আমি উনাকে আগে কখনো শুনিনি, এমনকি উনার কোম লেখাও পড়িনি। পুরো আলোচনাটা শুনলাম। আমার মনে হচ্ছে একজন অতি বিচক্ষণ, প্রজ্ঞাবান গভীরভাবে জ্ঞানী একজন মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনার জ্ঞান ও হায়াত উভয়ই বৃদ্ধি করুন। এবং তার বাতলে দেওয়া পন্থায় একটি ইসলামি খেলাফত গড়ার আন্দোলন এ জড়িত হওয়ার তৌফিক দান করুন।
রাসূলে করীম (স) যখন মুআযকে ইয়েমেনে পাঠালেন তখন তিনি তাঁকে বললেন: তুমি আহলে-কিতাবের একটা জাতির কাছে যাচ্ছ। তাদের প্রতি তোমার সর্বপ্রথম দাওয়াত হবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র সাক্ষ্য দানের। তারা তা মেনে নিলে তাদের জানিয়ে দেবে, আল্লাহ্ তাদের প্রতি দিনরাতে পাঁচ ওয়াক্ত নাময ফরয করে দিয়েছেন। তা মেনে নিলে তাদের বলবে, আল্লাহ্ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরীবদের মধ্যে বন্টন করা হবে। [দেখুন ফতহুল বারী, ৩য় খণ্ড, পৃঃ ২২ন]
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শোনো! নিঃসন্দেহে দুনিয়া অভিশপ্ত। অভিশপ্ত তার মধ্যে যা কিছু আছে (সবই)। তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত জিনিস, আলেম ও তালেবে-ইলম নয়।’’ [তিরমিযি ২৩২২, ইবন মাজাহ ৪১১২]
যথেষ্ট স্পষ্ট উচ্চারণ, সাবলীল বাচনভংগি, মুল ধারার চলিত শব্দ চয়ন, ভাষাগত গভীর জ্ঞান, সুস্পষ্ট উদাহরণ এর সর্বোত্তম ব্যাবহার, উপযুক্ত বাক্য গঠন, বাংলা ভাষার অত্যন্ত সুন্দর বহিঃপ্রকাশ এই ভদ্রলোক এর বক্তব্যের ধরন ও বৈশিষ্ট্য মুগ্ধ করে সহজেই। প্রথমবার শুনেই যে সকল গান বা সুর বুকে গেঁথে যায় ঠিক তেমনই এই বক্তব্য প্রথমবার শুনেই মনে গেঁথে যায়।
রাসূলে করীম (স) যখন মুআযকে ইয়েমেনে পাঠালেন তখন তিনি তাঁকে বললেন: তুমি আহলে-কিতাবের একটা জাতির কাছে যাচ্ছ। তাদের প্রতি তোমার সর্বপ্রথম দাওয়াত হবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র সাক্ষ্য দানের। তারা তা মেনে নিলে তাদের জানিয়ে দেবে, আল্লাহ্ তাদের প্রতি দিনরাতে পাঁচ ওয়াক্ত নাময ফরয করে দিয়েছেন। তা মেনে নিলে তাদের বলবে, আল্লাহ্ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরীবদের মধ্যে বন্টন করা হবে। [দেখুন ফতহুল বারী, ৩য় খণ্ড, পৃঃ ২২ন]
যদি সমস্ত আলোচনাকে একটা শব্দে প্রকাশ করি তাহলে সেটা হবে ' দাওয়াহ' । এটা যত বেশী পরিকল্পনাময় , গঠনমূলক ও যথাযথ হবে বিপ্লব ততই তরান্বিত হবে ইন শা আল্লাহ। ভালোবাসা নিবেন ভাই ।❤
আজ প্রথম আসিফ আদনান সাহেবের বক্তব্য দেখলাম ও শুনলাম। ভালো লাগলো উনার বক্তব্য। লক্ষ্য করলাম, আবু ত্বহা মুহাম্মাদ আদনান আর আসিফ আদনান সাহেবের কথা বলার ধরন একই রকম। যাই হোক দু'জন ভালো ওয়াজ করেন। দুআ রইলো আল্লাহ যেনো তাদের ইল্ম বৃদ্ধি করে দেন।
আলহামদুলিল্লাহ, এই ধরনের তরুণ নেতাদের মাধ্যমে আমাদের সমাজে সত্যিকার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এমন প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের মাধ্যমে 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর পতাকা আরও উচ্চে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে স্থির রাখুন এবং তাদের মাধ্যমে আমাদের সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।
#মূল_পয়েন্ট যে দুটি কাজ ভাই করার নির্দেশ দিয়েছেন: ১. ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব সেটাকে সমাজের মূল দ্বন্দ্বে পরিনত করতে হবে,এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়াহ’র মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে, এটাকে সমাজে মূল প্রশ্নে পরিনত করতে হবে। ২. সমাজের মধ্যে যেসব জুলুম, অন্যায়, অবিচার, পেশা, যে বিষয়গুলো নিয়ে মানুষ দুশ্চিন্তায় থাকে সেগুলো ইসলামের ভিত্তিতে সমাধানের কথা বলতে হবে, তাদের পাশে গিয়ে দাড়াতে হবে এবং শুধু বললেই হবে না, ইসলাম যেটা বলে সেই সমাধানটা বাস্তবিকভাবে তুলে ধরতে হবে, করে দেখাতে হবে।
আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ প্রিয় দ্বীনি ভাই আপনার কথাগুলো ইসলামিক শরিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের বর্তমান প্রজন্ম কে উৎসাহিত করবে এবং আপনার কথাগুলা এই সমাজের খুব কম মানুষই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে। আপনার কথাগুলা থেকে বুঝতে পারলাম কুফরি গণতান্ত্রিক ব্যবস্থা ভাত দিয়ে বর্তমান প্রজন্ম কে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আমরা দেখেছি এদেশে অনেক ইসলামিক দল আছে যারা গণতন্ত্রকে সাপোর্ট করে ইসলামিক রাষ্ট্র গড়তে চাই স্পষ্ট বুঝে গেছি আমরা গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এই গণতন্ত্র থেকে ছুড়ে ফেলে এদেশের প্রত্যেকটি মুসলমানকে ইসলাম খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করতে হবে। এবং এই আহ্বান বাংলাদেশের ইসলামী৷ দলগুলো তারই একত্রিত হয়ে জনগণকে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে। তাহলে আমরা হারানো গৌরব কিরে পাব ইসলামিক খেলাফত যেখানে থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহার মত শাসক।
বাংলাদেশের প্রত্যেকটা ইসলামি দল এখন গনতান্ত্রিক, সবগুলো ইউনুসের পেছনে ঘুরছে দেখেন। তাই সবার আগে আমাদের এই ইসলামি দল গুলোর বিরুদ্ধেই দাঁড়াতে হবে, হ্যা আপনি ঠিকি শুনেছেন, ইসলামের স্বার্থে এসব গনতন্ত্রের দাসদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এসব প্রকাশ্য শত্রু নিয়ে কেউ কথা বলছে না। সবাই আছে তাদের নিয়ে যারা বাতিল এবং অলরেডি পরাজিত। হায় রে উম্মাহ।
ভাইয়ার বই পড়েছি আলহামদুলিল্লাহ, ভাইয়া চমৎকার লিখেন। পুরো আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ একটা লেকচার এটি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভাইয়ার লিখায়, আলোচনায় বারাকাহ দান করুক।
ধন্যবাদ ভাইকে মূল বিষয়টি তুশে ধরার জন্য 😊 সেক্যুলারিজম হচ্ছে গনতন্ত্রের মূল উদ্দেশ্যের একটি দিক যার মাধ্যমে প্রতিটা মানুষ কে কন্ট্রোল করে থাকে। কিছু কথিত আলেম সমাজ সেক্যুলারিজম এর মাধ্যমে ভিন্ন কিছু করতে চায়।
বাংলাদেশের প্রত্যেকটা ইসলামি দল এখন গনতান্ত্রিক, সবগুলো ইউনুসের পেছনে ঘুরছে দেখেন। তাই সবার আগে আমাদের এই ইসলামি দল গুলোর বিরুদ্ধেই দাঁড়াতে হবে, হ্যা আপনি ঠিকি শুনেছেন, ইসলামের স্বার্থে এসব গনতন্ত্রের দাসদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এসব প্রকাশ্য শত্রু নিয়ে কেউ কথা বলছে না। সবাই আছে তাদের নিয়ে যারা বাতিল এবং অলরেডি পরাজিত। হায় রে উম্মাহ।
মাশা-আল্লাহ। অন্তত আমাদের দর্শন পরিবর্তন করার জন্য এমন আলোচনা খুবই নিডেড।আল্লাহ ভাইকে হেফাজত করুন।মুসলিমদের এক হয়ে বিজয়ের পথে অগ্রসর হওয়ার তাওফিক দান করুন।।
আমি উনাকে আগে কখনো শুনিনি, এমনকি উনার কোম লেখাও পড়িনি।
পুরো আলোচনাটা শুনলাম। আমার মনে হচ্ছে একজন অতি বিচক্ষণ, প্রজ্ঞাবান গভীরভাবে জ্ঞানী একজন মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনার জ্ঞান ও হায়াত উভয়ই বৃদ্ধি করুন। এবং তার বাতলে দেওয়া পন্থায় একটি ইসলামি খেলাফত গড়ার আন্দোলন এ জড়িত হওয়ার তৌফিক দান করুন।
রাসূলে করীম (স) যখন মুআযকে ইয়েমেনে পাঠালেন তখন তিনি তাঁকে বললেন: তুমি আহলে-কিতাবের একটা জাতির কাছে যাচ্ছ। তাদের প্রতি তোমার সর্বপ্রথম দাওয়াত হবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র সাক্ষ্য দানের। তারা তা মেনে নিলে তাদের জানিয়ে দেবে, আল্লাহ্ তাদের প্রতি দিনরাতে পাঁচ ওয়াক্ত নাময ফরয করে দিয়েছেন। তা মেনে নিলে তাদের বলবে, আল্লাহ্ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরীবদের মধ্যে বন্টন করা হবে। [দেখুন ফতহুল বারী, ৩য় খণ্ড, পৃঃ ২২ন]
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শোনো! নিঃসন্দেহে দুনিয়া অভিশপ্ত। অভিশপ্ত তার মধ্যে যা কিছু আছে (সবই)। তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত জিনিস, আলেম ও তালেবে-ইলম নয়।’’ [তিরমিযি ২৩২২, ইবন মাজাহ ৪১১২]
এখন থেকে পড়া শুরু করে দিন।
আমিন
হ্যা উনি জ ঙ্গি হিসেবে গ্রেফতার হয়েছিল উগ্রবাদ ছড়ানোর জন্য। এই লোক চালাক অনেক।
যথেষ্ট স্পষ্ট উচ্চারণ, সাবলীল বাচনভংগি, মুল ধারার চলিত শব্দ চয়ন, ভাষাগত গভীর জ্ঞান, সুস্পষ্ট উদাহরণ এর সর্বোত্তম ব্যাবহার, উপযুক্ত বাক্য গঠন, বাংলা ভাষার অত্যন্ত সুন্দর বহিঃপ্রকাশ এই ভদ্রলোক এর বক্তব্যের ধরন ও বৈশিষ্ট্য মুগ্ধ করে সহজেই। প্রথমবার শুনেই যে সকল গান বা সুর বুকে গেঁথে যায় ঠিক তেমনই এই বক্তব্য প্রথমবার শুনেই মনে গেঁথে যায়।
মজার বিষয় কী জানেন? আসিফ আদনান ভাই আগে একসময় শিল্পী ও গিটারিস্ট ছিলেন। আল্লাহ্ তাঁকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন সুম্মা আমীন।
আসিফ আদনান ভাইকে আল্লাহ্ হিফাজত করুন, তার জ্ঞান বৃদ্ধি করে দিন!
ইসলামের জন্য আল্লাহ্ তাকে কবুল করে নিন আমীন!
মাশায়াল্লাহ
রাসূলে করীম (স) যখন মুআযকে ইয়েমেনে পাঠালেন তখন তিনি তাঁকে বললেন: তুমি আহলে-কিতাবের একটা জাতির কাছে যাচ্ছ। তাদের প্রতি তোমার সর্বপ্রথম দাওয়াত হবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র সাক্ষ্য দানের। তারা তা মেনে নিলে তাদের জানিয়ে দেবে, আল্লাহ্ তাদের প্রতি দিনরাতে পাঁচ ওয়াক্ত নাময ফরয করে দিয়েছেন। তা মেনে নিলে তাদের বলবে, আল্লাহ্ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরীবদের মধ্যে বন্টন করা হবে। [দেখুন ফতহুল বারী, ৩য় খণ্ড, পৃঃ ২২ন]
আসিফ আদনান ভাই আমাদের নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী।ওনার বাবা একজন সম্মানিত বিচারপতি ছিলেন
Kamne janlen?
এই মানুষটার বই পড়ছি আমি। আল্লাহ তাকে হেফাজত করুক। আমিন।
Assalam o alikum Bhai unar classical 1/2 book suggest koren 🙏
@@JakirHussain-sf5zm
আমি উনার ৩ টা বই পড়ছি মাত্র।
১.মুক্ত বাতাসের খোঁজে
২.আকাশের ওপারে আকাশ
৩.চিন্তাপরাদ
'মুক্ত বাতাসের খোঁজে'
@@ranabhai3668 jazakAllahu kair
@@ranabhai3668অবক্ষয়কাল
বলার ভাষা নেই। আমি মুগ্ধ হয়ে গেছি। মাশাআল্লাহ।
এই দেশের একটিভিস্টদের মাঝে আসিফ আদনান ভাই আমার অন্যতম প্রিয়। আল্লাহ তাঁকে নেক হায়াৎ ও ইল্মে বারাকাহ দান করুন।
যদি সমস্ত আলোচনাকে একটা শব্দে প্রকাশ করি তাহলে সেটা হবে ' দাওয়াহ' । এটা যত বেশী পরিকল্পনাময় , গঠনমূলক ও যথাযথ হবে বিপ্লব ততই তরান্বিত হবে ইন শা আল্লাহ। ভালোবাসা নিবেন ভাই ।❤
Nah sheta to hoccei....uni muloto social activism er kotha blsen.
আজ প্রথম আসিফ আদনান সাহেবের বক্তব্য দেখলাম ও শুনলাম। ভালো লাগলো উনার বক্তব্য। লক্ষ্য করলাম, আবু ত্বহা মুহাম্মাদ আদনান আর আসিফ আদনান সাহেবের কথা বলার ধরন একই রকম। যাই হোক দু'জন ভালো ওয়াজ করেন। দুআ রইলো আল্লাহ যেনো তাদের ইল্ম বৃদ্ধি করে দেন।
মোটেও না আসিফ আদনান much better
আসিফ আদনান ভাই এই প্রথম আলোচনা করলেন , উনি বই লেখেন কখনো উনি সামনে আসেননি এটাই প্রথম
Asif Adnan is a different thing.
@@sabidmridha377 সামনে আসেন নি বাট ওনার অনেক পডকাস্ট আছে
আবু তোহা আদনান খারেজি আর এই বক্তা আহলে সুন্নাহ ওয়াল জামার মতাদর্শের
আসিফ আদনান কে নিয়ে খুব হাইপের প্রয়োজন নেই মনে করি।
উনার চিন্তা-ভাবনা-জ্ঞান থেকে ইসলামের বিজয়ে যতটুকু প্রয়োজন কাজে লাগানো উচিৎ
“চিন্তাপরাধ” বইটা পড়েই আপনার কথা ভালো লাগা শুরু হয়, ইসলাম বনাম সেক্যুলারিজম এর তত্ত্বটা বুঝতে শুরু করি। চমৎকার আলোচনা, ভাই। মাশাল্লাহ
প্রত্যেকের এটা শুনা উচিত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
মাশাআল্লাহ...
আল্লাহর জন্য আপনাকে অনেক ভালবাসি প্রিয় দ্বীনি ভাই।
আল্লাহ্ আপনাকে শত্রুর বদনজর থেকে হেফাজত করুক... আমীন
আসিফ আদনান ভাইয়ের ইলমে হায়াতে আল্লাহ বারাকাহ দান করুক!
আলহামদুলিল্লাহ শায়েখ জসিমউদদীন রহমানী মুক্ত বাতাসে
আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ মা শা আল্লাহ_আল্লাহ আপনার দ্বীনি উদ্যোগে সহযোগী হওয়ার তৌফিক দান করুক আমিন_জাযা কাল্লাহু খাইরান _🤍💥
আলহামদুলিল্লাহ, এই ধরনের তরুণ নেতাদের মাধ্যমে আমাদের সমাজে সত্যিকার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এমন প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের মাধ্যমে 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর পতাকা আরও উচ্চে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে স্থির রাখুন এবং তাদের মাধ্যমে আমাদের সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।
انا احبك في الله
আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। দা'য়ী ইলাল্লাহ...
প্রতিটা কথা ইম্পর্ট্যান্ট এই জেনারেশনের জন্য 🔥🤍❤️💥
প্রিয় Asif adnan ভাই
FROM KOLKATA
#মূল_পয়েন্ট
যে দুটি কাজ ভাই করার নির্দেশ দিয়েছেন:
১. ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব সেটাকে সমাজের মূল দ্বন্দ্বে পরিনত করতে হবে,এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়াহ’র মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে, এটাকে সমাজে মূল প্রশ্নে পরিনত করতে হবে।
২. সমাজের মধ্যে যেসব জুলুম, অন্যায়, অবিচার, পেশা, যে বিষয়গুলো নিয়ে মানুষ দুশ্চিন্তায় থাকে সেগুলো ইসলামের ভিত্তিতে সমাধানের কথা বলতে হবে, তাদের পাশে গিয়ে দাড়াতে হবে এবং শুধু বললেই হবে না, ইসলাম যেটা বলে সেই সমাধানটা বাস্তবিকভাবে তুলে ধরতে হবে, করে দেখাতে হবে।
এই আলোচনাটা যদি পৃথিবীর সব মানুষকে শোনাতে পারতাম।
আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ প্রিয় দ্বীনি ভাই আপনার কথাগুলো ইসলামিক শরিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের বর্তমান প্রজন্ম কে উৎসাহিত করবে এবং আপনার কথাগুলা এই সমাজের খুব কম মানুষই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে। আপনার কথাগুলা থেকে বুঝতে পারলাম কুফরি গণতান্ত্রিক ব্যবস্থা ভাত দিয়ে বর্তমান প্রজন্ম কে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আমরা দেখেছি এদেশে অনেক ইসলামিক দল আছে যারা গণতন্ত্রকে সাপোর্ট করে ইসলামিক রাষ্ট্র গড়তে চাই স্পষ্ট বুঝে গেছি আমরা গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এই গণতন্ত্র থেকে ছুড়ে ফেলে এদেশের প্রত্যেকটি মুসলমানকে ইসলাম খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করতে হবে। এবং এই আহ্বান বাংলাদেশের ইসলামী৷ দলগুলো তারই একত্রিত হয়ে জনগণকে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে। তাহলে আমরা হারানো গৌরব কিরে পাব ইসলামিক খেলাফত যেখানে থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহার মত শাসক।
বাংলাদেশের প্রত্যেকটা ইসলামি দল এখন গনতান্ত্রিক, সবগুলো ইউনুসের পেছনে ঘুরছে দেখেন। তাই সবার আগে আমাদের এই ইসলামি দল গুলোর বিরুদ্ধেই দাঁড়াতে হবে, হ্যা আপনি ঠিকি শুনেছেন, ইসলামের স্বার্থে এসব গনতন্ত্রের দাসদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এসব প্রকাশ্য শত্রু নিয়ে কেউ কথা বলছে না। সবাই আছে তাদের নিয়ে যারা বাতিল এবং অলরেডি পরাজিত। হায় রে উম্মাহ।
First time I am hearing Asif Adnan ,ma sha Allah ..
তিনার চিন্তাপরাধ বইটি পড়েছি,দেখার অনেক ইচ্ছে ছিল❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সুন্দর আলোচনা করছেন।
আপনার কথা বলার ধরন, টোনের সাথে আবু ত্বহা মুহাম্মাদ আদনান হুজুরের অনেকাংশই মিল পাচ্ছি।
ওনার আলোচনা এই প্রথম শুনলাম অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন যা আসলেই আমি মুগ্ধ হয়েছি
প্রিয় ভাই মায়ার ভাই৷ খুব গুরুত্বপূর্ণ আলোচনা৷
খুবই চমৎকার আলোচনা করেছেন। সম্পূর্ণ শুনলাম। সবারই শোনা উচিত। ধন্যবাদ সিয়ান।
আলহামদুলিল্লাহ,,,
প্রিয় ভাই কে আল্লাহর জন্য ভালোবাসি,,,❤
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা ভাই❤️
চমৎকার, প্রাণবন্ত, যুগোপযোগী আলোচনা
আলহামদুলিল্লাহ্।
সত্যিই অসাধারণ। ধর্মনিরপেক্ষতা ই হচ্ছে সবচেয়ে বড় তাগুতি শক্তি।
মাশা-আল্লাহ,, সেমিনারের অন্যান্য বক্তব্যগুলা তাড়াতাড়ি আপলোড দিবেন ইং-শাহ-আল্লাহ।
জীবনে এতো গুরুত্বপূণ আলোচনা শুনেছি বলে মনে হয় না।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার টু দা পয়েন্ট আলোচনা। আল্লাহ ভাইকে ইলমে বারাকাহ দান করুন, সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।
তামিম আদনান
তহা আদনান
আসিফ আদনান
৩ বাংলার কিং
রাইট ❤
Right
ADNAN triology
Masha Allah, খুব ই ইমপ্রেসিভ ছিল, পুরো আলোচনাটা, মুগ্ধ হয়ে শুনলাম , ভাই কে আল্লাহ swt জন্য ভালবাসি। আল্লাহ্ swt উনাকে উত্তম বিনিময় দান করুন
😢😢😮, চ শ😅😅😅😅😊 😅😊😅 ৷৷৷ আ ত আ আ
মাশাআল্লাহ এত সুন্দর আলোচনা টু দ্যা পয়েন্ট, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক এবং আপনার জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করুক আমিন
মাশআল্লাহ , অত্যান্ত গুরুত্বপূর্ন আলোচনা , যেটা কেউ আলোচনা করে নাই এ পর্যন্ত ...
বাবু ভাই নাকি?
যাজাকাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ..
মাশাল্লাহ
অসাধারণ আলোচনা।
এমন জ্ঞ্যানেগর্ব আলোচনা এই প্রথম শুনলাম।
আসিফ আদনান ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান করলেন ভাইজান আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আপনার আগামী দিনগুলো ভালই কাটবে দোয়া করি আলহামদুলিল্লাহ ❤️ 🤲❤️🤲❤️🤲❤
ভাইয়ার বই পড়েছি আলহামদুলিল্লাহ, ভাইয়া চমৎকার লিখেন। পুরো আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ একটা লেকচার এটি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভাইয়ার লিখায়, আলোচনায় বারাকাহ দান করুক।
মাশাআল্লাহ, দূরদর্শী অত্যন্ত চমৎকার আলোচনা। আল্লাহ ভাইকে ইলমে বারাকাহ দান করুন, আমিন
অনেক অনেক গুরুত্বপূর্ণ বয়ান যা সকলের শুনা উচিৎ
Truly a masterpiece!! Spread this video everywhere as much as possible
অনেক সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা। আল্লাহ ভাইয়ের ইলম ও হায়াতে বারাকাহ দান করুন। আমিন।❤
মাশা-আল্লাহ! আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে ভাই❤ এতো সুন্দর আলোচনা করলেন শুনে পরাণ টা জুড়ায় গেলো। শাহাবাগি ইসলামিস্টদের পাঁচায় আগুন জ্বলে গেলো
আমি ভাইয়ার চিন্তাপরাধ বইটি পরেছি। ভাইয়ার লেখা অসাধারন। আল্লাহ তায়ালা ভাইয়াকে নেক হায়াত দান করুন❤(আমিন)
He is one of the best Bengali-speaking Islamic thinkers who dismantles secular-liberal worldviews and presents Islam as a better solution.
নতুন নাকি এই লাইনে?
মাশাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামীন, প্রিয় ভাই টির এলেমকে দিনের জন্য ইসলামের জন্য আরো প্রশস্ত করে দিন,আমিন 🤲
অবশেষে দেখা হলো। আলহামদুলিল্লাহ্।
হৃদয়ের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। Now is the time to bring SARIAH to the people of Bangladesh.
ভাইয়ের 'চিন্তাপরাধ' বইটি অসাধারণ।
আসিফ আদনান স্যারের লেকচার অনেক তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা কবুল করুন।
মা শা আল্লাহ । আল্লাহ ভাইয়ের ইলমে ও হায়াতে বারাকাহ দান করুন । ইক্বামতে দ্বীনের জন্য তাঁকে কবুল করুন ।
আসিফ আদনান ভাই❤️
মহান আল্লাহ তায়ালার জন্য
আপনাকে ভালোবাসি💚
দেখে মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে🌸
মাশা-আল্লাহ! পুরো আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।
আলহামদুলিল্লাহ আমার খুব প্রিয় একজন মানুষ।
ভাইয়ের কথা গুলোর মধ্যে অনেক হেকমত আছে যা বুঝার জন্য অনেক জ্ঞানের দরকার যা সবার বুঝার ক্ষমতা নাই 😢
Alhamdulillah. This is really an amazing & most inspirable statement for Ummah.
খুব ভালো লাগলো। ফ্রেমের বাইরে যেয়ে চিন্তার সময় এসেছে।
আল্লাহ আমাদের পরিশ্রমকে কবুল করুন
শরীয়ত কায়েম করার তৌফিক দিন। আমীন
শরিয়া আর কোনদিন কায়েম হবে না, আপনার দাদার দাদারা ১৪০০ বছরে পারেনি। আপনি কোথাকার কে?
মা শা আল্লাহ , বারাকাল্লাহ ফীহিম
যার চিন্তা যত সুন্দর তার কথা ও তোত সুন্দর, আল্লাহ যাকে ভালো বসেন তাকে তিনি সম্মান দান করেন আল্লাহ আপনাকে আরো বড় করুক আমিন
মুক্ত বাতাসের খোজে। আমার পড়া সেরা একটা বই যেটা এই ভাই লিখেছেন।মাসআল্লাহ
লিখেননি, সম্পাদনা করেছেন।
অবশেষে উনাকে সরাসরি দেখলাম।এভাবেই যেন একদিন আরিফ আজাদ ভাইকেও দেখতে পারি।
ধন্যবাদ ভাইকে মূল বিষয়টি তুশে ধরার জন্য 😊
সেক্যুলারিজম হচ্ছে গনতন্ত্রের মূল উদ্দেশ্যের একটি দিক যার মাধ্যমে প্রতিটা মানুষ কে কন্ট্রোল করে থাকে।
কিছু কথিত আলেম সমাজ সেক্যুলারিজম এর মাধ্যমে ভিন্ন কিছু করতে চায়।
MashaAllah, may Allah give us Sharira
মাশাল্লাহ❤❤❤আল্লাহ আপনার চিন্তা চেতনায় বারাকাহ দান করুক।
ছাত্র শিবিরের ভাইদের অনুরোধ করবো এই কথাগুলো শোনার জন্য।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হকের উপর অটল রাখুন
মাশাল্লাহ, অসাধারন ব্যক্তব্য
Masha Allah.
A knowledgeable discussion ❤
গুরুত্বপূর্ণ আলোচনা
মশা আল্লাহ অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা
আমার মনে যেসব প্রশ্ন ছিল সব গুলোর উত্তর পেয়ে গেছি....
জাযাকাল্লাহ খায়রান❤
May Allah protect & bless our asif adnan bhai. Amin
অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম ❤
আল্লাহ কবুল করুক এবং আমাদের কে সঠিক বিষয় বুঝার তাওফিক দান করুক আমিন
মাশাআল্লাহ সুন্দর আলোচনা । অনেক কিছু জানলাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন।
আপনার বইগুলো পড়েছি। অসাধারণ মাশা আল্লাহ! আল্লাহ আপনার অনেক ভালো করুন।
ইয়া আল্লাহ ইসলামের সুশীতল ছায়ায় সবাইকে নিয়ে আসো।
মা শা আল্লাহ। ভাইকে আল্লাহ কবুল করুক।আমিন।
কেউ নিজেকে মুসলিম দাবি করবে, আবার শারিয়াহ চাইবেনা, এটা হতেই পারে না। এটা কুফরে আকবার।
• আসিফ আদনান (হাফি.)
Alhamdulillaah, one of the best lecture on current issues that every Muslim should listen and think. Jazakallaahu khaira
মা শা আল্লাহ ❤
সেক্যুলারিজম যে আমাদের এইভাবে কন্ট্রোল করতিছে এটা আপনার লেকচার শুনেই বুঝতে পারলাম। জাযাকাল্লাহ ❤
বাংলাদেশের প্রত্যেকটা ইসলামি দল এখন গনতান্ত্রিক, সবগুলো ইউনুসের পেছনে ঘুরছে দেখেন। তাই সবার আগে আমাদের এই ইসলামি দল গুলোর বিরুদ্ধেই দাঁড়াতে হবে, হ্যা আপনি ঠিকি শুনেছেন, ইসলামের স্বার্থে এসব গনতন্ত্রের দাসদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এসব প্রকাশ্য শত্রু নিয়ে কেউ কথা বলছে না। সবাই আছে তাদের নিয়ে যারা বাতিল এবং অলরেডি পরাজিত। হায় রে উম্মাহ।
এই লেকচারটা সবার মনযোগ দিয়ে শোনা উচিত 🖤
একবার নয় কয়েকবার দেখতে হবে ভিডিও টাহ🙂
এসব আলোচনা সবার কাছে পৌছে দেওয়া জরুরি
মা-শা-আল্লাহ ভাইয়া। ❤️
আলহামদুলিল্লাহ, অসাধারণ লেকচার দিলেন।
অসাধারণ আলোচনা৷
মন্ধমুগ্ধের মত শুনলাম৷
বারাকাল্লাহু ফীহিম
আপনাকে দেখব কখনো ভাবি নি। আল্লাহ্ আজ্জা-ওয়াজাল্লা আপনাকে সবসময় হেফাজতে রাখেন প্রিও উস্তায।😍
তাকে প্রথম দেখছি অনেক আগে জ ঙ্গি বাদে গিয়ে ধরা খাওয়ার সময়।
মাশা আল্লাহ।জাযাকাল্লাহু খয়ের প্রিয় ভাই
Masha allah, Absolatly masterpiece. Barakallahu fe hayatik.
আসিফ আদনান ভাইয়ের ইলমে হায়াতে আল্লাহ বারাকাহ দান করুক
আমিন
মাশা-আল্লাহ। অন্তত আমাদের দর্শন পরিবর্তন করার জন্য এমন আলোচনা খুবই নিডেড।আল্লাহ ভাইকে হেফাজত করুন।মুসলিমদের এক হয়ে বিজয়ের পথে অগ্রসর হওয়ার তাওফিক দান করুন।।
অসাধারণ ❤
বই থেকে বক্তব্য। ভালোবাসা রইলো।