স্যার আমার অপেশাদার লাইসেন্স আছে। পরিস্থিতির কারণে এখন প্রাইভেট চাকরি করতে লাগতেছে। আবার এখানে অপেশাদার থেকে পেশাদার করা যাচ্ছে না সার্ভার বন্ধ। ইতিমধ্যে যদি আমি চাকরি করি তাহলে কি সার্জেন মামলা দিব আর যদি মামলাও দেয় তাহলে আমি কি করতে পারি। উপায়টা একটু বলবেন স্যার।।।।
স্যার আমার একটা প্রশ্ন ছিলো। আমার ড্রাইভিং লাইসেন্সটা অপেশাদার। আমি কি আমার দুলাভাই বা মামার প্রাইভেট গাড়ি চালাইতে পারবে। ভাড়া মারার জন্য না ঘুরতে যাওয়ার জন্য
ভাইয়া এখন আমার বয়স ১৯+এখন যদি আমি অপেশাদার লাইসেন্স করি হালকা যান সহ। পরে যদি আমি পেশাদার লাইসেন্স করতে চাই বয়স হওয়ার পর। তখন কি ১০বছর পরে লাইসেন্স করতে হবে না তার আগেই পেশাদার লাইসেন্স করতে পারব?
আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি উবার পাঠাও এর বাইক রাইড শেয়ার করতে পারবো? এবং আমি কিস্তিতে বাইক কিনে চালাতে চাচ্ছি। এক্ষেত্রে বাইক থাকবে হিরো শোরুমের নামে। এতে কি কোনো সমস্যা হবে?
Engineer হিসাবে আমি একটি কোম্পানিতে চাকুরী করি এবং কোম্পানি যদি আমাকে গাড়ী সুবিধা দিয়ে থাকে ( ড্রাইভার ছাড়া ) , এক্ষেত্রে ,এই অপেশাদার লাইসেন্স দিয়ে কি কোম্পানির দেয়া গাড়ী চালাতে পারবো কিনা অফিসিয়াল কাজের জন্য যেমন সাইট ভিজিট , অন্য অফিসে যাতায়াত, অন্য বিভাগে যাতায়াত ইত্তাদি কাজে ? এক্ষেত্রে সাথে কোন অনুমতি পত্র রাখা লাগবে কিনা যে কোম্পানি আমাকে অফিসিয়াল কাজের জন্য ব্যাবহার করতে দিয়েছে ?
আমি এখন গাড়ি চালাতে পারি না। যদি এখন শুধু বাইক এর জন্য অপেশাদার লাইসেন্স করি পরে যদি কখনও গাড়ি চালানো শিখে নেই এরপর কি আবার হালকা যান এর জন্য আবেদন করতে পারব?
অপেশাদার লাইসেন্স ব্যবহার করে নিজের পার্সোনাল প্রাইভেট কার উবার বা পাঠাও তে চালানো যাবে কিনা??
স্যার আমার অপেশাদার লাইসেন্স আছে। পরিস্থিতির কারণে এখন প্রাইভেট চাকরি করতে লাগতেছে। আবার এখানে অপেশাদার থেকে পেশাদার করা যাচ্ছে না সার্ভার বন্ধ। ইতিমধ্যে যদি আমি চাকরি করি তাহলে কি সার্জেন মামলা দিব আর যদি মামলাও দেয় তাহলে আমি কি করতে পারি। উপায়টা একটু বলবেন স্যার।।।।
ভাই অপেশাদার লাইসেন্স দিয়ে গাড়ি ভাড়া নিয়ে চালানো যাবে বলবেন প্লিজ
স্যার আমার একটা প্রশ্ন ছিলো। আমার ড্রাইভিং লাইসেন্সটা অপেশাদার। আমি কি আমার দুলাভাই বা মামার প্রাইভেট গাড়ি চালাইতে পারবে। ভাড়া মারার জন্য না ঘুরতে যাওয়ার জন্য
Assalamoalaikom.
Vaia larner card er apply er minimum ang maximum kotodiner modde xm date pore plz bolen plz...
Vai medical certificate korate koto taka lage ar koto somoy lage?
আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স টা করতে চাই,,,কিভাবে নিজে নিজে করবো,,হেল্প চাই
অপেশাদার লাইসেন্স বাবহার করে ( নিজের পার্সোনাল প্রাইভেট কেনা গাড়ী ) দিয়ে কি পার্ট টাইম হিসাবে উবার, পাথাও তে ট্যাক্সি সার্ভিস দেওয়া যাবে ?
ভাইয়া এখন আমার বয়স ১৯+এখন যদি আমি অপেশাদার লাইসেন্স করি হালকা যান সহ। পরে যদি আমি পেশাদার লাইসেন্স করতে চাই বয়স হওয়ার পর। তখন কি ১০বছর পরে লাইসেন্স করতে হবে না তার আগেই পেশাদার লাইসেন্স করতে পারব?
আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি উবার পাঠাও এর বাইক রাইড শেয়ার করতে পারবো?
এবং আমি কিস্তিতে বাইক কিনে চালাতে চাচ্ছি। এক্ষেত্রে বাইক থাকবে হিরো শোরুমের নামে। এতে কি কোনো সমস্যা হবে?
আমি যদি অপেশাদার লাইসেন্সের বেলায় বাইকের সাথে হালকা যান এড করি পরীক্ষার সময় কি হাল্কা যানের পরীক্ষা নেয়া হবে নাকি শুধু মোটরসাইকেল ট্রায়াল নিবে? ।
ভাইজান আমার তো ভোটার আইডি কার্ড নাই পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কি না
কত দিনের মধ্যে লাইসেন্স টা পাওয়া যায় স্যার
৪৫৫৭ টাকা টা কখন জমা দেওয়া লাগবে সকল পরিক্ষায় পাস করার পর?
জানালে খুবই উপক্রিত হব।
পাস করার পর
যদি আমাকে কোন স্যার তার প্রাইভেটকার চালানোর জন্য চাকরি দেয় অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়েই তাহলে কি আমি গাড়ি চালাইতে পারবো
আমিও জানতে চাই
অপেশাদার শুধু লাইট লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে কিনা?
না
Engineer হিসাবে আমি একটি কোম্পানিতে চাকুরী করি এবং কোম্পানি যদি আমাকে গাড়ী সুবিধা দিয়ে থাকে ( ড্রাইভার ছাড়া ) , এক্ষেত্রে ,এই অপেশাদার লাইসেন্স দিয়ে কি কোম্পানির দেয়া গাড়ী চালাতে পারবো কিনা অফিসিয়াল কাজের জন্য যেমন সাইট ভিজিট , অন্য অফিসে যাতায়াত, অন্য বিভাগে যাতায়াত ইত্তাদি কাজে ? এক্ষেত্রে সাথে কোন অনুমতি পত্র রাখা লাগবে কিনা যে কোম্পানি আমাকে অফিসিয়াল কাজের জন্য ব্যাবহার করতে দিয়েছে ?
ভাই আসসালামু আলাইকুম। আপনি "ট্রিপ" বা "খ্যাপ ভাড়া" যদি না মারেন তাহলে সমস্যা নাই"!
আমি এখন গাড়ি চালাতে পারি না। যদি এখন শুধু বাইক এর জন্য অপেশাদার লাইসেন্স করি পরে যদি কখনও গাড়ি চালানো শিখে নেই এরপর কি আবার হালকা যান এর জন্য আবেদন করতে পারব?
এখন মোটরসাইকেলের লাইসেন্স করলে পরে আবার হালকা যান (গাড়ি) এ্যড করার সুযোগ নাই। আলাদা করে আবার লাইসেন্স করতে হবে।
@@thecopbiker ১০ বছর পরেই করা লাগবে?
নাকি আগেও করা যাবে?
আগেই করতে পারবেন। তখন আবার লাইসেন্সের মেয়াদ ১০ বছর পাবেন।
@@thecopbiker অনেক ধন্যবাদ ভাই।।
জাযাকাল্লাহ
স্যার আমি অপেশাদার করছি এখন আমি পেশাদার লাইসেন্স করতে চাই আমি কি পারব
আবার নতুন করে করতে হবে