সুলোচনার কাহিনী/Bibhutibhushan Bandopadhyay/Golpo Bolar Kathok Thakur/Bengali Audio Story
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- সুলোচনার কাহিনী/Bibhutibhushan Bandopadhyay/Golpo Bolar Kathok Thakur/Bengali Audio Story
Bengali Audio Story
Bengali Classic Story
Bibhutibhushan Bandopadhyay Golpo
Story : Sulochonar Kahini (সুলোচনার কাহিনী)
Writer : Bibhutibhushan Bandopadhyay (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
Narrated by Subhankar
Edited by Subhankar
Background music : RUclips Audio Library
Presented by Golpo Bolar Kathok Thakur
Please listen, like, comment and share For more stories please SUBSCRIBE our channel and check the PLAYLISTS
Golpo Bolar Kathok Thakur
Audio Golpo
বাংলা সাহিত্যের গল্প
#golpobolarkathokthakur
#bengaliclassics
#bibhutibhushanbandopadhyay
আপনার কল্যানে কত কি না পড়া গল্প শুনতে পাচ্ছি। আপনি পাঠ করেন এতটাই আন্তরিক ভাবে যেটার কোনও তুলনা হয় না। অনেক অনেক ধন্যবাদ দাদা। খুব ভাল থাকবেন।
আমার পাঠ আপনাদের ভালো লাগছে এ আমার পরম সৌভাগ্য। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
@@GolpoBolarKathokThakur a position to pay to buy a new office space for to buy the in to the other one is the best I could to make it but it will take to the office today and will have a position to pay to buy it from a position with a few of my new address in to the store for the office tomorrow to see what you can find it out to see how much the office and the other stuff I will be there in the store to buy the car is the office today but the other stuff you need anything from the office tomorrow morning to pick a day but the yyyyy
ঠিক
@@GolpoBolarKathokThakur great
অসাধারন লাগলো ঠাকুর মসাই আপনি খুব ভালো থাকুন নমস্কার।
Khub bhalo lageche galpoti. Onek dhanyabad.
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
So beautiful story by bibhutibhusion bondopadhyay..
অসংখ্য ধন্যবাদ রণধীর বাবু। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏
Apurbo laglo
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
খুব ভালো লাগল। অপেক্ষায় থাকি।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
Khub valo laglo
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
অসাধারণ 🙏
মানুষের বাইরের রূপ দেখে আমরা যে বেশিরভাগ সময়ই নিজেদের মত করে একটা ধারনা করে নিই, অন্তরের খোঁজ নেওয়ার প্রয়োজনবোধ করিনা।এ গল্পে সে কথা স্পষ্ট।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
সুন্দর কাহিনী।পাঠগুণে আরও সুন্দর।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
অনবদ্য! যেমন লেখকের সৃষ্টি,তেমনই আপনার গল্প বলার কৌশল।
সত্যি মানুষকে বাইরে থেকে বিচার করা অন্যায়।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
Very nice 👌
অনেক ধন্যবাদ সুখময় বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
আপনার এই সুন্দর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনেক আনন্দ দিচ্ছেন ভাই।গল্প এবং কবিতা প্রাণ পায় পাঠের মাধ্যমে ।
।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
Very good dada
Aupne khub valo bolen
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
🥰💝Aaha! Ki Darun golpo.....mon vore gelo path shune.....😇🙏🏼
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
খুব ভালো লাগলো এই গল্পটি ।
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
গল্প পাঠ ও কাহিনী চমকপ্রদ, গজেন মিত্রের গল্প ্আপনার মুখে শুনতে চাই,
অসংখ্য ধন্যবাদ দুলাল বাবু। আপনার অনুরোধ রাখতে চেষ্টা করবো। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
এমন মনি মানিক্য খচিত আলেখ্য আপনার কণ্ঠেই মানায় |অভিভূত হইলাম 🌹
অনেক অনেক ধন্যবাদ দেবব্রত বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
দারুন লাগল। অবিরাম ভালবাসা। গল্প বলার কথক ঠাকুর
অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। 🙏🙏🙏
অসাধারণ। গল্প ও পাঠ।
অনেক ধন্যবাদ শান্তনু বাবু। 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️
খুব ভালো লাগলো ।।
অনেক ধন্যবাদ তুষার দা। 🙏🙏🙏❤️❤️🌹🌹
অপূর্ব
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
Darun golpo
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
কী গভীর ভালবাসা ও সুলোচনার গভীর জীবন বোধ!! সাহসিকতা ,ব্যক্তিত্ব হৃদয়ে নাড়া দিয়ে গেল। ভাল থাকবেন
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
Besh valo laglo
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
খুবই দারুন
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
ভালো লাগলো
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
Aamio ekmot.
অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏
কি মিষ্টি মধুর বাংলা ভাষার ব্যবহারে distinct উচ্চারনে বিভূতিভূষণের গল্প আরও মাত্রা পেল
অনেক অনেক ধন্যবাদ শঙ্কর বাবু। আমার শ্রোতা বন্ধুরাই আমার উৎসাহদাতা এবং প্রেরণা। ভালো থাকবেন। 🙏🙏🙏
Bhibhutibhusan Bandyopadhyay Amar sobtheke priyo lekhok. Onar lekha golpo shunbo bole search korte korte hothat korei ei channel ti pelam ei ek soptah age hoyto. Channel e giye dekhlam Bibhutibabur golper somaroho. Byass.. subscribe kore fellam. Mugdho hoye shuni apnar path. Aro onek golpo chai. ☺️
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏
Very good presentation
Thank you. 🙏🙏🙏
খুব ভাল লাগলো গল্প কথন। কিন্তু মহিলা চরিত্র গুলিতে মহিলাদের কন্ঠস্বর হলে দারুন হতো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু। বিভিন্ন চরিত্রে বিভিন্ন স্বরক্ষেপন হয়তো ভালো হতো, তবে তা'তে গল্প পাঠের মজাটা থাকতো না বলেই আমি মনে করি। সেরকম হলে সেটা শ্রুতি নাটক হয়ে যায় বলে আমার মনে হয়। বই থেকে গল্প পাঠ আর শ্রুতি নাটক দুটো আলাদা আঙ্গিক বলে আমি মনে করি। সেই কারনেই বিরত থাকি। আশাকরি বোঝাতে পারলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
আপনার গল্প শুনতে ভালো লাগে কিন্ত্ত যদি নাট্যরূপ দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে
সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমি সাধারণ পাঠক মাত্র, নাটক করা, নাট্যরূপ দেওয়া আমার কর্ম নয় দিদি। পাঠ করতে পারি কেবল। আপনার আগ্রহের জন্য পুনশ্চঃ ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।🙏🙏🙏
একটুও আটকাচ্ছে না পড়তে গিয়ে,অবাক লাগে।
সবই আমার শ্রোতা বন্ধুদের আশীর্বাদ। সঙ্গে থাকার জন্য আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
আপনার পড়া গল্পগুলো এতো সুন্দর, কিন্তু খুব খারাপ লাগে মাঝখানে বিজ্ঞাপন গুলো, পুরো মাধুর্য নষ্ট করে দেয়
আপনার অসুবিধার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। কিন্তু এই ব্যাপারে সত্যিই আমার কিছু করার নেই। ইউটিউবের নিয়ম অনুযায়ী যে কোনো ভিডিও এখানে প্রকাশ পেলেই সেখানে ইউটিউব তার বিজ্ঞাপন পরিবেশিত করবে, সে আপনি বারন করুন আর না ই করুন। এটা ওদের পলিসি। নইলে অযথা ওরা ওদের এতো বৃহৎ পরিষেবাটি কেনই বা অন্যকে নিখরচায় ব্যবহার করবার সুযোগ দেবে বলুন। একটু মানিয়ে নেবেন অনুগ্রহ করে এই অনুরোধ রইলো। বিজ্ঞাপন গুলি skip করবার ও option থাকে তো, প্রয়োজন অনুযায়ী তা ও করতে পারেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন এই চ্যানেলের গল্প পাঠের অনুষ্ঠান, এই প্রার্থনা করি। নমস্কার। 🙏🙏🙏
অপূর্ব
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
আপনার এক একটা গল্প শুনে অনেকক্ষণ কেমন এক একাত্মতায় ডুবে থাকে মন, বোঝানো যাবে না। অসাধারণ!! গল্প আর পাঠ দুইই।