ভাই, এই রকমের গান আপনি হাজার বার গাইতে থাকেন। আমার বিয়ের আগের দিন আপনি এই গানটা রিলিজ দিয়েছেন। মনে হচ্ছে আপনি এই গান আমার জন্যই গেয়েছেন! কী স্নিগ্ধ! কী মিষ্টি!
গানটা শুনতে আসলাম! কম হলেও 20 বার শুনেছি! গানটা সত্যিই খুব ভালো!! আরেকটু ভালো লাগা যোগ হয়েছে !! কেননা আমার সবচেয়ে প্রিয় মানুষ গুলোর একজন গানটা গতো রাতে উপহার দিয়েছে! ধন্যবাদ!!
বাদ্য যন্ত্র ছাড়াও ভালোবাসার মানুষদের জন্য যে এমন ভালোবাসার স্পর্শে ঘেরা ভালোবাসা ও ভালোলাগার কথাগুলোকে হৃদয়স্পর্শী করে গাওয়া যায়... তা ইতিহাস হয়ে থাকবে; হয়তোবা ভালোবাসার গানের নতুন দিগন্তের উদ্বোধন হল... ভালোবাসা রইলো আপনার জন্য ভাই... *সালাম*
Masallah Last "নীলের কাছে " Was amazing. Romantic "কথাতে ভুল হলে" was the Best. And wish that the new will be make our mind full fill by giving inner peace ❤️❤️❤️
দাদা ভাইয়ের জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকবে,এই গানটার মাধ্যমে, আর এই গানের পেছনে সবচেয়ে বেশি শ্রম যার, আবু হুরায়রা ভাই, উনার ও আজ জন্মদিন। আল্লাহ দুই দাদা ভাইয়ের সাংসারিক ক্যারিয়ারে অফুরন্ত বারাকাহ প্রদান করুক💥💝
অনেক সুন্দর লিরিক/গান। 🌹 ভালো লাগলো। আপনার কাছ থেকে আমরা আরও অনেক সুন্দর সুন্দর লিরিক/গান/হামদ-নাত আশাবাদী। আপনার "কথাতে ভুল হলে"♪♪ এই লিরিক/গানটি আমার অনেক প্রিয় ♪♥♥
I was Waiting for this..... Alhamdulillah My appreciation about you was right.. You are really worthy of praise... Masallah Very nice voice with heart touching lyrics🥰🥰🥰
'তোর দূরে যাওয়া
লাগে বিরহী হাওয়া
আমি শুধু হয়ে যাই অচল.....'
ভিন্নকিছু দেয়ার প্রচেষ্টা ছিলো আমাদের।কেমন লেগেছে আপনাদের?
আপনি চমৎকার লিখেছেন ভাই🥰🥰
Phenomenon 😍
Vinno kichui hoyeche vai 🥰
Puro gantai....
Amar kache "abchaya nile.......". Oneek oneek Valo legeche, arokom shadharonoto Indiander thekei Amra shuni, but ebar ...🥰♥️
@@AbuUbaydaa ভাইয়া আমি একটা লিরিক্স বানিয়েছি, সামান্য সুরও করেছি। ভালো লাগলে গাইবেন। আপনাকে পাঠাবো কিভাবে??
খুব ভালো এক কথায়
একটি মসজিদের দেয়ালে লিখা ছিলো,
যদি তুমি গোনাহ করতে করতে,
ক্লান্ত হয়ে যাও, তবে ভেতরে চলে এসো,
কারন,আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি🥰
সুবহানাল্লাহ 🥰🥰🥰
Hmmm
rait
SubhanAllha ❤️
আপনার কন্ঠের সংগীত গুলো যতই শুনি ততই ভালো লাগে, কখনোই অনীহা ভাব আসে না ❤️
হালালভাবেও যে romantic হওয়া যায় উবায়দার সংগিত না শুনলে জানতাম না সত্যিই অনেক ভালো লাগে কিছু এরকম শুনলে ❤️❤️❤️❤️
🤔,,
হালালভাবে কার কথা যেন মনে পড়ে, জানতে চাওয়া আমার অবুঝ মন।
জাজাকাল্লাহ খাইরান।
Valo lagse
ভাই, এই রকমের গান আপনি হাজার বার গাইতে থাকেন। আমার বিয়ের আগের দিন আপনি এই গানটা রিলিজ দিয়েছেন। মনে হচ্ছে আপনি এই গান আমার জন্যই গেয়েছেন! কী স্নিগ্ধ! কী মিষ্টি!
তাই নাকি ভাই
মন ভালো করার জন্য উবায়দা' ভাইয়ের কণ্ঠ এ নাশিদটাই যথেষ্ট মাশাআল্লাহ😅❤️
আবু উবাইদা ভাই অনেক ভলো মনের মানুষ আমাদের এলাকায় উনি আসছিলো ভাইয়ার জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা রইল লাভ ইউ ভিয়া❤❤❤
মাশাআল্লাহ ।আবু উবাইদা ভাইয়ের এই হালাল সংগীত শুনলে মনে হয় প্রিয় আহলিয়ার জন্য অপেক্ষা করি ।হালালের অপেক্ষাও অন্য রকম একটা প্রশান্তি আছে।
Masha Allah masha Allah... Bhai bhishon bhalo lage tokhon e jokhon apnar notun kono vdo pai...Apnar jonno onek onek dua ase bhai ❤️❤️❤️❤️❤️❤️
গানটা শুনতে আসলাম!
কম হলেও 20 বার শুনেছি!
গানটা সত্যিই খুব ভালো!!
আরেকটু ভালো লাগা যোগ হয়েছে !!
কেননা আমার সবচেয়ে প্রিয় মানুষ গুলোর একজন গানটা গতো রাতে উপহার দিয়েছে!
ধন্যবাদ!!
আহ অপেক্ষায় ছিলাম
বিচিত্র সূর ও বিচিত্র গানে আমি
মুগ্ধ হই উবাইদা ভাইয়ের প্রতি।
মাশা'আল্লাহ
জনাব,
প্রিয় ভাইয়া আমার।
খুবই সতর্কতার সাথে প্রতিটি মূহুর্ত কাটাবেন।
বর্তমান ফেতনাময় সময় থেকে।
আল্লাহ পাক,আপনাকে হেফাজত করুক।
বাদ্য যন্ত্র ছাড়াও ভালোবাসার মানুষদের জন্য যে এমন ভালোবাসার স্পর্শে ঘেরা ভালোবাসা ও ভালোলাগার কথাগুলোকে হৃদয়স্পর্শী করে গাওয়া যায়... তা ইতিহাস হয়ে থাকবে;
হয়তোবা ভালোবাসার গানের নতুন দিগন্তের উদ্বোধন হল...
ভালোবাসা রইলো আপনার জন্য ভাই... *সালাম*
Sori ভাই বাদ্যযন্ত্র তো শোনা যায়, আপনি কি শুনতে পাচ্ছেন না?
এগুলো বাদ্যযন্ত্র না যেগুলা আছে এগুলা দফ এর মতো
Oshadharon vai , Pura 🔥🔥🔥🔥🔥
Mone hocche Indian kono singer ER shur kora gan shunlam,
Bishesh kore ,. "abchay..........." Aikoli
🔥♥️♥️🥰😍😍😍
আবু উবায়দা ভাইয়ের এই গানগুলোই আমাকে হারাম বাদ্য মিশ্রিত গানগুলোর নেশা ছাড়তে সাহায্য করেছে।
আরও অনেক গান চাই এমন🥰🙏
vali lagàty valo vasar siristi Hoy ,jor korà
balo basà Hoy na
মাশাআল্লাহ
Vai er gan ghula joto suni totoi vaiyer suree hariye jai mahsallah ☺️🥰 big fun vai 🖤
আজ প্রিয় মানুষটির সাথে অনেক রাগ করেছিলাম। কিন্তু গানটা মন ভালো করে দিলো। 😍😍
সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ওরে দ্বীনি ভাই
দ্বীনি গান শুনে হেদায়েত ফেলো
নাউজুবিল্লাহ
Amin
__আল্লাহ আপনাদের সুখে রাখুক.🥰🥰
@@latifkhan2108 স্ত্রী ও তো হতে পারে
@@mayachaya_s কিভাবে শিউর হবেন সেটা বউ??
আবু উবায়দা ভাই এই রকম আরো গজল উপহার দিবে সেই অপেক্ষায় আছি
আবু উবাইদা ভাই, আপনার গজলের জন্য অপেক্ষা করি।
খুব ভালো লেগেছে এই রোমান্টিক গানটা।
এটা গজল 🤣🤣
@@a.k.mondal5008 অই বলদ, আমি তো বলসি এটা রোমান্টিক গান
উবায়দা ভাইয়ের গজল মানেই মন ভালো করার মহা ঔষধ 🥰🥰
তোর দূরে যাওয়া , লাগে বিরহী হাওয়া, আমি শুধু হয়ে যায় অচল....অনেক ভাল লেগেছে লাইনটা💓💓
Masallah
Last "নীলের কাছে " Was amazing.
Romantic "কথাতে ভুল হলে" was the Best.
And wish that the new will be make our mind full fill by giving inner peace ❤️❤️❤️
জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ভাই। দোয়া ও শুভকামনা🥀
মনটা অনেক খারাপ ছিল অনেক কিন্তু আপনার কণ্ঠস্বর শুনেই কেমন জানি একটু শান্তি লাগলো 🥺😭🥀
🤭😁🥴
আলহামদুলিল্লাহ! 💕🤲
মাশা-আল্লাহ চমৎকার ভিডিও,,,,,পাশে থাকবেন ইনশাআল্লাহ💝💝
Anek anek valo . Ami soni apner gogoj . Apner anek golo gojol amer phone downlood deoa ase. Ta ami soni . Bises kore banvasi gojolti. Aro anek,
মাশাল্লাহ, উজ্জীবিত হোক ইসলামি সংস্কৃতি,,নিষ্কৃত হো অপ সংস্কৃতি
সুন্দর 😊❤️
অপেক্ষায় ছিলাম অনেক সুন্দর হয়েছে ❤️❤️❤️
উবাইদা ভাই মানেই নতুনত্ব,আল্লাহ কবুল করুক❤️
ভালো লাগার আরেক নাম আবু ওবায়দা ভাই, মাশাআল্লাহ অসাধারণ
What a look Ustaad!
Fabulous work Ma sha Allah 🤍⚡️
মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রোমান্টিং গান হালাল সম্পর্কের মাঝে ভালোবাসা বাড়িয়ে নেয়ার জন্য
তৃষ্ণার্ত হৃদয়ের কিঞ্চিত খোরাক মিলল নতুন এক গানে,মাশা আল্লাহ।
Monta karap chilo , balo hoye gaylooo ...! 😊😊♥️
আল্লাহ আপনার কণ্ঠে বারাকাহ দান করুক।
এভাবেই ভালো ভালো কাজ করে হালাল উপায়ে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দিন💜
মাশাআল্লাহ প্রিয় ভাই
ফিলিং শেয়ার করার মানুষ লাগে এসব গান বুঝতে.....
মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো প্রিয় আবু ওবায়দা ভাই, ভালোবাসা অবিরাম ভাই,
ভাই আমি আপনার এত নাশিদ শুনলাম কিন্তু এই নাশিদ একটু ভিন্ন রকম লগলো। ❤❤🌹🌹
কোনো এক বাদলা দিনের রেশ ই তো এখন কাটেনি ভাই। তার উপর এইটি।😎
শুভ কামনা ভাই। অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই।
হাহা
বেশ বলেছেন😀
আবু উবাইদা ভাই মানি এবার ভিন্ন কিছু 🥰
মাশা আল্লাহ চমৎকার হয়েছে 🥰
কাছে ডাকো যত তুমি, ফুল ফোঁটে মরশুমি।
মনে গেঁথে যাওয়ার মত কথা
ভালবাসা নিবেন আবু উবাইদা ভাই❤️❤️❤️
আহ্ ভাই আসলেই আপনি,অসাধারণ একটা গজলের পাখি।
মাশা-আল্লাহ
ভাইয়া আপনার মধু মাখা কন্ঠ টা আমার শুনতে ভীষন ভালো লাগে 🥰
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, ❤️🩹
এমন গানগুলো, মিউজিক গানের নেশা ছাড়িয়ে দেই।
সুন্দর কাজ। প্রতিনিয়ত এমন ভালোবাসার গানের আশায়। জাজাকাল্লাহ খইরন প্রিয় ভাই
আপনি এতো রোমান্টিক কেন!?
ভাই,
সত্যি প্রেম জাগে আপনার গানে 🖤😍
তেমনই কন্ঠের মায়া ,
কিন্তু আফসোস 🙂
আমার কোনো প্রিয়াতহ্..... নেই 😔
Amar o nai
@@abdullhamd1768 আহ্ 😔
মাশা-আল্লাহ অসাধারণ পিয় মানুষের জন্য অপেক্ষা আছি
আপনার প্রতিটা নতুন গানের অপেক্ষা করে থাকা আমি 🥰
ভালোবাসা অবিরাম ভাই
অপেক্ষায় আছি প্রিয় মাহরাম ইনশাআল্লাহ 🌷🌸
কত বার যে শুনেছি হিসাব নেই,, ❤️❤️❤️হাফেজা আয়েশা❤️
গানটা সুন্দর 🖤
🎉
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ এক কথায় দারুণ। ❤❤
মাশা আল্লাহ 🥰
আপনার কণ্ঠে জাদু আছে
মাশাআল্লাহ, আপনার প্রতি টা গান এতো ভালো লাগে যা বলে বুঝানোর ভাষা নেই,আমি তেমন গান শুনি না, শুধু আপনার গান গুলোই শুনি।
মাশাআল্লাহ
আসসালামুআলাইকুম
ভাইয়া আপনার বিগ ফ্যান।
ডেইলি মিনিমাম ৩/৫ বার করে শুনি আপনার কষ্ঠ
আল্লাহ আপনাকে নেক হায়াৎ ও সুস্থ্যতা দান করুন।
ভালো থাকবেন।
❤❤❤Masha Allah ❤️❤️
Onek onek onek sundor legeche
❤
দাদা ভাইয়ের জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকবে,এই গানটার মাধ্যমে,
আর এই গানের পেছনে সবচেয়ে বেশি শ্রম যার, আবু হুরায়রা ভাই, উনার ও আজ জন্মদিন।
আল্লাহ দুই দাদা ভাইয়ের সাংসারিক ক্যারিয়ারে অফুরন্ত বারাকাহ প্রদান করুক💥💝
❤❤❤
চমৎকার
মাশা আল্লাহ অসাধারণ ছিল
বারাকাল্লাহ ফি হায়াতী প্রিয় উবায়দা ভাই
আবুধায় মানে অন্যরকম কিছু মাশাআল্লাহ
Hyy salam from Kashmir u shoot this song in my area
Love to see the shoot of this song in my village
ভিডিও টা আসলেই অনেক সুন্দর হয়েছে🥺❤️
Abu Ubayda ভাই মানেই ভিন্ন কিছু❤️
মাশাআল্লাহ যতই শুনি ততই ভালোলাগে।
বারাকাল্লাহু ফিহ
প্রতিদিন এই গজল শুনি,
কেন যে শুনি তা বলতে পারি না 😌🤭🙈
সারপাইজ্ড হলাম।
এভাবেই আমাদের যুবকদের মনের রোমান্টিক কথাগুলো আপনার গানের গলায় বাজতে থাকুক।
সকল থেকে অপেক্ষায় ছিলাম ভাই মাশা আল্লাহ মনোমুগ্ধকর সংগীত 🖤😍
মনের সব ক্লান্তি গ্লানি যেন নিমেষে নিঃশেষ হয়ে গেলো প্রভু ! ভাষার কি প্রশান্তি ! সুরের কি মূর্ছনা !
Beautiful Voice Bhaijan ❤️🧡📍
অসাধারণ ভাই... মাইন্ড ব্লোওয়িং... ❤️❤️❤️
অসাধারণ গেয়েছেন ভাই, শুনে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ
খুবই ভালো লাগলো মা শা আল্লাহ ❤️❤️এরকম গান আরও বেশি করে চাই, মাসে ২/৩ টা মিনিমাম, ইন শা আল্লাহ।
আবু উবাইদা ভাই মানে নতুন কিছু😍
চমৎকার SonG-
বাহ্!!- 😊
আবু উবাইদা ভাইইই🤗🤗🤗🤗
দাঁত ব্যাথা নিয়ে শুনলাম, ভালো লাগতেছে😢🥰
হাহাহা🤓🤓🤓🤓
ভাইয়া আল্লাহ তাআলা আপনার দীর্ঘ হায়াত দান করুন।🥰🥰🥰।।। Love u
ইনশাআল্লাহ, একদিন দুজন মিলে শুনবো🥰🥰
Inshallah 💞
In sha Allah ❤😊
উবাইদা ভাই মানেই সেরা কিছু, ব্যতিক্রম তো অবশ্যই 🤍
এই গানটা দেখে, চেনেলটা সাব্সক্রাইব করলাম ভাই, ভালোবাসা নিবেন ❣️❣️❣️
সুরের জগতে একমাত্র ভালো লাগা 🥰
আল্লাহর জন্য ভালোবাসি প্রিয় ভাই 💚
আবু উবায়দা ভাই কিশোরগঞ্জ মানেই সেরা ❤️
মা শা আল্লাহ 😍😍😍🥰
অসাধারণ
এক কথায় মন শিতল হয়ে থাকে
আল্লাহ সবাইকে অনুভব করার মত হালাল পথ খুলে দেন। ,,,,,,
অনেক সুন্দর লিরিক/গান। 🌹
ভালো লাগলো।
আপনার কাছ থেকে আমরা আরও অনেক সুন্দর সুন্দর লিরিক/গান/হামদ-নাত আশাবাদী।
আপনার "কথাতে ভুল হলে"♪♪
এই লিরিক/গানটি আমার অনেক প্রিয় ♪♥♥
বেশি বেশি রোমান্টিক গান চাই , এসব গান-আমাদের বাদ্যযন্ত্র যুক্ত গান থেকে বিরত রাখে l
গজলের ফাঁকে ফাঁকে এমন রোমান্টিক গান যেন নতুনত্ত্ব আনে আপনার মাঝে।দোয়া রাখি ভাল থাকেন,,,ভালবাসা নিবেন ভাইয়া
I was Waiting for this.....
Alhamdulillah
My appreciation about you was right..
You are really worthy of praise...
Masallah Very nice voice with heart touching lyrics🥰🥰🥰
চর্থুর দিকে কুয়াশায় ঢাকা, পরে আছি একা, হে আমার বিদাতা,,আমিন, সটিক পথের নিশান দেখাও আমায়,,,যাবো কোথায় তা জানি না, আমিন,
ভাই, আপনি মানেই নতুন কিছু🥰🥰🥰 i really love you bro
ভালোবাসা মানেই উবাইদা ভাই, 🥰🥰
এমন হালাল গান থাকলে কি আার হারেমে যাওয়া লাগে 🥰 অসাধারণ ভাই❤️
মাশাআল্লাহ অসাধারণ নাশিদ
অন্তরে প্রশান্তি লাগে ❤❤
nashid kemne aita gan ja somporno haram
মাশাআল্লাহ,, প্রিয় ভাইয়ার কন্ঠ খুবি সুন্দর যত শুনি ততই ভালো লাগে❤❤❤❤
মাশা'আল্লাহ, নতুন করে দাদার প্রেমে পড়েগেলাম 😍 লাভ ইউ দাদা ❤
আলহামদুলিল্লাহ প্রথম ভিউয়ার
মিসকিন তাও শুনি! অসম্ভব সুন্দর আপনার কন্ঠ দোয়া করবেন যেন তাড়াতাড়ি আহলিয়া আসে 😓
আহারে
আমিন
abu ubaydar moto oneke akhon esob kaj kortece eta valo dik unar kaj gulu o valo hocche ruclips.net/video/1SU5N8Yi7gE/видео.html
এতো সুন্দর করে উপস্থাপনা করেন কিভাবে প্রত্যেক টা গজল 🥹🤍
সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন একজন দ্বীনদার বউ দেন😊 ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বউকে নিয়ে শুনবো প্রিয় ভাইয়ের গজল গুলো সেভ করে রাখছি।😊
Insaallah 😊
Inshallah Allahhumma Ameen
Vai asholei apnar chinta khub valo
Proshonsha kortei hoy😅
@@SumuAdiba 😊😊
আল্লাহ কবুল করুন আমিন
উবাইদা ভাই মানেই অস্থির।❤❤❤ 3:26
আমি নিশ্চিত করে বলতে পারি এই গান কয়েক দিন পর 50milion veiw ছারিয়ে যাবে। এই নিয়ে 20বারের উপর দেখছি।
🥴
তুমি গায়েব জান নাকি
কিরে পাগলা কই তোর ৫০ মিলিয়ন। ১মাস পরে কমেন্ট করলাম এখনো ১ মিলিয়ন হয়নি🥴
আচ্ছা😀
ভাই তুমি ৫০ মিলিয়ন ভিউ মানে বুঝো??
as salam wa rahmatulla একদিন ইতিহাস গড়বে আমাদের Abu Ubayda Dua for ever
কতবার যে শুনছি, তার ইয়ত্তা নেই
bar bar spnte mon cai...priyo vai