0 0 50 আর Super Sonata ব্যবহার করা শুরু করুন। সম্ভব হলে ফিল্টার করা জল ব্যবহার করুন। ঠিক বাড়বে
@@Inlovewithsoil Dhanyabad.
Ami Kolkata Lake town e thaki. North facing balcony. Winter e ekdom direct sunlight asena tobe bright alo thake. Ami ki ei orchid korte parbo?
অবশ্যই পারবেন, phalaenopsis, কিছু cattleya করা যাবে। আশা করি জুন থেকে আগস্ট মাস পর্যন্ত রোদ আসে সরাসরি
@@Inlovewithsoil গাছ কোথায় পাবো
@ritachakraborty8711 clickorchid.com
orchid-tree.com
potsandpetals.in
dayazorchidarium.com
এগুলো থেকে আমি কিনি, আমার মতে এরা ভারতের সবচেয়ে ভালো অর্কিড বিক্রেতা
Can u tell me grow light available in India for my indoor philonopsis.
Please don't buy any fancy lights. LED tube lights are sufficient. Just make sure the distance between the lights and the plants should be 1.5 to 2 feet and the lights should be on for 8 - 9 hours.
Super flowers bro
Fingicide, insecticides ki debo ? Tata contaf plus systemic fungicide dite parbo ?
মাসে একবার, ঠাণ্ডা জলে মিশিয়ে সন্ধ্যায় দেবেন
Osmocot ki diye rakhle aro valo hobe amar orchid?
Osmocote না দিলেও চলবে, NPK আর আপনি যে সব সার ব্যবহার করছেন বলে এখানে উল্লেখ করেছেন সেটাই যথেষ্ট
Us bro! My favourite orchid is phal too
😊😊
Park Hyatt Chennai te khub use hoto Phalaneopsis orchid... It's a very sleak elegant plant..
Yes, very elegant and stylish 😎
Ami pine bark niye eseo repotting er somoy pine bark use korlam na..root rot er voye..jhama charcoal r leca use korechi..
পাইন বার্ক ব্যবহার করলে একটু বুঝে জল দিতে হয়। আর বার্ক ঠিকমত পরিণত না হলে ফাংগাসের আক্রমণ হতে পারে।
@@Inlovewithsoil Ha phalaenopsis e rotting er problem ta ektu besi..dendrobium potting a pine bark use korle mone hoyna oto problem hobe..jehetu monopodial na, phalaenopsis er theke onek besi hardy dendrobium..
@agnibhoboral463 একদম ঠিক বলেছেন
Dormisi priyod ta kon kon mas? Eta jodi bolen dada pls
মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত
Phalonopsis orchider report korar somoy kokhon,ami akta kinechi seti puro cocochips e ache,ei media twi ki rekhe Debo?Ar phalonopsis er dormency period kokhon
বছরের যে কোনো সময় রিপট করা যায়, তবে ফুল এলে রিপট করা যাবে না। শরতের শেষে অর্থাৎ এখনও রিপট করতে পারেন।
এদের dormancy টাইম শীতকাল
Namaste sir 🙏🙏🙏🙏
Beautiful flowers plants
Seeds post update??????
Happy gardening 👍👍👍
Dispatched Yesterday sir. You will receive soon.
@@Inlovewithsoil
Good afternoon sir 🙏
Thanks for reply 👍🙏
Dormant seasoney saar na dewar bishoye arektu details jante chai
বেশ
Dada ami 1year holo nursery theke Phelapnopsis orchid niye esechi transparent plastic pot ye, age nichey air hole korechi, kintu somossa hocchey cocopeat te thakar jonno transparent pot yer nicher pas gulo seola jome green hoye jacchey ekhuni pot na change kore ki koronio janale bhalo hoi,
With advance thanks
শ্যাওলা হলে কোনও সমস্যা নেই, বরং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। আমার পটেও হয়, কোনও সমস্যা হয় না।
অনেক ধন্যবাদ আপনাকে
Kintu nichey saolar jonno sunlight na pele kono problem hbe na to? Er jonno ki kono fungicide debo?
Janale bhalo hoi
দেখুন দুটো কারণে শ্যাওলা হতে পারে, আলো পেলে আর আর্দ্রতা পেলে। যে কোনও কারণ হোক না কেন শ্যাওলায় অর্কিডের কোনও ক্ষতি হয় না, ক্ষতি হয় ছত্রাকের আক্রমণে। যদি ছত্রাকের আক্রমণ হয় তবে ওষুধ দিতে হবে
পটের নিচে আলোর খুব একটা প্রয়োজন তো নেই
Amar Phalanopsis orchid gulo r growth ekdon hochhe na, even monsoon e growth hoini bolle chole . Ektu suggest korun ki kora Uchit.
আপনি কতদিন অন্তর সার ব্যবহার করছেন?
কী কী সার ব্যবহার করছেন?
কতক্ষণ রোদ পায় গাছ?
এগুলো একটু জানাবেন প্লিজ
@@Inlovewithsoil indirect light pai sokal theke dupur porjonto. 15 days e ekbar NPK spary kori 12.61.00 or 20.20
20 month e ekbar fungicide di.. light requirement ta ektu bolben ..
@atanupaul5334 সারের পরিমাণ বাড়াতে হবে, সপ্তাহে একদিন, আর seaweed fertilizer ব্যবহার করতে হবে।
সকালের দিকে কমপক্ষে ৩ ঘন্টা সরাসরি আলো দিতেই হবে।
পাশাপাশি Micronutients সমৃদ্ধ সারও ব্যবহার করতে হবে।
খুব সুন্দর
এই অর্কিডের দাম কত
Wooden blocks এ কেমন হবে
হ্যাঁ হতে পারে
Dada, apner video er plant gulo r leaf onek boro, amr gach gulo r leaf gulo onekta size e choto.. Karon ki
আপনি যখন গাছ কিনেছিলেন তখন যে পাতা ছিল, নতুন পাতাগুলো কি তার থেকে ছোটো হচ্ছে? না কি প্রথম থেকেই পাতা ছোটো? যদি দ্বিতীয়টা হয় তবে ওই hybrid এর পাতার আকার এমনিতেই ছোটো হবে।
@@Inlovewithsoil na akhon pata gulo ektu boro size er ager tulonai.
তার মানে আপনি ছোটো চারা, বা তার চেয়ে একটু বড় গাছ কিনেছিলেন, পরিণত গাছ আপনাকে দেয়নি, তাই পাতা ছোটো হচ্ছিলো।
Vaiya ami phaleonopsis kinte chacchi .amk best plant kenar kono online site bolben ?
আপনি কি বাংলাদেশের কোনও ওয়েবসাইট খুঁজছেন? নাকি ভারতের? একটু জানাবেন দয়া করে।
@@Inlovewithsoil Ashole Bangladesh ba onda theke o jodi healthy Phalaenopsis neya jeto Tahole valo hoy.trusted kono website .ta Bangladesh er or Indian.
শুধু চারকোল মিডিয়া দিয়ে গাছ ভালো হবে?
শুধু কোকো চিপ দিয়ে করাযেতে পারে না কোকো চিপের সাথে চারকোল মিশিয়ে করা যেতে পারে
কোন টা ভালো হবে?
পাইন বারগ এর বদলে অন্য কোনো বর গাছের ছাল ব্যবহার করতে পারি ?
শুধু cocochip দিয়ে অবশ্যই করা যেতে পারে।
আমি সব গাছ charcoal এ করি, কোনো অসুবিধা হয়নি এখনো।
Pine bark এর বদলে অন্য গাছের ছাল ব্যবহার করতে পারেন তবে ভালো করে পরিষ্কার করা, ব্যবহার উপযোগী ছাল সংগ্রহ করা খুব দরকার নাহলে ছত্রাকের আক্রমণ হবে।
Nice.Assam ki hobe?
নিঃসন্দেহে 😊
Sada pot gulo kotha theke kinte parbo?
আমি Gallif street মার্কেট থেকে কিনেছিলাম।
Phalanofsis seedling রিপটের সময়
কোন সাইজ পট নেব ?
যে মাপের পটে গাছ আছে তার থেকে এক ইঞ্চি বড়, পাঁচ ইঞ্চির বড় পট না নেওয়াই ভালো
Phalanopsis orchid ki matir pot a kora jaba?
মাটির অর্কিড পটে করা যায়, তবে সাধারণ পটে না করাই ভালো। শুরুতে কোনো অসুবিধা হবে না, কিন্তু পরে সমস্যা হতে পারে।
?
@@Inlovewithsoil ha.matir orchid pot a karbo
তাহলে অসুবিধা নেই
@@Inlovewithsoil thayala matir orchid pot a phalanopsis orchid korla kono problem hai na to dada?naki plastic orchid pot a korla valo hoba?
বর্ষা কালে কি করে টুল দিয়ে মোছা সম্ভব? প্রতিবারে কি স্প্রে না করে জলের মধ্যে ডোবানো সম্ভব? গ্রীষ্মকালে বেশি টেম্পারেচার মারা যায় শুনেছি তাহলে কি হবে?
গাছ টানা বৃষ্টিতে না রেখে, মাঝে মাঝে বৃষ্টির জলে রাখা যেতে পারে। আর বর্ষায়
পনেরো দিন অন্তর ছত্রাকনাশক ব্যবহার করতে পারলে ভালো।
হ্যাঁ প্রতিবার জলে ডোবাতে পারেন, তাতে পরিশ্রম বাড়বে বলে মনে হয়।
কিছু প্রজাতির ক্ষেত্রে সত্যি, গরম নিতে পারে না, তবে সব গাছ তেমন নয়।
Charcoal ki normal Charcoal na keno bises prokarer. Ar segulo ki direct babohar Kora jabe naki vejate hobe prothome.
Normal charcoal.
কেনার পর একটু ধুয়ে নিলে ভালো হয়। আলাদা করে ভেজানোর দরকার নেই।
Dendrobium o ki charcoal a Kora valo naki cocochips
Charcoal for sure
phul koto din pore hoi phalonosis er shibling theke .
মোটামুটি দু বছর সময় লেগে যায়, তবে ঠিকমত পরিচর্যা করলে তার আগেও ফুল আসতে পারে।
Excellent 👌👌
আপনার গুলো কিসে লাগানো?
শুধু কাঠ কয়লায় ফিলানোপ্সিস করা যাবে?
অবশ্যই করা যাবে
আমি প্রায় সব অর্কিড কাঠ কয়লাতে করেছি।
@@Inlovewithsoil সাথে অন্য কিছুই দেননি,,,?
@md.saifulislam7900 না
বাবাই,এই গাছ আমি একটা কিনলাম ফুল সহ এটা কওকওপইঠএ আছে। গাছ সুন্দর আছে,এ্য পর কি করবো বুঝতে পারছি না।
ফুল হয়ে যাক আগে, ফুল ঝরে যাওয়ার পর কাঠ কয়লা দিয়ে repot করে দেবেন। এখন আপাতত দিনে একবার পাতায় জল স্প্রে করবেন, আর cocopeat জল ধরে রাখে, তাই দুদিন অন্তর একবার cocopeat এ ভালো করে জল স্প্রে করবেন। সরাসরি জল দিতে যাবেন না, শুধু স্প্রে।
Thank you,অনেক কিছু জানলাম।কি কষ্ট হচ্ছে আমাৱ 18টা moth orchid আমিই মেরে ফেলেছি, sunlight+জল দিয়ে😔
ও হো! 😔 সমব্যথী
আমার ২০টা ফ্যাল আছে ৭৫ শতাংশ গ্রিন নেটের নীচে লেকা আর অল্প স্প্যগনাম মসে বসানো। হিট ওয়েভে প্রায় আটটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, একটা ক্রাউন রট হয়েছে আর বাকিগুলো বাড়ছে না বা ছোট্ট পাতা ছাড়ছে। কি করা উচিত প্লিজ অ্যাডভাইজ।
১। হাওয়া চলাচল বাড়াতে হবে।
২। জল স্প্রে করতে হবে, তবে দুবার জল দেওয়ার মধ্যে মিডিয়া যেনো শুকিয়ে যায়।
৩। spagnum moss আর লেকা এই দুই মিডিয়ার জল ধারণ ও জল বাষ্পীভূত হওয়ার পদ্ধতি আলাদা, সেটা বুঝে জল ব্যবহার করতে হবে।
৪। পাতা হলুদ হয়ে যাওয়া মানে জল কম পাচ্ছে গাছ প্রয়োজনের তুলনায়, কাজেই ঠিকমত জল ব্যবহার করুন। পাতায় জল না করে মিডিয়াতে জল ব্যবহার করুন।
আশা করছি সমস্যার সমাধান হবে।
শুকনো হাওয়া এড়িয়ে যেতে, পর্দার মত করে চারদিকে সবুজ নেট ৪০% টেনে দিন, তাতে তাপের হাত থেকে রক্ষা পাবে গাছ।
খুব সুন্দর হয়েছে।ভালো গাছ ও ভালো কাঠকয়লা কোঁথায় পাবো?এদেৱ নাম বলবে( অৰ্কিঠ) ।
orchid-tree.com এই ওয়েবসাইট থেকে আপনি খুব ভালো অর্কিড পেয়ে যাবেন। দশকর্ম ভাণ্ডার এ সাধারণত কাঠকয়লা পাওয়া যায়।
এদের নাম Phalaenopsis orchid
@@Inlovewithsoil এই ধৱনেৱ অৰ্কিঠেৱ বিভিন্ন ৱং ফুল হয়,আমি চাইছি পিংক ৱং এৱ ফুলটি।
পেয়ে যাবেন।
ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি, আমি কিছু ফেলো এনেছি থাইল্যান্ড থেকে যেগুলো মসে আছে।এখন এগুলো সরাসরি রিপট করে দিবো। কয়লাতে করতে চাইছি, আমি এ বিষয়ে নতুন। এবং আরেক টি বিষয় আমার একটি ব্ল্যাক ক্যটাসিটাম আছে মসে এতুন এসেছে এ ক্ষেএে কি করতে পারি??
গাছ নিয়ে আসার পনেরো কুড়ি দিন পর রিপট করুন, তার আগে নয়।
Catasetum মোটামুটি একমাস পুরোনো মিডিয়া তে রেখে তারপর কাঠকয়লায় রিপট করতে পারেন।
ধন্যবাদ ভাইয়া।
মস থেকে কিভাবে আলাদা করবো অর্কিড??
মস কে আগে ভালো করে ভিজিয়ে নেবেন, শিকড় যেন একইসঙ্গে ভালো মত ভিজে যায়, তারপর আস্তে আস্তে শিকড় গুলো আলগা করে মসগুলো সরাতে হবে। এরপর ভালো করে fungicide মেশানো জলে শিকড় ডুবিয়ে রাখবেন ৫ মিনিট, তারপর ভালো করে শিকড় শুকিয়ে নিয়ে রিপট করবেন।
ভাই আমার একটা ফ্যাল অর্কিড আছে ফুল সমেত গাছ কিনেছি মাসদুই আগে পাতা সামান্য হলুদ হচ্ছে ও শেকর একটু শূকন লাগছে কোন ওষুধ দেওয়া হয় নি খালি বৃষ্টি র জল দি ,আমি কি করবো? ব্যাঙ্গালোর থেকে বলছি।মাঝে সিউই দিয়েছিলাম একদিন।
এবার ফুলের ডালটি কেটে দিন, ফুল থাকুক আর না থাকুক।
তারপর NPK 20 20 20 সপ্তাহে একদিন, এক লিটার জলে হাফ চা চামচ মিশিয়ে নিয়ে পাতায় ও শিকড়ে স্প্রে করুন। সার ব্যবহার করার আগে গাছ ভালো করে ভিজিয়ে নেবেন।
সপ্তাহে তিনদিন ভালো করে গাছে জল স্প্রে করবেন। গাছ ঠিক সুস্থ হয়ে উঠবে।
@@Inlovewithsoil আমি কি ১২৬১NPK দিতে পারবোনা?
@MaloshreeRoy হ্যাঁ অবশ্যই পারবেন
@@Inlovewithsoil অনেক ধন্যবাদ তোমাকে।
can you show us how you water orchids
That's a great topic. I will do it.
দাদা নমস্কার,
আমার ফেলোনপসিস এর পাতা হলুদ হয়ে যাচ্ছে,কোকো চিপসে ছিল,ফুলও আছে ।এই মাত্র পট টা ভাল করে দেখার পর,দেখলাম কয়েকটা শিকড়ে পচন ধরেছে । সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে পচা শিকড় গুলো কেটে ব্যভিস্টিন জলে ভিজিয়ে রেখেছি।আপনার পরামর্শ প্রার্থনা করছি।
Inlovewithsoil
আপাতত ভালো করে শুকিয়ে নিন। তারপর কাঠকয়লা ছোটো ছোটো টুকরো করে নিয়ে তাতে গাছ বসাবেন,পুরোনো মিডিয়া সরিয়ে নিন।
ফুলের ডাল এখন কেটে দিন, নাহলে গাছ দুর্বল হয়ে যাবে।
হ্যাঁ এই নামেই পাবেন ওখানে
I have living room, balcony orchid garden .
If you have a proper LED light system, then you can grow orchids almost anywhere.
@@Inlovewithsoil that only i want to know , please tell me the brand, category , wat of the light system in details . Ofcourse from Amazon
Vaia npk 12.61.00 ta kothai pabo..apner kono reference thakle pls janaben
krushikendra.com/12-61-00-mono-ammonium-phosphate-map-water-soluble-fertilser-online?gclid=CjwKCAiArY2fBhB9EiwAWqHK6l8j9XQCYHnQrMCBuDkpWjrUEv_mjxwPk4IcOAX9mmOpPZGeM4Sp3xoCXtQQAvD_BwE
এখানে পেয়ে যাবেন।
দাদা আপনি কি কলকাতায় থাকেন??
হ্যাঁ
Dada Vanda Orchid pot e kora jay??
খুব মুশকিল করা কারণ vanda orchid এর বৈশিষ্ট্য হল দুবার জল দেওয়ার মাঝে শিকড় একটু শুকনো হতে হবে আর রোজ জল দিতেই হবে। এবার কোনো মিডিয়া তে গাছ বসালে আর রোজ জল দিলে শিকড় পচে যাবে তাই vanda কে মিডিয়া ছাড়া পরিচর্যা করাই ভালো।
ami bolte chaichi je na jhuliye. Pot er modhya kichu charkol diye bosiye Gach ta ke soja rekhe kora jabe na. pot e air pass besostha thekbe
সেটা তো খুব মুশকিল হবে, কারণ পট এর ফুটো থেকে শিকড় বের করা খুব অসুবিধা, আর vanda এর শিকড় খুব মোটা হয়। একটা কাজ করা যায়, বাঁশের গায়ে বেঁধে বড় করতে পারেন, তাতে গাছ সোজা থাকবে আর শিকড়ও ভালো থাকবে।
Tell me the name of some orchids hybrid variety that will bloom all through out the year?
Dendrobium serene chang. It is stunning hybrid, though it won't, and none of the orchids will bloom in winter months.
@@Inlovewithsoil i have serene chang in my collection but I want more . I heard fermasom variety blooms all the year round, specially farmosam green frosty . If u know more about other hybrid variety,then it would more good.
@nautanki4794 I think they need winter rest for flowering, which means they won't bloom all year round.
দাদা,আমি কিছু গাছ নিতে চাই।
বাংলাদেশ থেকে কি ভাবে নিতে পারবো?
আমি তো কোনো গাছ বিক্রি করি না,
আপনি বাংলাদেশে আমার পরিচিত দু একজন আছেন যারা গাছ বিক্রি করেন, আপনি তাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু পরে।
Nice 👌👌
😊
Namaste sir 🙏
Nicotiana seeds and swan river Daisy seeds which month grow time????????
You can sow the seeds now
@@Inlovewithsoil
Thanks for reply 🙏
Orchid er ful fotar samoy kokhon
বসন্তের শেষে অধিকাংশ orchid এ ফুল আসে তবে, অনেক orchid শরৎ কাল আর বর্ষাতেও ফুল দেয়।
Orchid kotha theke buy koren?
orchid-tree.com
orchidzone.in
potsandpetals.in
clickorchid.com
dayazorchidarium.com
এই সবকটি ওয়েবসাইট থেকেই অর্কিড সংগ্রহ করি।
Khub valo laglo eto tara tari reply debar jonno
😊🙏🏻
Apner kache ki orchid paoa jai?
না, আমি কোনো গাছ বিক্রি করি না
Hybrid phalaenopsis seedlings kothay paoya jai sastai.??
clickorchid.com/collections/phalaenopsis
এখানে পেয়ে যাবেন
@@Inlovewithsoil ei link er sobgulo ki hybrid varieties????
হ্যাঁ সবগুলো
Amar kache 1yr purono ekta phalaenopsis achhe, but ekdhoroner small bug media te dekhchi. Ki pesticides deoya jai suggest korun...
Trap ব্যবহার করুন, ঠাণ্ডা জলে মিশিয়ে সন্ধ্যায় ব্যবহার করবেন। এক লিটার জলে ৩ এম.এল
How do I get this plant,any online source
orchid-tree.com
potsandpetals.in
Check out these websites.
These are one of the most reliable online sources of orchids in India.
Now i am not want this plant
FIRST!!!
বারান্দায় কি হবে ? Direct রোদ পাবে না
আপনার বারান্দা কোন দিকে যদি একটু বলেন 🙏🏻
@@Inlovewithsoil দক্ষিণ দিকে । আমাদের বাসা ঢাকায়। চার পাশে বিল্ডিং এর চাপে বারান্দায় কোনো রোদ আসে না । এমনি আলো আছে ভালই।
@maroofahmedkhan9100 যদি সারাদিন জায়গা আলোকিত থাকে, তবে phalaenopsis অবশ্যই করতে পারেন।
@@Inlovewithsoil 😍😍 ধন্যবাদ । ফুল পাবো তো?
@maroofahmedkhan9100 ফুল হওয়ার সম্ভাবনা অনেক বিষয়ের উপর নির্ভর করে, জলের ব্যবহার, কী জল ব্যবহার করছেন, সারের ব্যবহার, হাওয়া চলাচল কীরকম হচ্ছে গাছের চারপাশে এই সব বিষয়গুলো ফুল হওয়াকে নিমন্ত্রণ করে
Bhai, fungicide er kotha boley na to.😊
আমি phalaenopsis এ fungicide ব্যবহার করি না, শুধু repotting এর সময় শিকড় ধুয়ে নিই fungicide মেশানো জল দিয়ে।
Ei orchid gacher price
আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম
Phalaenopsis orchid গাছের পাতা হলুদ কেন হয়?????
নিচের দিকে পাতা গাছের বয়স বাড়লে হলুদ হবেই। তবে উপরের দিকে পাতা হলুদ হলে জল কম দেওয়া হচ্ছে, বা গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না।
হ্যাঁ নীচের দিকের পাতা হলুদ হয়েছে। উপরের পাতা সবুজ আছে।
@bishalrudra1257 তাহলে চিন্তার কোনও কারণ নেই
দাদা ফোন নাম্বার টা যদি বলেন ভাল হয়।
বিশেষ বিশেষ কথা বলার ছিল দাদা।
আপনি ফেসবুকে আমায় মেসেজ করতে পারেন, চ্যানেল এর জন্য আলাদা কোনও ফোন নম্বর নেই, দুঃখিত 🙏🏻
দাদা,আপনার ফোন নাম্বার টা শেয়ার করলে ভীষন উপকৃত হব।
চ্যানেল এর জন্য আলাদা কোনও ফোন নম্বর তো নেই, আপনি ফেসবুকে inlovewithsoil পেজে গিয়ে আমায় মেসেজ করতে পারেন, Instagram এ একই নামে আমার প্রোফাইল আছে, সেখানেও যা দরকার জিজ্ঞাসা করলে আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।
🤭 P𝐫O𝕞O𝓢m
Sensitive. 😒
Well, some varieties are for sure.
Bhai photo bhej na cahati hnu apka phane number plz
Aap mujhe mail kar dijiye, please
contact.inlovewithsoil@gmail.com
Ye mera mail id hain
Ham ne photo bheja hay. I love orchid. May 5 years se kosis kar rahni hnu but not success.apki video se muje laga ki may kamyab ho janu
Jarur kamyab hongi aap, chinta mat kijiye 😊
facebook.com/inlovewithsoil?mibextid=ZbWKwL
Is link pe ekbar try kijiye please. Hope you have Facebook account
Ami Kolkata Lake town e thaki. North facing balcony. Winter e ekdom direct sunlight asena tobe bright alo thake. Ami ki ei orchid korte parbo?
নিশ্চয়ই! Phalaenopsis ভালো হবে, Cattleya করতেও পারবেন। মে মাস থেকে আগস্ট পর্যন্ত আশা করি রোদ আসে বারান্দায়।
@@Inlovewithsoil ha ase , sokale 11 porjonto ar Bela 3te thke পশ্চিমের রোদ আসে
তাহলে তো খুব ভালো,
আপনি Dendrobium ও করতে পারবেন
@@Inlovewithsoil আমি তো অর্কিড এর অ ও জানিনা
খুব সুন্দর
এই অর্কিডের দাম কত
মোটামুটি 500 টাকার আশেপাশে, একটু দর করতে হবে। তবে 500 এর কমে পাওয়া মুশকিল।