সৈয়দ আব্দুল হাদীর গান আজ থেকে প্রায় ৪০ বছরেরও আগে শুনেছি। দারুন কন্ঠস্বর। খুবই ভাল শিল্পী। ইউটিউব এর দৌলতে আবার আমার অন্যতম এই প্রিয় শিল্পীর গান শুনতে পেলাম। এছাড়াও বাংলাদেশের অনেক পুরনো শিল্পী আছেন যাদের গান আমার ভাল লাগে যেমন বসীর আহমেদ, আব্দুল জব্বার, খালিদ হোসেন, সুবির নন্দী, মোহম্মদ গোলাম সোহরাব ও আরও অনেক শিল্পী তাঁদের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। ধন্যবাদ জ্ঞাপন করছি সোনালী প্রোডাক্টকে এনাদের গান আপলোড করার জন্য। দমদম, কলকাতা, ভারত।
"ওল্ড ইজ গোল্ড'" সত্যিই হারানো দিনের গানগুলি শুনলে মনে হয় গান রচনার মানুষগুলোও অভিমানে চলে গেছে চির না ফেরার দেশে! আধুনিক গানের আকর্ষণ হচ্ছে এই আছে এই নাই, ওয়ান টাইম কিছুর মতো! আফসোস হয়, আমরা জ্ঞান বিজ্ঞানে নাকি অনেক অনেক উন্নত হয়েছি; কিন্তু সেই জ্ঞানের নেটওয়ার্কে হারানো দিন আর অধিক কারিশমা নিয়ে জাহির করে নিজকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সক্ষম হচ্ছে না! ফিরে আসুক হারানো দিনের মানবিক আর মানবিকতার সকল মূর্ছনা, যাতে থাকবে না কোনো কৃত্রিমতা!
এই মহান শিল্পী যে অসাধারণ ১০-১৫ টি গানে কণ্ঠ দিয়ে গেছেন আগামী ১০০ বছর এবং তার পর ও তার অবদান বর্তমান এবং আগত প্রজন্মনের ১০০০০০ গান গেও সকল কণ্ঠ শিল্পী একত্রেও তা স্পর্শ করতে পারবেনা বলে আমার বিশ্বাস। আল্লাহ্ এই মহান শিল্পীকে রহমত করুন।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান কখনো শোনা হতো না প্রিয়। সৃতি হিসাবে রেখে গেলাম এই কমেন্ট। আমার মত অনেকেই না পাবার যন্ত্রণা ভুলে থাকার জন্য ওষুধ হিসেবে এসব গান শুনতে আসবে। আবার অনেকেই কমেন্ট ও পড়তে আসবেন । আর যারা আমার এই কমেন্ট পড়বে একটা লাইক একটা রিপ্লাই যখন দিবে তখন অবশ্যই আমি নোটিফিকেশন পাবো। আর সেই নোটিফিকেশন পেয়ে আবারো এই গান গুলো শোনা হবে । তারপর আবারো তোমার কথা ভেবে কিছু সময় কাঁদবো😥😥😥😥😥
শ্রদ্ধা জানাই সে সকল গুনিজনদেরকে, যে সকল গীতিকার ও সুরের কারিগর চির অমর এই গানগুলো উপহার দিয়েছেন।বাংলার স্বর্নকণ্ঠ সৈয়দ আব্দুল হাদী এই গানগুলোর জন্যই চিরদিন বেচে থাকবেন সকল প্রজন্মের মাঝে।এই গানগুলো না থাকলে সংগীত জগত বলে একটা বিশাল জগত যে আছে তা ভবিষ্যত প্রজন্ম বুঝতোইনা।
আমার ভীষণ প্রিয় শিল্পী হাদী স্যারের গান গুলো খুব ছোটবেলা থেকেই শুনে আসছি অসম্ভব ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায়....তিনি বাংলা সঙ্গীত অঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্র,এক জীবন্ত কিংবদন্তি। এমন গুণী মানুষের জন্ম হয়েছিল বলেই বাংলা গানের ভান্ডার এতো টা সমৃদ্ধ❤❤
আজ থেকে ৩০/৪০/৫০ বছর পর নতুন প্রজন্মের কেউ একজন হটাৎ গানগুলো শুনে বলবেন, সত্যি আগের দিনের মানুষ গুলোর পছন্দ ও রুচি অসাধারণ ছিল। গান গুলো সত্যি অসাধারণ। মনটা ছুয়ে যায়। সৈয়দ আব্দুল হাদি এদেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন সারাজীবন ❤❤
আমরা পশ্চিমবঙ্গের বাঙালীরা তো বাংলাদেশের গান শুনতে পাই না।আপনাদের উদ্যেগকে সাধুবাদ জানাই ওনার মতো একজন গুনি শিল্পিকে আমাদের কাছে পরিচিত করার জন্য।আমি আপ্লুত।
অসংখ্য বার এই গান গুলো শুনেছি। প্রতিবারই হারিয়ে যাই সেই শৈশবে, কিশোর বেলায়... মনে পরে মা, বাবা, ভাই বোন নিয়ে আমাদের একান্নবর্তী পরবারের কথা। রেডিওতে গান গুলো দুপুরে বিকালে বাজতো। আজ আমি একা, মা বাবা, ভাই অনেকেই প্রয়াত। সেই সে একান্নবর্তী পরিবার, সেই উঠান, আম, কাঠাল, শিমুল গাছে ঘেরা আমার ছোট্ট শৈশব। বুকটা আজ ভিষণ বিষন্ন।। 💔💔
আমার একজন প্রিয় শিল্পী হল সৈয়দ আব্দুল হাদী। তার এই সুন্দর সুমধুর সুর দিয়ে আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে । আব্দুল হাদীর গান শুনলে হৃদয় টা তৃপ্ত হয়ে যায়। আহ্ কি অসাধারণ কন্ঠ। Lovely
সত্যিই অসাধারণ। গানের কথা, সুরের মুর্ছনা আর গায়কী ভঙ্গী সবকিছু মিলিয়ে গান প্রেমিক হৃদয়তন্ত্রীতে এক অসাধারণ তরঙ্গ সৃষ্টি করে। আমাদের এতো সমৃদ্ধ সুন্দর শব্দচয়ণ সম্বলিত গানগুলিকে উপেক্ষা করে যখন আমরা আধুনিকতার নামে ভিন্ন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়, সত্যিই মনটি খারাপ হয়ে যায়।
গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পীর অপূর্ব সমন্বয়। যখন মন খারাপ থাকে তখন এই প্রিয়শিল্পীর গানগুলো আমাকে সঙ্গ দেয়।স্যালুট জানাই,হে প্রিয় শিল্পী তোমাকে, বেচেঁ থাকুক লক্ষ কোটি সবার হৃদয়ে।
জানি না কি যাদু আছে এই গানগুলোতে। যতক্ষণ শুনি হৃদয়কে মোহাচ্ছন্ন করে রাখে। অসাধারন এক ক্ষমতা আছে এই গানগুলোতে। শুনতে শুরু করলে আর অন্য দিকে কর্নপাত করা যায় না।
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
কতটা নিস্তব্ধ, কতটা অসহায়, কতটা নীরবতা, কতটা দীর্ঘশ্বাস, কতটা কষ্ট নিয়ে শুনে গেলাম। হয়তো কেউ এসে কমেন্ট এ রিয়েক্ট দিবে, নোটিফিকেশন দেখে আবার শুনতে আসবো।😓🥺💔
ছোট্ট বেলায় শুনেছি,, সেই ভালো লাগা থেকে এখনো সময় সুযোগ পেলে শুনি এইসব শিল্পীদের গান ধন্যবাদ জানাতে চাই ওনাদের আমাদের জন্য এত সুন্দর গান রেখে যাওয়ার জন্য
আধুনিক যুগের ছেলে আমি তবু্ও কেন জানি এসব গান শুনলে ভিতরটা নাড়া দিয়ে ওঠে!! চিন্তা করি কেন যে বড় হলাম সেই ছোট বেলার দিনগুলো অনেক ভালো ছিল এসব গান শুনলে সেই ছোট বেলায় খাল বিলের ছুটাছুটির কথা মনে হয়ে যায় অনেক ভালো ছিল সেই দিনগুলো৷ অনেক বেশি মিস করি সেই দিনগুলো
৭০/৮০/৯০ দশকের গানগুলো চিরকাল অমর হয়ে থাকবে। অসাধারণ চমৎকার গান গুলি এবং কন্ঠে আছে মাদূর্য।যে গান গুলি অমর হয়ে থাকবে যা ছিল মানুষের মূখে মূখে এই গান গুলি। কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য তারা ও এসে দেখবে।💢 আকাশ হৃদয়ের কাছাকাছি 🌿 নাসিরাবাদ 2 নং গেইট মসজিদ গলি লিচু বাগান চট্টগ্রাম ♥️
গান গুলো শুনে পুরানো দিনের স্মৃতি মনে পড়ে যায়। সেই ২০০৬ইং সালের কথা সোহাগ ভলবো কোম্পানিতে চাকরি করতাম সারারাত জেগে কাউন্টার বা গাড়ীতে ডিউটি করার সময় গানগুলোর রেকর্ড বাজতো আর মনটা জুড়িয়ে যেত। আর বার বার শুনতে থাকতাম হায়! সেই অতীত আজ কতদূরে......... ইব্রাহীম আনছারী। টাংগাইল, মির্জাপুর, বাঁশতৈল।
সৈয়দ আব্দুল হাদী স্যারের গান গুলোর মাঝে অন্য রকম একটি ভাব সুর রয়েছে ওনার গান গুলো শুনলে অনেক ভালো লাগে আর এ গানে ও শুরের মাধ্যমে বেচে থকবে সারা জীবন আমদের প্রিয় স্যার❤❤❤❤❤❤❤❤❤❤❤❤৷ প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটি এলবাম শুনাই হতো না যেখানেই থাক ভালো থেক 😢😢😭😭😭😭😭😭💔💔💔💔💔🥀🥀🥀
এতো সুন্দর আর এমন কন্ঠ আল্লাহ তাকে দিয়েছে যত শুনি সব কষ্ট গুলা যেনো চোখের সামনে আমার ছোট বেলার প্রিয় গান আমি কিন্তুু যানতামনা উনার নাম তখনতো এতো ফোন ছিলো না সে সবার মাঝে বেঁচে থাকবে
গানগুলো ভালো লাগলে অবশ্যই Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে। ধন্যবাদ 💐
Sonali Products tnx
Sonali Products
Sonali Products I love this songs
Sonali Products
Sibas
সৈয়দ আব্দুল হাদীর গান আজ থেকে প্রায় ৪০ বছরেরও আগে শুনেছি। দারুন কন্ঠস্বর। খুবই ভাল শিল্পী। ইউটিউব এর দৌলতে আবার আমার অন্যতম এই প্রিয় শিল্পীর গান শুনতে পেলাম। এছাড়াও বাংলাদেশের অনেক পুরনো শিল্পী আছেন যাদের গান আমার ভাল লাগে যেমন বসীর আহমেদ, আব্দুল জব্বার, খালিদ হোসেন, সুবির নন্দী, মোহম্মদ গোলাম সোহরাব ও আরও অনেক শিল্পী তাঁদের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। ধন্যবাদ জ্ঞাপন করছি সোনালী প্রোডাক্টকে এনাদের গান আপলোড করার জন্য। দমদম, কলকাতা, ভারত।
আমি মালদা পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
ছোট বেলায় রেডিওতে শুনতাম এখন youtube এ শুনছি। মাধ্যম টা পরিবর্তন হয়েছে কিন্তু গানগুলো এখনও হৃদয় নাড়িয়ে দেয়।
ুো নবব
❤মচত😊😮😊😊 হশ
সেই ছোটবেলা থেকেই এই গানগুলো রেকর্ড ছাড়িয়ে আছে, আজীবনেও এই গানগুলোর রেকর্ড কেউ ভাঙতে পারবেনা।
"ওল্ড ইজ গোল্ড'" সত্যিই হারানো দিনের গানগুলি শুনলে মনে হয় গান রচনার মানুষগুলোও অভিমানে চলে গেছে চির না ফেরার দেশে! আধুনিক গানের আকর্ষণ হচ্ছে এই আছে এই নাই, ওয়ান টাইম কিছুর মতো! আফসোস হয়, আমরা জ্ঞান বিজ্ঞানে নাকি অনেক অনেক উন্নত হয়েছি; কিন্তু সেই জ্ঞানের নেটওয়ার্কে হারানো দিন আর অধিক কারিশমা নিয়ে জাহির করে নিজকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সক্ষম হচ্ছে না! ফিরে আসুক হারানো দিনের মানবিক আর মানবিকতার সকল মূর্ছনা, যাতে থাকবে না কোনো কৃত্রিমতা!
এই মহান শিল্পী যে অসাধারণ ১০-১৫ টি গানে কণ্ঠ দিয়ে গেছেন আগামী ১০০ বছর এবং তার পর ও তার অবদান বর্তমান এবং আগত প্রজন্মনের ১০০০০০ গান গেও সকল কণ্ঠ শিল্পী একত্রেও তা স্পর্শ করতে পারবেনা বলে আমার বিশ্বাস। আল্লাহ্ এই মহান শিল্পীকে রহমত করুন।
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
আমি ভারতের মুর্শিদাবাদ থেকে বলছি সত্যি কথা বলতে আপনাদের গান শুনে প্রাণ যেন জূড়িয়ে যায়।
hi
এই গান গুলো আমার জিবনের প্রতিটি পাঁতার সাথে মিল আছে..যখন মন খারাপ থাকে তখন এই গান গুলো শুনি....;এমন গায়োক আমাদের দেশের ঐতিজ্য..রত্ন..!
সৈয়দ আবদুল হাদি এই গানটি এত অসম্ভব সুন্দর গেয়েছেন ওনার তুলনা উনি।❤❤❤❤
এরকম গান হয় তো আর দেখা যাবে না, বাংলা ইতিহাসে,কি সুর কি কন্ঠো কি গান সব মিলিয়েই একথায় অসাধারন,স্যালোট হাদী স্যার
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান কখনো শোনা হতো না প্রিয়। সৃতি হিসাবে রেখে গেলাম এই কমেন্ট। আমার মত অনেকেই না পাবার যন্ত্রণা ভুলে থাকার জন্য ওষুধ হিসেবে এসব গান শুনতে আসবে। আবার অনেকেই কমেন্ট ও পড়তে আসবেন । আর যারা আমার এই কমেন্ট পড়বে একটা লাইক একটা রিপ্লাই যখন দিবে তখন অবশ্যই আমি নোটিফিকেশন পাবো। আর সেই নোটিফিকেশন পেয়ে আবারো এই গান গুলো শোনা হবে । তারপর আবারো তোমার কথা ভেবে কিছু সময় কাঁদবো😥😥😥😥😥
😢😢😢
😢😢
❤❤❤
সে কান্না কেউ দেখবে না কেউ বুঝবে না কেউ শুনবে না শুধু অনুভব করব আমি এবং আমার হৃদয়।
Vhule thakar jonno aisob gaan shunle aijibone vhola hbe na ami sure bole dilam,,,ulta ajibon miss kore jete hbe 😂😂
শ্রদ্ধা জানাই সে সকল গুনিজনদেরকে, যে সকল গীতিকার ও সুরের কারিগর চির অমর এই গানগুলো উপহার দিয়েছেন।বাংলার স্বর্নকণ্ঠ সৈয়দ আব্দুল হাদী এই গানগুলোর জন্যই চিরদিন বেচে থাকবেন সকল প্রজন্মের মাঝে।এই গানগুলো না থাকলে সংগীত জগত বলে একটা বিশাল জগত যে আছে তা ভবিষ্যত প্রজন্ম বুঝতোইনা।
গানগুলো ভালো লাগলে Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে।
Thik bolechen vai.
আমার ভীষণ প্রিয় শিল্পী হাদী স্যারের গান গুলো খুব ছোটবেলা থেকেই শুনে আসছি অসম্ভব ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায়....তিনি বাংলা সঙ্গীত অঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্র,এক জীবন্ত কিংবদন্তি। এমন গুণী মানুষের জন্ম হয়েছিল বলেই বাংলা গানের ভান্ডার এতো টা সমৃদ্ধ❤❤
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তির আরেক নাম সৈয়দ আবদুল হাদী স্যার
আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন এই গানগুলো শুনে শুনে বই পড়তাম,, 2007 সাল'''খুব ভালো লাগে ।ইন্ডিয়া থেকে ।
মএ
আমি ও
আমি ও অনেক শুনেছি এখন ও শুনি।আজীবন শুনবো
Love. U
ভারত কোন জায়গা থেকে
বয়স তিপ্পান্ন এই গানগুলো সুনেই মনের খিদে মিটাই আজও। যতদিন বাচবো সেই পুরনো দিনের গানগুলো প্রাণ ভরে শুনবো।
😊😊
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
আজ থেকে ৩০/৪০/৫০ বছর পর নতুন প্রজন্মের কেউ একজন হটাৎ গানগুলো শুনে বলবেন, সত্যি আগের দিনের মানুষ গুলোর পছন্দ ও রুচি অসাধারণ ছিল। গান গুলো সত্যি অসাধারণ। মনটা ছুয়ে যায়। সৈয়দ আব্দুল হাদি এদেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন সারাজীবন ❤❤
আমরা পশ্চিমবঙ্গের বাঙালীরা তো বাংলাদেশের গান শুনতে পাই না।আপনাদের উদ্যেগকে সাধুবাদ জানাই ওনার মতো একজন গুনি শিল্পিকে আমাদের কাছে পরিচিত করার জন্য।আমি আপ্লুত।
পছন্দ
Really
তোমরা কি কখনো মন দিয়ে শুনো
ধন্যবাদ ভাইয়া আপনাকে
Thx bro
অসংখ্য বার এই গান গুলো শুনেছি।
প্রতিবারই হারিয়ে যাই সেই শৈশবে, কিশোর বেলায়... মনে পরে মা, বাবা, ভাই বোন নিয়ে আমাদের একান্নবর্তী পরবারের কথা। রেডিওতে গান গুলো দুপুরে বিকালে বাজতো।
আজ আমি একা, মা বাবা, ভাই অনেকেই প্রয়াত। সেই সে একান্নবর্তী পরিবার, সেই উঠান, আম, কাঠাল, শিমুল গাছে ঘেরা আমার ছোট্ট শৈশব।
বুকটা আজ ভিষণ বিষন্ন।। 💔💔
সৈয়দ আব্দুল হাদী সাহেবের গানের দোত্যনা সুরের মোছনা যেন চির ভাস্থর..এই সব গান গুলো কখনোই পুরানো হবে..যখনই শুনি তখনই চির নুতন লাগে...❤❤❤ ..মুর্শিদাবাদ....পশ্চিমবঙ্গ...ভারত
😭🌹
আমার একজন প্রিয় শিল্পী হল সৈয়দ আব্দুল হাদী। তার এই সুন্দর সুমধুর সুর দিয়ে আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে । আব্দুল হাদীর গান শুনলে হৃদয় টা তৃপ্ত হয়ে যায়। আহ্ কি অসাধারণ কন্ঠ। Lovely
ধন্যবাদ,,,, অনেক সুন্দর
শুভেচ্ছা ও ভালবাসা এই কিংবদন্তি লিজেন্ড হাদী স্যার কে যতদিন বাংলা ভাষা থাকবে এই গানগুলো আমৃত্যু হয়ে থাকবে😍
আহা কি মদুর সুর যতেই শুনি ততোই ভাল লাগে প্রবাস জীবন থেকে শুনছি প্রিয় শিল্পির গান খুব মিস করি ভাল থেকো প্রিয় বাংলাদেশ।
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
এইসব গানের মাঝেই আপনি চিরকাল বেঁচে থাকবেন হাদী স্যার। 🙏
সত্যিই অসাধারণ। গানের কথা, সুরের মুর্ছনা আর গায়কী ভঙ্গী সবকিছু মিলিয়ে গান প্রেমিক হৃদয়তন্ত্রীতে এক অসাধারণ তরঙ্গ সৃষ্টি করে। আমাদের এতো সমৃদ্ধ সুন্দর শব্দচয়ণ সম্বলিত গানগুলিকে উপেক্ষা করে যখন আমরা আধুনিকতার নামে ভিন্ন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়, সত্যিই মনটি খারাপ হয়ে যায়।
আমার প্রিয় শিল্পী,যতদিন যাবে পুরনো হবেনা হাদী স্যারের ঋদয় জুড়ানো গান।
ক
খ
গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পীর অপূর্ব সমন্বয়। যখন মন খারাপ থাকে তখন এই প্রিয়শিল্পীর গানগুলো আমাকে সঙ্গ দেয়।স্যালুট জানাই,হে প্রিয় শিল্পী তোমাকে, বেচেঁ থাকুক লক্ষ কোটি সবার হৃদয়ে।
আমি ভারত, কলকাতা থেকে
একজন অসাধারণ শিল্পী
সৈয়দ আবদুল হাদী মানেই সুরেলা আওয়াজ। এমনোতো প্রেম হয়, যেওনা সাথী, চোখ বুঝিলে দুনিয়া,আছেন আমার মোক্তার এ গান গুলি আমি নিজেই প্রাক্টিজ করি এবং গেয়ে থাকি খুব ভালো লাগে। এছাড়া সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি আহ্ কি সুরের মূর্ছনা.. স্যলুট ওস্তাদ তোমায়।
হঠাৎ করেই একদিন আবদুল হাদি সাহেবের গান শুনেছিলাম।এর পর যে কতবার শুনেছি তার হিসাব নেই।
আমি বাংলাদেশ, মানিকগঞ্জ জেলায় থেকে বলছি। এই সব গান গুলো সেই পোরোনো দিনের কথা মনে করিয়ে দেয় যা কখনো ভূলার নয়😢😢😢
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
এই সমস্ত গানের চাহিদা কোনদিন
কমবে না।
ধন্যবাদ ভাই,বাচাই,করা,সব গান, অনেক
মায়ত্ব, পূর্ণ, গান,,এই, গানে, জীবনের,
কথা, দেশের,কথা, মায়ের, কথা, হাশরের, কথা,সব মিশে আছে, ধন্যবাদ
শুকরিয়া আলহামদুলিল্লাহ,
পায়ের ধুলা দিবেন আমাকে?
কলকাতা থেকে গান শুনে বুক
আমার ভেঙে যাচ্ছে।অপূর্ব❤❤❤❤❤❤❤❤❤❤
💯💋👌🙏
@@BikashKumar-w4n5n পাশে আছি পাশে থাকবো। কলকাতা থেকে
এরকম শিল্পী আরো দরকার বাংলাদেশে। এরাই আমাদের দেশের সংস্কৃতি টিকিয়ে রাখবে আজীবন। Love All The Songs Of Abdul Hadi..
জানি না কি যাদু আছে এই গানগুলোতে। যতক্ষণ শুনি হৃদয়কে মোহাচ্ছন্ন করে রাখে। অসাধারন এক ক্ষমতা আছে এই গানগুলোতে। শুনতে শুরু করলে আর অন্য দিকে কর্নপাত করা যায় না।
গানগুলো ভালো লাগলে Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে।
Saad Khan 009502737069
ধন্যবাদ Muhammad Samsuddin ভাই। খুব ভালে লাগলো যে আপনি আপনার এই নাম্বারটি শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো আপনার সাথে কনটাক্ট করার জন্য।
হ্যা
Apni tik bolasen....parla apnar likhate 100 bar like detam
আমি কলকাতা থেকে শুনছি এই মুহূর্তে। খুব ছোটবেলায় রেডিওতে এই গানগুলো শুনতাম, যত বড় হচ্ছি তত জীবনের সাথে যেন মিলে যাচ্ছে।
আহারে গায়ক ও নাই আর গীতিকার ও নাই তবুও তাদের অসাধারন গান গুলো আছে এখনকার গানতো দুদিনে হীট তিনদিনের মাথায় কেউ আর মনেও করেনা
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
কে তুমি
❤
আসলেই মাটি ও মানুষের গান যাকে বলে, সেই আসল গান এগুলো এই গানের কদর কোনদিন শেষ হবে না।।
শিল্পীকে ও রচইতাকে লাল সেলাম।
জানি না কি যাদু আছে এই গানগুলোতে। যতক্ষণ শুনি হৃদয়কে মোহাচ্ছন্ন করে রাখে। অসাধারন এক ক্ষমতা আছে এই গানগুলোতে।
গানগুলো ভালো লাগলে Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে।
বস্, আমার লেখা কথাগুলোই হু বহু কপি করে দিলেন? ভালোই লাগছে। তবে ক্রেডিটটা দিলে আরো ভালো লাগতো।
এই ♪ গানগুলো অনেক ভাল
এই সুরের ভুবনে বেসুর আজ করছে রাজত্ব। ভালোবাসি হে মায়াময়ী অতীত।
এক কথায় এ গান গুলো ওমোর হয়ে থাকবে সবার কাছে
Rights
আবেগ ভালবাসার আরেক নাম সৈয়দ আব্দুল হাদি স্যার❤❤❤
সবগুলো গানই জীবনের সাথে মিশে আছে।
একা নীরবে এই গান গুলো আমি শুনি অনেক শান্তি পাই, আমাদের বাংলাদেশে শিল্পী
আমাদের মৃত্যুর পরেও এই সুন্দর গান গুলো বেচে থাকবে। আমাদের জন্য দোয়া করো যেন সৃষ্টি করতা আমাদের ভুল গুলি খমা করে দেন।
কতটা নিস্তব্ধ, কতটা অসহায়, কতটা নীরবতা, কতটা দীর্ঘশ্বাস, কতটা কষ্ট নিয়ে শুনে গেলাম।
হয়তো কেউ এসে কমেন্ট এ রিয়েক্ট দিবে, নোটিফিকেশন দেখে আবার শুনতে আসবো।😓🥺💔
একবার যদি কেউ ভালোবাসত
গুড
❤
ভালবাসা এমন এক শব্দ, যতই দুরে চলে যাক না কেনো (হৃদয়ের গভীরে ঠিকই স্মৃতি হিসেবে থেকে যায়)। যত বছর-ই পার হোক না কেনো😞😢😞R❤itu😢
কোন কোন শিল্পীর দুই একটা গানে স্বরনীয় হয়ে আছেন । আঃহাদীর প্রত্যেকটা গান ই অসাধারন যার কোন তুলনা নাই এত সুন্দর প্রত্যকটা গান
আমি Bangladesh থেকে বলছি।
ছোট বেলায় রেডিওতে শুনতাম এখন RUclips এ শুনছি। মাধ্যম টা পরিবর্তন হয়েছে কিন্তু গানগুলো এখনও হৃদয় নাড়িয়ে দেয়।
জীবন মানেই কষ্ট "তাই গান শুনে সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করি।কিন্ত এই গান গুলো যতই শুনি ততই কষ্ট বারে
Hmm.rit.same to you..life bad sad song is bettar..sme time..nistur manus onakggito dea obhela..ty gan sune nijeke ektu vava kno emn hlo.life e
2012 সালে যখন ক্লাস ফাইভ এ পড়তাম তখন থেকে এই গান গুলা ভালো লাগে
যতদিন বাংলা গান থাকবে ততদিন লিজেন্ড হাদী ভাই থাকবেন সবার হৃদয়ে❤❤
ছোট্ট বেলায় শুনেছি,, সেই ভালো লাগা থেকে এখনো সময় সুযোগ পেলে শুনি এইসব শিল্পীদের গান ধন্যবাদ জানাতে চাই ওনাদের আমাদের জন্য এত সুন্দর গান রেখে যাওয়ার জন্য
আজীবন বেঁচে থাকুক এই কালজয়ী গান গুলো
তবে প্রতিটি গানের পাশে গীতিকার আর সুরকারের নাম থাকা উচিত ছিল
প্রান টা জুড়িয়ে গেছে গান গুলো শুনে,thank q সৈয়দ আব্দুল হাদী,❤
সাথে সার বলা জেতো। সরি ভাই
খুব ছোট বেলা থেকেই এই গান শুনে আছি এখণ আমার বয়স 46বছর এখনো গান গুলো সুণতে ভালো লাগে এখণ যদি ও আমি ভারতে থাকি তবুও এই গান শুনে আছি এখণ
আমার প্রিয় আব্দুল হাদী ভাইয়ের গান আমার জীবনের সাথে মিলে মিসে একাকার হয়ে আছে সালাম হাদী ভাই এই দরনের গান উপহার দেওয়ার জন্য।গান গিলো চির ওমর হেয়ে থাক।
আধুনিক যুগের ছেলে আমি তবু্ও কেন জানি এসব গান শুনলে ভিতরটা নাড়া দিয়ে ওঠে!! চিন্তা করি কেন যে বড় হলাম সেই ছোট বেলার দিনগুলো অনেক ভালো ছিল এসব গান শুনলে সেই ছোট বেলায় খাল বিলের ছুটাছুটির কথা মনে হয়ে যায় অনেক ভালো ছিল সেই দিনগুলো৷ অনেক বেশি মিস করি সেই দিনগুলো
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
আমার জীবনের আলোটা নিভে গেছে,
আমার শিখাকে ছারা,
তাই দু'হাত তুলে আল্লাহুর কাছে একটাই চাওয়া রইলো,
কারো ভালোবাসার মানুষ যেনো কাউকে ছেরে না জায়,
Very 😭
আমার জীবনে তাই হয়েছে। আমি সবসময় তাদের জন্য দোয়া করি। আল্লাহর রহমতে ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।
youtube.com/@dehbisar?si=gQ8c1dyS5rzOyfAT
এমন composition শেখ সাদী স্যার এরপর বাংলাদেশে আর কেউ আসবেনা 🌸🌻
Kijel
ভারত থেকে শুনছি, অসাধারণ গান মন ছুয়ে গেলো
আহা! গান গুলো শুনলে মনটা একেবারে শীতল হয়ে যায় ❤
সৈয়দ আব্দুল হাদী আমরা প্রিয় শিল্পী
এই গান গুলো ৯০ দশকের বন্ধুদের জন্য, এই গান গুলোর সাথে অনেক সময় কেটেছে, এগুলো গান নয় জীবনের একটা সৃতি ।
আজ রাত এখন ১০.৫৩ ইন্ডিয়া সময়
পুরাতন না হওয়া যে গান আমার ক্লান্ত মনকে গভীর রাতের না আসা দুই চোখের ঘুম আনে ❤❤❤❤❤❤
৭০/৮০/৯০ দশকের গানগুলো চিরকাল অমর হয়ে থাকবে। অসাধারণ চমৎকার গান গুলি এবং কন্ঠে আছে মাদূর্য।যে গান গুলি অমর হয়ে থাকবে যা ছিল মানুষের মূখে মূখে এই গান গুলি। কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য তারা ও এসে দেখবে।💢 আকাশ হৃদয়ের কাছাকাছি 🌿 নাসিরাবাদ 2 নং গেইট মসজিদ গলি লিচু বাগান চট্টগ্রাম ♥️
আমার সবচেয়ে প্রায় শিল্পীদের মধ্যে আব্দুল হাদি একজন। 😍♥️♥️♥️
সুরের মূর্ছনায় পুলকিত মন, এগানের মোহনায় ফিরে ফিরে আসে হাড়ানো, অতীতের দিনগুলো।
অসাধারণ একটি গান
Alhamdulillah onek valo laglo
আহ্,,, মধুর শুর মন জুড়িয়ে যায় যতো শুনি, মনে পড়ে যায় অতীত দিন সৃতিময় গৌধূলীর মায়া।
হ্রদয় ছুয়ে যাওয়া গান।
গান গুলো শুনে পুরানো দিনের স্মৃতি মনে পড়ে যায়। সেই ২০০৬ইং সালের কথা সোহাগ ভলবো কোম্পানিতে চাকরি করতাম সারারাত জেগে কাউন্টার বা গাড়ীতে ডিউটি করার সময় গানগুলোর রেকর্ড বাজতো আর মনটা জুড়িয়ে যেত। আর বার বার শুনতে থাকতাম হায়!
সেই অতীত আজ কতদূরে......... ইব্রাহীম আনছারী। টাংগাইল, মির্জাপুর, বাঁশতৈল।
❤সেরা সেরা সৈয়দ আব্দুল হালি
জীবনের সাথে জড়িয়ে আছে এই এ্যালবাম।
এই গানগুলোর কোন তুলনা হয়না |
এমন একটি এলবাম যা সারাদিন রাত আমি শুনি কিন্তু একটুও বোরিং লাগেনা
শুনতেই ইচ্ছে করে সবগুলো গান🖤🖤🖤🖤
সৈয়দ আব্দুল হাদী স্যারের গান গুলোর মাঝে অন্য রকম একটি ভাব সুর রয়েছে ওনার গান গুলো শুনলে অনেক ভালো লাগে আর এ গানে ও শুরের মাধ্যমে বেচে থকবে সারা জীবন আমদের প্রিয় স্যার❤❤❤❤❤❤❤❤❤❤❤❤৷ প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটি এলবাম শুনাই হতো না যেখানেই থাক ভালো থেক 😢😢😭😭😭😭😭😭💔💔💔💔💔🥀🥀🥀
সৈয়দ আব্দুল হাদী স্যারের গানগুলো সত্যিই অসাধারণ,❤❤❤❤❤ মাঝেমধ্যে উনার গান আমি শুনে থাকি,
ভালোবাসা অবিরাম হাদি স্যার।ছোট বেলার কথা মনে পরে গেল 😢😢
বাংলাদেশ যতদিন থাকবে হাদি সার এর গান অমর হয়ে থাকবে 💪💪💪💪💪
জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে''''''''
👍
ami Bangladesh theke sob somoy sunchi❤❤❤❤
কত মায়া কত আবেগ আহ্, গান গুলো জীবনের সাথে এমন ভাবে মিলে গেলো "সত্যি গান গুলো হৃদয় ছুয়ে গেলো ""
2020 কে কে এই গান শুনেছেন।আব্দুল হাদী ভাইয়ের।
আমি 07. 03.2020
আমার অনেক ভালো লাগে এই গান গুলো
Zahangir Alom আমি মনিরুজ্জামান শুনেছি।
Vaiya ami to all time suni
2022 Akon 12.27
অসম্ভব সন্মান জানাই গীতিকার আর সুরকারদের এমন গানের কথার জন্য।।
রাইট মিস
onak sunder
gan guli joto bar suni toto bar e buker vitor ta dumre muchre othey
2021 সালে এসে আমার মতো কে কে এই গানটি দেখেছেন 🖐️🖐️👍👍👍
Ami
Me
Ami
Me too
শেখ সাদী খান স্যারের দীর্ঘায়ু কামনা করি 🙏🙏
সৈয়দ আব্দুল হাদী স্যার আমাদের দেশের গর্ব💓
এতো সুন্দর আর এমন কন্ঠ আল্লাহ তাকে দিয়েছে যত শুনি সব কষ্ট গুলা যেনো চোখের সামনে আমার ছোট বেলার প্রিয় গান আমি কিন্তুু যানতামনা উনার নাম তখনতো এতো ফোন ছিলো না সে সবার মাঝে বেঁচে থাকবে
গান গুলো অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে 😊
- অনেক সুন্দর গান গুলা 🖤🥀 এখনকার টাইম এ এরকম গান হয় না 😔🙂 স্যার আবদুল হাদী সারাজীবন বেঁচে থাকবে মানুষের হ্রদয় জুড়ে 🤗🥀
কষ্টের মাঝে প্রশান্তির বারিধারা, অসাধারণ মনোমুগ্ধকর আবেগে আপ্লূত হয়ে যাই।
একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী🌍
নিশীথ প্রহরে তন্দ্রা ঘোরে
শাল মহুয়ার পাড়ে ;
কে কাঁদে করুণ সুরে
তুমি কী আমার নীলাঞ্জনা....
মোর আঁখি পাতে
ঘুম নেই তাতে ;
ঝরে জল ঝর্ণা স্রোতে
কাঁদে কাকাতুয়া দেখ মোর সাথে
তুমি কী আর আসবেনা... 😢😢
তোমাদের সুখের নীরে গানটা খুবি সুন্দর। একটা দারুন কষ্ট উচ্চারিত গানটার মধ্যে।
Syed Abdul Hadi Bhai er Sur Jodi Islamic Gann Gaito Khub Valo Lagto
He is a legend
;'.;/
o0okl[=i9
আবেগ ভালবাসার আরেক নাম সৈয়দ আব্দুল হাদি স্যার