ঐতিহ্যবাহী প্রেমতলী।।আমাদের প্রেমতলী।। গোদাগাড়ী।।রাজশাহী।

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • আসসালামু আলাইকুম। আমি মনোয়ারুল ইসলাম শিহাব, আপনাদের সামনে উপস্থাপন করছি কি কি আছে আমাদের প্রেমতলীতে।
    প্রেমতলীঃ রাজশাহী বিভাগের গোদাগাড়ী থানায় অবস্থিত। প্রেমতলী নামের রয়েছে এক প্রাচীন ইতিহাস। যা আমি পরবর্তীতে কোন এক ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো।
    প্রেমতলী বাজারঃ প্রেমতলী বাজার থেকে তিন দিকে রাস্তা বিভক্ত হয়ে গেছে। যার একটি যায় রাজশাহীর দিকে, একটি যায় গোদাগাড়ীর দিকে এবং অন্যটি যায় বসন্তপুর। বসন্তপুর যাবার পূর্বে "গৌড়ঙ্গবাড়ি" নামে হিন্দুধর্মাবলম্বিদের এক ঐতিহাসিক উপাসনালয় পাওয়া যায়। যা আমি প্রেমতলী নামের ইতিহাস এর ভিডিও অংশের সাথে যুক্ত করবো।
    তমালতলীঃ প্রেমতলী নামকরনের প্রধান উপকরন ই তমালতলী। এই ভবনের ভিতরে রয়েছে ৭০০ বছরের ও বেশি বয়স্ক তমাল বৃক্ষ।
    পালপাড়াঃ এখানে রয়েছে কুমারদের সমষ্টি। তারা মাটিকে বশে এনে বানাতে পারে যা ইচ্ছা তাই। সৌখিনদের জন্য সকল মাটির জিনিস এখানে পাওয়া যায়। পাওয়া যায় নিয়মিত ব্যাবহারের জিনিসও।
    প্রেমতলী ডুমুরিয়া জামে মসজিদঃ স্থাপিত ১৯৪০ সাল। দুইতলা ভবন।
    লোক ধারণ ক্ষমতাঃ জামায়াতে প্রায় ৫০০ জন।
    প্রেমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ স্থাপিত ১৯০৫ সাল। সাজানো এবং সুরক্ষিত ভবন।
    প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ঃ স্থাপিত ১৯৪২ সালে। মরহুমা সুকবীবীর ১০০ বিঘা দানের জমিতে স্থাপিত স্কুলের নাম সুকবাসিয়া। পুর্বে এই স্কুলের নাম ছিলো প্রেমতলী সুকবাসিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ উভয়ের দ্বিঃতল ভবনের মাঝে রয়েছে সংযোগ।
    অন্তবিভাগে রয়েছেঃ পুরুষ ওয়ার্ডে ২৫ ও মহিলা ওয়ার্ডে ২৫ টা সয্যা। এছাড়া জরুরী বিভাগ, প্যাথলজী বিভাগ, পরিবার পরিকল্পনা, প্রসূতি বিভাগ, ওটি, ডেন্টাল বিভাগ ।
    বহিঃবিভাগে রয়েছেঃ ৩ টাকা মূল্যের টিকিট ক্রয় করে পাওয়া যায় মেডিসিন, সার্জারী, গাইনী, দন্ত, চক্ষু সহ আরো অনেক রোগের আউটডোর সেবা। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত রোগী দেখেন।
    রয়েছে প্যাথলজী সেন্টার এবং ফার্মেসী যাথেকে ফ্রিতে ঔষধ দেয়া হয়।
    এছাড়াও রয়েছে যক্ষা ও কুষ্ট ক্লিনিক, জিন এক্সপার্ট সেন্টার, জরুরী এম্বুলেন্স।
    তাছাড়া গোদাগাড়ী উপজেলার একমাত্র কোভিড টিকার সেন্টার এটি।
    প্রেমতলি জসীম উদ্দীন দাখিল মাদ্রাসাঃ স্থাপিত ২০০২ সালে। একতলা ভবন। যার সামনে রয়েছে সুবিশাল খেলার মাঠ।
    প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ঃ স্থাপিত ১৯৭২ সালে। একতল বিশিষ্ট ভবন সামনে খেলার মাঠ।
    প্রেমতলী ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ স্থাপিত ১৯৭০ সালে। একতলা ভবন। এর প্রধান ফটক এবং খেলার মাঠ বালিকা বিদ্যালয়ের সাথে যুক্ত।
    প্রেমতলী আজাদ ক্লাব ও পাবলিক লাইব্রেরীঃ স্থাপিত ১৯৫২ সাল। তার পেছনে প্রেমতলী ডিগ্রী কলেজ।
    প্রেমতলী ডিগ্রী কলেজঃ স্থাপিত ১৯৬৭ সালে। তিনতলা ভবন। সামনে বিশালাকার খেলার মাঠ।
    নিরাপত্তার জন্য রয়েছেঃ প্রেমতলী তদন্ত কেন্দ্র এবং বিজিবি ক্যাম্প।

Комментарии • 26

  • @shahadathossain3057
    @shahadathossain3057 2 года назад +1

    Just Wow!!! ♥️♥️♥️♥️

  • @tanbinkamal4056
    @tanbinkamal4056 2 года назад +1

    Nice video vaia... Tanbin

  • @mdasarul7714
    @mdasarul7714 2 года назад +1

    Wow excellent

  • @Monowar470
    @Monowar470 2 года назад +1

    দারুন হইছে ভাইয়া, গৌরাঙ্গ বাড়ি, নির্মল চর বাগান আর পদ্মা নদী মিসটেক হইছে।

    • @travelwithmishihab
      @travelwithmishihab  2 года назад

      Gourongo niye video paba. Chor/bagan niye video ache channel e.

  • @IsratJahanNishi-u9c
    @IsratJahanNishi-u9c Год назад

    Kub sundor
    Nishi

  • @maniktelecom6657
    @maniktelecom6657 Год назад +1

    Wow

  • @pkvodro
    @pkvodro 9 месяцев назад +1

    আমাদের পেমতলী 😍😍

  • @IsratJahanNishi-u9c
    @IsratJahanNishi-u9c Год назад

    ❤❤❤❤

  • @muhammadash1338
    @muhammadash1338 2 года назад +1

    Good job

  • @most.rafiunnahar5161
    @most.rafiunnahar5161 2 года назад

    Onek valo laglo ei vdo ta vaia. Nijer jaygar moto santi kothao nai

    • @travelwithmishihab
      @travelwithmishihab  2 года назад

      অনেক ধন্যবাদ আপু। আশা করি আমার পরবর্তী ভিডিও গুলো দেখবেন। 🥰

  • @habibullasanto6257
    @habibullasanto6257 2 года назад

    Khub vlo lage vai apnar vdo gula.
    Eivabei agiye jaite thaken
    R eisob jinis gula tule dhoren 🥰

    • @travelwithmishihab
      @travelwithmishihab  2 года назад

      অনেক ধন্যবাদ শান্ত 💗💗💗

  • @fahimhossienapu4648
    @fahimhossienapu4648 Год назад +2

    প্রেমতলী তে আমার ভালবাসার মানুষ টির বাসা, কিন্তু চিনি না তার বাসা। যানি না কোথায় থাকে? অনেক মিস করি তাকে 😢। বিদেশে বসে দেখছি, কবে দেশে যাবো? গুরতে যাবো প্রেমতলীতে!

  • @RajshahiPigeonsZone
    @RajshahiPigeonsZone 2 года назад +1

    প্রেমতলী হাসপাতাল টাই একটা ভিডিও করার আবেদন রইল অনেকদিন দেখিনা ভালবাসার সেই জায়গাগুলো😞