বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪
    Question PDF: drive.google.c...
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
    বিদ্যুৎ বিভাগ
    পদ: ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর'
    প্রশ্ন সমাধান
    সময়ঃ ৯০ মিনিট, পরীক্ষার তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪ পূর্ণমানঃ ৯০
    বাংলা-২৫
    ১। এক কথায় প্রকাশ করুনঃ
    (ক) ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি। = জিতেন্দ্রীয়
    (শ) মনে যার জন্ম। = মনসিজ
    (গ) কর দিতে হয় না যে জমির। = নিষ্কর
    ২। সন্ধি বিচ্ছেদ করুনঃ
    (ক) কথাচ্ছলে = কথা+ছলে
    (খ) তন্মধ্যে = তৎ+মধ্যে
    (গ) নদীর = নদী+এর
    (ঘ) প্রচ্ছদ = প্র+ছদ
    ৩। কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
    (ক) আকাশ মেঘে ঢাকা। = করণ কারকে ৭মী বিভক্তি
    (খ) ইট-পাথরের বাড়ি বেশ শক্ত। = করণ কারকে ৬ষ্ঠী বিভক্তি
    (গ) দেশের জন্য প্রাণ দাও = সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি
    (ঘ) দারিদ্রকে ধন দাও = সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
    ৪। শুদ্ধ বানান লিখুনঃ
    (ক) জোৎস্না = জ্যোৎস্না
    (খ) ঐক্যমত্য = ঐকমত্য
    (গ) অন্তোষ্টিক্রিয়া = অন্ত্যোষ্টিক্রিয়া
    (ঘ) সায়ত্বশাসন = স্বায়ত্তশাসন
    ৫। বিপরীত শব্দ লিখুনঃ
    (ক) উৎকণ্ঠা = স্বস্তি
    (খ) আশু = বিলম্ব
    (গ) জ্বলন = নির্বাপন
    ৬। নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুনঃ
    (ক) উদ্যত = প্রবৃত্ত
    উদ্ধত = ধৃষ্ট
    (খ) আসক্তি = অনুরাগ
    আসত্তি = নৈকট্য
    (গ) কৃতি =কর্ম
    কৃতী = কৃীর্তিমান
    (ঘ) কুট = পর্বত
    কূট = জটিল
    ৭। অনুচ্ছেদ লিখুনঃ "জাতীয় উন্নয়নে বিদ্যুৎ”
    English-25
    8. Fill in the blanks with appropriate words:
    (a) The ring is made-------- gold.
    Answer: of
    (b) Bread is tastefully made--------- wheat.
    Answer: from
    (c) The poor---------- much in winter.
    Answer: suffer
    (d) The patient died ---------cancer.
    Answer: of
    (e) ____Sandwip is a big island.
    Answer: No Article
    9. Translate the following sentences into English:
    (a) তোমাকে ছাড়া আমার চলে না।
    Answer: I cannot do without you.
    (b) বিপদ কখনও একা আসে না।
    Answer: Misfortunes never come alone.
    (c) বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে।
    Answer: When there are no cats, mice play.
    (d) ধন বা মান চিরদিনের জন্য নয়।
    Answer: Neither wealth nor honor lasts forever.
    10. Write Bengali meaning of the following Idiom & Phrases:
    Ad hoc = আনুষ্ঠানিক
    First Language = প্রধান ভাষা
    Tooth and nail = কঠোরভাবে, সর্বোচ্চ চেষ্ট করা
    Day dream = অসম্ভব কল্পনা
    11. Change the Gender:
    Duke = Duchess
    Wizard = Witch
    Nun = Monk
    12. Write antonym of the following words in English:
    Antique অর্থ প্রাচীন যার Antonym হলো Modern
    Indulge অর্থ অসংযত যার Antonym হলো Constrain
    Migrant অর্থ প্রবাসী যার Antonym হলো Native
    Rude অর্থ কঠিন যার Antonym হলো Smooth
    13. Write a short Paragraph on “Load Shedding".
    গণিত-২০
    ১৪। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক কত
    দিনে কাজটি করতে পারবে?
    উত্তর: 6 দিনে।
    ১৫। একটি গণিত বইয়ের মূল্য ১২ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?
    ১৬। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলেন। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিলেন। তার কাছে আর 5টি কলম রইল। শ্যামল কতটি কলম কিনেছিল?
    ১৭। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে ২ মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা করে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে?
    সাধারণ জ্ঞান-২০
    ১৮। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কী?
    উত্তর: ঝিনাইদহ
    ১৯। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: ২য় অবস্থানে
    ২০। দেশের ১ম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
    উত্তর: লোহাগড়া, চট্টগ্রাম
    ২১। বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত?
    উত্তর: ১৬৯৯৯
    ২২। চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত?
    উত্তর: বরিশাল
    ২৩। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
    উত্তর: ২৩ বছর
    ২৪। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘঠিত হয়?
    উত্তর: গাজীপুরের জয়দেবপুর
    ২৫। মুক্তিবাহিনীর ‘War Strategy' কী নামে পরিচিত?
    উত্তর: তেলিয়াপাড়া রণকৌশল
    ২৬। মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
    উত্তর: ঢাকা
    ২৭। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি?
    উত্তর: ৩২ টি
    ২৮। ঢাকার গুলিস্তানে অবস্থিত 'জিরো পয়েন্ট' এর বর্তমান নাম কী?
    উত্তর: নূর হোসেন স্কয়ার
    ২৯। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
    উত্তর: বিশ্বব্যাংক
    ৩০। বাংলাদেশ ১ম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
    উত্তর: বাংলাদেশ প্রথম ১৮ এপ্রিল ১৯৭২ আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে
    ৩১। GI এর পূর্ণরূপ কী?
    উত্তর: Geographical Indication
    ৩২। বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে?
    উত্তর: বাগদা চিংড়ি
    ৩৩। দেশের ১ম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
    উত্তর: কালিয়াকৈর, গাজীপুর।
    ৩৪। ইন্টারনেট জগতে 'পিপীলিকা' কী?
    উত্তর: সার্চ ইঞ্জিন
    ৩৫। SREDA এর পূর্ণরূপ কি?
    উত্তর: Sustainable and Renewable Energy Development Authority
    ৩৬। COP-29 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
    উত্তর: আজারবাইজানের রাজধানী বাকুতে
    ৩৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
    উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম

Комментарии • 12

  • @MahmudSujon-u6k
    @MahmudSujon-u6k Месяц назад

    Thank you

  • @HumairaSarker-w8u
    @HumairaSarker-w8u Месяц назад

    Sir 18 grade ( library attendant) er question kemon hote pare ektu dharona din plz.

  • @cksourav6937
    @cksourav6937 Месяц назад

    thank yousir

  • @AlAmin-op2nj
    @AlAmin-op2nj Месяц назад +1

    ❤❤

  • @LovelyBoxer-tb9it
    @LovelyBoxer-tb9it Месяц назад +1

    Sir ami apner course a vorti hbo,

  • @mdmustafijurrahman43
    @mdmustafijurrahman43 Месяц назад

    ২০/১২/২০২৪ এ অনুষ্ঠিত বেপজার প্রশ্নের সমাধান দিলে ভালো হয়

  • @basicimprovementwithjannat4499
    @basicimprovementwithjannat4499 20 дней назад

    পরিবার পরিকল্পনা সার্কুলার আসলে আমি ভর্তি হব

  • @SamimKhan-ys8ev
    @SamimKhan-ys8ev Месяц назад +3

    অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর প্রশ্ন সমাধান চাই

    • @smrityakter5976
      @smrityakter5976 Месяц назад

      Amio caie

    • @SamimKhan-ys8ev
      @SamimKhan-ys8ev Месяц назад

      @smrityakter5976 আপনার পরীক্ষা কেমন হয়েছে?

  • @tanimbillah7938
    @tanimbillah7938 Месяц назад

    বেপজার সমাধান টা দিয়েন

  • @ismedia2337
    @ismedia2337 Месяц назад

    ❤❤❤