শাপলা ফুল তোলার জন্য ছোট নৌকায় উঠে পড়লাম।

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • শাপলা (বৈজ্ঞানিক নাম: Nymphaeaceae) সপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায়। হাওড়-বিল ও দিঘিতে এটি বেশি ফোটে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের কিছু জেলায় একে নাইল বা নাল বলা হয়।
    আমাদের গ্রামাঞ্চলে পানি হলেই, শাপলা ফুল ফোটে। এর সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তাইতো শহরের কোলাহল ছেড়ে ছুটে চলে এসেছি গ্রামে, এই শাপলা ফুল দেখার জন্য।
    আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আরিফার খালাতো ভাইকে, কারণ ও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। নাঈফ না থাকলে আমাদের এই নৌকায় ঘোরা সম্ভব হতো না।
    আমারা অনেক আনন্দ করেছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে।
    ধন্যবাদ।

Комментарии •