Hridoyer e kul o kul হৃদয়ের এ কূল ও কূল । Rabindra Sangeet। Adity Mohsin

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #bengaljukebox #aditymohsin
    -----------------------------------------
    হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়, হায় সজনি,
    উথলে নয়নবারি।
    যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
    কিছু আর চিনিতে না পারি॥
    পরানে পড়িয়াছে টান,
    ভরা নদীতে আসে বান,
    আজিকে কী ঘোর তুফান সজনি গো,
    বাঁধ আর বাঁধিতে নারি॥
    পরানে পড়িয়াছে টান,
    ভরা নদীতে আসে বান,
    আজিকে কী ঘোর তুফান সজনি গো,
    বাঁধ আর বাঁধিতে নারি॥
    কেন এমন হল গো, আমার এই নবযৌবনে।
    সহসা কী বহিল কোথাকার কোন্‌ পবনে।
    হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ--
    জানি না কী বাসনা, কী বেদনা গো--
    কেমনে আপনা নিবারি॥
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    পর্যায়: প্রেম
    রাগ: বিভাস
    তাল: দাদরা
    রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৮৯৩
    স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
    ................................................
    অদিতি মহসিনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের এ গানটি “বিপুল তরঙ্গ রে” অ্যালবাম হতে নেওয়া হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন ২০১০ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
    অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
    • রবীন্দ্র সংগীত । অদিতি...
    ---------------------------------------------------------
    Bengal Foundation has been promoting Bengali music for decades in order to nurture and uphold the musical traditions of Bengal. The Foundation releases a wide selection of Bengali albums to the public, conducts workshops, and well as create opportunities to train under distinguished musicians at the Bengal Parampara Sangeetalay. Bengal Foundation’s music programme also frequently organises a number of large scale music events which include the Bengal Classical Music Festival.
    Bengal Foundation’s music programme aims to pave the way for better appreciation and understanding of the fundamentals of music; as well as to energise, influence and promote the music industry of Bangladesh.
    ==================================
    🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
    👍 Website: www.bengalfound...​​​​
    👍 Facebook: / bengalfoundat. .
    👍 Twitter: / trustfortheart. .
    👍 Instagram: / bengalfound.... .
    ------------------------------------------------------------------------
    © Bengal Foundation 2022

Комментарии • 317

  • @amitbhaumik6047
    @amitbhaumik6047 2 года назад +114

    কত গভীর উপলব্ধি থাকলে এই ভাবে গাওয়া সম্ভব। শুধু অতুলনীয় কণ্ঠ সম্পদে এই গান হয় না!

    • @anjandas2289
      @anjandas2289 2 года назад +8

      অমিত বাবু আপনি একদম আমার মনের কথা বলেছেন 🙏 । গানটির গায়কি আমার মনের গহীনে যেনো রবি কবির গোত্র ও তার একান্ত কাব্যময় আবহে লব্ধ অনুভূতি সৃজন করে । গানটির অসাধারণ গায়কি আমার কাছে এক গুরুবিদ্যা স্বরুপ । আমি এমন গায়কি উপস্থাপনায় সমৃদ্ধ হয়েছি । শ্রীখোল সহযোগে গানটির অনুভূতি আরও বিস্ময়কর ভাবে ভগবত সুলভ আনন্দে পূর্ণ হয়েছে 🙏 । হরে কৃষ্ণ ❤️

    • @salmaakter152
      @salmaakter152 2 года назад +1

      @@anjandas2289 hgh jolo

    • @iqbalraju5462
      @iqbalraju5462 Год назад +1

      ​F

    • @sarfisima9367
      @sarfisima9367 11 месяцев назад +1

    • @sarfisima9367
      @sarfisima9367 11 месяцев назад +1

  • @hoimontisarkarlyla9816
    @hoimontisarkarlyla9816 Год назад +32

    কপাল গুণে বাঙালী হয়েছি বলেই এসব সুন্দর গান শুনতে পাই।

  • @mohammadaliazam8183
    @mohammadaliazam8183 2 года назад +36

    এত শুদ্ধ উচ্চারণ খুব কম শিল্পিদের মধ্যে পাওয়া যায়। আমি আরো নতুন নতুন গান শুনতে চাই আপার কাছ থেকে।

  • @abdhurrashidarun4157
    @abdhurrashidarun4157 Год назад +39

    অনন্য সাধারণ কন্ঠের অধিকারী দুই বাংলায় সমান ভাবে সমাদৃত অদিতি মহসিন রবীন্দ্রনাথেক যেন বুকে ধারনকরে উজার করে গাইছেন শুদ্ধ সঙ্গীত।
    শুভকামনা 🌹

  • @sujataghosh7343
    @sujataghosh7343 2 года назад +56

    আপনার গান শুনলে প্রাণের আশ্চর্য আরাম হয়
    ! আর আপনার কন্ঠস্বরের যাদুর কথা আর কি বা বলবো!
    শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🙏

  • @manikroy7768
    @manikroy7768 2 года назад +62

    রবীন্দ্রনাথ ঠাকুর কী অপূর্বভাবে বুঝিয়েছেন হৃদয়ের উপরে একুল ওকুল দু'টো কুল আছে যা বানে ভেসে যাচ্ছে নবযৌবনে। এমন সুন্দরভাবে তারুণ্যের প্রকাশ - সত্যি চমৎকার।

    • @omarfarook9221
      @omarfarook9221 2 года назад +1

      Mr . Manik , could you please tell me the fact to write this song by Tagore ?

  • @FourthGaming226
    @FourthGaming226 2 года назад +34

    বাহুল্য বর্জিত এক অনাবিল সরলতায় পরিপূর্ণ কন্ঠ অদিতি'দির । আমার ভীষণ প্রিয় শিল্পী 😊

  • @parthapratimpaul9306
    @parthapratimpaul9306 13 дней назад

    মন,প্রাণ ও হৃদয় স্পর্শী এই সংগীতটি এক কথায় অসাধারণ।

  • @sanjitadhikari4319
    @sanjitadhikari4319 Год назад +10

    তুমি কেমন করে গান কর হে গুনি, আমি অবাক হয়ে শুনি.... সুন্দর পরিবেশনা, অসাধারণ গায়কী, মন ভরে গেল।

  • @kausikmandal6654
    @kausikmandal6654 2 года назад +22

    আহা, ধরা আর ছাড়ার কি যুগলবন্দি। হৃদয়ের দুকূল জুড়িয়ে গেল। ধন্যবাদ আপনাকে কবিগুরুকে মরমে পশিয়ে দেবার জন্য।

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 года назад +18

    আহা অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর মধুর সুরের মূর্ছনায় মন ভরে গেল।

  • @Nemo.57
    @Nemo.57 2 года назад +29

    অদ্বিতীয়া অদিতী মহসীন 🙏🏻

  • @rajibroy9501
    @rajibroy9501 Год назад +23

    আমি মনে করি এই গানটি সবথেকে শ্রুতিমধুর হয়ে এসেছে আপনার কন্ঠ থেকে। প্রতিদিন শুনি, যতই শুনি ততোই মুগ্ধ হই। 🙏

    • @rashidaakter1693
      @rashidaakter1693 Год назад +1

      Jayati Chakraborty er ta sunben

    • @rajibroy9501
      @rajibroy9501 Год назад +1

      @@rashidaakter1693 sunechi, shunei bolechi apu.

    • @rathinpaul1057
      @rathinpaul1057 Год назад +1

      I AGREE WITH YOU 1OO PERCENT .

    • @rajibroy9501
      @rajibroy9501 Год назад

      @@rathinpaul1057 শুভেচ্ছা রইল।🙏

  • @salahuddin7493
    @salahuddin7493 2 года назад +15

    মনোমুগ্ধকর। অনেক দিন বেঁচে থাকুন। আমাদের প্রশান্ত করুন আপনার কন্ঠে।

  • @pronabkumardeb7854
    @pronabkumardeb7854 2 года назад +21

    অসাধারণ গান,,,,,অপূর্ব কণ্ঠ মাধুরী,,,,,,,,,,এই শ্রোতা মুগ্ধ,,,, বার বার শুনছি,,,,

  • @hiranmoydutta5994
    @hiranmoydutta5994 Год назад +7

    এই গান অনেকবার শুনেছি আপনার কন্ঠে। আমি খুব লজ্জিত যে আপনার মত গুণী শিল্পীকে আমি আগে চিনতাম না।

  • @uttamkumarpati5757
    @uttamkumarpati5757 Год назад +7

    খুব সুন্দর, গভীর। দ্রুত রক্তে মিশে যাচ্ছে গানের কথা ও ভাব। প্রশংসা করি তাই।

  • @jajaborfahien.6241
    @jajaborfahien.6241 2 года назад +8

    এখনকার দিনে বাদ্যযনতরের প্রাবল্যে কন্ঠ চাপা পড়ে যায়, এখানে তার ব্যতিক্রম পেলাম। খুব ভালো লাগলো।

  • @robiulislam4665
    @robiulislam4665 2 года назад +6

    আহা কি কন্ঠ আর কি গায়কী আগে কেন শুনিনি, কি বলবো অসম্ভব সুন্দর।

    • @sahakamal9450
      @sahakamal9450 Год назад

      অসাধারণ গেয়েছেন

  • @rahmanmoti
    @rahmanmoti Год назад +15

    নারীদের মধ্যে বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী।
    দরদ গভীর তাঁর কণ্ঠে।

    • @ranjanshaw3585
      @ranjanshaw3585 Год назад

      আপনি গান শোনেন? গান, বাজনা তো হারাম।

    • @PanniZaman2004
      @PanniZaman2004 6 месяцев назад

      ​@@ranjanshaw3585
      আপনিই বা এখানে কি করছেন মশাই !
      বড় এসেছেন বলতে মুখ করে

  • @sandy0174
    @sandy0174 Год назад +12

    My most favorite artist. Respect to her. Perfect rendition. No gimmicks

  • @alokkumarmisra732
    @alokkumarmisra732 2 года назад +4

    গলার গভীরতা, অপূর্ব স্বর ও কী সুন্দর উচ্চারণ। আপ্লুত।

  • @ranjansarkar8409
    @ranjansarkar8409 Год назад +10

    I am a son of Bengal, I am proud to be a Bengali mother. I speak Bengali my mother tongue well.

  • @bkghosh
    @bkghosh Год назад +3

    পরিশীলিত কন্ঠের অনবদ্য সৃষ্টি, মন্ত্রমুগ্ধ করে আবিলতা এনে দেয়।

  • @AbdulMannan-pw2ut
    @AbdulMannan-pw2ut Год назад +2

    মুগ্ধতা ছড়ানো স্বর।
    গর্ব করার মত বাঙালি শিল্পী।

  • @tapantalukdar4551
    @tapantalukdar4551 2 года назад +13

    সুধা কণ্ঠের অমৃত বারি !💐

  • @khondakersharif867
    @khondakersharif867 Год назад +1

    অদিতি মহসিনের গায়কী যেমন অসাধারণ তেমনি গানের প্রতি তাঁর আবেগও অতুলনীয়। তাঁর গান শুনে সবসময়ই আনন্দ পাই। তাঁর শিল্পী স্বত্ত্বা স্বার্থক।

  • @birathighschool3217
    @birathighschool3217 2 года назад +5

    heart touching melodious song thank both the poet and singer.Shaheb Ali

  • @mitrachowdhury3723
    @mitrachowdhury3723 2 года назад +8

    অপূর্ব।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 года назад +18

    সুরের অনুপম ঝর্ণা জলে স্নাত হলো এ মন !

  • @nikhilbiswas1284
    @nikhilbiswas1284 2 года назад +5

    অসাধারণ গায়কি মন ছুঁয়ে যায়।

  • @Chayan3895
    @Chayan3895 7 месяцев назад +1

    প্রাণটা জুড়িয়ে গেলো এত সুমধুর কণ্ঠ শুনে,আহা কি অনুভব,,❤🥺

  • @ajamilchandrabanik363
    @ajamilchandrabanik363 Год назад +2

    প্রতিটি গানের পরিবেশনা অত্যন্ত আন্তরিকতায় ভরা

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 Год назад +2

    hriday'er Akul Okul...mone rakhar mato uposthapona...U R great artist...

  • @NIBiki-bm4fi
    @NIBiki-bm4fi 8 месяцев назад +1

    কতটা গভীর উপলব্ধি থাকলে এভাবে গাওয়া সম্ভব হতে পারে। স্যালুট দিদিকে

  • @somagangulymunni
    @somagangulymunni Год назад +2

    আহা !!!!!!!! হৃদয়ের এক অনাবিল তৃপ্তি...মুগ্ধতা বারবার।

  • @subhajitbhowmick606
    @subhajitbhowmick606 2 месяца назад

    রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্র এসে গেছে। সবচেয়ে ভাল গলা দুই বাংলার মধ্যে।

  • @parbotisarker5246
    @parbotisarker5246 2 года назад +3

    গানটা অনেক সুন্দর। প্রাণ জুড়িয়ে গেল। 🙏🙏🙏🙏

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 Год назад +1

    ওপার বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দের প্রতি গভীর শ্রদ্ধা জানাই , তাদের এই অকৃত্রিম রবীন্দ্র সংগীত নিষ্ঠা র জন্য। তারা কেবল মাত্র রবীন্দ্র সংগীত গেয়ে থাকেন, দেবব্রত বিশ্বাস,সুবিনয় রায়,অশোকতরু বন্দোপাধ্যায়, মোহন সিং,সুচিত্রা মিত্র কনিকা বন্দোপাধ্যায় দের আদর্শ অনুসরণ করে।

  • @amareshroy7732
    @amareshroy7732 4 месяца назад

    My good wishes for Aditi mohsin for cooling our mind by sweet songs.

  • @dinontasharif9143
    @dinontasharif9143 5 месяцев назад

    এই গান, এই সুরে আমার হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়। এই গান কতবার যে শুনেছি, তার কোন শেষ নেই। অন্তরের অন্তস্তল থেকে শিল্পীকে অভিবাদন জানাই।

  • @sanjanan6977
    @sanjanan6977 Год назад +3

    অপূর্ব

  • @prabhateraalo6408
    @prabhateraalo6408 Год назад +2

    সত্যিই অসাধারণ আপনার গায়কী
    গান শুনে মুগ্ধ হয়ে গেলাম
    শুভকামনা রইল আরো এরকম ভালো গান আমাদের শুনানোর জন্য।

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 года назад +8

    অসাধারণ !!!

  • @shahadathossain8746
    @shahadathossain8746 Год назад +4

    কেন এমন হলো গো আমার এ নব যৌবনে। রবি ঠাকুর এর গমন সাহিত্যের সকল স্তরে। চমৎকার ভাষার ভাবের মাধুর্যে গানটি।

  • @provashsaha635
    @provashsaha635 2 года назад +6

    অসাধারণ লাগছে গান টি।

  • @soumendey8809
    @soumendey8809 Год назад +2

    What a voice ❤

  • @subhashbanerjee7430
    @subhashbanerjee7430 2 года назад +6

    I listen this particular song atleast hundred time sung by Aditi, yet I love to hear this song with intense integrity.

  • @doladutta-roy8937
    @doladutta-roy8937 3 месяца назад

    Opurbo gayoki. Mon bhorey galo

  • @manikapaul3416
    @manikapaul3416 2 года назад +6

    BEAUTIFUL ADITY MAA TOMAR GAAN. GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 2 года назад +5

    মন ভরে যায় আরো শুনতে চায়। হৃদয় মাঝে বৃন্দাবন জেগে ওঠে। ভীষণ হারিয়ে যাওয়া পথ চাওয়া না পাওয়া, প্রভু আমার পরম আমার।

  • @md.nasiruddin7904
    @md.nasiruddin7904 Год назад +2

    অদিতি আপা, আপনার কন্ঠে গানটি অপূর্ব সুন্দর।

  • @smmostafakamal5560
    @smmostafakamal5560 2 года назад +10

    অসাধারণ মায়াময় কণ্ঠ....গান আরো গান হয়ে যায়....

  • @indranichakrabarty5757
    @indranichakrabarty5757 Год назад +1

    গান টা শুনলে মনটা অনেক দুরে চলে যায়।

  • @balakamaity1343
    @balakamaity1343 Год назад +3

    এই গানটি শুনলে মনে পড়ে আমি নবযৌবনে কেমন সংস্ক‍ৃত ভাষার রূপের প্রেমে আত্মহারা ছিলাম। সেসব দিনে দিবারাত্রি আমার চোখ দিয়ে জল ঝরত কারণ আমার পরিবার বলত ঐ ভাষা মৃত,তুমি ইংরাজী ভাষাকে ভালোবাসো। বাবা-মাকে লুকিয়ে আমি Eng(Hons.)এ দ্বিতীয় বিষয় সংস্কৃত রেখেছিলাম,ভালো marks পেয়েছি। আমি বারো বছর বাংলামাধ‍্যমে পড়েছি।উচ্চমাধ‍্যমিকে Physics,Mathematics-এর বই তৎসম সাধুভাষায় লেখা
    ছিল। অতএব এটা তো হবেই। আজ আমি English M.A. এবং B.H.M.S. degree নিয়েছি। এখন ভাবি যদি শিশুকাল থেকে ইংরাজীমাধ‍্যমে পড়তাম তাহলে আমায় এত দুঃখিত ও পরিবারলাঞ্ছিত হতে হত না। আমি বাংলাভাষার একজন কবি। শিল্পী গানটি খুব ভালো গেয়েছেন। যদিও
    এই গানটি আমি বেশীক্ষণ সহ‍্য করতে পারিনা।ধন‍্যবাদ।

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +1

    কালজয়ী কণ্ঠের এ সুর প্রবাহ হৃদয়ে এসে আত্মায় অনুরণিত হলো ।

  • @udayanchakraborty4695
    @udayanchakraborty4695 Год назад

    আমার এক অত্যন্ত ভালোবাসার গান যা উনি ই একমাত্র গাইতে পারেন 🙏❤

  • @pranabbiswas7198
    @pranabbiswas7198 Год назад +2

    আমাদের বাঙ্গালীদের অহংকার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি 🙏🙏

  • @samiulalamsajib8684
    @samiulalamsajib8684 2 года назад +5

    অসাধারণ কন্ঠ, আমি ছোটবেলা থেকেই আপনাকে নিপা নামে চিনি। আপনার বাবা মরহুম নূর মহসিন খান। আপনি অসাধারণ শিল্পী। ইউসুফ ধানমন্ডি ঢাকা।

  • @user-nv1lj5gk1v
    @user-nv1lj5gk1v 3 месяца назад

    গানটার মর্ম উপলব্ধি করে অশ্রু গড়িয়ে পড়ছে!¡

  • @sujitkbiswas6720
    @sujitkbiswas6720 Год назад +5

    রবীন্দ্রনাথ তারুণ্যের প্রকাশ ঘটিয়েছেন অসাধারণ ভাবে!!!

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 2 года назад +10

    আহা...মন ভেসে গেল !👌👌

  • @sabujbangla3473
    @sabujbangla3473 9 месяцев назад +1

    গানের শুর ও কথায় মন ছুয়ে যায়।

  • @aniltarafdar9482
    @aniltarafdar9482 4 месяца назад

    🎉অদিতি মহসিন কি মধুর কণ্ঠ।

  • @user-vn9xb8il5y
    @user-vn9xb8il5y Месяц назад

    দারুণ।বারবার শুনতেই ভাল লাগে।

  • @aurunroy7707
    @aurunroy7707 2 года назад +2

    Ki sundor gailen,,,mon voreche.

  • @petergomes8788
    @petergomes8788 Год назад +3

    I listen to Rabindra Sangeets. My soul flies across the Atlantic and hovers all over Sonar Bangla. Thank you Didi.

  • @user-bj2vn4bb6y
    @user-bj2vn4bb6y 10 месяцев назад

    অদিতির এমন মিষ্টি কন্ঠে রবিন্দ্র সংগীত অতুলনীয়।

  • @bipuldas4544
    @bipuldas4544 Год назад +1

    বা বা কি পরিবেশনা। মুগ্ধ হইলাম। ধন্যবাদ আপনাকে।

  • @IsratJahan-ld6lc
    @IsratJahan-ld6lc Год назад +3

    ❤❤❤ অনবদ্য সৃষ্টি অদিতি মহসিন। এতো সুন্দর সুরের মূর্ছনায় আমি মোহিত

  • @dilipkumarsarkar2467
    @dilipkumarsarkar2467 4 месяца назад

    এক কথায় অনবদ্য ।

  • @golamali2149
    @golamali2149 10 месяцев назад

    যেমন গান তেমনই সুস্পষ্ট উচ্চারণে অনবদ্য নিবেদন। রবীন্দ্রনাথের এ গান আপনার কন্ঠে অনিবর্চণীয় সৌন্দর্যে অনুভবে মনে এক অচেনা আনন্দময় বেদনার প্রলেপ বুলিয়ে দেয়।

  • @AsitNandaBhattacharya
    @AsitNandaBhattacharya 6 дней назад

    চমৎকার পরিবেশন

  • @abusayeb759
    @abusayeb759 9 месяцев назад

    অদিতি মহসিন, আপনার গানগুলো যতবার শুনি ততবার চোখের কোনা ভিজে জায়

  • @jyotisaha5069
    @jyotisaha5069 2 года назад +11

    বলার ভাষা নেই , অতুলনীয় । মনপ্রাণ ভরে গেছে । নমস্কার ও শুভকামনা রইল , শুভরাত্রি । 🌷🌷🌷🙏

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Год назад +1

    Very nice and extraordinary song. Very sweet voice. This sweet voice bring back all my past memories.

  • @mohidulislam6954
    @mohidulislam6954 Год назад +2

    সুন্দর!
    Lock Now Next Generation
    To up above high by Your Contribution !

  • @nizamkhan-nk8ci
    @nizamkhan-nk8ci 2 года назад +5

    অদিতি মহসিন-এর যাদুময় সুরেলা কণ্ঠে গানটি শুনে সত্যিই হৃদয়ের দু'কুল ভেসে গেল।

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 2 года назад +37

    এমন করে কেউ কি ফুল ফুটাতে পারে কণ্ঠে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে? কেউ কেউ পারেন। অদিতি মহসিনের কণ্ঠের মোহে মোহিত না হয়ে উপায় নেই। এরপর যা বলতে চাইছি, আপনি বেঁচে থাকুন, আমার মাথায় যত চুল, তত বছর।

    • @nizamuddin-tq8ky
      @nizamuddin-tq8ky Год назад +1

      gan ta suner por maja maja chokhay pani asa, ki prem j ai ganay, wonderful robi thakur and singar.

  • @mostafijurrahman5901
    @mostafijurrahman5901 8 месяцев назад

    অসাধারণ গেয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি আর কেউ এত সুন্দর করে গাইতে পারেনি। অদিতি মহসিন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।।

  • @amirnahid2128
    @amirnahid2128 7 месяцев назад

    সুর যেন হৃদয়ে গিয়ে সুখের, বিরহের পরশ বুলিয়ে যায়। এত সুন্দর!

  • @mihirchandrabaidya3362
    @mihirchandrabaidya3362 5 месяцев назад

    Mind blowing heart touching presentation.

  • @user-gg4po6dh2n
    @user-gg4po6dh2n Месяц назад

    Ashadharan kantho. Khub sundar.

  • @farukalam9996
    @farukalam9996 2 года назад +2

    অসাধারণ গায়কী, মন ছুঁয়েছে।

  • @riyadhossainrazu4550
    @riyadhossainrazu4550 Год назад +1

    অনন্যা অসাধারণ অদ্বিতীয়া অদিতি মহসিন।❤

  • @kabitaroy7262
    @kabitaroy7262 5 месяцев назад

    মন কে শান্ত করতে এমন একটি গানই যথেষ্ট ❤❤❤❤

  • @user-fj3ws3ln8s
    @user-fj3ws3ln8s Месяц назад +1

    I'm fascinate to song ❤

  • @malayghosh7869
    @malayghosh7869 2 года назад +6

    আমি আপনার গুণমুগ্ধ ভক্ত হয়ে গেলাম l

  • @MdMonir-mx3xe
    @MdMonir-mx3xe Год назад

    অদিতি মহসিন আপনার গানের জন্য আপনি জগৎ বিখ্যাত। আপনাকে আদৌ ভালো লাগে এবং ভালো বাসি❤

  • @anadikundu1508
    @anadikundu1508 6 месяцев назад

    My most favorite singer.

  • @rubeldas2475
    @rubeldas2475 Год назад +1

    Aha Apurbo. Onek singer geyecen. But ur voice is unique Didi. Apner ei gaanta ber ber shuni. 💖💖💘❤❤

  • @imaratkathabwn7848
    @imaratkathabwn7848 Год назад +2

    অসাধারণ কন্ঠ শিল্পী ।

  • @schaudhury
    @schaudhury Год назад

    Adity mohsin my most favourite rabindra sangeet shilpi.❤❤

  • @ShahidulIslam-zp3rb
    @ShahidulIslam-zp3rb Год назад +2

    অসাধারণ

  • @joyeetaroy7119
    @joyeetaroy7119 2 года назад +5

    Apurbo

  • @santanuchakraborty7260
    @santanuchakraborty7260 Год назад +1

    Ashadharan kantha.

  • @user-ec8hv3dx6v
    @user-ec8hv3dx6v 5 месяцев назад

    অদিতি দিদি আপনার গান শুনছি, এবং সময় পেলেই শুনে থাকি, কি যে শান্তি পাই দিদি আপনাকে বোঝানোর শক্তি আমার নেই,,,। কেন যেন মনে হয় শুধু শুনতেই থাকি,,,, আপনাকে আমার সশ্রদ্ধ প্রনাম জানাই দিদি।🙏❤️❤️❤️

  • @arunchakraborty2765
    @arunchakraborty2765 5 месяцев назад

    West Bengal state anthem❤❤❤

  • @anjughose690
    @anjughose690 2 года назад +2

    অসাধারণ,আমার প্রিয় শিল্পী।

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 года назад +2

    Adity Mohsin U R a great singer...perfectionist it's your +point...go ahead. /jio hazaro sal yea mere hae arju... Md.rafi