27 minute এর মত শুনলাম , রক্ত গরম হয়ে গেলো । আর পারছি না শুনতে , পরে মাথা ঠান্ডা হলে আবার শুনতে এসব ইনশাআল্লাহ। অনেক ইনফরমেটিভ আলোচনা । আমাদের কাজ করে যাওয়া উচিত এইগুলো নিয়ে ।
সত্যি কান্না পায় যখন গভীর ভাবে ভাবার সুযোগ হয় আপনাদের মত কিছু মানুষের কল্যাণে। কি ছিলাম আমরা কি হয়ে গেলাম। শিক্ষা , শিল্প , ভাষা এভাবে তিলে তিলে শেষ হয়ে গেছে কখনও ভাবা হয়নি, কেউ সুযোগ করেও দেয়নি। সবচেয়ে যে কথা গুলো, সময় আর পরিস্থিতি মিলিয়ে হৃদয়ে রক্তক্ষরণ আর চোখে কান্না নিয়ে আসলো সেগুলো হচ্ছে, আমার বাংলার টাকায় শিল্প বিপ্লব আর দেশীয় শিল্প হারানো। মাদ্রাসার জমি অধিগ্রহণ আর শিক্ষা ব্যাবস্থা ধ্বংস। ভাষা ধ্বংস, এজন্যই বুঝি কাউকে ' বিদ্যাসাগর ' বলা হয়, আসলে ব্রিটিশ আমলের সম্মানিত মানুষ গুলো কেনো যেনো একটু হলেও বিতর্কিত থাকবেন, আরো অন্যান্য লেখক যারা শব্দের পর শব্দ দিয়ে ভ্রমের মালা গেঁথে আমাদের পড়িয়েছেন, আর আমরা আনন্দে গ্রহণ ও করেছি। না জানি আর কত দিন সত্য থেকে দূরে থেকে বিকৃত ইতিহাস গ্রহন করতে হবে। আফসোস। রেলের বিভাগীয় শহর সৈয়দপুরে থাকি, ভিডিওটা দেখার আগেও ভাবতাম কিছু দিয়ে গেছে ব্রিটিশরা। এখন লজ্জা হচ্ছে নিজের চিন্তা চেতনার উপর। নিজের অস্তিত্ব আর ইতিহাস জানিয়ে দিলেন অত্যন্ত সাবলীল ভাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন নিশ্চয়। আমিন।
অনেক আছে আলহামদুলিল্লাহ খুজে খুজে করতে হবে। সমস্যা হচ্ছে বর্তমান মেইনস্ট্রিম মিডিয়া সেকুদের দখলে যার কারনে এরকম ইনটেলেকচুয়ালদের মিডিয়ায় জায়গা হয় না সেকুরা তাদের প্রচুর ভয় পায়। কারন তারা জানে সেকুরা তাদের কাছে ইন্টেলেকচুয়ালি ও হারবে
আসলে এই বক্তব্যের কোন তুলনা হয় না,,আজকে ইউনিভার্সিটি তে পড়তে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছি , কখনোই কোন ইতিহাস আমাদের সত্য পড়ানো হচ্ছে না।।যে সাহিত্যগুলো পড়ানো হচ্ছে সেগুলো ওদের , আমাদের নয়।। আপনারা যদি এভাবে আলোচনা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন আবার মুসলিমরা জেগে উঠবে আবার নবজাগরণ হবে আপনার এই বক্তব্য শুনে আমি গবেষণার অনেক তথ্য পেলাম, , আমার নিজের গবেষণার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। । আপনি আপনার কাজ করতে থাকুন।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহু খাইর❤
ইতিহাসের যত যুদ্ধ আছে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও চাই। যাতে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। পাঠ্যপুস্তক এর বাইরেও অনেক অজানা ইতিহাস রয়েছে যেগুলো আমাদের জানা অনেক জরুরী। আশা করছি আপনাদের কাছ থেকে এমন কিছু শিক্ষণীয় ভিডিও পাবো। সর্বোপরি আপনাদের চ্যানেলের জন্যে রইলো অনেক দোয়া ও ভালোবাসা।
আজ আমরা নিজেদের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভুগছি..., কিন্তু আমাদের পূর্বপুরুষের ইতিহাস ছিলো তো গৌরবময় ইতিহাস..যা আমাদের অজানা... জাযাকাল্লাহ খায়রান শায়েখ...এই ইতিহাস গুলো তুলে ধরার জন্য। রক্ত গরম হয়ে যাচ্ছে......!!
শক্তি ভাইয়ের কথাগুলো অসাধারন লাগে আর অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়ও বেশ। শক্তি ভাইসহ এরকম হালাকা আরও বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ। দোয়া হালাকা এর সকলের জন্য। জাযাকাল্লাহ খাইরান
হালাকাহ কে অনেক অনেক মোবারকবাদ জানাই। এতো সুন্দর আলোচনার আয়োজন করার জন্য। ডাঃ শামসুল আরেফিন শক্তি ভাই আমার খুবই পছন্দের একজন ব্যক্তি। আমি উনার সকল বই কিনেছি পড়ছি। উনার আলোচনার সব ভিডিও খুজে খুজে শুনি। আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহু খাইরান। আগে একবার শুনছিলাম আজ ভালভাবে খেয়াল করে শুনলাম আর কাদলাম। কি ছিলাম আমরা আর কি হইলাম ! কেমনে হইলাম ! আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা আমাদের নিঃশেষ করে দিলো তাদেরকেই আমরা আইডল মনে করি !! আপনাদের খেদমত আল্লাহ সুবহানাহু ওতায়ালা কবুল করুন। এই ভিডিওর ছোট ছোট ক্লিপ তৈরি করে ছড়িয়ে দিলে উপকার হইতো।
আমার মনে নেই কোথায় শুনেছি, "কলোনাইজড জাতি তাদের কলনাইজার দের সুপিরিয়র মনে করে"। বাক্যটা এত এফেকটিভ মনে হলো যে আমি নিজেই অবাক। সেই থেকে আলহামদুলিল্লাহ নিজেকে পরিবর্তনের যুদ্ধে নেমে পড়েছি।
বিস্তারিত আরো জানতে উনার রচিত ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন, এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
মাশাআল্লাহ এই প্রথম এতো কিছু জানতে পারলাম। বৃটিশদের সম্পর্কে কখনো এভাবে ভেবে দেখিনি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনার মেধা আরো বৃদ্ধি করে দেক। অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ্ ! আমাদের সকল ইসলামী স্কলারদের প্রতি আহ্বান জানাই, আপনারা ব্যাপকহারে এ ধরনের গবেষণাধর্মী আলোচনা করুন। বুদ্ধিবৃত্তিক জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। মাদ্রাসা শিক্ষা যে ভিক্ষুক তৈরী করে না সেটা প্রমান করতে হবে। এক সময় আলেম উলামাগনই ছিলেন সমাজের জ্ঞানী অংশ, সচেতন বেশী। আর আজ কোথায়! এজন্য অন্যদের চেয়ে নিজেদের অবস্থানের দিকে নযর দিতে হবে।
বিস্তারিত আরো জানতে উনার রচিত ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন, এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
মাশাআল্লাহ, অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। এই আলোচনা গুলো আরো বেশি বেশি হওয়া উচিত। হযরতে শেষ প্রশ্ন উত্তরটা বেশি ভালো লেগেছে। @হালাকাহ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য।
হযরতের কথা গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে শুলাম, রেফারেন্স ভিত্তিক এরকম আলোচনা আরো বেশি বেশি হওয়া উচিত। হজরত কে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম জাযায়েখায়ের দান করুক আমীন।
বিস্তারিত আরো জানতে উনার রচিত ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন, এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
বিস্তারিত আরো জানতে উনার রচিত ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন, এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
27 minute এর মত শুনলাম , রক্ত গরম হয়ে গেলো । আর পারছি না শুনতে , পরে মাথা ঠান্ডা হলে আবার শুনতে এসব ইনশাআল্লাহ। অনেক ইনফরমেটিভ আলোচনা । আমাদের কাজ করে যাওয়া উচিত এইগুলো নিয়ে ।
এমন এক প্রজন্ম গড়ে উঠুক যারা আত্মপরিচয়ের ব্যাপারে সচেতন হবে ইন শা আল্লাহ💚
পশ্চিমবঙ্গ নদীয়া থেকে দেখছি ।অনেক কিছু বুঝলাম । আল্লাহ্ ইলম এ বরকত দান করুন আমীন
ড. শামসুল আরেফীন সাহেবের বই "অবাধ্যতার ইতিহাস" বইটা কিনে পড়ুন সবাই। অনেক কিছু বুঝে আসবে। রেফারেন্স সহ সব সুন্দর করে সাজিয়ে লিখেছেন।
দাম কত?
উনার এই আলোচনা কি উক্ত বইয়ে পুরোটা আছে?
@@mahedyhasan.8257 অনেকটুকু আছে, বাকিটা ওনার "কাঠগড়া" বইতে আছে।
@@abunayem4709 ২৯২ টাকা।
@@abunayem4709 ২৯২ টাকা মনে হয়।আমি কয়েকদিন আগে কিনেছি এই দামে।মাস্টারপিস একটা বই
সত্যি কান্না পায় যখন গভীর ভাবে ভাবার সুযোগ হয় আপনাদের মত কিছু মানুষের কল্যাণে।
কি ছিলাম আমরা কি হয়ে গেলাম। শিক্ষা , শিল্প , ভাষা এভাবে তিলে তিলে শেষ হয়ে গেছে কখনও ভাবা হয়নি, কেউ সুযোগ করেও দেয়নি। সবচেয়ে যে কথা গুলো, সময় আর পরিস্থিতি মিলিয়ে হৃদয়ে রক্তক্ষরণ আর চোখে কান্না নিয়ে আসলো সেগুলো হচ্ছে, আমার বাংলার টাকায় শিল্প বিপ্লব আর দেশীয় শিল্প হারানো। মাদ্রাসার জমি অধিগ্রহণ আর শিক্ষা ব্যাবস্থা ধ্বংস। ভাষা ধ্বংস, এজন্যই বুঝি কাউকে ' বিদ্যাসাগর ' বলা হয়, আসলে ব্রিটিশ আমলের সম্মানিত মানুষ গুলো কেনো যেনো একটু হলেও বিতর্কিত থাকবেন, আরো অন্যান্য লেখক যারা শব্দের পর শব্দ দিয়ে ভ্রমের মালা গেঁথে আমাদের পড়িয়েছেন, আর আমরা আনন্দে গ্রহণ ও করেছি।
না জানি আর কত দিন সত্য থেকে দূরে থেকে বিকৃত ইতিহাস গ্রহন করতে হবে। আফসোস।
রেলের বিভাগীয় শহর সৈয়দপুরে থাকি, ভিডিওটা দেখার আগেও ভাবতাম কিছু দিয়ে গেছে ব্রিটিশরা। এখন লজ্জা হচ্ছে নিজের চিন্তা চেতনার উপর। নিজের অস্তিত্ব আর ইতিহাস জানিয়ে দিলেন অত্যন্ত সাবলীল ভাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন নিশ্চয়। আমিন।
❤❤
ভাবি আর দুঃখ, লজ্জা, ঘৃন্না আর আফসোস কাজ করে,আল্লাহ ভরসা
বর্তমান মুসলিম বিশ্বে এরকম ইন্টেলেকচুয়াল ব্যাক্তিত্যের খুবই প্রয়োজন
অনেক আছে আলহামদুলিল্লাহ খুজে খুজে করতে হবে। সমস্যা হচ্ছে বর্তমান মেইনস্ট্রিম মিডিয়া সেকুদের দখলে যার কারনে এরকম ইনটেলেকচুয়ালদের মিডিয়ায় জায়গা হয় না সেকুরা তাদের প্রচুর ভয় পায়। কারন তারা জানে সেকুরা তাদের কাছে ইন্টেলেকচুয়ালি ও হারবে
stupid
You're right.
@@muhammadyeamin787❤😅
ওনার বক্তব্য শুনে মাঝেমধ্যে কিছু সময়ের জন্য মনে হয়েছে উসমানীয় সাম্রাজ্যের কোন আলেম বক্তব্য শুনছি 🥰🥰
কেন উপমহাদেশের আলেমদের যোগ্যতা কি কম?
আসলে এই বক্তব্যের কোন তুলনা হয় না,,আজকে ইউনিভার্সিটি তে পড়তে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছি , কখনোই কোন ইতিহাস আমাদের সত্য পড়ানো হচ্ছে না।।যে সাহিত্যগুলো পড়ানো হচ্ছে সেগুলো ওদের , আমাদের নয়।।
আপনারা যদি এভাবে আলোচনা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন আবার মুসলিমরা জেগে উঠবে আবার নবজাগরণ হবে আপনার এই বক্তব্য শুনে আমি গবেষণার অনেক তথ্য পেলাম, , আমার নিজের গবেষণার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। ।
আপনি আপনার কাজ করতে থাকুন।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহু খাইর❤
Best wishes
মাশা আল্লাহ। বক্তার মেধায় আল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাআ'লা বরকত দান করুন।
আমি মনে করি আপনাদের কাজগুলো একদিন বিপ্লব সৃষ্টি করবে... ইংশা আল্লাহ!!
ইং শা আল্লাহ।
শক্তি ভাইকে দেইখা অনেক্ষন হাসলাম!
আল্লাহু আকবার।
এই দেশের ইয়াংদের পরিবর্তন এর লিডারশীপ উনাদের হাতে।আল্লাহ কবুল করুক।
আমাদের অনেকের খুব ভালবাসার মানুষ।
তরুণদের এই জাগরণের অপেক্ষায় ছিলাম। আল্লাহ আমাদের কবুল করুন।
বক্তব্য কখনো এত সুন্দর প্রয়োজনীয় হতে পারে রোগ সারাতে, ভুলেই গেছিলাম। খুব আগ্রহ নিয়ে দেখলাম। জাযাকুমুল্লাহু খাইরা।
ইতিহাসের যত যুদ্ধ আছে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও চাই। যাতে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। পাঠ্যপুস্তক এর বাইরেও অনেক অজানা ইতিহাস রয়েছে যেগুলো আমাদের জানা অনেক জরুরী। আশা করছি আপনাদের কাছ থেকে এমন কিছু শিক্ষণীয় ভিডিও পাবো। সর্বোপরি আপনাদের চ্যানেলের জন্যে রইলো অনেক দোয়া ও ভালোবাসা।
আজ আমরা নিজেদের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভুগছি..., কিন্তু আমাদের পূর্বপুরুষের ইতিহাস ছিলো তো গৌরবময় ইতিহাস..যা আমাদের অজানা... জাযাকাল্লাহ খায়রান শায়েখ...এই ইতিহাস গুলো তুলে ধরার জন্য। রক্ত গরম হয়ে যাচ্ছে......!!
শক্তি ভাইয়ের কথাগুলো অসাধারন লাগে আর অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়ও বেশ। শক্তি ভাইসহ এরকম হালাকা আরও বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ। দোয়া হালাকা এর সকলের জন্য।
জাযাকাল্লাহ খাইরান
অসাধারণ একটি আলোচনা। এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ প্রিয় ভাই।
এগুলি আগেই অনুমান করেছিলাম ,হুজুর বলায় আরো চিন্তিত হলাম
হালাকাহ কে অনেক অনেক মোবারকবাদ জানাই। এতো সুন্দর আলোচনার আয়োজন করার জন্য। ডাঃ শামসুল আরেফিন শক্তি ভাই আমার খুবই পছন্দের একজন ব্যক্তি। আমি উনার সকল বই কিনেছি পড়ছি। উনার আলোচনার সব ভিডিও খুজে খুজে শুনি। আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহু খাইরান। আগে একবার শুনছিলাম আজ ভালভাবে খেয়াল করে শুনলাম আর কাদলাম। কি ছিলাম আমরা আর কি হইলাম ! কেমনে হইলাম ! আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা আমাদের নিঃশেষ করে দিলো তাদেরকেই আমরা আইডল মনে করি !!
আপনাদের খেদমত আল্লাহ সুবহানাহু ওতায়ালা কবুল করুন।
এই ভিডিওর ছোট ছোট ক্লিপ তৈরি করে ছড়িয়ে দিলে উপকার হইতো।
Bhalo r somoyupojogi ekta point....jara amader nises korlo taderke amra idol mone kori
আমার মনে নেই কোথায় শুনেছি, "কলোনাইজড জাতি তাদের কলনাইজার দের সুপিরিয়র মনে করে"। বাক্যটা এত এফেকটিভ মনে হলো যে আমি নিজেই অবাক।
সেই থেকে আলহামদুলিল্লাহ নিজেকে পরিবর্তনের যুদ্ধে নেমে পড়েছি।
নিজেদের ইতিহাস আমরা জানি না, আফসোস, যত শুনছি অবাক হচ্ছি। হালাকাহ টিমকে আল্লাহ রহম করুন,বরকতময় করুন, আমিন।
বিস্তারিত আরো জানতে উনার রচিত
ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন,
এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন।
ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
এই আলোচনাটিকে ছড়িয়ে দিন সবার মাঝে সবাই৷
মাশা’আল্লাহ। ভাইয়ের ‘অবাধ্যতার ইতিহাস’ বইটা পড়ে মুগ্ধ হয়েছিলাম। আজ সরাসরি কথাগুলো শুনলাম। আজকের কথাগুলো সবই উনার বইয়ের মধ্যে রয়েছে। সবাইকে বইটি পড়ার অনুরোধ রইলো।
মাশাআল্লাহ এই প্রথম এতো কিছু জানতে পারলাম। বৃটিশদের সম্পর্কে কখনো এভাবে ভেবে দেখিনি।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক
আপনার মেধা আরো বৃদ্ধি করে দেক।
অনেক অনেক ধন্যবাদ
ইতিহাসের সঠিক ইতিহাস কজনই জানে।
ধন্যবাদ স্যার,সঠিক ইতিহাস জানানোর জন্য।
আল্লাহ হুজুরকে নেক হায়াত ও ইসলাম ও মোসলমানদের আরও খেদমত করার তৌফিক যেনো দেন। আমীন।
অসাধারণ বক্তব্য; সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমস্ত ইতিহাস ছোঁয়া পাওয়া যাচ্ছে।
এসব লেকচারগুলো আমাদের তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করবে। এমন ইতিহাস বিষয়ক হালাকাহ গুলো আরো করার অনুরোধ রইলো!
আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম
শুকরান
জাযাকাল্লাহ খায়ের
এমন আরো ভিডিও চাই ভাই
অসাধারণ। অনেকদিন ধরেই মনের মধ্যে একটা কথা ঘুরপাক খেতো। তার উত্তরটা আজকে পেয়ে গেলাম। ধন্যবাদ। ❤
ক্যান্সারের অপারেশন করার মতন যোগ্যতা, তৈফিক আল্লাহ আমাদের দান করুক।
আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম, আল্লাহ এমন ব্যক্তিদের রহমত,বরকত ও আরও গভীর গ্যান আমাদের জানানোর তৌফিক দান করুক
হুজুর আপনার কথা গুলো মনে গেঁথে গেছে ❤❤
আলহামদুলিল্লাহ্ ! আমাদের সকল ইসলামী স্কলারদের প্রতি আহ্বান জানাই, আপনারা ব্যাপকহারে এ ধরনের গবেষণাধর্মী আলোচনা করুন। বুদ্ধিবৃত্তিক জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। মাদ্রাসা শিক্ষা যে ভিক্ষুক তৈরী করে না সেটা প্রমান করতে হবে। এক সময় আলেম উলামাগনই ছিলেন সমাজের জ্ঞানী অংশ, সচেতন বেশী। আর আজ কোথায়! এজন্য অন্যদের চেয়ে নিজেদের অবস্থানের দিকে নযর দিতে হবে।
আলিমগণের সব দিকেই নজর দিতে হবে। সবার কল্যানের জন্যই কথা বলতে হবে।
অসাধারণ লেকচার ❤
এই রকম পড়াশোনা গবেষণা করা হুজুর অনেক ভালো লাগে এদের থেকে কিছু শিক্ষার আছে ।
ওনি বিসিএস ক্যাডার ডাক্তার!
খুবই সুন্দর আলোচনা।
জেনারেল লাইনের শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার চ্যানেল বলা চলে।
আরো সুন্দর এবং মনোমুগ্ধকর ভিডিও আপলোড করার জন্য আবেদন জানাই।
বৃটিশ শাসনামল সম্পর্কে জীবনের এযাবৎ সেরা ইতিহাস জানলাম😓
Mashaallah onek sondhur kotha onek kiso jante parlam ❤❤❤
আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যেই সঠিক ইতিহাস মানুষ জানবে
এই ধরণের কথা কোনো ওয়াজ মাহফিলের সুরেলা বক্তারা বলে না। ধন্যবাদ হালাকাহ্ 🙏🙏♥️
Thik bolechen.
Ekhon bolte geleo hoito dekha jabe peace school er moto boktake ban kore dise
ওয়াজ মাহফিলে যেসব আলোচনা দরকার ওইগুলা হয়। সবখানে কেন সব কিছু চান?
আলহামদুলিল্লাহ। অসাধারণ আলোচনা। এমন আলোচনা মনে মনে খুজতাম। একসাথে সমস্ত বিষয় স্পষ্ট করে দিলেন।
খুব সুন্দর উদ্যোগ নিয়েছে হালাকাহ জাযাকাল্লাহ আর তিনিকেও জাযাকাল্লাহ ও ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা!!!
চমৎকার আলোচনা
আমি সরাসরি উপস্থিত ছিলাম
খুবই অসাধারণ একটা এপিসোড ছিলো,
জাযাকাল্লাহ খাইরান ভাই ❤️
মাশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ।
Ma sha Allah this lecture is very expensive and very important for contemporary world.
Alhamdulillah! Genius talks!
May Allah bless him.
হালাকার কাজগুলো অসাধারণ। আরও এরকম সুন্দর সুন্দর আয়োজন হোক।
ভাই কোথায় হয় এই সেমিনার
আপনার এই লেকচার বাংলাদেশের প্রতিটি ইস্কুল কলেজ মাদ্রাসায় বাধ্যতামূলক ছাত্র ছাত্রীদের শুনার ব্যবস্থা করা হতো,তাতেই দেশ প্রেমিক মানুষ গড়ে উঠতেন।
জাজাক আল্লাহ্ ভাই! অনেক না বলা বিষয় তুলে ধরলেন, যেগুলো আমাদের মুসলমানদের মধ্যে আলোচনা হয় না।
আরও জানানো দরকার সবাইকে
আপনার মতো জ্ঞানগর্ভ আলোচনা করার ব্যক্তিদের প্রয়োজন বেশি।।
জাযাকাল্লাহু খাইরান।
আপনার এ কথা যদি না শুনতাম, তাহলে সারা জীবন ভুলের মধ্যে থাকতাম। শুকরিআ
এরকম Attractive আলোচনা আরো বেশি বেশি চাই।
এতো সুন্দর আলোচনা প্রতিটি সেক্টরে খুব প্রয়োজন......মানুষদের এইসব ইতিহাস সম্পর্কে সচেতন করতে পারলেও একটা বিপ্লব করা সম্ভব
গুরুত্বপূর্ণ আলোচনা।
আল্লাহ শক্তি ভাই ও হালাকাহ টিমকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।
ধন্যবাদ স্যার,সঠিক ইতিহাস জানানোর জন্য ।
মাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় শক্তি সাহেব...
যারা এই ধরনের আয়োজন করেছেন।তাদেরকে আল্লাহ উত্তম জাজা দান করুন।
জাজাকাল্লাহু খাইরান, প্রিয় ভাই । এত সুন্দর একটি আলোচনা শুনলাম যার অনেক কিছুই আগে জানতাম না ।
মাশা আল্লাহ। এমন আলোচনা আরো বেশি বেশি হওয়া দরকার
অনেক নতুন জিনিস জানলাম আলহামদুলিল্লাহ
I love Arefin Shakti bhai for Allah.
He is outstanding Masha Allah
মাশাআল্লাহ্।জাযাকাল্লাহু খইরান।অনেক গুলো তথ্য জীবনে প্রথম বার শুনলাম।আল্লাহ্ সাহায্য কর।আমিন।
বিস্তারিত আরো জানতে উনার রচিত
ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন,
এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন।
ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
মাশাআল্লাহ, অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। এই আলোচনা গুলো আরো বেশি বেশি হওয়া উচিত।
হযরতে শেষ প্রশ্ন উত্তরটা বেশি ভালো লেগেছে।
@হালাকাহ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য।
জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আলোচনা। এই রকম আলোচনা আরো বেশি হওয়া দরকার।
হযরতের কথা গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে শুলাম, রেফারেন্স ভিত্তিক এরকম আলোচনা আরো বেশি বেশি হওয়া উচিত।
হজরত কে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম জাযায়েখায়ের দান করুক আমীন।
মাশাআল্লাহ সত্যি অসাধারণ আলোচনা হয়েছে। শায়েখ কে অনেক ধন্যবাদ।
বিস্তারিত আরো জানতে উনার রচিত
ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন,
এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন।
ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
জাযাকাল্লহু খয়রন।
জাজাকাল্লাহ।
অনেক প্রশ্নের উত্তর পেলাম।
অনেক কিছু জানতে পারলাম
আল্লাহ শক্তি ভাইয়ের ইলমের বারাকাহ দান করুন।
জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই
মাশাল্লাহ বহুত মুফিদ আলোচনা 💚
মাশাআল্লাহ অসাধারণ সুন্দর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিডিও
আমাদের উচিত বেশি বেশি এইসকল ভিডিও শেয়ার করা।
বিস্তারিত আরো জানতে উনার রচিত
ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড ২, মানসাঙ্ক, অবাধ্যতার ইতিহাস বইগুলো পড়তে পারেন,
এছাড়াও চিন্তাপরাধ, হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা বইগুলো পড়তে পারেন।
ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন।
হালাকায় শক্তি ভাইয়াকে নিয়মিত রাখার অনুরুধ রইলো💓
তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
33:32s
35:16s
42:12s
43:25s
45:00s mentioning to Ebu Th Adnan Vai
অনেক কিছু জানতে পারলাম।।
শুকরিয়া ❤❤
48:00s
নিচু level এর যতো মন মানসিকতা আছে, তা বহাল তবিয়তে সরবরাহ করে চলছে এখনকার বাংলাদেশ তার শেষ শুরু থেকে, তুমি মহান,
ধৈর্য ধরে শোনার মতই আলোচনা, অতন্ত্য সুন্দর চেষ্টা মাশাল্লাহ,,
Alhamdulillah
Eto bosor pore eshe Shotto etihash janlam
খুবই সুন্দর একটা বক্তব্য অনেক জ্ঞান বাড়লো
আল্ হামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ খাইরান।
জাযাকুমুল্লাহ খাইরান।
অনেক তথ্য জানতে পারলাম ভাই
very nice ...every Muslims should watch this video
জাযাকাল্লাহ
মাশাআল্লাহ খুব সুন্দর একটি আয়োজন
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম।
সাউন্ড কোয়ালিটি আর একটু ভালো করা যেতে পারে।
মাশাআল্লাহ, অসাধারণ বক্তা,
অসাধারণ আলোচনা
Many thanks for your valuable speech
Jazakallahu khairan
অনেক তথ্যবহুল আলোচনা। জাজাকাল্লাহ।
Ma sha allah,barakallah
চমৎকার বলেছেন
অনেক অজানা কিছু জানতে পারলাম।
Thank you হালাকাহ!❤
এরকম একটা প্ল্যাটফর্ম খুব দরকার ছিল।
মাশা-আল্লাহ
জাযাকাল্লাহ প্রিয় ভাই