ইবাদতে তৃপ্তি অনুভব করা | শায়খ মুখতার আশ-শানক্বিতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @MotivationWazBD
    @MotivationWazBD 2 года назад +40

    সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে, আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন! আর আরশে আজিমের রব স্বয়ং আল্লাহ তা শুনছেন!

  • @liraliralira1689
    @liraliralira1689 Год назад +26

    কষ্ট আর একাকিত্ব অনেক বড় নিয়ামত।কষ্ট আছে বলেই হয়তো রবকে খুজে পেয়েছি। বুঝতে পেরেছি রব আমাকে অনেক ভালোবাসে।

  • @sajjadsayed3160
    @sajjadsayed3160 2 года назад +11

    প্রত্যেকদিন পুরাতন ভিডিও দেখতে থাকি প্রত্যেকদিন ভালো লাগে অনেক ভালো লাগে আল্লাহ আপনার কণ্ঠস্বরকে আরো মধুময় করে দিক আমিন

  • @storyreals630
    @storyreals630 2 года назад +9

    ভাই! সত্যিই!.... আপনার কথা গুলো মুখ থেকে নয় অন্তর থেকে বের আর আমাদের অন্তরে গিয়ে নাড়া দেয়.......... যতই শুনি ততই মুগ্ধ হয়। জাজাকাল্লাহ.....

  • @akmol_exploration
    @akmol_exploration 2 года назад +24

    আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
    ___হযরত মুহাম্মদ (সাঃ)

  • @nusratbinteyousuf1539
    @nusratbinteyousuf1539 2 года назад +16

    "আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা"
    হে আল্লাহ! আমাকে আপনার যিকির ও শোকর আদায় করার তাওফিক দিন এবং উত্তমরূপে আপনার ইবাদত করার তাওফিক দান করুন।

  • @azamsazid99
    @azamsazid99 2 года назад +15

    আপনার কন্ঠ শুনলে অন্তরের ভেতরে এক অন্য রকম প্রশান্তি কাজ করে।🌿
    আল্লাহ্, আপনাদের এই সুন্দর সুন্দর নেক কাজগুলোকে কবুল করে নিক এবং আরও অনেক বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুক।😊
    আমিন ইয়া রাব্ব।🤲🏻

  • @KamalParvez.Q
    @KamalParvez.Q Год назад +9

    প্রিয় শাইখ, আপনার সুমধুর কন্ঠে, কুরআনের পূর্ন বাংলা অনুবাদ শুনতে চায়, যেমন ভাবে আপনি আপনার সিরিজের মধ্যে কুরআনের অনুবাদ করে থাকেন। আমার মত আরো কেউ যদি শাইখের কন্ঠে অনুবাদ শুনতে চান তাহলে লাইক দিয়ে শাইখকে উৎসাহিত করবেন সকল মুসলিম ভাই বোনেরা। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

  • @ummachannel304
    @ummachannel304 2 года назад +8

    আল্লাহর সামান্য একজন গোলামের কন্ঠ শুনে আমরা কতোই না উনাকে ভালোবাসি... যে আল্লাহ. জান্নাতি দের সাথে কথা বলবে তার কণ্ঠ না কত না মধুর হবে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিন...😭😭😭😭

  • @ummahislamicchannel
    @ummahislamicchannel 2 года назад +8

    আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মোহাম্মদ (সঃ)

  • @SaharaDeenMedia
    @SaharaDeenMedia 2 года назад +10

    ভাই আমার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি 💛 দীর্ঘ ৪ বছর ধরে আপনার ভিডিও দেখছি বহু কিছু শিখেছি আর আপনার প্রতি ভালোবাসা শুধু বেড়েছে। আল্লাহ আমাদের জান্নাতে একত্রিত করুন আমীন। আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে আমিও ক্ষুদ্র প্রচেষ্টা করছি দ্বীন প্রচারের দোয়া করবেন 🤍

  • @fouziarahman2054
    @fouziarahman2054 2 года назад +20

    আল্লাহুম্মা আ' ইন্নী আলা যিকরিকা ওয়াল শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।।
    (ইবাদতে বরকত লাভের দোয়া)

  • @zannatulmawya8244
    @zannatulmawya8244 2 года назад +13

    যখনই আমি খুব হতাশ হয়ে যাই ক্লান্ত হয়ে যাই।আপনার ভিডিও গুলো চালিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি।
    এতো প্রশান্তি অনুভব করি আমি।
    সব সময় এভাবে ই ভিডিও করে যান।
    আপনার সুস্থতা কামনা করছি।
    ভালো থাকবেন সবসময় 🖤

  • @hlh-px6lj
    @hlh-px6lj Год назад +21

    আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। {ইবাদতে বরকত লাভের দোয়া}

  • @IamSunvi_01
    @IamSunvi_01 2 года назад +6

    আমার পুরো ইউটিউবের সেরা চ্যানেলটি আপনার। ভীষণ প্রিয় বাসিরার এই কন্ঠ।

    • @mdkowsarkhan-qp9xy
      @mdkowsarkhan-qp9xy 2 года назад

      Ummah Network চ্যানেলটিও দেখতে পারেন।

  • @lavlykhatun1802
    @lavlykhatun1802 2 года назад +5

    আলহামদুলিল্লাহ কি যে শান্তি লাগে এই ভিডিও গুলো শুনলে বলে বুঝাতে পারবনা, ইচ্ছে করে বার বার শুনি। এই গুলো শুনলে যেন এক অন্য জগতে হারিয়ে যায় অন্তরের গহিন থেকে রবকে অনুভব করি।হে রব আপনি আমাদেরকে আপনার ইবাদাতে তৃপ্তি পেতে সাহায্য করুন।

  • @ferdousarabegum8589
    @ferdousarabegum8589 2 года назад +16

    আল্লাহুম্মা আ''ইন্নী আ''লা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিক,,,

    • @samoulvai6152
      @samoulvai6152 Год назад +1

      আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত আপনি এই দোয়ার একটা অংশ ইনশাআল্লাহ পেয়েই যাবেন/কারন আপনার txt থেকেই দোয়াটা শিখলাম?আল্লাহ আমাকে নিয়মিত আমল করার তৌফিক দান করুক?

  • @কিছুকথাঅমৃত-ণ৬ঠ

    ভাই আপনার মুখে আল্লাহ এবং রসুলুল্লাহ (স) এর কথা শুনে কলিজাটা এমনিতেই তৃপ্তি হয়ে যায়

  • @tasfihatania6930
    @tasfihatania6930 2 года назад +10

    আল্লাহ। আল্লাহ। আল্লাহ। আরশের আজিম তুমি আমাদের ঈমান- আমল বাড়িয়ে দাও যাতে তুমি আমাদের উপর সন্তুষ্ট থাক।

  • @Ferozreaction1992
    @Ferozreaction1992 2 года назад +12

    এমন কথা যদি সারাটা জীবন ধরে শুনতে থাকি তাতেও আমার মন ভরবে না মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রসংশা যত শুনি ততই শুনতে মন চায় 💞💞💞আল্লাহ গো আমরা সবাই তোমার পাপী বান্দা ও বান্দী আমাদেরকে তুমি খাটি ঈমানদার না বানিয়ে কবরে নিওনা🤲🤲🤲🤲(আমিন)

  • @parimolsarker6830
    @parimolsarker6830 Год назад +11

    সত্যি সত্যিই দেখতে পাচ্ছি আল্লাহর নিদর্শন গুলো দোয়া করি আরও প্রশস্ত করে দিক আপনাদের অন্তর গুলো। ভাই নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি ইমান আনতে পেরে দোয়া করবেন যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইমানের নৌকায় চরে। আমি একজন নবমুসলিম

  • @mohammadrakibulislam2037
    @mohammadrakibulislam2037 2 года назад +3

    আলহামদুলিল্লাহ, আপনাকে, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি❣️

  • @Sylhet_Tea
    @Sylhet_Tea 2 года назад +7

    এই চ্যানেল থেকে আমি অনেক শিক্ষা অর্জন করতে পেরেছে। জীবনের অনেক দিক পরিবর্তন করতে পেরেছি। কিন্তু কিছু দিন যাবত আমি আমল করা থেকে দূরে চলে গেছি। আল্লাহ আমাকে সঠিক পথ দেখায়....

  • @sumonmolla9390
    @sumonmolla9390 2 года назад +19

    উচ্চারণ : আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
    অর্থ : হে আল্লাহ! আপনার জিকির করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

  • @আলোরমেলা-থ২য

    ভালো লাগে আপনার বিডিও গুলো। অন্তত খারাপ দিক থেকে বেঁচে থাকতে পারি যখন বিডিও গুলো দেখি, আলহামদুলিল্লাহ। যেন জিবনটা সুন্নাত মোতাবেক কাটাতে পারি🥹

  • @munjishan536
    @munjishan536 2 года назад +11

    আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
    অর্থ - হে আল্লাহ! আমাকে যিকির ও শোকর আদায় করার তাওফিক দিন এবং উত্তমরূপে আপনার ইবাদাত করার তাওফিক দান করুন ।

  • @AbdurRazzak-ih5lu
    @AbdurRazzak-ih5lu 2 года назад +5

    ভালবাসি আল্লাহর জন্য। নতুন কিছুর অপেক্ষায় থাকি সর্বদা।

  • @alisayed4063
    @alisayed4063 Год назад +6

    ইয়া আল্লাহ, আমাকে সঠিক ও আন্তরিকভাবে তোমার এবাদত করার তৌফিক দাও,
    আমিন সুম্মা আমীন ইয়া রাহমানুর রাহিম🤲

  • @AhmedMiazy-nf7ee
    @AhmedMiazy-nf7ee Год назад +14

    আল্লহুম্মা আইন্নী ‘আলা যিকরিকা ও শুকরিকা ওয়াহুসনি ইবাদাতিকা।
    হে আল্লাহ! আপনার যিক্‌র করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন”।

    • @rkmsakib5208
      @rkmsakib5208 Год назад

      Vai bgm tah kon nasheed er ba music tar name janen ki?

  • @mstsema2451
    @mstsema2451 2 года назад +9

    আপনার কন্ঠে হেদায়েতের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়তে থাকে,কোন দুনিয়াধারি মনে থাকে না,

  • @mstsema2451
    @mstsema2451 2 года назад +6

    আপনাকে আল্লাহ এত সুন্দর কন্ঠ দান করেছেন, মাশাল্লাহ,, আর বহু দিন আপনার কন্ঠের ভিডিও খুঁজে পেলাম,,,আল্লাহর কাছে শুকরিয়া

  • @ArifHossainofficial17
    @ArifHossainofficial17 10 месяцев назад +8

    এই চ্যানেলের উসিলায় আল্লাহ হেদায়েত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসি বাসিরা পরিবার।

  • @mahmudsiam778
    @mahmudsiam778 2 года назад +8

    ১। আল্লাহকে ভালোভাবে জানা। আল্লাহর সিফাত সমূহ ভালোভাবে জানা।
    ২। প্রতিটি ইবাদতের পিছনে রয়েছে আল্লাহর হিকমত। এই উপলব্ধি নিয়ে ইবাদত করা।
    ৩। সলেহিন বা ভালো মানুষদের সাথে উঠাবসা করা যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
    ৪। কখনো নিজের ইবাদত নিয়ে সন্তুষ্ট না হওয়া। বরং আল্লাহর কাছে আরো বেশি বেশি চাওয়া।
    ৫। এমন সবকিছু থেকে বিরত থাকা যা আল্লাহ অপছন্দ করেন।

    • @md.enamulhoque7529
      @md.enamulhoque7529 2 года назад

      ৬। মানুষের হক নষ্ট না করা। মা বাবার সাথে উত্তম আচরণ করা।

  • @ronymurad9221
    @ronymurad9221 2 года назад +10

    বাসিরা মিডিয়া কে খুব অনুরোধ করছি,,,, অনন্ত প্রতি ৩ সপ্তাহ পরপর একটি মনমুগ্ধকর ভিডিও দেওয়ার জন্য,,,, দাজ্জালের পর্ব টা রিলিজ করবেন প্লিজ বিস্তারিত।

  • @jamilBhaiii
    @jamilBhaiii 2 года назад +4

    আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি 💗

  • @Quranic_Voice-r7b
    @Quranic_Voice-r7b 2 года назад +4

    এই কন্ঠ টাকে অনেক দিন ধরে মিছ করছিলাম।‌🤲 তা বলার মত না।😞🤗

  • @asmaakhter5010
    @asmaakhter5010 2 года назад +4

    আলহামদুলিল্লাহ 🤲💙
    খুব ভালো লাগে বাসিরাহ্ সিরিজ গুলো শুনতে।। রাতে শুনলে ভালো ঘুম হয় 💗

  • @sabinasabu2216
    @sabinasabu2216 2 года назад +3

    ইউটিউবে এই একটি চ্যানেল যাকে মন প্রান দিয়ে ভালবাসি,,,,❤️❤️❤️

  • @Mottalib68
    @Mottalib68 2 года назад +10

    আপনাদের ভিডিও দেখে অনেক বেনামাজি মুসলিম ভাইবোন নামাজ ধরেছে, প্রাকটিসং মুসলিম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে আলহামদুলিল্লাহ

  • @AbdullahKhan-mb6td
    @AbdullahKhan-mb6td 2 года назад +3

    মাশাআল্লাহ আমার প্রিয় পছন্দের শায়খ!! অনেকদিন পরে আলহামদুলিল্লাহ!!!😊😊💝💝💓💓💗💗❣️❣️❤️❤️💛💚💙

  • @fardinsakib8253
    @fardinsakib8253 2 года назад +5

    মাগরিবের নামাজের সময় মনে পড়ল বাসীরা অনেকদিন ভিডিও দেয় না নামাজ শেষ করে আসতে না আসতে ই নোটিফিকেশন পেলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভিডিও পেলাম
    বাসিরার সাথে আসলে সম্পর্কটা অন্তরের ❤️

  • @tahminashirin6997
    @tahminashirin6997 2 года назад +1

    সত্য অনেকদিন পরে বাসীরা আর আপনার কন্ঠটা শুনে নিজের অজান্তে চোখে পানি চলে আসলো।আর এই ভিডিওটা ও খুবই দরকার ছিল আমার জন্য

  • @towards..eternity8439
    @towards..eternity8439 2 года назад +4

    জীবন মৃত্যু জীবন এর মত আরও সিরিজ চাই ।
    জাযাকাল্লাহ খাইরান।

  • @tasmiaahmed3
    @tasmiaahmed3 2 года назад +2

    শায়খ আপনাকে আল্লাহর জন্য ভালবাসি। মুল বক্তা ও অনুবাদক উভয়কে আল্লাহ উত্তম প্রতিদান দিক আমিন।

  • @1991alamin
    @1991alamin 2 года назад +3

    অনেক দিন ধরে আপনার মায়াবি কন্ঠের অপেক্ষায় ছিলাম ভাই। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন, আমিন।

  • @amranvro6743
    @amranvro6743 2 года назад +2

    মাশাআল্লাহ খুব সুন্দর একটা আলোচনা। এতদিন খুব অপেক্ষায় ছিলাম এই চ্যেনেলের ভিডিওর জন্য।

  • @nargisakter3204
    @nargisakter3204 2 года назад +4

    আলহামদুলিল্লাহ,,, কথা গুলো সত্য এবং ফলপ্রসূ ❤️❤️❤️

  • @দেলোয়ারহোসেন-ণ৬ন

    প্রিয়🖤
    শায়েখ
    আল্লাহ পাক আপনার হায়াতে বারাকা দান করুন আপনাদের মত দরকার এই যুগে আরো বেশি প্রিয় 🥀

  • @syedagulshanara3567
    @syedagulshanara3567 Год назад +4

    আসসালামু আলাইকুম ভাই শায়েক. এমন মধুর কন্ঠ দান করেছেন আল্লাহ্ আপনাকে ...
    মাশআল্লাহ 💖 এমন সুন্দর ব য়ায়
    এমন সুন্দর ও সহজ ভাসায় বলার
    ধরন ... আল্লাহুআকব👍💯
    বার বার শুনতে ইচ্ছে করে। জং ধরা জীবন ঠিক পথে নিয়ে আসার আলোর রাস্তা। হে আমার রব আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য তোমার বানাও
    🤲😥😪

  • @InnerVerse_Insights
    @InnerVerse_Insights 2 года назад +2

    খুবই মূল্যবান একটি ভিডিও সকল মুসলিম ভাইদের জন্য. আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন যেন আমরা আমাদের হৃদয় থেকে আপনার ইবাদত করতে পারি. আমিন!!

  • @MdAbdulOhab-d6o
    @MdAbdulOhab-d6o Год назад +9

    জীবন টা যদি নবীর দেখানো পথে উৎসর্গ করা যায় তাহলে জীবনের মানে খুঁজে পাওয়া যাবে 🌼🥀
    💞 ইনশাআল্লাহ

  • @famia1070
    @famia1070 Год назад +5

    আসসালামু ওয়ালাইকুম। আপনার বক্তব্য শুনে আমার মনের দুর্বলতা দুর হয় আলহামদুলিল্লাহ। আপনার বতবব্য শুনে আমার ঈমান ও বিশ্বাস আল্লাহ তালার প্রতি mojbud হয়। জাজাক আল্লাহু খায়রান

  • @masudranasorkar478
    @masudranasorkar478 9 месяцев назад +6

    আল্লাহ গো আমি একমাত্র তোমার গোলাম,,,, মাফ করো, কবিল করো, মালিক

  • @shahidaislam9321
    @shahidaislam9321 2 года назад +2

    মনে এক অন্য রকম শান্তি যোগার হলো
    আলহামদুলিল্লাহ

  • @JannatulFerdous-se3tm
    @JannatulFerdous-se3tm 2 года назад +4

    اَللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

  • @sanwarsumon1974
    @sanwarsumon1974 2 года назад +1

    আলহামদুলিল্লাহ, মায়াভরা সেই কন্ঠ শুনেই মনটা পুলকিত হয়ে গেলো। মহান আল্লাহ তা'য়ালা এই কন্ঠে বারাকাহ দান করুন।

  • @mdjakariyajakariyapramanik9932
    @mdjakariyajakariyapramanik9932 2 года назад +4

    হে প্রিয় শায়েক আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি 🥰

  • @hossainmdzakir4971
    @hossainmdzakir4971 2 года назад +2

    এই কন্ঠটি সারাজীবন যেন উপভোগ করি আল্লাহ এ যে আপনার দেয়া এক নেয়ামত । কত যে মিস করেছি আপনার কন্ঠটি । আপনার বলার ভঙ্গিমা আর কোথাও খুজে পেলাম না ।

  • @nurmohammad4070
    @nurmohammad4070 2 года назад +4

    আগের কন্ঠের অপেক্ষায় আছি, কখন মনমুগ্ধকর ওই আগে কণ্ঠ থেকে শব্দচরণ উচ্চারিত হয়ে আসবে আমাদের জন্য, নাম না জানা ভাইটির কণ্ঠস্বর আমাদেরকে বিমুগ্ধ করে রেখেছে। ভাইটি যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক।

  • @jonyshikder4161
    @jonyshikder4161 2 года назад +1

    হযরত আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, এভাবেই আপনি আমাদের দীনের সঠিক ইতিহাস যেন জানাতে পারেন।

  • @lovethehelpless9300
    @lovethehelpless9300 2 года назад +5

    এই চ্যানেল আমার বাস্তব জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে

  • @ashique1763
    @ashique1763 2 года назад +3

    ভিডিও টা আমার জন্যে ❤️❤️❤️
    আল্লাহ আপনাদের উওম প্রতিদান দান করুক। আমিন

  • @lazyboys7338
    @lazyboys7338 2 года назад +7

    এই কথাগুলোতে যেন আমি হারিয়ে যায়,মনে একটা জোর আসে।

  • @saifakhan242
    @saifakhan242 2 года назад +2

    আপনার এই কন্ঠটা শুনে মনটা আনন্দে ভরে গেল🙂🙂🙂আল্লাহ আপনাকে অনেক বছর বাচিয়ে রাখুক!আমিন!!

  • @Shayanrahman613
    @Shayanrahman613 Год назад +7

    আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যারা এগুলো তৈরি করেন আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। এবং দিনের কল্যাণের জন্য আপনারা এমন ভিডিও আরও বেশি করে তৈরি করুন যা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবে। সুবাহানাল্লাহ।

  • @omarfarook4868
    @omarfarook4868 2 года назад +2

    আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাকে তার রহমতের ছায়াতলে রাখুক। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সবসময়।

  • @mstkhadija-tussugraa
    @mstkhadija-tussugraa Год назад +4

    আলহামদুলিল্লাহ এত মধুর কণ্ঠে উপকারী জ্ঞানের কথা শুনলাম, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন,
    আহহ না জানি আমার প্রিয় রাসুলুল্লাহ সাঃ এর কন্ঠ কত মধুর ছিল 😢😢😢

  • @baseeraLovers2336
    @baseeraLovers2336 2 года назад +1

    আলহামদুলিল্লাহ আবারো আপনাদের ভিডিওটা দেখে মনটা আনন্দে ভরে গেলো।
    আল্লাহ যেন আপনাদের এই কাজ গুলোকে কবুল করে নেন।

  • @আলোরসন্ধানে-ড৬ঠ

    আলহামদুলিল্লাহ আপনার কথা গুলো মন ছুয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ 💞💞🥰🥰🥰

  • @ishfaq46
    @ishfaq46 2 года назад +8

    উচ্চারণ: আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শোকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
    অর্থ: হে আল্লাহ! আমাকে তোমার জিকির করার সুযোগ দাও। তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দাও।

  • @alomnabil7919
    @alomnabil7919 2 года назад +2

    Bhaiya! jokhon pap Korte Korte klanto Hoye pori, tokhon apnr ei kothagulur madhome Abar o ibadat korar assas pai. Thank you bhaiya for your dawat.

  • @abedreza8532
    @abedreza8532 2 года назад +4

    আল হামদুলিল্লাহ্ ।
    আমি প্রায় এক বছর বেশি সময় ধরে ফরজ নামাজ আদায় শেষে আল্লাহুম্মা আইন্নী আলা জীকরিকা ওয়া শূকরিকা ওয়া হুসনী ঈবাদাতিক ।

  • @moderate1875
    @moderate1875 Год назад +9

    আল্লাহ আমাদের দীনের পথে থাকার তৌফিক দান করুন এবং Baseera কে আরো মানুষের হৃদয়ে পৌছে দিন,তাদেরকেও সৎ পথে রাখুন এবং সত্যের সাথে রাখুন।

  • @islamic-c7g
    @islamic-c7g Год назад +9

    আমরা সবাই অনেক পাপি
    আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবেন।
    আমিন

  • @rezaulkarim9725
    @rezaulkarim9725 11 месяцев назад +8

    এক আল্লাহর দাসত্ব স্বীকার করলে সমস্ত সৃষ্টির দাসত্ব হতে মুক্তি পাওয়া যায়।

  • @ferojalmostakin8032
    @ferojalmostakin8032 2 года назад +2

    Alhamdulillah.... কথা গুলো শুনে অনেক শান্তি পেলাম।

  • @born--death
    @born--death 2 года назад +5

    আপনাদের থেকে অনেক শিক্ষা গ্রহণ করে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি। ইসলাম প্রচারের ছোট্ট একটি পদক্ষেপ নিলাম। দোয়া করবেন সকলে আল্লাহ যেনো আমার এই পদক্ষেপ কবুল করে এবং আমাকে ও অন্যান্য মানুষদের জ্ঞান অর্জনের ও বিভিন্ন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, আমিন।

  • @Islamicbangla9292
    @Islamicbangla9292 2 года назад +2

    আহা কতই নাহ মধুর কন্ঠ,
    শায়েখ আল্লাহ'র জন্য আপনাকে ভালোবাসি। 🥰❤️

  • @AlHudaWanNoorBD
    @AlHudaWanNoorBD 2 года назад +4

    আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে এই ভিডিও অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।

  • @sawonreja4923
    @sawonreja4923 Год назад +6

    সুবাহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার❤❤

  • @jirana7529
    @jirana7529 2 года назад +3

    আল্লার জন্য আপনাকে ভালোবাসি। শায়েখ

    • @ummachannel304
      @ummachannel304 2 года назад +2

      আল্লাহর সামান্য একজন গোলামের কন্ঠ শুনে আমরা কতোই না উনাকে ভালোবাসি... যে আল্লাহ. জান্নাতি দের সাথে কথা বলবে তার কণ্ঠ না কত না মধুর হবে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিন...😭😭😭😭

  • @mdmoajjemhossain5908
    @mdmoajjemhossain5908 2 года назад

    আহ্ কি মায়ামাখা দরদ ভরা কন্ঠে কত সুন্দর মিষ্টি উপস্থাপনা ঈমান যেনো জ্বলে উঠলো

  • @dr-rajuahmed9684
    @dr-rajuahmed9684 2 года назад +3

    এই কন্ঠের মানুষ টাকে যদি একবার দেখতে পারতাম। আল্লাহ আপনার হায়াতে বারাকাহ দিন

  • @tashrifarefin5345
    @tashrifarefin5345 2 года назад +3

    আমি আপনার বায়াত গ্রহণ করতে চাই। আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমিন!

  • @mohammadaliniloy7997
    @mohammadaliniloy7997 2 года назад +4

    আসসালামু আলাইকুম ভাই। অনেক অপেক্ষায় থাকি আপনার ভিডিও'র জন্য। দয়া করে সপ্তাহে অন্তত একটা ভিডিও দিবেন।

  • @mdtomal2406
    @mdtomal2406 2 года назад +1

    আলহামদুলিল্লাহ
    আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিক সালাত কায়েমকারী বানিয়ে দিক
    তাঁর সহজ সরল আলোকিত পথে পরিচালিত করুন

  • @Alaminmia-cb5ys
    @Alaminmia-cb5ys Год назад +8

    হে আল্লাহ তুমি আমাকে মনযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান কর

  • @MdShakil-gt7dj
    @MdShakil-gt7dj 2 года назад +4

    আসসালামুয়ালাইকুম।
    কেমন আছেন প্রিয় ভাইয়া।
    আপনার কন্ঠটা কত মিস করি বলে বুঝাতে পারবো না।
    মানুষ একটা মানুষকে না দেখেও এতোটা ভালোবাসে পারে তা আগে আমি জানতাম না।
    আপনার প্রতি আমার ভালোবাসা সেই ২০১৯ সালে যখন আপনাদের নতুন নতুন বিডিও ছাড়তেন তখন থেকেই।
    আপনাকে দেখার ইচ্ছা সাড়ে ৩ বছর আগে থেকে।
    যদি কখনো দুনিয়াতে আপনার সাথে দেখা না করতে পারি।
    আল্লাহ্ আমাদের জান্নাত দান করুর এবং তখন আপনার সাথে দেখা করবো ইনশা'"আল্লাহ"
    আপনাদের বিডিও অপেক্ষাই থাকি সব সময় প্রিয় ভাইয়া! দোয়া রইলো আপনাদের জন্য যেন সব সময় সুস্হ রাখেন আপনাদের!

  • @ফেরারিপথিক-ট৭ণ

    ""হে দয়াময় রাহমানুর রাহিম আল্লাহ প্রতিটা ভালো মনের বুজুর্গ ব্যক্তিরা যে পথে চলেন আপনি আমাদেরকে ও সে পথে চলার তৌফিক দান করুন.আমিন 🤲🤲🤲

  • @nusratcowdhory6588
    @nusratcowdhory6588 2 года назад +1

    আলহামদুলিল্লাহ শায়েকের গুরুত্বপূর্ণ আলোচনা শিখনীয়

  • @FatemakhanFatemakhan-b4w
    @FatemakhanFatemakhan-b4w 8 месяцев назад +5

    হে আল্লাহ সকলকে ইমানের সহিত মৃত্যু দিও আমিন ☝️🤲😭

  • @edrisali8397
    @edrisali8397 2 года назад +1

    এই কন্ঠে যখন কথা গুলো শুনি তখন মনে হয় হৃদয়ে কেমন জানি একটা আনন্দ অনুভব করতেছি। মাশাআল্লাহ।

  • @md.mostafatalukder4144
    @md.mostafatalukder4144 2 года назад +3

    অনেক অনেক অনেক সাধনার পর এই চ্যানেল এ আসতে সক্ষম হলাম।আল্লাহ জানার এবং মানার তৌফিক দান করুন সকল কে সাথে আমাকেও।

  • @moeenuddin751
    @moeenuddin751 2 года назад +2

    এতদিন পর প্রিয় কন্ঠে অসাধারণ নাসিহা শুনে কি যে তৃপ্তি লাগছে বলে বুঝাতে পারবো না।

  • @abdurrakib8758
    @abdurrakib8758 Год назад +5

    আপনাদের ভিটিও গুলো সত্যি অন্তরের খোরাক জোগায় 🥰🥰🥰

  • @labibkhan6296
    @labibkhan6296 2 года назад +2

    Alhamdulillah,onek vlo lagtase
    Etodin por abaro monomoghdho konthe islamer bani sunte
    Allah apnake nek hayat dan koruk

  • @7up699
    @7up699 2 года назад +3

    আল্লাহ তা য়ালা প্রিয় ভাইকে সুস্থতা কামনা করছি🤲🤲

  • @resalat-1225
    @resalat-1225 2 года назад +2

    ভাইজান, শ্রেষ্ঠ মানুষেরা '' এই ভিডিও গুলো অন্নেক মিছ করছি

  • @krishnamandal00
    @krishnamandal00 2 года назад +9

    ভাই, আমার আসসালামু আলাইকুম। আমি আপনার প্রায় সবগুলো ভিডিও দেখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পেরেছি ইসলাম সম্পর্কে। আল্লাহ আপনাকে আরো বারাকাহ দান করুন। আমি রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের 'বিদায় হজ' এর সম্পূর্ণ ভাষণটা আপনার মুখ থেকে শুনতে অনেক অনেক আগ্রহী। ভাই, যদি সম্ভব হয় তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাবেন। আমি অপেক্ষায় থাকবো। বারাকাল্লাহু ফিক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

    • @swapanzameen6302
      @swapanzameen6302 2 года назад +1

      একদম ঠিক বলেছেন ভাই।
      আমিও শুনতে চাই।

  • @NaeemOnTheWay
    @NaeemOnTheWay 2 года назад +1

    মা শা আল্লাহ! আল্লাহ প্রিয় শায়েখকে নেক হায়াত দান করুন৷
    আল্লাহ সুবাহানাহু ওয়াতালা আমাদেরকে উক্ত আলোচনা অনুযায়ী চলার তাওফিক দান করুন৷ আমীন৷