Ma ke brash or chemical diye parisker kra uchit noy. Apnay gaye brash or chemical lagiye khocha marle kemon lagbe. Faltu vd. Ulta palta shekhaben na police complen karbo
আপনি আগে আমার একটা কথা উত্তর দিবেন,আমরা প্রতিদিন স্নান করি, নিজের শরীরকে পরিষ্কার করি, কিন্তু আমরা যে প্রতিদিন পূজো করি ঠাকুরকে, তাকে তো প্রতিদিন স্নান করায় না, অন্তত সপ্তাহে একবার যদি করান তাও তো হয়, সেটাও করানোর সময় আপনাদের নেই। এক বছর পর যদি পরিষ্কার করতে হয় তাহলে কেমিক্যাল ব্যবহার করতেই হবে। আর সপ্তাহে একদিন যদি পরিষ্কার করেন মেটে সিঁদুর দিয়ে তাহলেই চকচকে হয়ে থাকবে। আপনিও যদি এক বছর স্নান না করেন তাহলে আপনাকেও কেমিক্যাল বা ঝামা দিয়ে ঘষে ঘষেও আপনার শরীরকে পরিষ্কার করা যাবে না। পুলিশ কমপ্লেন কেন?? আপনি হাইকোর্টে কেস করুন।😂
Apni vedio dekhte asechen, na police complain korte, apner jodi thik na mone hoy korben na, keu to jor kore ni, protita jinis jar modhey pran ache ba pran nei tar poriskar korar dhoron alada, gacheo to pran ache, kintu amra kitnasok di, nahole gach more jabe, murti te pran thake na, sudhu amra srodha r bisas rakhte pari, tahole to maa durga, kali, lokhi ader bisorjon deyar niyom thakto na.
এরকম ভিডিও আমি প্রতিদিন একটা করে দিয়ে থাকি, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনার অনেক কিছু জানতে পারবেন। ভাল থাকবেন। ভিডিও করে ভালো লাগলে শেয়ার করবেন। ❤️❤️❤️
আপনি ঠাকুর পরিস্কার করার উপায় দেখালেন সকলের খুব ভালো লাগলো। কিন্তু আপনি শুধু এই কথা বলুন পিতলের তৈরি বাসন আর পিতলের ঠাকুর কি এক?? ঠাকুরের মধ্যে প্রান থাকে কিন্তু বাসনের মধ্যে প্রান থাকে না। তাই বাসন পরিস্কার করতে যে দ্রব্য আমরা ব্যবহার করি সেটা কি ঠাকুরের ক্ষেত্রে ব্যবহার করা উচিত কি?? একবার ভেবে দেখুন এইসব ক্যামিকেল যুক্ত পাউডারে ঠাকুরের কতোটা কষ্ট হয়? ঠাকুরের বিগ্রহ হয়তো কথা বলে না তাই আমরা বুঝিনা, কিন্তু বিগ্রহের মধ্যে প্রান আছে তার ও যে কষ্ট হয় এগুলো দিলে এটা অনুভব করতে হবে। তাই এগুলোর বিকল্প এমন কিছু ঠাকুর পরিস্কারের ক্ষেত্রে দিতে হবে যাতে তার শ্রী অঙ্গের কষ্ট না হয়। একবার ভেবে দেখুন আপনি আপনার বাড়ির বাসন পরিস্কার করতে ভিমবার সাবান ব্যবহার করেন কিন্তু সেই একই ভিমবার সাবান কি আপনি আপনার গায়ে মাখেন?? নিশ্চয়ই নয়?? কারন ওতে ক্ষার থাকে সেটা আমাদের ত্বকের জন্য খারাপ। তাহলে আপনি ভগবানের ক্ষেত্রে কেন বাসন পরিস্কার করার দ্রব্য তার শ্রী অঙ্গে দিচ্ছেন?? এইটুকু তো আমাদের সবার বোঝা উচিত যে এতে তারও কষ্ট হয়। আমরা তাকে বোঝার চেষ্টা করি না কখনো তার কষ্ট বুঝিনা অথচ নিজেদের বোঝা নিজেদের কষ্টের কথা সবসময় তাকে বলি। আমরা যদি তার হয়ে উঠতে পারি তবে তো তিনি আমাদের হবেন🙏🙏 ভেবে দেখবেন একবার কথাগুলো ঠিক বললাম কিনা
একদম ১০০% সঠিক কথা বলেছেন, কিন্তু কি বলুন তো আমরা প্রতিদিন স্নান করি, প্রতিদিন নিজের শরীরকে পরিষ্কার করি, কিন্তু এই ঠাকুর গুলো বছরে একবার বা দুবার পরিষ্কার করে। তাহলে তো নোংরা জমবে। এবার যখন আমাদের দোকানে নিয়ে এসে কেউ বলে দাদা এটাকে পরিষ্কার করে দিতে হবে, তখন আমরা এভাবে পরিষ্কার করে থাকি, মূর্তিগুলোতে এতটাই নোংরা জমে যায়, তখন এই সমস্ত কেমিক্যাল গুলো ব্যবহার না করলে পরিষ্কার করা সম্ভব না। আপনি যদি বাড়িতে সপ্তাহে একবার টক দই মাখিয়ে দিয়ে স্নান করিয়ে নেন তাহলে কিন্ত পরিষ্কার থাকবে, সেটা কেউ করে না,এবং তখন কারো সময়ও হয় না। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে পিতলের বাসন আর পিতলের মূর্তি সবই একই পিতল এর মধ্যে কোন পার্থক্য নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন এই কামনা করি। নমস্কার, 🙏
@@PrakashDas-cn1kn দাদা আমি কখনোই বলিনি পিতলের তৈরি বাসন আর মুর্তি একই। হতে পারে দুই পিতলের তবু বাসনের মধ্যে প্রান নেই কিন্তু মুর্তির মধ্যে প্রান আছে। তাই বাসন আর মুর্তির গ্রহনযোগ্যতা আমাদের কাছে আলাদা🙏🙏 আপনি যদি পিতলের যেকোন বিগ্রহ যেমন গোপাল। এই গোপাল হটাত মাটিতে পড়ে গেলে আমাদের প্রান কেঁদে ওঠে কিন্তু পিতলের বাসন মাটিতে পড়ে গেলে আমাদের কিন্তু সেই অনুভূতি হয়না। তাই পিতলের ঠাকুর এবং বাসনের গ্রহনযোগ্যতা আমাদের কাছে আলাদা🙏🙏
একদম ঠিক কথা বলেছেন,আমরা পীতাম্বরী দিয়ে বাসন পরিস্কার করি,সেটা কখনোই বিগ্রহের শ্রীঅঙ্গে দেওয়া উচিত নয়। আমি আমার দেবদেবীর বিগ্রহ টক দই দিয়ে মিনিট পাঁচেক রেখে দিই,তারপর মধু ও বেসনের একটি মিশ্রণ দিয়ে ভালো করে ডলে, পরিস্কার ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিই। পিতলের বিগ্রহ সোনার মত উজ্জ্বল হয়ে ওঠে।
খুব সুন্দর শিখলাম। বন্ধু হোলাম।👍করলাম। বন্ধু, আমাদের দুজনেরই একই নাম। আপনিও একই ভাবে 24ঘণ্টা বা একদিন পর আমার একটা গান পুরো শুনে বন্ধু হবেন এটুকুই আশা করছি। দীপাবলীর শুভেচ্ছা জানাই ❤❤🎉🎉🌹🌹🌷🌷
Chhotobelai Saraswati pujor din bhor bela Ma amader boneder chobra saban diye ga ghose poriskar kore dito......amader jonno chobra r thakur er jonno brush....asubidha kothai? Dorkar hole supersoft brush use kora jai. R citric acid toh khabar e use hoi....shelf life baranor jonno sauce etc te citric acid use kora hoi.... asubidha thakle er bodole patilebu use kora chole
বেকিং সোডা আর ভিনেগার আর জল দিয়ে পাত্রটিকে গ্যাসের উপর চাপিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিবেন, নামিয়ে ওই অবস্থায় রেখে দিবেন একদিন , তারপরে স্টিল স্ক্রাবার দিয়ে ঘষবেন পরিষ্কার হয়ে যাবে।
পীতাম্বরী না পাওয়া গেলে, ঘুটের ছাই গুঁড়ো নিয়ে পাতলা কাপুড়ে চেলে নিয়ে ঐ ছাই আর ডিটারজেন্ট পাউডার আর সামান্য জল দিয়ে কসবাইট সাহায্যে ঘষবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে । নমস্কার, ভালো থাকবেন ❤️❤️
উপকৃত হলাম। আপনার দেখানো মা লক্ষ্মী একদম এই রকম আমার আছে । অনেক জায়গায় নীল রঙ হয়ে গেছে। খুব মন খারাপ করে দেখে । কেও বলছে এসিড দিতে হয়না ঠাকুরের গায়ে। কথাটা সেই মতো ভাবলে ঠিক। আবার দেখেও কষ্ট হয়। কি যে করি।😢
আমি যেভাবে দেখালাম এভাবে করুন, এইটা কোন খারাপ অ্যাসিড না, লেবুতে আমরা যে অ্যাসিড খেয়ে থাকি সেটাই।সাইট্রিক অ্যাসিড রান্নার কাজে ব্যবহার হয়। চিনির দামার মতো দেখতে মুদির দোকানে পেয়ে যাবেন।
সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমরা লেবুতে যে অ্যাসিড খেয়ে থাকি সেটাই, চিনির দানা আকারে মুদির দোকানে কিনতে পাওয়া যায়। এটা টকের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটা অম্লজাতীয় রান্নার কাজে ব্যবহার হয়।
এই ভিডিওতে যেভাবে দেখালাম এভাবেই করুন। এখানে যেটি ব্যবহার করা হয়েছে এটা সাইট্রিক অ্যাসিড, এটা আমরা লেবুতে অ্যাসিড খায় সেটাই, চিনির দানার আকারে পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহার হয়। মুদির দোকানে পেয়ে যাবেন। সেটা যদি ব্যবহার করতে না চান, তাহলে লেবু আর লবণ লাগিয়ে ওইভাবে পরিষ্কার করার পরে,পীতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করুন।
একটা পাত্রে জল নেবেন তাতে, লিকুইড ভীম বার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে তার মধ্যে শঙ্খটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন,ঐ আধঘন্টা মত,তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যেমন পরিস্কার হবে তেমন উজ্জ্বল থাকবে।
পীতাম্বরী পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর ব্রাশ দিয়ে হালকা হালকা করে ঘষে ধুয়ে নিবেন, ধুয়ে নেওয়ার পর ঠাকুরটিকে রৌদ্রে রাখবেন এক ঘণ্টার মতো। তারপরে তুলে নেবেন
ঠাকুরটাকে ভিজিয়ে নিবেন, তারপর পীতাম্বরী পাউডার লাগিয়ে দিবেন । ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যদি এটা না করতে চান। টক দই মাখিয়ে কিছুক্ষণ রাখবেন, দিয়ে ভালো করে ধুয়ে নিবেন, শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছবেন, কিছুক্ষণ রোদ্দুরে রাখবেন। শুকিয়ে গেলে এক নম্বর মেটে সিদুর নিয়ে এসে ঘষে ঘষে পরিষ্কার করবেন। আর সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেবেন ।
Rupari Silver Shine নামে একটা লিকুইড পাওয়া যায়, ওইটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে লিকুইড টি লাগিয়ে দিবেন, তারপরে ব্রাশ দিয়ে হালকা করে ঘষবেন, পরিষ্কার হয়ে যাবে ❤️
ভিডিওটি ভালো করে দেখুন, আমি সব বুঝিয়ে বলেছি, কি দিয়ে বানিয়েছি এবং কতটা পরিমাণ দিয়েছি কি জিনিস দিয়েছি, সব বলে দিয়েছি। ভিডিওটা ভালো করে দেখলে সব জানতে পারবেন।
মিউরিয়েটিক অ্যাসিড কাপড়ে করে নিয়ে আয়নায় ভালো করে লাগিয়ে দিবেন। তারপর ভেজা কাপড় দিয়ে দু-তিনবার মুছবেন। তারপরে জল ছিটিয়ে পেপার ঘষে ঘষে পরিষ্কার করবেন।❤️❤️
দাদা আমার বাড়িতে বড় মার্বেল পাথরের সাইবাবার মূর্তি আছে। নিয়মিত জল লাগতে লাগতে মূর্তিটি হলুদ হয়ে গেছে। কি দিয়ে পরিস্কার করলে আবার আগের মত উজ্জল হবে বলে দিলে উপকৃত হব।
টক দই মাখিয়ে এক ঘণ্টার মতো রেখে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এক ঘণ্টার মতো রোদে রাখবেন, তারপর এক নম্বর মেটে সিঁদুর নিয়ে এসে ঘষে ঘষে পরিষ্কার করবেন। শুকনো সুতির কাপড় দিয়ে ঘষবেন চকচকে হয়ে যাবে।
ভিডিও টি তে ঠাকুর পরিষ্কার করার পদ্ধতি আমার একদম পছন্দ হয়নি দাদা,মায়ের পীতাম্বর মাটি দিয়ে পরিষ্কার করছেন এটা ভারি অন্যায় 😢 তারওপর শক্ত ব্রাশ দিয়ে আপনি নিজে ভাবুন তো আপনি নিজে ব্রাশ দিয়ে নিজের গা মুখ ঘোসেন??
আমরা প্রতিদিন স্নান করি,নিজের শরীরকে পরিষ্কার করি কিন্তু ঠাকুর গুলোকে সপ্তাহে একদিন যদি টক দই মাখিয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়ে, এক নম্বর মেটে সিঁদুর দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে। তাহলে পরিষ্কার হয়ে থাকবে। দেখুন এক বছর ধরে ঠাকুরটি বাড়িতে থাকে, কোন দিন পরিষ্কার করেন না, বছরে একদিন দোকানে নিয়ে এসে বলবেন যে নতুনের মত ঝকঝকে করে দিতে হবে, তখন এইভাবে ছাড়া আর কোন উপায় থাকে না। নমস্কার, ভালো থাকবেন ❤️
পিতল অ্যাসিডে পুড়বে না, ওটা পুড়ে যায়নি অ্যাসিডের দাগ। পীতাম্বরী পাউডার ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিবেন, তারপর ব্রাশ দিয়ে ঘষবেন একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে।
@@sanjanapradhan7277 যদি বলি হ্যাঁ আপনি কি করবেন তাহলে তাহলে একটা কথা বলি আপনার ঘরে গোপাল ঠাকুর আছে কিনা জানি না, তবে গোপাল ঠাকুরকে কখনো কেউ পিতম্বোরি দিয়ে মাজে?আপনি কি দেখেছেন? তাহলে লক্ষ্মী ঠাকুর কে কেনো পীতাম্বর দিয়ে মাজবে
@@Mistu03-u2b kar barir thakur k pitambori die maje na r kichu die maje seta apni sob jene bose achen!?apni ato gyani!?ato boro prithibite k ki die pujo korche,murti poriskar korche sob apni jene bose achen r apnar janatai thik r ses kotha amon kotha kothao bola nei...seta obastob...nijer janar poridhi baran...na parle ojotha torko barie nijer ogyotar advertise korbenna please
THANK YOU 👍 VERY MUCH FOR SHARING THIS VIDEO SWASWADHA PRANAM JANYE APNI KHOOB BHALO THAKUN AE PRATHANA KORI 🙏APNI KOTHYE THAKEN JANABEN PLEASE PHONE NUMBER DIYE DABEN AMER KHOOOOB DARKER DON'T MIND
Ma ke brash or chemical diye parisker kra uchit noy. Apnay gaye brash or chemical lagiye khocha marle kemon lagbe. Faltu vd. Ulta palta shekhaben na police complen karbo
আপনি আগে আমার একটা কথা উত্তর দিবেন,আমরা প্রতিদিন স্নান করি, নিজের শরীরকে পরিষ্কার করি, কিন্তু আমরা যে প্রতিদিন পূজো করি ঠাকুরকে, তাকে তো প্রতিদিন স্নান করায় না, অন্তত সপ্তাহে একবার যদি করান তাও তো হয়, সেটাও করানোর সময় আপনাদের নেই। এক বছর পর যদি পরিষ্কার করতে হয় তাহলে কেমিক্যাল ব্যবহার করতেই হবে। আর সপ্তাহে একদিন যদি পরিষ্কার করেন মেটে সিঁদুর দিয়ে তাহলেই চকচকে হয়ে থাকবে।
আপনিও যদি এক বছর স্নান না করেন তাহলে আপনাকেও কেমিক্যাল বা ঝামা দিয়ে ঘষে ঘষেও আপনার শরীরকে পরিষ্কার করা যাবে না।
পুলিশ কমপ্লেন কেন?? আপনি হাইকোর্টে কেস করুন।😂
Apni vedio dekhte asechen, na police complain korte, apner jodi thik na mone hoy korben na, keu to jor kore ni, protita jinis jar modhey pran ache ba pran nei tar poriskar korar dhoron alada, gacheo to pran ache, kintu amra kitnasok di, nahole gach more jabe, murti te pran thake na, sudhu amra srodha r bisas rakhte pari, tahole to maa durga, kali, lokhi ader bisorjon deyar niyom thakto na.
Khub upokari v.,d.o. thanks dada ...ai rakom ro deben .
এরকম ভিডিও আমি প্রতিদিন একটা করে দিয়ে থাকি, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনার অনেক কিছু জানতে পারবেন। ভাল থাকবেন।
ভিডিও করে ভালো লাগলে শেয়ার করবেন।
❤️❤️❤️
Very important and useful video , thanks 👍👍🙏🙏 , bhalo thakben 🙏🙏
ধন্যবাদ ❤️❤️🙏
Khub vlo laglo,,,,,❤aro ai rokom video chai ✨🙌🏻
ধন্যবাদ,,, আমি প্রতিদিন এইরকম একটা করে ভিডিও দিয়ে থাকি,,
@PrakashDas-cn1kn ধন্যবাদ
দাদা, এই ভিডিওটি আমার জন্য খুবই উপকারী। দোকানের মূর্তি পরিষ্কারের জন্য খুব কাজে লাগবে।
ভালো থেকো ❤️❤️
খুবই উপকৃত হলাম 👌👌👌
ধন্যবাদ ❤️🎉
খুব সুন্দর ভিডিও দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন ❤
ধন্যবাদ ❤️
Asadharon!
Daruuun upokari important video ❤
ধন্যবাদ ❤️
Khub i proyojonio kaaj sekhalen dada,onek dhonyobad 👃
আপনাকেও অনেক ধন্যবাদ, ভিডিও গুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন পাশে থাকবেন।
নমস্কার, ভালো থাকবেন ❤️
❤❤ খুব সুন্দর ভিডিও টা আপনের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি কাকু ❤❤
ধন্যবাদ, তুমি ভালো থেকো ❤️❤️🎉
Thanku kaku khub valo laglo
❤️❤️❤️❤️
Khub sundor, o kajer video
ধন্যবাদ ❤️🎉
আপনি ঠাকুর পরিস্কার করার উপায় দেখালেন সকলের খুব ভালো লাগলো। কিন্তু আপনি শুধু এই কথা বলুন পিতলের তৈরি বাসন আর পিতলের ঠাকুর কি এক?? ঠাকুরের মধ্যে প্রান থাকে কিন্তু বাসনের মধ্যে প্রান থাকে না। তাই বাসন পরিস্কার করতে যে দ্রব্য আমরা ব্যবহার করি সেটা কি ঠাকুরের ক্ষেত্রে ব্যবহার করা উচিত কি?? একবার ভেবে দেখুন এইসব ক্যামিকেল যুক্ত পাউডারে ঠাকুরের কতোটা কষ্ট হয়? ঠাকুরের বিগ্রহ হয়তো কথা বলে না তাই আমরা বুঝিনা, কিন্তু বিগ্রহের মধ্যে প্রান আছে তার ও যে কষ্ট হয় এগুলো দিলে এটা অনুভব করতে হবে। তাই এগুলোর বিকল্প এমন কিছু ঠাকুর পরিস্কারের ক্ষেত্রে দিতে হবে যাতে তার শ্রী অঙ্গের কষ্ট না হয়।
একবার ভেবে দেখুন আপনি আপনার বাড়ির বাসন পরিস্কার করতে ভিমবার সাবান ব্যবহার করেন কিন্তু সেই একই ভিমবার সাবান কি আপনি আপনার গায়ে মাখেন?? নিশ্চয়ই নয়?? কারন ওতে ক্ষার থাকে সেটা আমাদের ত্বকের জন্য খারাপ। তাহলে আপনি ভগবানের ক্ষেত্রে কেন বাসন পরিস্কার করার দ্রব্য তার শ্রী অঙ্গে দিচ্ছেন?? এইটুকু তো আমাদের সবার বোঝা উচিত যে এতে তারও কষ্ট হয়। আমরা তাকে বোঝার চেষ্টা করি না কখনো তার কষ্ট বুঝিনা অথচ নিজেদের বোঝা নিজেদের কষ্টের কথা সবসময় তাকে বলি। আমরা যদি তার হয়ে উঠতে পারি তবে তো তিনি আমাদের হবেন🙏🙏
ভেবে দেখবেন একবার কথাগুলো ঠিক বললাম কিনা
একদম ১০০% সঠিক কথা বলেছেন, কিন্তু কি বলুন তো আমরা প্রতিদিন স্নান করি, প্রতিদিন নিজের শরীরকে পরিষ্কার করি, কিন্তু এই ঠাকুর গুলো বছরে একবার বা দুবার পরিষ্কার করে। তাহলে তো নোংরা জমবে। এবার যখন আমাদের দোকানে নিয়ে এসে কেউ বলে দাদা এটাকে পরিষ্কার করে দিতে হবে, তখন আমরা এভাবে পরিষ্কার করে থাকি, মূর্তিগুলোতে এতটাই নোংরা জমে যায়, তখন এই সমস্ত কেমিক্যাল গুলো ব্যবহার না করলে পরিষ্কার করা সম্ভব না। আপনি যদি বাড়িতে সপ্তাহে একবার টক দই মাখিয়ে দিয়ে স্নান করিয়ে নেন তাহলে কিন্ত পরিষ্কার থাকবে, সেটা কেউ করে না,এবং তখন কারো সময়ও হয় না।
এবং আপনি আরেকটা কথা বলেছেন যে পিতলের বাসন আর পিতলের মূর্তি সবই একই পিতল এর মধ্যে কোন পার্থক্য নেই।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন এই কামনা করি।
নমস্কার, 🙏
@@PrakashDas-cn1kn দাদা আমি কখনোই বলিনি পিতলের তৈরি বাসন আর মুর্তি একই। হতে পারে দুই পিতলের তবু বাসনের মধ্যে প্রান নেই কিন্তু মুর্তির মধ্যে প্রান আছে। তাই বাসন আর মুর্তির গ্রহনযোগ্যতা আমাদের কাছে আলাদা🙏🙏 আপনি যদি পিতলের যেকোন বিগ্রহ যেমন গোপাল। এই গোপাল হটাত মাটিতে পড়ে গেলে আমাদের প্রান কেঁদে ওঠে কিন্তু পিতলের বাসন মাটিতে পড়ে গেলে আমাদের কিন্তু সেই অনুভূতি হয়না। তাই পিতলের ঠাকুর এবং বাসনের গ্রহনযোগ্যতা আমাদের কাছে আলাদা🙏🙏
@@PrakashDas-cn1kn খুব সুন্দর বুঝিয়েছেন😊
একদম ঠিক কথা বলেছেন,আমরা পীতাম্বরী দিয়ে বাসন পরিস্কার করি,সেটা কখনোই বিগ্রহের শ্রীঅঙ্গে দেওয়া উচিত নয়।
আমি আমার দেবদেবীর বিগ্রহ টক দই দিয়ে মিনিট পাঁচেক রেখে দিই,তারপর মধু ও বেসনের একটি মিশ্রণ দিয়ে ভালো করে ডলে, পরিস্কার ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিই।
পিতলের বিগ্রহ সোনার মত উজ্জ্বল হয়ে ওঠে।
Kothao khuje pachina
Sitric acid powder 😢
খুব সুন্দর অনেক অনেক ভাল লাগলো দাদা ধন্যবাদ 🙏🙏🙏👍🌷💐🇧🇩❤️
ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন
Thank you ..🙏 for sharing this video.. needful
ধন্যবাদ, ভালো থাকবেন ❤️
Very nice thank you
ভালো থাকবেন
খুব ভালো লাগলো ❤❤❤
❤️❤️❤️
খুব উপকারী ভিডিও 👌
ধন্যবাদ,, ❤️
khub khub vlo laglo friend ❤❤👍
অনেক, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি ভালো থেকো ❤️❤️
দাদা খুব উপকৃত হলাম। পিতামবরী দিয়ে পরিস্কার করেছিলাম, পরিস্কার হয়নি। অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন ❤️
Darun Darun ❤
ধন্যবাদ ❤️
বাঃ
ধন্যবাদ ❤️
খুব সুন্দর শিখলাম। বন্ধু হোলাম।👍করলাম। বন্ধু, আমাদের দুজনেরই একই নাম। আপনিও একই ভাবে 24ঘণ্টা বা একদিন পর আমার একটা গান পুরো শুনে বন্ধু হবেন এটুকুই আশা করছি। দীপাবলীর শুভেচ্ছা জানাই ❤❤🎉🎉🌹🌹🌷🌷
ধন্যবাদ, ভালো থাকবেন ❤️❤️🎉
অসংখ্য ধন্যবাদ আপনার দোকান কোথায় দক্ষিণেশ্বরে থাকি আমি।
ধন্যবাদ আপনাকেও,
জিয়াগঞ্জ মুর্শিদাবাদ
Aiii rokom laxmi thakur apner ka66a kinta pawa jba
অবশ্যই পাওয়া যাবে এটা পাঁচ কিলো ওজন আছে, ৮৫০ টাকা কেজি দাম পড়বে।
Khub bhaloi video
Thakurer angarag kothy kora jai jadi Japan south kolkata te
আমার ঠিক জানা নেই আমার বাড়ি মুর্শিদাবাদ।
খুব ভালো লাগলো দাদা 🎉 আপনার পরিবারে যুক্ত হলাম 🎉🎉🎉
ধন্যবাদ,,, ভালো থাকবেন ❤️❤️🎉🎉
Thank you Dada
ভালো থাকবেন ❤️
Dada rupor loket ki vaba poriskar korbo
Rooperi Silver Shine নামে একটি লিকুইড পাওয়া যায় ,ওইটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে লাগাবেন পরিষ্কার হয়ে যাবে।
Chhotobelai Saraswati pujor din bhor bela Ma amader boneder chobra saban diye ga ghose poriskar kore dito......amader jonno chobra r thakur er jonno brush....asubidha kothai? Dorkar hole supersoft brush use kora jai. R citric acid toh khabar e use hoi....shelf life baranor jonno sauce etc te citric acid use kora hoi.... asubidha thakle er bodole patilebu use kora chole
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,একদম ঠিক বলেছেন, খুব সুন্দর বলেছেন, খুবই ভালো লাগলো আমার।
আপনি ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
❤️❤️🎉🎉
Nice sharing 👍💖💖💖
ধন্যবাদ ❤️
😍😍😍😍😍🥰🥰🥰
❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
শুভ বিজয়া দাদা।
শুভ বিজয়া ❤️❤️
Dada steel er basin pure gelo poriskar karat upay bolben am I chhattisgarh theke apnar blog dekhi bhalo lage
বেকিং সোডা আর ভিনেগার আর জল দিয়ে পাত্রটিকে গ্যাসের উপর চাপিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিবেন, নামিয়ে ওই অবস্থায় রেখে দিবেন একদিন , তারপরে স্টিল স্ক্রাবার দিয়ে ঘষবেন পরিষ্কার হয়ে যাবে।
Kaku blchi সাইট্রিক অ্যাসিড তো লেবু তে থাকে। To ami ki lebur juice use korte pari powder er bodole?
লেবুর রস আর লবণ দিতে পারেন, ধুয়ে নেওয়ার পর প্রীতম্বরি পাউডার দিয়ে দিয়ে যেভাবে দেখালাম এইভাবে করবেন।
সাইট্রিক অ্যাসিডের বিকল্প কিছু দেওয়া যায় কি?
অবশ্যই দেওয়া যায়, লেবুর রস দিতে পারেন
দাদা আপনি তো অনেক কিছু পরিষ্কার করা দেখিয়েছেন। শাঁখা পরিষ্কার করা দেখালে খুব ভালো হয় ।
আমার চ্যানেলে একটি শঙ্খ পরিষ্কার করা ভিডিও দেওয়া আছে, ওইভাবে শাঁখা পরিস্কার হবে। ভিডিওটি দেখে নেবেন।
❤️❤️
🙏 শুভ বিজয়া দাদাভাই ❤
শুভ বিজয়া,, ❤️🙏
দাদা ষটীল এর বাসন পরিষ্কার করাটা দেখাবেন দযা করে
স্টিলের বাসন পরিষ্কার কিভাবে করবেন , এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিয়ে করবেন তাহলে হবে।
সাইটিক পাউডার। এর অন্য নাম কী,?
সাইট্রিক অ্যাসিড, একটি রান্নার কাজে ব্যবহার হয়, লেবুতে যে অ্যাসিড খেয়ে থাকি সেটাই, চিনির দানার মতো দেখতে, মুদির দোকানে পেয়ে যাবেন
Tetul diyea valo hoy poriskar
ধন্যবাদ ❤️
তামার হোম কুন্ডু হোম পাত্র কিভাবে পরিষ্কার করব বিশেষ করে বাইরের দিক গুলো একটু দেখাবেন প্লিজ
আমার চ্যানেলে তামার ঘট পরিষ্কার করার একটা ভিডিও দেওয়া আছে। দেখে নিয়ে ওই রকম ভাবে করবেন, একদম ঝকঝকে হয়ে যাবে।
দাদা আমাদের বাংলাদেশেতো এই পিতাম্বরি পাউডার পাইনা কি করবো আমারতো খুব প্রয়োজন বেসিংএ হারপিকের দাগ উঠেনা
পীতাম্বরী না পাওয়া গেলে, ঘুটের ছাই গুঁড়ো নিয়ে পাতলা কাপুড়ে চেলে নিয়ে ঐ ছাই আর ডিটারজেন্ট পাউডার আর সামান্য জল দিয়ে কসবাইট সাহায্যে ঘষবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে ।
নমস্কার, ভালো থাকবেন ❤️❤️
দ্রবণ টা কি বলবেন ভাই
ভিডিওটি ভালো করে দেখুন,খুন ভালো করে বুঝিয়ে বলেছি, কিভাবে করতে হবে তাও দেখিয়ে দিয়েছি।
Citrc asid মানে কি costic soda ?
সাইট্রিক অ্যাসিড মুদির দোকানে পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহার হয়।
Ami paka tetul diye aram se clean kari
পাকা তেঁতুলে ও পরিষ্কার হবে,,❤️❤️
উপকৃত হলাম। আপনার দেখানো মা লক্ষ্মী একদম এই রকম আমার আছে । অনেক জায়গায় নীল রঙ হয়ে গেছে। খুব মন খারাপ করে দেখে । কেও বলছে এসিড দিতে হয়না ঠাকুরের গায়ে। কথাটা সেই মতো ভাবলে ঠিক। আবার দেখেও কষ্ট হয়। কি যে করি।😢
আমি যেভাবে দেখালাম এভাবে করুন, এইটা কোন খারাপ অ্যাসিড না, লেবুতে আমরা যে অ্যাসিড খেয়ে থাকি সেটাই।সাইট্রিক অ্যাসিড রান্নার কাজে ব্যবহার হয়।
চিনির দামার মতো দেখতে মুদির দোকানে পেয়ে যাবেন।
azinamoto ?
Saitric acid kon kaje lage dada?
সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমরা লেবুতে যে অ্যাসিড খেয়ে থাকি সেটাই, চিনির দানা আকারে মুদির দোকানে কিনতে পাওয়া যায়। এটা টকের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটা অম্লজাতীয় রান্নার কাজে ব্যবহার হয়।
@@PrakashDas-cn1kn ok
Apni j ta video ta dakha66en sa ta r weight koto
এটার ওয়েট ৫ কেজি ১০০ গ্রাম,,
Dada acid chara kibhabe poriskar korbo??thakurer gaye acid dite khub kharap lage,onno kono upay bolun pls
এই ভিডিওতে যেভাবে দেখালাম এভাবেই করুন। এখানে যেটি ব্যবহার করা হয়েছে এটা সাইট্রিক অ্যাসিড, এটা আমরা লেবুতে অ্যাসিড খায় সেটাই, চিনির দানার আকারে পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহার হয়। মুদির দোকানে পেয়ে যাবেন।
সেটা যদি ব্যবহার করতে না চান, তাহলে লেবু আর লবণ লাগিয়ে ওইভাবে পরিষ্কার করার পরে,পীতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করুন।
Jerman silver murti ki vabe poriskar korbo
পীতাম্বরী পাউডার দিয়ে,,
নমস্কার দাদা, পুজোর শাকের মধ্যে কালো দাগ কি ভাবে পরিষ্কার করবো একটা ভিডিও করুন
সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন।❤️🎉
শাক হবে না, শাঁখ হবে।।
একটা পাত্রে জল নেবেন তাতে, লিকুইড ভীম বার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে তার মধ্যে শঙ্খটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন,ঐ আধঘন্টা মত,তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যেমন পরিস্কার হবে তেমন উজ্জ্বল থাকবে।
Saitrik asid maneki khabarsoda dilen
লেবুতে আমরা যে অ্যাসিড টা খেয়ে থাকি সেটাই, চিনির দানার মতো দেখতে মুদির দোকানে পাওয়া যায়। এটি রান্নার কাজে ব্যবহার করা হয়।
Ata ki chana katar paudar
Drobon tar ki nam??
ভিডিওটি ভালো করে দেখুন সব জানতে পারবেন। ❤️❤️❤️
Dada bhai ami Andhra thaki ekhane jol bhalo noye thakur gulo puro kalo hoye jaye
পীতাম্বরী পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর ব্রাশ দিয়ে হালকা হালকা করে ঘষে ধুয়ে নিবেন, ধুয়ে নেওয়ার পর ঠাকুরটিকে রৌদ্রে রাখবেন এক ঘণ্টার মতো। তারপরে তুলে নেবেন
দাদা অস্ক মেটালের মূর্তি কি এটা দিয়ে পরিস্কার করা যাবে ।যেগুলো কিনা hyderabad পাওয়া যায়।
পীতাম্বরী পাউডার ও জল দিয়ে খুব হালকা হালকা করে ঘষবেন পরিষ্কার হয়ে যাবে
@@PrakashDas-cn1kn ধন্যবাদ
আপনার দোকান কোথায় যেতে চাই।
জিয়াগঞ্জ মুর্শিদাবাদ,,
9851330635
দ্রবণ টা কি কি দিয়ে বানানো
ভিডিওটি ভালো করে দেখুন সব জানতে পারবেন, কি কি দিয়েছি, কতটা দিয়েছি, কিভাবে বানাবেন সবটাই দেখানো আছে।
দাদা আমার পিতলের গৌবিন্দ ঠাকুর কে মেটাল পালিশ দিয়ে পালিশ বা পরিষ্কার করা যাবে?
ঠাকুরটাকে ভিজিয়ে নিবেন, তারপর পীতাম্বরী পাউডার লাগিয়ে দিবেন । ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যদি এটা না করতে চান।
টক দই মাখিয়ে কিছুক্ষণ রাখবেন, দিয়ে ভালো করে ধুয়ে নিবেন, শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছবেন, কিছুক্ষণ
রোদ্দুরে রাখবেন। শুকিয়ে গেলে এক নম্বর মেটে সিদুর নিয়ে এসে ঘষে ঘষে পরিষ্কার করবেন। আর সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেবেন ।
Marbeler thakur ki vabe poriskar korbo please bolben
320 নং জল সিরিজ কাগজ ও জল দিয়ে খুব হালকা হালকা করে ঘষবেন, পরিষ্কার হয়ে যাবে।
Thank you so much
Sada phathor murti ki kora pariskar korbo
মূর্তি যে দোকান থেকে কিনেছেন ঐখানে জিজ্ঞেস করুন, সাদা পাথরের মধ্যে অনেক ভাগ আছে,,,❤️
Rupa r jinis ki dia poriskar kora jay
Rupari Silver Shine নামে একটা লিকুইড পাওয়া যায়, ওইটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে লিকুইড টি লাগিয়ে দিবেন, তারপরে ব্রাশ দিয়ে হালকা করে ঘষবেন, পরিষ্কার হয়ে যাবে ❤️
@@PrakashDas-cn1kn
Rupari silver shine kothay pabo?
Shop kothay
জিয়াগঞ্জ মুর্শিদাবাদে
❤️❤️🎉🎉
Cdrobon ti ki?
ভিডিওটি ভালো করে দেখুন, আমি সব বুঝিয়ে বলেছি, কি দিয়ে বানিয়েছি এবং কতটা পরিমাণ দিয়েছি কি জিনিস দিয়েছি, সব বলে দিয়েছি। ভিডিওটা ভালো করে দেখলে সব জানতে পারবেন।
Draban mane ki
ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে সব জানতে পারবেন।
রুপো জিনিস কিভাবে পরিষ্কার করবো একটু জানাবেন
রুপোর জিনিস পরিষ্কার করার ভিডিও Rupari Silver Shine নামে একটা লিকুইড পাওয়া যায় ওইটা ব্রাশ দিয়ে ঘষবেন পরিষ্কার হয়ে যাবে ❤️
Kothay pabo rupari silver shine aktu bolben plz
Amar lokhi maa same dhekay
ধন্যবাদ ❤️🎉
বাথরুম এর আয়না এর দাগ কিভাবে তোলা যায় একটু বলবেন
মিউরিয়েটিক অ্যাসিড কাপড়ে করে নিয়ে আয়নায় ভালো করে লাগিয়ে দিবেন।
তারপর ভেজা কাপড় দিয়ে দু-তিনবার মুছবেন। তারপরে জল ছিটিয়ে পেপার ঘষে ঘষে পরিষ্কার করবেন।❤️❤️
@@PrakashDas-cn1kn ধন্যবাদ আপনাকে ☺️
শাখা বাঁধানো কি ভাবে পরিষ্কার করলে সোনার ক্ষতি হবেনা অথচ শাখাটা পরিষ্কার হবে?
এটা আমার জানা নেই, সোনার দোকানে জিজ্ঞেস করলেই জানতে পারবেন,,
টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার কোরুন,জল দিয়ে ধুয়ে ফেলুন।।
দাদা আমার বাড়িতে বড় মার্বেল পাথরের সাইবাবার মূর্তি আছে। নিয়মিত জল লাগতে লাগতে মূর্তিটি হলুদ হয়ে গেছে। কি দিয়ে পরিস্কার করলে আবার আগের মত উজ্জল হবে বলে দিলে উপকৃত হব।
৩২০ নম্বর জল সিরিজ কাগজ ওজল দিয়ে হালকা হালকা করে ঘষবেন। ব্যাক সাইট টা আগে করে দেখবেন, যদি হয় তাহলে করবেন ,না হলে মূর্তির দোকানে গিয়ে জেনে নিবেন।
@@PrakashDas-cn1kn dekhechi dada apni ageo bolechilen ekta video te kintu dag pore jachhe baje vabe..
Ki je lagalen prothome kichui bujhte parchi na
Laban ?
Naki ki?
লবন আর সাইট্রিক সাইট্রিক,,, কিভাবে দ্রবনটি বানালাম সম্পূর্ণ ভিডিও দেখুন জানতে পারবেন।
Please reply karun
মার্বেল ডাস্ট এর ঠাকুরের মূর্তি কি ভাবে পরিষ্কার করবো
শ্যাম্পু জল দিয়ে,,❤️❤️❤️
Thakurer gaye kono acid o pitambari dite ney
রুপোর অন্নপূর্ণা ঠাকুর কি ভাবে পরিষ্কার করবো
Rupari Silver Shine নামে একটা লিকুইড পাওয়া যায়, ওইটা ব্রাশ দিয়ে হালকা হালকা করে ঘষবেন পরিষ্কার হয়ে যাবে ❤️❤️
দাদা ভরন বলে কিছু হয়।
অবশ্যই হয়, পিতলের মতনই একটু আলাদা টাইপের,,
প্রতিষ্ঠা করা ঠাকুর এই ভাবে
এই প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করা উচিত না ।
টক দই মাখিয়ে এক ঘণ্টার মতো রেখে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এক ঘণ্টার মতো রোদে রাখবেন, তারপর এক নম্বর মেটে সিঁদুর নিয়ে এসে ঘষে ঘষে পরিষ্কার করবেন। শুকনো সুতির কাপড় দিয়ে ঘষবেন চকচকে হয়ে যাবে।
একই কথা বার বার। অ সহয্য
Thikur ka lobon dai kau? Apanra gaya jodie lobon dai kau apanr kamon lagba
ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে,, ভালো থাকবেন ❤️❤️
Namaskar dada upnar contack number ta ki paoua Jabe dads
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ
9851330635
ভিডিও টি তে ঠাকুর পরিষ্কার করার পদ্ধতি আমার একদম পছন্দ হয়নি দাদা,মায়ের পীতাম্বর মাটি দিয়ে পরিষ্কার করছেন এটা ভারি অন্যায় 😢 তারওপর শক্ত ব্রাশ দিয়ে আপনি নিজে ভাবুন তো আপনি নিজে ব্রাশ দিয়ে নিজের গা মুখ ঘোসেন??
আমরা প্রতিদিন স্নান করি,নিজের শরীরকে পরিষ্কার করি কিন্তু ঠাকুর গুলোকে সপ্তাহে একদিন যদি টক দই মাখিয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়ে, এক নম্বর মেটে সিঁদুর দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে। তাহলে পরিষ্কার হয়ে থাকবে।
দেখুন এক বছর ধরে ঠাকুরটি বাড়িতে থাকে, কোন দিন পরিষ্কার করেন না, বছরে একদিন দোকানে নিয়ে এসে বলবেন যে নতুনের মত ঝকঝকে করে দিতে হবে, তখন এইভাবে ছাড়া আর কোন উপায় থাকে না।
নমস্কার, ভালো থাকবেন ❤️
Dada apner ekta vidio dekhe muriatic acid diye pitaler murti clen karte giye puro pure giyeche to ekhon ki korbo balun amay
পিতল অ্যাসিডে পুড়বে না, ওটা পুড়ে যায়নি অ্যাসিডের দাগ। পীতাম্বরী পাউডার ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিবেন, তারপর ব্রাশ দিয়ে ঘষবেন একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে।
@@PrakashDas-cn1kn ha lal haiye geche puro murti ta ki korbo bujhte parchina
@@PrakashDas-cn1kn thakurer murtir ei abastha dekhe monta visan kharap haiye geche tai ki korbo khuje pachina
Citrick na pale
না পেলে সাইট্রিকের পরিবর্তে লেবু ব্যবহার করবেন।
আমি উত্তর কলকাতা এ থাকি। একজন শিল্পীর নাম/ফোন নং পেলে খুশি হব ।
কোন শিল্পীর নাম চাইছেন, আমি কমেন্টে আবার লিখুন ,আমি ঠিক বুঝতে পারলাম না।
Fon nambar ta dine
9851330635
ঠাকুরের গায়ে পীতাম্বরি দিতে নেই
Thakur bolehen bujhi😂
@@sanjanapradhan7277 যদি বলি হ্যাঁ আপনি কি করবেন তাহলে
তাহলে একটা কথা বলি আপনার ঘরে গোপাল ঠাকুর আছে কিনা জানি না, তবে গোপাল ঠাকুরকে কখনো কেউ পিতম্বোরি দিয়ে মাজে?আপনি কি দেখেছেন?
তাহলে লক্ষ্মী ঠাকুর কে কেনো পীতাম্বর দিয়ে মাজবে
@@Mistu03-u2b kar barir thakur k pitambori die maje na r kichu die maje seta apni sob jene bose achen!?apni ato gyani!?ato boro prithibite k ki die pujo korche,murti poriskar korche sob apni jene bose achen r apnar janatai thik r ses kotha amon kotha kothao bola nei...seta obastob...nijer janar poridhi baran...na parle ojotha torko barie nijer ogyotar advertise korbenna please
একদমই পছন্দ হলো না
Tor pochondo r ki asche
THANK YOU 👍 VERY MUCH FOR SHARING THIS VIDEO SWASWADHA PRANAM JANYE APNI KHOOB BHALO THAKUN AE PRATHANA KORI 🙏APNI KOTHYE THAKEN JANABEN PLEASE PHONE NUMBER DIYE DABEN AMER KHOOOOB DARKER DON'T MIND
ধন্যবাদ ❤️🎉
Thank you so much
Ad: jiyaganj Murshidabad
Mo.9851330635